নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোমানুষের ব্লগে স্বাগতম

© তন্ময় ফেরদৌস

তন্ময় ফেরদৌস

একি আজব কারখানা...

তন্ময় ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

দু এক কথায় উত্তর দিন

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

কোন কারন ছাড়াই কিছু প্রশ্ন করছি। তবে অনেকে উত্তর দিলে একটা রূপরেখা নিশ্চই বেরিয়ে যাবে।





১) ব্লগে কতদিন ধরে আছেন ? (পড়ছেন/লিখছেন)

২) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে পজেটিভ ব্যাপার কোন টি ?

৩) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে নেগেটিভ ব্যাপার কোন টি ?

৪) ব্লগের যে কোন একটি ফিচার নতুন যোগ করতে হলে কোন টি চাইবেন ?

৫) ব্লগ/ফেসবুজ কোন টি আপনার কাছে বেশী গ্রহনযোগ্য এবং কেন ?



আমার উত্তর



১) পড়ছি ৫ বছরের উপরে, লিখছি চার বছর ধরে।

২) কন্টেন্টের ভার্সেটাইলিটি এবং গভীরতা

৩) ব্লগের নেগেটিভি পয়েন্ট হলো, অনেক ব্লগ ডিরেক্টলি কোন না কোন গোষ্ঠির সাথে এফিলিয়েটেড। এতে করে মুক্তবুদ্ধির চর্চা রোহিত হয়। ব্লগারদের নেগেটিভিটি হলো পড়া বা লেখার অভ্যাস না থাকলেও শুধুমাত্র ব্লগার আইডেন্টিটির জন্য ব্লগিং করার মানসিকতা।

৪) নটিফিকেশন চাইতাম, এটা যেহেতু হয়ে গেছে তাই এখন চাই ফ্লাডিং, কপিপেস্ট, নকল পোস্ট ফিল্টারিং ফিচার। আর চাই ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন।

৫) দুইটা দুই জিনিস। ব্লগ বেশী গ্রহনযোগ্য এর গভীরতার জন্য। আর ফেসবুক হচ্ছে ম্যাস ইন্টারেকশন আর মার্কেটিং টুলস হিসেবে।



আপনাদের উত্তরের অপেক্ষায়...

মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

মামুন রশিদ বলেছেন: ১) লিখছি দেড় বছর, পড়ছি দুই বছর
২) লেখালেখি/ মত প্রকাশের স্বাধীনতা
৩) সার্বক্ষনিক মডারেশনের অভাব
৪) কপি-পেস্ট/ ফ্লাডিং অটো ফিল্টারিং
৫) অবশ্যই ব্লগ । বিষয় বৈচিত্র আর লেখার গভীরতা

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

তামিম ইবনে আমান বলেছেন: ১) পড়ছি আড়াই বছর। লিখছি ২ বছর।
২) নতুন নতুন লেখক সৃষ্টি করা
৩) ব্লগারদের মধ্যে পারস্পরিক দ্বন্দ।
৪) নতুন করে কিছু চাওয়ার নেই। কিন্ত, প্রচুর পরিমানে বাগ আছে সামুতে। এগুলো দূর হলেই হলো। সাইটের আরো উন্নতি চাই।
৫) ফেসবুক এবং ব্লগের কনসেপ্ট আলাদা। সুতরাং এদের মধ্যে তুলনা দেয়া আর "টম ক্রুজ এবং ক্রিস্টিয়ানো রোনালদো, কাকে বেশি পছন্দ করেন" এ প্রশ্ন করা একই কথা।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু। তুলনা দিতে বলি নাই তো, তোমার কাছে গ্রহনযোগ্যতা কোন্টার বেশি সেইটা জিজ্ঞেস করসি। আমার উত্তর টা দেখো। আর হিরো হিসেবে গ্রহণযোগ্যতা বেশি টম ক্রুজের, ফুটবলার হিসেবে রোনালদোর।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

ড. জেকিল বলেছেন: ১। পড়ছি ৪ বছর থেকে, লিখছি ১ হয়নি মনে হয়।
২। ইচ্ছা মতো লিখা যায় :D
৩। ব্যাক্তি আক্রমন, অশ্লীল ভাষা প্রয়োগ (যদি এবং যখন হয়ে থাকে)
৪। কাওকে মেনশন করার মতো সুযোগ থাকলে ভালো হয়, কারন কোন পোস্টে মন্তব্য করার সময় উপরের মন্তব্যকারীকে কিছু বলতে চাইলে সেটা কঠিন হয়। (ফেসবুকের মতো)
৫। দুইটার প্রয়োজনীয়তা আলাদা

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ড.জেকিল

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

ধূসরধ্রুব বলেছেন: ১) পড়ছি ৫ বছরের উপরে, লিখছি চার বছর ধরে

২) কন্টেন্টের ভার্সেটাইলিটি এবং গভীরতা

৩) ব্লগের নেগেটিভ পয়েন্ট হলো, ব্লগারদের মনোভাব মডারেশনের বুঝতে না পারা । যে কারনে দিন দিন ব্লগারের পরিমান কমে যাচ্ছে । আরেকটা হল ছাগুদের ব্যান না করা

ব্লগারদের নেগেটিভ দিক আপনার সাথে পুরাই একমত । আইডি খুলেই আজকাল সবাই নিজেকে ব্লগার বলে পরিচয় দেওয়া শুরু করছে এটা খুব লজ্জাজনক

৪) নতুন করে কিছু চাওয়ার নাই

৫) ফেসবুক আর ব্লগ দুইটা দুইরকম প্ল্যাটফরম । তবে ফেসবুক ব্যাপারটা ছেলের হাতের মোয়ার মত সহজ হলেও ব্লগে ব্লগারদেরদের স্ট্রাগল করতে হয়, মাথা খাটিয়েই পোস্ট কমেন্ট করতে হয়




২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০২

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু মেঘ

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি কিচ্ছৃ জানিনা। আমি নতুন।



ধন্যবাদ

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: তাহলে বেশি বেশি ব্লগে থাকু। সবার মন্তব্যগুলো খেয়াল করুন, নিজের অবজারভেশনের সাথে মিলানোর চেষ্টা করুন।

হ্যাপি ব্লগিং :)

৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং সার্ভে তন্ময়।

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

তন্ময় ফেরদৌস বলেছেন: শরৎ দা, ৫ নং এর উত্তর টা একটু ডিটেইলিং করতে পারেন :)

দুইটা দুই ব্যাপার হলেও সোশ্যাল মিডিয়া হিসেবে কোনটার গুরুত্ব আপনার কাছে বেশি এবং কেন ।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

আমিনুর রহমান বলেছেন:


১) ৬ বছর ধরে পড়ছি। যা লিখেছি তা লিখা বলা যায় না।
২) দেশ ও মানুষের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি পায়।
৩) ক্যাচাল যা কারনে অনেক সময় সৃষ্টিশীল ব্লগারকে ব্লগ থেকে বিদায় নিতে হয়
৪) ট্যাগ করার সিষ্টেম থাকতে ভালো হত।
৫) ফেসবুক আর ব্লগ দুটি ভিন্ন প্ল্যাটফর্ম । ব্লগ আমার কাছে বেশী গ্রহণযোগ্য মনে হয় কেননা একটা বিষয়ের উপর যখনই পোষ্ট আছে সেখানে গভীর আলোচনার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় আর যার প্রচারনাটা করে ফেবু।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। ট্যাগ করার সিস্টেম চালু করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

শুঁটকি মাছ বলেছেন: ১। পড়ছি আড়াই বছর ,লিখছি ১ বছরের কিছু বেশী সময়।
২) নিজের মতামত, চিন্তাভাবনাগুলো প্রকাশ করা যায়
৩) ওয়াচে দীর্ঘসময় রাখা হয়,এতে নতুন ব্লগাররা লেখার উৎসাহ হারিয়ে গেলে।
৪)নোটিফিকেশন গুলো দেখার জন্য নির্বাচিত অনুসারিত কিংবা সকল পোস্ট পাতায় যেতে হয়।ব্লগারদের নিজেদের পাতায় থাকলে ভাল হয়।
৫)ফেসবুক আর ব্লগ এক না।তাই ভাল মন্দ যাচাই করছি না।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ । ওয়াচে আগে আরো দীর্ঘ সময় থাকতে হতো, এখন তাও কিছুটা কমেছে। আসলে রেস্টার্ড ব্লগারের সঙ্খ্যা অনেক বেড়ে যাওয়ায় হিমসিম খেয়ে যেতে হয় মনে হয়।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ১) ব্লগ পড়ি প্রায় তিন বছর আর লিখছি প্রায় দুই বছর।

২) কন্টেন্টের ভার্সেটাইলিটি এবং গভীরতা ও সঠিক যুক্তি তথ্যের ভিত্তিতে দ্বিপাক্ষীয় বিতর্কের সুযোগটি।

৩) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে নেগেটিভ ব্যাপার কোন টি ?
সাম্প্রতিক সময়ে শুধু মাত্র ব্লগার পরিচয়ের জন্য লক্ষ্যহীন ব্লগিং করা, দ্বিতীয়ত ইচ্ছাকৃত সমস্যাসৃষ্টি করে তাঁর রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় ফায়দা লোটার চেষ্টা।

৪) নোটিফিকেশনই চাইতাম। কিন্তু ইতিমধ্যে সেটা সংযোজিত হয়েছে।

৫) ব্লগ/ফেসবুক দুইটা আলাদা প্লাটফর্ম। এক সাথে মিলিয়ে বলার সুযোগ কম।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু কাল্পনিক ভাই। ৩ নং আর ৪ নং প্রশ্নের উত্তরে বাকিদের উত্তরগুলাও একটু খেয়াল করে দেখো।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ১। ;)
২। :-B
৩। /:)
৪। :|
৫। =p~

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: বেস্ট এন্সার এভার :D

১১| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ১/ ব্লগের লেখা এবং পড়ার বয়স ২ বছর ৩ মাস

২/ নানা বিষয়ে অসাধারণ সব লেখা পড়ার সুযোগ পেয়েছি ব্লগের কারণে ।

৩/ ফালতু ক্যাচাল , অকারণে ঝগড়া করার চেষ্টা , নিজেরে খুব বড় ভাবা । শুটকি মাছ বলেছেন -ওয়াচে দীর্ঘসময় রাখা হয়,এতে নতুন ব্লগাররা লেখার উৎসাহ হারিয়ে ফেলে।

৪/ ডা. জেকিল বলেছেন-কাউকে মেনশন করার মতো সুযোগ থাকলে ভালো হয়, কারন কোন পোস্টে মন্তব্য করার সময় উপরের মন্তব্যকারীকে কিছু বলতে চাইলে সেটা কঠিন হয়। (ফেসবুকের মতো)

৫/তুমি লিখে ফেলেছ আগেই ।

সার্ভে মজার । এরপর কি আসছে ?

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু তিতির আপু। এর পর সব উত্তর গুলো মিলিয়ে দেখা দরকার সবচাইতে বেশি উঠে এসেছে কোন ব্যাপারগুলো। এর পর সেই অনুযায়ি পরিবর্তনের চেষ্টা।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: ১) ৫ বছর
২) নিজের লেখা সম্পর্কে যথাযথ মূল্যায়ন পাওয়া। এটা নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা এবং শুধরানোর ব্যাপারটা ভালো হয়।
৩) মানহীন পাঠ, অতি মূল্যায়ন।
৪) আপাতত চাই অচল হয়ে থাকা রেটিং পদ্ধতির সংস্কার।
৫) দুইটা আমি সম্পূর্ণ দুই পারপোজে ব্যবহার করি। তাই তুলনীয় নয়।

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: ৪ নং পয়েন্টের প্রবলেম টা অনেকেই ফেস করছেন দেখা যাচ্ছে। এ ব্যাপারে দৃষ্টি দেয়া প্রয়োজন। থ্যাঙ্কু হামা ভাই।

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

শরৎ চৌধুরী বলেছেন: ১) ব্লগে কতদিন ধরে আছেন ? (পড়ছেন/লিখছেন)
বাংলা ব্লগোস্ফিয়ারে আছি, ৭ বছর ৯ মাস।
২) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে পজেটিভ ব্যাপার কোন টি ?
মাতৃভাষায় উভয় পক্ষের এনগেজিং যোগাযোগ, যেটা নতুন বাস্তবতা তৈরি করে।
৩) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে নেগেটিভ ব্যাপার কোন টি ?
ভুল বাস্তবতা তৈরি/ব্যবহৃত হবার সম্ভাবনা
৪) ব্লগের যে কোন একটি ফিচার নতুন যোগ করতে হলে কোন টি চাইবেন ?
দায়িত্বশীল ব্লগিং এর জন্য রিকগনিশন বাটন
৫) ব্লগ/ফেসবুজ কোন টি আপনার কাছে বেশী গ্রহনযোগ্য এবং কেন ?
ব্লগ/বাংলা কমিউনিটি ব্লগ বেশি গ্রহণযোগ্য, কারণ এটাতে নিজের জায়গা অর্জন করতে হয় অনেক বেশি পরিশ্রম আর বুদ্ধিমত্তা বিনিয়োগ করে। একাউন্টিবিলিটি একটা ভীষণ বড় ফ্যাক্টর। বিনোদনকেন্দ্রীক নয় শুধু।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

তন্ময় ফেরদৌস বলেছেন: সুন্দর উত্তর। দেখা যাক বাকিরা কি বলে।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথমেই সুগভীর এই পোষ্ট টির জন্য আপনাকে ধন্যবাদ !
১>> ব্লগ পড়ছি আরাই বছর , লিখছি দেড় বছর।

২>> ব্লগের সবচেয়ে পজিটিভ ব্যাপার বলতে গেলে অনেক কিছুই আসে, নিঃসন্দেহে এর গভীরতা , সৃজনশীল চর্চার কেন্দ্র , যুক্তিসঙ্গত তর্কে সত্য মেনে নেয়া কিংবা সত্য যাচাইয়ের সুযোগ।

৩>> নেগেটিভ ব্যাপার হচ্ছে আত্নকেন্দ্রিক কোন্দল, যা আমার কাছে অহেতুক এবং হাস্যকর মনে হয়। অথচ এই হাস্যকর ব্যাপার গুলোই সুস্থ এবং দায়িত্বশীল ব্লগিং এর স্পীড ব্রেকার এর মত কাজ করে।

৪>> আপাতত নতুন কোন ফিচার চাইবোনা , নোটিফিকেশন এলেও কাজ করেনা , লাইক বাটন কাজ করেনা(অনেকেরই ) , এগুলা আগে ঠিক করা দরকার। বিনয়ের সাথে আপনার একটি প্রস্তাব এর সাথে দ্বিমত পোষন করছি , ফেসবুকের সাথে সরাসরি ব্লগের ইন্টিগ্রেশন , এতে ভালো যা হবে তা মন্দের আড়ালে ঢেকে যাবার সম্ভাবনা থাকে। সরাসরি না থাকলেও ফেসবুকের কল্যানে ইতিমধ্যে ব্লগের একটা সম্পর্ক হয়ে গেছে , তাই এই ফিচার যোগ করে ভারী করার প্রয়োজন বোধ করছিনা আমি!

৫>> ফেসবুক আর ব্লগ দুটো সম্পুর্ন ভিন্ন প্লাটফর্ম। অবশ্যই ব্লগের গ্রহনযোগ্যতা বেশী , এত তথ্য ভান্ডার , লিখার গভীরতা , পরিবেশের ভিন্নতা ফেসবুকের চেয়ে এর গ্রহনযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। আর ফেসবুক আমার কাছে ব্যাক্তিগতভাবে সম্পূর্ণ আমার নিজস্ব, ব্লগ আমার- আপনার কিছু নয় । ফেসবুক টা আমার ব্যাক্তিগত যোগাযোগ মাধ্যম , ব্লগ যেটা নয়।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

তন্ময় ফেরদৌস বলেছেন: সামুর কারেন্ট ফিচার গুলা ঠিক করা দরকার।

ধন্যবাদ আপনাকে।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ১) তিন বছর পড়ি, লেখি এক বছর।
২) পাঠক-লেখকের সরাসরি সংযোগ আর যে কারো লেখার স্বাধীনতা
৩) ভালো জনসংযোগ ক্ষমতা বা আগ্রহ থাকলে ব্লগে দ্রুত পরিচিত হওয়া যায়,- কিন্তু মূল মানদন্ড হওয়া উচিত ছিল লেখার গুনগত মান( আমি শুধু সাহিত্য মানের কথা বলছিনা, পোস্টের সারবস্তুর কথা বলছি-সেটা দুর্বল বা সবল, যে ভাষাতেই লেখা হোক না কেন)
আর বেশী দিন ওয়াচে রাখা বেশী রকম বাড়াবাড়ি। মানুষের ধৈর্যের একটা মূল্য এবং সীমা আছে- এইটা মাথায় রাখা উচিত। ও- নির্বাচিত পাতা, এইটা পোস্টের মধ্যে একটা আশরাফ- আতরাফ বিভাজন তৈরী করে, পোস্ট নির্বাচিত না হইলে লেখক আঘাতপ্রাপ্ত হন, উৎসাহ হারায়ে ফেলেন- এই বিষয়টা আমার ভালো লাগে না। নির্বাচিত পাতার প্রয়োজন আছে হয় তো, কিন্তু বর্তমান ফরম্যাট নিয়ে ভাবলে ভাল।
৪) লেখার বিষয়ভিত্তিক শ্রেণীবিভাগ করলে কেমন হয়? সবাই সবার পছন্দের বিষয়টা সহজে খুঁজে নিয়ে পড়তে পারবে। আর এতে করে নির্বাচিত পাতার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াও যেত পারে।
৫) ব্লগ আর ফেসবুকের পার্থক্যটা যার যার উপর মানে যে যেটা যেভাবে ব্যবহার করে।

দু এক কথায় কথা শেষ হইলো না, বেশী কথা হয়ে গেল!

শুভকামনা!

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

আরিফা হক বলেছেন: ১) এই বছরই যোগ দিলাম।
২) নিজের মতামত প্রকাশ করা যায়।
৩) ভুল তথ্য প্রকাশ হতে পারে।
৪) বিভিন্ন বিষয়ের জন্য আলাদা বিভাগ করা উচিৎ।
৫) ব্লগ। এর মাধ্যমে অনেক সহজে সবার কাছে নিজের মতামত পৌঁছানো সম্ভব। তবে ফেসবুকেরও নিজের কিছু গুণ আছে।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

তন্ময় ফেরদৌস বলেছেন: গ্রুপ/ক্যাটাগরি ভিত্তিক ব্লগিং আগে ছিলো। তবে একমাত্র সিনেমাখোর বাদে আর কোন গ্রুপ তেমন সফল হতে পারেনি। তবে প্রস্তাব খারাপ না।

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: আমিনুর ভাই এবং অভির উত্তরের সাথে সহমত।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

মুদ্‌দাকির বলেছেন: ১) পড়ি ৩ বছর, লিখি দেড়
২) বাংলা, অদ্ভুত সব তথ্য, সব সময়ই পড়ার কিছু পাই
৩) সিন্ডিকেট বাজি, দল বাজি,
৪) লেখার ক্যাটাগরি থাকলে ভালো হত, যেমন আমার কবিতা ভালো লাগে না, ছোট গল্প ভালো লাগে, আবার বিজ্ঞান ভালোলাগে, রাজনিতি বেশিরভাগ সময় খারাপ লাগে, কিন্তু ধর্ম সবসময় ভালো লাগে !!!
৫) ফেস বুকে অনেক অনেক অনেক দিন লগ ইনই করি নাই।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: ক্যাটাগরি ভিত্তিক ব্লগিং- অনেকেই এই প্রস্তাবের পক্ষে দেখা যাচ্ছে।

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

বশর সিদ্দিকী বলেছেন: ১) পরতেছি ৪ বছর ধরে আর লিখছি ৬ মাসের মতন।

২) অনলাইনে বাংলা কিছু পরার একটা চমৎকার মাধ্যম এছারা অনলাইনে বাংলার একটা ভাল চর্চা হয়।

৩) ব্লগের মালকিন হতে শুরু করে একেবারে কালকে মডু হইছে এর মধ্যে বেশির ভাগই আম্লিকের নগ্ন দালালি এবং নাস্তিকদের তোষন করে। এই মডুরা আম্লিক বিরোধি কোন পোস্টই একবারে সহ্য করতে পারে না।এছারা সিপি গ্যাং সহ নাস্তিক ব্লগারদেরকে অতিরিক্ত আশাকারা দেয়া।

৪) লেখার ক্যাটাগরি চাই। লেখা গুলো একেবারে জগাখিচুরি পাকায়া যায়। লেখার আলাদা বিভাগ থাকলে অযথা সময় নস্ট না তরে নির্দিস্ট ক্যাটাগরির লেখাগুলো পাওয়া যেত।

৫) দুইটা দুই মাধ্যম। তবে ব্লগের লেখাগুলোকে ফেসবুকে পাবলিশ করার এবং তাতে কমেন্টস করার একটা সিস্টেম থাকলে খুব ভাল একটা ব্যপার হত।

২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

তন্ময় ফেরদৌস বলেছেন: আমার তো মনে হয় সামু ডান বাম মধ্য আস্তিক নাস্তিক সবার জন্যেই সহনীয়। কমিউনিটি ব্লগে এমনটাই কি হয়া উচিত নয় ?

২০| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

বেকার সব ০০৭ বলেছেন: ১/ ব্লগ পড়ছি চার বছর ( অল্প অল্প), ব্লগ পড়ছি ৮ মাস ৩ সপ্তাহ নিয়মিত, যা লিখেছি তা লেখা বলা হবেনা কিন্তু, মন্তব্য করতে খুব ভাল লাগে।
২/ লেখকের সরাসরি সংযোগ আর যে কারো লেখার স্বাধীনতা এবং মাতৃভাষার র্চচা।
৩/ ৭ দিনের কথা বলে ওয়াচে দীর্ঘসময় রাখা ( ২,৩,৪,৫,-৯,১২ মাস) ।
৪/ লেখার বিষয়ভিত্তিক শ্রেণীবিভাগ করলে খুব ভাল হয়, সহজে এক সাথে সব লেখা খুজে পাওায়া যাবে। (যেমন : টেকটিউনস এর মত )
৫/স্বপ্নবাজ অভি বলেছেন: ফেসবুক আর ব্লগ দুটো সম্পুর্ন ভিন্ন প্লাটফর্ম। অবশ্যই ব্লগের গ্রহনযোগ্যতা বেশী , এত তথ্য ভান্ডার , লিখার গভীরতা , পরিবেশের ভিন্নতা ফেসবুকের চেয়ে এর গ্রহনযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। আর ফেসবুক আমার কাছে ব্যাক্তিগতভাবে সম্পূর্ণ আমার নিজস্ব, ব্লগ আমার- আপনার কিছু নয় । ফেসবুক টা আমার ব্যাক্তিগত যোগাযোগ মাধ্যম , ব্লগ যেটা নয়।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

তন্ময় ফেরদৌস বলেছেন: ক্যাটাগরি ভিত্তিক ব্লগিং- এই ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, কারন অনেকেই এই প্রস্তাব রাখছেন।

ধন্যবাদ।

২১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

মোঃ ইসহাক খান বলেছেন: প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। রূপরেখা জানার প্রয়াসটিও চমকপ্রদ।

পরে আবার উত্তর নিয়ে ফেরার ইচ্ছে রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

নীলসাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে প্রয়াস।

১) ব্লগে কতদিন ধরে আছেন?
* ব্লগ পড়ছি
এবং লিখছি ৬ বছর ধরে!

২) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে পজেটিভ ব্যাপার কোন টি?
অনেক মানুষ অনেক লেখা অনেক চরিত্র নানারকম অভিজ্ঞতা! - সব মিলিয়ে ভিন্ন এক ভার্চুয়াল জগত।
আমার কাছে এই পুরো ব্যাপারটিই পজেটিভ।
ব্লগ না হলে কিভাবে এতো ভিন্ন ভিন্ন স্থান থেকে একই ভাষায় নিজের ভাব ভাবনা চিন্তা চেতনা শেয়ার করতো?
আরো উল্লেখযোগ্য ব্যাপার হল তা প্রকাশিত হচ্ছে নিজের লেখনীতে।
এতে করে প্রকাশে নান্দনিকতা না থাকলে সৃজনশীলতা রয়েছে এটা মানতেই হবে।

৩) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে নেগেটিভ ব্যাপার কোন টি?
অনেক পজেটিভের আড়ালে যঅতটুকু নেগেটিভ তা আছে আমি দেখিনা।
বা বলা যায় দেখতে চাইনা। বলতেও চাইনা।

৪) ব্লগের যে কোন একটি ফিচার নতুন যোগ করতে হলে কোন টি চাইবেন?
চাওয়ার শেষ নেই!
যা আছে তাই যথেষ্ট -
করলে কত কি করা যায়? ফিচার এর শেষ নেই!!


৫) ব্লগ/ফেসবুজ কোনটি আপনার কাছে বেশী গ্রহনযোগ্য এবং কেন?
ব্লগ।
তুলনামুলকভাবে ভারিক্কী এবং দায়ীত্বপুর্ণ -
ব্লগে নিজের সৃজনশীলতা নিয়ে থাকতে হলে নিজের মধ্যে কিছু থাকতে হবে। ফেসবুকে যা না থাকলেও ফেসবুকিং সম্ভব!!
তবে নিজের মধ্যে কিছু থাকতেই হবে এমন কোন কথাও নেই! :)

ফেসবুক কম সময় চায় আমাদের কাছে, আমরা দেই বেশী
ব্লগ চায় বেশী -
আমরা কম দিলে ব্লগিংটা ঠিক তৃপ্ত হয়না - এইত!


ধন্যবাদ।
সুন্দর থাকুন।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০১

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ নীলসাধু ভাই।

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো অবজারভেশন

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই

২৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনার ৫-দফা ফরমেট অনুসারে জবাব দিতে পারছি না বলে দুঃখিত।

আমার ষ্টাইলে জবাব।

সামুকে আমি পছন্দ করি। লেখালেখি শুরু সামু দিয়ে। তাই সামুর প্রতি একটা সফট কর্ণার আছে। সামুর সার্বিক সমৃদ্ধি কামনা করি।

আমি ১০ বছর বয়স থেকে নির্দিষ্ট পাঠ্যক্রম বহির্ভূত পাঠাভ্যাস শুরু করি। বিরামহীনভাবে এখনও চলছে। পড়াশুনার বয়স ৩৫ বছর। অদ্যাবধি বিরামহীন। ব্লগ পড়তে শুরু করি গত ৫ বছর থেকে। লেখালেখির বয়স ৩ বছর প্লাস।

ধর্ম, দর্শন ও বিজ্ঞান আমার প্রিয় বিষয়। আগে ছিলো সাহিত্য।
এই মূহুর্তে প্রিয় বিষয়ঃ সিক্রেট সোসাইটি, নিউ ওয়াল্ড অর্ডার, দাজ্জাল, ইমাম মাহাদী আ. হযরত ঈসা আ. তথা Islamic Eschatology.

প্রথম লেখালেখি শুরু করেছি সামুতে। শুধু এই একটি কারণেই সামু আমার কাছে গুরুত্বপূর্ণ। পজেটিব কোন দিক আমার কাছে সামুর ব্যাপার নেই। তবে নেগেটিভ আছে প্রচুর। তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যেটি সেটি আপনি নিজেই ৩ নম্বরে বলে দিয়েছেন, অর্থাৎ,

QUOTE

৩) ব্লগের নেগেটিভি পয়েন্ট হলো, অনেক ব্লগ ডিরেক্টলি কোন না কোন গোষ্ঠির সাথে এফিলিয়েটেড। এতে করে মুক্তবুদ্ধির চর্চা রোহিত হয়। ব্লগারদের নেগেটিভিটি হলো পড়া বা লেখার অভ্যাস না থাকলেও শুধুমাত্র ব্লগার আইডেন্টিটির জন্য ব্লগিং করার মানসিকতা।

UNQUOTE

সামুর পজেটিভ দিক আনতে হলে প্রথমে ঐ দোষ দূর করতে হবে। এ জন্য সামুর মালিক এর ব্যাক্তিগত পছন্দের দল বা আদর্শের প্রতিফলন সামুতে না-থাকা, সামু পরিচালনার নীতিমালা ও মডারেশান সংষ্কার দরকার। রিভিউ দরকার। মডারেশান প‌্যানেল একেবারেই বাজে।

সামুতে বৈচিত্র্য এমনিতেই রয়েছে। নতুন কোন ফিচার এর দরকার নেই। শুধু দরকার বিদ্যমান ব্যবস্থার সংষ্কার।

জামাত শিবির ট্যাগ একেবারেই বন্ধ করতে হবে। সবার জন্য উন্মাক্ত করতে হবে। নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টিকারী উপাদান টেক্টফুলি হ্যান্ডেল করতে হবে। ফেসবুকে দেখেছি জামাত শিবিরের ছেলেরাই লেখাপড়া ও বুদ্ধিবৃত্তিক দিয়ে আওয়ামী-বি.এন.পিদের চাইতে অনেক স্টার্ট ও তুখোড়।

মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ এসব যে ১০০% রাজনীতি তা' সাম্প্রতিককালে পরিষ্কার হয়ে গেছে। এখানে আদর্শবাদীতার কিছুই নেই। তাই শুধু শুধু কোন রাজনীতিক দলের লেজুড়বৃত্তি করলে নিজের ওজনই কমানো হবে। পাবলিক এক্সপোজার কমে যাবে।

আর ব্লগের সাথে ফেসবুকের তুলনা করা হাস্যকর। ফেসবুক হচ্ছে মহাসাগর। ব্লগ বালতি।

আবার অন্যভাবে বলতে গেলে ফেসবুক হচ্ছে ফ্ল্যাটবাড়ী। ব্লগ নিজের বাড়ী।


আপনার ফরমেটে জবাব দিলাম না বলে বিরক্ত যদি হয়ে থাকেন তবে দুঃখিত।


আপনাকে ধন্যবাদ।

ভাল থাকবেন। :D

২৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এ সময়ের সবচেয়ে সাহসী, বাঘের বাচ্চা সাংবাদিক নুরুল কবির গতরাতে বাংলাভিশন -

" শেখ হাসিনার সাথে নিজামীর ছবি এখনো ইন্টারনেটে পাওয়া যায়"


তাই সামুকে কী করতে হবে তা' বলাই বাহুল্য। বেশী কথা বলতে চাই না। আকালমান্দকে লিয়ে ইশারাই কাফি।

ধন্যবাদ। :#)

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

এম মশিউর বলেছেন: ১) পড়ছি ১ বছর, লিখছি ৫ মাস (নতুন বলতে পারেন)।

২) সৃজনশীলতা বৃদ্ধি করা।

৩) বেশিদিন ওয়াচে রাখা।

৪) আলাদা আলাদা বিভাগ থাকা।

৫) দুইটা দুই জিনিস। ব্লগ বেশী গ্রহনযোগ্য এর গভীরতার জন্য। আর ফেসবুক সবার সাথে যোগাযোগের জন্য।

২৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

রুপ।ই বলেছেন: ১) 2 বছর ২ মাস ধরে লিখছি এবং পড়ছি ।

২) নানা রকম ব্যাপারে জানা, নানা দৃষ্টিকোন থেকে একই বিষয়কে পর্যালোচনা করা, নিজের লেখনীকে আরো নান্দনিক আরো সৃজনশীল করে তুলা, অন্যের লেখার স্টাইল গুলোর সাথে পরিচিত হওয়া ।

৩) ক) অনেকেই ব্লগার পরিচয়ের জন্য নিক নেন লেখা মুল উদ্দেশ্য নয় ।

খ) মাল্টি নিক

গ) মডারেশনের মূল মানদন্ড হওয়া উচিত লেখার গুনগত মান( শুধু সাহিত্য মানের কথা বলছিনা, পোস্টের সারবস্তুর কথা ও বলছি)
যা বজায় রাখা হয়না অনেক ক্ষেত্রেই ।

৪) লেখার ক্যাটাগরি চাই বিষয় ভিত্তক লেখা ।

৫) দুটার উদ্দেশ্য ভিন্ন, ফেসবুকের থেকে ব্লগ বেশী গ্রহনযোগ্য তার সৃজনশীলতা, মৌলিকতা, গভীরতার জন্য ।

২৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১। সামুতে ৩ বছর ১১ মাস। প্রথম আইডি আমুতে, সামুর এক বছর আগে।
২। সামাজিক কিছু বিষয় (অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ভিকারুন্নেসা ইস্যু, তিতাসে বাঁধ ইস্যু,
এমন কিছু বিষয়ে ব্লগের অবস্থান) । এবং একদল মানুষকে সৃজনশীল লেখালেখি কিংবা পাঠে আগ্রহী করা।
৩। লিংক নির্ভর পোস্টকে সামু ব্লগের মূল্যায়ন। একসময় ছিল লিংক বিলি, ওয়েবের বিজ্ঞাপন, সেখানে বিরক্ত হতাম। এখন লিংক পোস্ট দেখে বিরক্ত হইনা, তবে স্টিকি হওয়া দেখে অবাক হই।
৪। সাহিত্য (গল্প-কবিতা) কে আলাদা ট্যাবে দেয়া যেতে পারে। নির্বাচিত ট্যাবটি বন্ধ। মাইনাস অপশন চালু করা। আর লেখার ফরম্যাটে চেঞ্জ আনা। দেখা যায় কোনো লেখায় স্পেস দিয়ে লিখতে চাচ্ছি, সেটা মিলিয়ে যায়।
৫। দুইটার গ্রহণযোগ্যতা দুরকম। ফেসবুক বন্ধুদের, যোগাযোগের। ব্লগ লেখালেখি চর্চ্চার। মত প্রকাশের (যদিও এটা অনেক প্রশ্ন স্বাপেক্ষ)

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১) ব্লগে কতদিন ধরে আছেন ? (পড়ছেন/লিখছেন)

- প্রায় ৫/৬ বছর

২) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে পজেটিভ ব্যাপার কোন টি ?

- রাইট ওয়ে লেখা নিয়ে পাঠকের ফিডব্যাক পাওয়া

৩) আপনার দৃষ্টিতে ব্লগের সবচাইতে নেগেটিভ ব্যাপার কোন টি ?

- ফালতু ক্যাচাল, গালাগালি, ট্যাগিং, মাল্টি নিক

৪) ব্লগের যে কোন একটি ফিচার নতুন যোগ করতে হলে কোন টি চাইবেন ?

- লাইভ চ্যাট ইউদ ট্যাকনিকাল টিম ওর মডারেটর। কারণ ব্লগে কোন সমস্যা হলে যেন সাথেসাথে সামধান পাওয়া যায়


৫) ব্লগ/ফেসবুক কোনটি আপনার কাছে বেশী গ্রহনযোগ্য এবং কেন ?

- ব্লগ কারণ ফেইসবুক। কারণ ব্লগে এখসাথে আপনার সব লেখা আর্কাইভ করতে পারছেন, অন্যের লেখাও একসাথেও যে কোন কোন সময় পাইতাছেন। অন্যরাও আপনার লেখা একসাথে এক জায়গায় আপনার সব লেখা পাইতাছে

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ৫) ব্লগ/ফেসবুক কোনটি আপনার কাছে বেশী গ্রহনযোগ্য এবং কেন ?

- ব্লগ কারণ ব্লগে এখসাথে আপনার সব লেখা আর্কাইভ করতে পারছেন, অন্যের লেখাও একসাথেও যে কোন কোন সময় পাইতাছেন। অন্যরাও আপনার লেখা একসাথে এক জায়গায় আপনার সব লেখা পাইতাছে

** সমান্য ভুল ছিল ঠিক করে দিলাম

৩১| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: ১। পড়ছি- তিন বছর; লিখছি :!> দুই বছর প্রায়।
২। অনলাইনে বাংলায় নিজের কথা বলতে পারা, পাঠকের মতামত, ভালো কিছু করার একটা চমৎকার প্লাটফর্ম।
৩। মাল্টিবাজি, ক্যাচাল, ট্যাগিং এবং টেকি প্রবলেম :(
৪। "ভাল লেগেছে" এই অপশনটা সচল করা। নটিফিকেশন নিজের ব্লগপাতায়।
৫। দুটোই। ব্লগ- স্থায়ীত্ব, গ্রহণযোগ্যতা, আবেদন। ফেসবুক- সামাজিক যোগাযোগ।


চমৎকার উদ্যোগ তন্ময় ভাইয়া। শুভকামনা রইল :)

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


১। ব্লগে আছি তিন বছর লিখছি নিয়মিত দুই বছর।

২। লেখক ও পাঠকের মধ্যাকার ইন্টারেকশন।

৩। ব্যাক্তিগত আক্রমণ, সিন্ডিকেটিং, গালাগালি, ট্যাগিং...... ইত্যাদি।

৪। যা আছে তাই যথেষ্ট শুধু সার্ভারের টেকনিক্যাল সমস্যা কেটে উঠুক দ্রুত।

৫। দুটাই তার নিজ মাধ্যমে হিসেবে অনন্য। কোনটার গুরুত্বই কম নয়।

৩৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ১। পড়ছি তিন বছরের বেশি, লিখছি প্রায় ২ বছর ধরে ( লিখছি বলাটা ভুল হচ্ছে )
২। লেখার স্বাধীনতা
৩। যথাযথ মডারেশনের অভাব
৪। ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন হলে দারুন হত। আর নোটিফিকেশনের ব্যাপারটা আরেকটু ভাল করা প্রয়োজন
৫। দুইটা সম্পূর্ণ আলাদা মাধ্যম। সৃজনশীলতা প্রকাশের জন্য ব্লগ আর যোগাযোগের জন্য ফেসবুক ।

৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

চানাচুর বলেছেন: অনেক কিছু জানলাম :)

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

মি. ফেসবুকিস্ট বলেছেন: ফেসবুক থেকে অবশ্যই ব্লগ ভালো । ব্লগে আপনি বুঝতে পারবেন আসলেই আপনার লেখা কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে । কিন্তু ফেসবুকে এখন আর সেই সুবিধা নেই :/
ফেসবুক সব ছাগলে ভরে গেছে :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.