নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রহান্তরের বাসিন্দা

গ্রহান্তরের বাসিন্দা › বিস্তারিত পোস্টঃ

রসাতল অতল

০২ রা আগস্ট, ২০১৫ রাত ২:৪৫

এ পি জে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ভারতে যে অর্ধেক মানুষ খোলা জায়গায় ইয়ে করে সেটা কি তিনি জানতেন না ?
যদি জানতেনই তবে কেন হাজার হাজার কোটি রূপী পারমাণবিক বোমার পেছনে খরচ না করে দেশকে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা করে দিলেন না ?
সব জায়গায় একটা হিপক্রেসি । ক্ষুদ্র ঋণ কর্মসূচীর কারণে ডঃ মুহাম্মদ ইউনুসের মত একজন দেশপ্রেমিক সুদকুর আর সুদ আসল সহ আস্ত একটা সেতু খাওয়া আবুল হোসেন শেখ হাসিনার দৃষ্টিতে দেশপ্রেমিক ! আরেক আবুলের কথা তো ভুলেই গিয়েছিলাম -- আমাদের আবুল, আমাদের মাল জনাব আবুল মাল । যিনি সুদ, আসল, ঘাটতি বাজেট, উঠতি বাজেট সহ দেশের পুরো অর্থনীতিকে বঙ্গোপসাগরে ফেলে দিচ্ছেন তারপরও তিনি একজন দেশপ্রেমিক ।
হায় ! এমন কি করিয়া জগৎ জুড়িয়া প্রেমিকের সংজ্ঞা যাবে বদলিয়া ?
বিঃদ্রঃ উঠতি বাজেট -- ছাত্রলীগ, যুবলীগের উঠতি বয়সের ছেলে মেয়েদের জন্য যে বাজেট রাখা হয় তাহাকে উঠতি বাজেট বলে !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:

হাজার কোটী টাকা খরচ করে প্রতিরক্ষা গড়ছে ভারত সরকার ও পার্লামেন্ট; উনি ছিলেন প্রেসিডেন্ট; ভারতে পার্লামেন্ট প্রধান প্রাইম মিনিস্টার।

আপনার তো পায়খানা করারই দরকার নেই, পায়খানা নিয়ে এত চিন্তিত কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.