নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

কোয়াসি ইন ফানটাসিয়া

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১




বিটোফেনে ডুবে যাবার আগে মনে রেখো, যা প্রত্যক্ষ নয়, তাকে ভালোবেসে নিঃস্ব হয়েছে অনেকেই

মনে রেখো এল ডোরেডো, মনে রেখো সেই গোল্ডরাশ, মনে রেখো সিবোলা, কুইভিরা, পিরি- স্বর্ণতৃষায় দেশান্তরী মানুষ কতো হারিয়েছে অনিশ্চয়ে। অলীক প্রত্যাশার ভস্ম থেকে উঠে এসে কিংকর্তব্যবিমূঢ় ফিনিক্স আবার মিলিয়েছে ভস্মে

কবিতাহীন মধ্যাহ্ন প্রশ্রয় দাও বরং। ম্লান সন্ধ্যায় পা রাখো বারিস্তায়। মুমূর্ষু শহরের ডাউনট্রেন্ড লক্ষ্য করতে করতে কাপুচিনোতে চুমুক দাও মৃদু

এবং ভুলে যাও পৃথিবীর তাবৎ কাউন্টেসা ওয়েলিটা গুইচ্চিআরদির কথা। এবং ভাবো মাথার ভেতর অবিরাম নেচে যাচ্ছে পিয়ানো, নাচছে সোনাটা নাম্বার ফোরটিন ইন সি সার্প মাইনর, নাচছে নাচছে আর নাচছে কোয়াসি ইন ফানটাসিয়া





ছবি এবং ভিডিও: সংগৃহীত


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

নীলপরি বলেছেন: শব্দের হাত ধরে সুরের যাত্রাপথ ভালো লাগলো ।

শুভকামনা ।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪০

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কবি। অনেক। অনেক।

প্রত্যুত্তরে কী বলবো, ঠিক বুঝতে পারি না! তাই শুভকামনার কথা বলি। বারবার।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক

২| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




বেথোভেনের মতোই শব্দের অর্কেষ্ট্রায় সুর তুলে গেলেন ।

ভুলে যাও ,হে মানব অথবা মানবী ; পৃথিবীর কোলাহল , গলির মোড়ের চা দোকানের রাজনীতির সাতকাহন । ভুলে যাও রাতে কি দিয়ে হবে উদরপূর্তি । শুধু কান পেতে রাখো মনের গহীন কোনে একমুঠো সুর লহরীর , কখন বেজে ওঠে ............

( আমার পোস্ট " এখানে এক নদী ছিলো" তে করা আপনার অনেকদিন আগের করা মন্তব্যের জবাব দিয়ে এসেছি এই মাত্তর ।)

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

দীপংকর চন্দ বলেছেন: //ভুলে যাও ,হে মানব অথবা মানবী ; পৃথিবীর কোলাহল , গলির মোড়ের চা দোকানের রাজনীতির সাতকাহন । ভুলে যাও রাতে কি দিয়ে হবে উদরপূর্তি । শুধু কান পেতে রাখো মনের গহীন কোনে একমুঠো সুর লহরীর , কখন বেজে ওঠে ............//

এমন কাব্যিক মন্তব্য আমার মতো একজন নগণ্য মানুষের জন্য অমরাবতীর আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গ: "এখানে এক নদী ছিলো": আপনার প্রত্যুত্তরের প্রতি আমার শ্রদ্ধা জানবেন।

কৃতজ্ঞতা জানবেন আপনার উপস্থিতিতে।

জানবেন শুভকামনা।

ভালো থাকবেন সবসময়।

৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: আহ!

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন সবসময়। অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.