নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হত্যা, ক্যু, গুম, অপহরণ, রাজনৈতিক অংগণে শুন্যতার সৃস্টি করেছে

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০২



মোগল সম্রাট আওরংগজেব এক ভাইকে হত্যা করে, এবং বাবাকে বন্দী করে নিজের ক্ষমতাকে পোক্ত করেছিল; এই অবস্হা দেখে বাকী ভাইয়েরা রাজনীতি ফেলে প্রাণ নিয়ে পালায়েছিল; এতে আওরংগজেবের ক্ষমতা সুরক্ষিত হয়েছিল; কিন্তু এখানেই মোগল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল; সম্রাটের ভয়ে কেহ রাজনীতি করার কথা ভাবতেও পারতো না; ইংরেজরা মোগলদের শেষ সম্রাটকে বার্মায় খুবই দরিদ্র ও অপমানকর জীবন যাপন করতে বাধ্য করে।

ছাত্র রাজনীতিবিদদের ছাত্র রাজনীতির ফসল হলো, আমাদের ছাত্র-দেশ, বাংলাদেশ; আমাদের দেশটা পুর্নাংগ দেশ নয়, ইহা ছাত্র-দেশ, ছাত্র রাজনীতিবিদরাই চালায়; আমাদের এলাকার ছাত্ররা ইউরোপ, আমেরিকার ছাত্রদের মত মহৎ নন, এরা যেই সমাজিক পরিবেশে বড় হয়ে থাকেন, সেখানে প্রতিযোগীতা, চল-চাতুরী, হিংসা, অপরাধ ইত্যাদি বিরাজ করে আসছে দীর্ঘ সময়; তারা এগুলোর ফসল, এবং তাদের ভাবনা অনুসরণ করে চলছে আমাদের দেশ।

বাংলাদেশ হওয়ার পর, রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বেড়েছিল; কিন্তু শেখ সাহেবকে নিষ্ঠুরভাবে হত্যা করার পর, রাজনীতির মাঠ ফাঁকা হয়ে যায়; এরপর, শেখ সাহেবের ৪ অনুসারীকে হত্যার পর, দীর্ঘ দিনের দল আওয়ামী লীগ মাঠ ছেড়ে পালিয়ে যায়; জেনারেল জিয়ার মৃত্যুর পর মানুষ বুঝতে পারে যে, এ দেশে রাজনীতি করলে প্রাণ নিয়ে বেঁচে থাকাই কষ্টকর হতে পারে। অবশ্য জিয়া যেই পথ দিয়ে ক্ষমতায় এসেছিল, সেই পথ দিয়েই চলে গেছেন। এখন শেখ হাসিনাকে হত্যা করার প্রচেস্টা অব্যাহত আছে; তিনি বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন; এটা এখন দেশ নয়, মগের মুল্লুক; রাজনীতি বিদায় নিয়েছে দেশ হতে!

এরশাদ, চৌধুরী আলম, ইলিয়াস আলী, ফরহাদ মাজ হার, ড: হাছান মাহমুদ, শামীম ওসমান, শেফিক রহমানদের মতো লোকজন রাজনীতিতে আসার কথা ছিলো না; যাদের আসার কথা, তারা ১৯৭৫ ও ১৯৮১ সালের হত্যাকান্ড, ১৯৮২ সালের সামরিক ক্যু, ২০০৪ সালের গ্রেনেড আক্রমণ দেখে রাজনীতি থেকে দুরে সরে গেছে, যা রাজনীর মাঠে শুন্যতার সৃষ্টি করেছে; শুন্য স্হান পেয়ে সর্বপ্রকার জীবাণু সেখানে বাসা বেঁধে বসেছে।

হত্যা করে ক্ষমতা দখল, ক্যু করে ক্ষমতা দখল, রাজনৈতিক প্রতিপক্ষকে হ্ত্যার প্রচেস্টা, অপহরণ, ইত্যাদি বাংলাদেশের রাজনীতিকে ইতিমধ্যে কবর দিয়ে দিয়েছে, এবং সামনের দিন গুলোর জন্য মহা শুন্যতার সৃষ্টি করে করেছে।

মন্তব্য ৬৯ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮

আমি চির-দুরন্ত বলেছেন: যাদের আসার কথা, তারা ১৯৭৫ ও ১৯৮১ সালের হত্যাকান্ড, ১৯৮২ সালের সামরিক ক্যু, ২০০৪ সালের গ্রেনেড আক্রমণ দেখে রাজনীতি থেকে দুরে সরে গেছে, যা রাজনীর মাঠে শুন্যতার সৃষ্টি করেছে; শুন্য স্হান পেয়ে সর্বপ্রকার জীবাণু সেখানে বাসা বেঁধে বসেছে।

সেই জিবানু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



এ ধরণের পরিবেশে মানুষ রাজনীতি থেকে দুরে থাকার চেস্টা করছে।

২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৩

ওমেরা বলেছেন: ঠিক কথা এ সব কারনে বাংলাদেশে জ্ঞানী আর সৎ লোকেরা রাজনীতি এরিয়ে চলে ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


দুস্ট দলগুলো এটাই চাচ্ছে।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৪

নাগরিক কবি বলেছেন: বাংলাদেশে কি রাজনীতি হয় নাকি রাজার যে নীতি তা জোড় করে চাপিয়ে দেওয়া হয়।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও আওয়ামী লীগ বৃটিশ কলোনিয়েল সিস্টেম চালায়েছে

৪| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি '৯১ থেকে মোটামুটি বুঝে আসছি। যা বুঝেছি তাতে হত্যা গুম করে রাজনৈতিক প্রতিপক্ষ দূর করতে যারা চেয়েছেন, তারা ধীরেধীরে রাজনীতির মাঠ থেকে বাউন্ডারী হয়ে যাচ্ছে। রাজনীতি রাজনীতির সাথে বিশ্বাসঘাতকতা বরদাশত করে না।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


এই পরিবেশে মানুষ রাজনীতিতে যুক্ত হবে না; তাতে দুস্টরাই লাভবান।

৫| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পারফেক্ট বিশ্লেষন। ৭৫ এ যার শুরু তারই ধারাবাহিকতায় ২০০৪ সালের গ্র্যানেড আক্রমন এদেশের রাজনীতিকে আজকের অবস্থানে নিয়ে গেছে। যারই ফলশ্রুতিতে আজকের বাংলাদেশ, যতই হতাশ হইনা কেন ঐদিনের সফলতায় আরও বিভৎস বাংলাদেশ দেখতে হতো........

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে বীজ বপন করেছিল, এখন গাছ ক্রমশই বড় হচ্ছে।

৬| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৯

ruhul imran বলেছেন: আমি বরাবরই বলি গনতন্ত্র এদেশের জন্য নয়।
দরকার কঠোর এক স্বৈরশাসক(অবস্যই দেশপ্রেমিক)

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:



অশিক্ষিত সব বাংগালীরা আপনার মতোই আইয়ুব খান ও জিয়াকে ভালোবেসে নিজেরা ক্রীতদাস হয়েছে।

৭| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir what can we do? We are New generation

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের প্র‌ত্যককে ৪ জন অশিক্ষিত বাংগালীর দায়িত্ব নিতে হবে, জাতিকে সাহায্য করতে হবে অর্থনীতিতে ঐক্যবদ্ধ হতে, ও শিক্ষিত হতে।

৮| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৯

আহা রুবন বলেছেন: কেবল জীবানু নয়, আমরা ভাল মানুষদের মূল্যায়ন করতে শিখিনি। যার চাপার জোর আছে, সাঙ্গ-পাঙ্গ আছে তাদেরকেই হাসিমুখে ভোট দেই। আমাদের গ্রামের তারাও ভোট দেয়, যে কিনা বলে ইত্তাহানি নাল নোট, এইহানি কলাপাতা নোট( এতখানি লাল নোট, এতখানি সবুজ নোট)। যারা টাকা চেনে না, তারা চিনবে নেত!? আরও মজার কথা বলি আমাদের ভাড়ার ঘরে তালা মেরে তালার সঙ্গে চাবি রেখে দিত কাজের মহিলা। আমার দাদির চোখে পড়ায় বলে সকালে তো খুলতেই হবে, আর ঘরে যেতে হবে না। এরাও কিন্তু ভোট দেয়!

ভাল মানুষ যেমন রাজনীতিতে নেই, আবার আমারা যত দিন শিক্ষিত না হব, দেশের চেহারা বদলাবে না।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


অথচ, ১৯৭২ সাল থেকেই ফ্রি শিক্ষা দেয়া যেতো; আমাদের কাছে সম্পদ ছিলো; এখন শিক্ষাকে সবচেয়ে দামী করা হয়েছে, যাতে দরিদ্রা আর শিক্ষিত হতে না পারে।

৯| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ruhul imran বলেছেন: আমি বরাবরই বলি গনতন্ত্র এদেশের জন্য নয়।
দরকার কঠোর এক স্বৈরশাসক(অবস্যই দেশপ্রেমিক)

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


কিছু বাংগালী নিজের পায়ে কুড়াল মেরেই আনন্দিত হয়েছে জীবনে

১০| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮

ডঃ এম এ আলী বলেছেন: হত্যা করে ক্ষমতা দখল, ক্যু করে ক্ষমতা দখল, রাজনৈতিক প্রতিপক্ষকে হ্ত্যার প্রচেস্টা, অপহরণ, ইত্যাদি বাংলাদেশের রাজনীতিকে ইতিমধ্যে কবর দিয়ে দিয়েছে, এবং সামনের দিন গুলোর জন্য মহা শুন্যতার সৃষ্টি করে করেছে।
এরকম বিষয়কে অনেকে আবার অম্লান বদনে সমর্থন করে যাচ্চেন!!!! যা মোটেও কাম্য নয় ।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:


বেকুবারা গাঁইটের পয়সা দিয়ে ক্রীতদাস হয়; এরা জাতির কস্ট বুঝে না।

১১| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

উম্মে সায়মা বলেছেন: এ শূন্যতা আর ভরবে নাকি সন্দেহ আছে। কী যে হচ্ছে দেশে!

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, মানুষ সবকিছুই অনুমান করছেন; এখন হয়তো সমাধান খুঁজবেন।

১২| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: ১ম কথা হলো- যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেদিন'ই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়েছে।
২য় কথা হলো- ভালো লোক রাজনীতি করে না, রাজনীতি করে দুষ্টলোকেরা।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:



দুস্ট জীবাণুরা জাতির অংগে বাসা বেঁধেছে।

১৩| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৪

ধ্রুবক আলো বলেছেন: ভাই খুব কষ্ট, নেটওয়ার্ক খুব ধীরে গতি! ব্লগে লগইন করতে অনেক সময় লাগে। নেটওয়ার্ক ভালো হোক তারপর দেখা হবে।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


সমস্যা, বুঝতে পারছি!

১৪| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:২৪

শিখণ্ডী বলেছেন: এত রাতে একটু বসলাম দেখি শুধু কবিতার লাইন :| আপনার ভেড়াগুলা দেখে ভাল লাগল। ভেড়ার দলে একটা নেকরে থাকলেই সর্বনাশ! সেই নেকরেটা কে?

০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


রাতে আয়নার সামনে দাঁড়ায়েছেন?

১৫| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

রক বেনন বলেছেন: ইতিমধ্যে যা গোছানোর, তা গোছানো হয়ে গিয়েছে। টাকা, সম্পদ সব। সামনে নির্বাচন। জয়ী হলে সম্পদ আরও বাড়বে আর হারলে গোছানো সম্পদ দিয়ে রাজার হালে বিদেশে কাটিয়ে দেয়া যাবে। শুধু রাস্তাঘাটের দিকে তাকালেই বুঝা যায় কি পরিমাণ লুটপাট করা হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ যারা চেয়েছিলেন, তারা দাউদ, আদমজীর মতো বড় লোক হতে চেয়েছিলেন।

১৬| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৫

রক বেনন বলেছেন: বেতন পাওয়ার সাথে সাথে রেভিনিউ ট্যাক্স দিচ্ছি। বেতন থেকে ইনকাম ট্যাক্স কেটে রাখছে প্রতি মাসে। যা থাকে তা দিয়ে জীবনযাপন করার প্রায় প্রত্যেকটি পন্যে ভ্যাট দিচ্ছি। কষ্টে সৃষ্টে কাটিয়ে সামান্য কিছু টাকা যদি ব্যাংকে রাখি তা থেকে শুষ্ক, ট্যাক্স, ভ্যাট, ব্যাংক চার্জ ইত্যাদি কাটছে। বিনিময়ে পাচ্ছি কি? নরক যন্ত্রণার টিকিট!!!!

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ দেশকে বৃটিশ কলোনীর স্তরে নিয়ে গেছে।

১৭| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই পোষ্ট সম্পর্কে মন্তব্য করব না।

কিন্তু ফাতেমার ঈদ কেমন কাটলো পরবর্তী পোষ্টে জানতে চাই।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


ঈদের সময় আমি দেশে ছিলাম না, তবে, ফাতেমার জন্য ব্যবস্হা নেয়া হয়েছিল; আশাকরি, সে ভালো আছে।

১৮| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: সুন্দর পোষ্ট।
এখন ছাত্র রাজনীতি করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা চাকরিজীবি হওয়ার জন্য। ছাত্র রাজনীতিবিদদের বেশীরভাগ আবার চাদাবাজি আর মাদকে আসক্ত এমনকি ছিনতাই পর্যন্ত করে। ওহ হো আমিও অনেক কবিতা দেখলাম।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



ছাত্ররা ছাত্র, তারা দেশ চালাটে পারে না; আমাদের অনেক ছাত্রনেতা খাওয়ার বিল দেয়নি জীবনে

১৯| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

নিরাপদ দেশ চাই বলেছেন: বাংলাদেশের নোংরা রাজনীতি নিয়ে নতুন কিছু বলার নাই। দুই পরিবার যে আসলে কি জিনিষ তা দেশের সবাই জানে। তবে ফরহাদ মাজহার প্রসঙ্গে কিছু কথা জানতে চাই। বামপন্থী ফরহাদ মাজহার লাইম্লাইটে আসেন মুলত গনজাগরন মঞ্চের সমালচনার মাধ্যমে।শুধু ফরহাদ মাঝহারই নন, আসিফ, নজরুল, পিয়াস করিম, গোলাম মর্তুজা সহ আরো কিছু ব্যক্তি পরবতীতে আলোচনায় আসেন সরকারের বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনার মাধ্যমে। দুই পরিবারের গোলামি যারা করেন না, তাদের কাছে এদের বক্তব্য গ্রহনযোগ্যতা পায় তাদের বক্তব্যর যৌক্তিকতার কারনে।ফারহাদ মাঝাহারের বিরুদ্ধে এখন যে সব অভিযোগ করা হচ্ছে তা তথ্য প্রমান সহকারে হাজির করলে ভাল হয়। সমগ্র দেশের মানুষকে হয় বিএনপি/জামাত বা আওয়ামিলীগের দালাল ট্যগিং করে দেয়া একপেশে বক্তব্য এখন আর কেউ আমলে নেয় না। সোস্যাল নেটয়ার্কিং এর এই যুগে মানুষ আর শুধু কথিত অভিযোগ নয় , প্রমান চায়।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


২ পরিবারের পক্ষে গিয়ে লাখ লাখ কোটিপতি হয়েছে।

মাজহার, আসিফ নজরুল, পিয়াস করিমরা এমন ধরণের ডিকবাজী দিয়েছেন রাজনৌতিক মাঠে, এদের কোন অবদান থাকার কথা নয়।

২০| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: যুক্তিপূর্ণ বিশ্লেষণ ভালো লাগলো ।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


কেমন আছেন?

২১| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বরবাদ মজহারকে গুম করা হয়েছিল না নিজেই গা ঢাকা দিয়েছিলেন? এক বাক্যে বলুন।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমার পক্ষে বলা সম্ভব হবে না; এখন রাজনীতিতে অসংখ্য শয়তান যুক্ত আছে, সবাই মিথ্যুক; এবং ফরহাদ মাজঃার শয়তানের টিউটর।

২২| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩২

নতুন বিচারক বলেছেন: এদেশের রাজনীতি আর নাটক চলচ্চিত্রে ক্যাটাগরি এক হয়ে গেছে ।

০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


জনতা দেখছেন, আনন্দ পাচ্ছেন, কিন্তু টিকেটের মুল্য অনেক বেশী

২৩| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮

কাছের-মানুষ বলেছেন: আপনি যথার্থই বলেছেন। ভাল মানুষ দেশে রাজনীতি করতে উতসাহিত হয় না!
আগে ছোট বেলায় দেখতাম এলাকার নিরিহ, জনদরদি কিছু টাকা পয়সাওয়ালা আদমি মেম্বার, চেয়ারমেন পদগুলোতে দাড়াত। সরকারি ভয়াল রাজিনিতিকরনের ফলে এই পদগুলতেও আর আগের মত ভাল মানুষগুলো এগিয়ে আসে না! জাতিয় রাজনীতি মানুষ কতটা ভয় পায় এটাই উতকৃষ্ট প্রমান।

০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


রাজনীতির নামে মাফিয়া চক্র গঠন করা হয়েছে।

২৪| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সম্রাট আওরংগজেবের ভাই তাঁকে হত্যা করতে চেয়েছিলো। ভাইকে হত্যা না করলে নিজেই হয়তো মারা যেতে্ন। তবে, এই ঘটনার সাথে বাঙালীদের ঘটনা মিলানো যাবে না, কারণ, বাঙালী'র রক্ত এই উপমহাদেশের সাথে যুক্ত।

গান্ধী হত্যা কিন্তু এই উপমহাদেশীয়দের দ্বারাই সংঘটিত হয়েছিলো। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে রাজনৈতিক দলাদলি থেকেও পরবর্তী জেনারেশন শিক্ষা নিয়ে থাকতে পারে।

আর, তৃণমূল পর্যায়ে এখনো ত্যাগী রাজনীতিবিদরা র‍্য়ে গেছেন বলেই ফরহাদ মহজার গং থেকে দেশ বেঁচে আছে।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার পরবর্তী জেনারেশন কোন শিক্ষা নিতে পারেনি; তারা পড়ালেখায় দুর্বল, চরিত্রের দিক থেকে দুর্বল; এদের থেকে "ছাত্র রাজনীতির" আগাছা জন্মাচ্ছে!

২৫| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার পোস্টটা পড়লাম, অনেক কিছু ই বলার ছিল, কিন্তু এখন এ ধরনের রাজনৈতিক পোস্ট কেন যেন এখন বিরক্ত লাগে। কোন পরির্বতন কি আসলে হচ্ছে? রাস্টের সব নীতি নিদ্ধারকরা রাক্ষস হয়ে সবাইকে গিলে খাচ্ছে। এখানে এখন নিজের গা বাচিয়ে কোন ভাবে পালিয়ে বাচলে ই হল।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক আগাছাদের সম্পর্কে ও দেশের বর্তমান অবস্হাকে বুঝতে হবে।

২৬| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৭

প্রশ্নবোধক (?) বলেছেন: প্রকৃতি শুন্যতাকে ঘৃণা করে।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি আগাছা দিয়ে হলেও শুন্যতা পুরণ করে।

২৭| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিহীন রাজনৈতিক দল টিকে আছে বাংলাদেশে

২৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:২০

দলছুট শালিক বলেছেন: বিষয়টি আমার কাছে এমন মনে হয়, জনগণ যাদের রাষ্ট্র ক্ষমতায় বসায় তারা মুলত: দেশ, দেশের মানুষ আর রাষ্ট্রীয় সম্পদের পাহারাদার বলা যেতে পারে। কিন্তু ১৯৭১ সালের পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারাই লুটপাট আর নিজের আখের জোগারে ব্যস্ত ছিল, ফলশ্রুতে এই ধারাবাহিক হত্যাকান্ড শুরু হয়। আমার ভাষায়- পাহারাদার ঠিক নেই তাই এই লুটপাট এবং হ্ত্যাকান্ড। বিষষটির জন্য আমার ব্লগ দেখার অনুরোধ রইল। তারপরও অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, আপনার পোস্ট দেখবো।
সরকার পাহারাদার নয় শুধু, সরকার হলো সম্পদ বাড়ানোর মুল যন্ত্র, এবং সম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করার যন্ত্র।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সুশান্ত বাবুর "আমার ব্লগ"এর কথা বললেন?

২৯| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩২

আখেনাটেন বলেছেন: হত্যা করে ক্ষমতা দখল, ক্যু করে ক্ষমতা দখল, রাজনৈতিক প্রতিপক্ষকে হ্ত্যার প্রচেস্টা, অপহরণ, ইত্যাদি বাংলাদেশের রাজনীতিকে ইতিমধ্যে কবর দিয়ে দিয়েছে, এবং সামনের দিন গুলোর জন্য মহা শুন্যতার সৃষ্টি করে করেছে।
---ভালো বিশ্লেষণ।

তবে আমি বলব দেশে মূল্যবোধ ও নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষের হার উল্লেখযোগ্যহারে কমেছে। ফলেই এই মহাশুন্যতা।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


সরকার ও রাজনৈতিক দলগুলো খারাপ হলে, মানুষ তাদের অনুসরণ করে।

কে কাকে ভালোর দিকে টানার কথা?

৩০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ২:২১

বিলুনী বলেছেন: পোষ্টের লেখার সাথে সহমত । মানুষ কাকে অনুসরণ করবে তা এক বিরাট ভাবনার ব্যপার হয়ে দাঁড়িয়েছে ।
বাংলাদেশের সেরা আবিষ্কার ‘হরিধান’ এর উদ্ভাবক কৃষক হরিপদ কাপালি চলে গেলেন এই পোস্টটি দেখে আসলে খুশি হব ।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:



যখন নেতা থাকে না, নিজের কমন-সেন্সকে অনুসরণ করার দরকার, যা খুবই কঠিন।

৩১| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২

ruhul imran বলেছেন: অশিক্ষিত বাঙ্গালিরা এখনো বুঝতে পারছে না কাকে ক্ষমতায় রাখবে। আওয়ামীলীগ না বিএনপি।
এই বাঙ্গালিরা একবার এই দলকে ক্ষমতায় বসায় তো আরেকবার অন্য দলকে।

এই বাঙ্গালিরা নিজেদেরকে ধর্ষণ করতে সবাইকেই পালাক্রমে সুযোগ দিচ্ছে।
একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের জন্যই ভালো এটা আশা করি বুঝাতে হবে না।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



আসলে বাংগালীরা এদের ক্ষমতায় আনছে, নাকি ওরা ক্ষমতা দখল করছে বলা কঠিন। দলগুলো জাতিকে বাজার বানায়েছে।

৩২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজনীতি বিষাক্ত হয়ে গেছে; এসব দেখে দেখে নাক সিটকানো ছাড়া আর কোন উপায় কি নেই?

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো, আসল রাজনীতি না করলে, দলের লোকেরা আমাদেরকে নাক ধরে ঘুরাবে

৩৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন। এখন রাজনীতির শূন্যস্থান পুরন করছে চোর, গুন্ডা, বদমাশরা।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



চোর, ধোরেরা এখন রাজনীতি করছে; জাতির ভাগ্য এদের হাতে?

৩৪| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৬

এম এ মুক্তাদির বলেছেন:

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের শাসনতন্ত্র সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে কিছু বলে না, ইহা জাংক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.