নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার অদক্ষতার কারণে সাবিনাদের এই দশা

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫



মাত্র বছর খানেক আগে, আইন করা হয়েছে, "চাকরাণীর বয়স ১৪ বছরের উপরে হতে হবে"; বর্তমান সরকারের অধীনে আইনটা হয়েছে; আইনটা ভুল; শ্রমের বয়স কমপক্ষে ১৬ বছরের উপরে হওয়া দরকার; মেয়ে ভৃত্যের বয়স ১৮ বছরের উপর হওয়া দরকার।

সাবিনা খুবই সৌভাগ্যবান যে, সে জীবিত আছে; তার কাছাকাছি বয়সের বহু চাকরাণী মেয়ে প্রান হারায়েছে এই বাংলাদেশে। সাবিনার পক্ষে সারাদেশ প্রতিবাদী হয়েছে; কিন্তু সাবিনার দুভাগ্য যে, যারা সাবিনার পক্ষে প্রতিবাদ করছেন, তাদের ৯৯% ভুল ভাবনার উপর দাঁড়ায়ে প্রতিবাদ করছেন; প্রতিবাদীরা সাবিনার মালিকদের শাস্তি চেয়েছেন, ঘৃনা প্রকাশ করেছেন, এটুকুই; আসলে, এই প্রতিবাদীরা কিশোরীদের চাকরাণী হওয়ার পক্ষে, এদের মগজ ছোট। মালিকদের শাস্তি সাবিনাকে সাহায্য করবে না, সুস্হ হওয়ার পর, তাকে আরেক ঘরে যেতে হবে, এটাই ভুল। আসলে, এটর্নি জেনারেল মেয়েটার পক্ষে এগিয়ে আসা উচিত ছিল ও ক্ষতিপুরণ দাবী করে, মেয়েটাকে পড়ানোর খরচের ব্যবস্হার দরকার ছিলো; হাইকোর্ট সেই পদক্ষেপটি নিজের থেকে এখনো নিতে পারে। সাবিনার সিভিল রাইট আছে, সরকারের কাছে ক্ষতিপুরণ চাওয়ার।

সাবিনার উপর অনেকগুলো পোস্ট পড়েছি ব্লগে; দু:খের বিষয়, তাঁদের ভাবনাও মালিকের শাস্তি চাওয়ার মাঝে সীমাবদ্ধ। বিচার চাইলে শাস্তি হতে পারে, নাও হতে পারে; মালিকের শাস্তিতে সাবিনার পেট ভরবে না, ওর দরকার ক্ষতিপুরণ ও এই চাকরাণী জীবন থেকে বের হওয়া; কিন্তু ব্লগারেরা অতদুর অবধি লিখেননি; ব্লগারেরা চাইলেই যে, হয়ে যাতো তা নয়; ব্লগারদের চিন্তাশক্তির লেভেল বুঝা যেতো।

শেখ হাসিনা, মতিয়া চৌধূরী, রওশন এরশাদ, শিরিণ আক্তার, সাজেদা চৌধুরীর যুগে, কমপক্ষে "১৪ বছর বয়সের চাকরাণী"র ভুল আইনটা কার্যকরী করা তো সম্ভব, সামন্য মগজের দরকার মাত্র। যাদের বাসায় ১৪ বছরের নীচের বয়সের চাকরাণী আছে, তাদেরকে রিপোর্ট করতে বললে, তারা রিপোর্ট করবে; সরকারের একটা ব্রান্চ এই কিশোরীদের দায়িত্ব নেবে, পড়াবে; ভয়ংকর কঠিন কিছু না!

মাত্র ৬ মাস আগে, শেখ হাসিনা "ডিজিটাল বাংলাদেশ'এর এক প্রোগ্রামে প্রায় ৮০ লাখ স্কুলগামী মেয়ের একাউন্টে উপবৃত্তির টাকা ডিপোজিট করেছেন; এই ৮০ লাখের ভেতর কমপক্ষে ২০ লাখ মেয়ের পরিবারের অবস্হা খুবই ভালো; সরকারের ২ পয়সার জন্য এসব পরিবার বসে নেই; এই টাকাগুলো অপ্রয়োজনে দেয়া হয়েছে।

কিন্তু স্কুলের বাহিরে, একই বয়সী ১১ লাখ কিশোরী, যারা চাকরাণী হিসেবে কাজ করছে, তারা এই টাকা হতে বন্চিত হয়েছে; আসলে, টাকাটা কার বেশী দরকার ছিলো? শেখ হাসিনা ভয়ংকর অজ্ঞতার পরিচয় দিয়েছেন, কোথায় টাকা খরচ করতে হবে, কার বেশী প্রয়োজন, সেটি নির্ণয়ে তিনি অদক্ষতার পরিচয় দিয়েছেন; ধনী পরিবারের ২০ লাখ মেয়ের টাকাটা সাবিনার মতো কিশোরীদের জন্য দেয়ার দরকার ছিলো।

১৯৭২ সালে, শেখ সাহেবের উচিত ছিলো আইন করা, কোন কিশোরীকে "চাকরাণী" করা যাবে না; কারো পরিবার পড়াতে অসমর্থ হলে, জাতি সেই কিশোরীর অর্থনৈতিক ও শিক্ষার দায়িত্ব নেবে; তিনি ফেল করেছেন, ১৯৭২ সালের পর, তিনি সবকিছুতে ফেল করেছেন; আজ দেখছি, বাবার মগজ মেয়েও পেয়েছেন।






মন্তব্য ১০৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪

আবদুল মমিন বলেছেন: বাংলাদেশিদের ভাঙা হুশ জোড়া লাগবে কবে ?

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


গড়ে বাংগালীদের রাজনৈতিক ধারণা খুবই অপ্রতুল; শিক্ষার মান নীচু, হঠাৎ ভালো কিছু ঘটবে না।

২| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

রুরু বলেছেন: ভালো বলেছেন। সমস্যার গোড়া থেকে শেষ না করতে পারলে তা আবার ভবিষ্যতে দেখা দেয়।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


সামাজিক সমস্যার সঠিক সমাধান করতে হয়, এখানে প্রলেপ কাজ করে না।

৩| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

এম. সাইফ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটা উদ্ভট অযৌক্তিক কথা বলেন দিলেন ব্যাস হয়ে গেলো? যারা নির্যাতন করেছে তারা কি কম শিক্ষিত?? দু’চারটে ঘটনা মিডিয়ার কারণে একটু-আধটু পাবলিশ হলেও এরকম অগণিত ঘটনা ঘটে চলছে আর এগুলো থেকে পরিত্রাণের ‍উপায় ব্যাপক জনসচেতনতা। বিষয়টি আইনি কাঠামোতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করা যেতে পারে। প্রতিটি ঘটনার জন্য এককভাবে কাউকে দায়ী করাটাও একটা জঘন্য মানসিকতা। বরং শুধু বিরোধীতা করতে হবে বলেই কিছু নির্বোধ পাবলিক অযৌক্তিক, অথর্ব মার্কা যুক্তি পেশ করে থাকে।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


লিলিপুটিয়ানরা নিশ্চয় আপনার থেকে ভালো ভাবতে পারতো, মনে হয়

৪| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: পড়লাম। কিন্তু কি মন্তব্য করবো বুঝতে পারছি না।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


সঠিক পদক্ষেপ নেয়ার জন্য ভাবতে হয়; সেই জন্য পার্লামেন্ট ইত্যাদি করা হয়েছে গণতন্ত্রে।

১৯৭১ সালের পর, কিশোরীকে চাকরাণী বানানো অন্যায় ছিলো সব সময়।

৫| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪

মামুন ইসলাম বলেছেন: আমাদের কপাল খারাপ এমন দেশে জন্ম নিয়েছি ।

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনার কপাল ভালো, ব্লগে লিখছেন; ৯ বছরের মেয়ে ইট ভাংছে বেঁচে থাকার জন্য

৬| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব দুঃখজনক ছিল এই মেয়েটির উপর নির্যাতন!!
আফসোস সেই জঘন্য মহিলাটির বিচার আমার দেখতে পাবো না, যেমনি আগেো দেখতে পারিনি!!

০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


১১ লাখ কিশোরী আজকে ঘরে কাজ করছে, দৈনিক ১/২ লাখ মার খাচ্ছে, গাল শুনছে; ২৫ বছরের শক্তিশালী ঘরের বউ চিৎ হয়ে শুয়ে ঘুমাচ্ছে; এগুলোর সামান্য সমাধান করতে পারছেন না আমাদের প্রধানমন্ত্রী!

৭| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রধানমন্ত্রীর এখানে কি করা উচিৎ! তিনি তো আর সবাইকে আবাসন করে বসিয়ে খাওয়াতে পারবেন না! সমাজকল্যাণ মন্ত্রীর আওয়াতাধিন নাকি?

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের সময় বাংলাদেশ তিনি চালাতেন; জিয়ার সময় জিয়া চালাতেন; শেখ হাসিনার সময়ে বাংলাদেশ তিনি চালান; বাকীগুলো কলা গাছ

৮| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

কানিজ রিনা বলেছেন: এতবড় একটা ডিফেন্স ফ্যামিলিতে এই কান্ড
এর বিচার সরকারকে করতে হবে। শরসেতে
ভূত থাকলে ভূত তারাবে কে? এখানে সয়ং
সরকার শরসের ভূত তারাতে ব্যবস্তা নিবে।
মানুষের মানবীকতা লোপ পেয়েছে সর্ব নিম্ন
পর্যায়ে। তনুধর্ষন হত্যা ভাল্লুক এলিয়েনের
কাঁধে চলে গেছে। তনু মনু ঝুনু রুনু সাবিনারা
বিচার পাইলে আইন কলংক মুক্ত হতো।
সাবিবা মালকিনীর কালকিনী রোগের দৃষ্টান্ত
মুলক শাস্তি আর ক্ষতিপূরন দেওয়ার ব্যবস্থা
করা। ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


মেয়েটার পক্ষে পরিবার তেমন কিছু করতে পারবে না; বিচারকেরা মিলিটারী পরিবারের পক্ষে টানবে; এ ধরণের মামলায় এটর্ণী জেনারেল যুক্ত হওয়ার দরকার; ক্ষতিপুরণ চাওয়ার দরকার।

সাবিনার সিভিল রাইট আছে, সরকারের কাছে ক্ষতিপুরণ চাওয়ার।

৯| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

তপোবণ বলেছেন: আমাদের দেশ চলছে। কোন নিয়ম নীতি ছাড়াই। ক্ষমতা গ্রহণের পর পরই শাসক এবং চাঁটার দল মুখিয়ে থাকে দখলদারী এবং দূর্নীতির প্রতি, এর বছর খানেক পরেই তারা সুইস ব্যাংকে একাউন্ট খুলে নেয়। তার পর টাকা চুরি করতে করতে নেশা ধরে যায়। যাদে চুরির নেশা! তারা এই ভঙ্গুর সমাজকে গড়বে কি করে? তাদের কারণে সমাজে প্রতি দিনই বৈসম্য বাড়ছে। চোর আর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে সরকার এবং আজকের প্রশাসন।

"কারো পরিবার পড়াতে অসমর্থ হলে, জাতি সেই কিশোরীর অর্থনৈতিক ও শিক্ষার দায়িত্ব নেবে"
মূল্যবান উক্তি।

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে যেটা করার দরকার ছিল, সেটা আজকেও ভাবতে পারছে না; এতদিনে বানরও মানুষ হয়ে গেছে, মনে হয়!

১০| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: ১৯৫ বিলিয়ন জিডিপি, ১৭ কোটি মানুষ আর আপনি সবার জন্য শিক্ষার কথা বলছেন, খুব হাস্যকর ব্যপার? কালকে হয়তো খাদ্য বাসস্থান দিয়ে এই একই কথা বলবেন?

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


১৭ কোটীর মাঝে, কার্যক্ষম ৩ কোটী যদি বসে বসে খায়, জিডিপি বাড়বে কি করে? আবার এই ৩ কোটীর ক্রয়-ক্ষমতা গড়ে সবার থেকে বেশী।

ইয়েমেন, ওয়েস্ট সাহারা, আফগানিস্তান, সোমালিয়া, সুদান, ইথিওপিয়া, সবার কাছে প্রতিটি নাগরিককে ফ্রি পড়ানোর মতো, বা তার চেয়ে বেশী সম্পদ আছে।

১১| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

কলিমুদ্দি দফাদার বলেছেন: ইয়েমেন, আফগানিস্তান, সোমালিয়া, সুদান এ কি ১৭ কোটি মানুষ? আমাদের দেশের এখন জনগনের মৌলিক চাহিদা পুরোন করার
ক্ষমতা হয় নাই?

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


সম্পদের দিক থেকে, বাংলাদেশ ১৭ কোটীর মৌলিক চাহিদা পুরণ করার পর, আরো ২ বার পুরণ করার মতো অবস্হানে আছে; কিন্ত সরকার যে অর্থনীতি ও ফাইন্যান্স অনুসরণ করছে, তার ফলাফল আজকের অর্থনৈতিক দুর্দশা ও সমাজিক বিশৃংখলা।

১২| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে অশিক্ষিত অসভ্য নির্মম নিষ্ঠুর লোভী পরশ্রীকাতর কৃপন বেঈমান জাতি হল এই বাংলাদেশের বা.....

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


জাতি পথ খুঁজেছিল ১৯৭১ সালে; আশা ভংগ হয়েছে ১৯৭২ সালে; আশা ভংগ হলে, মানুষ নিজের উপর আস্হা হারিয়ে ফেলে, নিজের কাছেই মানুষের মুল্য থাকে না

১৩| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এর পরেও দায়িত্ব সবারই ভাগ করা আছে, তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে হয়তো করেন না কেউ!

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি আইনীভাবে সুনাগরিক।

প্রাইম মিনিস্টারের কাজ হলো নীতির প্রয়োগ দেখা ও সবার কাজের খোঁজ নেয়া। শেখ হাসিনা এসব বৈপ্লবিক পদক্ষেপের কথা ভাবেননি কোনদিন।

১৪| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১

শূন্যনীড় বলেছেন: খুবই কষ্টের ভাই!! এই মহিলার ফাঁসি দেয়া উচিৎ

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী অফিসারের বউয়ের ফাঁসি দেয়ার মতো হাকিম ও রশি বাংলাদেশে নেই।

কিশোরীদের স্কুলে নেয়া তার থেকে সহজ হবে।

১৫| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার জীবনী নিয়ে লিখুন, আপনি তো নাকি মুক্তিযোদ্ধা, কেন যুদ্ধ করেছিলেন কেমন বাংলাদেশের আশা করেছিলেন, আবার কেন ই বা এখন দেশে ছেরে পরবাসে আছেন?

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


পরবাসে এসেছিলাম কিছুটা ভুল করে, কিছুটা দরকারে। স্ত্রীর শারিরিক সমস্যা ও পড়ালেখার কারণে বিদেশে যাওয়ার দরকার হয়েছিল। পরে, একটা ছেলে নিয়ে আটকা পড়ে গেছি।

জীবনী বলতে কিছু নেই; ছাত্র জীবনে বিশালভাবে "ছাত্র রাজনীতির" বিরোধীতা করতাম; স্বাধীনতা যুদ্ধ শুরু হলে, তাতে যোগ দিয়েছি জাতির পক্ষে; কিন্ত ১৯৭২ সালের বিশৃংখলা দেখে বুঝলাম যে, জাতির কপালে কষ্ট আছে।

১৬| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শূন্যনীড় বলেছেন: হুম, ঠিকই বলেছেন, সেনাবাহিনীর বউ বলে কথা!!

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


ইউবার্সিটির মেয়েরা বাসায় চাকরাণী ব্যতিত চলতে পারেনি কোনদিন।

১৭| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রধানমন্ত্রী বসে থাকেন না মনে হয়, কাজের তো আর শেষ নাই ভাই!!
অনেকেই বলেন, প্রধানমন্ত্রী ঘোমান কখন ?

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



উনার নিশ্চয় সাবিনাকে চেনার কথা নয়; আইন ও সরকারী পদক্ষেপ সাবিনাকে চেনার কথা; উনি যখন ৮০ লাখ মেয়ের একাউন্টে টাকা পাঠায়েছেন, বাকী ১১ লক্ষের কথা উনার মাথায় আসেনি; বড় দায়িত্ব নিতে হলে বড় মাথার দরকার; সবকিছু দখল করে রাখলে, অনেক কিছুই কাজ করবে না।

১৮| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আমি চির-দুরন্ত বলেছেন: আমাদের সম্পদ প্রায় সবসময়ই ভুল পথে ব্যয় করা হয়। একসাথে অনেকগুলো হাইব্রিড প্রজেক্ট হাতে নিয়ে পাবলিকের সামনে ভ্যাটের থালা নিয়ে বসেন। কিছু বাচাল মন্ত্রীদের বয়ানের জন্যে রেখেছে সরকার। যদিও তাদের সংসদের ধোয়া মোছার কাজেও নিযুক্ত করার যোগ্যতা নাই।

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


অনুপযুক্ত লোকেরা বাংলাদেশের মিনিস্ট্রি চালিয়ে আসছে সব সময়; তার মাঝে ছাত্র রাজনীতিবিদরা পুরোপুরিভাবেই অদক্ষ; ফলে, কোন কিছুই সঠিকভাবে হচ্ছে না।

১৯| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: @ব্লগার চাঁদগাজী কে কোন দিন কোন পোষ্টের জন্য ধন্যবাদ দেইনি। আজ কে দিলাম;

থ্যাংক ইউ চাঁদগাজী।।।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


আপনাকেও ধন্যবা.
আমাদের সম্পদ থাকা সত্বেও, আমাদের কিশোরীরা জীবন থেকে বন্চিত হচ্ছে কিছু লোকের অদক্ষতার জন্য।

২০| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিষয়টির প্রতি সরকার নজরদারি বাড়িয়ে দিক সেই কামনা করি। আর পোষ্টদাতাকে ধন্যবাদ সচেতনতা মূলক পোষ্টের জন্য।

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা বুঝুক, তাতেই শান্ত্বনা; সরকারী চাকুরী পেলে মানুষের বুদ্ধি কমে যায়, মনে হয়।

২১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

নূর আলম হিরণ বলেছেন: আপনার ঘরের চাকরানীটি ভালো আছে তো? তারপর না হয় শেখ হাসিনার কথা বলবেন!

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


আমার ঘরে চাকরাণী নেই। আপনি শেখ হাসিনা নন

২২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৬

নাগরিক কবি বলেছেন: সরকার ঘুমাচ্ছে। সকাল হলে জাগবে দাদা

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩১

চাঁদগাজী বলেছেন:


সরকার মোটামুটি বৃটিশ কলোনিয়েল সিস্টেম চালু করেছে।

২৩| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: This criminal have to push in boiling egg in his anal. FBI theory

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


মিলিটারিরা বাংলাদেশে লর্ড; ওদের শাস্তি দেয়ার মতো হাকিম মাকিম বের করা সম্ভব হবে না, হয়তো।

২৪| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: সাবিনার পক্ষে সারাদেশ প্রতিবাদী হয়েছে; কিন্তু সাবিনার দুভাগ্য যে, যারা সাবিনার পক্ষে প্রতিবাদ করছেন, তাদের ৯৯% ভুল ভাবনার উপর দাঁড়ায়ে প্রতিবাদ করছেন; প্রতিবাদীরা সাবিনার মালিকদের শাস্তি চেয়েছেন, ঘৃনা প্রকাশ করেছেন, এটুকুই; আসলে, এই প্রতিবাদীরা কিশোরীদের চাকরাণী হওয়ার পক্ষে, এদের মগজ ছোট। মালিকদের শাস্তি সাবিনাকে সাহায্য করবে না, সুস্হ হওয়ার পর, তাকে আরেক ঘরে যেতে হবে, এটাই ভুল।

আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত না । মালিকদের শাস্তি সাবিনাকে সাহায্য করবে না কথাটা ঠিক না। সচেতন্তা বাড়বে। তাদেরকে পুনর্বাসনে সাহায্য করবে ।

আপনার বড় মগজ আরও বড় হোক এই কামনা করছি ।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী দম্পতির শাস্তি হওয়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশে 'সিভিল স্যু" হয় না; মেয়েটা ক্ষতিপুরণ পাবে না। ওর দরকার মালিক থেকে ও সরকার থেকে ক্ষতিপুরণ পাওয়া।

২৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

এডওয়ার্ড মায়া বলেছেন: এক সাবিনা হাইলাইটে,শত সাবিনা চিপায় কাঁদছে !
সাবিনা বিচার পেলেই কি হবে ???
সব কিছুর স্থায়ি সমাধান দরকার।
শেখের বেটি সাথে যারা বুদ্ধি পরামর্শ দেয় তারা প্রতি সপ্তাহে বিদেশে গিয়ে আন্তীয় স্বজন দ্বারা টকা পাচার করায় ব্যাস্ত।
অন্তত তাদের টাকা দিয়ে একটা শ্রেণীর স্থায়ি সমাধান সম্ভব।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সবই জানার কথা; উনার লোকজন কি করছেন, উনি জানেন; আপাতত উনি মানুষের কথা কম ভাবছেন; দেশের থেকে দল বড়, মনে হচ্ছে।

২৬| ১০ ই জুলাই, ২০১৭ রাত ২:১৬

মুশি-১৯৯৪ বলেছেন:

একদিন কৃষকের কাঠের ঠেলা লাঙ্গল এসে সাম্রাজ্যবাদের তলোয়ার গুড়াইয়া দিবে।
সেদিন তাঁহাদের লজ্জা লুকাবার জায়গাও থাকবে না।

১০ ই জুলাই, ২০১৭ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


যথাসম্ভব, তবে এখন কৃষকেরা অনৈক্যের শিকার।

২৭| ১০ ই জুলাই, ২০১৭ রাত ২:৪০

মুশি-১৯৯৪ বলেছেন:



I am in prison ,
Far away from trees, flowers, sea, women, birds -freedom
But not prison for my spirit, they cannot chain my mind.
And I am free to keep my belief............

১০ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


সিওর, মানুসের মন, ভাবনা ও বিশ্বাসকে বন্দী করা যায় না

২৮| ১০ ই জুলাই, ২০১৭ ভোর ৬:০৯

সত্য আত্মা বলেছেন: আইন কার্যকর হলেই এমন অপরাধ কমানো সম্ভব

১০ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


হাত তুলে বিল পাশ করে, বস্তির বিয়ের মতো, তারপর ভুলে যায়; মাথায় চুরির বুদ্ধি, নাগরিকদের কথা মনে থাকে না, সমস্যা

২৯| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: গাফফার সাহেবের সাথে কি আপনার কোন সম্পর্ক আছে। দুইটাই জরুরী বিচার এবং পুনর্বাসন।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



এক সময় ঘনিস্ট ছিলাম, এখন যোগাযোগ নেই

৩০| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: ঢাবি শিক্ষিকা রুমানা নিয়ে পারলে কিছু লিখবেন।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনি কি এখন কানাডায়?

৩১| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

কানিজ ফাতেমা বলেছেন: সাবিনার অপরাধির বিচার হওয়ার সম্ভাবনা তো নেই ই বরং সাবিনার পরিবার এই মিলিটারিদের দ্বারা হুমকিতেও পড়তে পারে । আমরা এতটাই দূর্ভাগা যে, কেন্দ্রীয় পর্যায়ে নারী নেতৃত্ব ক্রিয়াশীল থাকা সত্বেও; আমাদের এইসব দেখতে হয় ।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা উনার বাবার মৃত্যুর বিচার ও কিছু রাজাকারের বিচার করেছেন; বাকী কাজ চালানোর মত দক্ষ নন তিনি; জাতির একাংশ উনার সময়ে ক্রিমিনালে পরিণত হয়েছে।

৩২| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫

রানা আমান বলেছেন: ভালো লিখেছেন চাঁদগাজী ভাই । ধন্যবাদ । সবার সচেতনতা জাগ্রত হোক

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, কেহ কোন আইডিয়া নি্যে আসতে পারে কিনা।

৩৩| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৩

হয়ত তোমারই জন্য বলেছেন:
এই হলো আরেক 'সাবিনা'!
'সাবিনা'রা বেশি খারাপ নাকি 'কর্নেলের স্ত্রী'রা বেশি খারাপ আমরা যখন সেই তর্কে ব্যস্ত তখন ফেনীর আনন্দ কমিউনিটি সেন্টারের মালিকের স্ত্রী দ্বারা নির্যাতীত হয়েছে এই শিশুটি।
এই পাশবিক নির্যাতনটি কী মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় না? X((

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


মর্মাহত হলাম।

এসব শিশুদের যাতে এই অবস্হা না হয়, এসব শিশুরা যাতে জীবন পেতে পারে; তাদের শিক্ষা, ও ভরণপোষনের দায়িত্ব আমাদের, সাধারন মানুষের নিজ হাতে নেয়া দরকার, এবং সেটা সম্ভব।

৩৪| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৭

এম এ মুক্তাদির বলেছেন: সুইস ব্যাঙ্কে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে । যদি আওয়ামী লীগ সরকার এখনই এই টাকা ফেরত না আনার ব্যবস্থা করে না তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে, তারাই এই টাকা পাচার করেছে ।
এই টাকা এবং বাংলাদেশ ব্যাঙ্ক থেকে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত না আনা পর্য্যন্ত এদেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার আওয়ামী লীগের নেই ।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


সুইস ব্যাংকে টাকা, মালয়েশিয়া টাকা, কানাডায় বাড়ী, আমেরিকায় বাড়ী, দুবাইতে এপার্টমেন্ট; এগুলোর সমাধান হয়তো হবে না।

৩৫| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩০

রক বেনন বলেছেন: যাদের বলছেন, তাদের বাসায় এই বয়সের কাজের মেয়ে নেই তো?

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


থাকতেও পারে; তবে, ১২ কোটী সাধারণ মানুষ ১০/১০ লাখ শিশুকে চাকরাণীর পেশা থেকে মুক্তি দিতে পারে।

৩৬| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: একজন অবৈধ পদাধারি ব্যাক্তির কাজকারবার কত ভাল হবে বলেন?

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


৪৬ বছরের ক্ষমতা দখল, সম্পদ দখলের যুদ্ধ বহুমুখী সমস্যার সৃস্টি করেছে।

৩৭| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: জোর করে গণতন্ত্র নস্যাত করে পার্শ্ববর্তী একটি দেশের চাটুকারিতা করে ঘসেটি বেগম কায়দায় ক্ষমতা ।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


এটা কমপ্লেক্স সমস্যা; গণতন্ত্র বাংলাদেশে শেখ সাহেবের সময়ও ছিলো না, ছিল শংকর গণতন্ত্র; ভারতের উপর/ পাকিস্তানের উপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ভর করে, কারণ দলগুলো দখলবাজ, সম্পদ চুরি করে।

৩৮| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আপনাকে আমি সত্যবাদী মনে করি না। তবে আপনার লেখায় মিথ্যা জিনিসটা আমার চোখে পড়ে নি। দোয়া করি সুস্থভাবে আরো তথ্যবহুল লেখা লিখে যান। ভাল থাকবেন । আর একটা কথা আমার কোন আপনজন সাবিনার মতো কাউকে তার বাসায় নিয়ে আসতে বলে, আমি বলে দিয়েছি যে কারো শৈশব কৈশোর আমি কেড়ে নিতে পারবো না। সে বলে তার জন্য পেমেন্ট তো করবো। আমি বলে দিয়েছি এটা বাংলাদেশে আধুনিক দাসপ্রথা। যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভাল হয় তারা আমাদের এই সংস্কৃতির জন্য ছিঃ ছিঃ করে ঘৃণা করবে। যারা বিচার বা পুনর্বাসন করবে তাদের বাসাতেও সাবিনা আছে। যাকে তার বাবা মায়ের থেকে কয়েকটা টাকার জন্য এই দুরে রাখা হয়েছে। বেশীরভাগ সাবিনারা সূর্যের আলো প্রায়ই দেখেনা। দেখলেও হাতে ব্যাগ, পিঠে ব্যাগ, নয়তো কোলে বাচ্চা। খাইতে পারে বাচ্চা জন্ম দিতে পারবে কিন্তু তরকরিী কাটতে পারবে না, বাচ্চা কোলে নিতে পারবে না। আর এমনিতেই শহরের মানুষ দের দয়া মায়া কম। বড় হয়েগেল মন্তব্যটা দুঃখিত।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


সঠিকভাবে প্রকাশ করেছেন, "এটা আধুনিক দাস প্রথা"।

এসব কিশোরীদের টাকাগুলো শেখ হাসিনা আওয়ামী লীগের তৃণমুলের ক্যাডারদের দিয়ে দিচ্ছে সাহায্যের আকারে, বড় ব্যসায়ীদের দিয়ে দিচ্ছে ঋণাকারে।

৩৯| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ধ্রুবক আলো বলেছেন: প্রধানমন্ত্রীর অদক্ষতা তো আছেই। আছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়।
একজন সুশীল মানুষ হয়ে কিভাবে আরেক জন মানুষকে অত্যাচার করতে পারে!! ?

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



আমাদের প্রশাসন, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্হা আমাদেরকে বিশৃংখলাময় জীবন উপহার দিয়েছে

৪০| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: গৃহ কর্মীগন সে ছোট বড় যেই হোক তাদের অপুষ্টি , জীর্ণ শীর্ণ দেহ ও দারিদ্র ক্লিষ্ট দেহমন নিয়ে যে কাজ করে সে সকল কাজই গৃহকত্রীরা তাদের সুস্থ সবল দেহ ও মন নিয়ে করতে পারে ।

গৃহস্থালি দৈনন্দিন কাজের জন্য একটি পরিবারে দৈনিক এক ঘন্টা কাজ করলেই যথেষ্ট ( এই সময়ের মধ্যে ঘর ধোয়া মুছা রান্না বান্না কাপর কাঁচা) সবই হয়ে যায় । যারা গৃহ কর্মী রাখে তাদের গৃহস্থালি কাজের জন্য আধুনিক সকল উপকরন যথা কুকার , ওয়াশিং মেশি, ভেকুয়াম ক্লিনার সবই আছে । সরকারী , বেসরকারী , ব্যবসা যে কোন প্রফেশনের একজনের কাজের পরে দৈনিক গড়ে ১০ /১২ ঘন্টা সময় হাতে থাকে । এ সময়ের মধ্যে তারা তাদের গৃহ কর্ম সম্পন্ন করতে পারে । কিন্ত তারা তা না করে নীজেরা আরাম আয়েশ করার জন্য ও সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য ঘরে গৃহ কর্মী নিয়োগ করে ।

বেশ তারা পারলে গৃহকর্মী নিয়োগ করুন, তবে গৃহকর্মী নিয়োগ করার বিষয়ে তাদেরকে নিরোৎসাহিত করার জন্য নীচের ব্যবস্থা গুলি সরকার নিতে পারে ।

১) যারা নীজের সময় ও কাজ করার সক্ষমতা থাকার পরেও শখের বসে বা নীজেদের জৌলুষ প্রকাশের জন্য গৃহ কর্মী নিয়োগ করবে তাদেরকে উচ্চা হারের আয়কর প্রদানকারী হিসাবে তালিকাভুক্ত করতে পারে । গৃহকর্মীদের জন্য জাতীয় পর্যায়ে একটি মিনিমাম ওয়েজ রেট প্রবর্তন করতে হবে ।

২) সরকারী কিংবা বেসরকরী চাকরীতে নিয়োজিত গৃহকর্মী নিয়োগ কারী ব্যক্তির শারিরিক সক্ষতার বিষয়টি প্রশ্নবিদ্য করা যেতে পারে এবং সে অনুযায়ী তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে তাদের কে গৃহকর্মে অলস বা অদক্ষ উল্লেখ করা যেতে পারে , তাহলে তাদের মধ্যে প্রমোশন বা ভাল পোষ্টে পদায়নের ক্ষেত্রে একটি ভিতি কাজ করবে । সকল বিষয়ে যোগ্য ও সমর্থ বিবেচনায় সরকারের সর্বোচ্চ সকল পর্যায়ে লোকবল নিয়োগ বা পদায়ন করা হয়ে থাকে । তাই যারা গৃহকর্মীর উপর নির্ভরশীল তাদেরকে তাদের শারিরিক সক্ষতার বিষয়ে একটি পয়েন্ট কমিয়ে দিতে হবে , এবং তাদেরকে এই পয়েন্টে গৃহকর্মীর তুলনায় একটু হেয় গন্য করতে হবে , কারন এরকম মুল্যবোধে সকলেই সমান মর্যাদার অধিকারী , এভাবেই সমাজের উচু তলা হতেই গৃহকর্মী নিয়োগকে অনুৎসাহিত করতে হবে ।

সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হলো অপ্রাপ্ত বয়স্ক কাওকেই গৃহকর্মে নিয়োগ করা যাবেনা । আইন ভঙ্গকারীকে কঠোর শাম্তি প্রদান করতে হবে । দারিদ্রতার কারনে কাওকে যেন অপ্রাপ্ত বয়সে গৃহ কর্মে নিযুক্ত হতে না হয় তার ব্যবস্থা সরকারকে করতে হবে ।

সব কাজের দায় প্রধান মন্ত্রীর ঘারে বর্তালেও বিষয়টির সাথে সংষ্লিস্টরা দায় এড়াতে পারেনা ।

ধন্যবাদ মুল্যবান পোস্ট এর জন্য ।

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


যেসব ইডিয়টরা ঢাকায় চাকরাণী রাখে, সেসব ডোডোরা নিউইয়র্কে এসে ৯৯ সেন্টের দোকানে গাধার মতো মালামাল টানে।

৪১| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:০১

মিঃ আতিক বলেছেন: প্রাথমিক থেকে মাধ্যমিক সবাই কে ফ্রি বই দেয়ার মানে কি? আবার সব মেয়ে কে উপবৃত্তি দেয়ার মানেও অপচয়। যার প্রয়োজন সে পাচ্ছে না, যার প্রয়োজন নেয় তার মাথার তেল গড়িয়ে পড়ছে।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


হবু চন্দের দেশ।

৪২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৩

বিষাদ সময় বলেছেন: প্রথমেই এই অমানবিক ঘটনার নিন্দা জানাই। এক্ষেত্রে এর বেশি কিছু করার ক্ষমতা মনে হয় কারোরই নাই।

সব জাগায় আপনি "গৃহকর্মী" শব্দটির পরিবর্তে কেন অমার্জিত "চাকরাণী" প্রয়োগ করছেন বুঝতে পারছি না!

এ দেশে, বিশেষত দরিদ্র সমাজে যতদিন জন্মনিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকর করা না যাবে ততদিন কোন আইন করেই শিশু শ্রম বন্ধ করা যাবে না।

সব কিছুর দায়ভারই দেখি আপনি প্রধানমন্ত্রী ওপর চাপান। প্রধানমন্ত্রীর অদক্ষতা বা দোষ নেই সে কথা বলছি না, তবে ব্লগে লেখা আর প্রধানমন্ত্রী চেয়ারে বসে দেশ চালনা করা আমার মনে হয় আকাশ পাতাল ব্যবধান।ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:

"ব্লগে লেখা আর প্রধানমন্ত্রী চেয়ারে বসে দেশ চালনা করা আমার মনে হয় আকাশ পাতাল ব্যবধান।ধন্যবাদ। "

দেশ চালনা আপনি পারবেন না বলেই শেখ হাসিনা চালাচ্ছেন; তবে, উনি যেভাবে চালাচ্ছেন, আমেরিকান স্কুল পাশকে দিলে উনার থাকে হাজার গুণে ভালো চালাতো।

৪৩| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৪

সোহানী বলেছেন: শিশুশ্রম সবার আগে বন্ধ করতে হবে, বিশেষ করে বাসায় কাজের লোক হিসেবে। যেখানে তরুন বেকারের সংখ্যা কোটি কোটি সেখানে কেন শিশুশ্রম কারন এদেরকে শ্রমিক নয় দাস হিসেবে রাখা হয় যেটা যুবকশেনীর সাথে সম্ভব নয়। যাহোক দেশ পরিবর্তন সহজে হবে না আর সাবিনারা ও রেহাই পাবে না সহজে।

তারপরও যেকোন অত্যাচারকে ঘৃনা জানাই সবসময়।

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি নেই, শেখ হাসিনা দুর্বল হয়ে গেছে; সাধারণ মানুষকে ১৯৬৯ এর মত এক হতে হবে।

৪৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৭

রিদওয়ান হাসান বলেছেন: শিশু নির্যাতকের আলাদা কোনো পরিচয় নাই। যারা শিশু পিটাইতে পারে তারা কিশোরও পিটাইতে পারে, বয়স্কও পিটাইতে পারে। আর যারা গৃহকর্মী নির্যাতন করেন তারা বিকৃত রুচির, অসুস্থ্য ধারার মানুষ।

১১ ই জুলাই, ২০১৭ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


সরকারের কারণে, দেশের কিছু নাগরিককে দাস হিসেবে ব্যবহার করছে জাতি

৪৫| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩

আখেনাটেন বলেছেন: কিছু দলবাজ বুদ্ধিজীবীদের ইনাদের প্রশংসা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। ইনাদের একটু সৎ চিন্তাই পারে দেশটাকে বহুদুর এগিয়ে নিতে। ক্ষমতায় টিকে থাকাটাই তেনাদের মুখ্য। বাকী সব গৌণ

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ্বের ক্ষমতা আসলে কমপ্লেক্স; শেখ হাসিনার জন্য ক্ষমতায় টিকে থাকাই আসল যুদ্ধ, বাকীটুকু সেকেন্ডারী; বিএনপি-জামাতকে ক্ষমতা থেকে দুরে রাখাই উনার জীবনের ব্রত।

আবার, আওয়ামী লীগের ধারণা, সাধারণ মানুষ আর কত ভালো থাকবে? এটুকুও তাদের জন্য বেশী।

৪৬| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

গোফরান চবি বলেছেন: আগের নিক থেকে লগইন হতে পারিনা।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনাকে কি ব্যান করেছিল? নাকি, গত বছরের ব্লগের সমস্যার ফলে এই সমস্যা? সামুর উপরের ডান কোণের "সহযোগীতা" মেন্যু থেকে "আপনার সমস্যা জাজান" সাবমেন্যু থেকে ইমেইল করুন।

ব্লগার "জানা"র ইমেইল জানা থাকলে উনাকে ইমেইল করতে পারেন। ব্লগার "কাল্পনিক_ভালোবাসা"র পোস্টে উনাকে অনুরোধ করে দেখতে পারেন।

৪৭| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেখেন বিচারহীনতার অভাবে এমন নির্মমভাবে কত প্রাণের কষ্ট আমাদের দেখতেই হচ্ছে কিছুদিন পরপরই!!!


দেখেন বিচারহীনতার অভাবে এমন নির্মমভাবে কত প্রাণের কষ্ট আমাদের দেখতেই হচ্ছে কিছুদিন পরপরই!!!




এই সেই বেহায়া জানোয়ার

দেখেন বিচারহীনতার অভাবে এমন নির্মমভাবে কত প্রাণের কষ্ট আমাদের দেখতেই হচ্ছে কিছুদিন পরপরই!!!


দেখেন বিচারহীনতার অভাবে এমন নির্মমভাবে কত প্রাণের কষ্ট আমাদের দেখতেই হচ্ছে কিছুদিন পরপরই!!!




এই সেই বেহায়া জানোয়ার

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: এই বাচ্চাকে কেন কেন চাকরাণী হতে হলো? এই জাতির কি সম্পদের অভাব আছে এই বাচ্চাকে ঘরে রেখে পড়াতে? সেটা মাথায় এসেছে কখনো?

৪৮| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একটা গান গেয়েছিলাম, ওটা এখন আর নেটে নেই, ডরে ভয়ে সরিয়েছি।

গানে এক লাইন ছিল শিশুনির্যাতন বন্ধ করার জন্য শিশুকে কাজে লাগিয়েছ।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


জাতির কিছু মেয়ে ইডিয়ট, এরা কিশোরীদের হাতে সংসার ছেড়ে দিয়ে, নিজে চিৎ হয়ে ঘুমায়।

৪৯| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভাবের তাড়ানাতেই এইরকম চাকরানির জন্ম হয়, কোন বাবাই খুব সহজে নিজের মেয়েকে অন্যের বাসায় চাকরানি বানায় না।

আপনার কথা থেকে মনে হয় দেশের সকল মানুষকে সরকার খাওয়াবে, অভাব দূর করে বড়লোক বানাবে সরকার!!
কোন দেশে এমনটি হয় নাকি, যে প্রতিটি মানুষকে সরকার ঘরে বসিয়ে খাওয়াবে?

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনা শক্তি আফ্রিকানদের লেভেলের; জাতির সম্পদ না থাকলে, শেখ হাসিনা ৮০ লাখ মেয়েকে উপবৃত্তি দিতে পারতেন না; কিন্তু আপনার মাথায় কি প্রবেশ করেছে যে, কমপক্ষে এদেশের মাঝে ২০ লাখ মেয়েদের পরিবার খুবই ধনী, এদের এই উপবৃতির দরকার নেই? সেই টাকাটা ১১ লাখ চাকরাণী কিশোরীদের দেয়ার দরকার ছিলো?

৫০| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এও কি সম্ভব হবে কোনদিন!!

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


দেশে বুদ্ধিমান মানুষ আছেন; শেখ হাসিনা যতসব ফাউল ছাত্র রাজনীতিবিদদের মন্ত্রী সভায় নিয়ে গুহা মানবদের চিড়িয়াখানা খুলেছেন।

৫১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভালো বলেছেন আপনি। এইসব গুহা মানবদের ছুট্টি দেয়া উচিৎ এবার।

আমরা ভালো অর্থনীতিবিদ পাইলাম না!!!

১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


যাহা থাকে না, উহা আমদানী করতে হয়।

৫২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: লাইনটা পারফেক্ট হতো, "শেখ হাসিনাদের অদক্ষতার কারনে সাবিনাদের এই দশা" হলে। কারন একটা কান্ট্রি একজনকে দিয়ে চলেনা, বা চলতে পারেনা, বা চলা উচিত নয়। বাকীদের অদক্ষতার জন্যই একজনের উপর দায় চলে আসে.........

১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


সেটা সঠিক হতো।

শেখ হাসিনা, জিয়া ও শেখ সাহেব সবকিছু নিজের কন্ট্রোলে রাখতেন ও রাখছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.