নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোমানুষের ব্লগে স্বাগতম

© তন্ময় ফেরদৌস

তন্ময় ফেরদৌস

একি আজব কারখানা...

তন্ময় ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ সিঁড়ি

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮







নীতু একটা প্যাচানো সিঁড়ির ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে।



অনেকটা সময় ধরেই নীতুর মনে হয় সে সিঁড়ি বেয়ে উঠছে নামছে। কিছুখন উঠা নামার পর মনে হচ্ছে এই যায়গাটায় সে আগেও এসে দাঁড়িয়েছিলো। সেবার কি সে উঠে গিয়েছিলো নাকি নেমে গিয়েছিলো, নীতু ঠিক মনে করতে পারেনা। নিজের জীবনের সাথে কি অদ্ভুত এক মিল এই প্যাচানো সিঁড়িটার। সারাটা জীবন সিঁড়ি বেয়েও কোথাও পৌছুনো গেলো না। ছোটবেলায়, যখন তার মা টা মরে গেলো, নিজেকে এক অন্ধকার ঘরে আবিষ্কার করে সে। খোলা দরজা দিয়ে এক চিলতে আলো আসছিলো। ছোট্ট নীতু দরজা দিয়ে বেরিয়ে দেখতে পায় একটা প্যাচানো সিঁড়ি।সেবারি প্রথম। উপরে উঠার বদলে নীতু নেমে যায় নিচের দিকে। সিঁড়ি ভাংগতে ভাংগতে নীতু যখন আরেকটা দরজা খোলা পায়, তার বয়স তখন আট। একটু আলোর আশায় সে ঢুকে পড়ে দরজা দিয়ে। বাবাকে ওভাবে এক মহিলার সাথে দেখে সহ্য করতে পারেনি । বাবা তাকে দেখেনি, কিন্ত মহিলাটা দেখেছিলো। কি ভয়ানক দৃষ্টি ছিলো, চিৎকার করে উঠতে গিয়েও পারেনি, কে যেন তাকে থামিয়ে দেয়। নীতু বেরিয়ে আসে দরজা দিয়ে। আবার সেই সিঁড়ি, তার পুরনো ঠিকানা।



ইন্টারে পড়া অবস্থায় নীতুর সিঁড়ি বেয়ে চলে অন্য এক ঘরে। কি আলো ! এইবার মনে হয় আর ফিরে যেতে হবেনা সেই স্যাতস্যাতে গন্ধওয়ালা অন্ধকার সিঁড়িতে।

একি, কোথায় এলাম ! আমি কোথায় ? কেউ জবাব দেয় না। আলো আধারির ঘোরে নীতু অনেকগুলো অয়োবয় দেখতে পায়। রঙ বেরঙ্গের লাইট আর ধোয়ার চোটে নীতু ঠিক বুঝে উঠতে পারেনা, কে পুরুষ, আর কে রমনী। সবাই মিলে তাকে চেপে ধরতে চায়। তারপর কি হয়েছিলো নীতুর ঠিক মনে নেই, তবে নিজেকে সে ফিরে পায় সেই সিঁড়িঘরে। আবছা অন্ধকারে মায়ের একটা ছায়া যেন সে দেখতে পায়। এই সিঁড়ি যেন তাকে টেনে ধরে রাখছে। মায়া সভ্যতার শিলালিপি তার কানে বেজে উঠে, সহস্র শৃঙ্খলে আবদ্ধ হইয়া তুমি মুক্তির স্বাদ পাইবে, ইহাই তোমার নিয়তি।



নিয়তির মাঝে আটকে গেছে নীতু। ভার্সিটিতে পড়া অবস্থায় ফিলোসফির টিচার যখন তার দিকে হাত বাড়িয়েছিলো, তখন নীতুর বড় ঘেন্না হয়েছিলো নিজের উপর। আত্মহত্যা করতে পারেনি। নিয়তি তাকে আবার নিয়ে গিয়েছিলো সেই প্যাচানো সিঁড়িতে।



নিতু মাঝে মাঝেই ঘুরে বেড়ায় সিঁড়িতে সিঁড়িতে। কখনো উঠে, কখনো নামে। কখনো হারিয়ে যায়। খুজে বেড়ায় কোন ঘরের আলো জলছে কিনা, দরজা খোলা আছে কিনা। অভ্যস্ততার কাছে হার মেনে নেয় প্রত্যাশা। রাফির কথা মনে পড়ে যায় নীতুর। এই একটা মানুষই তার হাত ধরে সিঁড়ি ঘর পর্যন্ত আসতে পেরেছিলো। সারাজীবনে সিঁড়ির মাঝে সেই সময়টুকুই ছিলো তার শ্রেষ্ঠ সময়। নিতু জানেনা, কেমন করে সে হারিয়ে গিয়েছিলো বাধভাঙ্গা আবেগে। এইবার নিশ্চই সময় হয়েছে। তার জন্য বাইরে অপেক্ষা করছে আলোকিত এক পৃথিবী। ছড়িয়ে দেয়া চুলে কাঁটা পরতে পরতে নিতু বেরিয়ে আসে সিঁড়ি থেকে। পিছনে থেকে হাহাকার গুলো মিলিয়ে যায় ধীরে ধীরে...হয়তো মিলিয়ে যায় না, তবে নীতু শুনতে পায় না কোন কারনে।



----------------------------------------------



নীতু বসে আছে একটা প্যাচালো সিঁড়িতে। দ্যজাভু একটা অনুভুতি হচ্ছে নীতুর মনে। এইখানে আগেও সে এসেছিলো। প্রতিবার এই যায়গা ছেড়ে যাবার পর আবার সে এইখানেই ফিরে আসে। বৃত্তবন্দী সেই সিঁড়িঘর। রাফির কন্ঠ প্রতিদ্ধনি তৈরি করে যায় তার কানের কাছে- "আমি পুরুষ বলছি, আমাকে বিশ্বাস করো না..."

ঐতো দূরে দাঁড়িয়ে আছে তার মায়ের প্রতিচ্ছবি। ছোট একটা বাচ্চার প্রতিচ্ছবিও ভেসে উঠে নীতুর সামনে। সদ্যজাত এক শিশু। তবে মায়ের মত এত স্পষ্ট না।

নিতু বুঝতে পারে, শিশুটি এখনো আলোর মায়া ছেড়ে অন্ধকারে আসতে পারেনি....কষ্ট করে উঠে দাঁড়ায় নীতু। মনের ভিতর থেকে ডুকরে উঠা সত্তাকে চোখ বন্ধ করে সে জানিয়ে দেয়, সে আসছে...সিঁড়ি বেয়ে নতুন এক উদ্দ্যেশে পা বাড়ায় । তাকে যে করেই হোক, খুজে বের করতেই হবে, তার নবজাতক অস্তিত্বকে।

মন্তব্য ৬৯ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

সাদরিল বলেছেন: বেশ ভালো একটা কনসেপ্ট নিয়ে লেখা অনুগল্প

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ সাদরিল । অনেক দিন পর ব্লগে ব্যাক করলাম, ভালোই লাগছে ।

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

সানড্যান্স বলেছেন: সিড়ি ঘর?
নস্টালজিক হয়ে গেলাম।

ভাল লাগছে।

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩১

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ফেবুতে পড়ছিলাম।
ভাল্লাগছে ভাইয়া
অনেকদিন পর ব্লগে লিখলেন :)
প্লাস লন B-)

১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩১

তন্ময় ফেরদৌস বলেছেন: মেলাদিন পর সবাইকে দেখে ভালো লাগছে :)

৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

আফসিন তৃষা বলেছেন: মায়া সভ্যতার শিলালিপি তার কানে বেজে উঠে, সহস্র শৃঙ্খলে আবদ্ধ হইয়া তুমি মুক্তির স্বাদ পাইবে, ইহাই তোমার নিয়তি।
গল্পে ভালো লাগা। অনেকদিন পর ব্যাক করার জন্য ধন্যবাদ। আরো ভালো ভালো লেখা পড়ার সুযোগ করে দেবেন আশা করি :)

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ তৃষা। লেখার চেষ্টা করবো দেখি। :)

৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

রীতিমত লিয়া বলেছেন: সিঁড়ির প্রতিকীটা বেশ ভাল লাগল। গল্পের মধ্য দিয়ে চমত্‍কার ফুটিয়ে তুলেছেন বাস্তবতা।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২০

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ লিয়া, ম্যালাদিন পর।

৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভালো একটা কনসেপ্ট নিয়ে লেখা অনুগল্প

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২০

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্ক ইউ ভাইয়া :)

৭| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৫

সোহাগ সকাল বলেছেন: প্যাঁচানো ভালোলাগা রইলো।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২২

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাকেও প্যাঁচানো ধন্যবাদ :)

৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৬

নোবিতা রিফু বলেছেন: উইলখাম ভ্যাক... B-))

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: রিফু নাকি ! বাহ বাহ, কত্তদিন পর :P :P

৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৭

অপূর্ণ রায়হান বলেছেন:
৩য় ভালোলাগা +++ সুন্দর লিখেছেন ভ্রাতা ।

ভালো থাকবেন সবসময় ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনিও ভালো থাকুন অপূর্ন :)

১০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: দারুন! এমন গল্পের মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজসিক প্রত্যাবর্তন করলেন বলা চলে । আঙ্গিক , প্রতীকায়ন, বক্তব্য সব টুকুই ভাল লেগেছে ।

আপনার বিজ্ঞাপন সম্পর্কিত পোষ্টগুলো খুব ভাল লেগেছে আমার ।
এমন ধরনের আরো পোস্ট আশা করি আপনার কাছ হতে পাব ।

ভাল থাকবেন । +++++++

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ। বিজ্ঞাপন নিয়ে লেখার সময় করে উঠতে পারছিনা। তবে সময় পেলেই লিখে ফেলবো।

ভালো থাকুন।

১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: ওয়েলকাম ব্যাক তন্ময় ভাই । ব্লগে নিয়মিত আশা করি ।




গল্প ভালো হয়েছে ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

তন্ময় ফেরদৌস বলেছেন: আপ্নাকে দেখে ভালো লাগছে মামুন ভাই :)

১২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

জগতটা আলোয় ভরে উঠুক :(
ভালো লাগা রইল, তন্ময়।।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৮

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু পনিপু। প্রায়ই তোমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করা হয়। একদিন ফোন দিবো।

ভালো থেকো আপু।

১৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো লেখা।


:) :) :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভাই, এই গরমে আপনাকে খুবি দরকার :)

১৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

নীরব 009 বলেছেন: ৭ম ভাললাগা রইলো তন্ময় ভাই :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: হাই নীরব ভাই। অনেক দিন আপনাদের সম্মিলিত গল্প পড়া হয় না। আবার লিখেন :)

১৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

পীপিলিকা বলেছেন: ভাল লাগলো ভাই। পোস্ট সোজা প্রি্যতে....

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ফেসবুকেই বলেছিলাম ভালো লেগেছে। বেশ ভালো একটা কন্সেপ্ট। :)

তোমাকে এই প্রথম গল্প লিখতে দেখলাম আমি, যদিও হয়ত আগে লিখেছ, কিন্তু পড়া হয় নি। নিয়মিত না লেখার কারনে আগামীদিন ইনশাল্লাহ সীল মারার ব্যবস্থা হবে।

সামনে এমন আরো পোষ্ট চাই। :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: গল্প আসলে লেখা হয় না জাদীদ ভাই। আজকে ট্রাই করলাম আরকি।

ধইন্যা পাতা নেন :)

১৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুন!

অনেকদিন পর তন্ময় :)

১৮ ই জুন, ২০১৩ রাত ১:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: হাই, কি অবস্থা :)

১৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

নস্টালজিক বলেছেন: মুল ভাবনাটা দুর্দান্ত! অনুগল্পের শুরুটাও দারুণ!


শুভেচ্ছা, তন্ময়!


ভালো থাকো নিরন্তর!

১৮ ই জুন, ২০১৩ রাত ১:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু রানা ভাইয়া। অনেক দিন পরে ব্লগে কমেন্ট পেয়ে খুব মজা লাগছে। তোমার আর আপুর জন্য অনেক অনেক শুভকামনা। :)

১৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: দেজা ভ্যু এর মত করে নিকষ কাল অন্ধকারের স্মৃতি গুলো বারে বারে ফিরে না আসুক । আলোতে ভরে যাক সিঁড়িঘর ।

নীতুর জন্য শুভকামনা...

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনার জন্যেও শুভকামনা ভাইয়া।

২০| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: খুবই ভাল হয়েছে ভাইয়া :)

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু আপু, এই বছরের শেষে তোমাদের এলাকায় ঘুরে আসার ইচ্ছা আছে :)

২১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:১৫

হাসান মাহবুব বলেছেন: একটা সার্থক অণুগল্প।

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু হামা ভাই, তোমার কমেন্টে আমি বরাবরি অনুপ্রানিত হই :)

২২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৫

অপরিনীতা বলেছেন: কে জানি বলেছিলো সে গল্প লিখতে পারে না ...... এখন তো দেখছি ভালোই পারে...... শুধু ভালো না, অনেক বেশিই ভালো পারে...... :)

এত সুন্দর কনসেপ্ট এর একটা চমৎকার অণুগল্প নিয়ে ব্লগে প্রত্যাবর্তনের জন্য স্বাগতম ......

এরকম আরো লেখা পাবার প্রত্যাশা আর অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য :)

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১৮

তন্ময় ফেরদৌস বলেছেন: এই গল্পটা আসলে অন্য কারো জন্য, যদি এক্টুখানি ইন্সপায়ার করা যায় আরকি :|

তোমার জন্যেও অনেক অনেক শুভকামনা ডিয়ার :)

২৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ৩:৫৩

মুশাসি বলেছেন: পিলাচ+++

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

তন্ময় ফেরদৌস বলেছেন: ধইন্যা :)

২৪| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভালা লাগছে গপটা

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ :)

২৫| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৪

কালোপরী বলেছেন: :)

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২

তন্ময় ফেরদৌস বলেছেন: :) :)

২৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

এই প্যাচান সিঁড়ি কবে সোজা সিঁড়ি হবে ?

নীতুদের জীবন কবে এসব থেকে মুক্তি পাবে জানা নেই।

তবে লেখনি আর গল্পের কনসেপ্ট অসাধারন।

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

২৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসম্ভব ভালো লেগেছে!!!! প্লাসের বন্যা হবে! +++++++++++++++

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

তন্ময় ফেরদৌস বলেছেন: শুভকামনা রাশি রাশি :)

২৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৪

বাংলার হাসান বলেছেন: বেশ ভালো

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ :)

২৯| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার লেখা আগে পড়া হয় নি বোধহয়। খুব ভাল লিখেন, অনুসরনে নিলাম আপনাকে।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে ছোট গল্প লিখতে পারিনা। সাধারনত নিরীক্ষাধর্মী লেখা হতো আগে।

শুভকামনা।

৩০| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২

রেজোওয়ানা বলেছেন: থিমটা চমৎকার!

আর অনুগল্পও সার্থক হয়েছে আগা থেকে গোড়া পর্যন্ত!

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: ধইন্যা পাতা রেজুপু :)

৩১| ২২ শে জুন, ২০১৩ রাত ১:১৫

আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগল :)

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

তন্ময় ফেরদৌস বলেছেন: :)

৩২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ :)

৩৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আবার পড়লাম তাই আবার + দিলাম।

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: আবারো ধন্যবাদ দিলাম :)

৩৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:১১

বাঘ মামা বলেছেন:


কেমন আছেন তন্ময়??
একটু গতি কমে গেছে মনে হয় আপনার।

আপনার কাছ থেকে লেখা আসুক,ভালোই লেখেন আপনি।

শুভ কামনা সব সময়

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

তন্ময় ফেরদৌস বলেছেন: ভালো আছি মামা, আপনার কি অবস্থা ?

ব্যাস্ততার কারনে আসলে গতি কমে গেছে অনেক টা।

ভালো থাকুন।

৩৫| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.