নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রহান্তরের বাসিন্দা

গ্রহান্তরের বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

সরকারী দল চিনবেন কিভাবে? একটি ডিজিটাল পদ্ধতি

০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৩৬

পুলিশঃ- এই ব্যাটা তুই এরেস্ট।
পথিকঃ- কেন?
পুলিশঃ- ব্যাটা তুই জঙ্গি ।
পথিকঃ- না না আমি জঙ্গি না, আমাকে ছেড়ে
দিন।
পুলিশঃ- তবে ব্যাটা টাকা দে পাঁচশো।
পথিকঃ- আমি কিন্তু সরকারী দল করি।
পুলিশঃ- ব্যাটা তুই লাইসেন্স ছাড়া মটর সাইকেল
চালাস?
পথিকঃ- না
পুলিশঃ-সুন্দরী মেয়ে দেখলে তার উপর জাপিয়ে
পরিস?
পথিকঃ-না
পুলিশঃ- ব্যাটা তুই, অন্যের জমি অবৈধভাবে দখল
করিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, মানুষের কাছ থেকে জোর করে
টাকা পয়সা নিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, সরকারী ত্রাণ আপ্তসাৎ
করিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, ব্যাংক ডাকাতি করিস?
পথিকঃ- না
পুলিশঃ- ব্যাটা তুই, ভোট কেন্দ্র দখল করিস?
পথিকঃ-না
পুলিশঃ-তুই পুলিশের গালে থাপ্পড় মারিস?
পথিকঃ- না
পুলিশঃ- (রেগে গিয়ে বলল) তবে রে হারামজাদা
তুই কিসের সরকারী দল! আমাকে বোকা
ভেবেছিস?

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৪৬

জুলহাস খান বলেছেন: হা হা হা

২| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৪৮

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: :P :P :P

৩| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:০৪

দিশেহারা আমি বলেছেন: =p~ =p~ =p~

৪| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:৩৮

ইমরান আশফাক বলেছেন: এইবার একটা জোবরদস্ত মজা পাইলাম। :D

০২ রা জুন, ২০১৫ রাত ১:২৭

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: মজার কিন্তু মজার না। কষ্টকর মজা

৫| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৫:২০

বিদ্যুৎ বলেছেন: নিষ্ঠুর বাস্তবতা কিন্তু উপস্থাপনের ধরন আমাদের হাসায় দেয়। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।

০২ রা জুন, ২০১৫ রাত ১:২৬

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.