নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রহান্তরের বাসিন্দা

গ্রহান্তরের বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

আবার তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হবে..

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

মুজিব হত্যার পর ক্ষমতায় আসা মোশতাক সরকারের শপথ অনুষ্ঠান পাঠ করান এইচ টি ইমাম ।
ঐ মন্ত্রী সভায় ছিলেন ইনু , মেনন , তোফায়েল সহ আরো ৮-১০ জন বাকশাল সদস্য !
মোশতাক সরকারকে উত্খাত করে আরেক আম্লীগ গ্রুপ খালেদ মোশারফ গ্যাং ।
খালেদ মোশারফ সরকার জিয়াকে গৃহবন্দী করে রাখলে সিপাহীরা বিদ্রোহ করে ।
পতন হয় খালেদ সরকারের , ক্ষমতায় আসেন জিয়া ।
সংক্ষেপে এই হচ্ছে ইতিহাস ।
কালের পরিহাসে আজ মোশতাক সরকারের মন্ত্রীরা হাসিনার সরকারেও আছে , জিয়া হয়ে গেছে মুজিবের খুনী ।
হায় সেলুকাস !
যেই ইনু মুজিব হত্যায় ট্যাংকের উপরে নাচছিল সে আজ তথ্যমন্ত্রী ,
যেই তোফায়েল , মেননরা মোশতাকের মন্ত্রীসভায় ছিলো আজো মন্ত্রী ,
যেই এইচটি ইমাম শপথ পাঠ করাইছে সে আজ হাসিনার উপদেষ্টা ,
যেই কর্ণেল তাহের মুজিবের লাশ কবর না দিয়ে বঙ্গোপসাগরে ছিলো সে আজ আম্লীগারদের ট্রাজিক হিরো ,
যেই শফিউল্লাহ সেনাপ্রধান হয়েও মুজিবকে উদ্ধারে ফোর্স পাঠায়নাই সে আজ আম্লীগের এমপি ।
সব দোষ জিয়ার ।
জিয়ার জন্য কেন সিপাহীরা বিদ্রোহ করলো ?

জিয়া কেন বহুদলীয় গণতন্ত্র চালু করে হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিলো ?
মোশতাককে হাসিনা আম্লীগের কুলাঙ্গার বলছেন কিন্তু ইনু-মেনন-তোফায়েলকে কোলে বসায়া মন্ত্রীসভায় রাখছেন ।
তারেক জিয়া তাদের কুলাঙ্গার বলেছেন এজন্য তারেক জিয়া খারাপ হয়ে গেছেন

হায়রে হাম্বালিগ, আবার তোরা মানুষ হ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ২:১০

টিএম.নীরব বলেছেন: এর চেয়ে খারাপ কাজ আর কি হতে পারে ! লীগ কোম্পানি বিক্রি হয়ে গেছে কুলাঙ্গারদের কাছে

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৮

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: হুম ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.