নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোমানুষের ব্লগে স্বাগতম

© তন্ময় ফেরদৌস

তন্ময় ফেরদৌস

একি আজব কারখানা...

তন্ময় ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি, বরাবর মন্ত্রী মহোদয়

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪









মাননীয় যোগাযোগ মন্ত্রী,



অফিসের জন্য বাসা থেকে বের হই সকাল ৯ টায়। পৌছুতে পৌছুতে বেলা ১১ টা। আবার অফিস থেকে সন্ধ্যা ৭ টা সাড়ে ৭টার দিকে বের হলে বাসার আসতে আসতে রাত ১০ টা। অফিস গুলশানে, কাজেই কোনদিন যদি মতিঝিলে মিটিং থাকে, তাহলে তো সারা দিন ই শেষ। আমি আসলে বলতে চাচ্ছি, রাস্তা ঘাটের জ্যামের কারনে কি পরিমান সময় আমরা পথেই লস করি। এবং এই জানজটের কারনে আমাদের কতটা প্রডাক্টিভিটি নষ্ট হয়। এর কি কোনই পরিত্রাণ নাই ?



ঢাকা শহরে রাস্তার দুরবস্থা, বর্ষাকালে রাস্তা খোড়াখুড়ি, ট্রাফিকদের অবহেলা এবং ট্রাফিক আইন মেনে না চলা, সবকিছুই এর জন্যে দায়ি। সরকার চাইলে নতুন কোন ফ্লাইওভার না করেই শুধুমাত্র অবৈধ গাড়ি পার্কিং, ফুটপাত দখল, ট্রাফিক আইনের পুর্ন ইমপ্লিমেন্টেশন, বা রাস্তায় চলার জন্য অনুপযোগি গাড়ি সরিয়ে দেয়া টাইপ এর কিছু পদক্ষেপ নিয়েই কিন্ত ঢাকার জানজট কমিয়ে দিতে পারে অনেকখানি। কিন্তু তাতে করে মন্ত্রী মিনিস্টারদের দুর্নিতীর স্কোপ অনেক কমে যাবে। তারা কি আর সেই সুযোগ ছাড়বে ?



ঢাকাকে বসবাসের উপযোগি করার জন্য ডিসেন্ট্রালাইজেশন খুবি জরুরি, এই বাপ্যারটা একজন সাধারন মানুষ ও বোঝে। বোঝে না শুধু আমাদের আমলারা। পৃথিবীর কোন দেশে ক্যান্টন্মেন্ট ক্যাপিটালের ভিতরে হয় নাই। ক্যান্টন্মেন্ট, সচিবালয়, সরকারি অফিস বা কিছু ইউনিভার্সিটি ঢাকার একটু বাইরে সরিয়ে দিয়েই কিন্ত ডিসেন্ট্রালাইজেশনের প্রথম স্টেপ টা নেয়া যেতে পারে। এই ব্যাপারে সরকারের কি কোনই মাথাব্যাথা নাই ? আমরা আম জনতাও কি নিজেদের ট্যাক্সের টাকা তাঁদের পকেটে গুঁজে দিয়ে মুখ বুজে পড়ে থাকবো ?



মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, স্পেশাল প্রটোকল না নিয়ে একদিন আমাদের মত বাসে, সিএনজিতে ঢাকা শহর ঘুরে দেখুন। হয়তো আপ্নিও অনুধাবন করতে পারবেন আমাদের সাধারন জনতার কষ্ট টা....



ইতি,

হাজারো ভুক্তভুগি আম জনতা

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

তামিম ইবনে আমান বলেছেন: ১টি ঘন্টার মূল্য যদি ৫০টাকা ধরি।
তাহলে ঢাকার ২ কোটি মানুষের মধ্যে যদি ৫০ লক্ষ লোক প্রতিদিন ৩ ঘণ্টা করে জ্যামে সময় নষ্ট করতে বাধ্যহয় তাহলে এক বছরে কত কোটি টাকার প্রোডাক্টিভিটির লোকশান?

২৭৩৭৫০০০০০০০ টাকা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭

তন্ময় ফেরদৌস বলেছেন: অকল্পনীয়

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী কিন্তু যথেষ্ট স্মার্ট !
ওনার নজরে পড়লে অবশ্যই উনি ব্যাবস্থা নিবেন , আমাদের দেশে রাস্তা বন্ধ করে ভিআইপি যাতায়াত উচ্চমার্গীয় বিলাসিতা ( ভিআইপিরা চাইলেই হেলিকপ্টারের ব্যাবহার করতে পারেন ) ! অবশ্য দেশটা কাদের সেটা এক্ষেত্রে বড় ধরনের প্রশ্ন !

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭

তন্ময় ফেরদৌস বলেছেন: :(

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: উনি প্রখ্যাত এবং প্রাক্তন ছাত্রনেতা। উনি জানেন কি ভাবে কথা বলতে হয় এবং অধীনতঃদের ধমক!! কাজের বেলায় সেই প্রাচীন প্রবাদের ফলশ্রুতি "লবডঙ্কা"।। :-P :-P

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: লবডঙ্কা !!

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৩

হরিণা-১৯৭১ বলেছেন:

ওবায়দুল কাদের একজন ব্যবসায়ী, মানুষ হলো উনার জন্য একজন খদ্দের, এর বেশী কিছু নয়; এরা রাজনীতির ধারও ধারে না, এবং বুঝার কথাও না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

তন্ময় ফেরদৌস বলেছেন: :(

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেশ কেমনে আগাবে কও! এত জ্যাম থাকলে তো উন্নতির আগানোর কোন জায়গা নাই। প্রতিবারই সরকার বলেন, ঢাকা এবং ক্ষমতা বিকেন্দ্রীকরন করা হবে। কিছুই হয় না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

তন্ময় ফেরদৌস বলেছেন: হয়না, কিছুই হয় না

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

বাংলার পাই বলেছেন: নির্ভেজাল সত্য কথাই বলেছেন।

তবে তার চেয়ে সত্য হল আমাদের মন্ত্রীদের সময় কোথায় আমাদের মত সাধারণ জনগণের কথা ভাবার।
তাদের অনেক কাজ আছে। কি ভাবে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা যায়, কিভাবে নিজেদের পকেট ভারী করা যায়,ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক ক্ষমতার সময় বাড়ানো যায় তাই নিয়ে ওনারা ব্যস্ত।

আর রাস্তা চলতে তো ওনাদের কোন সমস্যা নেই। ওনারা যখন রাস্তা দিয়ে যান তখন তো রাস্তায় কোন গাড়ি থাকে না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: সেইটাই রে ভাই

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

ওয়্যারউলফ বলেছেন: সরকারের কি মাথা আছে ? ব্যথা থাকবে কি করে !! আর ডিসেন্ট্রালাইজেশন ?পারসোনালাইজেশান নিয়ে ভাবতে ভাবতে অন্য কিছু ভাবার সময় কই ?

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: প্রত্যেকেই নিজের আখের গুছাতে ব্যাস্ত :(

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

মামুন রশিদ বলেছেন: ডিসেন্ট্রালাইজেশনের ধারনাটা যৌক্তিক । এটা ছাড়া ঢাকাকে বাঁচানোর আর কোন উপায় আছে বলে মনে হয় না ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

তন্ময় ফেরদৌস বলেছেন: সহমত মামুন ভাই

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার চিঠি আপনি লিখে পোস্ট করে দিলেন...

কইস্যা প্লাস...

কিন্তু উনি কি শুনছেন...!??

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

তন্ময় ফেরদৌস বলেছেন: উনারা কখনই শুনেন না :(

প্লাসের জন্য থ্যাঙ্কস ব্রো :)

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো পরামর্শ.......

সমাধান হলো - দ্রুত বিকেন্দ্রীকরণ...
একাত্মতা থাকলো :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: অনেক পরিণত এবং স্বচ্ছ চিন্তা ভাবনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

তন্ময় ফেরদৌস বলেছেন: সবাই তো বুঝে হামা ভাই, তারপরেও কেন যেন কাজ হয় না।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

নস্টালজিক বলেছেন: সুন্দর লিখসো।


ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকলে নীতি নির্ধারকরা সব কিছু ঠিক করে ফেলতো। এই হ্যাপা পোহাতে হয়না, প্যা প্যা পো পো সাইরে বাজিয়ে রাস্তা পরিষ্কার করে গাড়ি চলে যায় ওদের ভি আই পি স্ট্যাটাসের উছিলায়! সো, এক আধ-দিন প্রটোকল ছাড়া ঘুরলেও আসলে কাজ হবে না স্টান্টবাজি ছাড়া।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

তন্ময় ফেরদৌস বলেছেন: ভাইয়া, ওখানের সাথে এখানের একটা তুলনামূলক ব্লগ লিখে ফেলো না।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

রিফাত ২০১০ বলেছেন: আপনি যাকে চিঠি দিয়েছেন তিনি নাকি বাংলার ফাড়া ক্রেষ্ট ? জানেন কিছু ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২১

তন্ময় ফেরদৌস বলেছেন: :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.