নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোমানুষের ব্লগে স্বাগতম

© তন্ময় ফেরদৌস

তন্ময় ফেরদৌস

একি আজব কারখানা...

তন্ময় ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

স্মাইলিং বাংলাদেশঃ আসুন বিশ্বের কাছে তুলে ধরি প্রিয় বাংলাদেশকে

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

পৃথিবী চিনবে নতুন এক বাংলাদেশকে !

"LET’S MAKE A POSITIVE IMAGE TOGETHER…"



ছোট ছোট কিছু উদ্যোগ নিয়েই কিন্ত দেশের চেহারাটা পালটে দেয়া যায়। ইন্টারন্যাশনালি নিজেদের ভাবমুর্তিকে তুলে ধরার জন্য আমরা কিছু করার চেষ্টা করছি। আপনি আছেন তো আমাদের সাথে ?





কেন এই উদ্যেগ?





বাংলাদেশ লিখে গুগলে “ইমেজ” সার্চ দিলে , বিশাল স্ক্রীনে ভেসে উঠে বাংলাদেশের দুঃখ দুর্দশার ছবি। মারা মারি, বন্যা, লাশ, অনাহারী মুখ ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশ বাংলাদেশ কি এতোটাই অসুন্দর? মোটেই না। অশান্তি, গোলযোগ সব দেশেই কম বেশি আছে, আমরা উন্নয়নশীল দেশ বিধায় উন্নত দেশগুলো আমাদেরকে হতদরিদ্র দেখতে এবং দেখাতে পছন্দ করে। তবে মানুষ আসলে আবেগ অনুভুতির চেয়েও বেশি দাম দেয় ডকুমেন্টস, ছবিকে। তাহলে আমরা গুগলের মত একটা টুলস কে কেন কাজে লাগাবো না ? যেখানে শুধুমাত্র এই একটা যায়গাকে কেন্দ্র করেই আমরা আমাদের প্রিয় মাতৃভুমির পজেটিভ ব্রান্ডিং করতে পারি।



তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ১৫ বছরে জমা হওয়া আবর্জনা সরাতে একটু সময় লাগতেই পারে। কিন্তু আমি/আমরা চাই পৃথিবীর মানুষ বাংলাদেশ লিখে সার্চ দিলে যেনো সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারে।





আমরা যেভাবে আগাবো





প্রাথমিকভাবে আমরা চাচ্ছি বাংলাদেশের সব সুন্দর ছবি গুলোকে একটা “প্লাটফর্ম” এর নিচে নিয়ে আসতে, এবং তারপর সেখান থেকে ছবি গুলোকে SEO (Search engine optimization) করে গুগলের ইমেজ সার্চ-এ প্রথম দিকে নিয়ে আসতে। এতে করে যে কেউ বাংলাদেশ লিখে সার্চ দিলে পজেটিভ বাংলাদেশের সব সুন্দর ছবিগুলোই যেন সবার আগে সামনে আসে।



বিশেষ করে ফটোগ্রাফার ও ওয়েবডিজাইনার ভাই বোনদের হেল্প আমাদের কাম্য। আপনাদের তোলা ছবি, এসইও আর আমাদের সাধারন মানুষজনের প্রচেষ্টা, আশা করি আমরা খুব ভালো কিছু একটা করে দেখাতে পারবো।







স্ট্রাটেজি এবং এক্টিভিটিঃ







১) স্মাইলিং বাংলাদেশ এ রেজিস্ট্রেশন করুন। এটা বানানো হয়েছে শুধু মাত্র এই প্রজেক্টের জন্যেই।



২) বাংলাদেশের সুন্দর সুন্দর ছবি আপলোড করুন। মনে রাখবেন “Description” যতো ছোট দেওয়া যায়, ততোই মঙ্গল। “Description” এর অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ শব্দ-টা যোগ করে দিতে। লেখার ভাষা অবশ্যই ইংলিশ রাখবেন, কারন আমরা সাইট বানাচ্ছি আন্তর্জাতিক ভিজিটর দের জন্যে। ছোট ২ লাইনের ইংলিশ আমরা সবাই কম বেশি লিখতে পারি, উদাহরন স্বরূপ , My beautiful village, Amtoli, Bangladesh.



৩) সাইটের গুনগত মান রক্ষা করার জন্যে যেইসকল ছবি মুছে ফেলা প্রয়োজন সেগুলো মুছে ফেলা হবে।







সাইট ব্যবহারের পদ্ধতিঃ







১) প্রথমেই ইউজার নেম এবং ইমেল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর “Board” বানাতে হবে। মনে করুন আমি আমার স্কুলের নামে ফটো এ্যালবাম খুলতে চাই, তাহলে আমি “Board”-এর নাম দিবো Motijheel Model School, তারপর Category সিলেক্ট করবো Education. মোদ্দা কথা হচ্ছে আপনার ছবির সাব্জেক্ট যেটা আপনি সেটার নামেই বোর্ড তৈরি করবেন, এবং যথাযথ ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। একটা বোর্ড এ আপনি যতো খুশি ছবি যোগ করতে পারবেন।



২) আপনি ছবি আপলোড করার সময় ২ ভাবে আপলোড করতে পারবেন, “Upload a post” –এ ক্লিক করবেন তারপর আপনার কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করতে পারেন, অথবা কোন ওয়েব সাইটের ছবি তে আপনার মাউস দিয়ে “Right Button” ক্লিক করে “Copy Image URL” অথবা “Copy Image Location” –এ ক্লিক করবেন, তারপর আপলোড বক্সে পেস্ট করে দিবেন।



৩) খেয়াল রাখতে হবে আমরা যেনো কপিরাইট ভঙ্গ না করি, একটা ছবি আপলোড করার পর ছবির উপর “Edit” নামের একটা অপশন আছে, সেটাই ক্লিক করবেন, তারপর দেখবেন “Link” নামের একটি বক্স আছে, সেখানে ফটোগ্রাফার অথবা ছবিটির মালিকের ওয়েবসাইট এড্রেস দিয়ে দিবেন।





আপনাকেই বলছিঃ







●আপনি কি ফটোগ্রাফার?



তাহলে আপনি আমাদের সাইটে আপনার ছবি গুলো পাব্লিশ করুন। আপনি আপনার মনের মতো করে এ্যালবাম তৈরি করে সেখানে আপনার পূর্ণ স্বত্বাধিকার নিয়ে ছবি আপলোড করুন, হোক সেটা ওয়েডিং ফটোগ্রাফি অথবা নেচার ফটোগ্রাফি। গুগলের বুকে সুন্দর সুন্দর বাংলাদেশী ছবি ছড়িয়ে দিতে আপনাদের সাহায্য আমাদের খুব-ই দরকার।



● আপনি কি একজন ওয়েব মাষ্টার?



আপনার ওয়েব সাইট অথবা ব্লগ আছে? সেখানে দয়া করে একটা বাংলাদেশের উপর আর্টিকেল পেস্ট করে আমাদের সাইট থেকে অথবা অন্য কোথাও থেকে বাংলাদেশের কিছু ছবি দিয়ে দিন না। অবশ্যই “img alt” ট্যাগ ব্যবহার করবেন, উদাহরন- Bangladesh



আপনি যদি একজন ওয়েবমাস্টার অথবা ব্লগার হোন, দয়া করে আপনার ওয়েব সাইট এবং ব্লগ লিংক এখানে পোষ্ট করুন।



● আপনি কি SEO নিয়ে কাজ করেন? আমাদের এই প্রজেক্টের SEO টীম মেম্বার হতে চান? দয়া করে পোস্ট করে জানান।



● আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রাম, শহর, স্থাপনা, উৎসব অথবা যেকোন সুন্দর কিছু যেটা একটা সুন্দর বাংলাদেশে কে উপস্থাপন করে, সেটাই আমাদের এই ওয়েব সাইটে পোষ্ট করুন।



● বেশি বেশি করে http://smilingbangladesh.org/ আপনার ফেসবুক, গুগল প্লাস এবং টুইটার-এ শেয়ার করুন। আমাদের শেয়ার যতো বেশি হবে গুগলে আমাদের ওয়েব সাইট-কে ততোবেশি প্রাধান্য দিবে। আর আমাদের কাজ ততো বেশি সহজ হয়ে যাবে।



● পরিশেষে, আপনার সাহায্য সহযোগিতার পাশাপাশি আমি আমার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে কাজ চালিয়ে যাবো এই সাইটের ছবি গুলো দিয়ে কিভাবে Search engine optimization এর মাধ্যেমে গুগলে বাংলাদেশের সুন্দর সুন্দর ছবি ছড়িয়ে দেওয়া যায়।



● আপনার পরিচিত সবার কাছে আমাদের এই প্রজেক্ট ছড়িয়ে দিন, তাদের কে এই গ্রুপে আমন্ত্রন জানান এবং অংশগ্রহন করতে অনুপ্রানিত করুন।



আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন করুন, এবং সবাইকে ইনভাইট করুন।



ফেসবুক পেজঃ স্মাইলিং বাংলাদেশ পেজ



ফেসবুক গ্রুপঃ স্মাইলিং বাংলাদেশ গ্রুপ





---------------------------------------------------------





এই পোস্ট টি দিপু জামান ভাইয়ার অনুরোধে ব্লগে পোস্ট করা । যে কোন তথ্যের জন্য আপনারা দিপু ভাইকে নক করতে পারেন। আর আমিতো সাথে আছিই। আমার ফেবু লিঙ্ক tanmoy ferdous.



ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১০৪ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: ভালো উদ্যোগ ... সাথে আছি ....

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ, আমরা সবাই মিলে দারুন কিছু একটা নিশ্চই করে দেখাতে পারবো।

২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার পোষ্ট!! এই ধরনের উদ্যোগের সাথে অবশ্যই সকলের থাকা উচিত।

আরো একটা কাজ করা যায় তা হলো, কোন ছবি যদি আপলোড করার আগে ট্যাগ বা ছবির নামের ক্ষেত্রে বিশেষ করে ল্যান্ডস্কেপ জাতীয় ছবিতে বাংলাদেশ নামটা জুড়ে দেয়া যেতে পারে। :)

পোষ্টে প্লাস+

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

তন্ময় ফেরদৌস বলেছেন: সাইটে গিয়ে দেখো ভাইয়া, অলরেডি চমৎকার সব ছবি আপ হয়েছে। কিন্ত আরো অনেক অনেক ছবি দরকার।

ট্যাগ এ বাংলাদেশ রাখাটা খুব জরুরী। থ্যাঙ্কু প্রস্তাবের জন্য। :)

৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার ++++ ভাইয়া যদি কিছু করতে পারি খুশি হব। :)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

তন্ময় ফেরদৌস বলেছেন: জাস্ট সুন্দর সুন্দর ছবি আপ করে দেন কান্ডারী ভাই।

অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল উদ্যোগ দাদা

অবশ্যই যা করার করব :D

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য।

৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

শফিক১৯৪৮ বলেছেন: খুব ভাল কথাবার্তা। পাশে পাবেন।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

এন ইউ এমিল বলেছেন: ভালোতো!! আমি কি করতে পারি?

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

তন্ময় ফেরদৌস বলেছেন: আপাতত বসে বসে সাইটের ছবিগুলো দেখুন। নিজেও কিছু সুন্দর সুন্দর ছবি আপ করে ফেলুন। চেনাজানা ফটোগ্রাফার ও ওয়েবমাস্টার থাকলে তাদের ও এই ব্যাপারে জানিয়ে দিন।

ধন্যবাদ।

৭| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:


ভালো উদ্যোগ +++

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ জেসন ভাই :)

৮| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা ভাবনা। স্টিকি করা হোক।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। :)

সাইটটা চেক করে দেখো। দারুন দারুন সবি অলরেডি আপ করা হয়েছে। আরো অনেক ছবি দরকার। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ চালিয়ে যাচ্ছে আমাদের একটা টিম।

স্টিকি !! আগে তো নির্বাচিত হোক ।

৯| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
ওকে সময় করে আপ করব। :)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

তন্ময় ফেরদৌস বলেছেন: :) :)

১০| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

তন্ময় ফেরদৌস বলেছেন: আমি ছবি আপ করতে পারছি না, এইটা কি সামুর প্রবলেম ? ব্রাউজার ও চেঞ্জ করে দেখলাম, কাজ হচ্ছেনা :(

১১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অনেক ভালো উদ্যোগ তন্ময় ভাই । সাথে আছি । সাইন আপ করেই ছবি আপ দিচ্ছি :)


স্টিকি করা হোক ।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৌরভ। উৎসাহিত হলাম। :)

১২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

এন ইউ এমিল বলেছেন: http://smilingbangladesh.org/Amil/my_village

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

তন্ময় ফেরদৌস বলেছেন: খুব খুশি হলাম ভাইয়া।

১৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আপ দিয়েছি একটা ছবি ।

ওয়েবসাইটটা ঘুরে দেখলাম । অনেক সুন্দর সুন্দর ছবি আপ হয়েছে । মুগ্ধ ।



আপনাকে অনেক ধন্যবাদ এই উদ্যোগের জন্য :)
শ্রদ্ধা বাড়ছে আপনার উপর আমার দিন দিন <3

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

তন্ময় ফেরদৌস বলেছেন: সৌরভ এই উদ্যোগে আমি আসলে কিছুই না। আমাদের সাথে আছে আরিফ আর হোসেইন ভাই, ইরেশ জাকের ভাই, রাজিব ভাই, দিপু ভাই সহ আরো অনেকেই।

তবে উদ্যোগ যার ই হোক, সবাই মিলে কাজ করলেই সফল করা সম্ভব। প্রত্যেকের কন্ট্রিবিউশন এখানে জরুরী।

১৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

আমি ইহতিব বলেছেন: দারুন একটা উদ্যোগ, আমি ফটোগ্রাফার না তবে আমার নিজের তোলা ভালো কিছু ছবি আমার কালেকশনে আছে। সেগুলো শেয়ার করবো।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ। আপনার তোলা সুন্দর সুন্দর ছবি আপ করুন। সেই সাথে পরিচিত ফটোগ্রাফার থাকলে তাদের সাথে কথা বলেও ছবি আপ করে দিতে পারেন। :)

১৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫২

বটবৃক্ষ~ বলেছেন: উদ্যোগ টা খুব বেশি পছন্দ হয়েছে.... :) :)

পিনটারেস্ট এর মতো !!

বুকমার্ক করে রেখেছি! সাধ্যমতো চেষ্টা করবো! :):)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ বটবৃক্ষ :)

১৬| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: এই ব্লগে অনেক ট্যালেন্টেড ফটোগ্রাফার রয়েছেন!! ছবির অভাব হবেনা মনেহয়!! :)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

তন্ময় ফেরদৌস বলেছেন: আমারো তাই মনে হয়। এমন কি ফটোগ্রাফার হয়া লাগবে সেটাও না। ফটোগ্রাফারের নাম উল্লেখ করেও ছবি দিয়ে দিতে পারেন।

১৭| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

বটবৃক্ষ~ বলেছেন: post ti sticky kora hok!!

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

তন্ময় ফেরদৌস বলেছেন: আবারো ধন্যবাদ ।

১৮| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১২

পাতলা খান বলেছেন: আমার দেশ সংক্রান্ত যেকোন সুন্দর উদ্যোগে আমি সাথে আছি। আমি ফটোগ্রাফার নই কিন্তু আমার দেশের কয়েকটি সুন্দর ছবি আমি তুলেছিলাম। সেগুলো আমি দিব। সাথে আমার একজন ফটোগ্রাফার বন্ধু আছে তাকেও আমি বলব এর কথা...

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

তন্ময় ফেরদৌস বলেছেন: শুধু আপনার তোলা ছবি দিতেই হবে এমন না। আপনার তোলা, অন্য কারো তোলা, এমন কি অনলাইনে দেখে ভালো লেগেছে, এমন ছবিও লিঙ্ক সহ দিয়ে দিতে পারেন।

ধন্যবাদ পাতলা খান।

১৯| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

বাংলার আকাশ বলেছেন: ভাল লাগলো..

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

তন্ময় ফেরদৌস বলেছেন: :)

২০| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

ইলুসন বলেছেন: কে বলেছে এই দেশকে দিয়ে কিছু হবে না? যে দেশে এখনও দেশ নিয়ে চিন্তা ভাবনা করে এমন মানুষ আছে, আজ হোক বা কাল, হয়ত একটু দেরি হবে কিন্তু সে দেশ জেগে উঠবেই। :)


পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি সম্মানিত মডারেটরগণকে। দেশের স্বার্থে এমন একটা কাজে সবাইকে নিজে সক্রিয়ভাবে অংশ নিতে অনুরোধ করছি।

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

তন্ময় ফেরদৌস বলেছেন: আমিও মনে প্রানে তাই বিশ্বাস করি। অনেক ধন্যবাদ ইলুসন :)

২১| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

নাজমুল হাসান বাবু বলেছেন: সাবাস বাংলাদেশ! এগিয়ে চলো...

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

তন্ময় ফেরদৌস বলেছেন: এগিয়ে চলো বাংলাদেশ

২২| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: লোভ হচ্ছে আমারও। ছবি দেবো ।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০

তন্ময় ফেরদৌস বলেছেন: অবশ্যই ছবি দিবা আপু। তোমার কাছে ফরিদপুরের ছবি তোলা থাকলে সেগুলা দিয়েই স্টার্ট করতে পারো।

২৩| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ওবায়েদুল আকবর বলেছেন: তন্ময় সাইটের ছবি লাইক বা শেয়ার করতে গেলে লগিন অপশন আসে এটা ভীষণ অড লাগছে। ফেসবুক লগড থাকলেই শেয়ার অপশন চলে আসা উচিৎ।

এত এত সাইটে সাইন আপ করাটা অনেকের কাছেই বিরক্তিকর মনে হবে। সো ব্যাপারটা একটু ভেবে দেখেন।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

তন্ময় ফেরদৌস বলেছেন: ওকে, এই ব্যাপারটা আমি জানাবো ওয়েব ডেভেলপার টিম কে। ফিডব্যাকের জন্য ধন্যবাদ ভাইয়া।

২৪| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

নোবিতা রিফু বলেছেন: রেজিস্ট্রেশন করে ফেলছি... ছবি দেওয়াও শুরু করে দিবো অচিরেই...

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু রিফু :)

২৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার উদ্যোগ।


চেষ্টা করবো ছবি দেয়ার।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ বর্ষণ :)

২৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

ফারিয়া বলেছেন: খুবই ভালো উদ্যেগ নিয়েছেন। আমিও একাউন্ট খুলছি, আশা করি কিছু ছবি দিতে পারবো আগের তুলা, রিসেন্ট কোন ছবি আমার কাছে যদিও নেই বাংলাদেশের। আশা করি এটা অনেক ভালোভাবে কার্যকারিতা পাবে! :-B

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

তন্ময় ফেরদৌস বলেছেন: বাংলাদেশ কে রিপ্রেসেন্ট করে এমন যে কোন ছবি দিলেই হবে ফারিয়া। আগের ছবি হলেও সমস্যা নাই :)

২৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ তন্ময় ফেরদৌস এমন একটি উদ্যোগের জন্য । আপনার সাথে যারা আছেন তাদেরকে এবং যারা আপনাকে এই কাজে সহযোগীতা করবে সবাইকেই ধন্যবাদ ।

পৃথিবী চিনবে নতুন এক বাংলাদেশকে !
"LET’S MAKE A POSITIVE IMAGE TOGETHER…"

স্মাইলিং বাংলাদেশঃ আসুন বিশ্বের কাছে তুলে ধরি প্রিয় বাংলাদেশকে

পোস্ট স্টিকি করার দাবী জানিয়ে গেলাম ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক উৎসাহ পেলাম বীথি :)

২৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০

সোহাগ সকাল বলেছেন: অসাধারণ উদ্যোগ! আমি আমার আঁকা কিছু ছবি আপলোড করবো।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: অবশ্যি করবেন। সাথে বাংলাদেশ, বাংলাদেশী আর্টিস্ট, আর্টওয়ার্ক এই ট্যাগ গুলোও দিবেন। ধন্যবাদ ভাইয়া।

২৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ।

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ :)

৩০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: "LET’S MAKE A POSITIVE IMAGE TOGETHER…"

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

তন্ময় ফেরদৌস বলেছেন: টুগেদার... :)

৩১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: শুভকামনা 'স্মাইলিং বাংলাদেশ' ।



দারুন উদ্যোগ । শত হতাশার মাঝেও যেন এক টুকরো আলো দেখতে পাই ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

তন্ময় ফেরদৌস বলেছেন: সাথে থাকুন মামুন ভাই

৩২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ ভ্রাতা +++++

স্টিকি করা হোক ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ অপূর্ন

৩৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুন উদ্যোগ।
+++++++++

পোস্ট স্টিকি করা হোক ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ বাউন্ডুলে :)

৩৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪

আমি তুমি আমরা বলেছেন: ভালো উদ্যোগ

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: :)

৩৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

জাওয়াদ তাহমিদ বলেছেন:
গতকাল রেজিঃ করেই ছবি আপলোড দিয়েছি। :)

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩১

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

৩৬| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২২

*কুনোব্যাঙ* বলেছেন: খুবই চমৎকার এবং ভালো উদ্যেগ ।


শুভ কামনা রইলো।

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন।

৩৭| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৯

দি সুফি বলেছেন: সাইট কাজ করে না! তাই আপাতত কিছুই বলতে পারতেছি না।

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭

তন্ময় ফেরদৌস বলেছেন: কাজ করছে তো, আমি চেক করে দেখলাম।

৩৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

তাহমিনা তুলি বলেছেন: ভাল উদ্দ্যোগ।

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ

৩৯| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮

আরমিন বলেছেন: প্লাসসহ প্রিয়তে নিলাম আপাতত, সুজোগ মত চমৎকার উদ্যোগটিতে সংযুক্ত হবার আশা রাখি।

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ আরমিন :)

৪০| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: আমি অনেক দিন পর দেখলাম :( পোস্ট টা স্টিকি করলে ভাল হত ।
সাথে আছি ভাইয়া ।।

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ মনিরা আপু

৪১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

রেজোওয়ানা বলেছেন: বাহ, খুব চমৎকার একটা উদ্যোগ!

সাথে থাকবো!

আমরাও এমন একটা ওয়েব সাইটা বানাচ্ছি, দেখো! আশাকরি সবার কাজে লাগবে

HeritageBangladesh

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: সাইট ভালো হয়েছে রেজুপু। তোমরা সাইটার প্রচার করছো না কেন ?

৪২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

সমুদ্র কন্যা বলেছেন: ভাল উদ্যোগ। খুঁজে দেখতে হবে আমার কাছে কি কি ছবি আছে।

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

তন্ময় ফেরদৌস বলেছেন: যে কোন সুন্দর ছবি হলেই হলো। তাছাড়া কোন সাইটের ছবিও যদি তোমার পছন্দ হয়, তাহলে সাইটের নাম উল্লেখ করে লিঙ্ক করে দিতে পারো তিথিপু।

৪৩| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

গোর্কি বলেছেন: গ্রেট জব! নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আচ্ছা, আলোকচিত্রে কী ওয়াটার মার্ক ব্যবহার করা যাবে? মানে শিল্পীর নাম বা প্রতীক?

প্রিয়তে নিলাম। শুভকামনা সতত।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ওয়াটার মার্ক দেয়া যাবে।

৪৪| ০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৩

দি সুফি বলেছেন: @লেখকঃ সাইট ভালো হয়েছে। ভালো উদ্যোগ। কিন্তু এখান থেকে গুগল সার্চে "বাংলাদেশ" কীওয়ার্ডের জন্য খুব একটা ছবি যাবে না। তারপরও আপনাদের জন্য শুভকামনা রইল। আর একটা সাজেশনঃ আমাদের দেশের বেশিরভাগ মানুষই স্লো-ইন্টারনেট কানেকশন ব্যবহার করে। যদি সম্ভব হয়, অ্যাজাক্স লোডিং টা না দিয়ে, পরবর্তী পেইজে যাবার ব্যাবস্থা করলে মনে হয় বেশি ভালো হয়।

@রেজোওয়ানাঃ কিছু মনে করবেন না। কিন্তু আপনাদের ডোমেইন নামেই গলদ। আপনার .CO এক্সটেনশন ব্যাবহার করেছেন। এটা কলম্বিয়ার কান্ট্রি-কোড-টপ-লেভেল ডোমেইন (আমাদের যেমন .bd)।
বাংলাদেশ বিষয়ক একটা সাইট কেন কলম্বিয়ার ডোমেইন ব্যাবহার করবে? আর গুগল কখনঐ আপনাদের সাইটকে বাংলাদেশ বিষয়ক সার্চে প্রাধান্য দিবে না, যদি না কলম্বিয়া থেকে সার্চ করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: আচ্ছা, আমি ফিডব্যাক জানিয়ে দিবো।

৪৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার উদ্যোগ। সাধুবাদ রইল।


পোস্ট স্টিকি করা হোক !!

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৪৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল পোস্ট। প্রিয়তে এবং সাথে আছি।

৪৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

মৃত্যুঞ্জয় বলেছেন: প্রিয়তে , আমি এই ভাবে নিজের নাম দিয়ে কাজ করেছি, রেজাল্ট আমার নাম দিয়ে সার্চ দিলে গুগলের প্রথম দুই পাতায় আমি থাকি :)

৪৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৩১

রেজোওয়ানা বলেছেন: হায় হায়, বলেন কি! ডেভেলপরা তো এই কথা আমাদের বলে নাই :(

আসলে আমরা ডোমেইন নিয়েছিলাম .com র, কিন্তু পরে ওটাতে কিছু ঝামেলা হবার কারণে .co নিতে বললো ডেভেলপার। আসলেই এই ট্যেকনিক্যাল বিষয় গুলো তেমন বুঝি না, ওনাকে জানাবো তাহলে এবার। সে তো বেশ ভাল ডেভেলপার, প্রথম আলো ব্লগের প্রথম ভার্সন ওনার করা ছিল, এই বিষয়টা উনি কেন আমাদের জানালেন না!!!

@সুফি


তন্ময়.......সাইটের কাজ শেষ হয় নাই, এখনও ডেপেলপিং চলছে। পুরোপুরি কমপ্লিট হলে এটার প্রচার শুরু করবো!

৪৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

দি সুফি বলেছেন: @রেজোওয়ানা আপুঃ উনাকে ছোট করার উদ্দেশ্যে নয়, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা উনি নিজেও জানে না। আমি ৫ বছরের বেশি সময় ধরে এই লাইনে আছি। আমার আরেকটা অভ্যাস হল, আমি এই লাইনে প্রচুর আর্টিকেল পড়ি অনলাইন থেকে। আমি উপরে যেটা উল্লেখ করেছি, সেটা মোটামুটি নিশ্চয়তা সহকারেই বলতে পারব। আপনি ঐ ডেভেলপারের সাথে এ ব্যাপারে কথা বলে দেখেন। যেহেতু আপনার প্রাথমিক অবস্থায় আছেন, তাই খুব একটা ঝামেলা হবে না। শুধুমাত্র ডোমেইনটা পরিবর্তন করে নিলেই হল।

৫০| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

কর্নের পুনর্জন্ম বলেছেন: চমৎকার উদ্যোগ

৫১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫২

megher_kannaa বলেছেন: সাথে আছি।

৫২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

megher_kannaa বলেছেন: সাথে আছ। ভালো উদ্যোগ ।

৫৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক :)

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

তন্ময় ফেরদৌস বলেছেন: ঈদ মোবারক বিথী

৫৪| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

আমিনুর রহমান বলেছেন:




ঈদ মোবারক তন্ময় !

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

তন্ময় ফেরদৌস বলেছেন: ঈদ মোবারক

৫৫| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১

তাসজিদ বলেছেন: কত ছোট, কিন্তু অসাধারণ উদ্যোগ। সফল হোক আপনাদের এ উদ্যোগ।

৫৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

নতুন বলেছেন: চমতকার উদ্দোগ..++

৫৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

নতুন বলেছেন: Click This Link

আমরও এই বিষয়ে কাজ করার ইচ্ছা আছে... আপনাদের সাইটে আসবো মাঝে মাঝে... যদি দরকার হয় ডাক দেবেন... :)

৫৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৪

সানফ্লাওয়ার বলেছেন: এক্ষুনি একাউন্ট খুলে ছবি আপলোড শুরু করে দিয়েছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.