নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

শোনো আজ মৃত মানুষের গল্প বলি

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫



মৃত মানুষের কোন বৃক্ষ থাকতে নেই অথবা নিজস্ব নদী অথবা নিবিড় আকাশ অথবা মাছরাঙা বসন্ত মৃত মানুষের কোন দৃষ্টি থাকতে নেই অথবা নির্জন নম্র স্বপ্ন অথবা মায়ামুগ্ধ সিক্ত মৃত্তিকা অথবা প্রত্যাশার প্লুত মুহূর্ত মৃত মানুষের কোন মন থাকতে নেই অথবা আবেগের সোনালি সমুদ্র অথবা আশ্চর্য অশ্রুত অনুভূতি অথবা অন্তর্দীপ্ত অদৃশ্য সুগন্ধ মৃত মানুষের কোন সম্পর্ক থাকতে নেই অথবা ধ্রুপদ রোদের সবাক অবগাহন অথবা লাস্যময় অবাক করতল অথবা সলাজ রূপবতী মায়াবী বলয়
অবক্ষয় অবক্ষয় অবক্ষয়
এবং অবচয় অব্যক্ততা অস্পষ্টতা অস্বচ্ছতা
অস্পৃশ্যতা এবং অস্পৃশ্যতা

ছবি: সংগৃহীত

মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫

অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
মৃত মানুষের গল্পে জীবন এঁকে দিলেন !

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫

দীপংকর চন্দ বলেছেন: মন কিছুতেই মানছিলো না!

আগের প্রতিমন্তব্যটি মুছে নতুন করে লিখতে হলোই!

আপনার মন্তব্যটি মন্তব্য নয়, কবিতা যেনো!

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:

মৃতরা একদিন জীবন্ত ছিল পেছনের সময়ে ৷

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫২

দীপংকর চন্দ বলেছেন: খুব সুন্দর কথা!

অনেক অনেক ধন্যবাদ জানবেন।

শুভকামনা অনিঃশেষ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:২৫

মন ময়ূরী বলেছেন: খুব ভাল লিখেছেন।

আপনার লেখায় ‘অ’ ও ‘আ’ দিয়ে শুরু অনেক শব্দ দেখা যাচ্ছে।এটা কী ইচ্ছাকৃত না কাকতালীয়ভাবে ঘটেছে?

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন ময়ূরী।

দেখুন তো, প্রতিমন্তব্যের শুরুতেই দুটো 'অ' চলে আসলো!

প্রশ্নের উত্তর কী দেবো ঠিক বুঝতে পারছি না!

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৬

তুষার কাব্য বলেছেন: দারুন ছবি একেছেন অযুত স্পর্শে...মৃত মানুষের কল্পনায়..

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তুষার কাব্য।

অল্প শব্দে এতো মন ছোঁয়া মন্তব্য আপনাদের!

প্রতিমন্তব্যে কী লিখবো বলুন তো!

শুভকামনা। অনিঃশেষ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১১

আমিনুর রহমান বলেছেন:



কঠিন ভাবনা সহজ করে বলা !

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৪

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন ভাই।

ধন্যবাদ অনেক অনেক।

ভালো থাকবেন। সবসময়।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:






মৃত মানুষের কোন বৃক্ষ থাকতে নেই অথবা নিজস্ব নদী অথবা নিবিড় আকাশ অথবা মাছরাঙা বসন্ত মৃত মানুষের কোন দৃষ্টি থাকতে নেই অথবা নির্জন নম্র স্বপ্ন অথবা মায়ামুগ্ধ সিক্ত মৃত্তিকা অথবা প্রত্যাশার প্লুত মুহূর্ত মৃত মানুষের কোন মন থাকতে নেই অথবা আবেগের সোনালি সমুদ্র অথবা আশ্চর্য অশ্রুত অনুভূতি অথবা অন্তর্দীপ্ত অদৃশ্য সুগন্ধ মৃত মানুষের কোন সম্পর্ক থাকতে নেই অথবা ধ্রুপদ রোদের সবাক অবগাহন অথবা লাস্যময় অবাক করতল অথবা সলাজ রূপবতী মায়াবী বলয়
অবক্ষয় অবক্ষয় অবক্ষয়
এবং অবচয় অব্যক্ততা অস্পষ্টতা অস্বচ্ছতা
অস্পৃশ্যতা এবং অস্পৃশ্যতা




চমৎকার কথামার গাথুনী।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

দীপংকর চন্দ বলেছেন: আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করছে ভীষণ।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার অনুভবের ভাবনা ।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

শুভকামনা রইলো। অনিঃশেষ। সবসময়।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
মৃত মানুষের গল্পে জীবন এঁকে দিলেন!//



এর চেয়ে ভালো মন্তব্য আমার কাছে নেই......

কবি দীপংকর চন্দকে আন্তরিক শুভেচ্ছা :)

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩

দীপংকর চন্দ বলেছেন: মইনুল ভাই,

ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে।
মনে হচ্ছে স্বজনের স্পর্শ!

অনেক অনেক ধন্যবাদ।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ ।

ভালো থাকবেন ।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনভিজ্ঞতাজনিত কিছু কিছু ত্রুটি ঘটছে হয়তো ব্লগ পদচারণায়!
শুধরে নেবার চেষ্টা করবো দ্রুত।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোলাগা জানবেন !

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

বিভ্রম নয়, শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ।



অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
মৃত মানুষের গল্পে জীবন এঁকে দিলেন !

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আশাকরি দীর্ঘ পথ একসাথে অতিক্রম করবো আমরা।

শুভকামনা রইলো। অনিঃশেষ।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

অশ্রুত প্রহর বলেছেন: মৃত মানুষের কোন দৃষ্টি থাকতে নেই। :-)

চমৎকার লেখনী।
ভালো লাগল,..:-)

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অশ্রুত প্রহর।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০

তিতাস পাড় বলেছেন: এ জন্যই কবি লিখে গেছেন “ “পাখি উড়ে গেলে পালক পরে থাকা ভাল নয়

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর কথা!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪

আহসান জামান বলেছেন:
অনেক চমৎকার, ধন্যবাদ কবি।

২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

দীপংকর চন্দ বলেছেন: 'গন্তব্য, চোখ ও তুমি'

শুভকামনা থাকছে সাথে। অনিঃশেষ।

ভালো থাকবেন ভাই।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার শব্দের বাঁধুনী।

২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তনিমা

'বিলেত: পাখির চোখে দেখা- বিশ( বেনিয়া বার্তা)'

অনেক ভালো লিখেছেন আপনি।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

অপ্রকাশিত কাব্য বলেছেন: অনিঃশেষ ভালো লাগা জানবেন। এ যেন মৃত মানুষের জীবন্ত গল্প

২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ।

অনেক অনেক ধন্যবাদ জানবেন।

ভালো থাকবেন। অনেক।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।।

২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক ভালো লাগা আপনার লেখায়।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২

খেলাঘর বলেছেন:


নতুন কিছু নয়, মোটামুটি কিছুই না।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

নতুন কিছু যে করতে পারি না!
অক্ষমতাকে মেনে নিয়ে লেখার চেষ্টা করি মাঝে মাঝে!

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

সুমন কর বলেছেন: শব্দের বুনন ভাল লাগল।

৫ম লাইক। ;)

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার লেখা পড়তে শুরু করেছি।
শুরুতেই ভালো একটা লেখা পড়লাম।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬

দৃষ্টিসীমানা বলেছেন: কেমন যেন ঘোর লেগে যাওয়া কবিতা ।খুব ভাল লাগল ।শুভ কামনা রইল ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা দৃষ্টিসীমানা।

ধীরে ধীরে আপনাদের লেখাগুলো পড়ে ফেলবো আশাকরি।
নিশ্চিত জানি অনেক ভালো লাগা থাকবে সেখানে।

ভালো থাকবেন। অনেক।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯

এহসান সাবির বলেছেন: কবিতা, মুক্তগদ্য, অথবা কিছুই নয়.............!!

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপনার উপস্থিতিতে।

যতোদিন ব্লগে আসবো, মনে পড়বে আপনার কথা।

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

২২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬

জেরিফ বলেছেন: অস্পৃশ্যতা এবং অস্পৃশ্যতা ! !

চমৎকার ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

ভালো লেখেন আপনি।
ভালো লেখা পড়তে ভালো লাগছে বেশ।

শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।

২৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

হামিদ আহসান বলেছেন: শক্তিমান লেখনি ....................

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামিদ ভাই।

শুভকামনা অনিঃশেষ।
সাথে কৃতজ্ঞতা।

ভালো থাকবেন। সবসময়।

২৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫

এক দুর্বাসা বলেছেন: শুধু এটুকুই বলবো-
আমি বিমুগ্ধ !

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক।

২৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

সকাল রয় বলেছেন:

সুন্দর সুন্দর

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শব্দগুলি অনেক কঠিন মনে হলেও ভাল লাগলো !

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.