নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের মনের আকাশে এক টুকরা জোসনা

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭



আমাদের উত্তর পাশের গ্রামে এক বাড়ীর নাম ছিল, বড় বাড়ী; ধনে-মানে, গুণে-জ্ঞানে, এরা বড় কিছু ছিলেন না, এরা জনসংখ্যার দিক থেকে বড় ছিলেন; লোক সংখ্যা বেড়ে যাবার পর, মাঠের অপর পাশে এরা আরেকটি বাড়ী করেছেন, সেটার নাম ছোট বাড়ী; সেখানেও অনেক পরিবার। এই বাড়ীর লোকেরা পেশার দিক থেকে কৃষক ছিলেন; চাষবাস করে ভালোই চলতেন। এই বাড়ীর নারীদের রূপের ও গুণের সুনাম ছিলো; এবং এই বাড়ীর লোকেরা নিজেদের মাঝে বিয়ে শাদীটা সেরে ফেলতেন; ফলে, এদের সুন্দরীরা নিজ বাড়ীতেই থেকে যেতেন। আমাদের সময়, এই বাড়ীর সবচেয়ে প্রসিদ্ধ লোক ছিলেন, পন্ডিত; উনার নাম আমার মনে নেই, সবাই উনাকে পন্ডিত নামেই চিনতেন, তিনি আশেপাশের কয়েক গ্রামে, রাতের আসরে, সুর করে পুঁথি পাঠ করতেন; এই পন্ডিতের ছিল খুবই রূপসী এক কন্যা, জোসনা।

জোসনার বয়স যখন ১০ বছর, তার মায়ের মৃত্যু হয়; জোসনা বাবার জন্য রান্না করতো, বাবার কাপড় চোপড় ধুয়ে দিতো, ঘরদোর পরিস্কার রাখতো; তারপর, আশে পাশের ৪ গ্রামে ঘুরে বেড়াতো; সব বাড়িতে তার নানী, দাদী, চাচী, সখি ছিলো। নিজ বাড়ীতেই জোসনার ২ খালা ছিলো , তারা মেয়ের পাড়া-বেড়ানো পছন্দ করতেন না; খালারাই জোসনাকে পাড়া বেড়ানোর কারণে পাগলী ডাকতেন; এতে গ্রামের অনেকেই তাকে পাগলী ডাকতেন; জোসসনা এই নিয়ে কখনো মন খারাপ করতো না, শব্দটাকে তার নামের পরিপুরক হিসেবে নিতো, মনে হয়।

জোসনা দুই এক সপ্তাহ পর, আমাদের বাড়ীও ঘুরে যেতো, আমাদের বাড়ীর মেয়েদের সাথে আড্ডা দিতো; আমি কাছারীতে থাকলে, কাছারীতে ঢুকে দেখা দিয়ে যেতো, বইপত্র উল্টায়ে দেখতো, বইয়ের ছবি দেখতো। আমি দশম শ্রেণীতে থাকাকালীন একবার আমার পড়ার সময় কাছারীতে এসেছিল, আমাকে পড়তে দেখে বলে,

-তুই খালি বই পড়িস, আমার সাথে একটু খেলতে পারিস না?
-কি খেলা তুই জানিস?
-যদু, মধু, রাম, সাম!
-এতো ৪ জনের খেলা, আর লোক কই?
-আরে বেকুব, আমার সাথে খেললে ৪ জন লাগবে না।
সে এক বিচিত্র হাসি হেসে চলে গেলো। আমাদের কাজের বুড়ো মিয়া ছিলেন সেখানে; তিনি এই নিয়ে অনেক দিন অবধি হাসতেন, বলতেন,
- আরে মিয়া, আপনি বেকুব, জোসনা আপনাকে ২ জনের যদু মধু খেলা শিখাতে চেয়েছিল, সেখানে রাম সাম নেই, আপনি বুঝেন নি।

কলজের প্রথম বর্ষে পড়ার সময় শীতের ছুটিতে বাড়ীতে এসেছি; লেখার কাগজ নেই; দুপুরবেলা মেঠো পথ দিয়ে, জোসনাদের বাড়ীর পাশ দিয়ে বাজারে যাচ্ছি; দুর থেকে কার শিশ শুনে পাশের দিকে তাকালাম; দেখি, জোসনা; ছোট বাড়ী থেকে দৌড়ায়ে আমার দিকে আসছে; এখন সে বড়, ১৫ বছরের মেয়ে।

-কই যাস? সে আমাকে প্রশ্ন করলো।
-বাজারে যাচ্ছি কাগজ কিনতে!
-তোর কাছে পয়সা আছে? আমার খুব সন্দেশ খেতে ইচ্ছে করছে!
-আছে, আমি নিয়ে আসবো।
-এখুনি আনবি। সে শাড়ীর আচলে বাঁধা গিটু থেকে ১টা সিকি বের করলো।
-ওটা রাখ, লাগবে না, আমার কাছে পয়সা আছে।
-তুই এখানে আসবি সন্দেশ নিয়ে, আমি বাড়ীর পেছন থেকে তোকে দেখবো।

বাজার ছিল কোয়ার্টার মাইলের ভেতরে, আমার মনে হচ্ছিল, এ যেন শত মাইল দুরে; এত উৎসাহ আমি জীবনে কখনো অনুভব করিনি; আমার এত ভালো লাগছে যে, জোসনার জন্য সন্দেশ কিনবো। আমি সব পয়সা দিয়ে ১৬ টুকরা সন্দেশ কিনলাম; বাতাসের বেগে ফিরে এলাম। জোসনা ছোট বাড়ীর দিক থেকে একটা ১০/১১ বছরের মেয়ের হাত ধরে আসলো, তার চাচাতো বোন, সীমা; আমার জন্য অপেক্ষা করছিল।

আমার হাতে সন্দেশের পাতিল দেখে বললো,
-তুই কাগজ কিনিস নাই? সব পয়সা দিয়ে সন্দেশ কিনেছিস?
-আমি বিকেলে কিনে নেবো।
-চল, বাড়ী চল।
-না, তুই যা।
-আমার সাথে সন্দেশ খাবি না?
-না, তোদের বাড়ীর লোকজন কি মনে করবে?
-তুই লজ্জা করিস? তুই বড় হয়ে গেছিস! আচ্ছা, চল এখানেই খাবো, বসে পড়।

সে পাতিলের কভার খুলে মেয়েটার হাতে সন্দেশ দিলো, এবার আমাকে খাইয়ে দিতে চাইলো; আমি হাতে নিলাম। সে খেলো। তারপর আমাকে বলে,
-তুই সীমাকে একটা সন্দেহ খাইয়ে দেয়, এটা তোর হয়ে যাক; দেখছিস কি সুন্দরী মেয়ে, আমার হৃদয়ের টুকরা; একে তোর জন্য রেখে দিবো, পড়ালেখা করাবো; তুই পড়ালেখা করছিস, আমি তো কোনদিন স্কুলে যেতে পারিনি।

মন্তব্য ৮৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: সেই জ্যোৎস্না কি এখন মিসেস গাজী?

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



না, সে তার ভালোবাসা খুঁজে নিয়েছে।

২| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাইলেন্স বলেছেন: এক নিঃশ্বাসে পড়ে ফেললাম, অসাধারণ।

জ্যোৎস্না কি মনে কোণে আছে না কি পুরোটা জুড়ে ?

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



মনের কোণে। চাঁদ আকাশেই থাকে, মানুষ পুলকিত হয়।

৩| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

কানিজ রিনা বলেছেন: বেদের মেয়ে জোছনা আর চাঁদগাজী বাঃ বেশ
চাঁদের সাথে জোছনা। খবর রাখিয়েন বয়স
কালে খবর রাখা হায়াত বারবে। বেশ গল্প
লিখতে পারেন। তয় আপনার মিসেস থুত্থুরি
বুড়ি সহ ভালথাকুন। ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।
মাঝে মাঝে ফিরে যেতে হয় আগের দিন গুলোতে

৪| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আপনি দেখছি দারুণ সুন্দর গল্প লিখছেন!

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


ভালো লেগেছে? দেখছেন, মনে মাঝে কি ধরে রেখেছি!

৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

ঢাকার লোক বলেছেন: মনে হচ্ছে বেশ খোশ মেজাজে আছেন আজ, বেশ লিখেছেন। জোত্সনার অবসানে সীমাবদ্ধ হয়েই কি জীবন কাটিয়ে দিচ্ছেন, না সীমাও একদিন অসীমে হারিয়ে গেছে?
ভাল থাকুন!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


জীবনের একটা ভালো সময়ে এসব মানুষ জীবনের অংশ ছিলেন।

৬| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩১

আমি চির-দুরন্ত বলেছেন: বাহ । চমৎকার স্মৃতিচারণ । নিকট অতীতে খোঁজ খবর নিয়েছিলেন তার কোনো ?

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


সবাই ভালো আছেন।

আমি ১টি বই লেখার কথা ভাবছি; এই ধরণের কিছু লেখা থাকবে সেখানে; এগুলোর কোন ভবিষ্যত আছে?

৭| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: প্রেমলিলা খারাপনা কখন কি পোষ্ট দেন বুঝি না মনে হয় আমরা গাধা আপনি গাধার রাখাল

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আমরা অল্প কিছু মানুষ, আমরা সবাই সবাইকে জানি, বুঝি, এই তো!

৮| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: -তুই সীমাকে একটা সন্দেহ খাইয়ে দেয়; দেখছিস কি সুন্দরী মেয়ে; এটা তোর জন্য রেখে দিবো। তুই বড় হতে সময় লাগবে, আমি ততোদিন থাকবো না।

হাঃ হাঃ হাঃ। বুদ্ধিমান মেয়ে ছিল জোসনা।

ভালো লিখেছেন। ধন্যবাদ ভাই চাঁদগাজী।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বই লিখেছেন?

৯| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০১১ সালে আমার লেখা আত্মজৈবনিক উপন্যাস 'স্বপ্ন বাসর' প্রকাশিত হয়েছে। প্রথম মুদ্রণ অনেক আগেই শেষ হয়ে গেছে। দ্বিতীয় মুদ্রণ হয়তো আগামী বইমেলার সময় হতে পারে।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


জেনে খুশী হলাম; আমি আমার কিছু কথাকে বই আকারে প্রকাশ করার কথা ভাবছি!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



বই মেলার জন্য অপেক্ষা করছেন কেন?

১০| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসলে আমাদের দেশে একুশের বইমেলার সময় ছাড়া সারা বছর গল্প উপন্যাস তেমন একটা বিক্রি হয় না। ছাপানোর খরচ না উঠলে তো মুশকিল, তাই না?

আমি আমার কিছু কথাকে বই আকারে প্রকাশ করার কথা ভাবছি!

নিশ্চয়। প্রকাশ করুন। ভালো হবে।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


বুঝলাম।


১১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৪

ইউনিয়ন বলেছেন: আস্তে আস্তে স্মৃতি কথা লিখে চলছেন নাকি?

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের অবস্হা বুঝার চেস্টা করছি; তাঁদের পড়ার প্যাটার্ণ বুঝার দরকার।

১২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬

আহা রুবন বলেছেন: শুকনা খেজুরের মধ্যে খেজুরের রস! ;) চমৎকার মিষ্টি এবং অতি জীবন্ত গল্প। শুভেচ্ছা...

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


পুরো গল্প দিইনি, অবস্হা বুঝার চেস্টা করছি; বই যদি প্রকাশ করতে পারি, এই গল্প থাকবে।

১৩| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: নস্টালজিক গল্প দারুণ লাগলো ।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



এই গল্প বইতে থাকবে, পড়ার ধৈর্য থাকবে তো?

১৪| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: গল্পের বাঁধন তাতে ইন্টারেস্ট লাগছে । প্রথমে যদিও আমি ভেবেছিলাম এটা ছোটো গল্প ।

তবে এটা বাড়লেও পড়ার আগ্রহ থাকবে ।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনার কথার শুনে বেশ ভালো লাগছে।

১৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:২২

ডঃ এম এ আলী বলেছেন: গল্প লেখা সুন্দর হচ্ছে ,
দুর্বার গতিতে সমুখপানে এগিয়ে যান ।
প্রাণডালা শুভেচ্ছা রইল

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


অলরাইট, পাঠক আছেন দেখছি!

১৬| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো গল্প এবারেরটাও। খুব সুন্দর লিখেন আপনি।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



সবাই ভালো ভালো বলছেন, ষড়যন্ত্র মড়যন্ত্র নয় তো? শেষ বই বের করে নিজকে মুখস্হ করতে হয় কিনা?

১৭| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, মর্মস্পর্শী বটে।

শেষের দিকে কিছু বানান ভুল আছে পড়তে একটু কষ্ট হয়েছে।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


বানান ভুল সমস্যা থেকে যাচ্ছে; এটার সমাধান করতে হবে আমাকে।

আপনি কি চাকুরী বাকুরী করছেন?

১৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু আপনার গল্পের ভক্ত হতে পারছি না।।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


সারছেন, আপনি মন থেকে বলছেন তো?

১৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অাপ্নার এধরনের লেখাগুলি যথেষ্ট ভাল হয়.........। পাঠককে গল্পের ভিতরে ডুবিয়ে দেয়..............

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


আমি লিখলে, আপনি পুরো বই পড়ে দেখবেন?

২০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হ্যাঁ, পড়বো অবশ্যই। কারন পড়াটাই আমার একমাত্র নেশা। আর পছন্দের লেখকের হলেতো কথাই নেই..........

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, নাম লিখে ফেলেছি।

২১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প অনেক ভাল লেগেছে গাজী ভাই। আপনার বড় গল্প পড়ার অপেক্ষায় রইলাম।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:


আমি সময় করে লিখবো। আপনি কি বই লিখেছিলেন?

২২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:০৩

তাতিয়ানা পোর্ট বলেছেন: Nishchoi delete kore diben.

১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:২৬

চাঁদগাজী বলেছেন:


কেমন আছেন?

কোন পোস্ট ডিলিট করবো ভাবছেন?

১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


মনে পড়ছে, সম্প্রতি আমার পছন্দের একটা পোস্ট মুছে দিয়েছিলাম।

২৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৫

ওমেরা বলেছেন: লিখা ভাল লাগছে তবে আমি শুধু ব্লগ পড়ি বই হয়ত পড়া হবে না ।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:



সেটা ওকে; আমি নিজকে বুঝার চেস্টা করছি; আমি একটা বই প্রকাশ করার কথা ভাবছি; কোন ধরণের বিষয়ের উপর তা স্হির করার চেস্টা করছি।

২৪| ১৪ ই জুলাই, ২০১৭ ভোর ৫:০০

তাতিয়ানা পোর্ট বলেছেন: I am okay, have a really important exam. Wish me luck.

১৪ ই জুলাই, ২০১৭ ভোর ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



Wish You The Best.

পরীক্ষার সময় ধীরস্হির থাকবেন ।

২৫| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৫

কলাবাগান১ বলেছেন: ""শীতের দিনে, তোমার কাছে, ফুল চাইনি প্রিয়,
সময় পেলে, রান্না করে, ভাজা ফুলকপি দিও।"

ফুলকপির জায়গায় সন্দেশ!!!!!!!!!!!

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


সন্দেশ দিয়ে গ্রামের মেয়েরা পরীক্ষা করে দেখতো

২৬| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০১

হাতুড়ে লেখক বলেছেন: আপনার আগের পোষ্টটি সরানো হয়েছে কি? হয়ে থাকলে কেন?

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


আমি নিজে সরায়েছি; একজন ঘনিস্ট বন্ধু মন খারাপ করেছেন, বলছেন আমার ধারণা সঠিক হলেও উনার মনে আঘাত লেগেছে।

২৭| ১৪ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৮

সিফটিপিন বলেছেন: তারপর?

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


এইটুকু বিজ্ঞাপন ছিলো; বাকীটুকু বইতে থাকবে; অবস্হা বুঝতেছেন?

২৮| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ লেখনি। কিন্তু মনটা বিষাদে ভরে গেল। যাহা পাই তাহা নেই না, ছেড়ে গেলে যেতে দেই না :(

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


এই কমেন্টের পর, আমার এককাপ চা খাওয়ার দরকার; চা বসায়ে দিই, তারপর ব্লগিং

২৯| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাঁদগাজী ভাই বই বের করবেন জেনে পুলকিত!
অনেক শুভ কামনা থাকলো ।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমি যদি বই বের করতে পারি, আশাকরি সব ব্লগারই পারবেন; লেখার শুরু করেছি।

৩০| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হাসাইলেন ভাই। গল্প পড়লাম, ভালো লাগলো জানাই গেলাম, আপনে কন যে ষড়যন্ত্র মড়যন্ত্র!! আপনার বই বের হলে আমি দুইটা কিনমু কথা দিলাম। সত্যিই আপনার গল্প গুলো অসাধারণ হচ্ছে, পাঠক ধরে রাখার সুব্যবস্থা করতে পারেন ভালোই।

শুভকামনা আপনার জন্য, তাড়াতাড়ি বই বের করুন।

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:



গল্পের এইটুকু সামান্য বিজ্ঞাপন ছিলো; আসল গল্প বইতে।

আপনাকে নিয়ে ৪ নং বই বিক্রী হয়ে গেছে।

গল্প পড়ে যদি ভালো অনুভব করে থাকেন, আমি প্রীত হবো।

৩১| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার বই প্রকাশের কথা শুনে খুশী হলাম। আমারো ইচ্ছে আছে আপনার বই কিনে সংগ্রহে রাখার। আপনি অনেক মেধাবী। আপনি যদি ইসলামের পক্ষে লিখেন তাহলেও মনে হয় ভার লিখতে পারবেন। তবে মনে হয় এ বিষয়ে আপনার যথেষ্ট পড়াশুনা নেই। যাক যাতেই হাত দিচ্ছেন সেটাই সোনা হয়ে উঠছে। আপনার জন্য অনেক শুভকামনা থাকল।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংলা সাহিত্যে চলমান জীবনের উপর লেখা নেই বললেই চলে; ব্লগারেরা চলমান জীবন নিয়ে পোস্ট দিয়ে থাকেন; ব্লগারেরা এই এলাকায় বই লিখতে পারেন।

আমি ইসলামের উপর লিখতে গেলে, কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে, সায়েন্স মিশে যাবে; ব্লগারেরা মন খারাপ করবেন, ব্লাসফেমী হিসেবে নেবেন; তাই, সেই এলাকায় হয়তো যাওয়া হবে না। ইসলামের উপর কমপক্ষে শতকরা ২০ ভাগ ব্লগার লিখছেন আজকাল।

৩২| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গল্প আর স্মৃতি কথা যাই হোক অসাধারণ হয়েছে। আপনার নানা মুখি গুণ প্রকাশের সাথে সাথে হিংসুকদের হিংসাও বেড়ে যাচ্ছে। আমাদের বাঙ্গালীরা কবে যে গুণীলোকের কদর বুঝবে কে জানে? এরা আবার স্বীকৃতি ও উৎসাহ প্রদানকে তৈল মর্দন বলে। মুর্খের দল এখনো ভাষা ব্যাবহার শিখল না।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


আমি খুবই সামান্য ব্লগার মাত্র; নিজের স্মৃতিকে ছোট আকারে প্রকাশ করে দেখছি, পাঠকদের আগ্রহ বুঝতে। ব্লগিং'এর শুরু ছিল কুরুক্ষেত্র; এখন সেটা সামান্য কথা কাটাকাটি লেভেলে এসেছে; আগামী ভোটের পর, ব্লগারেরা পরস্পরের বন্ধু হবেন।

৩৩| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ভিতরে একটা সুন্দর মনের বসবাস রয়েছে। সেটা অনেকেই দেখেনা। আপনি যা বুঝেন অকপটে তা’বলে দেন। তার মানে আপনার মাঝে কুটিলতা নেই। এটা ভিষণ একটা ভাল দিক। কিন্তু আপনার অকপট মন্তব্যে মানুষ অনেক সময় ক্ষিপ্ত হয়ে উঠে। গভীরে গেলে তারা এমন ক্ষিপ্ত হয়ে উঠতোনা।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি ও অনেক ব্লগার আমার জন্য বিশাল উৎসাহ।

৩৪| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

হয়ত তোমারই জন্য বলেছেন: গাজী ভাই, লিখেন একটা বই ৷ভাল লাগবে সবার শুভকামনা নিরন্তর ৷

১৪ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই। ব্লগারেরা বই লেখাতে এখনো শ্লো, আমাকে করতেই হবে।

৩৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: বর্ণনা ভালো লাগল।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


অনেক ব্লগার পড়েছেন; কেহ কেহ পছন্দ করেছেন; আমার মনে হয়, আমার চেস্টা করা উচিত

৩৬| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪০

কলাবাগান১ বলেছেন: আপনাকে বুদ্ধিমান ভাবতাম.......আপনি আমার 'ফুলকপি' মন্তব্যের ইশারাই বুঝতে পারেন নাই।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


না, এখনো বুঝি নাই।

৩৭| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

রক বেনন বলেছেন: তুই পড়ালেখা করছিস, আমি তো কোনদিন স্কুলে যেতে পারিনি

সবথেকে কষ্টকর কথা।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনি অনুভব করতে পেরেছেন, আমার ভালো লাগছে

৩৮| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮

স্বতু সাঁই বলেছেন: খুব ভালো লাগলো।

১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



খুশী হলাম শুনে; আমি সাধারন মানুষের সাধারণ জীবনকে স্মরণ করছি।

৩৯| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

নিষ বলেছেন: সুন্দর গল্প।

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:




আমার ভালো লাগছে এসব মন্তব্য শুনতে।

৪০| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

খায়রুল আহসান বলেছেন: আমি কাছারীতে থাকলে, কাছারীতে ঢুকে দেখা দিয়ে যেতো, বইপত্র উল্টায়ে দেখতো, বইয়ের ছবি দেখতো - বড় সৌন্দর্য, ভীষণ সিনেমাটিক!
বই লেখার কথা ভাবছি; এই ধরণের কিছু লেখা থাকবে সেখানে; এগুলোর কোন ভবিষ্যত আছে? (৬ নং প্রতিমন্তব্য) - ভালবাসার কথা খুব সহজেই মানুষকে নাড়া দেয়, যেমন আপনার এ লেখাটা এবং এর আগে যে আরেকটা গল্প লিখেছেন, সেটাও পাঠককে নাড়া দিয়েছে/দেবে বলে আমি মনে করি। তাই এসব লেখার পাঠকের অভাব হবার কথা নয়। অবশ্য বই বিক্রীর ব্যাপারে কিছু বাণিজ্যিক কৌশলও অবলম্বন করা প্রয়োজন হয়ে পড়ে।
তুই বড় হয়ে গেছিস! আচ্ছা, চল এখানেই খাবো, বসে পড় - মেয়েরা আজীবন তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে বয়সে ছোট আর বুদ্ধিতে, অনুভূতিতে আর ব্যবহারিক জ্ঞানে বড় থেকে যায়।
আপনার গল্প লেখার হাত খুলে যাচ্ছে। লেখা ভাল হচ্ছে, চালিয়ে যান। আগামী বইমেলায় আপনার একটা গল্পের বই কিনতে পারবো বলে আশা রাখছি।
পোস্টে ভাল লাগা + +

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


ইয়াহ, আমি আছি!

৪১| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: তুই পড়ালেখা করছিস, আমি তো কোনদিন স্কুলে যেতে পারিনি - হয়তো এজন্যই আপনার চিন্তা চেতনায়, বক্তব্যে এবং লেখায় শিক্ষার প্রতি গুরুত্ব অবধারিতভাবে এসে যায়! অবশ্য এটা হবার পেছনে একটা সংবেদনশীল মন থাকাও অতীব প্রয়োজন।
৮ নং মন্তব্য পড়ে মনে হচ্ছে, গল্পটার শেষাংশে "তুই বড় হতে সময় লাগবে, আমি ততোদিন থাকবো না" - এই কথাগুলো ছিল। হয়তো পরে সম্পাদনা করে কথাগুলো উঠিয়ে দিয়েছেন, কারণ এখন সেগুলো দেখতে পাচ্ছিনা। আমার মনে হয়, কথাগুলো থাকলেই ভাল হতো।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



ঠিক ধরেছেন, আমি সম্পাদনা করেছি; এদিক সেদিক করে, নিজের ভাবনাকে গেঁথে দেয়ার প্রয়াস চালিয়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.