নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সংসদে এ বছরের ১০০ জন ঋণ খেলাপির তালিকা

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫



এ বছরের জুন অবধি, সরকারী ব্যাংকগুলোর বড় বড় ঋণ একাউন্টস'এর ১০০ জন খেলাপীর তালিকা সংসদে এসেছে; একজন সাংসদ সেটা প্রকাশের দাবী করায়, মন্ত্রী মুহিত সাহেব সেটা প্রকাশ করেছেন; এই ১০০ একাউন্টে ঋণের পরিমাণ ১ লাখ ১২ হাজার কোটীর মতো, ১৪ বিলিয়ন আমেরিকান ডলার; আমাদের এবারের বাজেট হয়তো ৪০ বিলিয়নের সমান (থিওরিটিক্যালী ৫০ বিলিয়ন ডলার)।

সাংসদটিকে ধন্যবাদ; মনে হয়, উনি আওয়ামী লীগার নন; আর যদি আও্য়ামী লীগার হয়, আগামীবার হয়তো নমিনেশন পাবার সম্ভাবনা কম।

১৯৭৬ সাল থেকে বাংলাদেশ সরকারের ব্যাংগুলো ঋণ খেলাপিদের কারণে বারবার মুলধন হারায়েছে; সরকার বাজেটের টাকা থেকে আবার মুলধন দিয়ে আসছে; একই প্যাটার্ণ বারবার দেখছে এই ব্যাংকগুলো; কিন্তু সমাধান বের করতে পারেনি? আসলে, এই ব্যাংগুলোর লোকেরা এই ব্যবসাই করে আসছে; এগুলো থামানোর দায়িত্ব ছিল শাহ কিবরিয়া, সাইফুর রহমান, ও মাল মুহিতদের; এরা থামাতে পারেনি।

আপনারা দেখছেন, বাংলাদেশ বিমান কি করে ক্ষতি দিয়ে আসছে গত ৪৬ বছর; একই প্যাটার্ণ। প্রশ্ন ফাঁস হয়ে আসছে গত ৫/৬ বছর, একই প্যাটার্ণ। প্যাটার্ণ বুঝতে পারলে, তার সমাধান একজন পিগমীও বের করতে পারেন।

মুহিত যদি এগুলো না থামাতে পারে, ২০১০ সালের পর কেন তাকে সেখানে রাখা হয়েছে? মেনন যদি বিমানের অবস্হা বদলাতে না পারে, নাহিদ যদি সামান্য প্রশ্ন ফাঁস বন্ধ না করতে পারে, তাদের কেন রাখা হয়েছে? মানুষ যখন চাঁদে গিয়েছে, এসব গুহা মানবেরা কি করে বাংলাদেশ সরকারে টিকে আছে?

প্রাইম মিনিস্টার হলো সব মিনিস্টারের কন্ট্রোলার; এগুলোর সমাধান যখন মিনিস্টারেরা করতে পারছে না, সেখানে বুদ্ধিমান লোকের নিয়োগ দেয়ার দরকার ছিলো; বাংগালীদের মাঝে বুদ্ধিমানের অভাব হলে বিদেশী লোক আনা সম্ভব! ১৪ বিলিয়ন রক্ষার জন্য ১৪ মিলিয়ন খরচ করলে ১৪ জন বুদ্ধিমান বিদেশী ফাইন্যানসিয়াল গুরু নেয়া যায়! প্রাইম মিনিস্টারের বুদ্ধির পরিচয় পাওয়া যাচ্ছে না।


মন্তব্য ৬০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মানুষের পেট মাটি খেয়ে ভরে।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


এগুলো রবার্ট ক্লাইভের বংশধর

২| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আগে আমি অন্যের জন্য ভাবতাম। কয়েক সপ্তা আগে বাসায় ফিরছিলাম, যুবক যুবতী কথা বলে যাচ্ছিল। যুবক যুবতীকে বলেছিল, এখানে আমি প্রথম। ঠিকে থাকতে হলে লড়তে হয়।

আমাকে অবশ্য লড়তে হয়নি তবে আমি'কে এখন গুরুত্ব দিতে হবে স্বস্তির কারণ। দিতে থাকলে নিতে থাকে। হাত পাতলে দেয় না। আমি হাবভাব বদলিয়েছি।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


এটা হয়তো পার্সোনাল; আমি দেশের ফাইন্যানসিয়ালের ক্থা ভাবছি।

৩| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

রুরু বলেছেন: উনারা সংসদ সদস্য, তাই সব কিছুই হালাল ওদের জন্য।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাংলা কাউকে ক্ষমা করেনি কোনদিন; বাংলা ভালুকের মতো ঘুমিয়ে আছে এখন

৪| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


এই লেখাটা কোন সফটওয়ারে লেখা?

৫| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সংসদে যা আলোচনা হয় সাধারণ মানুষের কাছে তা গল্প মনে হয়। এটাই স্বাভাবিক, যেখানে মানুষ একবেলা খেয়ে আরেক বেলা কি খাবে তার চিন্তা করে সেখানে তাদের কাছে হাজার কোটি টাকা তামাশা এবং গাল- গল্প ছাড়া কিছুই নয়। সবচেয়ে বড় কথা হলো তিন মন্ত্রীর বিশ্রাম দরকার।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা গুহা মানবদের চিড়িয়াখানা খুলেছেন।

৬| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আমাদেরকেও তাদের মত চিন্তা করতে হবে।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


গরু দুস্ট হলে চাষীকে বেশী ভাবতে হয়।

৭| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কথা ঠিক, তবে গরুর মালিক আমি হলে বকরা ঈদে সমস্যার সমাধান করতাম।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কলোনিয়েল মনোভাবের মানুষদের ঠিকই ভাগাড় দেখাবে।

৮| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গরম দেশ, ঠাণ্ডা মাথায় চিন্তা করা যায় না, এটাই সমস্যা।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


জাতি ও সরকারের মাঝে কোন যোগসুত্র নেই; ঋণ খেলাপিরা সরকারী পরিবারের লোকজন।

৯| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১১

নিরাপদ দেশ চাই বলেছেন: ছোট বড় যে কোনো কিছু হওয়া না হওয়া নির্ভর করে একজনের নির্দেশ দেওয়া- না দেওয়ার উপর। দেশ চলে একজনের নির্দেশে। কম- বেশি সবাই তা জানেন।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একা দেশ চালাচ্ছেন, বুঝা যাচ্ছে; তবে, তিনি নিশ্চয় ব্রাজিলের লুলা, সিংগাপুরের লি কুয়ান নন; ফলে, উনি দেশ চালানোর থেকে দেশে সমস্যা বাড়াচ্ছেন।

১০| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা বিজয় কিবোর্ড এর মাধ্যমে ফটোশপ সিএস দ্বারা সুতুনিএনজি ফন্টে লেখা ( জেপিজি ফরম্যাট)।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ

১১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৬

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো আলোচনা।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



টাকা টুকা আদায় করতে পারবেন কিনা, সেটা বলেন! সামন্য টাকার অভাবে ছোট ছোট কিশোরীদের চাকরাণী হতে হচ্ছে, এরা বিলিয়ন বিলিয়ন ডলার আটকায়ে রেখেছে।

১২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: যেকোনো মূল্যে এদের কাছ থেকে টাকা আদায় করা উচিৎ। আর সবচেয়ে বড় কথা মাল সাহেবকে এবার ছুট্টি দেয়া উচিৎ।

আপনার আলোচনা ভালো লাগলো। সঙ্গে কিছু উপায় উল্লেখ করে দিতেন তো আরও ভালো লাগতো। কি করা উচিৎ আমার মতো বোকারা কিছু বুঝতে পারতো।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


এদেশে ভালো ফাইন্যানসিয়াল বুঝে, বা কমপক্ষে নীতিগতভাবে বুঝে সেই রকম লোক চোখে পড়েনি; বিদেশ থেকে আনার দরকার ছিলো; লি-কুয়ান সব ললোক এনেছিলেন জার্মানী থেকে।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


লংকা পুড়ে ছালি হয়েছে, হনুমান হয়তো হিমালয়ে যাবে; তার আগে বানর ভাইকে নিয়ে এসেছে কলা ভাগ করার জন্য।

১৩| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন নেতা তো তৈরি হয়‌নি। দুই প‌রিবারও তা চায় না...

১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


পুরুষ সিংহ সিংহীর বাচ্ছা মেরে ফেলে।

১৪| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঋণখেলাপীদের কাছ থেকে ঋণ পরিশোধ করার ক্ষমতা কোনো সরকারের ছিল/আছে? ব্যাংলঅলারা, ঋণখেলাপীরা, নেতারা- এঁরা কি সবাই আমরা-আমরাই না?

জনগণের কথা ভাবলে কি দেশ চলবে?

১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:


এধরণের রুই কাতলারা সাধারণত সরকার, বা প্রশাসনের কোকদের লোকজন।

১৫| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: হটাত এই ধরনের তালিকা প্রকাশ? এর ভিতরের রাজনিতি কি?

১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


বাহির থেকে কোন কইছু বুঝা মুশকিল হবে; এগুলো সঠিক কোন নিয়ম নীতি নেই, রেন্ডম

১৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ১০০ জনের মধ্যে মনে হয় আওয়ামী লীগের কেউ নেই।

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের বাহিরে কেহ ঋণ পাচ্ছে কিনা কে জানে!

১৭| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১

ওমেরা বলেছেন: সংসদে যারা যায় তাদের টাকা আছে আর যাদের টাকা আছে তাঁরাই ঋণ খেলাপি হয় ।

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


দুই দিক থেকেই সত্য, ঋণের টাকা মেরে দিয়ে ধনী হচ্ছে, কিছু টাকা দেখায়ে ঋণ পাচ্ছে

১৮| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫১

আখেনাটেন বলেছেন: বাংলাদেশের অর্থ-ব্যবস্থার এখন তিন অবস্থা। লাইফ সাপোর্টে আছে। সরকার অক্সিজেন যোগান বন্ধ করলে সবগুলোই অক্কা পাবে।

১২ ই জুলাই, ২০১৭ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:


প্রতিদিন ২/৩ জন ব্লগার রিপোর্ট করছে বিশ্বের সবাই বাংলাদেশকে অনুসরণ করছে।

১৯| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩৪

নাঈমুর রহমান আকাশ বলেছেন: Click This Link
Please go and see the comment
চাাঁদগাজী সাহেব, বাংলাদেশে এমন কিছু মানুষ আছে আমি জানতাম না। একবার গিয়ে দেশের একজন মানুষের প্রকৃত চেহারাটা দেখুন।

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:



ধর্মীয়দের সমস্যা নিয়ে আমি খুব একটা উৎসাহী নই; ওটা সমস্যাপুর্ণ এলাকা

২০| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪১

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir, digital ghaseti begum, digital Mir Jafor , This is the go of the world. History you know best . Feraun . Hitler . Stalin . Ariel Sharon . Mabia . Ajid . Abu lahab . Abu jahal . Ajajil Satan Iblish Satan . Mukrum satan . Kannas satan . Kobish satan etc.

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


এখনার ইতিহাস হচ্ছে, লি কুয়ান, লুলা, স্কেনডেনেবিান দেশদের ইতিহাস। সময়ে সবকিছু বদলায়।

২১| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৭

রক বেনন বলেছেন: এরা গুহামানব নয়, অন্যকিছু হবে। কারণ গুহামানবরা সামনে এগোয়, দিন দিন তারা সামনের দিকে আগায়,তাদের বুদ্ধি বাড়ে, অভিজ্ঞ হয়, উন্নতি হয় আর যাদের গুহামানব বলছেন তারা হলো অপদার্থ জড় বস্তু, আগায় ও না, পিছায় ও না, যেখানে আছে সেখানে নির্লজ্জের মতন গাঁট মেরে বসে থাকে। মাত্র ৩০০ জন ১৭/১৮ কোটি মানুষকে জিম্মি করে রেখেছে।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ফাইন্যান্স বুঝেন না, একজন বিদেশী টিউটর রাখলেই চলতো।

২২| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৩

প্রাইমারি স্কুল বলেছেন: কিছুই হবে না, গোড়ায় গলদ আছে। আর গোড়া ভাল হবে না তাই কিছু হবেও না

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


সবাই যদি ভালো খায়, অংক করেন প্রতিদিন, জাতির ফাইন্যান্স বুঝার চেস্টা করেন, এসব পরগাছা চুলায় চলে যাবে।

২৩| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৭

রানার ব্লগ বলেছেন: যেখানে ১ টাকা উপার্জন করতে মানুষের মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায় সেখানে বিলিয়ন টাকা ঋন খেলাফি, ভাবা যায় না।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


১০০ টাকার অভাবে বাচ্চার দুধ কিনতে পারছে না পরিবার; এরা জাতির ১৪ বিলিয়ন আটকায়ে খেয়ে ফেলছে।

২৪| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

কাছের-মানুষ বলেছেন: এই ব্যাপারটা জাতির জন্য খুবই হতাশাজনক।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


এই যুগে এমন লুটতরাজ? মারাঠা যুগেও এসব ঘটেনি

২৫| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: সেফ থাকা সত্তে একটা পোস্ট কেন প্রথম পাতায় এল নাহ বুঝলাম নাহ?

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


আগের পোস্টগুলো সামনের পাতায় এসেছিল? এডিট করার সময় বাম প্যানেলের দিকে দেখুন, ওখানে রেডিও বাটন গুলো ঠিক মত সিলেক্ট করুন।

২৬| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পর ব্লগে এসেছি। এসে আপনার এই লেখাটি নজরে এলো। অসাধারণ! আপনি সত্যিই বলেছেন। আপনার সাথে সহমত জানাচ্ছি। এইসব ঋন খেলাপিরা অনেক বড়লোক আর তাদের হাতও অনেক লম্বা তাই পার পেয়ে যাচ্ছে। শেষে দেখা যাবে এই হাজার কোটি বিশেষ ক্ষমতাবলে মওকুপ করিয়ে নিয়েছে!! বরাবরই তো তাই হয়। আর গরীব ১৫০০ টাকার ঋন খেলাপীদের বাড়ি থেকে ধরে এনে কান মুচড়িয়ে টাকা আদায় করে নিচ্ছে। ধন্যবাদ। ভালো থাকুন।

১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


তারেক, মেজর সায়িদ ইসকান্দার, সালমান রহমান থেকে শুরু করে, ২/৩ লাখ ধনীর ঋণ মওকুফ করা হয়েছে গত ৪০ বছরে; আমাদের সরকারগুলো মারাঠাদের মতো লুটেরা

২৭| ১২ ই জুলাই, ২০১৭ রাত ৮:০১

ধ্রুবক আলো বলেছেন: প্রাইম মিনিস্টার স্বজন প্রীতি দেখাচ্ছেন। এর জন্য দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

১২ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



উনার কাছে জাতির চেয়ে পার্টি বড়

২৮| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: নাম উচ্চারন সঙ্গত কারনেই এখানে করছিনা। আজ থেকে প্রায় ৭-৮ বছর আগের এক আলোচনায় মুল বক্তা বলছিলেন, যেকোন কারনেই বা যেকোন ভাবেই হোক এন্টি-মুক্তিযুদ্ধ বা প্রো-পাকিস্তানি গ্রুপের হাতে বাংলাদেশের মূল অর্থনীতির সমান্তরালের মতই একটা কালো অর্থনীতির অর্থ জমা হয়ে গেছে। যদি তাদের সাথে যুদ্ধ করে জিততে হয়, তাহলে ওদের কাছ থেকে এ অর্থ সরানোর ব্যাবস্থা করতে হবে, অথবা প্রো-মুক্তিযুদ্ধ পক্ষের হাতে বৈধ বা অবৈধ ভাবে অর্থের সমাগম করতে হবে। অথবা লং রানে এ যুদ্ধে জেতা যাবে না। সেটা করতে গিয়েই কি এই পরিস্থিতি করা হচ্ছে কিনা তা আমি ভাবছি। কারন আর্থিক সেক্টরের একজন হবার সুবাদে ভেতরের খবর একটু বেশীই জানার সুযোগ হয়েছে। দুঃখের বিষয় হলো প্রো-মুক্তিযুদ্ধ গ্রুপকে শক্তিশালী করতে গিয়ে কিছু দানবের হাতে যে টাকা চলে যাচ্ছে সেটা কেউ খেয়াল করছেনা বা খেয়াল করলেও ব্যাক্তিগত স্বার্থ চিন্তাথেকে চুপ করে থাকাকেই শ্রেয় মনে করছে। এর বেশী বলা সঙ্গত মনে করছি না।

১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



অবস্হা দেখে মনে হচ্ছে যে, শেখ হাসিনা মনে করছেন, জামাত-বিএনপি বিরাট সম্পদের মালিক হয়ে গেছে। তাদের সাথে পাল্লা দিটে হলে আওয়ামী লীগের সবার হাতে টাকা থাকতে হবে; আগে পার্টি, জাতির কথা পরে।

আওয়ামী লীগ মুক্তিযো্দ্ধাদের জন্য যা খুবই সামান্য করছে তা হলো নিজের দখলকে জায়েজ করার জন্য। বিএনপি'র পুরাতন জেনারেশন স্বাধীন হওয়াকে দুর্ভাগ্য মনে করতো, আর মুক্তিযোদ্ধাদেরকে অপরাধী হিসেবে দেখতো।

২৯| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বক্তা আর্থিক নীতি নির্ধারকদের একজন ছিলেন। ব্যাক্তি আমার অসম্ভব পছন্দের একজন। উনার হাত দিয়েই আমার প্রফেশনার জীবন শুরু হয়েছিলো।

১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



মানুষের ১৯৭১ সালের স্বপ্নকে আওয়ামী লীগ বাস্পীভুত করেছে, আর বিএনপি পায়ের নীচে ফেলে দলিয়ে দিয়েছে।

৩০| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: প্রফেশনাল instead of প্রফেশনার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.