নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার্থী পরিবারের লোকেরা সাবধানতা অবলম্বন করুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৭

পরীক্ষার হলে যাবার সময়, সম্ভব হলে পরিবারের লোকদের সাথে হেঁটে যাওয়া ঠিক হবে; পরিবারের সর্বাধিক সংখ্যা সদস্য পরীক্ষার্থীকে হলে নিয়ে গেলে ভালো হবে। সম্ভব হলে, কয়েক পরিবারের মানুষ একত্রে বের হতে হবে। পরীক্ষা উপলক্ষে পরিবারের লোকজন ছুটি নেয়া ঠিক হবে। ঘনিস্ট প্রতিবেশীর সাহায্য নেয়া ঠিক হবে।
প্রতি পরিবার থেকে গড়ে ৪ জন বের হলে, ৬০ লাখ মানুষ রাস্তায় থাকবে; আমাদের অবরোধের নেত্রীর সন্ত্রাসীরা ভয়ে পালিয়ে যাবে।
সম্ভব হলে বাস না নেয়া; রিক্সায় গেলে, একই রিকসায় একাধিক পরীক্ষার্থী বসা ঠিক হবে না।
পরীক্ষা শুরু হওয়ার বেশ আগে হলে রওয়ানা হওয়া ঠিক হবে; রাস্তার যেই পাশে পুলিশ থাকবে, সেই পাশ দিয়ে হেঁটে যাওয়া ঠিক হবে। কোথায়ও মানুষের জটলা থাকলে তা এড়িয়ে যেতে হবে।
কোন অনস্হায় কোন স্কুলের ইউনিফরম পরা ঠিক হবে না। বোতাম-খোলা মোটা জ্যাকেট থাকলে পরা ঠিক হবে, যা সহজে খোলা যায়।
হল থেকে বের হয়ে পরিবারের লোক না দেখা পর্যন্ত পরীক্ষার্থী যেন খোলা রাস্তায় না যায়; হল থেকে সোজা বাড়ী চলে যাওয়া উচিত হবে; স্নেক বা খাবারের জন্য পরীক্ষার্থী যেন দোকানের সামনে না যায়।

পুরো পরীক্ষা 'টেইক হোম, ওপেন বুক' করা সম্ভব ছিল; নাহিদ সাহেব অনেক কিছু কম জানেন।

শুক্রবার সন্ত্রাসের মাঝেই পরীক্ষা নিচ্ছে সরকার; পরীক্ষা ২/১ মাস পরে নিলে কোন অসুবিধা হওয়ার কথা নয়; যাক, সরকার তাড়াহুড়ো করছে, পরীক্ষা চালানো বোধ হয় দরকার। মানুষকে কিন্তু নিজের ছেলেমেয়েকে রক্ষা করতে হবে; যদি কিছু ঘটে সরকার কিছু হারাবে না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭

শাহরীয়ার সুজন বলেছেন: যে অবস্হা পরীক্ষার হলে না আবার বোমা মেরে দেয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:

সন্ত্রাসীদের মাঝে বিরাট একটা অংশ গেরিলা ট্রেনিং পেয়েছে; পুলিশ ও বিডিআর অত শিক্ষিত নয়; ফলে, ভয় আছে।

পরীক্ষার এখন নেয়ার দরকার ছিল না; ম্যাডামকে আটকানোর পর, এটা সমস্যা হবে, সেটার শেষ হলে পরীক্ষা নেয়া যেতো।

"খোলা বই ও বাড়ীতে বসে পরীক্ষা " দেয়ার ব্যবস্হা যেতো; কিন্তু নাহিদ সাহেব পাথরের যুগের মানুষ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১১

রাফা বলেছেন: শাহরীয়ার সুজনের মত লোকেরা বোমা মারতেই পারে।কারন এরকম সম্ভাবনা তাদের মাথা থেকেই বের হয়।
উপরের মন্তব্যকারীর মন্তব্য দেখুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


যারা ব্লগিং করছেন ব্লগে, তারা এদেশের ভালো অংশ; তাদের উপর আমার আস্হা আছে যে, তারা অনেক কিছু শিখছেন; একটা শিশুর উপর মানুষ বোমা মারতে পারবে না।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২

রাফা বলেছেন: আপনার ধারনা খুব ভুল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


হয়তো

৪| ১৩ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: মানবিক আবেদন ও উদ্বেগ থেকে লেখা এ পোস্টটি ভালো লেগেছে।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



তখন বাচ্চাদের উপরও আক্রমণ চালানো হচ্ছিলো! ভয়ানক অবস্হা ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.