নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোলাগে,ভাবনার আকাশে পাখা মেলতে...

বুরহানউদ্দীন শামস

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।

বুরহানউদ্দীন শামস › বিস্তারিত পোস্টঃ

অনলাইন সুইটস্ :) :):)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১১


আজকাল সব কিছুই *অনলাইনে** বা ফোন করলেই পাওয়া যায়।
সেদিন মিষ্টির দোকানে ফোন করলাম।
....... *ক্রিং ক্রিং**

- "নমস্কার, রাধা গোবিন্দ সুইটস এ স্বাগত ।

আপনার সন্দেশ দরকার হলে ১ টিপুন,
রসগোল্লা হলে ২ টিপুন,
দই লাগলে ৩ টিপুন,
ভাজা মিষ্টি লাগলে ৪ টিপুন,
অন্য কোন মিষ্টি লাগলে ৫ টিপুন"

আমার সন্দেশ লাগত, আমি ১ টিপলাম।

- "ধন্যবাদ।
নরম পাকের সন্দেশের জন্যে ১ টিপুন,
কড়া পাকের জন্যে ২ টিপুন,
অন্যান্য প্রকারের জন্যে ৩ টিপুন।"

৩ টিপলাম।

- "ধন্যবাদ।
আম সন্দেশের জন্যে ১ টিপুন,
কফি সন্দেশের জন্যে ২ টিপুন,
কাজু বরফির জন্যে ৩ টিপুন,
সুগার ফ্রী সন্দেশের জন্যে ৪ টিপুন,
ভাপা সন্দেশের জন্যে ৫ টিপুন,
সরভাজার জন্যে ৬ টিপুন, মূল মেনুতে ফিরে যেতে ৯ হলে টিপুন।"

উফফ। কি বিরক্তিকর। টিপলাম ১।

- "ধন্যবাদ।
২৫০ গ্রামের জন্যে ১ টিপুন,
৫০০ গ্রামের জন্যে ২ টিপুন,
১ কিলোর জন্যে ৩ টিপুন,
৫ কিলোর জন্যে ৪ টিপুন,
১০ কেজির জন্যে ৫ টিপুন।"

ভুল করে ৫ টেপা হয়ে গেল।

ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফোনে কেটে দিলাম।

পরমুহূর্তে ফোন বেজে উঠল।
....... *ক্রিং ক্রিং**।

- "নমস্কার, রাধাগোবিন্দ সুইটস এ স্বাগত।
আপনার মোবাইল থেকে ১০ কেজি আম সন্দেশের অর্ডার এসেছে, আপনার ঠিকানা বলুন।"

- কই, আমি তো অর্ডার দিই নি।

- "আপনার এই ফোনে থেকে এসেছে, আপনার দাদা বা ভাই কেউ দিয়েছে।"

- আমি ও বললাম আজ্ঞে, আমরা ছয় ভাই।
বড় ভাইয়ের জন্যে ১ টিপুন,
মেজ ভাইয়ের জন্যে ২ টিপুন,
সেজো ভাইয়ের জন্যে ৩ টিপুন,
রাঙা ভাইয়ের ...
বিপ... বিপ... বিপ...

ফোন টা হঠাৎ কেটে গেল।।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

রাসেল ফেরদৌস নূর বলেছেন: হা হা হা হা হা । দারুণ লাগলো লেখাটি । এবং শেষের জবাব টা খুব সুন্দর হয়েছে ।
বড় ভাইয়ের জন্যে ১ টিপুন,
মেজ ভাইয়ের জন্যে ২ টিপুন,
সেজো ভাইয়ের জন্যে ৩ টিপুন,
রাঙা ভাইয়ের ...
বিপ... বিপ... বিপ...

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা দিলেন নাকি?

হা হা হা ............... দারুন!!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: হুম ....
ধন্যবাদ ভাইয়া ।
নতুন বছরের শুভেচ্ছা নিবেন ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি বেশ মজার ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

বুরহানউদ্দীন শামস বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: মজার কাহিনী।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

রাফিন জয় বলেছেন: অস্থির!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: না হেসে, পারলাম না !!!!! =p~ :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। দারুন লিখেছেন। এই মন্তব্যটির উত্তর দেওয়ার জন্য ৭ টিপুন।

ধন্যবাদ ভাই বুরহানউদ্দীন শামস।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

বুরহানউদ্দীন শামস বলেছেন: ভাইয়া ৭ টিপলাম কিন্তু উত্তর দেওয়ার জায়গা খুজে পেলাম না অগত্য রিপ্লায় বাটন টিপে মন্তব্যের উত্তর দিতে হল ।
ধন্যবাদ ভাইয়া ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

আমি মাধবীলতা বলেছেন: =p~ উত্তরটা বেশি মজার ছিল !!
ছবি আর পোস্ট দেখে এখন মিষ্টি খেতে মন চাইছে :``>>

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ।
দাম দিয়ে খেতে চাইলে ৯ টিপুন ,
ফ্রি তে খেতে চাইলে End বাটন টিপুন :)
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা নিবেন ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

অভ্রনীল হৃদয় বলেছেন: হাহাহা। সুন্দর ছিল।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০

উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন:
চমৎকার অনলাইন ভাবনা

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

বুক ওয়ার্ম বলেছেন: চরম লিখছেন

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

জাহিদ অনিক বলেছেন: আহ..... বহুতদিন বাদে একটা এই রকম (১ চাপুন, ২ চাপুন ......... ১২৩ চাপুন) কাহিনী পড়লাম।
শেষটা ছিল অসাধারণ। সাধু সাধু

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: প্রথমে পড়ে বিরক্ত হলেও শেষে এসে পুষিয়ে দিলেন, খুবই মজা পেলাম =p~

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

বুরহানউদ্দীন শামস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

সাদা মনের মানুষ বলেছেন:
টিপাটিপি ছাড়া কিছু মিষ্টি পাওয়া গেছে, নিয়া নিতে পারেন :-B

৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: ছবি থেকে মিষ্টি বের করার প্রক্রিয়াকরন চলছে,
ধন্যবাদ ভাইয়া ।
শুভ কামনা রইল আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.