নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ান নিউক্লিয়ার মনিটরিং স্টেশন এর নিরবতাঃ কিসের আভাস?

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২২


৮ই আগষ্ট রাশিয়ান মিলিটারি টেস্টিং ফ্যাসিলিটিতে একটি বিস্ফোরণ ঘটে। এরপর থেকে রাশিয়ার ৪টি নিউক্লিয়ার মনিটরিং স্টেশন থেকে ডেটা ট্রান্সমিশান বন্ধ হয়ে গেছে। এই মনিটরিং স্টেশনগুলো বাতাসে রেডিয়েশান লেভেল মাপার জন্য ব্যবহার করা হয়। ২টি স্টেশনে বিস্ফোরণের দুই দিন পর থেকে ডেটা ট্রান্সমিশান বন্ধ হয়ে যায়। এরপর ১৩ই আগস্ট আরো দুটো স্টেশন থেকে ডেটা পাওয়া বন্ধ হয়ে গেছে।

Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization, সংক্ষেপে CTBTO সারাবিশ্বের ৩০০ এর মতো মনিটরিং স্টেশনের মাধ্যমে নিউক্লিয়ার অস্ত্র দ্বারা কোনো আইন ভঙ্গ করা হলো কিনা তা প্রত্যক্ষ করে। রাশিয়ার এমনই চারটি স্টেশন থেকে ডেটা পাওয়া বন্ধ হয়ে গেছে। ফলে CTBTO আশঙ্কা করছে রাশিয়ার নিউক্লিয়ার অস্ত্রের পরীক্ষা দ্বারা বাতাসে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। তাই রাশিয়ান সরকার স্টেশনগুলো বন্ধ রেখেছে।

উল্লেখ্য, আমেরিকা মনে করে রাশিয়ার missile SSC-X-9 এর পরীক্ষার সময় মারাত্মক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ৫ জন রাশিয়ান নিউক্লিয়ার সাইনটিস্ট মারা যান। মস্কো এই বিষয়ে তেমন মুখ খুলছে না। রাশিয়ার যে গ্রামে টেস্ট করা হয়েছিলো বলে ধরা হচ্ছে সেখানের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিস্তারিতঃ
More Russian Nuclear Monitoring Stations Went Silent Days After Blast, Official Says

Nuclear monitoring stations went mysteriously quiet after Russian missile facility explosion

খবরটা গতকাল WSJ এর অনলাইন ভার্সনে পড়ি। তারপর দেখি CNNও নিউজ করেছে। দেশের কোনো সংবাদমাধ্যম খবরটি এসেছে কিনা জানি না। অনলাইনে তো দেখতে পাইনি। তাই ব্লগে এটা নিয়ে পোস্ট করলাম।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

করুণাধারা বলেছেন: খবরটা এই প্রথম জানলাম। জানানোর জন্য ধন্যবাদ।

আপডেটের অপেক্ষায় আছি...

২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশের কোনো সংবাদমাধ্যমে বোধহয় খবরটা আসে নি।

আপডেট পেলে জানবো :)

২| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২১

আনমোনা বলেছেন: ৮ই আগষ্টের ঘটনা, আজ ২০ আগষ্ট। এই নিয়ে তো হই চই পরে যাওয়ার কথা। অথচ কিছুই জানিনা!!!

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: দুনিয়ার অনেক কথাই পরে প্রকাশিত হয় !

৩| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে রাশিয়া থেকে আনবিক চুল্লী কিনছে, নাকি নিজের মানুষ ধ্বংসের জন্য এটম বোমা কিনছে?

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সময়ই বলবে !

৪| ২০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো একটা বিষয় উপস্থাপন করেছেন।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

৫| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৩৪

জাহিদ অনিক বলেছেন:

অফ টপিকঃ

আমি আজকে ব্লগে ঢুকতে পারছি ভিপিএন ছাড়াই! কীভাবে হলো এটা?
সরকার কি সাইট খুলে দিচ্ছে?

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: সাময়িক বোধহয় !

মশাই লিনাক্স চালান, তারপরেও এতো উতলা হলে চলে৷ ;)

৬| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১:০২

জাহিদ অনিক বলেছেন: মশাই লিনাক্স চালান, তারপরেও এতো উতলা হলে চলে৷ ;) বাব্বা! আপনি মনে রেখেছেন দেখছি! আপনার ডাটাবেইজ তো দেখছি অপ্রয়োজনীয় তথ্যও সংরক্ষণ করে! :)

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মনে রাখবো না কেন !

আমার ডেটাবেজ বিশাল বড় :)

৭| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

গরল বলেছেন: চেরনোবিলের সমস্ত তথ্য তারা মুছে দিয়েছিলো, এখন পর্যন্ত সরকারি হিসেবে চেরনোবিলে মৃতের সংখ্যা ৪০ জন লেখা আছে নথিতে। অতএব এটা আসলেই একটা চিন্তার বিষয়, কোন একটা শক্তিধর দেশের স্বচ্ছতা ও জবাবদিহীতা না থাকাটা পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সব দূর্ঘটনারই সরকারি পরিসংখ্যান কম দেখানো হয়। চেরনোবিলের ক্ষেত্রে যেটা দৃষ্টিকটুভাবে কম। আর সোভিয়েত ইউনিয়নের অনেক কথাই বিশ্ব পরে জেনেছে।

স্বচ্ছতা জবাবদিহিতা নীতিগতার অভাব সারাবিশ্বে লক্ষনীয় !

খবরটি জানার পর আমি তো ভেবেছিলাম, আরেকটি চেরনোবিল কান্ড হলো কিনা ! কিছু না হওয়াটাই কাম্য এখন।

৮| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

মাহের ইসলাম বলেছেন: পারমানবিক বোমার দুর্ঘটনায় কবে যে পুরো পৃথিবীর উপর গজব নেমে আসে ?

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পারমাণবিক সক্ষমতা আসলেই ভয়ানক শক্তি !

৯| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরমানু যুদ্ধ বা পরমানু দুর্ঘটনায় পৃথিবী ধংস হয়ে যাবে।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশ বাড়ছে। তাই পারমানবিক যুদ্ধ হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই !

১০| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২০

পুলক ঢালী বলেছেন: ভীতিকর সংবাদ । এর ফলে না জানি আরো কত বিকলাঙ্গ শিশু জন্ম নেয় বা অজানা ক্যান্সারে মানুষ মারা যায় কে জানে ?

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সংবাদটি আসলেই ভীতিকর !

এমন কিছুর কথা এখনো সংবাদে আসে নি।

১১| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
রাশিয়ার জন্য এটা আর নতুন কি , ১৯৮৬ সনের চেরনোবিল দুর্ঘটনার খবরতো বিশ্ববাসী জানেই । এইতো দিন কয়েক আগেও
রাশিয়ার জলসীমার বাইরে গবেষণা কাজে ব্যবহৃত একটি সাবমেরিনে আগুন লেগে ১৪ জন নাবিক নিহত হয়েছেন।
দুনিয়া জোড়েই বলাবলি হচ্ছে নতুন রুশ ক্ষেপণাস্ত্র বদলে দেবে সামরিক ভারসাম্য, এখনকি নীজের ভারসাম্যই বদলে গেল
এমাসে সংঘঠিত তাদের নতুন মিসাইল টেস্টের কারণে তাই তারা এ ব্যপারে হয়ে গেছে নির্বাক?

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের মতো না। কেজিবির একজন এক্স এবং দক্ষ বুদ্ধিমান লোক।

রাশিয়ার এমন তথ্য লুকানো নতুন কিছু নয়। অনেক আগে থেকেই তারা এসব করতে ওস্তাদ।

এখন নাকি জলে ভাসমান পারমানবিক স্থাপনার কথা ভাবছে ! নিউক্লিয়ার সাবমেরিন তো অনেক আগেই ছিলো। এর কারনে জলে পারমাণবিক রেডিয়েশন ছড়িয়ে যেতে পারে। যা সমগ্র পৃথিবীর জন্য ক্ষতির কারন হতে পারে।

নির্বাক হয়েছে সময় কাটানোর জন্য। এরপরই আসবে ভাসমান পারমানবিক কেন্দ্র !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.