নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সামান্য স্মৃতি

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৪



পাখীর সাথে আমি প্রথম শ্রেণী থেকে পড়েছি; গ্রামের সাধারণ ঘরের অসাধারণ প্রানবন্ত, হাসিখুশী মেয়ে; পড়ালেখার চেয়ে খেলাধুলা বেশী ভালোবাসতো; একটু ইমোশানেল, যা মনে আসে, সেটা করবেই। দ্বিতীয় শ্রেণীতে সে ছেলেদের সাথে ফুলবল খেলতে চেস্টা করলো, শিক্ষকেরা বাধা দিলেন। তৃতীয় শ্রেণীতে, পাখী মেয়েদের গ্রুপে সাতারে প্রথম হয়, আমি ছেলেদের গ্রুপে প্রথম; পানি থেকে উঠে, সে আমাকে বললো,
-আমি তোর থেকে দ্রুত সাতার কেটেছি!
-ভালো; তুই মাপলি কি করে?
-মাপামাপির দরকার হবে না, আমি তোর সাথে প্রতিযোগীয় যাবো, প্রমাণ করবো।

পাখী প্রতিদিন আমাকে এই প্রতিযোগীতার কথা মনে করায়ে দিতো; চতুর্থ শ্রেণীতে আমাদের ক্লাশমেটদের উপস্হিতিতে আমরা দু'জন পুকুরে নামলাম; পুকুরটা বেশ বড় ছিলো; পুকুরের মাঝ অবধি পাখী আমাকে চাপেই রাখলো; তারপর সে কিছুটা ক্লান্ত হয়ে উঠলো; আমি ঠিক করলাম, সে জয়ী হোক; আনুমানিক ২ গজ সামনে থেকে পাখী জয়ী হলো; আমার ছেলে বন্ধুরা হতাশ হলো; কিন্তু ক্লাশের সব মেয়ে ও পাখী সীমাতীত আনন্দিত হয়েছিল।

অষ্টম শ্রেণী অবধি, আমি ছেলেদের মাঝে প্রথম হয়েছি, আর পাখী মেয়েদের মাঝে; আমরা অনেক পুকুরে একত্রে সাতার কেটেছি, প্রতিযোগীতায় যাইনি। নবম শ্রেণীতে উঠার পর, সমস্যা দেখা দিলো: স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় নবম ও দশম শ্রেণীর মেয়েদের জন্য সাতার নেই; সাতার না থাকায় পাখীর মন খারাপ হলো; বার্ষিক ক্রীড়ার আগেরদিন, সব মেয়েরা পাখীর হয়ে, অংকের স্যারের কাছে প্রস্তাব করলো যে, পাখীকে ছেলেদের সাথে সাতারের সুযোগ দেয়া হোক; স্যার খেলাধুলার দায়িত্বে ছিলেন; স্যার মেয়েদের প্রস্তাব মেনে নিলেন। ক্লাশে মেয়েদের লীডার ছিল বীণা; সে আমার দিকে তাকিয়ে বললো,
-এক রাত আছে তোর হাতে, প্র‌েকটিস করগে!
-পাখী উড়েও আমাকে ধরতে পারবে না!
পাখী বললো, "চতুর্থ শ্রেণীর কথা ভুলে গেছিস?"
-ভুলিনি! আমি হাসলাম।

আমি এবারও পাখীকে ছেড়ে দিতে পারতাম; কিন্ত সিনিয়রদের সাতারে যেজন প্রথম হয়, সেই ইন্টার-স্কুল সাতারে যায়; পাখী অন্য স্কুলের ছেলেদের সাথে প্রতিযোগীতায় টিকবে না, আমাকেই থাকতে হবে।

সাতারের সময়, পাখী আমার পাশেই অবস্হান নিলো; পুকুর ছিলো খুবই বড়; পুকুরের মাঝ অবধি আমি সবার সাথে তাল মিলায়ে সাতার কাটলাম; এরপরে আমি গতি বাড়ালাম; একটু পরে, আমার পা লাগলো আলতোভাবে পাখীর গায়ে; মনে হয়, পাখী তার লাইন থেকে সরে এসেছিল। পাখী দ্বিতীয় হলো; পানি থেকে উঠে আমাকে বললো,
-তুই ছোট লোক হয়ে গেছিস, সামান্য সাতারে প্রথম হওয়ার জন্য আমাকে লাথি মেরেছিস।

আমি কিছু বলার সুযোগও পেলাম না, সে রেগে মেগে চলে গেলো; আমাদের ক্লাশের মেয়েরা তো আছে, এমন কি দশম শ্রেণীর সিনিয়র মেয়েরাও আমাকে ছোটলোক বলে গালি দিলো; বীণা গিয়ে স্যারের কাছে নালিশ করলো।যাক, স্যার কানে নেয়নি। সন্ধ্যায় পুরস্কার বিতরণী হলো; পাখীকে ২য় পুরস্কার হিসেবে দেয়া হলো খুবই দামী গ্লাসসেট। আমরা মিস্টি ও চা খেয়ে করিডোরে আড্ডা দিচ্ছি, একটু পরে নাটক শুরু হবে; এমন সময় আমাদের ক্লাশের সব মেয়ে ও পাখী আমার কাছে এলো; আমি ভাবছি, পাখী বকা দিবে; সে কিছু বললো না, আমার সামনে গ্লাস সেটটিকে পাশের ঝোপের মাঝে ফেলে দিলো। মেয়েদের লীডার বীণা আমাকে লক্ষ্য করে বললো,
-তুই আসলে ছোট লোক, তুই পাখীকে লাথি মেরেছিস!

আমি ব্যাখ্যা করতে গেলাম, পাখী কিছু না শুনে চলে গেলো। পরদিন ক্লাশে টিফিনের সময় বীণা কথাটি তুললো আবার, আমাকে বললো,
-তুই পাখীকে পেছনে ফেলতে লাথি মেরেছিস, এখন মাফ চেয়ে নেয়, ছোটলোক।
-ঠিক আছে, মাফ চাইলাম; কিন্তু আমি পাখীকে লাথি মারিনি; সে লাইন থেকে সরে আমার কাছে চলে এসেছিল, মনে হয়। সর্বোপরি, সে আমার সাথে পারার কথা নয়!

পাখী বললো, তুই শর্ট পরে সাতার কেটেছিস, আমাকে সেলোায়ার কামিজ পরে নামতে হয়েছে, ঠিক আছে?
-তুই ল্যাংটা হয়ে নামলেও আমার সাথে পারবি না!

ক্লাশের সবাই হৈচৈ করে উঠলো; কথাটা তাদের পছন্দ হয়েছে; আমি আরেকটু তেল ঢালার কথা ভাবছি; এমন সময় পাখী শক্ত বই দিয়ে আমার নাকের উপর একটা ঘা বসায়ে দিলো! আমার মাথা ঘুরায়ে গেলো, আধা মিনিট সবাই চুপ; ছেলেরা করিডোরে চলে গেলো; মেয়েরাও হতবাক। পাখী বললো,
-তুই ব্যথা পেয়েছিস?
-না।
সে বাইরে গিয়ে গ্লাসে করে পানি নিয়ে আসলো; রুমাল দিয়ে মুখ মুছে দিলো; বললো,
-মন খারাপ করেছিস?
-না।
-রাগ করিস না; তুই তো আমাকে জানিস!

( ****** আসল ঘটনাকে সামান্য বদলানো হয়েছে )


মন্তব্য ৯০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩

কলাবাগান১ বলেছেন: আপনার উচিত ব্লগার আলপনা তালুকদার কে সরি বলা......আপনার মত এমন লোকের কাছ থেকে এমন বাল্যখিল্য সস্তা কমেন্ট আশা করি নাই

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


কোন কমেন্ট? আচ্ছা, দেখছি!

২| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কিছু দিন আগে বিকালবেলা মিস পাখি স্কুলের বারান্দায় আউলা ঝাউলা হয়ে ঘুরছিল। স্কুলের দপ্তরি জিঙ্গেস করল অহেতুক ঘুরাঘুরিরর কারণ কি। পাখি জানাল প্রায় ৬০ বছর আগে আমি এই স্কুলে পড়তাম, আর ঐ পুকুরটাতে সাতার কাটতাম, সাতার কাটার সময় সেখানে একটি আন্ডারওয়ার পেয়েছিলাম। দীর্ঘ পর এটা ফেরত দিতে এসে এর মালিক কে খুঁজছি....

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:


নিদারুণ ফ্যান্টাসি

৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৪

কলাবাগান১ বলেছেন: আরেক 'ছাগল' মার্কা কমেন্ট ফ্রম শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:


আজকে আমার দিনটা ভালো যাচ্ছে না, মনে হয়।

৪| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাঁদগাজীর এই পোষ্টে কলা বাগান১ পাঠার দুইটা বিচি ফাটাইছে।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


সহজভাবে নিন

৫| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আচ্ছা নিলাম। আমি এখানে (২নং মন্তব্যে) জাষ্ট মজা করেছি। কিন্তু আরেকজন এসে কু- ইঙ্গিত করে মন্তব্য করে; এটা ভাল কিছু মিন করে না।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:



এমন কিছু না; সামান্য টুং টাং

৬| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

আখেনাটেন বলেছেন: চমৎকার। অাপনি গল্পও ভালো লিখেন।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


এতক্ষণে আসল পাঠক পেলাম।

৭| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পাখীকে আপনি বলিষ্ঠভাবে তুলে ধরেছেন।

পাখির নিজের উপর আত্মবিশ্বাস তার অনমনীয় চরিত্র ভাল লাগল।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


আমাদের সাথের মেয়ারা শক্ত ছিল হীরার মতো; মন ছিলো আকাশের মত দিগন্ত জোড়া

৮| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার দু:ভাগ্য আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন। প্রতিভার বিকাশ ঘটাতে পারেনী। আমেরিকাতে হলে হয়তো আপনি মাইকেল ফেলেপসের জায়গায় অলিম্পিক এ সোনা জিততেন। যাইহোক এখন হয়তো সাতারে কোচ হতে পারেন।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমি বিদেশেও ইউিভার্সিটিতে ছোটখাট সাতারে অংশ নিয়েছিলেম

৯| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

নিরাপদ দেশ চাই বলেছেন: ফরহাদ মাজহার প্রসঙ্গে আপনার কাছে কিছু তথ্য চেয়েছিলাম। আপনি বায়বীয় উত্তর দিয়েছেন । যাইহোক অনলাইনে ফরহাদ মাঝার যে একটি অত্যন্ত খারাপ লোক তার প্রমান হিসেবে নিম্নের প্রমানগুলো হাজির করা হয়েছে।
(১) ফরহাদ মজহার সাহেব অপহরণের আগের দিন রিপোর্টার্স ইউনিটির হলে ভারতে গোমাংস নিয়ে মুসলমানদের ওপর যে অনাচার চলছে তার বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন, যেখানে মাহ মুদুর রহমান উপস্থিত ছিলেন !
(২) তিনি গনজাগরন মঞ্চের সমালোচনা করেছেন!
(৩) তিনি শাপলা চত্ত্বরে পুলিশ কর্তৃক হেফাজতের কর্মীদের হত্যার বিষয়ে লেখালেখি করেছেন!

প্রপাগান্ডা ধারীরা আপাপতত এই তিন খানা তথ্য প্রমান হাজির করেছে্ন!

বিশিষ্ট সাংবাদিক গোলাম মর্তুজা বলেছেন অপহরন কারী এবং প্রপাগান্ডা বাজ উভয়ই সমান অপরাধী। তার লেখার কিয়দাংশ__

নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে দাবি করেন। সন্তানদের মানুষ করছেন মানবিক গুণাবলি সম্পন্নভাবে। এমন দাবি আপনার আমার আশেপাশের মানুষেরাই করেন। তারা আমার আপনার পরিচিত। এক একটি ঘটনা যখন সামনে আসে, তাদের অনেকের সেই মানবিকতার স্বরূপ দৃশ্যমান হয়। সেই স্বরূপ যে কতটা অমানবিক, কতটা কুৎসিত রকমের দানবীয় তার প্রকাশ্য রূপ দেখা যায়। এই প্রসঙ্গের অবতারণা ফরহাদ মজহার অপহরণ- ‘বেড়াতে যাওয়া’, ‘নিখোঁজ হওয়া’, ‘অতঃপর উদ্ধার' করাকে কেন্দ্র করে। ফরহাদ মাঝার উদ্ধার বা ‘অপহরণ’র বিরুদ্ধে প্রতিবাদের আগে ‘ভূমিকা’দেওয়ার প্রয়োজন হচ্ছে মূলত আইডেনটিটি ক্রাইসিসের কারণে। তারা সারাক্ষণ ভীত থাকছেন, ফরহাদ মজহার বিষয়ে কথা বললেই সম্ভবত তাদের ‘মুক্তিযুদ্ধের পক্ষের’পরিচয়টি অক্ষুণ্ন থাকবে না। তাদের বোধের মধ্যে নেই যে, বিষয়টি এখানে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের নয়। বিষয়টি অন্যায়-ন্যায়ের।
খ্যাতিমান অনেকের ‘বোধ’ যদি এত দুর্বল হয়, তারা যদি এতটা আইডেনটিটি ক্রাইসিস আতঙ্কে ভোগেন, রাজনৈতিক ‘বিশ্বাসী’ সাধারণদের আর দোষ দিয়ে লাভ কী!


০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনি একদা নিজকে "কম্যুনিস্ট" ভাবতেন; শাহবাগের পর, তিনি হেফাজতের মিটিং'এ শাহবাগের মানুষদের বিপক্ষে কথা বক্তব্য দিয়েছেন, ও বেগম জিয়ার ৯১ দিনের তান্ডবকে সমর্থন করেছিলেন; এগুলো স্বাভাবিক নয়; বাকীগুলো সম্পর্কে আমার ধারণা, আপনার থেকে কম।

১০| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৮

স্বতু সাঁই বলেছেন: পাখী কি খাঁচায় বন্দী হয়েছিলো, নাকি উড়ে ?!

( ****** আসল ঘটনাকে সামান্য বদলানো হয়েছে )

উপরোক্ত উক্তিটি না দিলেই ভালো হতো। আর শিরোনামটা একটু অন্য কিছু হলে ছোটগল্পের মর্যাদাটা পেতো। হোক আপনার স্মৃতি থেকে নেয়া, কিন্তু এটা নারীর স্বভাবগত আচরণে নারী, সেরূপ একটা গল্প হয়েই থাক। মেয়েরা পুরুষকে ডিঙ্গাতে চায়, আবার জলপট্টি দিয়ে মমতাও দেখায়। এ নিয়েই তো বাংলার নারী। রচনা শৈলী খুব ভালো হয়েছে।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


পাখী নিজের বাসা নিজে তৈরি করেছে; আমি সেটার সাক্ষী মাত্র।

পাখী শক্তিশালী মেয়ে ছিল

১১| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনি চেষ্টা করলে ভাল গল্পকার হবেন

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১

চাঁদগাজী বলেছেন:


চেস্টা অব্যাহত থাকবে; শেখ হাসিনা ও বেগম জিয়াকে নিয়ে আর নয়, ফিনিতো!

১২| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২২

শামছুল ইসলাম বলেছেন: সামন্য স্মৃতি অসামান্য লেগেছে । সেলিম আনোয়ার ভাইয়ের সাথে আমিও একমত ।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


সেলিম সাহেব কবি মানুষ; কিভেবে কি বলেছেন, কে জানে!

১৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন: চাদগাজী বহুমুখী প্রতিভার অধিকারী। সমস্যা হল আমাদের দেশ ও জাতি শুধু ওনার মূল্যায়ন করেনি, তাই দেশের গন্ডি পেরিয়ে তাকে এখক বিদেশে অবস্থান করতে হচ্ছে। :P এইসব প্রতিভা দেশে ফিরে দেশ ও জাতি উন্নয়নে অগ্রহনী ভূমিকা পালন করবে, এটাই আমার কাম্য শুধু ব্লগ লিখে মিস্টি কথার ফুলঝুরি দিয়ে নয়।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের সাথে আমার সম্পর্ক মোটামুটি সব সময়ই ভালো ছিল। আমার প্রতিভা মতিভা কিছুই ছিল না কোন কালে, ঘুরে বেড়ানো নেশার মতো ছিলো; এখন ঘোরাফিরা ছাড়বো।

১৪| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩

আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! আমাদের চাঁদগাজী ভাই দেখছি গল্পকার হিসেবেও অসাধারন। অনেক অনেক শুভ কামনা ভাই। :)

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনার জন্য শুভেচ্ছা রলো; কিছু পরিচিত লোকজন বলছিলেন, আমি রাজনীতি নিয়ে বেশী বকবক করছি

১৫| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪

নীলপরি বলেছেন: স্মৃতিচারন ভালো লাগলো ।

শুভকামনা ।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


মনের থাকে বলেছেন তো?

১৬| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনি কোনো কিছু লেখার সময় বড্ড তাড়াহুড়া করেন। আমিও এই কাজটাই করি। যদিও এটা ঠিক নয়।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, সঠিক ধরেছেন; ওকে, সময় নিয়ে লিখবো।

১৭| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সামান্য স্মৃতি নয়, অসামান্য স্মৃতি...........

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


নিউটনের সুত্র ভুলে গেছি, এগুলো ভুলিনি, ইন্টারেষ্টিং

১৮| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
শেষের দিকটা মনে হয় বদলিয়েছেন।গল্প ভাল লাগল!

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


না, শেষ দিকটা নয়, অন্য এক যায়গায়, সেটা সিক্রেট!

১৯| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: যে যাই বলুক গল্পটি আসলেই অসাম! খুব ভালো লাগলো আপনার ভিন্ন ধারার লেখার জন্য। গল্পটিতে অসামান্য রোমান্স আছে যা পুরাই মজা লাগায়। ধন্যবাদ আপনার চমৎকার ভালো লাগার গল্পটির জন্য।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


ব্লগের বাইরের লোকেরা পড়বেন, মনে হয়?

২০| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২২

একটি পেন্সিল বলেছেন: অসাধারন লাগলো।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



সিওর?

২১| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

ডঃ এম এ আলী বলেছেন: গল্পের গাথুনী চমৎকার হয়েছে । সামন্য স্মৃতি অসামান্য স্মৃতিতে পরিনত হয়েছে ।
-তুই ছোট লোক হয়ে গেছিস, সামান্য সাতারে প্রথম হওয়ার জন্য আমাকে লাথি মেরেছিস। নারী হৃদয়ের অনেক কথা প্রকাশ হয়েছে বলে দেখা যায় , বুঝে নিতে হয় !!
গল্প গল্পই , গল্পের বিষয় গল্পের কথামালাতেই বুঝা যায় , কারো কাছে মনে হবে বাস্তব আবার কারো কাছে মনে হবে কল্প কথা , তবে এর সব কিছু নির্ভর করে গল্পের কথাগুলির মধ্যে ঘটনা প্রবাহের ধারাবাহিকতার ( consistency ) উপর । গল্পটিতে consistency বজায় রয়েছে বলেই দেখা যায় ।

অনেক শুভেচ্ছা রইল ।

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


অলরাইট আলী সাহেব, ব্লগারেরা সঠিকভাবে ওজন করলেই হলো।

২২| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ক্লে ডল বলেছেন: দারুণ!!! মুগ্ধ হলাম!! সহসী পাখী চরিত্রে!

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


পাখী উড়ছে?

২৩| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে,আপনি এত সুন্দর করে লিখেন,আমাকে একদিন পরামর্শ দিলেন লেখা ইমপ্রুভ করতে,বাট কিভাবে করব সেটা বল্লেন না,এটা কেমন হলো??

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আমার লেখা তেমন কিছু নয়; ব্লগে সবাই পরিচিত, তাই সমর্থ পাচ্ছি অনেক।

আপনার শেষ লেখায় আগের সমস্যাগুলো নেই; মনে হয়, আপনি নিজেই আপনার পথ খুঁজে পেয়েছেন।

২৪| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

রানার ব্লগ বলেছেন: চমৎকার ছোট গল্প !!!

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের সাথে তাল মিলানোর প্রচেস্টা মাত্র।

২৫| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

তপোবণ বলেছেন: সামান্য স্মৃতিকে আপনি অসামান্য করে ফুটিয়ে তুলেছেন। পড়তে শুরু করার সাথে সাথেই যেন ফুরিয়ে গেল। আর একটু বড় করা কি যেতনা? ইচ্ছে করলে পারতেন। স্মৃতির জানালা খুলেছেন তাও সামান্য। গল্পও ভালো লিখেন তার প্রমাণ পেলাম। ভালো থাকুন।

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, অন্যাদের নিয়ে অনেক কথা বলেছি, আমার সাথীদের নিয়ে কথা বলার সময় হয়েছে।

২৬| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

কানিজ রিনা বলেছেন: ও পাখি আয় দেখে যা কেমন আছি।
চাঁদগাজী ছোট কালের ছোট ছোট প্রেম
এভাবে ছুটে যায়। যেমন ফাতেমা বুড়ো
বয়সে একটা শাড়ি চাইল এইত মানুষের
জীবন দেখত দেখতে বেলা গড়িয়ে বিকেল
হয়। আপনার গল্প লেখার প্রতিভা আছে।
যেমন আমি লিখি আমার নাতী নাতনী
পড়বে আমার জীবনে সুন্দর সুখের ঘটনা
গুল অনেক কিছু।
ওরা যদি মনে করে সমাজের উপকারে
আসবে লেখাগুল দিয়ে দিবে ছাপা কারখানায়।
এইটুকুই। আপনার লেখা গল্প বেশ ভাললাগল
ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


জীবনে বড় বড় মহুর্তগুলো ফিরে ফিরে আসে

২৭| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২১

জুন বলেছেন: পাখি কাহিনী ভালোলাগলো ।
+

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


পাখী মনের সুখে উড়েছে জীবনে

২৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝতে পারছি, ব্লগে সামান্য আনএক্টিভ থাকাতে আপনার কাছথেকে এত সুন্দর একটা গল্প মিস করেছি। দেরিতে হলেও পড়ে ভালো লাগলো। মুগ্ধতা রইল পাখির গল্প। এগিয়ে যান কামনা।


(আমার কাছ থেকে কোন প্রকার কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন প্লীজ।)

শুভকামনা জানবেন সবসময়।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



সব সময় যে মতামত মিলে যাবে, তা'নয়; সবার নিজস্ব স্বকীয়তা আছে; সবাইকে নিয়েই ব্লগিং কম্যুনিটি

২৯| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাপরে! এত বছর আগের স্মৃতি কেমনে মনে রেখেছেন?

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


অংক, মংক সব হারিয়ে গেছে; কিন্তু এগুলো রয়ে গেছে

৩০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫

রোকসানা লেইস বলেছেন: এই প্রথম আপনার অন্য ধাঁচের লেখা পড়লাম। ভালোলাগল।
একই রকম ভাবে খেলা, পড়া, চলা ফেরা করা মেয়ে এবং ছেলে অনেক বছর পরে তাদের কত পার্থক্যের জীবন যাপন করতে হয়। এ ভাবনাটা মনে এলো লেখাটা পড়ে

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


জীবনের সুন্দর সময়গুলো মনের আকাশে তারকার মত আলো দেয়

৩১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভিন্ন স্বাধের লেখা। উপভোগ করলাম।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


এখন থেকে নিজের লোকদের কথা লেখবো; তারেক ফারেক, জয় ময়, সবাই বাদ

৩২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০

কল্লোল পথিক বলেছেন:


বাহ!বাহ!বাহ!

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনি আছেন তো? অনেকদিন দেখছি না।

৩৩| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২

ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া সবাই অনেক প্রসংশা করছে , লিখেছেন ভাল এটা ও সত্য আমার ও ভাল লেগেছে ।কিন্ত আমার একটা প্রশ্ন আছে এটা কত বছর আগের আসলে ভাইয়া আমি আপনার বয়সটা জানতে চাচ্ছি ।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



আমার বয়স ৬৫ বছর।

৩৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘটনা কি আরও কিছুদূর এগিয়েছিলো? নাকি এ পর্যন্তই?

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



আমাদের সাথে অতটুকু; স্কুল শেষ করার পর পাখীর বিয়ে হয়েছে; সে ভালো আছে!

৩৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৮

ওমেরা বলেছেন: Thank you ভাইয়া ।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


ভালো থাকুন, কথা হবে।

৩৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: "এই লাইন থেকে সরে আসা" টাই আমরা বুঝি না!!

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


নিউটনের সুত্রানুসারে, ইনার্সিয়া সবকিছুকে আপন কক্ষে রাখে, সহজে লাইনের বাইরে যেতে দেয় না।

৩৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫০

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু তারপরেও আমরা যাই, "আউট" হবার ভয় আছে জেনেও!!

০৮ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১৩

চাঁদগাজী বলেছেন:



মানুষ কখনো বসে থাকে না, সবকিছু করে দেখেন

৩৮| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৬

উম্মে সায়মা বলেছেন: আপনার স্মৃতিকথন পড়তে ভালোই লাগে। খুব সাবলীল ভঙ্গীতে লিখে যান।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


এ ধরণের লেখা দিয়ে বই লিখলে লোকজন পড়বেন?

৩৯| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯

ধ্রুবক আলো বলেছেন: আসল ঘটনা বদলান আর যাই করেন, লেখা অসাধারন লাগলো। ভাই একটা রিস্ক নিয়ে নেন আগামী বই মেলায় একটা বই বের করে ফেলেন।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



বই বের হওয়ার সম্ভাবনা ৯৯%; আপনারা সবাইকে বলবেন যে, আমি লিখছি; ফিনিতো

৪০| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১১

রক বেনন বলেছেন: একা পাখি বসে আছে শহুরে দেয়ালে/শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে/তার ফেলে আসা আনমোনা শিস এই শহরের সব রাস্তায়/ধোঁয়াটে বাতাসে নালিশ রেখে যায়!!
গল্পটি ভাল লেগেছে আঙ্কেল! শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য!

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



খুবই সুন্দর ৪ লাইন পদ্য; আপনার লেখা?

৪১| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: u are also a better story writter.....seriously.

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:




ওকে, এই এলাকায় আসতে হবে সামনের দিনগুলোতে!

৪২| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: স্মৃতিগুলোকে আপনি সামান্য উল্লেখ করলেও ওগুলো যে আপনার নিকট আজও অসামান্য ও উজ্জ্বল, তা আপনার লেখা থেকেই বোঝা যায়।
আপনার এই পোস্টটাতে আরও বেশী নারী পাঠকের মন্তব্য থাকবে বলে আশা করেছিলাম। বিশেষ করে আপনার এই ৭ নং প্রতিমন্তব্যটি তাদের অনেক ভাল লাগতো বলে মনে করিঃ আমাদের সাথের মেয়ারা শক্ত ছিল হীরার মতো; মন ছিলো আকাশের মত দিগন্ত জোড়া

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:



তখনকার মেয়েদের আপনিও জানেন।

৪৩| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: পাখির নাতি নাতনিরা সাঁতার পারে?

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


জানতে হবে!

৪৪| ০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

রক বেনন বলেছেন: না আঙ্কেল, আমার লিখা নয়, এটা শিরোনামহীন ব্যান্ডের একটি গানের প্রথম চার লাইন। আপনার গল্পটি পড়ে হঠাৎ এই গানটির কথা মনে পড়ল, তাই লিখে দিলাম।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



সুন্দর গান নিশ্চয়

৪৫| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Glorious

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনিও কিছু লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.