নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোমানুষের ব্লগে স্বাগতম

© তন্ময় ফেরদৌস

তন্ময় ফেরদৌস

একি আজব কারখানা...

তন্ময় ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

একটা মিনিট সময় হবে ?

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

আর পারছিনা... সারাক্ষন ভয় পেয়ে পেয়ে, জীবন টাকে হাতের মুঠোয় নিয়ে আর কত ? গত কয়েক দিনে আমার বয়স বেড়ে গিয়েছে দশ বছর। যতক্ষন বাইরে থাকি, এক একটা ঘন্টা যেন এক একটা মাস... এই বুঝি গায়ের উপর বোমা পড়লো, এই বুঝি ককটেলের আঘাতে পরকালে পাড়ি জমালাম। মিনিটে মিনিটে ফোন করে খোজ নেয় মা, বাবা। বৌটা ফোন দিলেই একই কথা- সাবধানে থেকো। কি করে সাবধানে থাকবো ? নিরাপত্তার মিনিমাম ছায়াটুকুও তো দিচ্ছে না রাজনীতি নামের বৃক্ষ।



আজকে আমার সামনে ককটেলের আঘাতে পা হারালো এক রিক্সাওয়ালা। সংসার চালানোর একমাত্র যন্ত্রটা তার বিকল হয়ে গেলো রাজনৈতিক প্রতিহিংসার আঘাতে। বোমাটা সামনের রিক্সায় না পড়ে আমার রিক্সাতেও পড়তে পারতো। হয়তো এতক্ষনে আমার রক্তাত্ব দেহ নিয়ে বাকরুদ্ধ হয়ে বসে থাকতো মা, চোখের জল ফেলতে ফেলতে হয়তো পাগল হয়ে যেত বৌটা। কল্পনা হলেও এই ঘটনা অবাস্তব কিছু তো নয়। এই রকম হতে পারে আমাদের যে কারো সাথে, যে কোন সময়ে। আমাদের কি কিছুই করার নেই ? ককটেল আর আগুনের রুপ এখন এক একটা প্রতিকী শিশ্ন, রেপ করে চলেছে আমাকে, আমার পরিবার কে, আমার মা কে, আমার দেশ কে। ইশ্বর আর উন্নত বিশ্ব এক হয়ে চোখ ফিরিয়ে নিয়েছে ফকিরা এই দেশ থেকে। আমাদের গর্বের যায়গাটা কেউ যেন ভেঙ্গে চূর্ন বিচুর্ন করে দিলো।



কেউ কি থামাতে পারেনা আমাদের এইসব মহান রাজনীতিবিদদের আন্দোলন নামের প্রহসন ?

জানিনা, কি হবে। একটা পিটিশন রেডি করা আছে। আসুন সাইন করি। বিশ্ববাসীকে একটু বুঝতে দেই আমাদের অবস্থা। খড়কুটা আকড়ে ধরা ছাড়া আর কিইবা করার আছে।

কেউ কি থামাতে পারেনা আমাদের এইসব মহান রাজনীতিবিদদের আন্দোলন নামের প্রহসন ?

জানিনা, কি হবে। একটা পিটিশন রেডি করা আছে। আসুন সাইন করি। বিশ্ববাসীকে একটু বুঝতে দেই আমাদের অবস্থা। খড়কুটা আকড়ে ধরা ছাড়া আর কিইবা করার আছে। এর আগেও অনেকবার ব্লগ বা ফেসবুক থেকে নেটে বিভিন্ন পিটিশন তৈরি করা হয়েছিলো। কখনো কখনো ইস্যুগুলো হারিয়ে গেছে বানের জলে, আবার কখনো সামুর "যুদ্ধপরাধীদের বিচার চাই" পিটিশনের মত ইতিহাসে নাম লিখিয়েছে। জানিনা এবার কি হবে। চলমান রাজনৈতিক সহিংসতা রোধে একটা পিটিশন রেডি করেছে আমার কিছু ফ্রেন্ড। যদি সম্ভব হয়, আমরা চেষ্টা করবো ইউএন বা এই জাতীয় কোথাও পিটিশন টা সাবমিট করার। আপনারা একটু সাপোর্ট করবেন ?



পিটিশনের লিঙ্ক , জাস্ট নিজের নাম আর মেইল এড্রেস দিয়ে দিবেন। আর প্রয়োজন মনে করলে আপনার অনুভুতি ব্যাখ্যা করে দিতে পারেন।



সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ডান!

আর ১৪৮ দরকার দেখাইতাছে

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই। বড় বড় কিছু জার্নালিস্ট বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে। ওরা বিভিন্ন বিদেশি মিডিয়ায় কাজ করে। দেখা যক, কতদুর কি করা যায়।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩

খেয়া ঘাট বলেছেন: ককটেল আর আগুনের রুপ এখন এক একটা প্রতিকী শিশ্ন, রেপ করে চলেছে আমাকে, আমার পরিবার কে, আমার মা কে, আমার দেশ কে

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৮

তন্ময় ফেরদৌস বলেছেন: নির্মম বাস্তবতা।

অনেক দিন পর আপনাকে দেখলাম। ব্লগে আসা হয় না তেমন একটা। আপনি এক মিনিটের গল্প এখনো চালিয়ে যাচ্ছেন ?

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮

মামুন রশিদ বলেছেন: এই চরম উৎকন্ঠা থেকে আমরা কেউই মুক্ত নই । আমরা এর অবসান চাই ।

সাইন করেছি, ৫৪৮ নাম্বার ।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

তন্ময় ফেরদৌস বলেছেন: সবসময় আপনাকে সাথে পাই মামুন ভাই। অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

সোজা কথা বলেছেন: ভালো উদ্যোগ।দুঃখের বিষয় হল সাইন আপ করতে পারি নাই।হয় না কেন ?

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

তন্ময় ফেরদৌস বলেছেন: সমস্যা তো হবার কথা না...আবার চেক করে দেখছি।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




746 sign.

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্ক ইউ ব্রো

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: :( :( :(

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪

তন্ময় ফেরদৌস বলেছেন: কি আর করবো বলেন

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: undefined শো করে!! X(( X(( X((

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫

তন্ময় ফেরদৌস বলেছেন: কই, নাতো

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

নতুন বলেছেন: একমত আপনার সাথে...

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

সায়েম মুন বলেছেন: আর ৫৪ টা দরকার। :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

তন্ময় ফেরদৌস বলেছেন: হয়ে যাবে

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: সাইন করলাম।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সাইন করে আসলাম , এখনো ৩৮৮ টা দরকার !
শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দলকেই সেক্রিফাইস করতে শিখতে হবে , না হলে ওদের জন্য ঘৃনা আরো বেড়ে যাবে !

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: রাইট

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কালীদাস বলেছেন: করলাম। পারবেন না এগুলারে সোজা করতে। যে পারত, সে দেশান্তরি!

অট: আমি আছি ইউজাল দৌড়ের উপর। আপনের খবর কি?

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ভালো থাকি কিভাবে কালীদাস ভাই :(

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

এম ই জাভেদ বলেছেন: দুই দল এ সবকে থোড়াই কেয়ার করে

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

তন্ময় ফেরদৌস বলেছেন: :(

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সাইন করে আসলাম মাত্রই । গুড ওয়ার্ক ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: থ্যাঙ্কিউ ব্রো :)

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:




শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ডান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.