নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ এক অবিশ্বাস্য হ্যাকিং

২৩ শে মে, ২০২০ সকাল ৯:৪১


এয়ার গ্যাপড কম্পিউটারে হ্যাকাররা কিভাবে ঢুকলো সেটাই তো বুঝতে পারছি না।
কত বিটকয়েন চুরি হয়েছে?
১০২৪।
ট্রানজ্যাকশান ওয়ালেট?
একেবারে নতুন। পুরোটা মনিরো তে কনভার্ট করা হয়েছে।
কোনো আইপি পাওয়া যায়নি?
না। সেটাই সবচেয়ে আশ্চর্য বিষয়!
কম্পিউটার ব্যবহারের অনুমতি কার কার ছিলো?
আমার এবং ডক্টর মরিসনের।
বেশ।

পুরো কম্পিউটার সিস্টেমের হার্ডডিস্ক সেক্টর বাই সেক্টর কপি করে আনলাম। এবার, IDA Ultimate ব্যবহারের পালা। তবে, আগে ভাইরাসটা খুঁজে পেতে হবে!

বিটকয়েন ফর সাইন্সকে একটি বিটকয়েন গবেষণা কেন্দ্র বলা যায়। এয়ার গ্যাপড, অর্থাৎ বাইরের জগত তথা ইন্টারনেট থেকে পুরোপুরি বিছিন্ন একগুচ্ছ কম্পিউটার সিস্টেম নিয়ে এই কেন্দ্র। উচ্চক্ষমতা সম্পন্ন কোয়ান্টাম জিপিইউ দিয়ে বিটকয়েন মাইন করা হয়। তারপর সেগুলো, ওই সিস্টেমেরই কোল্ড ওয়ালেটে জমা থাকে।

বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ না থাকার কারনে হ্যাকিং তেমন কোনো এর সম্ভাবনা নেই। কিন্তু অঘটনটা ঘটেই গেল। কারন না বের করতে পারায়, গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের মাথার চুল ছেঁড়ার দশা। কম্পিউটার রুমে ২৪/৭ সিসিটিভি ক্যামেরা লাগানো। এআই সার্বক্ষণিক ফুটেজ বিশ্লেষণ করে। সাথে গার্ড আছে অগুনতি। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

পরেরদিনই সারাদেশের অনলাইন পত্রিকাগুলো শিরোনামে সয়লাব করে ফেললো। ডাক পড়লো আমার টিমের। এডভান্সড রিসার্চ টিম। সদস্য সংখ্যা তিনঃ আমি, রুবাব এবং দিনা। কাহিনির শুরুর দিকের কথোপকথন আমার এবং ডক্টর জনসনের। রুবাব হার্ডডিস্কগুলো কপি করেছে আর দিনা সংগ্রহ করেছে ফুটেজ।

এয়ার গ্যাপড কম্পিউটার সিস্টেম সাধারণত ফিজিক্যালি হ্যাক করা হয়। ভাইরাসওয়ালা পেনড্রাইভ বা এরকম কোনো হার্ডওয়্যার সিস্টেমের একটা কম্পিউটারে ঢোকানো হয়। কাজটা করে কোনো বিশ্বাসঘাতক লোক যার ফিজিক্যাল একসেস রয়েছে। লোকাল নেটওয়ার্কের মাধ্যমে পুরো কম্পিউটার সিস্টেমে ভাইরাস কপি হয়ে যায়। এরপর, একসময় সময় বুঝে লোকটা ডিভাইসটা বের করে পাচার করে। অথবা, অনেক সময় ইন্টারনেটে কম্পিউটার সিস্টেম এভেলেবল হয়ে যায়। এমনটা সাধারণ ক্ষেত্রে হলেও খুবই ঘাগু ক্রিমিন্যালরা এমনটা করে না। বিটকয়েন ফর সাইন্সের ক্ষেত্রে কোনটা ঘটেছে বলা যায় না।




চলবে......


মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২০ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: আমি কম্পিটার সম্পর্কে কিছুই জানি না। তাই আমি ভালো আছি।

২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও B-))

২| ২৩ শে মে, ২০২০ সকাল ১১:৩১

রাকু হাসান বলেছেন:

রহস্য গল্প হবে নাকি ? পড়লাম । কেমন আছেন ?

২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন পর্যন্ত তো আমার কাছেই কেমন রহস্য রহস্য লাগছে৷ :D

ভালো আছি :)

৩| ২৩ শে মে, ২০২০ সকাল ১১:৪২

বিপ্লব০০৭ বলেছেন: আর্কি, মাইনিং জিনিসটা কি প্রোগ্রামিং-এর অন্তর্ভুক্ত কোন টার্ম? সংক্ষেপে একটু ব্যাখ্যা করবেন কি মাইনিং থেকে কিভাবে ক্রিপ্টোকারেন্সি প্রডিউস হয়?

২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লকচেইন, ক্রিপ্টোগ্রাফি।

রহিম ও করিম দুই বন্ধু। রহিমের একটা আম আছে। সেটা করিমকে দিলো৷ একথা কে জানে? রহিম এবং করিম। এই কথা ভেরিফাই করতে কি লাগবে? রহিম বা করিমের স্টেটমেন্ট।

এবার, ধরলাম লোকজন বেশি হয়ে গেল। সবাই আম পাবে। কি করা যায়? মদন একটা লিস্ট করলো। সেখানে লেখা থাকবে অমুক হ্যাজ গিভেন তমুক এ ম্যাংগো। আচ্ছা মদন যে লিস্ট করলো সে কি পাবে? তাকে একটা আম দেওয়া হলো।


এবার আমের মৌসুম থেকে ডিজিটাল ওয়ার্ল্ডে আসি ( এখন আবার আমের মৌসুম :D )। মদনের তৈরী লিস্টি হলো ব্লক চেইন। মদন যে রেকর্ডগুলো লিখলো সেগুলো ভেরিফাই, প্রোসেসিং ( বিটকয়েন ট্রান্সজাকশান) করা হল মাইনিং। মদন যে আম গিফট পেলো, সেটা হলো নতুন তৈরী বিটকয়েন। একেকটা আমের থুড়ি কয়েন লেনদেনের রেকর্ডগুলো লেগোর মতো যুক্ত হয়ে তৈরী হওয়া বৃহৎ লেগো :D ব্লক হলো ব্লকচেইন।

তাহলে, মাইনিং হলোঃ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন এর ব্লক, ব্লকচেইনে সংযুক্তি করা, ভেরিফাই করা এবং একইসাথে নতুন বিটকয়েন তৈরী করা।


বিটকয়েন বা এসব খটমটে বিষয়ে আমিও আপনার মতোই নুব। জটিল করে লেখার জন্য দুঃখিত ;)

৪| ২৩ শে মে, ২০২০ সকাল ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




কম্প্যু এক্সপার্টের কম্পমান গল্প। কাঁপছে..... তার ঢেউ ছড়িয়ে যাচ্ছে.....।
যেতে থাকুক, কোথায় কোন ঘাটে আঘাত হানে তা দেখা যাক!

২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: লেখার সময় আমারো কাঁপছিল,




মোবাইল (ভাইব্রেশান) :P
পাঠে কৃতজ্ঞতা :)

৫| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:৪১

ডার্ক ম্যান বলেছেন: হ্যাকার হওয়ার জন্য কি প্রোগ্রামিং শিখা জরুরি

২৩ শে মে, ২০২০ দুপুর ১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ! বাগ বাউন্টি করতে পারেন।

৬| ২৩ শে মে, ২০২০ দুপুর ১:৫৩

বিপ্লব০০৭ বলেছেন: আর্কি, আপ্নের লেখা থেকে বুঝতে পারছি বিটকয়েন, লাইটকয়েন... এককথায় ক্রিপ্টোকারেন্সি, মাইনিং, ব্লকচেইন-- এগুলো নিয়ে আমার থেকে আপ্নের ধারণা অনেক পরিষ্কার। বাট আমি মাইনিং জিনিসটাই ক্লিয়ার করতে পারছি না। আপনি বলছেন, যে আমগুলো হল বিটকয়েন। বাট ডিজিটাল ওয়ার্ল্ডে এই আমগুলো কোথায়? আপনার কমেন্টে একটা গ্যাপ পেলাম, সেটা হল- আপনি বলছেন, আম থেকে তৈরি হল নতুন বিটকয়েন। বাট প্রথম/আদি বিটকয়েনটা কৈ? ওটা কিভাবে তৈরি হলো?

আপনার উদাহরণে রহিম ও করিম- দু'বন্ধুর মধ্যে রহিমের আম আছে। যেইটা ডিজিটাল ওয়ার্ল্ডে নিয়ে এসে আপনি বললেন, আমের ট্রানজেকশনের মাধ্যমে তৈরি হলো, নতুন বিটকয়েন। তাহলে আমি ধরে নিচ্ছি রহিমের আমটাই আদি/প্রথম বিটকয়েন। এবার আপনি আমারে একটু ক্লিয়ার করেন, ডিজিটাল দুনিয়াতে এই 'আম'টা প্রথমে কিভাবে এলো?

বিটকয়েন ট্রানজেকশনের প্রসেসটাই যদি মাইনিং হয়, তবে প্রথম যখন মাইনিং শুরু হচ্ছে তখন কিসের ট্রানজেকশন হচ্ছে? কারণ রিয়েল দুনিয়ায় রহিমের আম ছিলো, বাট ডিজিটাল দুনিয়ায় রহিমের কাছে কি আছে? মদন রিয়েল দুনিয়ায় 'আমের' লিস্ট করছিলো কারণ 'আম' আগে থেকে আছে, বাট ডিজিটাল দুনিয়ায় মদন যখন ব্লকচেইন/লিস্ট তৈরি করছে তখন সে কিসের ব্লকচেইন তৈরি করছে?

২৩ শে মে, ২০২০ দুপুর ২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি জানতাম আপনি এই প্রশ্নটা করবেন। যাইহোক, একটু বিজি থাকায় মোবাইল দিয়েই উত্তর দিচ্ছি।

শুরুর ব্লকটা হলো জেনেসিস ব্লক (Block zero)। বিস্তারিতঃ Click This Link

৭| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:০০

নেওয়াজ আলি বলেছেন: হ্যাকারের বিরুদ্ধে আমাদের দেশে কি আইন আছে

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকগুলো ধারা আছে।

৮| ২৩ শে মে, ২০২০ বিকাল ৪:৩৭

সাইন বোর্ড বলেছেন: ভিন্ন প্রেক্ষাপটে লেখা, চলতে থাকুক...

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৯| ২৩ শে মে, ২০২০ বিকাল ৫:০৮

নিমো বলেছেন: সাম্প্রতিক কালে ঘটে যাওয়া তীরন্দাজ এর ঘটনার আভাস পাচ্ছি যেন লেখায়।

২৩ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ইহা একটি কাল্পনিক গল্প B-))

১০| ২৩ শে মে, ২০২০ রাত ৯:২৪

সুপারডুপার বলেছেন:



ঘাপটি মেরে থাকা চায়নিজ ঘাগু ক্রিমিন্যালরা এই অকামটা করতে পারে। ভাইরাসটা খুঁজে পেতে আরটি - পিসিআর মেথড ছাড়াও সুলভে ডক্টর জাফরুল্লাহর কিট ব্যবহার করতে পারেন। আর হ্যাকিং ঠেকানোর জন্য 1.q7+6=13 ফর্মুলা অনুসারে ট্রাই ম্যাইরা দ্যাখতে পারেন :-) :-) :-)

এ নিয়ে বেশি টেনশন না করে ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা :-

২৪ শে মে, ২০২০ রাত ১২:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: করোনা ভাইরাসের মতোই এই ভাইরাস খুঁজে মরছি ভাই! হ্যাকার চায়নিজ ও হতে পারে সুশিও হতে পারে। পিসিআর, এক্স-রে সবকিছুই চলছে। ফর্মুলা যেমনই হোক সলুশান হলো তৃতীয় মাত্রার ইকুয়েশন :D


টেনশন নেই, তবে চাপে আছি B-))



শুভকামনা অশেষ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.