নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি'র একাংশ চাচ্ছে, খালেদা জিয়া গ্রেফতার হোক!

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

বিএনপি খালেদা জিয়ার গ্রেফতার চাচ্ছে; বুধবার ভোর থেকে শুক্রবার সকাল অবধি হরতাল ঘোষনা করা মানে সরকারকে আরও একমাত্রা চ্যালেন্জ করা, ক্ষেপিয়ে দেয়া। এদিকে খালেদা জিয়ার আইনজীবি হাইকোর্টে গেছে 'গ্রেফতারি পরোয়ানা স্হগিত' করার জন্য, আরেক দিক থেকে হরতাল দিয়ে সরকারকে ক্ষেপাচ্ছে? এতে মনে হয়, ভেতরে ভেতরে বিএনপি'তে কিছু একটা ঘটছে; গুলশান অফিসে অবস্হিত ও বাহিরে থাকাদের উদ্দেশ্য এক নয়।



গত ২ মাসে জাতির ভয়ংকর ক্ষতির কথা ভাবলে, শুধু গ্রেফতার নয়, দ্রুত আইনে বিচার হওয়ার কথা; ২ মাসে চোখের উপর পোড়ায়ে ৬০/৭০ জন মানুষ মারলো, ১৫০ জনকে আজীবনের জন্য পংগু করলো, ৩০ বিলিয়ন ডলারের সম্পদ বিনস্ট করলো; আসলে, কারো না কারো বিচার হওয়ার দরকার, কেহ না কেহকে আইনের আওতায় আসতে হবে; যত শীঘ্র, মানুষের জন্য ততই ভালো।



আন্দোলন ভুলে যাও, এখন হনুমানের লেজ বাঁচাও। আজ রাতে, বিএনপি'র স্ট্র‌্যাটেজি বুঝা বেশ মুশকিল হয়ে গেছে: আপোষহীন নেত্রী গ্রেফতার এড়াতে মরিয়া হয়ে উঠেছে, আবার বিএনপি'র আরেক গ্রুপ 'হরতাল' দিচ্ছে; দুই বিপরিতমুখী পদক্ষেপ।



গুলশান অফিসে যারা আছে, তারা মনে হয়, বুঝতে পারছে যে, নিজ লেজ বাঁচানোই এখন বড় কাজ; কিন্তু তারা ভেতরে থেকে তা করতে পারছে না; বেরিয়ে গেলে আজীবনের জন্য আউট। মনে হয়, তারাও চাচ্ছে যে, খালেদা জিয়া অবরোধ তুলে নেক। বাহিরে যারা আছে, তারা চাচ্ছে খালেদা জিয়া গ্রেফতার হোক। মনে হয়, বিএনপিও চাচ্ছে এস্পার কিংবা ওস্পার।



গ্রেফতারী পরোয়ানা কিছুতেই থানায় পৌঁচছে না; সেটা এক বিরাট সমস্যা: এ সমস্যাটা পুরো জাতির কপাল পুড়বে, কে বা কাহারা শেখ হাসিনা ও খালেদা জিয়ার মাঝে শেষ মহুর্তেও যোগাযোগ করে, মিটমাট করার চেস্টা করছে।



এটা জাতির প্রতি নতুন বিশ্বাসঘাতকতার দরজা খুলবে; খালেদা জিয়ার গ্রেফতার জাতির জন্য দরকার হয়ে পড়েছে; হয় আরো বেশী মানুষ পুড়ুক, না হয় এর অবসান হোক। গ্রেফতারের কাগজ থানায় না যাওয়া, এক বিরাট যড়যন্ত্রের শুরু মাত্র।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩৩

সুদীপ্ত সরদার বলেছেন: সহমত..

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



হয় সরকারের পতন হোক, না হয় খালেদা জিয়া লালঘরে যাক; যেভােবেই হোক, মানুষ পোড়া বন্ধ হোক।

যেহেতু সরকারকে শক্তিশালী মনে হচ্ছে, খালেদা জিয়ার পতনই প্রথমে কাম্য; তারপর সরকারের পালা আসবে।

২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: গেফতার করলেই সমাধান হবে বলে মনে হয় না :#) :#) স্থায়ী একটা সমাধান হওয়া উচিত। রাজনৈতিক নোংরামী আর দেখতে চাই না।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


এবারের সমস্যার স্হায়ী সমাধান আসতে সময় লাগবে; সমাধানের জন্য বসে থাকলে মানুষ পুড়তে থাকবে।

খালেদা জিয়া টাকা নিয়েছে, সেটার জন্য তাকে আটকালে সমাধান বের হবে কম সময়ে।

৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: চিন্তার কথা। ধন্যবাদ

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়া গ্রেফতার হলে, ড: মইন খানের মত লোক রাজনীতি করার সুযোগ পাবে; খালেদার চারিপাশে শুধু ডাকাত ও ক্রিমিনালরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.