নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুসলিম বিশ্বে 'চাকরাণী'র সংখ্যা কি প্রমাণ করছে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২১

আমেরিকার খয়রাতে-চলা মিশরের পঁচা মৌলবাদী ব্রাদারহুডীদের ঘরে ঘরে বিদেশী চাকরাণী আছে; সৌদীতে প্রতি ঘরে কতজন চাকরাণী আছে শুনলে আপনি আকাশ থেকে পড়বেন! কোন কোন ঘরে ২০/২৫ জন চাকরাণী আছে। আফ্রিকার মুসলিম দেশ সমুহে মধ্যবিত্তের ঘরে চাকরাণীর পরিমাণ পরিবারের সদস্য সংখ্যার চেয়ে বেশী।

ঢাকায় এখন চাকরাণীর আকাল চলছে; তবে, অনেক পয়সাওয়ালা এখনো গড়ে ২ জন রাখছে; চট্টগ্রামে যাদর চাকরাণী নেই, তাদের সামাজিক স্ট্যাটাস নীচে নেমে গেছে।
পাকিস্তানে মধ্যবিত্তের ঘরের মহিলারা ঘরের কোন কাজ করে না; তাদের ঘরে আফগানী চাকরাণী কাজ করছে।
কুয়েত ফুয়েত, বাহরাইন মাহরাইনে গৃহকাজ পরিবারের মহিলা করবে, এ ধরণের ভাবনা হারিয়ে গেছে।
চাকরাণীরা সেবাদাসী, অনেক ক্ষেত্রে তাদেরকে যৌনদাসী করে চলছে; এগুলো কি প্রমাণ করছে?

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

নিলু বলেছেন: আরাম আয়েশের জন্য দরকার , তাই --

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


দুস্ট ট্রেডিশন ও দুস্ট অর্থনীতি কাজ করছে মুসলিম বিশ্বে; বর্তমান বিশ্বে এগুলো গ্রহনযোগ্য নয়; মুসলমানদের শিক্ষিত হতে হবে; দীর্ঘদিন এভাবে চললে বিশ্ব তাদের ভার সইতে পারবে না।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

বেসিক আলী বলেছেন: আইলসা সবগুলা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


এগুলো আইলসা নয়, দুস্টের হাঁড়।

আইলসাদের জায়গা বর্তমান বিশ্বে নেই।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

আরণ্যক রাখাল বলেছেন: তেলের টাকা আছে তো সৌদিরা তাই রাজার হালে আছে, তেল গেলে রাজামি পাচায় ঢুকবে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০১

চাঁদগাজী বলেছেন:


টাকা তো ঢাকার লোকের নেই, তাদের এত চাকরাণী কেন?

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

কাহাফ বলেছেন: না পাঠালেই হয়!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



দরিদ্র মেয়েদের পড়ালেখার সুযোগ না দিয়ে মুসলামানেরা ক্রীতদাস বানায়েছে, জাতিগুলো পেছনে পড়েছে, সন্ত্রাসের জন্ম হয়েছে।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

সোহানী বলেছেন: আপনি এভাবে চাকরানী বলে ছোট করছেন কেন... এটা কি একটা পেশা না ? এবং বহুলাংশে স্বীকৃত।

আর ঢাকায় বা বাংলাদেশে ঘরের এ্যাসিসসেন্ট বিলাশিতা নয় বাস্তবতা। এখানে ভালো ডে কেয়ার বা রেডি ফুডের কোন ব্যবস্থা নেই। কিভাবে একজন চাকুরীজীবি মা তার সন্তান বড় করবে। বহুলাংশে ওদের উপর নির্ভর করতে হয়। আর ওরা ও ভালো পরিবেশে বাচঁতে পারে ও কিছু টাকা আয় করে যা যেকোন গার্মেন্টস্ থেকে ও বেশী।

আর বাসায় কিভাবে ওদের রাখবেন সেটা ব্যাক্তির উপর নির্ভর করে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


এসব দরিদ্র মেয়েদের পড়ালেখার সুযোগ দিলে আপনার সাথে ব্লগিং করতো।
ঐ মেয়েগুলো ডে-কেয়ার গড়ে তুলতো; সেটা আপনার মাথায় এলো না?

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

জাহিদ গাছবাড়ী বলেছেন: নিজেরতো টাকা নাই, তাই এমন বলছেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:

আগাছায় ভরে গেছে বাংলাদেশ।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: এ থেকে বুঝা যায়, মুসলিম যুবকেরা তাদের স্ত্রীদের প্রতি অনেক কেয়ারিং। সংসারের বোঝা যাতে চেপে না বসে, সেজন্যে গাঁটের পয়সা খরচ করে হলেও চাকরানী রেখে দেয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


এতে বুঝা যায় যে, মুসলিম মেয়েদের পরালেখা করতে না দিয়ে ক্রীতদাস বানায়েছে।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অর্থনৈতিক অসামঞ্জস্যতাই দায়ী।

তবে ঘৃহ পরিচিকার পাশাপাশি পড়ালেখা অসম্ভব নয়।
তাই মানসিকতা ও ইচ্ছে শক্তির অভাবও দায়ী।



একটা প্রশ্ন-

আপনার বা আপনার নিকটাত্বীয়ের বাড়িতে কি আপনার কথিত চাকরাণী সম্প্রদায়ের কেউ নেই?

ব্যক্তিগত আক্রমণের কোন ইচ্ছে নেই। ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি চাকরাণী রাখিনি।
পরিচিতের ভেতর প্রায় সবারই আছে।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

সোহানী বলেছেন: এসব দরিদ্র মেয়েদের পড়ালেখার সুযোগ দিলে আপনার সাথে ব্লগিং করতো।
ঐ মেয়েগুলো ডে-কেয়ার গড়ে তুলতো; সেটা আপনার মাথায় এলো না?


মি:চাঁদগাজী,
আপনার লিখার ধরন দেখে মনে হচ্ছে আপনি ব্লগিং এ নতুন বা এদেশে মাত্র এসেছেন। যেখানে দেশের সম্পর্কে বা দেশের মেয়েদের বর্তমান হাল মনে হয় জানেন না। সরকারতো ১০ পর্যন্ত পড়াশুনা ফ্রি করে দিয়েছে গত ১০/১২ বছর হবে তাহলে সে সব দরিদ্র মেয়েরা এখনো ব্লগিং করছে না কেন। আপনার সাথে এ বিষয়ে তর্ক করার ইচ্ছে নেই তবে অনুরোধ আগে নিজেকে আপডেট করেন তারপর কোন বিষয় নিয়ে লিখেন।

ভালো থাকুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


১০ বছর যদি পড়ালেখা ফ্রি করে দেয়; ধরলাম, ২০০৪ সালে, যেসব মেয়ে ১ম থেকে ১০ শ্রেণীতে ছিল তারা ফ্রি পড়ালেখার সুযোগ পেলো; এখন ভাবুন, তখন ১০ম শ্রেণীতে কাদের মেয়েরা ছিল?

আপনার ভাবনাশক্তি যথেস্ট নয়।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


খারাপ লাগছে, ডামীদের দিন শেষ!

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন: পোস্টে কমেন্ট গ্রহন না করিলে এই ব্লগিং দিয়া তুমি কি করিবে ছাগল? আগে তো একা ছিলাম। এখন আরো দুই চারজন ভলান্টিয়ার হইছে। আরো দুই চারজন লাগলে তো তোর ব্লগিং চাঙ্গে উঠবে রে নীলক্ষেত সার্য়িফাইড ফাকিস্তানী ছাগু সেনা। তুই হেরে যাচ্ছিস। ;);)

১২| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২১

খায়রুল আহসান বলেছেন: শিক্ষালাভ একটি মৌ্লিক অধিকার। বাংলাদেশের সকল শিশুর জন্য এ অধিকার নিশ্চিত করা হোক!
কেয়ার গিভার বা ডোমেস্টিক এইড ভাল শোনায়। কিংবা বাংলায় গৃহ পরিচারিকা। "চাকরাণী" অশ্রাব্য।

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার মাথায় কোনদিন সামান্য ভালো চিন্তার জন্ম নিলো না; মহিলার জন্মটাই বৃথা।

বাংগালীদের পয়সায়, সব বাংগালীকে ফ্রি পড়ানো যেতো যে কোন সময়, ১৯৭২ সালে ছিলো সবচেয়ে সহজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.