নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রহান্তরের বাসিন্দা

গ্রহান্তরের বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

সিটি নির্বাচন, বিএনপি ও আওয়ামী লীগের লাভ ক্ষতিঃ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৮

সব কয়টি গোয়েন্দা জরিপ অনুসারে ৩ সিটিতে বড় বাবধানে জয়লাভ করার পথে আছে বিএনপি। ২০ দলীয় জোটের সুহৃদ অনেকের ধারণা আওয়ামী লীগ আবারও আরেকটি ৫ জানুয়ারি মার্কা ভোট আয়োজন করতে যাচ্ছে। ধারণাটি ভুল এই কারণে নির্বাচনে ৩ সিটিতে হারলে আওয়ামী লীগের মানডেটবিহীন সরকার আন্তর্জাতিকভাবে বৈধ হবার একটি সুযোগ পাবে। আর এর ফলে বিএনপির আন্দোলন সাময়িক ভাবে আবারও বছর খানেক বন্ধ রাখা যাবে। প্রশ্ন আসতে পারে মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে। একটি অসমর্থিত সুত্র থেকে প্রাপ্ত খবরে 'বিএনপি ৩ সিটিতে জিতলে আওয়ামী লীগ ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিবে' এমাজউদ্দিন স্যারের এই কথার ভিত্তি খুঁজে পাওয়া গেছে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে সম্মতির ভিত্তিতে ২০১৬ সালের মার্চের মধ্যে অথবা এই বছরের ২৪ অক্টোবর থেকে জানুয়ারি ২৫ কিংবা ২৫ জানুয়ারি থেকে ২৪ মার্চ এই সময়ের মধ্যে বাংলাদেশে একটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে। বিএনপির হয়ে এমাজউদ্দিন স্যার আর আওয়ামী লীগের পক্ষে তোফায়েল আহমেদ সমঝোতার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। রাজনীতির বাতাসে জোর গুজব সেই নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বিএনপি নির্বাচনে যেতে রাজি। জামায়াত নিষিদ্ধ অথবা নতুন নামে আত্মপ্রকাশ হতে পারে। অথবা বিএনপি জামায়াত জোট ভেঙ্গে যেতে পারে। সেই নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ২০২১ পর্যন্ত টিকে থাকার জন্য। ভারত আর যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের মত এমন সুহৃদ হারাতে চাইবে না। বিএনপির প্রাপ্তি হতে পারে মুল বিরোধী দলে যাওয়া। ততদিনে শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর, শিক্ষাখাত, সামাজিক বৈষম্য আর লুটতরাজ প্রকটভাবে বাংলাদেশের ওপর বয়ে যাবে। ততদিনে আন্তর্জাতিক গোষ্ঠী তৃতীয় শক্তির উত্থান ঘটাতে পারে বাংলাদেশে। জনগণ জেগে উঠতে পারে দেয়ালে পিঠ ঠেকে যাবার পর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২০

amhabib বলেছেন: Nothing Lasts Forever

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:

@amhabib ,

আমি অনুমতি দিচ্ছি, You may last forever.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.