নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুলবুল ইসলাম

বুলবুল ৩৩৩

আমি বাংলাদেশপন্থী।লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে অনেক ভালোবাসি। ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে।

বুলবুল ৩৩৩ › বিস্তারিত পোস্টঃ

মেঘের দেশ সাজেক ভ্রমণ - ৩য় পর্ব

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

লুসাই ঝর্ণা থেকে রুইলুই পাড়ার মেঘের ঘর রিসোর্টে এসে ভরপুর খাওয়াদাওয়া সেরে কেউ কেউ হালকা ঘুমিয়ে নিল আমরা রিসোর্টের বারান্দায় বসে আড্ডা দিতে থাকলাম। মেঘ দেখতে দেখতে বৃষ্টি শুরু হলো। এত অপরূপ সুন্দর বৃষ্টি আমি কোনদিন দেখিনি। টিনের চালে বৃষ্টির শব্দ এমনিতেই আমার খুব প্রিয়। মেঘ বৃষ্টির আলাপন শেষে আকাশপানে ঢেউ খেলছে রংধনু। সাজেকের প্রকৃতি যেন ছবির মতই সুন্দর। আমরা না ঘুমানোর দলের সাত জন হালকা বৃষ্টিতেই বেড়িয়ে পড়লাম প্রকৃতি দর্শনে।

আমাদের রিসোর্টের সামনেই রক গার্ডেন। আমরা রক গার্ডেনে যখন গেলাম তখনও পুরো রক গার্ডেন জুড়ে মেঘের ছড়াছড়ি। "মেঘ" ছুঁয়ে দিলাম তোমাকে। এরপর রক গার্ডেনে ছবি তুললাম। দিনের শেষ সময় হয়ে এসেছে সূর্যি মামা ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

আমরা চান্দের গাড়ি নিয়ে এবার ছুটলাম হ্যালিপ্যাডের দিকে উদ্দ্যেশ্য সূর্যাস্ত দেখা।সাদা মেঘগুলো হলুদ,কমলা ও লাল রঙে রুপান্তর হয়ে এক পাহাড়ি সূর্যাস্ত দেখলাম। সুর্যাস্তের পর রিসোর্টে ফিরে এলাম আবার শুরু হল সন্ধ্যার আড্ডা গল্প।সাজেকের রাতের আকাশ যেন আরোও সুন্দর।


রাতে খাওয়াদাওয়ার পর্ব শেষ করে চাঁদের আলোতে আমাদের আড্ডা গান শুরু হয়ে গেল। খাওয়াদাওয়া নিয়ে পরবর্তীতে লিখবো। রক গার্ডেনের চাঁদের আলোয় আমাদের কাদেরের মজার টোনে কথা বলা, সুদীপ্তা বৌদির গান আর বাকিদের হাসি রসিকতায় আড্ডা বেশ জমে উঠেছিল। রাত বাড়ছে হাজার বছরের পুরনো সেই রাত, কিন্তু চাঁদের সিগ্ধ আলোয় গা ভাসানো আড্ডা যেন শেষ হতেই চায় না। পরদিন সকাল সাড়ে চারটায় কংলাক পাড়ায় যেতে হবে তাই আড্ডার সমাপ্তি টানতে হলো।

রক গার্ডেন থেকে বের হয়ে রুইলুই পাড়ার এ প্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত হেঁটে সবাই রিসোর্টের বিছানায় গা এলিয়ে দিলাম।

(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৯

সনেট কবি বলেছেন: সুন্দর

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: চলুক----
বন্ধ ঘরের একটা জানালা অন্তত খোলা যাবে এক জনমে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.