নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁর শেষে আলো আসবেই

চাঙ্কু

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনাশকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। [অদ্ভুত আঁধার এক/জীবনানন্দ দাশ]

চাঙ্কু › বিস্তারিত পোস্টঃ

বিমানবন্দরে বিচিত্র অভিজ্ঞতা- ১ (লন্ডন হিথ্রো এয়ারপোর্ট)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০



বিমানবন্দর আমার প্রিয় জায়গা, তা সেইটা যেই বিমানবন্দরই হোক না কেন! শত শত মানুষ, শত শত কাহিনি। যে দিকেই তাকাই মনে হয় প্রত্যেকটা মানুষ একটা গল্প নিয়ে হাঁটতেছে; ভালোবাসার গল্প, উত্তেজনার গল্প, বেদনার গল্প, মিলনের গল্প বা আলাদা হয়ে যাওয়ার গল্প। তবে কেন জানি প্রত্যেকবার আমি বিমানবন্দরে বিশেষ করে ইমিগ্রেশনে গেলেই তাদেরকে আমার কোন না কোন একটা গল্প বলাই লাগে। এই বিচিত্র অভিজ্ঞতাগুলো জন্যই এই সিরিজ।

হিথ্রো ইন্ট্যারন্যাশনাল

এটা হল খাটাশ টাইপের বড় এক এয়ারপোর্ট অনেকটা আমাগো গ্রামের নাককাটা মহাজনের সাবের বাড়ির মত, সে গ্রামের মধ্যেই বিশাল এক শহর বানিয়ে ফেলছে। টার্মিনালে অনেকক্ষন হাটার পরে ইমিগ্রেশন লাইনে মিনিট পাচেক দাঁড়ানোর পরে কাউন্টারে গেলাম।
- লন্ডনে কি জন্য আসছ?
- এলিজাবেথের লগে দেখা করতে।
অফিসারে কয় - আমার লগে মস্করা কর। তুমি আসছ রানী এলিজাবেথের লগে দেখা করতে? হাচা করে কও লন্ডনে কি জন্য আসছ।
কইলাম - শোন অফিসার। আমার এক বন্ধু কইছে "দুনিয়াতে ২ ধরনের মানুষের সাথে নাডামি করে পার পাওয়া যায় না।
১. দজ্জাল বউ/গার্লফ্রেন্ড
২. ইমিগ্রশন অফিসার।
- আমি তার বেদ বাক্য অক্ষরে অক্ষরে মানি। আর শোন, এলিজাবেথ হল আমার জাষ্ট ইউনিভার্সিটি ফ্রেন্ড, নাথিং এলস!
আমি নাডা হলে এই অফিসার মনে হয় এইরাম কয়েকশ নাডা পকেটে নিয়ে ঘুরে। কয়- ঠিক করে বলত, এই বেদ বাক্য তোমার বন্ধুর নাকি তোমার দজ্জাল বউয়ের? আর পৃথিবীর সব চেয়ে উইনিভার্সেল ট্রুথ হল, সব জুটিরাই নিজেরদের সম্পর্ককে প্রথমে "আমরা শুধু বন্ধু"র ভিতর দিয়ে চালিয়ে দে।
মনে হচ্ছিল অফিসারের মাথার সব চুল টেনে তুলে ফেলি কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম যে বদের মাথায় তেমন চুলই নাই তবে শার্টে কিছু চুল আছে তবে সেইগুলো মনে হয় তার বিলাইয়ের চুল। বাংলাদেশের গরমে ট্র্যাফিক জ্যামে পড়লে নির্ঘাত ওর মাথায় কেউ না কেউ ডিম ভেজে খেত। বহুত কষ্টে কইলাম -
- আমি এখনো বিয়ে করিনি। আর আমরা আসলেই বন্ধুর বাইরে কিছু না। তার বয়ফ্রেন্ডের ট্রাইচেপ্স দেখলে তুমিও ডরাইবা।

অফিসারের "হুম" আর আমার পাসপোর্ট আর রিটার্ন টিকেটের দিকে মনেযোগ দেওয়ার কারনে বুঝলাম ব্যাটার নাডামি মনে বন্ধ হইছে। কিন্তু যেই আমার আশার ফুল ফুটার আগে ব্যাটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে কয়-
- তুমি আসছ এক শহর থেকে কিন্তু তোমার আউটবাউন্ড টিকেট হচ্ছে অন্য শহরের মানে ঢাকার। ঢাকায় কি বিয়ে করতে যাচ্ছ?
- কডিন মুখ করে কইলাম, না। আর তোমার এই ধরনের প্রশ্ন করা মানে টা কি?
- না মানে লন্ডনে সব বাংলাদেশীদের দেখি তারা বিয়ের করার সময় বাংলাদেশ যায় আর একটা বউ নিয়ে ফেরত আসে।
ব্যাটা আমার সাথে ফাজলামি করতেছে দেখে আমিও ফাজলামি কইরা কইলাম-
আসলে ঢাকায় যাচ্ছি আমার এক্স-এর বিয়ে খাইতে। সে সাদা ব্রিটিশ আর এখন এক বাংলাদেশী ছেলেকে বিয়ে করতেছে। তোমরা এত বিদেশী বিয়ে কর কেন? তোমাগো দেশে কি ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে?
সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ধুম করে পাসপোর্টে সিল মেরে কয়- ওয়েলখাম ঠু লন্ডন :)

পরে ঢাকায় আসার সময়ও আরেক কপিজ্ঞতা হইছে। আমি সাধারনত খুব লাইট ট্রাভেল করি। নিতান্ত দরকার না হলে আমি ক্যারি অন লাগেজ ছাড়া কোন চেকড ব্যাগ সাথে নেই না। বিমানের কাউন্টারের সামনে দেখলাম অধিকাংশ লোকজন সাথে করে ৪/৫টা লন্ডন নিয়ে যাচ্ছে। আমার সাথে যেহেতু কোন চেকড ব্যাগ নাই, সেইজন্য অন্তত ৭/৮ জন লোক এসে আমাকে রিকোয়েষ্ট করেছে, ভাই, আপনারতো সাথেতো তেমন কোন ব্যাগ নাই। আপনি আমার একটা ব্যাগ কি আপনার নামে নিবেন? বোর্ডিং পাস নেওয়ার সময় বিমানের কাউন্টারের আপু সিউর হওয়ার জন্য আমাকে ২ বার জিজ্ঞাসা করেছে যে আমার সাথে আসলেই ছোট্ট একটা ক্যারি-অন ছাড়া অন্য কিছু নাই। পরে জিজ্ঞাসা করল- আমার ক্যারি অনের ওজন মেপেছি কিনা। আমি বললাম-
- ক্যারি অনের ওজন মনে হয় হবে ৩৫/৪০ কেজির মত।
আপু বুঝছে যে শয়তানি করতেছি। সেইজন্য কয় - ঠিক আছে ভাইয়া কিন্তু ৩০ কেজির কম হলে কিন্তু আমি আপনাকে চার্জ করব
তবে সবকিছুর উপরে ছিল বিমানের ননাফসুসিত সার্ভিস - ৩৫ হাজারফুট উপরে বসে কাচামরিচ আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যা দুনিয়ার অন্য কোন রাজকীয় এয়ারলাইন্সও দিয়ে পারবে না।

পোষ্ট লম্বা হইয়ে যাচ্ছে। আরও বিমানবন্দরে আরও মেলা আফসুসিত, ননাফসুসিত কাহানি আছে। পরে পোষ্টামুনে। আপনে চাইলে নিজের কপিজ্ঞতাও কমেন্টে শেয়ার করুন, প্লিজ।

ছবিঃ গুগল জেডা

মন্তব্য ১৭০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১৭০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:

হে হে
পাইলুমনে
এক্তা
পস্ট। =p~

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

চাঙ্কু বলেছেন: হ, শেষ পর্যন্ত কিছু একটা টাইপ করেই ফেললাম। এখন কেউ পিডানি দিলে তোমার দোষ :-*

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

নীল-দর্পণ বলেছেন: কাঁচামরিচ আর আলুভর্তা দিয়ে ভাত বিমানে বসে! হাউ আনকমন ব্যাফার! :#)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

চাঙ্কু বলেছেন: কাঁচামরিচ দেখে আমি আসলেই টাশকি খাইছিলাম। এই সার্ভিস অন্য কুন এয়ারলাইন্স পাইবা না ;)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: চাঙ্কু ,




এরকম আফসুসিত অভিজ্ঞতা সত্য হোক আর না হোক , পড়তে খারাপ লাগেনি । ব্যাপক মজাদারু হয়েছে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

চাঙ্কু বলেছেন: ঠিক আছে।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:

- হা হা এত এত কপিজ্ঞতা। ভালা ভালা। ত হেত হুরাইয়া ভাত হাইলেন্নি।

- :#) আমি নাইকা কইলুম। নিজু আইলে দেহি কিতা কয়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

চাঙ্কু বলেছেন: বিমানবন্দরে আমার এইরাম আরও মেলা কপিজ্ঞতা হইছে। হ, পেট ভরি ভাত খাইছিলাম ওই দিন। তুমি কিতা খাইলা? :-*

তুমি নাই কেনু? কেনু? নিজু কিডা?

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

কাউয়ার জাত বলেছেন: https://www.youtube.com/watch?v=fgHjVvqLXV8

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

চাঙ্কু বলেছেন: হিথ্রোর টাইম ল্যাপ্স দেখি সেইরাম কডিন।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

বলেছেন: Very well written brother

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

চাঙ্কু বলেছেন: অনেক, অনেক বন্যবাদ জেডা।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

বলেছেন: ব্যাপক মজাদারু

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭

চাঙ্কু বলেছেন: ঠিক আছে জেডা। কষ্ট করে পড়ছ, মজাদারু না হইলেতো তোমার পড়াটাই লসে যাইত! ;)

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

বলেছেন: ব্যাপক মজাদারু

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

স্রাঞ্জি সে বলেছেন: দেহেন ভাইয়ু দেহেন। :-0
হফে কি খেলা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

চাঙ্কু বলেছেন: খেলা হপে না!! নিজুর কথা শুনলেইতো ভয়ে আমার হাত-পা... #:-S

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

অন্তরন্তর বলেছেন: ওরে জেডা সেইরকম পোস্ট হইছে। নাডারা দুনিয়ার সব যায়গায় নাডামি করে। হিথরো এয়ারপোর্ট আমার সবসময় ইউজ করা লাগে। এটা ঠিক হিথরো এয়ারপোর্ট এ অনেক হাটা লাগে। যাইহউক তোমাকে এইবারের মত হিথরো পোর্টে ছাইড়া দেউয়া হইল। পরের বার নাডামি করলে আর ছাড় দেউয়া হইবেক লাই। পোস্ট অনেক মজাদার হইছে। +++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

চাঙ্কু বলেছেন: হ, হিথ্রো আসলেই পেইন-টাইপে বড় এয়ারপোর্ট। এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে গেলে হাটতে হাটতে পায়ের সাথে চুলেও ব্যাথা শুরু হয়ে যায়।

হিথরো তালিপরে তোমার হোম-এয়ারপোর্ট!! তাইলেতো পরেরবার গেলে নাডামি আরো বেশী করে করুম :-*
তবে লন্ডনে এত বেশী বাঙ্গালী দেখে ভাল্লাগছে। বাংলাদেশের বাইরে লন্ডন ছাড়া মনে হয় না আমি পৃথিবীর অন্য কোথায়ও এত বাঙ্গালী দেখছি।

কষ্ট করে পড়ার জন্য অনেক বন্যবাদ জেডা।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ব্যাপক মজার পোস্ট হয়েছে। ++

শুভকামনা রইল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

চাঙ্কু বলেছেন: হাচানি? অনেক বন্যবাদ জেডা।

ভালো থাইকো!

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

রাকু হাসান বলেছেন:

হাহহাহা চরম হাস্যরস , আপনার মুদ্রাদোষ পেলাম নাডামি,ননাফসুসিত B-) ;) :) । নতুন শব্দ শিখিলাম কপিজ্ঞতা =p~
যাক কথা ছিল ছয় মাস লাগবে ,খুব তাত্তারি লিইখেন ,নাডামি করে :P
বিনোদিত হলুম B-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

চাঙ্কু বলেছেন: কপিজ্ঞতা একটা ১০ বছর বয়স্ক শব্দ। তুমি আজকে শিখলা? #:-S

৬ মাস লাগার কথা ছিল কিন্তু আজকে ফ্রী ছিলাম বলে লেখে ফেললাম।

বিনুদিত হওয়ার জন্য বন্যবাদ :)

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর মিয়া থুক্কু জেডা!

কী পোস্ট দিলেন?
না হল গপ্পো না হলো রম্মো..:(
সব মাথার উপর দিয়ে বিমানের মত উড়ে গেল।




সুন্দরী বিমানবালাদের নিয়ে একটা পোস্ট দিয়েন...:P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

চাঙ্কু বলেছেন: অরে জেডা, এইডা গপ্পোও হওয়ার কথা ছিল না আবার রোম্মোও হওয়ার কথা ছিল না। এইডা হল শুধু কপিজ্ঞতা :-*

বাংলাদেশ বিমানে সুন্দরী বিমানবালা কুনে পাইবা? তুমি হাগল নি কুন? :-* :P

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

রাকু হাসান বলেছেন:

ভাইয়া নতুন তো ,আগে জানি নি । B-) ,তবে ব্যবহার করুম বাস্তব জীবনে :) । আপনার ব্লগে এ কিমুন নিক ,কাউয়ার জাত B-) B-) হাহাহা ,ভালা আছুইন নি =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

চাঙ্কু বলেছেন: বাস্তব জীপনে ব্যবহার করে লুকজনের পিডানি খাইতে কিন্তু আমার দোষ নাই :-*

কাউয়ার জাত নিকটা ননাফসুসিত আছে। জেডাই কইপ সে ভালু আছে নাকি আটা আছে B-)

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৯

রাকু হাসান বলেছেন:

কাউয়ার জাতের ব্লগে গেছিলাম :) , তারপর আামকে আপনাকে পঞ্চান্ন বছরের রিমান্ড দেওয়া হইল।
কালকে আবার আইসেন। =p~ এমন এক কবিতা পড়তে কইলো ,সাহস পেলাম না পড়তে B-) B-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯

চাঙ্কু বলেছেন: আমারে রিমান্ডে নিলেতো আমি জেডারে ডিমান্ডে দিমু। আইচ্ছা তুমি যখন গেছ, তখন আমিও জেডার ব্লগ থেকে একটু ঘুরে আসি :)

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



হিথরো এয়ারপোর্টের অসংখ্য স্মৃতি স্মৃতির মণিকোঠায় উঁকি মারে প্রতিনিয়ত ৷ আপনার লেখা পড়ে স্মৃতিগুলো আবার মনে পড়লো ৷বিশেষ করে হিথরো (৫) নং টার্মিনালের স্মৃতি ৷

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

চাঙ্কু বলেছেন: কিছু স্মৃতি নাইলে আমাগো লগে শেয়ার করেন!! ৫ নাম্বার টার্মিনাল বিকাট এক টার্মিনাল!!

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: নেদারল্যান্ডের এয়ারপোর্ট নিয়ে লিখবেন প্লীজ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

চাঙ্কু বলেছেন: নেদারল্যান্ড এ আপনার কোন ননাফসুসিত স্মৃতি আছে নাকি? শেয়ার করেন আমগো লগে ;)

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: খাটাশ টাইপ বিমানবন্দরে আইফনার খাটাশ টাইপ অভিজ্ঞতা পইড়া ধারুন মুজা পাইলুম =p~

লেখার ভূমিকা অংশটুকু খুব ভালো লাগলো ভাইয়া। বিমানবন্দর আমার কাছেও খুব ভালো লাগে। কি চমৎকার গুছানো আর নানান দেশের নানান মানুষ । আপনার মত আমারও মানুষকে দেখলে ভাবনা চলে আসে মনে যে তাঁর গল্পখানি কি হতে পারে, তবে তা শুধু বিমানবন্দর না সব জায়গায়ই ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

চাঙ্কু বলেছেন: মজা পাওনের জন্য আপনারে বন্যবাদ।

বিমানবন্দর গেলেই আমার ভালো লাগে তবে কানেক্টিং ফ্লাইটের জন্য ১০/১২ অপেক্ষার সময় ছাড়া। নানা দেশের, নানান ধরনের, নানান বর্নের, নানান সংস্কৃতির এক ইউনিভার্সেল মিলনমেলা। আর হ্যা, আমাদের সবারই একটা করে গল্প আছে। বিমানবন্দরে গেলে তাদের গল্প হয়ত শুনিনা কিন্তু দেখতেতো পারি :)

সুন্দর একটা মন্তব্য এর জন্য ঠ্যাঙ্কু ।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
লেখাটা পড়লাম "প্লেনে ওঠে বমি বমি ভাব হয়েছিল " এই কথাটা লেখা উচিৎ ছিল। পড়ে মজা পেলুম ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

চাঙ্কু বলেছেন: ওরে জেডা তোমার এই লেখা পড়ে বমির কথা আসল কেনু?
বাসে, প্লেনে, ট্রেনে, গাছে, সাইকেলে, টেম্পুতে, সিএনজিতে, ট্রাকে, টুকটুকে উঠলে কখন বমি বমি ভাব আসে না।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: বিলাইডা কুন রঙের আছিলো !!!
জলদি খবর জানাইয়েন , রঙ টা না জানা পরজন্ত উঠতেই পারতাছি না পোষ্ট ছেড়ে :-0

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

চাঙ্কু বলেছেন: বিলাইডা কুন রঙ্গের আছিল হেইডা জানার জন্যতো এইবার সেই অফিসারের নাম-ঠিকানা সংগ্রহ করে তার বউয়ের বাসায় যাওয়া লাগপে! X(

তবে শার্টের রং আর বিলাই এর রং এক হলে আমি সিউর সেইটা একটা রেইনবো বিলাই :-*

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

আল মাহফুজ মাহিন বলেছেন: কাচামরিচ আর আলুভর্তা কাচামরিচ আর আলুভর্তা :D :D

কোন এয়ারলাইন্সে দেয় ভাই?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

চাঙ্কু বলেছেন: আলু-ভর্তা ঠিক এই রকম লাগে নাই, অনেকটা ওয়েস্টার্ন মেশ পটেটোর মত।
তবে কাঁচা মরিচটা সেইরাম দেশী। বিমান ছাড়া আর অন্য কোন এয়ারলাইন্স এই সার্ভিস দিপ নারে জেডা।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটায় সেই মজা পাইছি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২

চাঙ্কু বলেছেন: মজা পাওনের জন্য ঠ্যাঙ্কু জেডা। কষ্ট করে পড়েছ!!

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

আল ইফরান বলেছেন: ভার্সিটির চিঠি দেইখা ইমিগ্রেশনের টাকলু আমারে কিছুই জিগায় নাই, দেশ থাইকা উড়াল দেয়ার আগে লোকজন যেই ভয় দেখাইছিলো :(( :P
একেকটা টার্মিনাল যেই বড়, আমিতো দেইখা পুরাই অবাক B:-)
তবে ফেরার টাইমে ব্যাগ-ম্যাগ নিয়া বহুত প্যারা দিছে /:)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

চাঙ্কু বলেছেন: ওরে জেডা এইরাম কাহানি আমারও একটা আছে। এয়ারপোর্টে অফিসার মেলা ঝামেলা করছে। সময় করে লেখুমনে!
তোমার কাহানি নিয়ে একটা পোষ্ট দেও জেডা ;)

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: খালি ভাইটামিন আর ভাইটামিন। ডাক্তার আমারে কইছিল রাতকানা রোগ হয়ে যাচ্ছে, কিছু ভাইটামিন খেতে। আপনার পোষ্ট পড়ার পর বুঝতে পারলাম আমার বেশ কিছু ট্যাকা চাইচা গেল :-B

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

চাঙ্কু বলেছেন: জেডা কি ভুল পোষ্টে কমেন্ট করে ফেলেছেন?

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

তারেক সিফাত বলেছেন: শুরুটা দারুণ হয়েছে। ভূমিকাটা ভালো লেগেছে। এয়ারপোর্টে অনেক ধরনের আবেগের ছড়াছড়ি; কেউ হাসছে, কেউবা কাঁদছে, কেউ অপলক প্রিয় মানুষের প্রস্থানের দিকে তাকিয়ে আছে যতক্ষণ পর্যন্ত না মানুষটাকে দেখা যায়। আর অনেক জাতের মানুষের সংমিশ্রণ বুঝি এই জায়গাটা ছাড়া আর কোথাও পাবো না। এয়ারপোর্টে মুখোমুখি হওয়া প্রত্যেকটা মানুষই যেন একেকটা গল্প।

প্রিয়তে পোস্ট।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

চাঙ্কু বলেছেন: এয়ারপোর্ট হল গল্প দেখার অসাধারন জায়গা। "গল্প শোনার" এই জন্য বল্লাম না যে - মানুষ দেখে আপনি তাদের গল্পগুলো নিজের মত করে ডিকোড করে নিতে পারেন। এই জন্য এই জায়গাটা আমার প্রিয়।

কষ্ট করে পড়ার জন্য আর প্রিয়তে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ, জেডা।
ভালো থাকবেন।

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: পড়ে মন্দ লাগেনি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

চাঙ্কু বলেছেন: আইচ্ছা, ঠিক আছে কবি সাব। অনেক ধন্যবাদ :D

২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব মজা পেলাম। লেখা খুব রসালো :) এবং বুদ্ধিদীপ্ত।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৫

চাঙ্কু বলেছেন: অনেক ধন্যবাদ বস।

২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২

ওমেরা বলেছেন: বিমানে আলো ভর্তা কাচামরিচ দিতেই পারে । বিজনেসক্লাসে কাতার, দুবাই , এসব এয়ারল্যাইন্সেও শসা, টমেটোর সাথে ফ্রেস কাচামরিচ, পিয়াজ পেয়েছি।

লিখাটা ভালই লেগেছে।

আচ্ছা আপনিই কি উদাসী স্বপ্ন নাকি?কিছু মনে নিয়েন আমার মনে কোন প্রশ্ন আসলে না বল্লে ভাল লাগে না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২৫

চাঙ্কু বলেছেন: মেস পটেটো অনেক এয়ারলাইন্সেই দেয় কিন্তু "আলু ভর্তা" আপনি বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোন এয়ারলাইন্সে পাবেন না, অন্তত আমি দেখি নাই। অবশ্য চাইলে কাচামরিচ পাওয়া যায়।

সিউর, প্রশ্ন আপনার মনে আসলে করতেই পারেন। উত্তর দেওয়া অন্য পার্টির উপর নির্ভর করে যদিও।
তবে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে না। ব্লগে আমার চাঙ্কু নিক ছাড়া অন্য কোন নিক/আইডি নাই । ব্লগে একদম শুরু থেকেই আমি এই অভিযোগ আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে বা জানে যে আমার অন্য কোন নিক নাই তাদের সাথে এইটা নিয়ে প্রচুর হাসাহাসি করেছি।

২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৫

স্রাঞ্জি সে বলেছেন: ভাইয়ু ভালানি???????

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৮

চাঙ্কু বলেছেন: আছি ভালোই। তুমার কিতা খপর? আঙ্গুর ফল খাই, খাইপা নাকি? ;)

তুমি আমারে নিজুর ডর দেখাইয়া ভাগলা, আমি ভাবছিলাম তুমি আর নিজু মিলে আমার লগে যুদ্ধ করতে আইতাছ :-P

৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

প্রামানিক বলেছেন: রম্য হিসাবে ভালোই লাগল। ধন্যবাদ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪

চাঙ্কু বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ, প্রামানিক।

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: বাকি অভিজ্ঞতা পড়ার অপেক্ষায় রইলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪

চাঙ্কু বলেছেন: ঠিক আছে। সময় পেলে পরের কপিজ্ঞতা লেখে ফেলব ;)

৩২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

স্রাঞ্জি সে বলেছেন:

নিজু ভীতুর ডিম......... তাঁর মতিগতি টের পাইনা।


আমার খপর ভালা......

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬

চাঙ্কু বলেছেন: জেডা আমারে ডর খাওয়াইতে গিয়ে নিজেই ডর খাই গেছে। এইডা কুন কথা দ্যা শব্দ হল?

খাপর ভালা মানেতো কিছু না কিছু খাইতেছ? আইজকা কি খাও? ;)

৩৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০

স্রাঞ্জি সে বলেছেন:

রুটি ডাল বাজি....... রং চা। কাইবান্নি???????

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

চাঙ্কু বলেছেন: মাত্র পরোটা আর মুরগীর মাংশ খাইলাম
তবে চা খাইতে মঞ্চায় :)

৩৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

কি চা খাউন।
রং চা
দুধ চা।
আর কি কি খাইতে মঞ্চায়

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

চাঙ্কু বলেছেন: গ্রীন টি বেশী খাওয়া হয় মাঝে মাঝে তবে কফিই চলে বেশী!

রুটি কি চালের রুটি ছিল? ;)

৩৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

ময়দার রুটি...... দোহান থেকে....

সবাই দেহি বাকি কপিজ্ঞতা জানতে চাই। কবে পামুনে..... বালির সউন্দরি বিমানবালার লগে প্রেম্পিতির কপিজ্ঞতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩১

চাঙ্কু বলেছেন: হ, সবাই খালি বাকি কপিজ্ঞতার কতা জানতে চায়। আগামী কয়েকদিন একটু বিজি থাইকপ, দেখি এরপরে লেখতে পারি কিনা!
প্রেম্পিতির কপিজ্ঞতা? নাউজুবিল্লাহ ...এডি কিতা কও! :-*

৩৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা,দারুন অভিজ্ঞতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঙ্কু বলেছেন: কপিজ্ঞতা পড়ে হাসছ দেখে ভালাগছে। পড়ার জন্য অনেক বন্যবাদ জেডা।

৩৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

আখেনাটেন বলেছেন: হা হা হা। সেইরাম নাডামি জেডা। =p~

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

চাঙ্কু বলেছেন: ওরে জেডা, নাডামি তুমার মত সৌন্দর্য নয় নাই। লেখাতে মনে লবন একটু কম হইচে। তাছাড়া তুমি লেখার মধ্যে শিক্ষামূলক কয়েকটা তথ্য দিয়ে দাও যেইটা আমার পছন্দ কিন্তু আমি সেইরাম লেখতে পারি না। আফসুস

৩৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

পুলক ঢালী বলেছেন: হা হা হা সেরাম কপিজ্ঞতা পড়ে দারুন মজা পাইলুম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

চাঙ্কু বলেছেন: অনেক বন্যবাদ জেডা। আপনার নিকটা দেখলেই ব্লগের আলী-ঢালী কথা মনে পড়ে যায়। তারা এক সময় ব্লগের সবোর্চ্চ পোষ্টদাতা ছিল।

৩৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

অন্তরন্তর বলেছেন: জেডা আমি লন্ডন থাকি না। থাকি ব্রিসটল। লন্ডন থেকে প্রায় ৯০/১০০ মাইল দুরে। ঠিকই বলেছেন লন্ডন গেলে মনে হয় ঠিক বাংলাদেশে আছি। আমাদের ঢাকার মত মানুষ কিলবিল করছে। লন্ডনে অনেক মানুষ জেডা। আমার থাকার জন্য লন্ডন ভাল লাগে না। তাড়াতাড়ি আর একটা নাডামি পোস্ট দেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

চাঙ্কু বলেছেন: ওরে জেডা, লন্ডন থেকে ব্রিসটল কুন দূর হইল? আমি কিছুদিন আগেও ৬০০ কিমি ড্রাইভ করে এক শহরে গেছি আবার ৩০ ঘন্টা পরে সেই ৬০০ কিমি ড্রাইভ করে বাসায় আসছি। লন্ডন বেড়ানোর জন্য ভালা লাগে কিন্তু থাকতে মনে হয় না ভালো লাগপে। টেমসের দুই পারে বিশেষ করে ওয়েষ্টিনিস্টার ব্রিজের আশে-পাশে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়! এত টুরিষ্ট!!

নাডামি পোষ্ট দেওনের সময় পাচ্ছি নারে জেডা। তুমি একটা পোষ্ট দেও। গিয়া নাডামি করি :)

৪০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

সৈয়দ ইসলাম বলেছেন:

বিল্কুল বিল্কুল, উচিতভাবেই বেডারে আন্নে ধরি হালাইছেন! :#)
আপনার পোস্টে আসতে দেরি হয়ে গেলো! খুবই মউজ পেলাম আপনের পোস্টে। =p~

আসলে বেইমানবন্দরের অভিজ্ঞতা আমার কাছে গ্যাস্ট্রিকের প্যারার মত /:) , যদিও আমার থেমন গ্যাস্ট্রিক নেই, তবে মাঝেমধ্যে বায়ু নিয়ন্ত্রণে পানিপথে ডুবে থাকি! আপনি এটাকে গ্যাস্ট্রিক বুইঝেন না, "আমরা জানি, গ্যাস্ট্রিক হলে জনগণ গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে!"

তা যাই হোক, পোস্টটি লারেলাপ্পা টাইপের হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

চাঙ্কু বলেছেন: ওরে জেডা বেইমানবন্দরে যাও আর নেইমারবন্দরে যাও, প্যারা থেকেতো পার থেকেতো পার পাইবা না। এইজন্যই কুবি কইছেন-
প্যারাই শক্তি, প্যারাই বল
আমরা সবাই প্যারা-দল।


লারেলাপ্পা পোষ্টডি পড়নের জন্য তুমারে বন্যবাদ।

৪১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

অন্তরন্তর বলেছেন: ধুর জেডা আমি লিখতে পারলে কি আমার ব্লগবাড়ি এমন ফকফকা থাকে। কি আবোলতাবোল কয়েকটা পোস্ট ছিল তাও খেয়ে ফেলেছি। তুমি সময় করে পোস্ট দিও। শুভ কামনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

চাঙ্কু বলেছেন: ওরে জেডা, এডি কইয়া লাপ নাই। পার পাইবা না। তুমারে পোষ্ট দেওয়াই লাপগে। আমার মত জঘন্য টাইপিস্ট যদি পোষ্টাইতে পারি, তালিপরে তুমিও পারবা। এখন একটা নাডামি পোষ্ট দ্যাও :)

৪২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৯

চঞ্চল হরিণী বলেছেন: হাহাহা =p~ । ভ্রাতু আমি জানতুম না আফনে কেমুন পোস্ট দেন কিন্তু কমেন্টো থেকে জানি উনেক মুজার মানুষ তাই রাত পোহাইলে ভোরকালে আফনের লগে এট্টু দেহা কইরতে, হাইসতে বলগে আইছিলাম। ননাফসুসিত এই পোস্টুর নাডামি পইড়া ব্যাপক মজার কপিজ্ঞতা ফাইলাম =p~
আন্নে ভালা থাহুইন আর এমন কইরা মন ভালা কইরা দিয়ুন :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

চাঙ্কু বলেছেন: ওরে জেডী দেখি!! এই সক্কালবেলা আমার লগে দেখা করতে আসার জন্য অনেক বন্যবাদ। আপনার কমেন্ট ব্লগে দেখলেই ভালা লাগে। কিরাম আন্তরিকতা নিয়া কথা কন!!

এত সকালে বেশী হাসবেন না আবার!! ক্ষিধা লেগে যাবে। নাস্তা করার পরে বেশী করে হাসিয়েন :-*

ভালো থাইকেন, ননাফসুসিত থাইকেন!! :)

৪৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: লেখায় মশলা ছিল ভালোই

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

চাঙ্কু বলেছেন: থ্যাঙ্কু জেডা!

৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

মেহেদী হাসান হাসিব বলেছেন: হিহিহি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

চাঙ্কু বলেছেন: :)

৪৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:
চাঙ্কু

ভাইয়ু


আপনি


কই।


ব্যস্ত নাকি আজকাল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪১

চাঙ্কু বলেছেন: হিল্লু জ্যাডা, আছি ননাফসুসিত। এক বন্ধু আসছে, তাকে নিয়েই একটু ননাফসুসিত ঘুরাঘুরির মধ্যে আছি।

তুমি কিরাম আছ?

৪৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

রাকু হাসান বলেছেন: জেডা ব্যস্ততা শেষ তো । কিরাম আছেন :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৫

চাঙ্কু বলেছেন: ব্যস্ততা খালাস!! তুমি কিরাম আছ? কার কার কপিজ্ঞতার কথা পড়া মিসাইলাম, এট্টূ ধারনা দাও! ;)

৪৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

অন্তরন্তর বলেছেন: জেডা নতুন পোস্ট দাও।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৬

চাঙ্কু বলেছেন: জেডা, একটু ব্যস্ততা কমেছে। ডিসসুম করে একটা পোষ্ট দিয়ে দিমু!!

৪৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

অন্তরন্তর বলেছেন: আরেকটা কথা জেডা তুমি থাক কোন দেশে? আমি ২৮ বছর ইংল্যান্ডে আছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

চাঙ্কু বলেছেন: আমিতো থাকি ইহুদি-নাসারাদের এক দেশে!! তুমি এক আইল্যান্ডে এতদিন আছ কেমনে? জেডা কি পলাশমিজ্ঞা জেডারে চিননি? পলাশজেডা আগে লন্ডন থেকে ব্লগাইততো কিন্তু এখন মনে হয় হারাই গেছে। আফসুস

৪৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কস্কি মমিন! সত্যই আলুভত্তা ??? B:-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১২

চাঙ্কু বলেছেন: হ, জেডা। আসলেই বাংলাদেশী-স্টাইলে আলুভর্তা, ম্যাস পটেটো না :D

৫০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২

রাকু হাসান বলেছেন: মাত্র নোটিফিকেশন আসলো :( । আই গম আছি ।ব্যস্ততা খালাস হয়েছে শুনে ভাল্লাগছে জেটু । জেটি ভালানি ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

চাঙ্কু বলেছেন: জেটি মনে হয় চিটাগাং এ আছে!! বাসে করে চলি যাও!! :P

৫১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

রাকু হাসান বলেছেন: হাহা.....বুঝেছি । আজ গেলাম । রাইত মেলা জেটা । ঘুম দিলাম ।শুভরাত্রি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩১

চাঙ্কু বলেছেন: শুভরাত্রি জেডা!!

৫২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

অন্তরন্তর বলেছেন: হায় হায় জেডা তুমি ইহুদি-নাসারাদের দেশে থাক এইটা কি শুনাইলা? তুমার জন্য কি আর কোন দেশ আছিল না? আফসুস।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩

চাঙ্কু বলেছেন: ইহুদি-নাসারা ছাড়া আর কেউ ফান্ডিং দিল না জেডা!! সলোমন দ্বীপপুঞ্জ এ যেতে পারলে ভালা লাগত। আর সাধনাও করা যেত কিন্তু পারলাম না। আফসুস

৫৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০২

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
দারুন্স!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

চাঙ্কু বলেছেন: বন্যবাদ জেডা!

৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৩

রাকু হাসান বলেছেন: জেটা! :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

চাঙ্কু বলেছেন: হিলু জেডা!! কিতা খপর?

৫৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১

রাকু হাসান বলেছেন: মইরা গেলাম জেডা ,হাইরা গেছি :(( :((
হারলে ভালা থাহি কেমতে । আপনি কিরাম আছেন :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৪

চাঙ্কু বলেছেন: হ, হেরে গিয়ে খারাপ লাগছে। কি আর করা!! খেলাতে কুপাকুপি থুক্কু হার-জিত থাকপেই।
আমিতো ভেবেছিলাম তুমি ঘুমাই গেছ।

৫৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

আখেনাটেন বলেছেন: ও জেডা, নয়া টমাহক মিসাইল কবে নিক্ষেপ করবেন মানে নতুন পোস্ট... :P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঙ্কু বলেছেন: ওরে জেডা টমাহক মিসাইল টাইপ একটা লেখা লেখতে পারলে ভালু লাগত কিন্তু লেখতে পারি না। আফসুস

৫৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

শামচুল হক বলেছেন: আমার পুষ্টে আপনি কপিনন্দন কইয়া আইছেন আপনার পুষ্ট পইড়া আমি মজানন্দন পাইলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঙ্কু বলেছেন: মজানন্দন পাওনের জন্য বন্যবাদ জেডা। আপনার লেখাডি ভালা লাগে!

৫৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। এর পরের পোষ্টের অপেক্ষায় রইলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

চাঙ্কু বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক বন্যবাদ, জেডী।

৫৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জেডী আবার কি?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

চাঙ্কু বলেছেন: কি কন? এইডাতো সিম্পল, জেডা-জেডী।

৬০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

রাকু হাসান বলেছেন:



হাহাহহহাহা :)
ফারিহা হোসেন প্রভা-----ব্লগে চাঙ্কু ভাইয়ার সবাই জেডী/জেডা ..নতুন তো আস্তে আস্তে বুঝে যাবে ।

লেখক বলেছেন: হ, হেরে গিয়ে খারাপ লাগছে। কি আর করা!! খেলাতে কুপাকুপি থুক্কু হার-জিত থাকপেই।
আমিতো ভেবেছিলাম তুমি ঘুমাই গেছ।---তা তো হবেই ।জেডার ব্যস্ততা সব খাইলো :(

জেডা কি খবর :P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

চাঙ্কু বলেছেন: খবর ভাল থাকে কেমনে, রাকু? কেউ এখনও জেডা-জেডীর গুরুত্ব বুজল না। আফসুস।

তোমার খবর কিতা? এখন কি পড়তেছ? ;)

৬১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

রাকু হাসান বলেছেন: হাহাহা জেডা বুঝে যাবে ;)
জেডা আমি শেষ এ মাসে বই একদম কম পড়া হইছে । চিন্তায় আছি :(
বিচার প্রতির বইটার কিছু অংশ পড়ছিলাম । অনেক পৃষ্ঠা
বাংলা তারাশঙ্কর পড়ছি বেশি আর রবীন্দ্রনাথ ।
আর ঐ বইটার কি খবর । কেমন লাগলো । কিছু জানলাম না |-)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২১

চাঙ্কু বলেছেন: আমারও এখন আগের মত বই পড়া হয় না। আফসুস।
তোমার বইটার অর্ধেক পড়া শেষ কিন্তু ৩০ তারিখের আগে পড়ে শেষ করতে হবে কারণ লাইব্রেরী থেকে বই ফেরত দেওয়ার জন্য ইমেল করছে। লোকজন নাকি বইটার জন্য লাইনে আছে।
তারাশঙ্কর? ওপার বাংলার অনেকর বই পড়া হইছে কিন্তু কেন জানি তারাশঙ্কর এর বই তেমন পড়া হয়নি :(

৬২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কাল শুনলাম ব্রিটিশ প্রধান মন্ত্রী বলেছে। আমরা ভদ্র জাতি। তাই বলে আমাদের দূর্বল ভাববেন না।।। তারা দেখি পেচানো জাতি।।
ভালো লিখেছেন।।।। সুন্দর বর্ণনা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৪

চাঙ্কু বলেছেন: ব্রিটিশরা এমনিতে আসলেই ভদ্রজাতি তবে ওদের নাকউঁচা ভাবটা মনে হয় এখনো আছে। পৃথিবীতে সবচেয়ে ভদ্র জাতি মনে হয় ক্যানাডিয়ানরা। আপনি থাপ্পড় দিলেও কইব- থাপ্পড় দেওনের লাইগা থ্যাঙ্কু।

৬৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৯

শান্তির দেবদূত বলেছেন: খাইছে! আপনি সত্যি সত্যি এমন বিটলামি করছেন ইমিগ্রেশন অফিসারের সাথে? এগুলারে দেখলেই তো আত্মার পানি শুকায়া যায়! যেমনে তাকাই, যেন নাম্বর ওয়ান অয়ান্টেট আসামী!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮

চাঙ্কু বলেছেন: আসলে অফিসারটা ভালোই আছিল। বুঝছে যে আমি নাদান পোলা। এইজন্য শয়তানি শুরু করছে আর আমি নাডামি ছাড়তে পারি নাই। তবে একবার নাডামি করতে গিয়ে নর্থ ক্যারোলাইনাতে ভালোই ঝামেলায় পড়ছিলাম। টিট ফর ট্যাট - কি জিনিস সেইদিন বুজেছিলাম :((

তা বস, আপনি কি এখন দেশেই স্যাটেল্ড? বিয়ের আগে ভাবীর সাথে আপনার কথোপকথনগুলো পড়লে এখনো হাসি পায়!!

৬৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

নাজনীন১ বলেছেন: চান্কু জ্যাডা, ভাল আছুইন? :) আপনের বিখ্যাত লিজেন্ড প্রোপিক দেইখ্যা ছুইট্যা আসছি আপনেরে দেখতে! ম্যালাদিন পরে এই অন্চলে আগমন আমার।

ভর্তার খবরে টাস্কি খাইছি!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

চাঙ্কু বলেছেন: ওরে জেডী, খপর কিতা? দেখতে আসার জন্য তুমারে বন্যবাদ। বাসায়তো চিনি নাই তবে তিতকরলা আছে। তিতকরলার রস দিয়া এক কাপ চা খাইপা নাকি?

হ, ভর্তা দেখে আমিও টাস্কি খাইছিলাম। কুবি কৈচেন-
আমাদের বাংলাদেশ বিমান,
ভর্তা খেয়ে আকাশে ঘুমান :)

৬৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

শান্তির দেবদূত বলেছেন: নারে ভাই, দেশে স্যাটেল হইতে পারলাম কৈ! এখনো বৈদেশেই আছি। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

চাঙ্কু বলেছেন: কন কি!! আমিতো ভেবেছিলাম দেশে চলে গেছেন।
এনিওয়ে যেইখানেই থাকেন, ভাল থাকলেই হল।

৬৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

নতুন নকিব বলেছেন:



পড়েছিলাম আগেই। মন্তব্যে আসা হয়নি দেখে আজ স্বাক্ষর রেখে গেলাম। অনেক শুভকামনা আপনার জন্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

চাঙ্কু বলেছেন: কষ্ট করে আবার এসে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ নকিব।
ভালো থাকবেন।

৬৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২২

নজসু বলেছেন: বিচিত্র অভিজ্ঞতা।
যারা দেশ বিদেশে ঘুরে বেড়ান। কিংবা প্রয়োজনে আকাশে ওড়াউড়ি করেন তাদের মজার পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতাও কম হয়না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০১

চাঙ্কু বলেছেন: বিমানবন্দর হইল কপিজ্ঞতার ডিব্বা!! উড়াউড়ি না করলেও, খালি বিমানবন্দরে গেলেও আমার কাছে মনে হয় অনেক কপিজ্ঞতা হয়!!
তবে উড়াউড়ি প্রথম দিকে ভাল লাগলেও, পরে পেইন মনে হয়! ঘন্টার পর ঘন্টা একটা বাক্সের মধ্যে বসে থাকতে ভালা লাগে না।

৬৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

রাকু হাসান বলেছেন: জেডা আছেন কিরাম ;)
তারাশঙ্করের গল্প সেইরাম । উনার ‘কবি’ উপন্যাস তো বাংলা সাহিত্যের মাস্টারপিস । পড়তেই হবে জেডা । মেইল বক্স চেক প্লিজ ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

চাঙ্কু বলেছেন: আছি ভালোই। তুমার কি খপর? কবি এর কথা মেলা শুনেছি তবে পড়ি নাই। কবি নামে একটা নাটক না সিনেমা হয়েছিল না একবার?
তুমারে মেইলাইছি।

৬৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

রাকু হাসান বলেছেন: ভালা আছি । কবি নামে নাটক করেছিলো মোস্তফা সারুয়ার ফারুকী । আর জানি না ।
হ আমিও মেইলাইছি :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

চাঙ্কু বলেছেন: চিন্তা করতেছি "ব্লগার" নাম দিয়ে আমিও একটা প্যারাবাহিক নাটক বানামু যাতে ব্লগারদের ননাফসুসিত প্যারা দেওয়ার কাহিনী থাকপে ;)

৭০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬

রাকু হাসান বলেছেন: হাহাহহাহা চিন্তা কাজে রুপান্তর হোক :P । আমি আছি জেডা ;)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

চাঙ্কু বলেছেন: টেকা-পয়সা থাকলে বানাই ফেলতাম। তো, তুমি কি হইবা পরিচালক, লরিচালক, ভ্যানচালক, গাড়িচালক, লায়ক, লায়িকা, ভিলেন নাকি এক্সট্রা? :-*

৭১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

রাকু হাসান বলেছেন: লায়ক হমু ;) ছাকিব খানের মতন ডায়ালগ দিমু =p~

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

চাঙ্কু বলেছেন: ওরে জেডা আবেগের দৃশ্যে এইরাম ভয় লাগানো ডায়ালগ দিলেতো তুমি অডিশনেই বাদ হয়ে যাইবা। আর ছ্যাকিব লায়ক না X( , সে বুয়েটে কমার্স পড়া, লিপিস্টিক লাগানো বাংলাদেশের সেরা লায়িকা!! :)

৭২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২

রাকু হাসান বলেছেন: সেই বুয়েটে কমার্স পড়া ---হাহহাহা তাইলে পরিচালক হমু ,দেখি কেডা বাদ দেয় X((

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৯

চাঙ্কু বলেছেন: হ, পরিচালক হও তারে ঠিকমত নাচাইতে পারবা, ওয়েল, সে যদি নাচতে জানে!! B-)

৭৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯

আরোগ্য বলেছেন: কাকু পরের কপিজ্ঞতা কবে দিতুন?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪

চাঙ্কু বলেছেন: একটা লিখে রেখেছি কিন্তু ভালো হয়নি বলে পোষ্ট করতেছি না। আফসুস জেডা।

৭৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হাই জ্যাডা!কেমন আছেন? ফেসবুকে উধাও দেখি!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫০

চাঙ্কু বলেছেন: ওরে এইডা কারে দেখি!! চোখ ভুল দেখতেছি নাতো!!
জেডা তুমি কই থেকে বের হইলা? আমিতো ননাফসুসিত আছি, তোমার কি অবস্থা?

মুখবই থেকে সাময়িক বিদায় নিতে ব্লগে আসছি :)

৭৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

আবু মুহাম্মদ বলেছেন: খুব মজা পেলাম। এর পরের পোষ্টের অপেক্ষায় রইলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঙ্কু বলেছেন: অনেক বন্যবাদ জেডা। সাথে থেকো!!

৭৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

রাকু হাসান বলেছেন: জেডা কই :P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২

চাঙ্কু বলেছেন: আছিতো। খপর কিতা?

৭৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

রাকু হাসান বলেছেন:

কেমন আছিতো? :) বিন্দাস আছি জেডা ;) । আপনার জেডি কে লিয়া কোবতা লিখে ফেলছি । B-) । বুঝলাম না পোস্টে দেখলাম গুগল আপনার জেডা :|| সব সব সব জেডা জেডি =p~ । আফসুস জেডা :P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৬

চাঙ্কু বলেছেন: বিন্দাস আছ? খাইছে!! এত খুশি কেন?
তোমার কোবতে পোষ্টে মাত্র কমেন্টাইলাম।
হ, দুনিয়াতে জেডা-জেডীই সত্য বাকি সব মিথ্যা!! :P
আফসুস।

৭৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

অন্তরন্তর বলেছেন: আরে নাহোল ভাই যে। এতদিন পরে কোথা থেকে আসলেন? আপনার দেখলে অনেক ভাল লাগে।
জেডা খিতা খবর?

৭৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭

রাকু হাসান বলেছেন: জেডা মিছাইতেছিলাম । :(

ক্যান খুশি থাকি নিজেও জানি না জেডা । কই আছি আমি ! :(( :(

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৬

চাঙ্কু বলেছেন: খুশি থাকা ভালোতো। কুবি কইছেন, খুশি থাকে সেইজন সেইজন কুবিচে আমারে!!

৮০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

রাকু হাসান বলেছেন:

জেডার হইছে কি :( চুপচাপ । ব্যস্ততা নাকি অসুস্থতা ? B:-)

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৭

চাঙ্কু বলেছেন: জেডা কিছু হয় নাই। ব্লগে এখন পড়ার মত ইন্টারেস্টিং কিছু পাই না। এইজন্য চুপচাপ আছি। আফসুস।
তোমার খপর কিতা?

৮১| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

রাকু হাসান বলেছেন:

ও জেডা বুঝলাম । এই সমস্যায় আরও কয়েকজন আছে । আমারও কেন জানি যাচ্ছে । নতুন টপিকের পোস্ট মাথায় আছে কিন্তু লিখতে মন চাচ্ছে না :( । একটা ড্রাফট করে রেখেছি দিচ্ছি না । B:-)
আমি ভালো আছি জেডা ।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৩

চাঙ্কু বলেছেন: লেখে ফেল কিছু একটা। অন্তত পড়ার কিছু পাবো। ব্লগে এখন সময় দেই না কারন পড়ার মত ভালো কোন গদ্য পাই না।

৮২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

চাঙ্কু বলেছেন: ঠিক আছে। ঠ্যঙ্কু!

৮৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপু বুঝছে যে শয়তানি করতেছি।
সেইজন্য কয় - ঠিক আছে ভাইয়া কিন্তু ৩০ কেজির কম হলে কিন্তু আমি আপনাকে চার্জ করব

..........................................................................................................................
শঠে শঠাং
বুড়ো বয়সে এখনও আপুদের সাথে শয়তানি ?
খবর আছে কিন্তক কইলাম !
..............................................................................................................................

..............................................................................................................................
এই রকম বানাইয়া ছাইড়া দিবো !

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬

চাঙ্কু বলেছেন: নাউজুবিল্লাহ!!

৮৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

অন্তরন্তর বলেছেন: খিতা খর জেডা? সর্ব অঙ্গের কুশল তো?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৬

চাঙ্কু বলেছেন: ওরে জেডা খপরতো সেইরাম ভালা। চোখে বেশী শুনি, কানে কম দেখি, হাতে বেশী হাটি কিন্তু তুমি এখনও পোষ্ট দিলানা। এইডা কুন কথা হইল? আফসুস

৮৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: হাপনে অন কুনহানে?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৭

চাঙ্কু বলেছেন: এখন আকাশের নিচে, বসে বসে তারাগুনি ;)

৮৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

কালীদাস বলেছেন: বুখারেস্টের এয়ারপোর্ট ছাড়া দুনিয়ার আর কোন ইমিগ্রেশনেই কখনও বাজে এক্সপেরিয়েন্স হইনি। রেসিস্ট ইতর ছিল কয়েকটা ওখানে। হিথ্রোতে হুমায়ুন আহমদ আটকা পড়েছিলেন, কোন একটা বইয়ে জানি পড়েছিলাম।

বাইদ্যাওয়ে, বিমান বলতে কি বাংলাদেশ বিমানকে মিন করেছেন নাকি অন্য কোন এয়ারলাইনকে? আকাশে মুড়ির টিনের কয়েকটা জিনিষ আমার কাছে ভালই লাগে: ওজনের ব্যাপারে খুব বেশি ত্যাড়ামি করে না, লাগেজ বেশি থাকলে কাউন্টারে কেউ হেল্প করে বেল্টে উঠিয়ে দেবার জন্য (অন্য কোন এয়ারলাইনে এই ভদ্রতাটুকু দেখিনি ইকোনমি ক্লাসে) আর আকাশে আলুভর্তা সাপ্লাই :P বুকিং সিসটেমটা খালি এজেন্টদের কাছে রেখে নিজেরাও লোকসান দেয় পাবলিককেও হয়রানির শিকার করে :((

++++++

৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৯

চাঙ্কু বলেছেন: আমি ইমিগ্রেশন অফিসার মনে হয় দেখলেই মনে করে - "আইজকা পাইছি মফিজেরে"। একবারতো এক অফিসার বলেই ফেলল - তোমার পাসপোর্টে এত স্ট্যাম্প কেন? এত টেকা কই পাও? :((

হ্যাঁ, বিমান বলতে বাংলাদেশ বিমানকেই বুঝিয়েছিলাম। টাইম নিয়ে ঝামেলা না করলে আসলে বিদেশী এয়ারলাইনের চেয়ে আমার আকাশে মুড়ির টিনকেই ভালো লাগে। ওজনের ব্যাপারে ফ্লেকজিবলতো আছেই, আরও আকাশে দেশী খাবার খাইতে সিরাম লাগে!!

পেলাসের জন্য অনেক বন্যবাদ।
ভালো থাকবেন।
পারলে আপনার কপিজ্ঞতাও লিখে ফেলেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.