নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

আমার খালি একলা একলা লাগে

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭



আমার খালি একলা একলা লাগে
মনের মইধ্যে রাইত-বিরাইতে জাগে
ভুলভুলাইয়্যা পাখি
কথার পিঠে কত্তো কথা উথাল পাথাল করে
গোপন তারে রাখি!
বাঁশবাগানের আসমানে এক চাঁদ
ভালাই বুঝি জীবনটা বরবাদ

মেলায় গেলাম লোকের দেখাদেখি
তেলের পিঠা, জলচৌকি, লাল কাপড়ের পাখা- আরে একী!
রঙ ফুরাইছে তবুও শ্যাষদিনে
সবাই দেখি যাদুর বাঁশি কিনে!
আমারে কয় তুইও ব্যাটা কিন্
সময় থাকতে ভাল-মন্দ চিন্

আর আমি? ফিকফিকাইয়া হাসি
বাঁশিতে ফুঁ দিলেই ওঠে কাশি;
আমি কী আর বাঁশির ব্যথা চিনি
ক্যামনে বলেন যাদুর বাঁশি কিনি!
বাঁশবাগানের আসমানে এক চাঁদ
ভালাই বুঝি জীবনটা বরবাদ


ছবি: সংগৃহীত

মন্তব্য ৬৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

গেম চেঞ্জার বলেছেন: আহাঃ কি মধুর সুখপাঠ্য!++++++

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

স্বজনের উপস্থিতিতে প্রীত হলাম অনেক।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: মেলায় গেলাম লোকের দেখাদেখি
তেলের পিঠা, জলচৌকি, লাল কাপড়ের পাখা- আরে একী!
রঙ ফুরাইছে তবুও শ্যাষদিনে
সবাই দেখি যাদুর বাঁশি কিনে!
আমারে কয় তুইও ব্যাটা কিন্
সময় থাকতে ভাল-মন্দ চিন্


বাহ দাদা অনেক মজা রখে লিখেছেন।

পড়ে আমিও ফিকফিকাইয়া হাসছি :)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

দীপংকর চন্দ বলেছেন: একদেশে আছিলো এক হাস, সেই দেশে আছিলো এক হাসি!!!

হাসের গায়ের রঙ আছিলো চিকচিকা আর হাসির গায়ের রঙ আছিলো ফিকফিকা!!!

হা হা হা হা

শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: বেশ মধুর একটি কবিতা ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

আমার শুভকামনা থাকছেই। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা। প্রথম অংশটা বেশি ভাল লাগছে।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

দীপংকর চন্দ বলেছেন: ভুলভুলাইয়্যা পাখি কইলাম চক্ষু বুইজা দেখতে হয়!!

হা হা হা হা

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

কিরমানী লিটন বলেছেন: বাঁশবাগানের আসমানে এক চাঁদ
ভালাই বুঝি জীবনটা বরবাদ ...
হেলাল হাফিজের স্বাদ পেলাম আপনার কবিতায়,নান্দনিক ভিন্নতায় -" আমার খালি একলা একলা লাগে
মনের মইধ্যে রাইত-বিরাইতে জাগে " - অসাধারণ!!!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

দীপংকর চন্দ বলেছেন: না-রে ভাই! হেলাল হাফিজ একজনই!

//এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়//- শুধু এতটুকু যিনি লিখেছেন, তাঁর আর একজীবনে কিছু না লিখলেও চলে সম্ভবত!!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কাব্য । ভাষার ভিন্নতা বেশ লাগলো ।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই।

দুঃখপ্রকাশ, কয়েকদিন যাবৎ আমার পছন্দের কিছু মানুষের লেখা পাঠবঞ্চিত থাকছে বলে।

শুভকামনা এবং শুভকামনা।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর লেগেছে| এই স্টাইলের কবিতা আমার খুব ভাল লাগে

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

দীপংকর চন্দ বলেছেন: অন্তর্জাল!!! আপনাদের সাথে অদৃশ্য বাঁধন এক!!!

কামনা করি, অদৃশ্য বাঁধন দৃঢ় হোক আরও!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন ভাই। সবসময়।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ দাদা B-) B-)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা থাকছে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

হামিদ আহসান বলেছেন: ভীষণ ভাল লাগা রেখে গেলাম .....

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক হামিদ ভাই।

কৃতজ্ঞতা থাকছে উপস্থিতিতে।

থাকছে শুভকামনাও। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

জেন রসি বলেছেন: আপনার কবিতা মানেই ভিন্ন স্বাদের ভালো লাগা!

+++

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৯

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা নিরন্তর।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানাই শুরুতে।

তারপর কৃতজ্ঞতা।

শুভকামনা তারপর।

এবং ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

নীলসাধু বলেছেন: চমৎকার!
ভাল লেগেছে কবিতা।

শুভকামনা নিরন্তর জাবেন সুপ্রিয় দীপংকর দা।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

কৃতজ্ঞতা। অনেক।

অনেক শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারও খালি একলা একলা লাগে
মনের মইধ্যে রাইত-বিরাইতে জাগে
ভুলভুলাইয়্যা পাখি,
মন চায় ছাঁদে গিয়া
চিল্যায়া চিল্যায়া ডাকি
ওরে সোনা পাখি
তরে ছাড়া একলা ঘরে
দেখ কেম্নে থাকি। ;)

=p~ =p~ =p~

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কারে ডাকি??? সোনা পাখি কিডা?? ঘরডা কার??

দিলেন তো মাথাডা আউলাইয়্যা!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা ভাই।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর :)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মায়াবী রূপকথা।

কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

//বিদায় ব্লগ : ভালো থাকুন সবাই//- এই অচলায়তন ভেঙে ফেলা তো অসম্ভব নয় আপনার পক্ষে!!‍

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

বাংলার ফেসবুক বলেছেন: বাঁশবাগানের আসমানে এক চাঁদ
ভালাই বুঝি জীবনটা বরবাদ

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

অনেক অনেক কৃতজ্ঞতাও।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



আমারো খালি একলা একলা লাগেরে বাজান,
একলা একলা লাগে ।
রাইত-বিরাইতে চক্ষের ঘুম যায়
বাজান , কন তে কনে ভাইগে !

কন দেহি বাপ, চান্নি রাইতে
কিয়ের লাই ফাল পাড়ে ওই বাঁশী
পোড়ার কানে শুনতি না পাই
মেলার মাইনষের হাসি, বাজান
মেলার মাইনষের হাসি ।

এই পোড়ার চক্ষে ঘুম নাই ক্যারে !!!!!!




২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

দীপংকর চন্দ বলেছেন: //কন দেহি বাপ, চান্নি রাইতে
কিয়ের লাই ফাল পাড়ে ওই বাঁশী
পোড়ার কানে শুনতি না পাই
মেলার মাইনষের হাসি, বাজান
মেলার মাইনষের হাসি ।//

অসম্ভব সুন্দর সুন্দর শব্দে মাতোয়ারা!!!

//রাইত-বিরাইতে চক্ষের ঘুম যায়
বাজান , কন তে কনে ভাইগে ! //

হা হা হা হা

অনেক অনেক শুভকামনা শ্রদ্ধেয়।

কৃতজ্ঞতাও।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

বনমহুয়া বলেছেন: এখানেও বাঁশি?বাহ

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কথা সইত্য!

তয় বাঁশিতে বাঁশিতে ফারাক আছে!!!

আফনের বাঁশি খ্যাতি আর খ্যাতিমান লইয়া।

আমার বাঁশি- বিষ ব্যাদনার!! ছাপোষা আর কি!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার কবিতা দাদা!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

দীপংকর চন্দ বলেছেন: আরে!! মন্ত্রীর মতো লাগে ক্যান আফনেরে!!!

ঘটনা কি???

হা হা হা হা

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

ফুলফোটে বলেছেন: আমি কী আর বাঁশির ব্যথা চিনি
ক্যামনে বলেন যাদুর বাঁশি কিনি

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।

কৃতজ্ঞতাও।

বাঁশির ব্যথা চেনে না যে, সে কিভাবে যাদুর বাঁশি কেনে বলুন!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২০| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

শামছুল ইসলাম বলেছেন: চাঁদের মত একাকী,নিঃসঙ্গ কবির জন্য মন পুড়েঃ

//আমার খালি একলা একলা লাগে
মনের মইধ্যে রাইত-বিরাইতে জাগে
ভুলভুলাইয়্যা পাখি
কথার পিঠে কত্তো কথা উথাল পাথাল করে
গোপন তারে রাখি!
বাঁশবাগানের আসমানে এক চাঁদ
ভালাই বুঝি জীবনটা বরবাদ//


লাইন গুলো পড়তে খুব কষ্ট হচ্ছেঃ

//আমি কী আর বাঁশির ব্যথা চিনি
ক্যামনে বলেন যাদুর বাঁশি কিনি!
বাঁশবাগানের আসমানে এক চাঁদ
ভালাই বুঝি জীবনটা বরবাদ//


কবিতা যখন জীবনের কথা বলে,তখন তা শুধু কবিতা থাকে না,প্রাণ পেয়ে জীবন্ত হয়ে উঠে !!!

ভাল থাকুন। সবসময়।


২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা ভাই।

মুগ্ধতা আপনার মনোযোগী পাঠে।

//কবিতা যখন জীবনের কথা বলে,তখন তা শুধু কবিতা থাকে না,প্রাণ পেয়ে জীবন্ত হয়ে উঠে !!!//

অসম্ভব সুন্দর কথা বলেছেন।

আপনার এই অসম্ভব সুন্দর কথাটি কিন্তু তুলে রাখলাম ভাই মনের গোপন ঘরে ভিন্ন একটি দিনের প্রত্যাশায়। যেদিন আমাদের এই দুর্ভাগা দেশে এমন একজন কবি জন্ম নেবেন, যাঁঁর কলম সমাজের অসংগতিগুলোই শুধু তুলে ধরবে না, যিনি দাঁঁড়াবেন জীবন বদলে দেবার মিছিলে রাজপথের সম্মুখসারিতেও নির্ভিকভাবে- সেই মহাপ্রাণের জন্য।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম। এত্ত সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ :)

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তামান্না তাবাসসুম।

কৃতজ্ঞতা রাখলাম বিনিময়ে।

এবং শুভকামনাও। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক। অনেক।

কৃতজ্ঞতা প্রিয় কথাসাহিত্যিক।

অনিঃশেষ শুভকামনা তো থাকছেই।

এবং ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

জুন বলেছেন: আমারে কয় তুইও ব্যাটা কিন্
সময় থাকতে ভাল-মন্দ চিন্

খুব সুন্দর উক্তি দীপংকর চন্দ, তবে কথা হলো এই ভালো মন্দকে অনেকে এক মুহুর্তেই চিনে আবার কেউ সারাজীবনেও চিনে উঠতে পারে না। সময় থাকতে ভালো মন্দ চেনা খুব কঠিন। যখন চিনে তখন দেখে পুরোটাই শুভংকরের ফাকি।
অনেক ভালোলাগলো আপনার কবিতা।
+

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

দীপংকর চন্দ বলেছেন: //সময় থাকতে ভালো মন্দ চেনা খুব কঠিন।//

সুচিন্তিত মন্তব্যে শ্রদ্ধা জানবেন।

কথা সইত্য!

যখনই দ্যাখা যায় কিছু একটা এক্কেরে চিনন্যা ফালাইলাম, তখনই য্যান হেইডা অচিন হইয়া যায়!!!

মুশকিল!!!

হা হা হা হা

অনেক ভালো লাগা আপনার উপস্থিতিতে। সবসময়।

অনেক ভালো থাকবেন।

শুভকামনা।

২৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

সাাজ্জাাদ বলেছেন: কবিতা টা পড়তে অনেক আরাম লাগলো।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: মনের মইধ্যে রাইত-বিরাইতে জাগে
ভুলভুলাইয়্যা পাখি
কথার পিঠে কত্তো কথা উথাল পাথাল করে
গোপন তারে রাখি! --- দারুন, তবে এই সুরটা মনে হলো পরে কেটে গেছে। এটা কি ইচ্ছাকৃতই?

যাই হোক, বহুদিন পর আপনার লেখা পড়লাম। সেই প্রথম আলো ব্লগের পর। কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

দীপংকর চন্দ বলেছেন: কবির উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক।

//তবে এই সুরটা মনে হলো পরে কেটে গেছে।//

প্রান্তিক মানুষের কথামালা কি অতো ছান্দিক হিসাব মানে রে ভাই!!!

হা হা হা হা

বহুদিন পর আপনাকে দেখে ভালো লাগছে অনেক।

আমার শুভকামনা কিন্তু অনিঃশেষই আছে।

এবং ভালো থাকুন- সেই প্রত্যাশাও আছে অটুট।

শুভকামনা। পুনরায়।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ দীপংকর দা।

আপনি বলেছেনঃ
//যেদিন আমাদের এই দুর্ভাগা দেশে এমন একজন কবি জন্ম নেবেন, যাঁঁর কলম সমাজের অসংগতিগুলোই শুধু তুলে ধরবে না, যিনি দাঁঁড়াবেন জীবন বদলে দেবার মিছিলে রাজপথের সম্মুখসারিতেও নির্ভিকভাবে- সেই মহাপ্রাণের জন্য।//


কোন যেন সেই কবির ছায়া আমি আপনার মধ্যে দেখি।

ভাল থাকুন। সবসময়।


ভাল থাকবেন। সবসময়।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

দীপংকর চন্দ বলেছেন: আরে ভাই কি যে বলেন!!!

আমি তো কবি না!! অকবি!!

তবে একটা সময় মনে গোপন ইচ্ছে ছিলো কবি হবো। পরে গোলেমালে হরিবোল হইলো। যখন জানলাম দেশের একদার রাষ্ট্রপতি কবি, বুঝলাম কবিতা আর আমাদের মতো প্রান্তিক মানুষের হাতে নাই। অভিজাতের দখলে চলে গেছে। তখন আর উপায় না পেয়ে অকবির দলে নাম লেখালাম।

হা হা হা হা

শুভকামনা জানবেন ভাই। পুনরায়।

শ্রদ্ধা এবং ভালোবাসা।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//আমার খালি একলা একলা লাগে
মনের মইধ্যে রাইত-বিরাইতে জাগে
..........
মেলায় গেলাম লোকের দেখাদেখি
....
আর আমি? ফিকফিকাইয়া হাসি//

ভাব আছে, ছন্দ আছে, প্রেম আছে...
আছে ফিকফিকানো হাসি!
আর কী দরকার :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আরো কিছুর দরকার আছে রে ভাই!!

কিন্তু কি যে দরকার হেইডা বুঝিনা বইলাই তো '' আমার খালি একলা একলা লাগে''

হা হা হা হা

সুন্দর মন্তব্যে শ্রদ্ধা।

অনিঃশেষ শুভকামনা।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! অনেক ভাল লাগলো ভাই দিপঙ্কর চন্দ......!! ভাল থাকবেন!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

২৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

কাবিল বলেছেন: সুন্দর কবিতা, ভাল লাগলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা জানবেন।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

৩০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

সুমন কর বলেছেন: চমৎকার এবং ভালো লাগা রইলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

দীপংকর চন্দ বলেছেন: সহৃদয় উপস্থিতিতে কৃতজ্ঞতার কথা বলি।

শুভকামনার কথাও।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই উত্তরের বিলম্ব।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৩১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

দীপান্বিতা বলেছেন: :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ এবং ধন্যবাদ।

কৃতজ্ঞতা।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

জানবেন শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

আহসান জামান বলেছেন:
অতীব চমৎকার, শুভেচ্ছা কবি।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনাও অনিঃশেষ জানবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক।

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

শুভ কামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।

আপনার উপস্থিতি আমার জন্য সবসময় ভীষণ প্রেরণাদায়ক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

শুভকামনা অনিঃশেষ জানবেন।

এবং অবশ্যই ভালো থাকবেন। সবসময়।

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

কল্লোল পথিক বলেছেন: আমার খালি একলা একলা লাগে
মনের মইধ্যে রাইত-বিরাইতে জাগে
ভুলভুলাইয়্যা পাখি
কথার পিঠে কত্তো কথা উথাল পাথাল করে
গোপন তারে রাখি!
বাঁশবাগানের আসমানে এক চাঁদ
ভালাই বুঝি জীবনটা বরবাদ
সুন্দর কবিতা, ভাল লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা কবি।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।

শুভকামনা পুনরায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.