নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

একটি কলম

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২০


মি একটি কলম। সাদা কাগজের মাঝেই আমার জীবনটা কেটে গেল। রঙিন দুনিয়াটা আর দেখতে পেলাম না। আমার বাসা অর্থাৎ কলমদানির একটা কলম একবার রঙিন কাগজে ঘুরে এসেছিলো। এসে বললো, " কি এক দুনিয়া গো ভাই ! সবুজ, লাল, নীলে ভরা "। ও বরাবরই ভাগ্যবান। আমার থেকে দিগুণ কালি ধরে। আর আমি ! প্রায় কালি শেষ হয়ে যাওয়া এক বৃদ্ধ কলম হয়ে পড়ে আছি।

আমার জীবনের শুরুটা বড্ড মনে পড়ে ! যখন আমার ভেতরে কালি পোরা হলো তখন থেকে শুরু হলো আমার জীবন। আরো আরো কলমের সাথে আমাকে নতুন প্যাকেটে করে দোকানে পাঠিয়ে দেওয়া হলো। আমার কি মজা ! এতগুলো বন্ধু পেয়েছিলাম যে !

তারপর এলো বিচ্ছেদ কাল। একজন মস্ত ভদ্রলোক আমাকে পছন্দ করলেন। অতঃপর এই কলমদানিতে আশ্রয়। টেবিলের ওপরের এক কোণায় আমার অবস্থান। সাথে ছিলো আরো কলম। কেউ নতুন কেউবা পুরোনো। এই নিয়ে আমাদের কলম পরিবার।



আমাদের মধ্যে দামি কলম যেমন ছিলো তেমনি ছিলো আমার মতো পাঁচ টাকা দামের কলম। তবে সবাই মিলমিশ করে থাকতাম। আমাদের ক্রেতা আমাদের সব্বাইকে ব্যবহার করতেন। ফলে কলমের আসা যাওয়া চলতেই থাকলো। শেষে দাঁড়ালাম আমি আর ঐ কলমটা। বাকি সবাই নতুন। কারো কালি রঙিন,কারো মাথায় আলো জ্বলে !

কাগজের সাথে আমার পরিচয়টা ঘটে নথিপত্রের মাধ্যমে। তারপর বাজারের লিস্টি, প্রেমপত্র, মা- মরা চিঠি, সইসহ যাবতীয় কাজে আমি ব্যবহৃত হয়েছি। আমার মাধ্যমে যে লেখাগুলো লেখা হতো সেগুলো আমি বুঝতে পারতাম। মানবজীবন বড়ই জটিল এক অংক। মিলেও মেলে না। তারই কিছুটা ছাপ পড়ে লেখায়।

এই দুনিয়ায় কিছুই অসীম নয়। আমার কালি ফুরোলো, একটি আখ্যান কাগজে রয়ে গেল.......

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

পবিত্র হোসাইন বলেছেন: অনেক সুন্দর.....
কলমের আত্মকাহিনী পড়ে পুরনো কথা মনে পড়লো তাই পুরোনো ছবি।


২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায় :D এই জিনিস :D :D

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

২| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


শিশু ব্লগার

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বুইড়া ব্লগার

৩| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট পড়ে আনন্দ পাচ্ছি না, ভাবতে হচ্ছে না, স্বপ্ন দেখা হচ্ছে না, রোমান্চিত হচ্ছি না, আবেগ অনুভব করছি না, চিন্তিত হচ্ছি না, বিস্মিত ও হতাশ হচ্ছি বেশীরভাগ সময়ে।

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ঠিক বলেছেন। ব্লগের অবস্থার সাথে আমার পোস্ট সমানুপাতিক।

৪| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



বিসিএস পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্রে সাহায্য করার চেষ্টা করছেন?

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বিসিএস নিয়ে মাথাব্যাথা নেই।

৫| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মাধুকরী মৃণ্ময় বলেছেন: এই দুনিইয়ায় কিছুই অসীম না । ভালো বলেছেন।

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

৬| ২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: এখন সবাই কি বোর্ডে লিখতেছে :(
কালি কলম অবসোলিট হয়ে যাচ্ছে মনে হয় :(
বাজারের লিষ্টিটাও ইদানীং ম্যাসেঞ্জারে দেই :`>

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: হারিয়ে যেতে সময় লাগে না...

আর্কিওপটেরিক্সের মতো সবকিছুই একদিন বিলুপ্ত হবে। থাকবে না কালির গন্ধ, কাগজের সুবাস। সবখানে ডিজিটাল ঘ্রাণ !!

জীবন আজ মুঠোফোনের মুঠোয়।

পাঠে কৃতজ্ঞতা আপুনি :)

৭| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: কলমের আত্মজীবনী।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক তাই !!

৮| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:০৭

আরোগ্য বলেছেন: কলম কীর্তন বেশ।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরোগ্য ভাই :)

৯| ২৫ শে জুন, ২০১৯ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: আমার ছোটবেলায় কলমের আছে এক মজার ইতিহাস! আমি আমার বাবার সোনার নিব বসানো কলম আর মায়ের গোলাপী ঢাকা দেওয়া সিলভার কালারের জাপানী কলম ব্যবহারের তক্কে তক্কে থাকতাম! যখনই সুযোগ পেতাম ঢাকনা খুলে আঁকিবুকি আর মা রই রই করে তেড়ে আসতেন.......

তাতে কি সারাজীবন কেউ কখনও কোনো কিছুতেই আমাকে আটকাতে পেরেছে বলো! যা একবার ভেবেছি করবো তো করেই ছেড়েছি ..... কাজেই ...... :P

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কলম দিয়ে আঁকিবুঁকি তো করতামই সাথে কলম মুখে নিয়ে জিভ কালো করে ফেলতাম। তখন আমার জিব্বুটা এমন দেখতে লাগতোঃ :P। তখন মাম্মা তেড়ে আসতেন। বলতেন সাবান দিয়ে জিভ ধুঁতে হবে :(( :(

আমাকেও আটকাতে পারেনি আপুনি। নতুন নতুন খেলনা গাড়ী কিনে আনার দিনেই ফিনিশ হয়ে যেতো :D

১০| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:০৫

বলেছেন: শিশু ব্লগারের কলমের আত্মকাহিনীতে ভালো লাগলো ----------------------

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বুড়ো ব্লগারের কমেন্ট পড়ে কমেন্ট করা কবিকে শুভেচ্ছা :P

১১| ২৫ শে জুন, ২০১৯ রাত ৯:১০

মুক্তা নীল বলেছেন:
ভাইয়্যু ,

পোস্ট পড়ে ভাবছিলাম একটা সুন্দর মন্তব্য করব । কিন্তু
২ নং মন্তব্য ও প্রতিমন্তব্য পড়ে , আমি হাসছি ,,,
মন্তব্য পাওনা থাকলো ।

২৮ শে জুন, ২০১৯ রাত ১২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ২ নং মন্তব্যকারী রসিক মানুষ :D

পাওনাটা এবার চোকানো যাক B-)

১২| ২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৪

করুণাধারা বলেছেন: মানবজীবন বড়ই জটিল এক অংক। মিলেও মিলে না কলমসাহেবের দার্শনিক এই উক্তির সাথে সহমত পোষণ করে প্লাস দিলাম।

২৮ শে জুন, ২০১৯ রাত ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: প্লাসখানা কলম দিয়ে দিলে খুশি হইতাম #:-S

পড়ার জন্য অসংখ্য কৃতজ্ঞতা :)

১৩| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩২

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

২৮ শে জুন, ২০১৯ রাত ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২৪

মেঘ প্রিয় বালক বলেছেন: খুব ভালো লেগেছে কলমের জীবনচক্র।

২৮ শে জুন, ২০১৯ রাত ১২:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.