নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

তারচে বিরহ ভালো

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫



খানিক দুঃখ আমাদের থাক, খানিকটা আক্ষেপ
সমান্তরাল দূরত্ব থাক না হয় অনুল্লেখ
না-ই বা দাঁড়াই কাছে!
একবিন্দুতে মিলবেই সব এমন কথা কি আছে?
মিলনে দুঃখ বেড়ে যদি যায় আরো?
প্রাপ্তির সাথে প্রত্যাশা যদি না মেলে মোটেই কারো?
পথ চলা যদি হয় আরো অগোছালো?
?
?
?
?
?
?
?
তারচে বিরহ ভালো-





ছবি: সংগৃহীত



মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ তার চে বিরহ ভালো

খুব সুন্দর

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক কৃতজ্ঞতা কবি।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
?
?
?
?
? বিরহে!!!!

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

হাসলাম। তবে জানবেন, এটা বিরহের হাসি!

ভালো থাকার চেষ্টা চলছে। এবং চেষ্টা চলছে ব্লগে যথাসম্ভব নিয়মিত হবার। তবে যতোটা মনোযোগ আর সময় দাবী করে ভিন্নধারার এই গণমাধ্যমটি, তার সাথে সমন্বয় করে চলতে ব্যর্থ হচ্ছি নানা কারণে।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক শুভকামনা জানবেন কবি।

ভালো থাকবেন। সবসময়।

৩| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
দেখি প্রাপ্তিতে এবং অপ্রাপ্তিতেও এ দুয়ের মাঝে লুকিয়ে আছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা,ওর মোর জ্বালা !!! :-B




কেমন আছেন দাদা ?

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

ঠিক বলেছেন। যন্ত্রণায় আর বাঁচিনে!!! হা হা হা হা

আপনার লেখা কিন্তু পড়ছি সময় সুযোগ পেলেই। দৃষ্টির অন্তরালকে সবসময় মনের অন্তরাল ভাবার কোন কারণ নেই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা অটুট আমার। আমি আপনাদেরই লোক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

৪| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২১

নীলপরি বলেছেন: মিলনে দুঃখ বেড়ে যদি যায় আরো?
প্রাপ্তির সাথে প্রত্যাশা যদি না মেলে মোটেই কারো?
পথ চলা যদি হয় আরো অগোছালো?
?
?
?
?
?
?
?
তারচে বিরহ ভালো-

খুব সুন্দর লাগলো ।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।

কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৫| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক কৃতজ্ঞতা।

অনেক শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৪

আরণ্যক রাখাল বলেছেন: অনেক অনেক সুন্দর। গভীর।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১২

দীপংকর চন্দ বলেছেন: অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আপনার যৌক্তিক পরামর্শে শিরোনামহীন কবিতাতে নামযুক্ত করলাম।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৭| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৩

জুন বলেছেন: ওহ একদম পারফেক্ট লিখেছেন দীপংকর চন্দ ।
প্রাপ্তির সাথে প্রত্যাশা যদি না মেলে মোটেই কারো?
পথ চলা যদি হয় আরো অগোছালো?
?
?
?
?
?
?
?
তারচে বিরহ ভালো-

সেই শচীন কর্তার ভাষায় বলতে হয় বিরহ বড় ভালো লাগে ....।
অসংখ্য ভালোলাগা রইলো আপনার ভিন্ন রকম এক কবিতায় ।
+

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।

যে কোন লেখায় আপনার উপস্থিতি অনু্প্রেরণাদায়ক সবসময়।

কৃতজ্ঞতা জানবেন।

অনেক অনেক শুভকামনা।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

৮| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ,



যে কথাটি আমি লিখবো বলে ভেবেছিলুম দেখি , সহব্লগার "জুন" তা আগেই হবহু লিখে রেখেছেন ।
গ্রেট মেন থিংক এ্যালাইক ?? :P

আমার আর কিছু বলা্র রইলোনা............ :(

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

দীপংকর চন্দ বলেছেন: আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা আমাকে ঘিরে থাকে সবসময়। ভীষণ ভীষণ কৃতজ্ঞ আমি।

নতুন কিছু বলার নেই আমার ঋণস্বীকার ছাড়া।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শ্রদ্ধেয়।

ভালো থাকবেন। সবসময়। অনেক অনেক ভালো।

৯| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

মানবী বলেছেন: "তারচে বিরহ ভালো"
-শিরোনাম পড়েই হেসেছি। কারন বিরহে বাধ্য হলে বিরহ মেনে নেয়াহি ভালো আর তার ভালো দিক ঝুঁজে পেলে কথাই নেই। 'অত্যন্ত পজিটিভ এ্যাটিচুড! তারসাথে যোগ হয়েছে মিলন হলে কি কি খারাপ হতে পারতো তেমন আশংকা- চমৎকার :-)

কবিতার জন্য ধন্যবাদ দীপংকর চন্দ।

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ মানবী।

অনেক কৃতজ্ঞতা সহৃদয় উপস্থিতিতে।

কি বলবো বলুন তো শুভকামনা জানানো ছাড়া!!!

শুভকামনা এবং শুভকামনা।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১০| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৮

জেন রসি বলেছেন: চমৎকার। তবে একটা প্রতিউত্তর দেওয়া যায়! :P জিবরানের ভাসায়!

Love one another, but make not a bond of love:
Let it rather be a moving sea between the shores of your souls.
Fill each other's cup but drink not from one cup.
Give one another of your bread but eat not from the same loaf
Sing and dance together and be joyous, but let each one of you be alone,
Even as the strings of a lute are alone though they quiver with the same music.

শুভকামনা রইলো। :)

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪২

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আপনার এই প্রত্যুত্তরের কোন প্রত্যুত্তর হয় না।

শুধুই কৃতজ্ঞতা বুদ্ধিদীপ্ত উপস্থিতিতে।

এবং শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন সুলেখক। অনেক। সবসময়।

১১| ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০২

দৃষ্টিসীমানা বলেছেন: কিছু অমিল কিছু ঝগড়া ঝাটি থাকলেও আমি বলব - না বিরহে মঙ্গল আসে না । কবির জন্য অনেক শুভেচ্ছা রইল ।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৭

দীপংকর চন্দ বলেছেন: //কিছু অমিল কিছু ঝগড়া ঝাটি থাকলেও আমি বলব - না বিরহে মঙ্গল আসে না//

অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গী আপনার মন্তব্যে। শ্রদ্ধা জানবেন।

তবু বলি, মিলনের পাশাপাশি বিরহও থাক না!!! বিরহ না থাকলে মিলনের মাধুর্য যদি ম্লান হয়ে যায়!!!

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.