নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

কেবলই সংখ্যা

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১:২৩


এক দুই তিন
ধিন ধিনা ধিন,
অংকের পরে অংক
সংখ্যার পিঠে সংখ্যা
জীবন মরন খেলা।

নিত্যনতুন সংখ্যা
করে আনাগোনা,
এখানে ওখানে সেখানে
তবুও টনকটা..
নড়ে না।

বড় সংখ্যা দেখে
আসে হাসি কিছু মুখে,
কত মুখে কান্নার রোল
দেখবে কে? কে দেখে?


সূর্যরা ওঠে,
সূর্যরা তলিয়ে যায়;
দিন শেষে কেবল,
সংখ্যারা রয়ে যায়।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৩:৫৩

জাহিদ অনিক বলেছেন:
সংখ্যাতাত্ত্বিক জীবন ?

২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম.. জীবন তাত্ত্বিক সংখ্যা

২| ২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


অলগারিদমিক পদ্য?

২৮ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: কিছুটা

৩| ২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:২৯

তাসনুভা রায়া বলেছেন: সূর্যরা ওঠে,
সূর্যরা তলিয়ে যায়;
দিন শেষে কেবল,
সংখ্যারা রয়ে যায়।


প্রথমে মনে হয়েছিলো হাস‍্যরসাত্মক, কিন্তু এই শেষের প‍্যারাটি ভাবায়

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনের সবকিছুই ভাবনার খোরাক জোগায় !

৪| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাও আপনার কমেন্টের মতো !

৫| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২০

ইসিয়াক বলেছেন: অসম্ভব ভালো লাগলো ।
সূর্যরা ওঠে,
সূর্যরা তলিয়ে যায়,
দিন শেষে কেবল,
সংখ্যারা রয়ে যায়।
শুভসকাল

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম :)

জীবন নৌকা অনিশ্চয়তার সাগর পাড়ি দেয়।

শুভ সকাল ।

৬| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স ,




আসলে জীবনের সবটাই যোগ-বিয়োগ-গুন আর ভাগের মিশ্রন, সংখ্যায় যা পরিমাপিত হতেও পারে। যেমন-
জীবনে ১৩বার পরাজয়, ২বার জয়। ভাগ্যে প্রাপতি যোগ ৪0বার আর অপ্রাপতি হয়েছে ১০০বার ইত্যাদি।

জীবনের রূপকটাই তুলে ধরেছেন, দিনশেষে যার সংখ্যাটিই রয়ে যায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যটিরও সাংখ্যিক মান রয়েছে ।

পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৭| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। কিন্তু ইদানিং আমার পোস্টে আসা হয় না কেনো হুহ :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :)

ব্যস্তার কারনে কত লেখা না পড়ার দেশে চলে গেল :(

But I'll try

৮| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্য। দিনশেষে কেবল
সংখ্যারাই থেকে যায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দিনশেষে আপনার মন্তব্যটার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৯| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১০| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সংখ্যা কবিতা মোটামোটি হয়েছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১১| ২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্যাঙ ;)




ভালবাসা

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বুমমম ;)


ধইন্যা B-))

১২| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮

করুণাধারা বলেছেন: কেবলই সংখ্যা- ভাই বোন কতজন, পেঁয়াজের দর, উচ্চতা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়,

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই কেবলই সংখ্যা...

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনে কমতি সংখ্যার রূপ তুলে ধরেছেন ....

ঠিকই বলেছেন । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই কেবলই সংখ্যা।

ব্লগে নিয়মিত আশা করছি

১৩| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৮

নাসির ইয়ামান বলেছেন: ভালো!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৬

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: দিনশেষে কেবল সংখ্যারা রয়ে যায় । ভালো লাগলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কেবল সংখ্যা নয় আপনার কমেন্টটাও কিন্তু রয়ে গেছে ....

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.