নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

সামু বিশ্ববিদ্যালয়

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২



রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র Somewherein এলাকায় সদ্য প্রতিষ্ঠিত সামু ব্লগিং বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগ চলিতেছে । ইতোমধ্যে নিম্নোক্ত বিষয়ে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হইয়াছেঃ

০.শিক্ষকদের শিক্ষকঃ

ব্লগার বিজন রয়

১.কম্পিউটার সাইন্সঃ

ব্লগার ইফতেখার ভুঁইয়া

২.সাইবার সিকিউরিটিঃ

ব্লগার আর্কিওপটেরিক্স ;)

এই বিভাগের প্রথম ছাত্রঃ ব্লগার রানার ব্লগ

এই বিভাগের দ্বিতীয় ছাত্রঃ ব্লগার মোঃ ইলিয়াস হোসাইন

৩.মুক্তিযুদ্ধঃ

ব্লগার চাঁদগাজী

৪.ফটোগ্রাফিঃ

ব্লগার সামিয়া

ব্লগার রাজীব নুর

৫.ইতিহাসঃ

ব্লগার আখেনাটেন

ব্লগার ঠ্যঠা মফিজ

৬.ব্যানোলজিঃ

ব্লগার কাল্পনিক_ভালোবাসা B-))

৭.পোয়েটিক্সঃ

অত্যাধিক পরিমানে আবেদন পড়ার কারনে পোয়েটিক ডিপার্টমেন্ট এ আপাতত কেউ নেই B-))

৮.সনেটোলজিঃ

ব্লগার সনেট কবি

এই বিভাগের প্রথম ছাত্রঃ ব্লগার হাবিব স্যার B-)

৯.সাধু ভাষাঃ

ব্লগার টারজান০০০০৭

১০.ভ্রমণঃ

ব্লগার জুন

ব্লগার সাদা মনের মানুষ

১১.অ্যডমিনোলজিঃ

ব্লগার জানা

১২.সাহিত্য ও গল্পঃ

ব্লগার শিখা রহমান

ব্লগার পদাতিক চৌধুরী

ব্লগার ল

ব্লগার কঙ্কাবতী রাজকন্যা

১৩.ওয়েপোনোলজিঃ

ব্লগার খায়রুল আহসান

১৪.রন্ধন, অংকন, চিন্তন এবং পরিবেশন বিদ্যাঃ

ব্লগার শায়মা

১৫.ধর্মতত্ত্বঃ

ব্লগার নতুন নকিব

১৬.সিনেমালজিঃ

ব্লগার রাজিন

১৬.অর্থনীতিঃ

ব্লগার ফেনা

১৬.এস্ট্রোলজিঃ

ব্লগার শহিদুল ইসলাম মৃধা

১৭.অপ্টিটিভওলজিঃ

ব্লগার সজিব আহমেদ আরিয়ান

১৮.অনুবাদোলজিঃ

ব্লগার কাওসার চৌধুরী

১৯.ভূতোলজীঃ

ব্লগার ইরাবতী (ভূতের পেত্নী) :D

২০.রিমাইন্ডারোলজিঃ

ব্লগার নূর মোহাম্মদ নূরু

২১.রাইমোলজিঃ

ব্লগার কি করি আজ ভেবে না পাই ;)

২২.টেটনোলজিঃ

ব্লগার মনিরা সুলতানা

২৩.ঢঙোলজিঃ B-))

ব্লগার সোহানী

ব্লগার শায়মা / অপ্সরা

২৪.লাইব্রেরিয়োলজিঃ

ব্লগার সুমন কর

২৫.জিএসোলজিঃ

ব্লগার আহমেদ জিএস

২৬.কৌতুকোলজিঃ

ব্লগার গিয়াস উদ্দিন লিটন

২৭.উইমেন্স স্টাডিজঃ

ব্লগার চঞ্চল হরিণী

ব্লগার নাইমুল ইসলাম

ব্লগার মনিরা সুলতানা

ব্লগার করুণাধারা

২৮.স্পোর্টস জার্নালিজমঃ

ব্লগার সামু পাগলা

২৯.এশিয়ান আর্ট এন্ড ক্রাফটঃ

ব্লগার মাইদুল সরকার

৩০.এডাল্ট এডুকেশন এন্ড মাস কমিউনিকেশনঃ

ব্লগার কাইকর

৩১.তুলনামূলক সাহিত্যঃ

ব্লগার জাহিদ অনিক

ব্লগার ঋতো আহমেদ

ব্লগার বিদ্রোহী ভৃগু

৩২.আন্তর্জাতিক সম্পর্কঃ

ব্লগার অপু দ্যা গ্রেট

ব্লগার টি-ভাইরাস

ব্লগার জাতির বোঝা

ব্লগার ঢাবিয়ান

৩৩.ঘন্টাকোলজিঃ

ব্লগার মিখু হোসাইন তিতু :D

৩৪.অলরাউন্ডারোলজিঃ

ব্লগার মোঃ মাইদুল সরকার :D

৩৫.দর্পণোলজিঃ

ব্লগার নীল-দর্পণ

৩৬.হ-য-র-ল-বঃ

ব্লগার নজসু =p~

৩৭.আচার্যোলজিঃ

ব্লগার পদ্ম পুকুর

৩৮.সঙ্গীতোলজিঃ

ব্লগার কঙ্কাবতী রাজকন্যা

৩৯.ট্রাম্পোলজিঃ

ব্লগার অপু দ্যা গ্রেট ;)

৪০. ফিল্ম মিডিয়া এন্ড ফটোশপোলজিঃ

ব্লগার রাজীব নুর

৪১.টেকনো গেজেটোলজিঃ

ব্লগার মিজভী বাপ্পা

৪২.প্রেমোলজিঃ

ব্লগার মো: নিজাম উদ্দিন মন্ডল ;)

৪৩.ছাত্র রাজনীতিলজিঃ

ব্লগার পাঠকের প্রতিক্রিয়া ! ;)

৪৪.কমেন্টোলজিঃ

ব্লগার মিথী_মারজান

৪৫.আদুলজিঃ

ব্লগার মোস্তফা সোহেল B-)




আরও বিষয় এ শিক্ষক নিয়োগের জন্য কমেন্টে আবেদন করার জন্য অনুরোধ করা হলো B-)


বি.দ্রঃ সবার নাম না দেওয়ায় দুঃখিত। যাদের নাম মনে এসেছে দিয়েছি। আপনার নাম পোস্ট এ পেতে বিষয় সহ কমেন্টে বলুন । পোস্ট আপডেট হইবে :)

মন্তব্য ২২৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (২২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা !
পয়েট্রি ডিপার্টমেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় হিমশিম খাবে !

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক বলেছেন।

ডিপার্টমেন্টখানা লইয়া কি করুম :D

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: হা হা হা... সামু ব্লগারদেরকে নিয়ে বেশ ভেবেছেন দেখা যায়! আরো অনেক নতুন বিভাগ খুলুন এবং নতুন নিয়োগ দিন! :)

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনিও কিছু নাম ও বিষয় দিন না :)

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: ১৪ নং বিভাগটির নাম রন্ধন, অংকন, চিন্তন এবং পরিবেশন বিদ্যা হলে আরো ভাল হতো বলে মনে হয়। :)

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

পরে এডিট করবো

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

সামিয়া বলেছেন: সাবু বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীদের শুভেচ্ছা, আশা করি তারা লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পেয়ে যাবেন।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত আপি :)

৫| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

হাবিব বলেছেন:




আমি শিক্ষক হতে চাই না......
আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র হিসেবে কাগজে কলমে স্বীকৃতি দেয়া হোক।
আমার শ্রদ্ধেয় শিক্ষক সনেট কবি যেহেতু শিক্ষকতা পেয়েই গেছে আমি তো ছাত্র হতেই পারি তাইনা?

বি:দ্র: আমি ভর্তি পরীক্ষায় বিশ্বাসী নয়, কারন প্রশ্ন আগেই ফাঁস হয়!

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: নামের শেষেে স্যার আবার শিক্ষক হবেন না :D

স্বীকৃতি সনেট কবির কাছ থেকে নিন না ;)

আমি ভর্তি পরীক্ষায় বিশ্বাসী নয়, কারন প্রশ্ন আগেই ফাঁস হয়!
:D :D :D

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

৬| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

বলেছেন: বঙ্গবন্ধু স্যাটেলাইটঃ
ব্লগার কলাবাগান১

বোহেমিয়ানিজমঃ
ব্লগার রাজীব নুর

সিনেমা রিভিউঃ
ব্লগার রাজিন

ধর্মতত্ত্বঃ
ব্লগার নতুন নকিব

ধর্মীয় চুলকানি ও ইসলাম বিদ্বেষঃ
ব্লগার ফরিদ আহম্মেদ চৌধুরী

তবে মুক্তিযুদ্ধ নিয়ে আমার আপত্তি আছে। চাঁদগাজী কি মুক্তিযোদ্ধা? তার কাছ থেকে মুক্তিযুদ্ধ শিখতে হবে কেন?


২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ

৭| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

ফেনা বলেছেন: ভাই আমি টাকা পয়সার সমস্যায় আছি। আমাকে কি বিশ্ববিদ্যালইয়ের ক্যাশ কাউন্টারে নিয়োগ দিতে পারবেন। আপনারে কিছু দিবানে। সেই টাকা দিয়ে ভাবিরে একটা শাড়ি কিনে দিয়েন আর সাইড ভাবিকে কিছু কস্মেটিক্সও কিনে দিয়েন। @আর্কিওপটেরিক্স



---হা হা হা হা হা ......

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাবি বা সাইড ভাবি দুইটাই নাই :-B

GF থাকিলেও থাকিতে পারে B-))

আপনারে বিবেচনায় রাখা হইল ;)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অর্থনীতি দেওয়া হইলো

৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

সাত সাগরের মাঝি ২ বলেছেন:

চমৎকার ভাবনা.......
নতুন হিসেবে আপাতত আর কিছু নাই বললাম

এমনিতেই যেদিন সেফ হইছিলাম সেইদিনই জেনারেল হইছি.... আর ক্যাচাল করবো না

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

কিছু বলুন না.....

৯| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: যদি এস্ট্রলজি বিষয়টি রাখেন তবে আমার কথা ভেবে দেখতে পারেন।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পরের এডিটে যোগ হইবে :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

১০| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

জুন বলেছেন: চিপাচুপা দিয়া আমারে রাকছেন তাইলে আর্কিওপটেরিস :|
যাক খুশী হৈলাম =p~

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: রাখুম না ক্যা B-)

তোমাকে তো রাখতেই হবে আপি ;)

১১| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: কবিতার ডিপার্টমেন্ট বাদ দেওয়া যায় না? প্রথম পেজে খালি কবিতা ছাড়া কিচ্ছু নাই B:-)

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ইহা বিবেচনায় রাখা হইলো ;)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: বাদ দিলাম ;)

১২| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো টপিক। শুভেচ্ছা থাকলো।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ইতিহাসের ডিপার্টমেন্ট এ স্বাগতম

১৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: ৪ নম্বর টায় আমাকে রাখতে পারেন।
ফোটোগ্রাফি তো আমি পারবো। পত্রিকাতে কাজ করেছি না ফোটোসাংবাদিক হিসাবে।
মানুষের মানবিক দিক গুলো জাগিয়ে তোলার ক্ষেত্রে আমার জুড়ি নাই।
মোটিভেট করতে পারি।
ব্র্যান্ডিং আমার চেয়ে সামুতে আর কে পারবে?

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে রাখা হবে :)

আসলে কোন বিষয়এ রাখবো তা নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলাম।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

১৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো।।। মজা পেলাম

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

১৫| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

আরোহী আশা বলেছেন: আমি ভর্তি হবো..........

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সকল শিক্ষার্থী সাদরে আমন্ত্রিত :)

১৬| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

আবু ছােলহ বলেছেন:



সিরিয়ালে নেই। ব্লগিং যা করি (পরিমানে নিতান্ত কম), তাতে না থাকারই কথা।

যাক, ধন্যবাদ, ব্লগারদের নিয়ে এমন সুন্দর আয়োজনে।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য :)

১৭| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

আরোহী আশা বলেছেন: সনেটোলজি তে ব্লগার হাবিব স্যারকে রাখা যেতে পারে

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: উনিও আপনার মতো ছাত্র হতে ইচ্ছুক

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

১৮| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা ,বেশ ভাল আইডিয়া । তবে সামুর মত একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মাত্র গুটিকয়েক বিভাগ এটা বড় বেমানান । যত দ্রুত সম্ভব বিভাগ বাড়াতে হবে , নতুবা মানবসম্পদের অবমূল্যায়ন বৈকি। মাননীয় শিক্ষক মহাশয়দের জানাই অভিনন্দন।

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

আপনিও কিছু বিষয় এর নাম দিন :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ওয়েলকাম টু সাহিত্য @ সামু ইউনিভার্সিটি :)

১৯| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: অপ্টিটিভওলজিস্ট - সজিব আহমেদ আরিয়ান

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: পরের এডিটে যোগ করা হইবে :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

২০| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: জনাব... শিক্ষকদের শিক্ষক পদে কোন পোস্ট আপনার বিশ্ববিদ্যালয়ে আছে কি না। থাকলে আমাকে নিয়োগ দিতে পারেন। কারণ ওই একটাই পদের জন্য আমি যোগ্য!!

হে হে হে ম........মমম হে হে হে .... হা হা হা ...

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার বিষয় যোগ করা হবে ;)

ধন্যবাদ :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: শুরুতেই দেখুন তো কার ডিপার্টমেন্ট ;)

২১| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

সাাজ্জাাদ বলেছেন: পয়েট্রি ডিপার্টমেন্ট কে আলাদা ইউনিভার্সিটি ঘোষনা দেয়া হোক।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও ভাবছি এ বিষয় এ।

পরে পোস্ট এডিট করবো :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড

২২| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

নতুন নকিব বলেছেন:



সাধুবাদ।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

আপনাকে ধর্মতত্ব বিষয়ে নিয়োগ করা হইবে :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কবে জয়েন করছেন??

২৩| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

আরোগ্য বলেছেন: সনেটোলোজিতে হাবিব স্যার নেই কেন?
কথাসাহিত্যিক রাজীব নুর ভাই, অনুবাদবিদ কাওসার চৌধুরী ভাই, গল্পাকার পদাতিক ভাই, ল ভাই। পদ্যের শিক্ষক আরো অনেক। ধর্ম বিষয়ও যোগ করুন , পরিবেশ পরিচিত , রাজনীতি ব্লগে সব আছে। সময় নিয়ে পোস্ট এডিট করুন।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পরবর্তী এডিট এ যোগ করা হবে :)

ধন্যবাদ

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড :)

২৪| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে রাখা হবে :)
আসলে কোন বিষয়এ রাখবো তা নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলাম।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ


অনেক শুকরিয়া।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ টু

২৫| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: ভালোই তো। আমার নাম গেল কোথায়??? একটু আগে দেখলাম এখন নেই...ভালই হলো.....জীবনটা পরিবর্তনশীল
কখনো কবি কখনো অকবি.....

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার নামটাও ছিলো।

কিন্তু বাকি কবিদের চাপে পোয়েটিক ডিপার্টমেন্ট এ লালবাতি B:-)

তাই বাদ দিতে হলো সকল কবিকে :(

কবিতা বাদে কোন ডিপার্টমেন্ট চান কবি???

২৬| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: ৩. ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩ ০

খায়রুল আহসান বলেছেন: ১৪ নং বিভাগটির নাম রন্ধন, অংকন, চিন্তন এবং পরিবেশন বিদ্যা হলে আরো ভাল হতো বলে মনে হয়। :)




না আরও আরও ক্যাটাগরী আনতে হবে এইখানে ..... :)


বলবো??? :) :) :)


তার আগে শোনো

ইরাবতী ভূতের বউ পেত্নী ইদানিং তার লেখা পড়ে মজা পাচ্ছি

তাকেও একটা শিক্ষক বা ছাত্রী পদ দেওয়া যেতে পারে


যেমন ভূতোলজী :)


তোমাকে পটরপটর বিদ্যালজী :)

হা হা হা হা

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা আপি আরও কি ক্যাটাগরি দিবো বলো :)

খায়রুল আহসান এর কারনেই পোস্ট এডিট করে ১৪ নং বিভাগের নাম চেঞ্জ করছি ;)

ভূতোলজি, পটরপটর বিদ্যালজী এড করা হইবেক বেইবি B-)

পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভূতোলজী যোগ হইলো :D

২৭| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: বেইবি!!!


আমি নাকি!!!!!!

থ্যাংক ইউ!!!!!!!!!!


নিজেকে বেইবীই ভাবতে চাই!


আমি বুড়ি হতে চাইনা মোটেও!!!!! :)

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমি নাতো কে ;)

তুমি বুড়ি হবে কেন B:-)

তুমিতো অষ্টাদশী বুড়ি :-P থুক্কু খুকি B-))

২৮| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

শায়মা বলেছেন: অষ্টাদশী!!!!!

:) :) :)


হি হি

ইহা দেখে অট্টহাসি দিলাম খুশিতে......


বাট প্রথমে পড়েছিলাম অষ্টআশি!!!!!! X(( B:-)

মনে হয় চমশা লাগবে আমার! :(

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: চশমা নিয়ে নাও।

তোমারতো মাইনাচ ৮৮ লাগবো B-))

যে যেটা সে তো সেটাই দেখবে :P

তা ষোড়শী চলবেক নাকি :-B

২৯| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বিজ্ঞপ্তি প্রকাশকের নাম পেলুম না! কেমনে কী!

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: লেখকই আপনার কাঙ্খিত পরাকাশক ;)

৩০| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: না না আমি কানা হয়ে গেলেও চশমা পরতে চাইনা। :(

চশমা পরে নাচবো কিভাবে? :( :( :(

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হুম হাচা কতা কইচো ডিয়ারলিং :-B

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ওই শামা ঢঙোলজির ক্লাস কবে থেকে নিবা ;)

৩১| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

মনিরা সুলতানা বলেছেন: দারুণ তো ;
আমি পোস্ট পড়ে মন্তব্য পড়ে মজা পাচ্ছি । দেখি আর কি কি আসে ।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ওনেক কিচুই আচবে B-))

আপনার নামটাও ছিলো পোয়েটিক ডিপার্টমেন্ট এ।

অত্যাধিক কবির চাপে ডিপার্টমেন্টটা এখন ব্ন্ধ।

৩২| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

ফোয়ারা বলেছেন:

ওরেব্বাস, ফাটাইয়া দিলেন তো...... =p~


সাইকোলজিঃ আর্কিওপটেরিক্স।

ভাইজান মলম লাগান, তুক্কা আপডেট লাগান..... :P

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি :D

আমি সাইকো হতি পারি কিনতুক সাইকোলজি সোমভব না B-))

৩৩| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

ফোয়ারা বলেছেন:

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯ ০

লেখক বলেছেন: তাই নাকি :D

আমি সাইকো হতি পারি কিনতুক সাইকোলজি সোমভব না B-))


সাইবার সিকিউরিটি তুমি হইবেনা। তুমি ভাইজান মলম পার্টির লোক। :-/

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

থ্যাংকুশ :)

আহেন কোলাকুলি করি

আপনিই তো আমার সাথে মলম লাগান :P

৩৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: শিক্ষকের পদ মন্দ নয় তবে পদোন্নতি হলে পোষ্টগুলো কি হবে?

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: ইহা তো ভারি চিন্তার কথা :D

৩৫| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং, ব্লগিং প্লাটফরম ও ব্লগিং কম্যুনিটি ইউনিভার্সিটি'র ভুমিকাই পালন করছে আজকের সময়ে; বাংগালীদের জন্য সামু জ্ঞানের পরিবর্ধন ও জ্ঞানকে রিফাইনের সুযোগের সৃষ্টি করেছে। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো থেকে হ্যাংলা ধরণের লাইটওয়েট গ্রেজুয়েট বের হচ্ছে, সামু এদের সাহায্য করার কথা।

কিছু ব্লগার সময়ের সাথে, তেমন কিছু শিখছেন না; এদের অনেকের শুরুর দিকের পোষ্ট ও ২/৩ বছর পরের পোষ্টের মান প্রায় একই রকম।

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার সাথে একমত

৩৬| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: আর যে যাই বলুক চাঁদগাজীভাইয়া অনেক শিখেছে ব্লগ থেকে।

হা হা হা হা তার কমেন্টের গতীধারা তাহাই বলে।

তবে তাহার কাছেও আমার শিক্ষা কম নহে!

কেমনে না পাত্তা দিতে হয় এবং না পাত্তা এবং নো হিংসা টু এনিওয়ান!

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কি হিংসা হয় :P

উনি তো লেজেন্ডারী ব্লগার।

অনেক কিছু শেখা যায় উনার পোস্ট এবং কমেন্ট থেকে।

৩৭| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

আখেনাটেন বলেছেন: ইতিহাসের...বেশ! :D

চাঁদগাজী বলেছেন: কিছু ব্লগার সময়ের সাথে, তেমন কিছু শিখছেন না; এদের অনেকের শুরুর দিকের পোষ্ট ও ২/৩ বছর পরের পোষ্টের মান প্রায় একই রকম। --হাচা কথা। ডাইনোসরের উত্তরসুরী কি বলেন এ ব্যাপারে?

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: কেটি পেরি, বিবি রেক্সা চলবে ;)

আমিও উনার সাথে একমত

৩৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সনেট কবি বলেছেন: নিয়োগ পেয়ে আনন্দ হচ্ছে। ছাত্রও দারুণ। এমন পোষ্ট প্রদানের জন্য আপনাকে জানাই নিরন্তর শুভেচ্ছা।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ সনেটোলজির অধ্যাপক

৩৯| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এইটা কোন লিস্টি হলো
মুখ'দা ছুটে গালি;
রাইমোলজি কে পড়াবে
আইসা তোমার শালি?

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি :-B

রাইমোলজিতে কবির আতিশয্যে লালবাতি জ্বলিতেছে !

কাইলি জেনার বউ হলে তো কেন্ডাল জেনার শালী হবে ;)

৪০| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেন্টাল ও ডেন্টাল ডিপার্টমেন্টদ্বয় যথাক্রমে শায়মা'পু ও ভৃগুদারে দেয়া হোক।
আর টেটনোলজির ডিন মনিরা'পু কে করা হোক।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বিবেচনায় রাখা হলো

৪১| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যেমন বিদ্যালয়
ছাত্র তার তেমনি.
শিক্ষক নিয়োগে
নাক গলায় ঢেমনি!!

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত :)

৪২| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শান্তি প্রতিষ্ঠার জন্য কবা-টারজান জুটিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে হনারারি 'ডক্টর অব পিস' উপাধিতে ভূষিত করার সুপারিশ করছি।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D

৪৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঢঙোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শায়মা'পু না সোহানী'পু সে নিয়ে ভোটপোল করা যেতে পারে..........

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সাথে সামিয়া আপুও থাকবে :)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড :)

৪৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আখেনাটেন বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: শান্তি প্রতিষ্ঠার জন্য কবা-টারজান জুটিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে হনারারি 'ডক্টর অব পিস' উপাধিতে ভূষিত করার সুপারিশ করছি। --হা হা হা। কি করি ও হাকাকে সমাবর্তনের দুই সঞ্চালক করলে ক্যামন হয়। :P

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

৪৫| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওয়েপনোলজিতেও শায়মা'পুই অধিক যোগ্য। তাহার দু'ধারি জীভের বিষ আনবিক শক্তি কমিশনের রিসার্চের বিষয় বটে।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তা শামা আপুকে বেতন দিবে ক্যাডা

৪৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আখেনাটেন বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: শান্তি প্রতিষ্ঠার জন্য কবা-টারজান জুটিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে হনারারি 'ডক্টর অব পিস' উপাধিতে ভূষিত করার সুপারিশ করছি। --হা হা হা। কি করি ও হাকাকে সমাবর্তনের দুই সঞ্চালক করলে ক্যামন হয়। :P

লেডিস হলের প্রভোষ্ট আমি হবো না আপ্নে? জলদি...........কাকু কিন্তু সিরিয়ালে

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: লেডিস হলের প্রভোস্ট হিসেবে নিয়োগের জন্য ভোট হইবে ;)

৪৭| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @আখেনাটেনঃ 'খালেদা জিয়া' দ্যা ডটার অব ডেমোক্রেসি থিসিসখানার দায়িত্ব হাকা দেয়া যাইতে পারে..........

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

৪৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

আখেনাটেন বলেছেন: লেডিস হলের প্রভোষ্ট আমি হবো না আপ্নে? জলদি...........কাকু কিন্তু সিরিয়ালে -- হা হা হা। এ জিনিস আপনার কাকু মনে হয় না কাউরে হাতছাড়া হতে দিবে। :P

তাছাড়া কাকুর পেছনেও কিন্তু লম্বা লাইন। আপনের আমার কোনো চান্স নাইক্কা। |-)

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা হা

সবারই পরী চাই তাই না B-))

৪৯| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
মারহাবা !!!!


এখন সব মাষ্টারগুলোর কাছে,তালিম নেওয়া লাগবো ;) ;)

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

তালিম নিতে থাকুন ;)

৫০| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

সুমন কর বলেছেন: সবাই দেখি নিজের পদ নিজেই চেয়ে চেয়ে নিচ্ছে.............

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনিও একখানা পদ নিন না :D

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে একখানা পদ দেওয়া হইলো

৫১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমন করকে উমমমম,,,
লাইব্রেরিয়ানের পদে ভূষিত করা যেতে পারে। তিনি অন্যতম সেরা পাঠক। অবশ্য যদি না আহমেদ জিএস ভাই দাবী না করেন তবেই............

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত B-)

৫২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এবার আসেন সামুকসু'র প্যানেল নিয়া ভাবি,
২টা পদ বিনা প্রতিদ্বন্দিতায় প্রি ফিক্সড।
জিএসঃ আহমেদ জিএস
মহিলা বিষয়ক সম্পাদকঃ গিয়াস উদ্দীন লিটন

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: মহিলা বিষয়ক সম্পাদকঃ গিয়াস উদ্দীন লিটন
=p~ =p~ =p~

৫৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আখেনাটেন বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: @আখেনাটেনঃ 'খালেদা জিয়া' দ্যা ডটার অব ডেমোক্রেসি থিসিসখানার দায়িত্ব হাকা দেয়া যাইতে পারে..... -- তা আপনার কাকু কি দোষ করল? এ আমি কিছুতেই মানতে পারুম না। X((

বরং উনাকে আপনার কাকুর সহকারী (তথ্য সরবরাহকারী, আপনার কাকু আবার তথ্যে খুব একটা বিশ্বাস করেন না তাই একজন ভালো সহকারী দরকার। এক্ষেত্রে হাকা হাছা-মিছা তথ্যের অতলান্তিক মহাসাগর জানেন নিশ্চয়) বানালে আমার পূর্ণ সায় থাকবে।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: কাক্কু B-))

৫৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।১, উইমেন্স স্টাডিজ - চঞ্চল হরিণীআপু, নাইমুল ইসলামভাইয়া , মনিরা সুলতানাআপু ও করুণাধারাআপু
২, তুলনামূলক সাহিত্য -ঋতো আহমেদভাইয়া, কবি জাহিদ অনিকভাইয়া ,ভৃগুভাইয়া

৩- স্পোর্টস জার্নালিজম -সামু পাগলা

৪- এডাল্ট এডুকেশন এন্ড মাস কমিউনিকেশন ব্লগার কাই কর

৫- আন্তর্জাতিক সম্পর্ক - ব্লগার অপু দ্যা গ্রেট , ব্লগার টি-ভাইরাস , ব্লগার জাতির বোঝা ও ঢাবিয়ান ভাইয়া।

৬ -এশিয়ান আর্ট এন্ড ক্রাফট - মাইদুল সরকার ভাইয়া।


২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ :)

পরবর্তী আপডেট এ যোগ করা হবে।

আপনাকে কমেন্ট এ জানাবো আপডেট এর পরে :)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড :)

৫৫| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সোহানী বলেছেন: ঢঙোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শায়মা'পু না সোহানী'পু সে নিয়ে ভোটপোল করা যেতে পারে..........

আই কি কইচ্ছি!!!!!

সকল পদপ্রার্থী এবং পদাধিকারীদের প্রানঢালা শুভেচ্ছা। এবং প্যানেলে ঘোষনাকৃত নামদ্বয়ের প্রতি পূর্ণ সমর্থন রইলো।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্ত ঢঙ করো কেন কিউট পচা আপু ;)

তোমাদের দু'টোকেই ঢঙোলজি সাবজেক্ট এ পিএইচডি দেওয়া হইবেক B-)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড :)

৫৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

রানার ব্লগ বলেছেন: আমাকে কারো ছাত্র বানিয়ে দিন

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগার আর্কিওপটেরিক্স  এর ডিপার্টমেন্ট এর প্রথম ছাত্র হিসেবে আপনাকে ডুমুরের ফুলের শুভেচ্ছা B-))

৫৭| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

মিখু হোসাইন তিতু বলেছেন: ঘন্টা বাজানোর চাকরীটা দিবেন...!

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ঘন্টাকোলজি ডিপার্টমেন্ট এ স্বাগতম :D

পরবর্তী আপডেটে যোগ হইবে :)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড :)

৫৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

বোকামানুষ বলেছেন: আমি সামু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হতে চাই ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে জানাবেন :) :D

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: রোসো রোসো....

কোন ডিপার্টমেন্ট এ ভর্তি হইতে চান......

কমেন্টান :)

৫৯| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স বাপস!! আপনার পোস্ট দেখে ব্লগে আসতেই হলো। জীবন কাটছে পড়িয়ে আর শেষমেশ ব্লগে এসেও মাস্টারি। :P

ডিপার্টমেন্টগুলো পছন্দ হয়েছে। পোস্টের কমেন্টগুলো খুবই মজার। ব্লগার 'ল' আর 'পদাতিক চৌধুরী'কে সাহিত্য ও গল্প ডিপার্টমেন্টের অধ্যাপক করে দিন। আমি লেকচারার হিসেবে থাকবো। :) ছাত্রছাত্রী ভর্তি হলে জানাবেন অবশ্যই। জালিবেত রেডি করে রাখবো। :P

আমাকে মনে রাখার জন্য এত্তো ধন্যবাদ আর ভালোলাগা। :``>> ভালো থাকুন প্রাচীন পক্ষী। ভালোবাসা আর শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিতো আপনাকে অনলাইনে দেখে আপনার সর্বশেষ পোস্ট এ কমেন্ট ও করেছি এই পোস্ট নিয়ে।

আমি জানি আপনার প্রোফেশন এর ব্যাপারে :)


ছাত্রছাত্রী ভর্তি হলে জানাবেন অবশ্যই

তখন নতুন পোস্ট দিতে পারি।


আমাকে মনে রাখার জন্য এত্তো ধন্যবাদ আর ভালোলাগা

মনে তো থাকবেই। লেখাই লেখকের পরিচয় :)


ভালো থাকবেন।

৬০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স ওহহ!! পোস্টটা প্রিয়তে নিলাম। আমাকে লেখায়, আমি নিজে ছাড়া, আর খুব কম মানুষই রাখে। আমি অভিভূত।

ভালো থাকুন। দেখা হবে গল্পে-কবিতায়। শুভকামনা নিরন্তর!!

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: পুনরায় আগমনে প্রীত হলাম।

শুভকামনা রইলো :)

৬১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৪

উম্মে সায়মা বলেছেন: আমি কবিতা শিখবার চাই :-B গল্পও 8-|

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: তাইলে রাইমোলজি বা গল্পলজি ডিপার্টমেন্ট এ ভর্তি হয়ে যান :)

৬২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:



সামু ব্লগিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে একটি বিভাগের একমাত্র প্রফেসর হিসাবে নিজেকে দেখিতে পাইয়া বড়ই প্রীত হইলাম। চাকরির এ অকালে বিনা চাচা-মামু-খালু-নেতা আর ভাইটামিন (টেহা) ছাড়া এত বড় একখান পদ মোর পাইয়া চিত্ত জুড়িয়ে গেল। এজন্য মহামান্য ভিসি মহোদয় 'আর্কিওপটেরিক্স'-কে ধন্যবাদ জানাচ্ছি। কবে নিয়োগপ্রাপ্ত হইবো আর বেতন ভাতা কেম্বা হইবেক তা জানিতে পারিলে বর্তমান বিশ্ববিদ্যায়ের চাকরিটা ছাড়িতে প্রস্তুতি শুরু করিতে সচেষ্ট হইতাম।

ধন্যবাদ, ভিসি স্যারকে।  

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ।

আমি ভিসি এইডা আপনি কোনে থেইকা পাইলেন :-B

অচিরেই নিয়োগ অভিযান সমাপ্ত হইবে ;)


বেতন আলোচনা সাপেক্ষে B-))

৬৩| ২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধন্যবাদ, সহব্লগার। আপনার পোস্টের বিষয়বস্তুতে নতুনত্ব আছে।
ভালো থাকুন সব সময়। আপনার জীবন হোক অনিন্দ্য সুন্দর। শুভ কামনা সব সময়।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: অত্যন্ত সুন্দর মন্তব্য করার জন্য প্রীশু B-)

ভালো থাকবেন :)

৬৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

প্রথমেই ধন্যবাদ।

সেই মহাপোস্ট তবে এলো। সত্যি সুন্দর কাজ দেখিয়েছেন।

অলরাউন্ডার বিভাগ খোলা হলে আমাকে রাখা যেতে পারে যদিও একটি বিভাগে আছি।
+++++++++++++++

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

তাহলে ধরেই ফেললেন ইহাই উহা :D


অলরাউন্ডারোলজি বিভাগ খুলব নাকি ;)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড B-)

৬৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

টারজান০০০০৭ বলেছেন: সাধু ভাষায় শুধু একলাই আমি আছি দেহা যাইতেছে !! একেলা কি একখানা ডিপার্টমেন্ট চালানো যায় ?কয়েকজন সুন্দরীরে নিয়োগ দিলে হইতো না ? ;)

একজন দিলে অবশ্য হইতো না ! একের অধিক হইতে হইবে যেন , মিটু আন্দুলুন না কইরা শিটু আন্দুলুন করে !!! :P

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তা আপনের কারে চাই কন B:-)

এমুন ভাবে নিয়োগ দিতি গেলি কিছু মালপানি ছাড়তি হবি B-))


তা কয়ডা লাগবো সাধুবাবা টারজানের :P


আপনের কতা হুনে তো মনে হচ্চে আমার ডিপার্টমেন্ট এ ও ললনার অভাব :D

৬৬| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: হা হা হা ..... আমাকে এমন এক জায়গায় বসিয়ে দিলেন যে সবার চেয়ে আমার দায়িত্ব বেশি। একটু এদিক-ওদিক হলেই আমার মান থাকবে না। তাই আমাকে সদা সতর্ক থাকতে হবে!!

এখন দেখতে থাকি যার যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেগুলো ঠিক মতো পালন করছে কি না।
কেউ যদি দায়িত্বে অবহেলা করে তো আমাকে জানাতে ভুল করবেন না।

একটি সুষ্ট ও সুস্থ জাতি গড়ার দায়িত্ব শেষ পর্যন্ত শিক্ষকদেরই নিতে হয়।

পোস্ট প্রিয়তে।

আর এই পোস্ট দেওয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে তো ওখানেই মানায় :)


একটি সুষ্ট ও সুস্থ জাতি গড়ার দায়িত্ব শেষ পর্যন্ত শিক্ষকদেরই নিতে হয়।

একমত।


আপনাকেও প্রীশু :D

৬৭| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

নীল-দর্পণ বলেছেন: আমাকে কি একটা পদে নিয়োগ দেওয়া যায়? 8-|

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পরবর্তী আপডেটে আপনাকে দর্পণোলজি দেওয়া হইবেক B-)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড B-)

৬৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

নজসু বলেছেন:



কোন পদ ফাঁকা আছে কি? :D

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কোন পদ চান কইয়া ফ্যালান ;)

৬৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

নজসু বলেছেন:



আমি হেড অফ দ্য হ-য-র-ল-ব ডিপার্টমেন্ট হতে চাই। B-)

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পরবর্তী আপডেটে উক্ত ডিপার্টমেন্ট দেওয়া হইবে :D

৭০| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

নজসু বলেছেন:



=p~ =p~ =p~

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড B-)

৭১| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

পদ্মপুকুর বলেছেন: আচার্য হইতাম চাই!! পারুম নি?

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কেনু পারুম নি ;)

আচার্যোলজি ডিপার্টমেন্ট এ স্বাগতম B-))

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড B-)

৭২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

করুণাধারা বলেছেন: সঙ্গীতোলজি: কঙ্কাবতী রাজকন্যা।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পরবর্তী আপডেটে যোগ করা হবে :)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড B-)

৭৩| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

ফেইরি টেলার বলেছেন: এইযে ভাইরা ৬৫ নং এ কি হচ্ছে টা কি 8-|

নিয়োগদতা ও নিয়োগপ্রাপ্তদের কনগ্রেটস !

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: হেঁ হেঁ একটুক পোকেট ভারি করণ চলচে B-))

থ্যাংকুশ ;)

৭৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


ইয়েস এবার ট্রাম্পের সাথে দেখা করা আমাকে ঠেকায় কে । এই বার তার সাথে মধ্যপ্রাচ্য বিষয় নিয়ে আলোচনা করে সব ঠিক করে ফেলব ।


যাইহোক একজন কি এক ডিপার্টমেন্টেই থাকেবে । ডাবল ডিপার্টমেন্টে যাওয়ার সুযোগ নাই ? ;) ;)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আছেতো B-)

ট্রাম্পোলজি বিভাগে স্বাগতম :D

৭৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

মনিরা সুলতানা বলেছেন:
২২.টেটনোলজিঃ

ব্লগার মনিরা সুলতানা


এই সব পোষ্ট নিখাদ মজা করার জন্য ই দেয় হয়; সবাই ট্যাঁট্যাঁ আনন্দিত হয় , আনন্দ পায় । আমি নিজে ও যথেষ্ট মজা নিয়ে ই পোষ্ট উপভোগ করছি -

কেবল জানতে চাচ্ছি এই ক্যাটাগরির মানে যা যদি বুঝিয়ে দিতেন ? এবং আমাকে এই ক্যাটাগরি তে ফেলার কারন ?


অগ্রিম ধন্যবাদ :)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও জানি না B-))

ব্লগার কি করি আজ ভেবে না পাই কে জিগান B-)

৪০ নং কমেন্ট দেখুন :D

৭৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



তাইলে এবার খেলা হবে B-) B-)


সব নিয়ন্ত্রন করে ফেলবো

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেহ ! পোস্ট আপডেট দিতেই সব নিয়ন্ত্রন শুরু করলেন নাকি :P

একটু পোস্টখানা পড়েই দেখুন B-))

৭৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২২

পদ্মপুকুর বলেছেন: আমি তো আচার্য, আমার উপ্রে কথা কইবো ক্যাঠায়? /:)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

কে আবার আপনে ;)

খিক খিক B-))

৭৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

মিখু হোসাইন তিতু বলেছেন: এত তুরতুর করছেন কেন,
পাগলা ঘন্টা বাজাইয়া দিমু কিন্তু।।।।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

আগে পালাই তারপর বাজায়েন ;)

৭৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

শামিম অমি বলেছেন: অপূর্ব !!!!!!! ২০১০-২০১১ তেও এই রকম সুপার লিস্ট ছিলো। ধন্যবাদ আপনাকে।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :D

সুপার লিস্টের ব্যাপারটা কি?

৮০| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

শামিম অমি বলেছেন: আপনি ২০০৯-২০১০ এর সময়ের ব্লগারদের লিস্ট এর কিছু পোস্ট পড়লেই পেয়ে যাবেন।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা :)

৮১| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ফিল্ম কিডিয়া, ফটোশপ, ফটোগ্রাফি এই বিষয় বিভাগ হিসেবে যোগ করেন৷ এই বিষয়ে রাজীব নুর ভাইকে রাখা যায়৷

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পরবর্তী আপডেটে যোগ করা হবে :)

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড B-)

৮২| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

মিজভী বাপ্পা বলেছেন: আমি নাই :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: কোন ডিপার্টমেন্ট চাই B-)

৮৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মিজভী বাপ্পা বলেছেন: কবি-সাহিত্য আর টেকনো গেজেট দিয়া দেন ;)

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পরবর্তী আপডেটে যোগ করা হইবে B-))

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দেওয়া হইলো :D

৮৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি রে ব্যাটা! আমার নাম কই? তোদের ভার্সিটিতে আমি হামলা চালামু...:P


সামুর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্ররাজনীতি করমু আর প্রেম করমু। গাজী পাজির কোন টাইম নাই।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রেমোলজি ডিপার্টমেন্ট এ স্বাগতম ;)

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তা বাবা একোন তো ডিপার্টমেন্ট পাইলা.....

এবার তোমার জিজি হাদিদ,কাইলি জেনার,সাফা কবীররে খুজো ;)

৮৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

পলাশবাবা বলেছেন: মুক্তিযুদ্ধ চাঁদগাজী।। ওটা তো দল কানা সাইকোপ্যাথ ।
বীরঊত্তম উপাধি প্রাপ্তদের নাম জিজ্ঞাস করেন .। .।। শুধু আওয়ামীপন্থীদের নাম বলবে .। লল ।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধইন্যাপাতা B-))

৮৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না না না! আমার দুইটা পোস্টই চাই। টপ সিক্রেট(আমার অনেক দিনের শখ ব্লগে প্রেম করবো। :P)

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা বাবা B:-/ তুমি একবারেই সব চাও তো তাই না :P

দেওয়া হইবেক B-)


ব্লগে প্রেম করবে না.... দুষ্টু ;)

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: সবার তো দু দুখানাই চাই ;)

দিলাম দুটো ডিপার্টমেন্ট :P

গুইন্যা লইয়ো B-))

৮৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

রানার ব্লগ বলেছেন: আপনার ছাত্র হয়ে নিজেকে ধন্য মনে করছি, শুভেচ্ছা দিলেন ভালো কথা তাই বলে ডুমুরের ফুল ??? আমার পছন্দ বেলি ফুল !!

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা বাবা বেলি ফুলই সই ;)

একটু মজা আরকি B-))

৮৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
মজার তো!
তবে স্যরি টু সে,২২ নং টা আমার হিসাবে মেলেনি।
মনিরা সুলতানা আপুর ব্যাক্তিগত এবং লেখেলেখির ক্ষেত্রেও একটা আলাদা ইমেজ আছে ব্লগে।
টেকনোলজি বলতে তো মনেহচ্ছে ফানি বা সহজ ভাষায় যাকে বলে একটু ট্যাটনা বা পাকনা টাইপ কিছু।
এজন্য আমার হিসেবে মিলছেনা।
এছাড়া ওভারঅল খুব মজার।
ও! আচ্ছা! নিয়োগ বা ভর্তি সবই কি শেষ নাকি সামু বিশ্ববিদ্যালয়ে?
হা হা।
আমি কমেন্ট করতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি তাই কমেন্টোলজিতে থাকতে চাই।:)

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

আপনিও ৪০ নং কমেন্ট দেখুন :D

নাহ্ ভর্তি শেষ নয় B-)

কমেন্টোলজিতে স্বাগতম :)

পরবর্তী আপডেটে যোগ করা হবে :)

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে মনিরা আপুর জন্য আপনিও একখানা ডিপার্টমেন্ট এর নাম দিন না ;)

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্ট আপডেটেড B-)

৮৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

মোস্তফা সোহেল বলেছেন: আমি সামু ব্লগের আদু ভাই :D

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: আদুলজিতে স্বাগতম ;)
পরবর্তী আপডেটে যোগ করা হবে :)

০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আদু ভাই পোস্ট আপডেটেড :D

৯০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

মোঃ ইলিয়াস হোসাইন বলেছেন: আমাকে আপনার বিভাগের ছাত্র বানানো যাবে কি? তাহলে মন দিয়ে ছাত্রামি করতাম

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন নয় :)
পরবর্তী আপডেটে যোগ করা হবে :)

সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে স্বাগতম :)

৯১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

মোঃ ইলিয়াস হোসাইন বলেছেন: দুঃখিত আমি এসব বিষয়ে কিছুই জানিনা যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে লেখক সহ সকলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। দয়া করে। এটাই আমার আশা!!! 8-|

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা একটা ফান পোস্ট :)
আপনি কিছুই ভুল বলেন নি....
তাই ক্ষমার প্রশ্নই উঠে না ....

আপনি তো ব্লগে নতুন। তাই এ ধরনের পোস্টের সাথে আপনার পরিচয় নেই।

ব্লগিং চালিয়ে যান :)

৯২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

মোঃ ইলিয়াস হোসাইন বলেছেন: ধন্যবাদ শিখিয়ে দেওয়ার জন্য। সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে আমাকে গ্রহন করার জন্য আবারো ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন :)

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টটি আবার পড়ুন তো !
আপনাকে নিলুম আমার বিভাগে :)

আপনার জন্য ব্লগীয় হেল্প পোস্টঃ
সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)

শুভ ব্লগিং :)

৯৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

বলেছেন: ভিসি স্যার,

আমার নিয়োগ লেটার টা আজই পেলাম
জয়েন করতে আরো কিছুদিন লাগবে
দেরী হওয়াতে কোন অসুবিধা হপে না আশাকরি।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ওক্কে ;)

৯৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

রাকু হাসান বলেছেন:


প্রেমোলজি,আদুলজি হাহাহাহহাহাা B-)

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

খিকজ B-)) B-)) ;)

৯৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সনেট কবির সুযোগ্য ছাত্র হাবিব স্যার !!
পোস্ট প্রিয়তে নিতে বাধ্য করলেন আপনি। ধন্যবাদ জানবেন।

সবগুলো পদ ভালো লেগেছে। আবারো ধন্যবাদ।


০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৯৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই পোস্ট প্রিয়তে আছে। মাঝে মাঝে চোখ বুলায়। কমেন্ট গুলো পড়ে হাসি থামাতে পারিনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক পুরনো একটা পোস্টের কথা মনে করিয়ে দিলেন !

আমিও একচোট হেসে নিলাম :)


সামনেও এমন কিছু করবার আশা করি :)

ভালো থাকবেন....

৯৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: এই পোস্ট খুব মজার ছিল!!

আমাকে অনেক উপরে তুলে দিয়েছিলেন।

আপনি কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.