নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

শামসুর রাহমান সমীপে

১৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৫

ক'জন কবি ছিল তারা বিস্মৃতির পথে
যে ক'জন চিত্রপরিচালক ছিল তারা
১৪ ডিসেম্বরে আর পরবর্তি দু'দশকটায় নিদ্রাভূক অনড়-
কিছু ছড়ানো ছিটানো শিল্পী ছিল তাদের কেউ প্যারিসে কেউ
কানাডায় শীতে কাপে আর ইজেলে কপি করে পিকাসোর পরাবাস্তবতা-

বেইলি রোড পকেট ফুটো করে রেস্তরা গিলছে,
মানুষের কাছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদ অনেক উঁচু-
কেউ কেউ গল্প লিখতো যারা,
তারা আজ গালগল্প হয়ে গিয়েছে;

তুমি বরং আর একটা 'পরিমনি' খুঁজে আনো-
বেকুব সিনেপ্লেক্সে বসাও ভগ্নস্বর অনন্ত জলিল।
কবিতার ফাঁকা আসরে শুধু বিভিন্ন মেয়াদের মহাদেব সাহা!
তারপর আর কিছু থাকতে নেই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: অযত্ন, অবহেলায় অনেক প্রতিভাই নষ্ট হচ্ছে; হারিয়ে যাচ্ছে।

১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১০

সোনালী ডানার চিল বলেছেন: আসলেই, যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না আর-
ধন্যবাদ আপনাকে

২| ১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন: যাই বলুন না কেন ।পরীমনি কিন্তু দেখতে মন্দ নয় হা হা হা

১৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১১

সোনালী ডানার চিল বলেছেন: তা যা বলেছেন..
ভালো থাকুন, শুভেচ্ছা

৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: কবি সাহ্যিতিক আর নায়ক নায়িকা মিলে একাকার।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১:৪৯

সোনালী ডানার চিল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সমসাময়িক পারিপার্শ্বিকতা নিয়েই কবিতা-

৪| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২৫

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: কি এক বাস্তব, শেষ দশকেও মাসিক কোন পত্রিকার পাতা মাস শুরুর ইঙ্গিত দিতো।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩১

সোনালী ডানার চিল বলেছেন: আসলেই
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
শুভকামনা রইল, ভালো থাকবেন

৫| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২৭

অর্ক বলেছেন: ভীষণ ভালো লাগলো। সত্যি, কবি কবিতা আরেকদিকে রাখি, শুধুমাত্র একজন মানুষ হিসেবে শামসুর রহমান আসলে অদ্বিতীয়। মানে তাঁকে দেখলেই মন ভালো হয়ে যেতো, পবিত্রতায় ভরে উঠতো। সবসময় স্মিতমুখ, কথায় স্মিতবাক। দুই মিনিট তাঁর কথা শুনলেই নিশ্চিত হওয়া যায় যে, এই মানুষটির দ্বারা কখনও কণা পরিমাণও কোনও ভুল কাজ বা অসততা হতে পারে না। শিশুর মতো নিষ্পাপ পবিত্র একজন মানুষ ছিলেন।

শুভেচ্ছা রইলো।

২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫২

সোনালী ডানার চিল বলেছেন: পাঠে কৃতজ্ঞতা। চমৎকার বলেছেন-
এই উপলব্ধি থেকেই কবিকে স্মরণ;

শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.