নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আলো

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৫


ঘরটার জানালা খোলা হতো না। অন্ধকারে নিমজ্জিত ছিলো। সবকিছু কাপড়ে ঢাকা। অন্য রকম গন্ধ। তেলাপোকা, ইঁদুরের খেলার মাঠ। কাঠের পোকার কুরে খাওয়া কিছু আসবাব। নিস্তব্ধ দিন, শব্দের রাত ৷ তারপর কেউ একজন এলো। বাড়ির সবার মুখে আলো। ঘরে আলো। আলো ঐ নীল আকাশে। একটু আলো জ্বলে মনের গহীনে। সে আলো? শিক্ষার।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:১৭

মাহের ইসলাম বলেছেন: আমি ভেবেছিলাম সুন্দর আরেকটা গল্প !

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: এটাকেই একটা কুট্টি গল্প ধরে নিন :)

২| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৮

ইসিয়াক বলেছেন: শিক্ষা শিক্ষা চাই
শিক্ষা ছাড়া উপায় নাই ।
অশিক্ষা অপমান
শিক্ষা বাড়ায় সম্মান ।।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: শিক্ষার কোনো বিকল্প নেই।

৩| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: শিক্ষার আলো ছাড়া একটি জাতি অন্ধকারে নিমজ্জিত।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক তাই !

৪| ০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫০

মুক্তা নীল বলেছেন:
চিরন্তন সত্য কথামালায় ভালোলাগা রইলো ।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: লেখার সারমর্ম বুঝতে পারি নি।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শিক্ষাহীন মন বন্ধ ঘরের মতো। অন্ধকারে নিমজ্জিত। শিক্ষিত সন্তান আসলে যেমন বাবা-মার মুখ আলোকিত হয়, তেমনি শিক্ষার আলো বন্ধ ঘরে আলো নিয়ে আসে। শিক্ষার আলোয় সবকিছু আলোকিত হয়।

৮| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৯

অজ্ঞ বালক বলেছেন: আসল মানেটা বুঝছি কিনা সেইটা বুঝি নাই।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শিক্ষাহীন মন বন্ধ ঘরের মতো। অন্ধকারে নিমজ্জিত। শিক্ষিত সন্তান আসলে যেমন বাবা-মার মুখ আলোকিত হয়, তেমনি শিক্ষার আলো বন্ধ ঘরে আলো নিয়ে আসে। শিক্ষার আলোয় সবকিছু আলোকিত হয়।

৯| ০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

শায়মা বলেছেন: কারা এই অশিক্ষার ঘরে ছিলো!

:|

বলো বলো বলো!!!!!!!

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সমাজের শিক্ষা বঞ্চিত মানুষরা চিরকালই অন্ধকারে নিমজ্জিত থাকে। তাই শিক্ষার আলো প্রয়োজন।

এবার আশাকরি বুঝেছেন ম্যাডাম :)

১০| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮

আনমোনা বলেছেন: চমৎকার শুরু। এবার গল্পটা বলুন।

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: এটুকুই। আর বেশি লিখতে চাইনি। টেক ইট অ্যাজ অণুগল্প :)

শুরু হয়ে হইলো না শেষ ..

১১| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১২

ভুয়া মফিজ বলেছেন: আর কিছু কমু না, মেজাজ খারাপ! X(

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: একটু শুনিই না মশাই ;)

১২| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৫

ভুয়া মফিজ বলেছেন: পোষ্টের সাইজ দেইখা মেজাজ খারাপ হইছে। বাকীটা পরে কমু। অপেক্ষা করেন। :)

০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ছোট মরিচের ঝাল বেশি ;)

১৩| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ২:২১

সোনালী ডানার চিল বলেছেন: চমৎকার!!

০৯ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

আপনি দারুণ লেখেন। শুভকামনা রলো।

১৪| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৯

অর্ক বলেছেন: দারুণ একটা পোস্ট।

আপনার সঙ্গে আমার একটা ছবি ও কবিতা শেয়ার করি।



তোমাদের মনে পড়ছে; তোমরা এখানে ছিলে
তোমরা ভালবাসতে রূপোর নূপুর, সবসময় পরতে
তোমরা প্রজাপতির মতো উড়তে, নাচতে
কিন্তু তোমাদের নূপুরগুলোতে শব্দ হ’তো না
আর আজও অজ্ঞাত ও রহস্যাবৃতই তা;
তোমরা ভালবাসতে শিশিরভেজা সবুজ পাতা
চাইতে, বারোমাসই এরকম শীত থাক শহরে
আসন্ন বসন্তের জন্য আমরা উদগ্রীব থাকি
(কী যে ছেলেমানুষী চাওয়া তোমাদের)

আমি দাঁড়িয়ে আছি নীল রেইনকোট পরে
সেই নিয়ন বাতির প্রাচীন ল্যাম্পপোস্টের নিচে
মুখোমুখি পরিপাটি কাঁচদালান, সুরম্য বিপনিবিতান
কিন্তু মনেমনে ঠিক জানি যে বৃষ্টি নামবে না, উঁহু
ভুল প্রমাণিত হবে গতরাতের বৃষ্টি সম্ভাবনার আবহাওয়া বার্তা
এভাবেই কালো মেঘে ঢেকে থাকবে সারা আকাশ, সারাদিন
(তবুও দাঁড়িয়ে আছি নীল রেইনকোট পরে)…
তারপর রাতভর ভাববো তোমাদের, তোমাদের নাম
আর যথারীতি গুলিয়েও ফেলবো
বৃষ্টি নিলা স্নিগ্ধা মাহমুদা শিল্পী রুমা

***
আহ, কী চোক্কা ছিলাম সে সময়! সাত বছর আগের একদিন। আহ সল্ট এ্যান্ড গ্রিল ও বান্ধবীগণ ও আরও... যে যেভাবে ভালবেসে হাত নাচিয়ে, চোখ নাচিয়ে ইশারায় জানিয়েছিল "ভালবাসি"। আমি তখনই তার হয়ে গেছি, আর থাকবোও জীবনভর।

শুভকামনা নিরবচ্ছিন্ন।

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটি সুন্দর কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

কবিতায় আপনার সেই সময়ের কথাগুলো ফুটে উঠেছে। সময় কত দ্রুত চলে যায় ! তবে স্মৃতিরা থাকে অম্লান।

আপনার কিছু ছবি এর আগেও দেখেছি বোধহয় ! তাই হালকা ঝাপসা হলেও "সব ছবিই কথা বলে" - এই নীতি মেনে একটি মুহূর্তকে তুলে ধরা একটি ছবি দেখলাম, এটাই বলবো :)

১৫| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪১

অর্ক বলেছেন: খুবই নিম্ন মানের ক্যামেরা ফোনে তোলা ছবি, তাই ভীষণ অপরিষ্কার। দুঃখিত।

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অতোটাও নয় !

আপনি দেখতে কিন্তু বেশ ! সাথে মনটিও চমৎকার। সুন্দর কবিতা, গল্প বা ছবি তুলতে সুন্দর একটা মন থাকতে হয়।

আশাকরি আমার পোস্টে আপনাকে আরো হাজারো বার পাবো। হোক না কমেন্টে, এটাও অনেক !

শুভকামনা বয়ে চলুক পাহাড়ি ঝর্ণার মতো...

১৬| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৮

অর্ক বলেছেন: দুঃখিত, খানিকটা অপ্রাসঙ্গিক হওয়ায়।

জার্মানিতে সেনাবাহিনী, পুলিশে লোক নেয় ডি এন এ টেস্ট করে। যার ডি এন এ তে রাগ বেশি সে যায় সেনাবাহিনীতে, যার কম সে পুলিশে। ১৯৪৫ সালে দ্বিতীয়বার মহাযুদ্ধে পরাজয়ের পর ধ্বংসস্তূপ থেকে তাদের আজকের এই অর্জন। আর আমাদের অর্জন এখানকার বাংলাদেশী ট্যাগর। সুশিক্ষার অভাব। বিভিন্ন টক শো-তে আন্তর্জাতিক বিষয় নিয়ে হোমরাচোমরারা আসেন আসর মাতাতে। নামের পাশে বাহারি পদবী। আমি আশ্চর্য হই, তাঁরা উইকিপিডিয়ার বাইরে বেরোতেই পারেন না দেখে! এতো সীমিত তাদের জানার ব্যাপ্তি! একবার দেখলাম, আন্তর্জাতিক বিষয়ের বিশেষজ্ঞ, এটা সেট, বিশেষ নামজাদা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক, ভারতের নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে, অন্তত চারটা ভুল তথ্য দিয়েছেন অনুষ্ঠানে। হা হা হা।

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশের শিক্ষা ব্যবস্থার হাল আসলেই খারাপ। তাই সবখানেই এর প্রমাণ পাওয়া যায়।

টকশোগুলো আসলেই কোনো কাজের নয়। শুধু টক (কথাতেই) সীমাবদ্ধ এক হাস্যকর অনুষ্ঠান। যা মাঝেমধ্যে কাঁদা ছোড়াছুড়ি বা গড়াগড়িতে রূপ নেয়।

এরা ভুল তথ্য দিলেও দেখার কেউ নেই। জনগণ এগুলো বিনোদন হিসেবে ধরে। খুব কম প্রকৃত বিদ্বানকে টকশোগুলোতে দেখেছি। তারাও এসব টিআরপি বাড়ানো অনুষ্ঠান থেকে দূরে থাকেন।


আপনার কমেন্ট মোটেই অপ্রাস্ঙিগক হয়নি। শিক্ষার এহেন অবনমনের প্রভাব সমগ্র দেশেই পড়ছে !

১৭| ১০ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




শিক্ষার যে আলোর কথা বললেন সে শিক্ষা যে আজ আর জোছনার মতো আলো ছড়ায় না। জোনাকীর মতো শুধু নিভু নিভু জ্বলে! আজকের শিক্ষা বাদামের খোসা খোলার মতো ছন্দিত শব্দ করেনা আর, তার শব্দ এখন উৎকট বোমাবাজীর সাথে ধোঁয়ায় ভরা ! ঘরের জানালা খোলার শব্দ হয়না তাতে কেবল মরিচা পড়া কব্জার ক্যাঁচক্যাঁচ আওয়াজ ছাড়া।

বহুকাল আমরা আশায় আশায় আছি, কেউ একজন আমাদের ঘরের জানালা কপাট খুলে এক সোনালী রোদ্দুর এনে দেবে আমাদের আঙিনায়..................

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলেই দেশের শিক্ষা ব্যবস্থার এই দশা উদ্বেগজনক। শিক্ষার মান আজ তলানিতে। শিক্ষার মানের এই অবনমন একদিনে ঘটেনি। বহুদিন লেগেছে। এই অবস্থার আশু পরিবর্তন প্রয়োজন।



আশা তো অনেক কিন্তু সেই কেউ কবে আসবে কে জানে !!!

১৮| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কাব্যিক প্রকাশ। ভালো লেগেছে।

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৯| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন:

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: দেরীতে হলেও ঈদের শুভেচ্ছা রলো :)


ঈদ মোবারক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.