নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

এক লোকমা

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৭


কোনো এক রৌদ্রস্নাত দুপুর। সাদামাটা একটি বাড়ির কোনো এক ঘর।
প্লেট ভর্তি ভাত। সাথে সবজি এবং ডাল। এক লোকমা ভাত কেবল মুখে দেওয়া হয়েছে। দরজায় ঠক ঠক।

কে?
আমরা।
আমারা কে?
তোর বাপ!

দরজার ভাঙন এবং একটি ভাতের প্লেটের অনন্তকাল ধরে পড়ে থাকা.........

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:০২

কাওসার চৌধুরী বলেছেন:



এতো কালজয়ী কোন গল্পের শুরু...........
তারপর............!!

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এক লোকমা - ২

২| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:২১

বলেছেন: তারপর কি হলো.........

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এক লোকমা - ২

৩| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:৪২

অর্থনীতিবিদ বলেছেন: শেষ হইয়াও হইলোনা শেষ।

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শেষ হয়নাই।

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

৪| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুক্তি যুদ্ধের একটি ভয়াবহ ক্ষন,
আমাদের প্রিয় ভাই বোন, বাবা মা
হারানোর একটি আতন্কিত "অতীত সময়"
এর স্মৃতি জাগানিয়া মূর্তিমান দু:স্বপ্ন !!!

...................................................................................

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সময়টা বড্ড জটিল ছিলো !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

৫| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৮

আরোগ্য বলেছেন: অল্প শব্দে ব্যাপক পরিধি।

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দ সংখ্যা বেড়েছে তো !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

৬| ১৭ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

শুধুই কি এটা একটি গল্প নাকি হাজারও মর্মান্তিক সত্য ঘটনার একটি রূপ!





২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন কল্পনাকে হার মানায় !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

৭| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৭:০৭

ডঃ এম এ আলী বলেছেন: এক লোকমা কোথায়
এযে দেখি এক শানকি :)
খেয়ে দেয়ে মিছিলে
স্লোগানটি কি হবে !!?

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: শানকির ব্যবহার একেবারে কমে গেছে।

স্লোগানটা দ্বিতীয় অংশে দিইনি। তবে আসবে !!

চমৎকার মতামতের জন্য কৃতজ্ঞতা :)

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

৮| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪৭

রাজীব নুর বলেছেন: আহারে----

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনের কিছু গল্প কল্পনাকেও হার মানায় !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

৯| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অর্কি ভায়া এক লোকমা গল্প :)

+++

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভায়া বেড়েছে তো !!

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১০| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি !

১১| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৫

ভুয়া মফিজ বলেছেন: অণু-পরমাণু দিয়ে আর কতোকাল চলবে? যত্তোসব ফাকিবাজি!! :D

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: উ.. X(( তাহলে কি উপন্যাস লিখবো :P

১২| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দূর হ মাস্তানী।

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক কে দূর হয় !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১৩| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সর্টকাট চারদিকে!

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: লংকাট
দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১৪| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৫

তারেক_মাহমুদ বলেছেন: এর পরের অংশ নিশ্চয়ই ভয়ংকর কিছু?

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১৫| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: তারপর কী হলো ভাইয়া জি

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এই তো আপুজিঃ


দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১৬| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯

ঢাবিয়ান বলেছেন: পুলিশ এসেছে ?

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১৭| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪৬

সেতুর বন্ধন বলেছেন: সুন্দর প্রকাশ।

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১৮| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪৭

তারেক ফাহিম বলেছেন: মুক্তিবাহিনীকি দরজা ভাঙ্গে B-) না ধারনা ভুল।

অন্য কেউ আসছে হয়তো, প্রতিত্ত্যর বলবেন কি?

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধারণা আর বাস্তব কি হয় তা দেখা যাক !

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

১৯| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৮

মুক্তা নীল বলেছেন:
ভাইয়্যু ,
গভীর ভাবে ভাবতে হবে, পরবর্তী অংশটুকু কি হবে
বুঝতে পারছি না। উত্তর দিয়ে দিয়েন তাড়াতাড়ি।

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাবনা চিন্তা ছেড়ে দেওয়ার জন্য দ্বিতীয় অংশঃ

এক লোকমা - ২

২০| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৮

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




এক লোকমায় একটি কালজয়ী ইতিহাসের শুরুর চিত্রটা ‌এঁকে দিয়ে গেলেন।

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: খেল তো আভি বাকি হ্যায় মেরে ইয়ার ;)

দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

যদিও জানি আপনি ওটাও পড়েছেন B-))

২১| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৮

নীল আকাশ বলেছেন: ভাতের ছবিটা বেশ সুন্দর লাগল। আম জনতাকে এভাবে ঝুলিয়ে রাখা কি ঠিক?

২১ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন:
দ্বিতীয় অংশঃ
এক লোকমা - ২

ব্যস্তার কারনে দেরী।

২২| ২৬ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: একটি ঐতিহাসিক সত্য উঠে এসেছে মাত্র সাতটি লাইনে।

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক সময় অল্প কথায় নিগূঢ়তম বিষয় উঠে আসে।

পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা এবং শুভকামনা রলো।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এক লোকমায় হাজারো শব্দ , অনুভূতি , হাহাকার। বুঝতে পারছি। লেখক হিসেবে এটাই সার্থকতা। ++

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২

মিরোরডডল বলেছেন: অল্প কথায় কি ভয়ঙ্কর অনুভূতি !

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা সময় এমন হাজারো মুহূর্তের সৃষ্টি হয়েছিল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.