নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

ওয়ানস আপঅন এ টাইম, দেয়ার ওয়াজ নো টাইম

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫



গল্প আমাকে ছেড়ে গেছে একেবারে, আঙুলগুলো শীতনিদ্রায় জড়োসড়ো যেনো, কলমের সাথে কয়েক আলোকবর্ষ দূরত্ব এখন, পেছনে তাকাই মাঝে মাঝে, অবাস্তব সব 'আমি'কে দেখি, দেখি মায়াবী মুহূর্তের মরীচিকা, দেখি মুছে যাওয়া মেঠো পথ, মাটির গন্ধ লাগে নাকে, নস্টালজিয়া, যদিও ঠুনকো কাঁচের মতো ভঙ্গুর সব, নতুন জীবনের সামান্য আঘাতে গুড়িয়ে যেতে সময় নেয় না মোটেই।

পাপা, মেয়ের ডাক, মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে সম্ভবত, ক্যান ইউ হেল্প মি প্লিজ!
অবশ্যই মা, জানালার বাইরে অন্ধকারকে বাড়তে দিয়ে আমি ফিরে আসি আলোয়, রিডিং রুম, মেয়ে কিছু একটা করছে টেবিলে বসে, হয়তো লিখছে কিছু, হতে পারে হোমওয়ার্ক, নতুন পৃথিবীতে পরিবর্তিত পাঠ গ্রহণ প্রক্রিয়ায়, চলছে লেখাপড়া হয়তো, আমি মেয়ের কাছে এসে দাঁড়াই।
ডু ইউ নো ওয়েল অ্যাবাউট টাইম? কৌতূহলী জিজ্ঞাসা মেয়ের।
ভালো জানি কিনা জানিনা মা, তবে সময় হচ্ছে একটা ধাঁধা।
কনফিউজিং অ্যানসার, ইট মেইকস নো সেন্স, রাইট পাপা?
সেটা বলতে পারো তুমি, তবে সময় সম্পর্কে মানুষের ধারণা আসলেই স্পষ্ট না, আমি আমার অজ্ঞতাকে পাশ কাটাবার চেষ্টা করি না এতটুকুও।
বাট হোয়াই স্যুডনট্ ইউ? ইউ আর নট এ কমন ওয়ান, ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল এজ ফার এজ আই গেজ।
তোমার এমন ভাবার কারণ কী মা? দ্বিধান্বিত জিজ্ঞাসা আমার।
বিকজ, ইউ আর এ রাইটার, ইউ স্যুড সার্টেনলি হ্যাভ হিউজ নলেজ।
না, মা, আমি তেমন নই, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে লেখার ক্ষমতা হারিয়েছি আমি, মনটা একটু খারাপ হয় আমার, বিষণ্ণতাও হয়তো থাকে কথার রেশে।
আর ইউ ফিলিং স্যাড পাপা?
সামান্য মা।
মিসিং রাইটিং?
মিসিং, বাট, অন দ্যা কনট্রারি, আই হ্যাভ গেইনড এ গ্রোইং প্রিন্সেস লাইক ইউ
লাভ ইউ পাপা
আমিও মা, কিন্তু তুমি কী করছো বলো তো?
রাইটিং
হোমওয়ার্ক?
নো, রাইটিং এ স্টোরি।
কি বলো! আমি বিস্মিত।
ইয়েস পাপা, বাট নট ইন বেঙ্গলি, ডু ইউ মাইন্ড?
ঠিক আছে মা, কিন্তু কী ধরনের গল্প লিখছো তুমি? শিশুতোষ কিছু?
নট অ্যাট অল, আই অ্যাম রাইটিং এ স্টোরি অ্যাবাউট টাইম।
বলো কী! আমি আশ্চর্য হই ভীষণ।
ইয়েস, ক্যুড ইউ অ্যালাও মি টু রিড সাম লাইনস ফর ইউ?
নিশ্চয়ই মা

মেয়ে পড়তে থাকে, আবেগে আমার চোখ ভিজে আসে, ছোট্ট মেয়ের কিছু না হয়ে ওঠা লেখাও আমি শুনতে থাকি বিমোহিতের মতো, "ওয়ানস আপঅন এ টাইম, দেয়ার ওয়াজ নো টাইম, এন্ড, ফ্রম নো টাইম, এ টাইম হ্যাজ স্টার্টেড ইটস জার্নি টু নো টাইম..."

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: এটা হয়তো নিছক কোন গল্প নয়, শুধু লেখকের কল্পনা নয়, হয়তো সত্য কিছু সংলাপ। এই হয়তো যদি সত্য হয়, তবে সে মেয়ের জন্য আমার শুভকামনা, অনেক, অনেক! তার একটি বাক্যই হয়তো কারো কারো সারাদিনের ভাবনার খোরাক যোগাতে পারে। সে বাক্যটি আমার ভাল লেগেছে খুব। + +
ছবিদুটোর সূত্র কী?

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৪

দীপংকর চন্দ বলেছেন: দুঃখপ্রকাশ শুরুতেই ছবির সূত্র উল্লেখ না করায়। ছবি আসলে একটাই, দুবার ব্যবহার করা, এবং সেটা অর্ন্তজাল থেকে সংগৃহীত।

পাঠে কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন সমসময়। অনেক ভালো।

২| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৫

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




আপনাকে দেখে আর পোস্ট পড়ে মনে হলো একথা লেখাই যায় - ওয়ানস আপঅন আ টাইম, দেয়ার ওয়াজ আ চন্দ এ্যান্ড হি হ্যাজ কাম ব্যাক এ্যাগেইন থ্রু দ্য উম্ব অব নো টাইম......................


সময় .... সময় , তোমার কি জন্ম মৃত্যুর কোনও ঠিকঠিকানা নেই সময় !!!!!!!!!

চমৎকার লেখা ।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আপনার মন্তব্য জীবন্ত হয় সবসময়। মন ভরে যায় একরাশ ভালোলাগায়। ভীষণ আপন কারো স্পর্শ অনুভব করি প্রতিটি অক্ষরে।

হ্যাঁ, সময়, সময় বড়ো অদ্ভুত উপস্থিতি আমাদের ক্রিয়া-অক্রিয়ায়!

“সময় .... সময় , তোমার কি জন্ম মৃত্যুর কোনও ঠিকঠিকানা নেই সময় !!!!!!!!!”

শুভকামনা জানবেন শ্রদ্ধেয়, অনেক অনেক শুভকামনা।

ভালো থাকবেন, সবসময়, অনেক অনেক ভালো।

৩| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১১

মনিরা সুলতানা বলেছেন: আমরা সবচাইতে আনন্দিত হই তখন ই যখন আমাদের আত্মজ আমাদের কে ধারণ করে !!!
শুভ কামনা।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৮

দীপংকর চন্দ বলেছেন: মন্তব্যে মুগ্ধতা!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৪| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪২

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!

কোথায় হারায় গেছিলে???


মাঝে মাঝে আমি সেই কথাটা মনে করি।তোমাকে তুমি ডাকায় তুমি হার্ট এটাক খাইসিলে ...... হা হা হা

তোমার মত রাশভারী প্রফেসরকে কেউ তুমি ডাকেনা ........ আল্লার কসম সেই কথাটা আমার অনেক মনে পড়ে।

আবার সুন্দর সব লেখা শুরু করো আর আমাদেরকে দাও প্লিজ!!!!!!!

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কথা সত্যি! আমি অবাক হয়েছিলাম বেশ! হুট করে তুমি ডাকে একেবারেই অভ্যস্ত নই আমি।

দুঃখিত, অনেক অনেক দেরিতে উত্তর দেবার জন্য।

আসলে একবার ছিটকে গেলে ফেরা মুশকিল। যাঁরা আছেন আপনারা, তাঁদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা শতধার। মনে হয় আবার ঢুকে পড়ি সেই সুন্দর সময়ে, কিন্তু সময় যে বড্ড হতাশ করে!

আমার শুভকামনা আগের মতোই আছে, অনিঃশেষ।

অনেক অনেক ভালো থাকবেন সবসময়।

৫| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: মেয়েটা যে বাবার মত বা বাবার থেকেও বড় রাইটার হবে বুঝাই যাচ্ছে.......

আমারও আজকাল মনে হয় টাইম বলে কিছুই নেই :(

বাসায় বসে বসে মাথায় গন্ডোগোল দেখা দিলো মনে হয় আমার।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৪

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা পুনরায়।

সময়জ্ঞান হারিয়েছি আমি, আসলেই, নাহলে উত্তর প্রদানে এতো বিলম্ব করা অসৌজন্যতা ভীষণ।

তবু শুভকামনা থাকছে।

এবং বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকছে বরাবরের মতো।

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যে বাক্য চিন্তার জন্ম যে বাক্য নিয়ে চিন্তা করতে হয় তার মূল্য অনেক।সময় এবং স্থান মনে হয় হাত ধরাধরি করে যাত্রা শুরু।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৮

দীপংকর চন্দ বলেছেন: হয়তো!

বিষয়টা একেবারে গোলকধাঁধার মতো!

অনেক অনেক শুভকামনা জানবেন।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

আর অবশ্যই ভালো থাকবেন, অনেক অনেক ভালো, সবসময়।

৭| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর লেখা।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪১

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

এবং ভালো থাকবেন, অনেক, সবসময়।

আর ক্ষমাপ্রার্থনা থাকছেই উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।

৮| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, সো ব্রিলিয়ান্ট পিস অফ এ স্টোরি!! পিকচারাইজড ডটার ইজ সো লাভলি!! যদি সত্যি গল্প হয়ে থাকে, তাহলে কন্যাটি আরো বেশি লাভলি। টাইম সম্পর্কে লাস্ট সেন্টেন্স তো একেবারে স্টিফেন হকিন্সের ব্রিফ হিস্ট্রি'র সারাংশ বলে দিয়ে এটাকে আরো সামনে এগিয়ে নিয়ে গেল। একরাশ মুগ্ধতা।

আরো মুগ্ধ হলাম হঠাৎ আপনাকে দেখে এই সকাল বেলা।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৬

দীপংকর চন্দ বলেছেন: এমন আন্তরিকতাপূর্ণ মন্তব্য দীর্ঘদিন অপঠিত রাখার জন্য ক্ষমাপ্রার্থনা করলেও আপনার কিন্তু ক্ষমা করা উচিত নয় একদম।

তার সাথে যুক্ত হচ্ছে প্রত্যুত্তরের দীর্ঘ বিলম্ব। আমি আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি, তবে ক্ষমা আপনি করবেন না, করবেনই না।

এটা আমার একেবারে মনের ভেতরকার উচ্চারণ।

অনেক অনেক শুভকামনা কবি।

ভালো থাকবেন সবসময়, অনেক অনেক ভালো।

৯| ২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

ফয়সাল রকি বলেছেন: সময় সত্যিই একটা ধাঁধা!

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৯

দীপংকর চন্দ বলেছেন: সহমত, নিশ্চয়ই আপনার সাথে সহমত পোষণ করছি।

ক্ষমাপ্রার্থনা করছি উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।

অনেক অনেক ভালো থাকবেন সবসময়।

এবং ‍শুভকামনা জানবেন, অনিঃশেষ।

১০| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ

সময়....সত্যিই এক কঠিন মাত্রা

+++

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০১

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা জানবেন, অনেক অনেক।

অনেক অনেক ভালো থাকবেন, সবসময়।

এবং সম্ভব হলে বিলম্বিত উত্তর প্রদানের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

১১| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

মেহবুবা বলেছেন: কেমন গভীর উপলব্ধি!
"সময় নেই অথবা সময়ের অভাব " বর্তমানে বহ উচ্চারিত এবং অপ্রিয় কথা ।

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: একদম ঠিক বলেছেন, ‘সময় নেই অথবা সময়ের অভাব’!

আসলেই কেমন যেনো হয়ে গেলাম আমরা, এতো দ্রুত বদলে গেলো চারদিক!

অবশ্য কেউ কেউ ব্যতিক্রম হয়ে থাকলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা থাকছে স্বাভাবিকভাবেই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক অনেক ভালো থাকবেন সবসময়।

ক্ষমাপ্রার্থনা থাকছে উত্তর প্রদানের বিলম্বের জন্য।

১২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে আপনি অনিয়মিত। কিন্তু কিছুদিন ইত্তেফাক রাখতাম। আপনার ভালো কিছু লেখা পড়েছি ফার্স্ট পেইজে। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.