নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

Windows 7 এর কফিনে শেষ পেরেকটি লাগবে ১৪ জানুয়ারি ২০২০ সালে এবং বিনামূল্যে Windows 10 আপগ্রেড

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮


ঠিকই শুনেছেন ! ২০২০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ ৭ এর সকল সাপোর্ট বন্ধ করে দিবে। ফলে উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা কোনো আপডেট পাবেন না। এমনকি কোনো ইমারজেন্সী আপডেটও আসবে না। তাই আপনার উইন্ডোজ ৭ চালিত ডিভাইসটিকে ভাইরাস, সাইবার আক্রমণ থেকে বাঁচাতে উইন্ডোজ ১০ ইনস্টল করুন।

এ বিষয়ে মাইক্রোসফট কর্পোরেশনের অফিশিয়াল ভাষ্যঃ

Windows 7 support lifecycle

Microsoft made a commitment to provide 10 years of product support for Windows 7 when it was released on October 22, 2009. When this 10-year period ends, Microsoft will discontinue Windows 7 support so that we can focus our investment on supporting newer technologies and great new experiences. The specific end of support day for Windows 7 will be January 14, 2020. After that, technical assistance and software updates from Windows Update that help protect your PC will no longer be available for the product. Microsoft strongly recommends that you move to Windows 10 sometime before January 2020 to avoid a situation where you need service or support that is no longer available.

https://support.microsoft.com/en-us/help/4057281/windows-7-support-will-end-on-january-14-2020

আমি কি উইন্ডোজ ১০ বিনামূল্যে পাবো?
হ্যাঁ। ২০১৬ সালেই অফিশিয়ালি উইন্ডোজ ১০ ফ্রি আপগ্রেড বন্ধ হয়ে গেছে। যদিও Upgradation এখনো কাজ করে। ফলে আপনার যদি ভ্যালিড উইন্ডোজ লাইসেন্স থাকে তবে উইন্ডোজ ১০ এ ফ্রি আপগ্রেড করা যাবে। আপনার যদি Windows 7 Home থাকে তাহলে Windows 10 Home এ আপগ্রেড করতে পারবেন। একই ভাবে Windows 7 Pro ব্যবহারকারীরা Windows 10 Pro তে আপগ্রেড করতে পারবেন।

এজন্য নিচের লিংকটি ফলো করুনঃ
https://www.cnet.com/how-to/upgrade-to-windows-10-free-heres-how/


সতর্কতাঃ

১। আপগ্রেড করা না করা আপনার ব্যাপার। If you are used to it, then wait until it ends.....

২। আপডেট বা আপগ্রেড করার ক্ষেত্রে নিজে না পারলে যে পারে বা বোঝে তার কাছে যান। এক্ষেত্রে আপনি যেখান থেকে ডিভাইসটি কিনেছেন সেখানে যেতে পারেন। তারা আপনাকে সাহায্য করবে।

৩। নিজ দ্বায়িত্বে আপগ্রেড করুন। এতে আপনার ব্যক্তিগত ফাইল মুছে যেতে পারে। তাই ফাইলগুলো ব্যাকআপ করে নিন। একই সাথে আপনার ইনস্টল করা অ্যাপগুলোও মুছে যেতে পারে। আপগ্রেডে আপনার পিসির কোনো সমস্যা হলে আমি বা কেউ দায়ী নয় !

৪। লো কনফিগারেশন এর পিসি তে আপগ্রেডের পর নানান সমস্যা হতে পারে। এমনকি পিসি নাও চলতে পারে। তাই সাবধান !

৫। ফাইলগুলো ব্যাকআপ রাখাটাই সেফ।

৬। এটা সবার কাজ করবে না। আপনার উইন্ডোজ ৭ এর লাইসেন্সও চলে যেতে পারে।

৭। ক্র্যাক উইন্ডোজে ফ্রি উইন্ডোজ ১০ এর লাইসেন্স পাবেন না।

৮। অনেক পিসিতে উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে না।



এছাড়াও উইন্ডোজ ১০ এর ডিস্ক এবং ISO দিয়ে উইন্ডোজ ১০ দেওয়া যাবে। এক্ষেত্রে আপনার আগের ওসটি( Windows 7) মুছে যাবে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উইন্ডোজ ৭ ভার্সনের অনেক কম্পিউটার উইন্ডোজ ১০ নিতে পারে না
সেক্ষেত্রে কি হবে ?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সেক্ষেত্রে হবে না।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক সাংবাদিক আমাকে বলেছে উইন্ডোজ ৭ দ্বারা
ভালো ও সুবিধাজনক এডিটিং করা যায়, তাই এখনও প্রেস ক্লাবগুলিতে উইন্ডোজ ৭ এর
কদর , উইন্ডোজ ১০ এ তা কেন করা যায় না ???

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা তাদের নিজস্ব ব্যাপার। Windows ১০ is the best.

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে ল্যাপটপে উইন্ডোজ ১০ বিল্টইন থাকার কথা।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সবগুলোতে থাকে না। বেশিরভাগই ক্র্যাকড উইন্ডোজ ১০। এটা পুরনো ৭, ব্যবহারকারীদের জন্য !

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি উইনডোজ-৭ শ কম্প্যুটার কিনেছি; উিনডোজ-১০ 'এর রিকোয়ারমেন্ট পুরণ করবে কিনা কে জানে?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি কোনো এক্সপার্টকে দিয়ে চেক করাতে পারেন।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১১

আকতার আর হোসাইন বলেছেন: আপনাকে প্রায়ই দেখি আইটি বিষয়ক পোস্ট করেন।।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি !

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩২

শফিউল আলম চৌধূরী বলেছেন: এত আতঙ্কিত হবার কিচ্ছু নাই। উইন্ডোজ এক্সপি এর সাপোর্ট বন্ধ হইছে সেই ২০১৪ সালের এপ্রিল মাসে। প্রায় সাড়ে ৫ বছর পরও এখনও মানুষ ব্যবহার করে যাচ্ছে।

আর যাদের আসলে ভয় পাবার কিছু আছে; তারা ইতিমধ্যেই চেঞ্জ করে নিয়েছে; বা প্রসেসের মধ্যে আছে।

এগুলি নিয়ে হুদাকামে মানুষের মধ্যে আতঙ্ক ছাড়ায় লাভ কি?

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম। ঠিকই বলেছেন । WannaCry এর মতো ম্যালওয়ার এজন্যই ছড়ায়।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪

শফিউল আলম চৌধূরী বলেছেন: শপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক সাংবাদিক আমাকে বলেছে উইন্ডোজ ৭ দ্বারাভালো ও সুবিধাজনক এডিটিং করা যায়, তাই এখনও প্রেস ক্লাবগুলিতে উইন্ডোজ ৭ এরকদর , উইন্ডোজ ১০ এ তা কেন করা যায় না ??

মূল বিষয় হচ্ছে মানুষ পরিবর্তন ভয় পায়। আমাদের অফিসে উইন্ডোজ ৭ থেকে ১০ এ আসার কাজ শুরু হয়েছে বছরের মাঝামাঝি দিকে; আমি বেশ জোর করেই এটা নিয়েছি এক্কেবারে প্রথম দিকে। অন্যরা সারাদিন অভিযোগ করে এটা সমস্যা ওটা সমস্যা; পরে একবার দেখিয়ে দিলে বেজায় খুশি, বলে এটাই ভালো!

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সাধারণত আমরা যেটাতে অভ্যস্ত সেটা ধরেই থাকতে চাই ।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৩

নজসু বলেছেন:



ভ্রাতা আগে আমার অসি ১০ অটো আপডেট হতো। এখন ম্যানুয়ালিও হয়না।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: Command Prompt, Run as Administrator করুন। তারপর নিচের লাইনটি হুবহু লিখুনঃ

sfc /scannow


দেখুন রেজাল্ট কি আসে। এটা কোনো সিস্টেম ফাইল ব্রোকেন বা মিসিং থাকলে দেখাবে।

এছাড়াও Troubleshooter চালিয়ে দেখতে পারেন ।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তা না হলে পিছিয়ে পড়তে হয়।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কথা ঠিক !

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

জুল ভার্ন বলেছেন: সমস্যা নাই, কফিন থেকে জন্ম হবে নতুন নতুন প্রযুক্তি।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান ...

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

এলে বেলে বলেছেন: Windows 7 এর মত আরাম আর কোন Windows এ পাই নাই। তবে Windows ১০ এখন মুটামুটি ভালই। OS আরএকটু লাইট হলে ভাল হত।

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: Windows 7 আমারও পছন্দের ছিলো একসময়।

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

মাহিরাহি বলেছেন: ১০ এর সিডি কোথায় পাওয়া যাবে?

২০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: এমাজনে পাবেন। দেশে আইডিবিতে।

দামটা বোধহয় ৮ হাজার থেকে ১২ হাজার। ( জেনুইন উইন্ডোজ ১০)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

অপু তানভীর বলেছেন: সেভেন চালাই সেই বাচ্চকাল থেকেই । সেভেনের প্রতি একটা আলাদা ভালবাসা জন্মেছে । পিসিতে সেভেনই সেপআপ দেওয়া ।
ল্যাপটপে অবশ্য টেনই দেওয়া । তবে সেটা চালিয়ে মজা পাই না।

আপডেট বন্ধ হলেও যতদিন চালানো যায় চলবে ।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার একটি ডেস্কটপে এখনো ৭ দেওয়া । তবে সেটা ভাইরাস নিয়ে কাজকারবার করার জন্য। অপরটিতে ১০ দেওয়া। ল্যাপটপে MacOS, Linux, Windows ১০ দেওয়া।


২০২০ সালেই একটা ফুল স্ক্রিন নোটিশ পাবেন। আপগ্রেড করার জন্য সেটা তাগাদা দিবে ।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: Windows 7 ফরম্যাট দেবার পর কিছুদিনের মধ্যে সমস্যা করছে (আগে করত না)। রিপিয়ার আসে/ফাইল মিসিং....ইত্যাদি....হয়ে যাচ্ছে !! আগে ফরম্যাট দিলে এক বছরে আর দিতে হতো না। এখন কেন এমন হচ্ছে?? বুট সিডিটির কি সমস্যা??

পিসিতে ফি এন্টিভাইরাস এভাষ্ট ব্যবহার করি। Windows 10 পরে ব্যবহার করছে চাচ্ছি।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: Command Prompt, Run as Administrator করুন। তারপর নিচের লাইনটি হুবহু লিখুনঃ

sfc /scannow


কোনো ফাইল মিসিং থাকলে দেখাবে।


বুট সিডিতে কিছু ফাইল নাও থাকতে পারে। আগে উপরের কমান্ডটি রান করিয়ে দেখুন । যদি ফাইল মিসিং বলে তাহলে সিডি চেঞ্জ করে দেখতে পারেন।

সাধারণত এন্টিভাইরাস সফটওয়্যার পিসির ফাইলে তেমন কিছু করে না। যদি না আপনার পিসির ইম্পরট্যান্ট ফাইল ভাইরাস আক্রান্ত হয়।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: একই বুট সিডি থেকেই কিন্তু দিচ্ছি। আগে এমন হতো না। একমাস ধরে হচ্ছে। কালকেই ফরম্যাট দিলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে উপরের কমান্ডটি রান করে দেখুন । কি বলে ।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: করে, আপনাকে জানাচ্ছি। পিসি ওপেন হবার সময় একবার স্ক্যান করেছিল।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে ।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০

সুমন কর বলেছেন: ২৩ % হবার পর, Windows Resource Protection could not perform the requested operation - এটা দেখাচ্ছে। কি করব?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সিডিটি বুট করুন। যেভাবে উইন্ডোজ ইনস্টল দেন সেভাবে।

Install Now এ ক্লিক না করে Repair your computer এ ক্লিক করুন। এরপর Troubleshot এ ক্লিক করুন। তারপর Start Up repair এ ক্লিক করুন। এটা সম্পন্ন হলে সমস্যা কেটে যাওয়ার কথা।

না হলে এই লিংকের কাজগুলো ট্রাই করতে পারেনঃ
https://www.partitionwizard.com/partitionmagic/sfc-scannow-not-working.html

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: আবার !!! এই মাসে ৩ বার সেটআপ দিলাম !!
১। না করলে, কি সমস্যা হবে? ২। Repair দিলে কি পিসি বর্তমানের অবস্থায় থাকবে? (মানে, যা যা Install করে গুছালাম)

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: না করলে সমস্যা নেই, তবে হুট করেই অন করার সময় Repairing বা এমন কিছু আসতে পারে।

এটা Start up repair, তাই কোনো ফাইল বা ইনস্টল করা অ্যাপ মুছে যাবে না। ( সম্ভাবনা নেই বললেই চলে ! )

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২

জাহিদ হাসান বলেছেন: Windows 7 ছাড়মু না

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.