নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রহান্তরের বাসিন্দা

গ্রহান্তরের বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

ইন্টারভিউ কক্ষে নীল...

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮

১মপরীক্ষক: বসুন। কি নাম আপনার ?
নীল: স্যার, নীল।
১মপরীক্ষক: হুম।নীল তো একটি রঙের নাম। বলুন তো কিসের রঙ নীল ?
নীল: স্যার, বেদনার রঙনীল। পরীক্ষকের মুখফ্যাকাসে। সম্ভবত এমন উত্তর আশা করেন নাই।
১মপরীক্ষক: আপনার সাবজেক্ট তো ছিল পলিটিক্যাল সায়েন্স। বলনুতো পলিটিক্সের মূলউপপাদ্য কি ?
নীল: স্যার বইয়ের বিদ্যা থেকে বলব নাকি বাস্তব বিদ্যা থেকে বলব?
১মপরীক্ষক: স্ট্রেইন্জ। বাস্তববিদ্যা থেকে বলুন দেখি।
নীল: রাজনীতিতে প্রতিপক্ষ নামক কোন শব্দ থাকবে না। যাকেই প্রতিদ্বন্দ্বী মনে হবে তাকেই ঘ্যাচাং করে দিতে হবে।
১মপরীক্ষক: ঘ্যাচাং কি ?
নীল: স্যার, গুমকিংবা খুন করে ওপারে পাঠাতে হবে। উদাহরণ- বাংলাদেশ।
১ম পরীক্ষক কিছুটা ইতস্তত।
২য় পরীক্ষক: আচ্ছা আপনাকে সাহিত্য থেকে প্রশ্ন করি। একজন আধুনিক যুগের কন্ঠশিল্পীর নাম বলুন।
নীল: হুসেইন মোহাম্মদ এরসাদ।
২য় পরীক্ষক: কিভাবে ?
নীল: সে সকালে একসুরে কথা বলে, বিকালে আরেক সুরে। রাতে আবার তার মুখে অন্য সুর পাওয়া যায়।এ কারনেই...
২য় পরীক্ষক: আপনার প্রিয় গল্প বা উপন্যাসের নাম বলুন।
নীল: 'টিভি ক্যামেরার সামনে মেয়েটি', লিখেছেন হাসানাত আবদুল হাই। গল্পটি নববর্ষ উপলক্ষে প্রথম আলো পত্রিকার সাহিত্য বিভাগে প্রকাশিত হয়েছিল।
২য় পরিক্ষক: তাহলে প্রথম আলো আপনার প্রিয় পত্রিকা?
নীল: না স্যার। আমার প্রিয় পত্রিকার নাম জনকন্ঠ।
২য় পরিক্ষক: জনকন্ঠ কেন?
নীল: স্যার এই পত্রিকা না পড়লে আমি জানতাম না কিভাবে মিথ্যা, বানোয়াট আর সরকারের লেজুড়বৃত্তি সংবাদছাপাতে হয়।
৩য় পরিক্ষক: আপনার প্রিয় ব্যক্তিত্ব কে ?
নীল: আবুল ও আবুল মাল।
৩য় পরিক্ষক: আপনার প্রিয় প্রাণী কি ?
নীল: কালো বিড়াল।
৩য় পরিক্ষক: এককথায় প্রকাশ করুন, 'কথা দিয়ে কথা রাখে না যে'।
নীল: সাহারা খাতুন।
৩য় পরিক্ষক: মানে কি ?
নীল: স্যার, সাগর রুনী হত্যাকান্ডের পর সাহারা খাতুন ৪৮ঘন্টার সময় নিয়েছিল খুনিকে ধরার জন্য। বছর পেরিয়ে যাচ্ছে তারপরো ৪৮ ঘন্টা শেষ হল না।
৩য় পরিক্ষক: ইংরেজীতে বাক্য রচনা করুন, "আমি বিরিয়ানী খেতে চাই"।
নীল: I want to go to Shahbag.
৩য় পরীক্ষক ইজ শকড।
মূলপরীক্ষক: বাংলাদেশ নিয়ে একটি বাক্য রচনা করুন।
নীল: "ঝুলন্ত ফেলানীর মাঝে বাংলাদেশ দেখতে পাই"।
মূলপরিক্ষক: আপনি আপনার জীবনে কাকে আইডল মানতে চান?
নীল: শেখ হাসিনা কে। ইশ!!! এত তীক্ষ্ন বুদ্ধি যদি আমার থাকত স্যার!!
মূলপরিক্ষক: যেভাবে আপনি প্রশ্নের উত্তর দিলেন, আপনার কি মনে হয়, এতে চাকরী হবে?
নীল: স্যার প্রশ্নের উত্তরে আমার চাকুরী হবে না। মন্ত্রীর সুপারিশে হবে। সেইটা আমার আছে।
এবার সবাই চুপ।।

মন্তব্য ১১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম মেধাবী ক্যান্ডি..তো ;)

এক্কেবারে ১০০% সহিহ ডিজিটাল ক্যান্ডিডেট! :):):)

+++

২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার!

৩| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: মারাত্বক সাক্ষাতৎকার! মন্ত্রীর তদবীর না থাকলে চাকরি জুটতনা; এটা নিশ্চিত! এরশাদের ব্যাপারে যা বলেছেন, এ সম্পর্কে বলবোঃ ৭৬ টা মামলা কাঁধে থাকলে এমন প্রলাপ আপনিও বকবেন । জনকন্ঠের ব্যাপারে বলবোঃ সরকারদলীয় পত্রিকাগুলো এমনই হয় (বিএনপির সময় আমার দেশ এর একই অবস্থা) !

৪| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫০

সুমন কর বলেছেন: সাহসী ক্যান্ডিডেট ! !!

মজা পেলাম। ৩য় প্লাস।

৫| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

নাঈম মিয়া বলেছেন: চমৎকার লিখেছেন।

৬| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫১

লিংকন১১৫ বলেছেন: আমারে কেউ মারিছ না , :P পুরাই জটিল

চরম হাসলাম ভাই । আপ্নেরে এক গাদা ধইন্না গিবট করলাম

৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:১২

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ লিখেছেন। হ্যাঁ এরশাদ সম্পর্কে পুরোটা জানুন তাহলে বুঝবেন তিনি কেন ওরকম করেন! কথা দিয়ে কথা রাখেনা তো সবাই, বেচারা সাহারাকে শুধু কেন দুষছেন! পত্রিকা হিসেবে শুধু জনকন্ঠ কেন মোটামুটি সবাই চামচামি করছেনা? জান বাঁচান ফরজ বলে একটা কথা আছে জানেনতো!

৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৫

হামিদ আহসান বলেছেন: ভাল লিখেছেন.....বাস্তবতার প্রতিফলন.।

৯| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:৪২

কেতকী পাতার নৌকা বলেছেন: হাহা

১০| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১২

রাতুলবিডি৫ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম মেধাবী

১১| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: পইড়া টাসকি লাইগা গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.