নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

facebook.com/pageCCA/ | ccabd.org

সিসিএ ফাউন্ডেশন

সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরিতে আমরা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছি। ccabd.org

সিসিএ ফাউন্ডেশন › বিস্তারিত পোস্টঃ

নিজ এলাকায় সাইবার সচেতনতায় নেতৃত্ব দিন

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮



প্রিয় সুহৃদ, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা।

আপনি জেনে আনন্দিত হবেন যে, নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আমাদের সচেতনতা তৈরি কার্যক্রম আরো বড় হচ্ছে। সারা দেশে সাইবার সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যলয় ও জেলা পর্যায়ে চ্যাপ্টার কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আপনার জন্য আপনার এলাকায় / শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সচেতনতামূলক কার্যক্রমে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ হবে।

এজন্য যা করতে হবে তা হলো: শিগগির নিজ নিজ এলাকায়/শিক্ষা প্রতিষ্ঠানে চ্যাম্পিয়ন সদস্য বাড়াতে হবে। প্রতিটি চ্যাপ্টারের জন্য অন্তত ১০ জন লিডার এর তালিকা দিতে হবে। এরপর তাদের দিয়ে চ্যাপ্টারের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। একইসঙ্গে সচেতনতামূলক ক্যাম্পেইন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও টুলস দেয়া হবে, যাতে আপনাদের জন্য এ কাজ আরো সহজ ও সুন্দর হবে।



#
সুবিধাগুলো:
- সাইবার সচেতনতায় নিজের ক্যাম্পাস / জেলায় নেতৃত্ব দেওয়ার সুযোগ
- নিজের নেটওয়ার্ক বাড়ানো
- সামাজিক কার্যক্রমে নিজের অন্তর্ভুক্তি নিশ্চিত করা
- প্রশিক্ষণ, যোগাযোগ, উপস্থাপনা, দলবদ্ধ হয়ে কাজ করা, ইত্যাদিতে নিজের দক্ষতা বাড়ানো।
- সাইবার নিরাপত্তার নানা বিষয়ে বিশেষজ্ঞদের থেকে জ্ঞান অর্জন
- সার্বিকভাবে বাংলাদেশে অপরাধ ও সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রমে ভূমিকা রাখা

যোগ্যতা:
- বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা নির্দিষ্ট জেলার বাসিন্দা হওয়া
- আশপাশের মানুষদের কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকা
- ভাল যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা
- প্রযুক্তিগত বিষয়ক কাজে প্রবল আগ্রহী হওয়া
- আর্থিকভাবে স্বচ্ছল হওয়া ( সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য )

আপনাকে যা করতে হবে
- চ্যাম্পিয়ন সদস্য হিসেবে ভূমিকা পালন করা
- নিজের ক্যাম্পাস / এলাকায় টিম গঠন করা
- নিজের ক্যাম্পাস / এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন করা (এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গাইডলাইন দেওয়া হবে )
- সামাজিক মাধ্যমে ক্যাম্পেইনে সক্রিয় থাকা
- সাইবার অপরাধ সংক্রান্ত গবেষণামূলক কাজ পরিচালনা

রেজিস্ট্রেশন:
- এটি খুবই সহজ প্রক্রিয়া। নিচের ওয়েবলিংকের মাধ্যমে আপনি অনলাইনেই রেজিস্ট্রেশন করে নিজেকে যুক্ত করতে পারেন এবং এটি সম্পূর্ণ ফ্রি!

চ্যাম্পিয়ন সাইনআপ লিংক: ccabd.org/joinwithus
হটলাইন: 01957 61 62 63
ইমেইল: [email protected]

আসুন সবাই মিলে নিশ্চিত করি আমাদের নিরাপদ সাইবার পরিভ্রমণ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বিম্বিসার বলেছেন: অত্যান্ত ভালো উদ্যোগ। সাইবার জগত যেভাবে আমাদের রিয়েল লাইফে যুক্ত হচ্ছে তাতে সবার সাইবার নিরাপত্তা সম্পর্কে মিনিমাম ধারণা থাকা উচিত।

আমার গ্রাজুয়েশন শেষ , নিজ জেলায়ও থাকিনা। আর পরিচিতির গন্ডি সর্বোচ্চ ১০ জন হবে। ফ্রিল্যান্স প্রোগ্রামার হিসেবে কাজ করি । সাইবার নিরাপত্তা সম্পর্কে মোটামুটি ধারনা
আছে, আমি কি কোন ভাবে কাজে লাগতে পারি?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩

সিসিএ ফাউন্ডেশন বলেছেন: অবশ্যই। ঢাকায় থাকলে আমাদের টিমে কাজ করতে পারেন স্বেচ্ছাসেবক হিসেবে।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



ধান্দ্ধা?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪

সিসিএ ফাউন্ডেশন বলেছেন: আপনার মতো কিছু মানুষ এমন মন্তব্য করবেই। এজন্য সেসব মানুষের মন্তব্য শোনার বিষয়ে আমরা আগে থেকেই কানে তুলো দিয়ে রেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.