নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেটের গতি ও নৈতিক অবক্ষয়

০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২



২ জিবি ৩০ টাকা, নতুন সিম কিনলে ১০ জিবি ফ্রি, মাত্র ৫ টাকায় পাচ্ছেন সারাদিন ফেসবুক প্যাক। এই লাইনটা পড়ে আপনার ধারনা কি হয়? আপনি মনে করেন ভালোই তো ! এত কম টাকায় স্মার্ট থাকা যাবে..... না এটা আসলে ভালো নাকি মন্দ তা নিয়ে আলোচনা করা যাক।

ধরুন আপনি ২ জিবি কিনলেন ২ দিনের জন্য। এই দুইদিনে আপনি এই ২ জিবি কিভাবে ব্যবহার করবেন? আপনি যা ইচ্ছাই করেন না কেন আপনাকে বড় কোনো ফাইল নামাতেই হবে। না হলে দুইদিন পর উক্ত প্যাক শেষ হয়ে যাবে।
এখন, একজন কম বয়সী ছেলে রূপম এর কথা ধরা যাক। তার একটা এ্যনড্রয়েড মোবাইল আছে। সেও উক্ত প্যাকটি কিনলো। তারপর ব্যবহার করতে শুরু করলো। প্রথম দিন সে শুধু ফেসবুকে ও ইন্সটাগ্রামে সময় কাটালো। কিছু মেগাবাইট শেষ হলো। পরের দিন দেখলো ১.৭ জিবি এখনো আছে। তখন রূপম কি করবে??

Let's make a list:
1.Won't do anything.Let the pack expire.
2.Browse some sites and let the pack expire.
3.Use Youtube....
4.Download a Movie.....
5.Download pdf and tutorials related to education.
6.Download some Games
7.Download some Software
8.Download Music
9.Video chat....
10.Download Porn...

রূপম উপরের লিস্টের যেকোনোটা করবে। কিন্তু বর্তমানে খারাপ কাজে ব্যবহার করাটাই বেশি। যদি সে পিসি ইউজার হতো তবে উইন্ডোজ আপডেট দিতেই উক্ত প্যাক শেষ হয়ে যেতো। এখন এই ২ জিবি যে ২ দিনে একজন সাধারণ মোবাইল ব্যবহারকারীর শেষ হবে না তা সিম কম্পানিতো জানেই, রূপম নিজেও জানে। কিন্তু কিশোর মন তো ! সে শেষ করেই ছাড়বে। এমনটাই করে বর্তমান তরুণ সমাজ। ২ কম হলে ২ জিবির জায়গায় ৩,৪,৫,৬ দিয়ে দেখুন!


ফলে আমাদের তরুণ সমাজ ইন্টারনেটের গতির সাথেই অশ্লীলতার দিকে ঝুঁকছে। আপনারা বলতে পারেন ২জিবি আবার ২ দিন লাগে নাকি শেষ করতে?
আমার তো ১ ঘন্টাও লাগে না ৩,৪ জিবি নামাইয়া ফেলি। আরে আপনি কি রূপমের বয়সী নাকি? বাসায় ব্রডব্যান্ড দিয়া ধুমাইয়া নামান।

2G-3G-4G-5G এ ধারা চলতেই আছে। আচ্ছা 3G দিয়ে কি সব চলে না?? কি আছে 4G তে? কিছুই না জাস্ট স্পীড বেশি তাই না!
আর 4G দিয়ে একটা স্কুল কলেজ পড়ুয়া ছেলে করবেইটা কি???
সাথে আছে কম টাকায় বেশি ইন্টারনেটের লোভ। কিন্তু শর্ত একটাই মেয়াদ কম। এভাবেই আমাদের সমাজে প্রসার ঘটছে অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের।

ফেসবুক নাকি ব্রাউজিং ফ্রি। শুধু প্রোফাইল পিকচার বাদে কোনো ছবি দেখতে মেগাবাইট লাগে। মেসেনজার তো ফ্রি।
মেসেনজারে মেসেজিং ফ্রি থাকলেও কথা ছিলো। ছবি পাঠানোও ফ্রি। অপারেটররা আবার এ নিয়ে প্রচারও করে।

আচ্ছা উপরের রূপমের কথাই আবার ধরা যাক। মেগাবাইট না কিনেই সে শুধু মেসেনজার ও ফেসবুক নিয়ে পড়ে থাকে। এসময় আসলে সে কি করতে পারে???
সে প্রেম করতে পারে এবং অতঃপর অশ্লীল ছবির চালাচালি......

এবার আপনাদের মনে হতেই পারে যে লোকটার চোখে কি ইন্টারনেটের কালো দিকটাই চোখে পড়ে??
আমার উত্তর হচ্ছে না। ভালো দিকটাও চোখে পড়ে। সে বিষয় অন্য পোস্টে.....

বি.দ্রঃ এগুলো আমার নিজের ব্যক্তিগত মতামত।

মন্তব্য ৬৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

স্রাঞ্জি সে বলেছেন:
গভীর ভাবনার একটি পোস্ট তুলে ধরেছেন। ইন্টারনেট গতি যত বাড়তেছে। তত কিশোর পোলাপান দিস্তা দিস্তা ডাউনলোড করে মজা নেয়। এমন সংখ্যাটা বেশি।

শিক্ষা নিয়ে কয়জন ঘাটে। কিন্তু এ থেকে বের হওয়ার উপায় নাই। ভার্চুয়াল হল পানির মত বন্ধ করলেই বিকল্প ধারা খুঁজে নিবে।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রথম মন্তব্যর জন্য..... ;)

কিন্তু কে করবে এর প্রতিকার
কেউই না করলে আমি লড়বো
এই মোর অঙ্গীকার।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রথম মন্তব্যের জন্য চায়ের ব্যবস্থা করতে হয় ইহা জানেন না।

আপনার অঙ্গীকার পূর্ণ হোক।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চা দিবো না :P

আসলে চার্জ নাই......

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

স্রাঞ্জি সে বলেছেন:
লাগব না। আপনার ধন্যবাদ মাথায় নিলাম।

এত পাষান ক্যান আন্নে.....

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা বাবা লন....


টানে সবাইকে, কাউকে বাঁধনে জড়ায় না...... ;)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

মাকার মাহিতা বলেছেন: নৈতিক অবক্ষয় আজ চরমে, দু-বছরের বাচ্চা পোলাপানকে ইউটিউবে কার্টুন না দেখালে ভাত খায় না? ওরা ৫ মাসেই বুঝে যে ওটা মোবাইল। কি হবে জানি না। কেমনে হবে...


আপনার পোস্টে অনেক কিছু জানতে পারলাম। আসলে ওরা কি করছে, গতি বাড়ছে আর অবক্ষয় হচ্ছে। কি হবে জানি না।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: জানার জন্য ধন্যবাদ :)

বাচ্চার এ অভ্যাস ত্যাগ করাতে হবে...

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

রাকু হাসান বলেছেন:

আপনার ভাবনা সুন্দর । সরকার ইন্টারনেট সহজলভ্য করে একটি জিনিস বেশি হয়েছে । সেটা হলো নেটে নোংরা জিনিসের চর্চা বাড়া । ফেসবুক সেলিব্রেটি বেড়েছে । সস্তা বিনোদন দেওয়া,নেওয়ার প্রবণতা বেড়েছে । অথচ চাইলেই যে কোনো কিছু শেখা যায় ,জানা যায় । অধিকাংশ ব্যবহারকারী সে সবের ধারে কাছেও নেই ্

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

ইন্টারনেটই সমাজের পচনের কারন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

নয়া পাঠক বলেছেন: প্রত্যেক পিতা-মাতা / অভিভাবকের উচিত মোবাইল তার বাচ্চাদের দেওয়ার আগে রেসট্রিকটেড মোড চালু করে তবে দেওয়া উচিত, অথবা প্যারেনটাল কন্ট্রোল সফটওয়্যার একটিভ করে তবেই দেওয়া উচিত। আর পাশাপাশি নীতি ও নৈতিকতা এবং নোংরামি বা ইন্টারনেটের ক্ষতিকর বিষয়গুলো বুঝিয়ে বলা উচিত। এছাড়া মাঝে মাঝে তাদের মোবাইল নিয়ে তা চেক করা উচিত। সবচেয়ে বেটার হয় তাদের কোন মোবাইল ফিক্স করে না দিয়ে শেয়ার মোবাইল ইউজ করতে দেয়া। সর্বোপরি তাদের চোখে চোখে রাখা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার মতে একটা নির্দিষ্ট বয়সে মোবাইল দেওয়া উচিত। আর পিতা মাতার সচেতনতা দরকারী।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আগুন ছাড়া আমাদের একদিন ও চলে না তবে এই আগুন দিয়েই দাবানল করে দেওয়া সম্ভব, জানিনা ব্লগের মানুষ দাবানল সম্পর্কে কতোটা জানেন ! ইন্টারনেট সবার জন্য না, ব্লগে ইন্টারনেটের কল্যানে এমন মানুষ চলে এসেছে যারা ধর্ম নিয়ে খুনখারাবি করে ছেড়েছে - তার প্রমান বাংলাদেশে আছে । আপনার লেখার মুল সম্পূর্ণ ঠিক, যখন ১৪ টাকা মিনিটে কথা বলতাম তখনো ব্যাবসা কর্ম ঠিকই ছিলো, ইন্টারনেট ৪৫০ টাকায় ১ গিগা বাইট তাও ঠিকই ছিলো ।

বানরের হাতে বন্দুক থাকলে যা হয় = ?

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার সাথে একমত।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল একটি বিষয় নিয়ে লিখেছেন।
এই বিষয়টা দেখার দায়িত্ব সরকারের।অথচ সরকার এসব বিষয় নিয়ে উদাসীন।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন। মোবাইল ফোনের প্রতি মানুষের আসক্তি দিনদিন যেন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিটিআরসির তথ্যানুসারে, এই বছরের ফেব্রুয়ারিতে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ১৩ কোটি। তাদের মাঝে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৩১ লক্ষ যা জানুয়ারির চেয়ে প্রায় ১ লক্ষ বেশি।

গোটা পৃথিবী জুড়েই মোবাইল ফোনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মোবাইল অপারেটরদের সংস্থা GSMA এর এক জরিপ অনুসারে, মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা এই বছর শেষে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি অতিক্রম করবে।

3G এবং 4G নিয়ে মানুষের মাঝে কৌতুহল দেখা দিলেও 4G বলতে আসলে কি বোঝায় তা অনেকেই জানেন না। 3G এবং 4G প্রযুক্তির পার্থক্য কেমন এবং 4G প্রযুক্তি কিভাবে আমাদের উপকারে আসে তা আমরা তেমন একটা জানি না। মূলত তরুন-তরুনীদের কথা চিন্তা করেই মোবাইল কোম্পানীগুলো অফারগুলো দেয়।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ কাওসার ভাই :)

মোবাইলের অফারগুলোই সমাজকে ধ্বংস করছে।

আসুন সবাই মিলে এই অবক্ষয় রোধ করি।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মোবাইল-ইন্টারনেট আসলে একটা ধাপ্পাবাজি ব্যবসা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার সাথে একমত।
৫ টাকায় ১ জিবি আবার ১৭ টাকায়ও এক জিবি। এতেই বোঝা যায়...

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ গুলোতে এরকম হওয়াটাই স্বাভাবিক।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাজীব ভাই :)

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

নজসু বলেছেন:



মোবাইল অপারেটররা সবাই ধোকাবাজ।
অব্যবহৃত ডাটা পরের প্যাকেজে যোগ হয়না?
না হলে হওয়া উচিত।

ইন্টারনেট ছোটদের মিষ্টি জীবনটা ধ্বংস করছে।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বিদেশে মেয়াদ থাকে না।পাশের দেশ ভারতেই দেখুন।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

জোনেবেচচা১২ বলেছেন: মানুষ3জিএবং4জিসম্পর্কেকে্ভুত,কিন্তুতু4জিএরমানেনোনেননেনা。[url=https://www.newbecca.com]newbecca[/url]newbecca

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রযুক্তি সহজ লভ্য হবেই। তবে ওদের ঠিক রাখতে হলে আমাদের ছোট থেকে ধর্ম চর্চা করতে হবে। যাতে ভাল খারাপ ঠিক করে নিজেকে ঠিক রাখতে পারে...

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম ঠিক

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

হাবিব বলেছেন: ইন্টারনেট ফোরজি আর নৈতিকতার অবক্ষয় ফাইভ জি

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

নীল আকাশ বলেছেন: সব কিছুর একটা সীমা থাকে। এদেরও থাকা উচিত। ডাটা প্যাক বিক্রি করার নামে এরা যা করে বেড়াচ্ছে সেটা আসলে দেখার কেউ নেই। বিটিআরছি তে সবাই বসে বসে ঘুমায়। কেন গেটওয়ে গুলিতে ফিল্টার বসিয়ে এইসব পর্ণ সাইটে ঢুকতে দেয়া কন্টোল করা হয় না? সবচেয়ে মজার বিষয় হলো, গ্রামীন বা রবি থেকে তাও কিছু কিছু পর্ণ সাইটে ঢুকা আটকানো কিন্তু টেলিটক ইন্টারনেট দিয়ে যেকোন পর্ণ সাইটে ঢুকতে পারবেন।

মোবাইল ফোনের প্রতি মানুষের আসক্তি দিনদিন যেন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিটিআরসির তথ্যানুসারে, প্রায় প্রতি বছরই এই সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই সব ডাটা বেশির ভাগই মোবাইলে ব্যবহার করা হয়।

প্রত্যেক পিতা-মাতা / অভিভাবকের উচিত মোবাইল তার বাচ্চাদের দেওয়ার আগে রেসট্রিকটেড মোড চালু করে তবে দেওয়া উচিত, অথবা প্যারেনটাল কন্ট্রোল সফটওয়্যার একটিভ করে তবেই দেওয়া উচিত। আর পাশাপাশি নীতি ও নৈতিকতা এবং নোংরামি বা ইন্টারনেটের ক্ষতিকর বিষয়গুলো বুঝিয়ে বলা উচিত। এছাড়া মাঝে মাঝে তাদের মোবাইল নিয়ে তা চেক করা উচিত। সবচেয়ে বেটার হয় তাদের কোন মোবাইল ফিক্স করে না দিয়ে শেয়ার মোবাইল ইউজ করতে দেয়া। সর্বোপরি তাদের চোখে চোখে রাখা।

তবে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি ১৮ বছরের নীচে কোন ভাবেই টাচ স্ক্রীনের মোবাইল বাচ্চাদের দেয়া উচিত নয়। বাবা মাই যদি নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে শুধু এই সব মোবাইল কম্পানি গুলি কে দোষ দিয়ে লাভ কি? সরকারই তো এদের সব কাজে প্রশয় দিয়ে যাচ্ছে অনৈতিক কাজে.....

ভাল একটা বিষয় নিয়ে লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইল!

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

কেউ তো আর কিছু করে না... পিতামাতাও আসক্ত....

বর্তমানে সবাই VPN চেনে....

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেসবুক , ব্লগ, ইউটিউব ছাড়াও নিষিদ্ধ সাইটে ঢুকে পড়ে বালক, তরুন, যুবক আর তখন দ্রুত এমবি, জিবি শেষ হয়ে যায়।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: কিন্তু সবাই দেখেও দেখে না.....

মন্তব্যর জন্য ধন্যবাদ :)

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

নতুন বলেছেন: আপনি যেই ভাবে বলেছেন সেটা অবশ্যই একটা বিষয়।

কিন্তু ইন্টারনেটের যে ক্ষমতা সেটা ভালো দিতে ব্যবহারের ব্যাপারে ছেলেমেয়েদের উতসায়িত করতে হবে।

সেটা স্কুলে শিক্ষা দেবার সময়, বিভিন্ন এস্যাইনম্যেন্ট দিতে হবে যেটা নেট থেকে তাদের নিতে হবে।

ইন্টারনেট বিরাট একটা ক্ষমতা যেটা সবার হাতে আছে... এই তথ্য ভান্ডার ব্যবহার করতে পারলে দেশের উন্নয়ন জোড়দার হবে।

একটা কথা আছে... information is money.

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

আসলে ইন্টারনেটের ব্যবহার মানুষের মানসিকতার উপর নির্ভর করে....

ভালো মন্দ সবই নিজের হাতে....

তাই আমাদের সকলের উচিত ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করা।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন কিন্তু এখনকার পোলাপাইন সব নষ্ট (খারাপ) হবার দলে। তবে যে কেউ চাইলে এর সদ্ব্যবহার করতে পারে। সেটার দিকে নজর দিতে হবে।

মেসেনজার কি আসলে ফ্রি, সব অপারেটরে ?? এখনো ব্যবহার করি নাই। শুধু একদিন করেছিলাম, তাও ডাটা কিনে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকেই ভালো কাজে এটা ব্যবহার করছে....

হ্যাঁ ফ্রি। তাছাড়া 0.facebook.com সব অপারেটরেই চলে....

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

পদ্মপুকুর বলেছেন: সুন্দর বিষয়ের জন্য ধন্যবাদ। এখনকার সময়ে ইন্টানেটকে তো আর ব্র্যত্য করে রাখা যাবে না, তাই কি ভাবে এর ক্ষতিকারক দিকগুলোর প্রভাব মুক্ত থেকে ভালো দিকগুলো নেওয়া যায় সে দিকে নজর দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে অভিভাবকদের, বাসার বড়দের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ। কিন্তু অভিভাবকরা এ ক্ষেত্রে কাঙ্খিত ভূমিকা রাখতে পারছে না কারণ তারা নিজেরাই এতে আসক্ত। ফেসবুক, ইউটিউব, নিদেনপক্ষে নিউজ সাইটে আসক্ত।

গতকাল ক্যাম্পাসের এক সিনিয়র আপুর বাসায় গিয়েছিলাম। স্বামী -স্ত্রী দু'জনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন। তাঁদের দুই ছেলেমেয়েই সাউথপয়েন্টে পড়াশুনা করে। কিন্তু পারিবারিক পরিবেশ এতটাই নির্মল, এতটাই পরিচ্ছন্ন যে আট বছর আর সাত বছরের দুই বাচ্চা এখনও মোবাইলে কোনো আগ্রহ বোধ করে না। টিভিতেও নেই আসক্তি.... খুবই ভালো লাগলো দেখে।
আমার মনে হয়, মা বাবারা সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যায়।

ভালো থাকবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)
আসলেই সচেতনতাই মূখ্য.....
বাসার বড়রাও এই আসক্তির শিকার..... একমত

আপনার মন্তব্যর শেষাংশের মতোই পরিবারে নির্মল পরিবেশ প্রয়োজন।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১৭ টাকায় একজিবি দিলো কিছুদিন, এখন ২৬ টাকায় একজিবি। মেয়াদ যথাক্রমে এক মাস, এক সপ্তাহ। আমি বাংলালিঙ্ক এর কথা বলছি।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি সকল সিমের কথা বলছি :)

অপারেটরগুলো অনেক অফারই দেয় কিন্তু মেয়াদ কম....

মন্তব্যর জন্য ধন্যবাদ :)

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

বলেছেন: সুযোগের অপব্যবহার করতে কোন জাতি বেশি পটু ???

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বাঙালি

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০১

বলেছেন: হাহা,

সব চালাকের সেরা চালাক আমরা বাঙালি
হাঠে হাড়ি ভাঙতে জানি মেরা সুযোগ সন্ধানী!!

আমরাই চাকর আমরাই মুনিব
চোর কে বলি চুরি কর গৃহস্থকে বলি থাক সজাগ

আমাদের চেয়ে নয় কেউ এগিয়ে 'কুটকৌশলে'
হোক সে বড় জল্লাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর B-))

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

টারজান০০০০৭ বলেছেন: যায় দিন ভালো , আসে দিন খ্রাফ !! :(

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: একেবারে ঠিক.....
পুরোনো সেই দিনের কথা....

জেন আফা কেমুন আচে :-B

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

টারজান০০০০৭ বলেছেন: জেনরা খ্রাফ থাকেনা রে ভাইডি !! খালি জেনেরা আসার পরে টারজানরা রাজ্যহারা হইয়া যায় !

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ইশ ! রাজ্য হারা না ;)

রাজ্য নাই রাজকন্যা তো আছে B-))

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: যে জিনিসকে যেখানে ব্যবহার করা উচিৎ সেখানে ব্যবহার না করে অদরকারী কাজে ব্যবহার করছে। অপব্যবহার আর কি। আহা বাঙালী..... :(
আপনি অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। শুভ কামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: বাঙালী যে কবে শিখবে !

মন্তব্যর জন্য ধন্যবাদ :)

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




আসলে আমি ইন্টারনেট আমার কাজে ব্যবহার করী । কিন্তু ইউটিউব এ ঢুকলে হারিয়ে যাই । তখন আর কাজের কথা মনে থাকে না । বেশির ভাগ সময় কাটে বাতিল জিনিশ দিয়ে কি কি বানানো যায় সেটা দেখে । মহাকাশ গবেষনা করে । আরো কিছু আছে যা আমার জ্ঞান বাড়াবে । এখন ম্যাজিক শিখছি :D B-) :D B-) ;) ;)

তবে আমাদের ইন্টারনেট যতই দিন যাচ্ছে মানুষকে মানসিক ভাবে পশুতে রুপান্তর করছে । নীতি আর নৈতিকতা কে অনেক দূর ঠেলে দিচ্ছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ইন্টারনেটের শুভ কল্যাণকর দিকের শেষ নেই। তবে ইউটিউবে ঢুকলে হারিয়ে যাওয়াটা সমীচীন নয়।

শেষের লাইনের সাথে একমত :)

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

সামিয়া বলেছেন: সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ। কিন্তু এর সমাধানের তো উপায় নেই ভাই--------

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্ট দিতে দিতেই চলে আসলা...
খুবই খুশি হলাম :)

আসলেই সমাধান বড়ই দুষ্প্রাপ্য :(

২৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

আফসানা মারিয়া বলেছেন: আমি এই অবস্থায় পড়েছিলাম, জিবি থেকে যায় অথচ প্রত্যেক রাতে টাকা খরচ করে অটো রিনিউড। এত্তগুলা জিবি যে খরচ করা যাবে না এটা আমরাও জানি কোম্পানিগুলাও জানে। তবুও ব্যাবসার খাতিরে এই বোকা বনে যাবার খেলা।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তারা জেনেই এরকমটা করে....
পুরোটাই ব্যবসা ছাড়া কিছু নয়...
কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম.....

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১:০০

কালীদাস বলেছেন: ড্যুড, এটা খুবই লেইম এক্সিকিউজ পর্ণ এডিকশনের জন্য নেটের স্পিডকে দায়ি করতে। আপনার কাছে রেডিওএকটিভ ম্যাটেরিয়ালস থাকলে সেটা দিয়ে মেডিকাল পারপাস ইউজ করা যায়, এগ্রিকালচারে ইউজ করা যায়। কেউ বোম ফাটালে সেটা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালসে দোষ না বরং সেটা সম্পূর্ণরুপে ইউজারের রেসপন্সিবিলিটি। কয়েকটা পয়েন্ট বলি:

১। একজন কি সাইজের ডেটা প্যাকেট কিনবে এটা প্রথমত তার প্রয়োজনের উপর নির্ভর করে ঠিক করবে। নেটের দাম যতই কমুক, অপচয় করার মানসিকতা থাকলে সেটার জন্য ব্যান্ডউইডথের দাম দায়ি না, ব্যক্তি দায়ি। যদি আন্দাজ থাকেই যে এত ডেটা দরকার নেই, তো ইনস্ট্যান্ট প্যাকগুলো ইউজ করলেই হয়। বা এক্সেস ডেটা নষ্ট হোক প্রয়োজন না থাকলে, ক্ষতি কি?

২। আচ্ছা ধরলাম এক্সেস ডেটা রয়ে গেছে। থাকলে সেটা ব্যয় করার জন্য পর্ণই একমাত্র সল্যুশন? এটা কোন ধরণের লজিক? দুনিয়ায় আর কিছু নেই নেটে? আবার ১ নাম্বার পয়েন্ট চলে আসে উত্তরে।

৩। বা গেল না হয় ফেসবুকে। গত নয়বছর ধরে ব্লগে ক্যাটক্যাট করে আসছি, বাঙালির ব্যান্ডউইডথ মেইনলি যায় ফেসবুকে। এটার লজিক কি? আমি এমন পাবলিকও দেখেছি এককালে যে কিনা কম্পিউটার ফিজিকালি অন পর্যন্ত করতে পারেনা, মাইক্রোসফট ওয়ার্ড বের করতে বললে হা করে চেয়ে থাকে। কিন্তু বললে ফেসবুকের উপর বই লেখতে পারবে। দেশকে ডিজিটালাইজেশন এজন্য করা হচ্ছে?

৪। ডেটা প্যাক থাকলে পর্ণ দেখুক আর ডেটা কিনে পর্ণ দেখুক, পর্ণ এডিকশনের অন্যতম কারণ বাংলাদেশের জন্য হচ্ছে নৈতিকতার অভাব (বাসা থেকে এবং পরবর্তীতে জুনিয়র স্কুল লেভেলে পায়না আর আগের মত) এবং সায়েন্টিফিকালি সেক্সুয়াল ওরিয়েন্টেশনের শিক্ষা না পাওয়া। সেটার সমাধান না করে এভাবে প্রোভাইডারদের দোষ দেয়াটা প্রোপার জাজমেন্ট না আমার চোখে।

আমি জানিনা আপনার উল্লেখ না করা নেটের ভাল ব্যবহারগুলো এই পয়েন্টগুলোর এগেইনস্টে যায় কিনা :)

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে অনেকক্ষণ ধরেই কালীদাসের বিচরণ টের পাচ্ছিলাম ;)
পরে দেখি একখানা বিশাল কমেন্ট :D

ওকেই, লেটস কাম টু দ্যা পোস্ট.....
ড্যুড, এটা ঠিক যে কোনো কিছুর ব্যবহার, ব্যবহারকারীর উপর নির্ভর করে । একজন শেফ ছুরি দিয়ে রান্না করেন তো, আরেকজন করে খুন X((
এবার আপনার পয়েন্টগুলোতে আসিঃ

১.বর্তমানে বাংলাদেশে গ্রাহকের ইচ্ছানুযায়ী কোন প্যাকটা আছে বলতে পারবেন? যাতে মেয়াদ ও টাকার অংকের সামঞ্জস্য আছে.....
এমন প্যাকও আছে রাত ১১টায় কিনলে ১ দিন কিন্তু ১২টা ১ মিনিটে কিনলে ২ দিন মেয়াদ থাকে....

২.আমি এখানে একজন অল্পবয়সী নেটে কি কি করতে পারে তার লিস্ট দিয়েছি... নেটে কি আছে কি নাই আমিও জানি, আর আপনিও জানেন....
আর আমি শুধু ওই দিকটা হাইলাইট করিনি.... তবে সহজলভ্যতা ম্যাটারস...

৩.বাঙালির ব্যান্ডউইথ কিসে যায় দেখতে Alexa এর র্যাংকিং দেখুন ;)

৪. অবশ্যই নৈতিক শিক্ষার অভাব রয়েছে.... কিন্তু প্রোভাইডারদেরও দোষ আছে....
কম টাকায় বেশি নেট কিন্তু মেয়াদের বেলায় ঘন্টা বা দিন....
পোলাপান সারাদিন নেটেই থাকে.....

আমার নেটের কল্যাণকর দিক নিয়ে পোস্ট আসলেই এর উত্তর পাবেন....

নাউ মাই টার্নঃ
A. আচ্ছা 4G তে ফেসবুকের কোন জিনিসটা ফাস্ট লোড হবে??? (4G দিয়া পাসওয়ার্ড ডিকশনারি নামানো যে কি ফাস্ট তা আমি জানি B-) )
B.5 gb কিনে কি কি নামানো যাবে কয়েকদিন মেয়াদ থাকলে???? (পিসি না ফোনে)
C.4G এসে নামানো বাদে কি লাভ??? গুগল, ব্লগ ফাস্ট লোড হয় তাই না..... ( লাভই লাভ ;) )
D.টিকটক দিয়া কি করে?????
E.ইন্টারনেট এসে বই পড়া অনেক বেড়েছে তাই না :D

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

কালীদাস বলেছেন: ৩ নাম্বার পয়েন্টে আর আপনার টার্ণের পয়েন্টগুলাতে পুরাই হাতে হারিকেন ধরায়া দিছেন আমারে :(( :(( আলেক্সা চেক করে লজ্জা পাইলাম নিজের জানায় সীমাবদ্ধতায় :( থ্যাংকস :)

ফোর জি, ফাইভ জি, যেগুলোই সামনে আসুক না কেন, মানুষ নতুন টেকনোলজি দিয়ে পুরানটাকে সবসময়ই রিপ্লেস করে আসছে। আজ থেকে ২০ বছর আগেও মানুষ টেলিগ্রাম ইউজ করত; এখনকার জমানার অনেকে এই জিনিষের নামও শুনেনি ;) টু জি, থ্রি জি একসময় হারিয়ে যাবে এজন্যই। আমাদের ডাউনলোডের রিসোর্স কম বলে তো দুনিয়া এক জায়গায় স্হির থাকবে না :( তাছাড়া আমাদের নৈতিকতা আমাদের পর্ণের দিকে টানে বলে আপনি নতুন টেকনোলজি এভয়েড করতে পারেন না।

প্রোভাইডারদের বড় দোষ যেটা দেয়া যায় সেটা হল তারা কোন সাইটে রেস্ট্রিকশন রাখছে না। এখানেও প্রশ্ন থাকে। জানিনা আপনার মনে আছে কিনা, ডায়ালআপ ইন্টারনেট যখন ছিল (এমনকি হাফ-ডে ব্রডব্যান্ডগুলোরও অনেকে), প্রোভাইডাররা অনেক সাইট ব্লগ করে রাখত; আমি এমনকি বিবিসি ব্লক করে রাখতেও দেখেছি। পয়সা দিয়ে ল্যাংড়া নেট কারোরই পছন্দ করার কথা না। তবে অবশ্যই পর্ণসাইট সার্ফিং এর মধ্যে পড়ে না। বাইদ্যাওয়ে, নেট বা ফেসবুক গভর্নমেন্ট যতবার ব্লক করেছে পাবলিকের আহাজারিটা কেমন ছিল সেটা ভুলে যাবেন না যেন :P

তবে প্রোভাইডারদের ফেভারে একটা পয়েন্ট রয়ে গেছে, হারামী ফোনের দালাল ভাইবেন না আবার আমারে :( প্রথমে একটা এক্সাম্পল দেই: লাইকা মোবাইল নামে এটা ভার্চুয়াল মোবাইল কোম্পানি দুনিয়ার অনেক দেশে কঠিন ব্যবসা করে। এদের জনপ্রিয়তার কারণ এরা পে এজ ইউ গো-এর অপশন এখনও রেখেছে, যেটা বলতে গেলে কোন মেজর টেলিকম প্রোভাইডারই রাখে না। এদের নিজেদের ইনফাস্ট্রাকচার নেই, বিভিন্ন দেশে বিভিন্ন রিয়েল নেটওয়ার্কের সাথে চুক্তিতে চলে, যেকারণে এরা এটা করতে পারে, কারণ ট্যাক্সের কন্ডিশন ফিজিকাল নেটওয়ার্ক না থাকলে বেশ রিলাক্সড অনেক দেশেই। সেকেন্ড পয়েন্ট হল, বর্তমানে ফোনের ইউজ অনেক কমে গেছে ওয়াইফাইএর কারণে। কেউ চাইলে কেবল ইন্টারনেট প্যাকেজ দিয়েও সবার সাথে ইজিলি কম্যুনিকেট করতে পারবে। আপনি দেখেন, একজন বিল দিতে চায় না ফোন/ম্যাসেজের জন্য নেটে সস্তায় কাজ চালানোর জন্য বা দুই জায়গায় টাকা না খরচ করার জন্য, এখন নেটের প্যাকেজে যদি টাইম রেস্ট্রিকশন না দেয়, প্রোভাইডারদের সিম্পলি লালবাতি জ্বালাতে হবে। কমবেশি সবাই এজন্যই প্যাকেজগুলোর দাম এরকম বিশ্রি রকমের রাখে। এটা শুধু বাংলাদেশে না, কমবেশি অনেক দেশেই সেইম অবস্হা। নেটে যদি পে এজ ইউ গো অপশন চালু করতে হয়, মোবাইল কোম্পানিগুলো (প্রোভাইডাররা) ব্যাপক রিসেশনে চলে যাবে সারা দুনিয়াতেই।


যাউকগা!! গোড়ার সমস্যাটা না কাটলে এখন ফোর জির জায়গায় কোন জি না দিলেও লাভ হবে না :P যে পর্ণ এডিক্ট, সে অল্টারনেটিভ এরপরও বের করতে পারবে। বা গুলিস্তানে হলের সামনে "মামা লাগব নাকি" আবার হয়ত চালু হবে।

নেটের ভাল দিকের এক্সাম্পল দেবেন, সেই পোস্টের অপেক্ষায় থাকলাম :)

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ৩ নাম্বার পয়েন্টে আর আপনার টার্ণের পয়েন্টগুলাতে পুরাই হাতে হারিকেন ধরায়া দিছেন আমারে
আব তো বুঝমে আয়া কালিদাস ভায়া ;)

Telegram এখনো মানুষ ব্যবহার করে... End to end encryption ওয়ালা এ্যাপ B-))
আপনি মনে হয় ব্যান্ড সম্পর্কে জানেন না... 2G, 3G same প্রায় সেম ব্যান্ড...
4G আলাদা..... তাই 2G হারাবে না :)

আহারে.. ডায়ালাপ :D :D কতো কি যে ব্লক ছিলো :(( :((
নেটে কোনো সাইট বা ফেসু ব্লক করলে VPN,TOR,P2P network,DNS সহ কতো কি আছে...
পাবলিক সবই জানে B-))

গামীন থুক্কু হারামীফোনের দালাল X(( X(( আপনাকে না কিন্তু....
আপনি তো এটিএ্যান্ডটি এর ইউজার তাই না ;)
পে অ্যাস ইউ গো মনে হয় চলে বাংলাদেশে...

যাউকগা!! গোড়ার সমস্যাটা না কাটলে এখন ফোর জির জায়গায় কোন জি না দিলেও লাভ হবে না
=p~ =p~ =p~

জি এর পরে এফ দিলে দৌড়াবে :P

তবে কে এডিক্ট তা ;) ;)

৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

গরল বলেছেন: আমার মতে রেস্ট্রিকশন দিয়ে কোন কিছু কি আটকানো যায়? যেমন ধরুন দুনিয়ার সব দেশে সবচেয়ে রেস্ট্রিকটেড জিনিষ হল ড্রাগ, যেটা দুনিয়ার সব দেশেই নিষিদ্ধ সেটাও কিন্তু দেদারছে বিক্রি হচ্ছে ও খুবি সহজলভ্য এবং সবচেয়ে লক্ষনীয় ব্যাপার হল খুবি লাভজনক পণ্য বা ব্যাবসা এই ড্রাগ। এইবার আসেন পর্ণ এর কথায়, যে যুগে ইন্টারনেট ছিল না তখন কি পর্ণ সহজলভ্য ছিল না? নীলখেতে, গুলিস্তানে, ফার্মগেটে খুব সস্তায় এবং সহজলভ্য ছিল। ঢাকার নামিদামি সব সিনেমা হলে এক টিকিটে দুই সিনেমার নামে কি চলত তা কি আপনার জানা নাই। আপনি হয়ত ভালো ছাত্র ছিলেন বলে এসব জানতেন না কিন্তু আমার মত ৮০ ভাগ ছাত্রই তখন এসব জানত। আর ইন্টারনেটের রেস্ট্রিকশন আসলে কোন কাজ করে না, আপনি কি দেখেন নি যে সরকার যখন ফেসবুক বন্ধ করেছিল তখনও অনেকেই প্রক্সি ব্যাবহার করে ঠিকই ফেসবুক ইউজ করেছে।

এখন আসি ডেটা প্যাকেজ নিয়ে, দিনের ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টার মত থাকে পিক সময় যখন অফিস চলে। অতএব অফপিক আওয়ারে বা অলস সময়ে কিছু ইউজারকে উৎসাহিত করতেই এসব প্যাকেজ। কারণ মোবাইল কম্পানীগুলো কিন্তু ডেটা কিনে না, তারা কিনে ব্যান্ডউইথ বা স্পীড। সবকিছুকে ব্যালেন্স করে চলাটাই বা চলতে পারাটাই হচ্ছে স্মার্টনেস আর এর জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। কোন রেস্ট্রিকশন দিয়ে সব কিছুর সমাধান করাটা সবসময় কোন কার্য্যকরিব্যাবস্থা না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: রেস্ট্রিকশান দিয়ে কোনো কিছু আটকানো যায় না এটা ঠিক বলেছেন।
আমি একজন নিতান্তই সাধারণ মানের ছাত্র। তবে এসব বিষয়ে তেমন জানতাম না।
প্রক্সি, ভিপিএনসহ নানান সিস্টেম ব্যবহার করে বাইপাস করা যায়। এটাও ঠিক বলেছেন।

আসলে নৈতিক শিক্ষাই মূখ্য ভূমিকা পালন করতে পারে।

সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

*সামুর নোটিফিকেশনজনিত সমস্যার কারনে দেরিতে উত্তর দেওয়ায় দুঃখিত.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.