নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টার্গেট হতে পারে ড: কামাল, ড: আকবর আলী খান, ড: বদিউল আলম

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৭

মান্নাকে আটক, কিংবা গুম কোনটা করা হয়েছে, এখনো পরিস্কার নয়; মান্নার মত মানুষকে আটকানোর পর, যদি পুলিশ বলে তাকে আটক করা হয়নি; এবং সেটা যদি সত্য হয়, তা'হলে ধরে নিতে হবে যে, দেশে ভয়ংকর কিছু হতে যাচ্ছে; তবে, পুলিশে সত্য কথা বলে, এ কথা কোন বাংগালী বিশ্বাস করার মত অবস্হানে নেই।পুলিশ আটকালে ভালো; কিন্তু পুলিশের বাইরে কমপক্ষে ৩টি ক্রিমিন্যাল শক্তি গুমের ঘটনা ঘটাতে পারে।

***এডিটেড: মান্নার খবর পাওয়া গেছে, সে পুলিশের তত্বাবধানে আছে; মন্দের ভালো যে, বেকুব রাজনীতিবিদ খুনীদের হাতে পড়েনি। ****

এটা সঠিক যে, দেশে ষড়যন্ত্রকারীরা কোন একটা প্ল্যানকে কার্যকরী করছে এই দিন গুলোতে। দেশে কমপক্ষে ২টি বিদেশী গুপ্তচর সংস্হা কাজ করছে; সরকার কি করছে মানুষকে জানতে দিচ্ছে না; সরকারের মন্ত্রীরা শিয়ালের মত দল বেঁধে বাঘের গলায় গান গাচ্ছে; বিএনপি অদৃশ্য মানবের মত বিবৃতি ছাড়ছে; জামাত বাদুরের মত রাতে বের হচ্ছে।

মান্না যদি গুম হয়, তা'হলে ড: কামাল, ড: আলী আকবর বা ড: বদিুলকেও গুম করতে পারে। এদের কেহই আমাদের রাজনীতিতে বড় ঝড় তুলতে পারবে না; কিন্ত এদের সবাইকে বিদেশীরা চিনে।

ড: কামাল নিজেই আওয়ামী লীগকে বন্ধু ভাবে না, এবং আওয়ামী লীগও ড: কামালকে আর নিজেদের তত্বের মানুষ হিসেবে দেখে না; কিন্তু বাকী ২ দল, বিএনপি ও জামাত ড: কামালকে তাদের পথের কাঁটা হিসেবে দেখে।

ড: আলী আকবর, ক্যাপিটেলিস্ট মনোভাবের অর্নীতিবিদ হিসেবে, মুহিতের পদক্ষেপগুলোকে বেশী গলাকাটা হিসেবে দেখেন, এবং মুহিতকে দুর্নীতির পালক হিসেবে মনে করেন; ড: আলী আকবরকে বিদেশীরা চেনে।
ড: বদিউল আলম, এনজিও করে পয়সা কামানোতে ব্যস্ত; সম্প্রতি পয়সার বাইরে, নিজের ভাবনা শক্তিকেও তুলে ধরেছেন; সংলাপ পর্যন্ত রাজনৈতিক দীক্ষা; বিদেশীদের কাছে বিশেষভাবে পরিচিত।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: আর আসিফ নজরুল এবং পিয়াস কামালের ব্যাপারেও......।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


আসিফ নজরুল অচল মুদ্রা; তদুপরি উনার জামাতী কানেকশন আছে। আসিফকে পাকীস্তানী দুতাবাসের বাইরে কেহ চেনে না।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৮

প্রবাসী ভাবুক বলেছেন: এরকম কিছু হলে দেশ ও সরকার কারও জন্যই ভাল ফল বয়ে আনবে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


এখন দেশ পুরো মগের মুল্লুক; ভালো খারাপের কিছু নেই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩

গাঁও গেরামের মানুষ বলেছেন: "মান্নার মত মানুষকে আটকানোর পর, যদি পুলিশ বলে তাকে আটক করা হয়নি; এবং সেটা যদি সত্য হয়, "

- প্রতিদিন এতো এতো মিথ্যা মামলা, গুমখুন, ক্রস ফায়ার আর গ্রেফতার বানিজ্যের খবরে পত্রিকাগুলো ভরে যাচ্ছে, এরপরেও পুলিশকে বিশ্বাস?!! তাও যদি মান্নার পরিবার না-দেখে থাকতো তাকে গ্রেফতার করা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশকে চালাতে হলে, এখানকার প্রত্যেক পুলিশকে রিটার করাতে হবে; নতুন ৩ লাখ পুলিশ নিতে হবে; এগুলো আর পুলিশ নেই, এগুলো ঠোলা।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৯

দ্যা লায়ন বলেছেন: সরকারের কাছে এরা কেউ সমস্যা নয় তবে সমস্যা তৈরী করলে সাধারন জনও সমস্যা।
তারাই ধরা খাবে যারা সমস্যা সৃষ্টি করবে। মান্না লাশ ফেলে আর্মি এনে হল দখল করে দেশকে উদ্ধার করবে আর আমরা তাকে সমর্থন করবো এটা কেমন দেশ প্রেমিক ভাব বলেন?

মান্না সরকারের প্লাস পয়েন্ট সেই সাথে দেশেরও।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


মান্না মনে হয়, সঠিক রাজনীতি বুঝতে পারছে না; পারলে সে কখনো আওয়ামী লীগে যেতো না।

মান্নাকে মৈলিক রাজনীতির কথা বলতে হবে; খোকা মোকার সাথে যোগাযোগ রাখা ভয়ংকর।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৭

রামন বলেছেন:
কিছুই হবে না মান্নার। পুলিশ ঠুনকো একটা মামলা রজ্জু করে আদালতে চালান দিবে, আদালত তাকে জামিন দিবে । অতপর মান্না রাজনৈতিক চিল্লা ফালা বাদ দিয়ে কিছু দিন বিশ্রামে থাকবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


তবে, আওয়ামী লীগ তাকে নেতা বানায়েছে; মান্নার কপাল ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.