নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ মানুষের দাম

২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১


হঠাৎ করেই মানুষের দাম বেড়ে গেল । বালিশ, পর্দা, পেঁয়াজ, জর্দার পর এই প্রথম মানুষের দাম ১০০০ টাকা হয়েছে। এজন্য সকলেই মানুষ কিনতে শুরু করলো। গাড়ির সামনে মানুষ এলে আর কেউ চাপা দিলো না। বরং গাড়িতে উঠিয়ে নিলো। ছিনতাইকারীরা মানুষ ছিনতাইয়ে মনোযোগ দিলো। এম্বুলেন্সে মরণাপন্ন মানুষকে, সবাই মূল্য দিতে শুরু করলো। সে এক আজব সময় !

পত্রিকার পরে পত্রিকার শিরোনামগুলো হলো এমনঃ" মানুষের দামের রেকর্ড বৃদ্ধি ", " মানুষ আজ মূল্যের শিখরে", " মানুষ ছিনতাই করতে যেয়ে মজনু গ্রেফতার" ইত্যাদি ইত্যাদি। টিভিতে মানুষের মূল্য নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হলো। জনাব কদুর জ্বালাময়ী বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়ে গেল। ট্রলের বন্যায় তিনি ভেসে গেলেন।

এদিকে রাজনীতিবিদরাও বসে নেই। "এটা বিরোধীদলীয় চক্রান্ত ", " বিরোধীদলকে ফাঁসাবার চেষ্টা করছে সরকার " ইত্যাদি কথায় মাঠ সরগরম। ইতিমধ্যেই একটি মিছিল আলু ভবন মোড় প্রদক্ষিণ করলো। এরপর শুরু হলো হরতাল। পত্রিকার শিরোনাম হলোঃ "মানুষের জন্য হরতালে সরকারের লাঠিচার্জ", "মানুষের দাম এত কেন?", "পিকেটিং করার সময় আহত হলেন টাংকু মিয়া"।


এবার পুলিশ তার অভিযান চালালো। গ্রেফতার হলো মানুষ পাচারকারী টশিদ খান। ইনিই মানুষ গুদামঘরে জমা করে রেখেছিলেন। যার কারনে মানুষের এই উর্ধমূল্য। মানুষের দামটা আবার কমে গেল। টিভিতে ব্রেকিং নিউজঃ " মানুষের দাম আবার নাগালের মধ্যে ! "


কোনো এক দেশে কেন যেন সবকিছুর মূল্য আছে, মানুষ বাদে !

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

জুল ভার্ন বলেছেন: হয়তো আমাদের পাপের শাস্তি!
ভালো লেগেছে।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হয়তোবা !

২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫

নীল আকাশ বলেছেন: শেষ লাইনটাই আসল। এই দেশে মানুষের কোন দাম নেই।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সবাই বোঝে কিন্তু ..... দাম নেই।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানুষ নামের অমানুষরা যখন ক্ষমতায় থাকে তখন মানুষের দাম আর কী করে বাড়বে?

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: উগান্ডায় এসবই হয়।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

অপু তানভীর বলেছেন: :|| #:-S

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ;)

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

জাহিদ হাসান বলেছেন: /:) /:)

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: :P

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: তবে ধনী মানুষদের মূল্য আছে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথা ঠিক !

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষের দাম না থাকুক, মানুষের শ্রমের দাম আকাশ্চুম্বি বেড়েছে।

একসময় ৩০টাকার ঠিকা কাজের বুয়ার বেতন ৩০০০ হয়েছে।
৯০টাকার ধানকাটা মজুরি বর্তমানে ১০০০+খাদ্য
ডাক্তারে ভিজিট ছিল ১৫০ টাকা। এখন ১৫০০

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম। তবুও মানুষের দামটা বাড়েনি।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

শের শায়রী বলেছেন: আসলে মানুষ কারা? কে তাদের ডেফিনেশান ঠিক করে এটাও বড় ব্যাপার! :)

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভেবে দেখার বিষয় !


মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

অক্পটে বলেছেন: মানুষ হল শামীম ওসমান, শেখ হাসিনা ইত্যাদি ইত্যাদি।

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

সাইন বোর্ড বলেছেন: দারুণ মেধাবি আয়োজন, পড়ে মুগ্ধ হলাম ।

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শুকরিয়া :)

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ বলো মানুষ খোঁজ
মানুষ পাও কই
দু'পেয়ে সব জীবের ভীরে
পাইনা কোন থই!

মান আর হুশ আছে
সেই তো মানুষ
লাখে ফাক কোটিতে গুটি
আছে জানি হুশ।

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষ আর মানুষ নেই। যন্ত্র বনে গেছে।


শীতের দিনে
গোসল সেতো
ভারি মজা
নাকি মিষ্টি সাজা ;)

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১

রূপম রিজওয়ান বলেছেন: আপনার বেশিরভাগ পোস্টই টেকনিকাল। অবশেষে আমার স্থূল মাথায় ঢোকে এমন পোস্ট পেলাম! বাস্তব কথা-বার্তা।
-এ মন্তব্যটাই দুপুরে করেছিলাম। মুছে ফেলেছেন না কি?? না ঠিকভাবে প্রেস হয়নি?

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পিচ্চি, আমি কারো মন্তব্য মুছি না। নট ইভেন স্প্যাম। সো এটা তোমার না টেপার ফল।

আমার বেশিরভাগ পোস্টই জগাখিচুড়ি টাইপ। সাধারণ বলতে পারো।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: এক কথায় অনবদ্য!

এক কবি যে কারণে বলেছিলেন,
লাশ কাটা ঘরে চিৎহয়ে শুয়ে আছি।

শুভকামনা জানবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ তৈমুর ভাই !

হয়তোবা এই পৃথিবী একটা বৃহৎ লাশ কাটা ঘর !



শুভকামনা টেকেন :)

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হওয়া উচিৎ ছিল- ‘মানুষ তুমি ‍মূল্য হারিয়েছো ’?

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

ফয়সাল রকি বলেছেন: শেষটা পড়ার আগপর্যন্ত খুব চিন্তায় ছিলাম, মানুষের মূল্য বৃদ্ধিতে যে আর কী কী হয়! যাক শেষ পর্যন্ত দাম কমায় বাঁচা গেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: দাম কমার জন্য আবার মানুষ এম্বুলেন্স আটকাবে, নিজের জন্য হরতাল করবে... ইত্যাদি। এটা কি ভালো হলো?

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

ফয়সাল রকি বলেছেন: টশিদ খানরা যখন গুদামজাত করা বন্ধ করবে এবং সরকারিভাবে মানুষকে তার সঠিক মূল্য দেয়া হবে ততদিনে গিয়ে হয়েতা এম্বুলেন্স আটকানো ইত্যাদি থামবে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সেই দেশে সরকার তো.... ;) ;)


কয়লা ধুইলেও ময়লা যায় না। তাই মূল্য কোনোদিন বাড়বে না। উত্তরোত্তর কমবে !

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

রূপম রিজওয়ান বলেছেন: প্রথমত,কমেন্ট মুছার কথাটা আমি মজা করে বললাম। আপনি সিরিয়াসলি উত্তর দিলেন কেন? B:-) B:-)
হা হা হা! বিশাল কমেন্ট লিখে পরে এসে দেখেছি যে প্রেস করতেই ভুলে গেছি-এমনও হয়েছে।
আপনি কি প্রোগ্রামার/আইটি বিশেষজ্ঞ(হ্যাকার না তো?)?? অধিকাংশ পোস্টই ওদিক ঘেঁষা।আমি এটা বলেছি উপরে।

বাই দ্য ওয়ে, আমাকে 'পিচ্চি' ডাকলেন কেন :( :( ? কথা তো ছিল 'পিচ্চু' ডাকার!

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা তোমার না টেপার ফল, এই কথার পরে একটা ;) দিলেই বুঝতে কিভাবে উত্তর দিয়েছি B-))

যাইহোক। একসময় সামুতে একটা ক্লিক করলেই ৩-৪টা কমেন্ট হয়ে যেত। সেটা এখন নেই।

আমি সাধারণ মানুষ। হোমো সেপিয়েন্স নাম B-) । আমার বাকি পোস্টগুলো দেখলে আরো ক্লিয়ার হবে।


আচ্ছা বাবা, পিচ্চুই সই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.