নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুনোমানুষের ব্লগে স্বাগতম

© তন্ময় ফেরদৌস

তন্ময় ফেরদৌস

একি আজব কারখানা...

তন্ময় ফেরদৌস › বিস্তারিত পোস্টঃ

একজন অভিজিতের মৃত্যু

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১







হুমায়ুন আজাদ স্যার মারা যাবার সময় আমি নিতান্তই একটা সাধারন স্টুডেন্ট ছিলাম। কিন্ত রাজীব যখন মারা যায়, তখন আমি শাহবাগে.. এর কয়েকদিন আগেই রাজীবের সাথে আমার কথা হয়েছিলো। তাকে বলেছিলাম- সাবধান থাকো ভাই, আমাদের জীবনের খুব বেশি একটা মূল্য নাই মৌলবাদীদের কাছে। রাজীবের মৃত্যু ঠেকানো যায় নি। আজ অভিজিৎদার মৃত্যুও আমরা ঠেকাতে পারলাম না।



অভিজিৎ দা, আপনি সত্যিই আমাদের ছেড়ে চলে গেলেন ? কেন, কেন, কেন ??



আমার ব্লগিং জীবন টা সত্যিকার অর্থে শুরুই হয় মুক্তমনা থেকে। আজ, এখন পর্যন্ত আমার ভিতরে সত্যিকার অর্থে পলিটিকালি,রিলিজিয়াস, ফিলসফিক্যালি, যেই পয়েন্ট অফ ভিউগুলো তৈরি হয়েছে, তার পিছনে বিরাট একটা অবদান আছে মুক্তমনা আর প্রথম স্বর্নযুগের সামুর। ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, যার জীবন টা ছিলো নিতান্তই ভ্যাগাবন্ড গোছের, সেই ছেলেটার মাঝে নৈতিক ও রাজনৈতিক সচেতনতা তৈরি করা যেমন তেমন ব্যাপার না। অভিজিৎ দা আমাকে প্রশ্ন করতে শিখিয়েছিলো। শিখিয়েছিলো কিভাবে চিরাচরিত ফ্যালাসিগুলো কাটিয়ে লজিক দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়।এইতো সেদিন ও পারভেজ ভাইয়ের সাথে কথা হচ্ছিলো অভিজিৎ দা কে নিয়ে। আর আজকে মানুষ টা নেই...কি আশ্চর্য ! আমরা এত সহযেই অভ্যস্ত হয়ে গেলাম সন্ত্রাসবাদের সাথে ! আমাদের কি কিছুই করার নেই ? দু একটা স্ট্যাটাস দিয়ে আমরা আবার ফিরে যাবো আমাদের আগের যায়গায় ? বন্যা আপুর জন্য কিছুদিন হা পিত্যেস করে আবার মেতে যাবো আড্ডায় ?



আজকে অভিজিৎ দার মৃত্যু শুধু একটা খুন ই নয়। এটা আমাদের জন্য একটা প্রশ্ন। তোমরা যারাই ভয়েস রেইজ করো, পরিবর্তনের কথা বলো, তাঁদের খুজে খুজে মারা হবে, হত্যা করা হবে, নিশ্চিহ্ন করে দেয়া হবে...কি করবে তোমরা ? কি জবাব দেবে তোমাদের ভবিষ্যত প্রজন্মকে ? এভাবেই কালকে রাস্তায় পড়ে থাকবে তোমাদের লাশ...

হুমায়ুন আজাদ থেকে শুরু করে আজকে অভিজিৎ ....তোমরা কিছুই করতে পারো নি, পারবেও না।



আমরা কি এর কোন উত্তর ই দিতে পারবো না ?? ক্ষমা করে দিও অভিজিৎ দা। একদিন না একদিন অবস্থার পরিবর্তন হবেই। মনে রেখো, সেই পরিবর্তন টা তোমাদের হাত ধরেই শুরু হয়েছিলো। তখন হয়তো তোমার আত্মা শান্তি পাবে ...

"অভিজিৎ রয় হত্যার বিচার চাই"

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: অভিজিৎ মরেও বেঁচে আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০

তন্ময় ফেরদৌস বলেছেন: ওনারা মরে না

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: অভিজিৎ হত্যার বিচার চাই । অনেক দিন পর ব্লগে এলেন ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

তন্ময় ফেরদৌস বলেছেন: জ্বী সেলিম ভাই, ব্লগে এখন আসলে সময় দিতে পারি না। আপনি ভালো আছেন ?

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

অমিত রায়হান বলেছেন: আর কত? এর পর কে? লাভ নাই মুমিন বান্দারা। কল্লা কতল করতে পারবা কলমের কালি নিতে পারবা না। মুমিনগিরি চালায়া যাও। আল্লাহ সহায় হউক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

তন্ময় ফেরদৌস বলেছেন: :( শেইম অন আস

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি সত্যি ব্যাপারটা মেনে নিতে পারছি না। এই ধরনের কর্মকান্ড মেনে নেয়া যায় না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২

তন্ময় ফেরদৌস বলেছেন: একেবারেই মেনে নেয়া যায় না

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

ট্যটলার বলেছেন: আমি ওনার মত ভদ্র মানুষ কম দেখছি ব্লগে। এত ভালো একজন মানুষকে কিভাবে পারে ওরা!!!!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২

তন্ময় ফেরদৌস বলেছেন: উনি যেখানেই থাকুক, ভালো থাকুক।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তীব্র প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। দেশটা আজ কাদের কালো ছায়ায় ঢাকা পড়ছে !


এভাবে মৃত্যু মেনে নেয়া যায় না,
সভ্যতা আর গণতন্ত্রের দোহাই,
আপনারা চোখ মেলুন.।!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৩

তন্ময় ফেরদৌস বলেছেন: তীব্র প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

আলুভর্তা বলেছেন: "আমাদের জীবনের খুব বেশি একটা মূল্য নাই মৌলবাদীদের কাছে"

তাই ভাইজান মৌলবাদীরাই যে মারছে এইটা নিশ্চিত হইলেন কেমনে ? একটু জানতে মন চায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: নিশ্চিত না, কিন্ত উনি অনেকদিন ধরেই থ্রেট পেয়ে আসছেন মৌলবাদী সন্ত্রাসীদের কাছ থেকে।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কোন মানুষ স্রেফ তার আলাদা মতের জন্যই খুন হবে এটা অরাজকতা। সভ্য সব সমাজেই সব মতের মানুষের জন্যই জায়গা থাকা উচিত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: সহমত

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: ভীষণ ক্ষুব্ধ। তীব্র ধিক্কার জানাই।


অভিজিৎ রায় হত্যার বিচার চাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: অভিজিৎ রায় হত্যার বিচার চাই।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২

এনামুল রেজা বলেছেন: রাগ লাগছে। এই দেশে লিখতে পর্যন্ত পারবেনা মানুষ নিজের মতো??

অভিজিৎ রায় হত্যার বিচার চাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৫

তন্ময় ফেরদৌস বলেছেন: অভিজিৎ রায় হত্যার বিচার চাই।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩

ধরাপ্রাণ০০৭ বলেছেন: পরিবর্তন আসবেই কিন্তু কবে, আর কতদিন অপেক্ষা????????????
মানুষ হয়ে উঠ তোমরা.।.।.।.।.।.।।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: :(

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩

মরুবিজয় বলেছেন: অভিজিৎ তুমি যা দিয়েছ আমাদের - সেটাই আমাদের মন্ত্র - যা রাজাকারের বাচ্চারা কেড়ে নিতে পারবে না

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬

তন্ময় ফেরদৌস বলেছেন: পারবে না, কখনই পারবে না।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: @আলুভর্তা, Click This Link

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৪

তন্ময় ফেরদৌস বলেছেন: ভালো লাগছেনা হামা ভাই, একদম ভালো লাগছে না।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩

মৌসুমী মালা বলেছেন: এই প্রশ্ন সবার থাকা উচিত এমন করে মৃত্যুর সাথে প্রতিদিন বসবাস করা যায়না ।খুব কষ্টের !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৫

তন্ময় ফেরদৌস বলেছেন: এবং যন্ত্রনার।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৬

জেন রসি বলেছেন: সময় এসেছে প্রতিরোধ এবং প্রতিশোধের।অভিজিত রায় দেখিয়ে গেছেন কিভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয়।আমরা মাথা নত করব না।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: জানি না কোন ধর্মগ্রন্থে এমন হত্যাকে স্বীকৃতি দিয়েছে। নিশ্চয়ই সেটা পশুদের নিজস্ব ধর্ম। মনুষ্য ধর্ম হতে পারে না। এই পোস্টেও পশুদের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। ধিক তোদের!

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

নাহিদ রুদ্রনীল বলেছেন: হত্যাকান্ড কোন ধর্মে বলা হয়েছে? আমি জানতে চাই। একবার জানতে চাই। এক অভিজিৎ কে হত্যা করে, আরও দশটা অভিজিৎ এর বীজ বুনে গেছো।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২১

মিতাহামিদা০০৭ বলেছেন: বিদ্রোহী বঙ্গালী ! সত্যিই এমন হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না !
কোন হত্যাকাণ্ডই মেনে নেয়া যায় না ! পেট্রোল বোমায় বলুন , বস্তীতে আগুন লাগিয়ে বলুন , ক্রস ফায়ারে বলুন ,সাংবাদিক দম্পত্তি বলুন , মিথ্যা যুদ্ধাপরাধের দায়ে মিথ্যা রায় দিয়ে বলুন , বাড়ীতে জোড় করে ঢুকে বাবাকে না না পেয়ে মেয়েকে হত্যা করা , সড়ক দুর্ঘটনা , লঞ্চ দুর্ঘটনা , ইত্যাদি কোন হত্যকাণ্ডই মেনে নেয়া যায় না ! আর কোন ধর্মগ্রন্থেই সম্ভবতঃ অযৌক্তিক হত্যাকে সমর্থন দেয় না !

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২১

মিতাহামিদা০০৭ বলেছেন: বিদ্রোহী বঙ্গালী ! সত্যিই এমন হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না !
কোন হত্যাকাণ্ডই মেনে নেয়া যায় না ! পেট্রোল বোমায় বলুন , বস্তীতে আগুন লাগিয়ে বলুন , ক্রস ফায়ারে বলুন ,সাংবাদিক দম্পত্তি বলুন , মিথ্যা যুদ্ধাপরাধের দায়ে মিথ্যা রায় দিয়ে বলুন , বাড়ীতে জোড় করে ঢুকে বাবাকে না না পেয়ে মেয়েকে হত্যা করা , সড়ক দুর্ঘটনা , লঞ্চ দুর্ঘটনা , ইত্যাদি কোন হত্যকাণ্ডই মেনে নেয়া যায় না ! আর কোন ধর্মগ্রন্থেই সম্ভবতঃ অযৌক্তিক হত্যাকে সমর্থন দেয় না !

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৪

মিতাহামিদা০০৭ বলেছেন: বিদ্রোহী বঙ্গালী ! সত্যিই এমন হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না !
কোন হত্যাকাণ্ডই মেনে নেয়া যায় না ! পেট্রোল বোমায় বলুন , বস্তীতে আগুন লাগিয়ে বলুন , ক্রস ফায়ারে বলুন ,সাংবাদিক দম্পত্তি বলুন , মিথ্যা যুদ্ধাপরাধের দায়ে মিথ্যা রায় দিয়ে বলুন , বাড়ীতে জোড় করে ঢুকে বাবাকে না না পেয়ে মেয়েকে হত্যা করা , সড়ক দুর্ঘটনা , লঞ্চ দুর্ঘটনা , ইত্যাদি কোন হত্যকাণ্ডই মেনে নেয়া যায় না ! আর কোন ধর্মগ্রন্থেই সম্ভবতঃ অযৌক্তিক হত্যাকে সমর্থন দেয় না !

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৯

ইস্কান্দার মীর্যা বলেছেন: যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা নামের বৈচিত্রতায় পৃথক হলেও চিন্তা চেতনায় এক,অভিন্ন। এক শ্রেনী তাদের লেখনী কটুক্তি দ্বারা অপর শ্রেনীর হৃদয়ে রক্তক্ষরন ঘটান, অপর শ্রেনী চাপাতি,ছূরি দ্বারা । এরাই আমাদের সমাজের সর্বাপেক্ষা বিকৃত অংশ। সুতরাং এদের পরিনতি নিয়ে মাথা ঘামানোর কোন কারন নেই।

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩

রাজু ভাস্কর্য বলেছেন: সন্ত্রাসীর কোন দেশ নেই, ধর্ম নেই। এরা নানা দেশ, নানা ধর্মের নাম ব্যবহার করে। এসবকে ঢাল বানায়।
তবুও দিনশেষে এরা নিকৃষ্টই।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৯

আহসানের ব্লগ বলেছেন: :(

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বাকরুদ্ধ! পরিতাপের বিষয়টি হলো, এই হত্যাটিও রাজনৈতিক স্বার্থে কোন বিচার পাবে না।

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৩

সত্য সন্ধানী ১৩ বলেছেন: Mukto mona blogger link ki akhon down naki! Doya kore keu link ta den please.

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

ওয়ালী আশরাফ বলেছেন: নতুন বোতলে পুরনো মদ। একই নাটক। রাজনীতির হাওয়ার গতি উল্টো দিকে ফেরাতে আরেকটি হত্যাকাণ্ড।

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

মহান অতন্দ্র বলেছেন: :(

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:(

অভিজিৎ রায় হত্যার বিচার চাই।

বিচার চাই বললাম কিন্তু হবেতো। একজন হুমায়ুন আজাদ, একজন রাজিব হত্যার বিচারওতো হয়নি।

প্রশাসনের কবে টনক নড়বে আল্লাহই ভাল জানে।

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

রন৬৬৬ বলেছেন: If the Islamist group tries to kill sons/daughters of MP's or Govt. Officials then the killers will be brought to justice within 24 hours. This is reality in Bangladesh. Here everything in favour of 'bourgeois society'. The society is under 'Ruling Class'. I do agree with @MitaFahmida007. First of all, we need to wipe out CORRUPTION from all the aspect of social life, which is impossible to do in Bangladesh. Good governance through 'Accountability' and 'Transparency' should be maintained. Otherwise, everything will go in vain.

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

তাসজিদ বলেছেন: দিন শেষে ফারাবি রাই জেতে। আমরা হেরেই যাই। বার বার।

৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

সুফিয়া বলেছেন: এমন মৃত্যু কারও বেলায় কাম্য নয়। কোন ধর্মই এ ধরনের হত্যাকান্ড সমর্থন করেনা। অবশ্যই বিচার হওয়া উচিত এই ধরনের হত্যাকান্ডের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.