নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

নগর পুড়িলে দেবালয় কি এড়ায়

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪



আমাদের বাসায় একটা রেডিও আছে, পুরোনো আমলের, অ্যান্টেনায় চলে, চলে মানে চালালে এখনও বেশ চলে সেটা, ঢাউস সাইজের, বর্তমানে চিলেকোঠায় ঠাঁই, কেউ সেটা এখন ছুঁয়েও দেখে না। নতুন নতুন গ্যাজেটের আগমনে কমে গেছে সেই রেডিওর প্রতি মায়া।

মায়া কমে যাওয়া একদিকে ভালো। মায়া কমে গেলে দুঃখবোধ এড়িয়ে যাওয়াটা সহজ হয়ে যায়, মন খারাপ লাগার পরিধিটা ছোট হয়ে আসে।

মায়া আমারও কমে গেছে। তবু বেখেয়ালে ঘুরে বেড়াই আজও, অনর্থক কাজে সময় নষ্ট করি, কখনো কখনো উঠে আসি চিলেকোঠায়, পুরোনো রেডিওটার সামনে দাঁড়াই কারণে অকারণে, ধুলো ঝাড়ি, অন করি, গ-গ শব্দে কাশতে কাশতে নিজের বয়স জানান দেয় রেডিওটা, আমি ইয়া বড় বড় নব ঘুরাই, কত কিচমিচ ধ্বনি, কতো বিচিত্র আওয়াজ পেরিয়ে মাঝে মাঝে চেনা অচেনা ওয়েব লেংথে স্থির হয় কালো মোটা কাটা, রেডিও পিকিং, বিবিসি, ভোয়া, আকাশবাণী, সংবাদতরঙ্গ- শুনতে পাই ওয়াশিংটনের সাথে পিয়ং ইয়ংয়ের সম্পর্কের তিক্ততা বাড়ছে, শুনতে পাই মায়ানমারে মানুষ মরছে, দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে শরণার্থীর ভির, শুনতে পাই বাংলাদেশে রূপার শ্লীলতাহানি, বর্বর হত্যাকাণ্ডের কাহিনী, আমি ব্যথিত হই, আমার ভেতর পুড়তে থাকে, পুড়তে থাকে পুরো নগর, রেডিওর নব ঘুরাই, শুনতে পাই কারো প্রতিবাদী স্বর, ‘-নগর পুড়িলে দেবালয় কি এড়ায়-’

হয়তো এড়ায় না, হয়তো এড়ায়- আমি জানি না ঠিক, আমার দহন, আমার প্রজ্জ্বলন বড় বেশি সাময়িক, মোমবাতি নির্বাপনের আগে দপ করে জ্বলে উঠে চিরতরে নিভে যাওয়ার মতো অনেকটা, আত্মকেন্দ্রিকতায় আকণ্ঠ নিমজ্জিত আমি, কিছুই করার নেই, মায়া কমে গেছে, মায়া কমে গেলে এমনটাই হয়


ছবি: সংগৃহীত

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

বিজন রয় বলেছেন: নগর পুড়িলে দেবালয় কি এড়ায়................. না না না ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

দীপংকর চন্দ বলেছেন: এ্যাতো দৃঢ়ভাবে বলছেন!!! আমি আবার আপাদমস্তক সংশয়ে আচ্ছন্ন!!!

অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। সবসময়।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: সবার মন থেকেই আজকাল মায়া কমে গেছে......!!

ঈদের শুভেচ্ছা..... !:#P

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক শুভকামনা।

ত্যাগের মহিমাকে উজ্জ্বল করে তুলুক ইদ।

ভালো থাকুন। অনেক ভালো। সবসময়।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//আত্মকেন্দ্রিকতায় আকণ্ঠ নিমজ্জিত আমি// :(

এটাই এসময়ের সমস্ত চিন্তা আচরণ কাজের পটভুমি।

ঈদ মুবারক!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

দীপংকর চন্দ বলেছেন: //আত্মকেন্দ্রিকতায় আকণ্ঠ নিমজ্জিত আমি//

‌'আমি' মানে 'আমি'-ই। 'আমি' কিন্তু এক্ষেত্রে সর্বনাম নয়। হা হা হা হা

অনেক অনেক শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি ব্যথিত হই, আমার ভেতর পুড়তে থাকে, পুড়তে থাকে পুরো নগর, রেডিওর নব ঘুরাই, শুনতে পাই কারো প্রতিবাদী স্বর, ‘-নগর পুড়িলে দেবালয় কি এড়ায়-’

এ্ই পোড়ানিটা্ও যে আজকাল দুর্লভ হয়ে যাচ্ছে!!!!!!

++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

দীপংকর চন্দ বলেছেন: দুর্লভ হয়ে যাচ্ছে কিনা জানি না, তবে স্থায়িত্ব নিয়ে সংশয় প্রবল হচ্ছে আজকাল!!!

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

ঢাকাবাসী বলেছেন: মায়া টায়া কমে যাওয়াতেই মঙ্গল, অনাচারে বিরহে ব্যাথা কম পাওয়া যায়!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

দীপংকর চন্দ বলেছেন: মায়া!!! মায়া!!!

কৃতজ্ঞতা জানবেন।

আমার শুভকামনা থাকছে। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



অতল জলের নীচ থেকে উঠে এসে স্মৃতিকাতরতার সাথে একটি বোধের মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেলেন । নিভে যাবার আগে দপ করে জ্বলে ওঠা নয়তো !!!!!
আত্মকেন্দ্রিকতায় আকণ্ঠ নিমজ্জিত হলেও কারো কারো মায়া বড় বেশি টানে । মায়া , ভ্রম নয় ; বিশ্বাস ....................

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

দীপংকর চন্দ বলেছেন: //মায়া , ভ্রম নয় ; //

শব্দের এমন দক্ষ প্রয়োগে মুগ্ধতা কেবলই বাড়ে। বাড়ে মায়াও। এবং নিশ্চিতভাবেই "কারো কারো মায়া বড় বেশি টানে"।

অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয়।

"নিভে যাবার আগে দপ করে জ্বলে ওঠা" আশা করি নয়। অনিয়মিত হলেও ফিরে ফিরে আসা, বারবার, প্রিয়জনের কাছে।

অনেক অনেক শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

শামছুল ইসলাম বলেছেন: নব ঘুরাতে ঘুরাতে অনেক কিছু শোনা হয়ে যায় । সেই নবটা নিয়ে এখনো যে নাড়াচাড়া করে, বুঝা যায়, আর দশজনের মতো তিনি এখনো হতো পারেননি । তাই তো বিবেকের দংশনে ভোগেন - কিছুই তো করা হলো না হতভাগ্যদের জন্য । যেখানে অনাচারে ভরে গেছে দেশ, দু-এক ফোঁটা অশ্রুজল বা প্রতিবাদের ভাষা তো জোরালে আওয়াজ সৃষ্টি করতে পারে না ।

তবুও তো সান্ত্বনা, কেউ কেউ দু:খী মানুষ গুলোকে নিয়ে ভাবছে !!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

দীপংকর চন্দ বলেছেন: আমাদের করা হয় না অনেক কিছু, করি-করি করতে করতে শেষ হয়ে যায় জীবন।

সুচিন্তিত মন্তব্যে শ্রদ্ধা রাখছি বরাবরের মতো।

উপস্থিতিতে কৃতজ্ঞতা সুলেখক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

শুভকামনা।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

পার্থ তালুকদার বলেছেন: অাসলেই মায়া কমে যাচ্ছে ........

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

দীপংকর চন্দ বলেছেন: কমে যাচ্ছে হয়তো, কিন্তু মায়াকে অস্বীকার করাও যে অসম্ভব প্রায়!!!

কৃতজ্ঞতা জানবেন।

অনেক অনেক শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা নয় যেন অস্ফুট ক্রন্ধন , ভাল থাকুন কবি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

অনেক অনেক শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


নাহ... আমি মানে 'আমি' - এবং অবশ্যই এটি সর্বনাম।
আমি মাঈনউদ্দিন মইনুল। আপনি মানে আপনি, দীপংকর চন্দ ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক শুভকামনা। বারবার।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: অসাধারণ । +++++++

শুভকামনা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কবি।

শুভকামনা জানবেন। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.