নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি আগামী ভোটে তৃতীয় পজিশানে যাবে

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩



বিএনপি আগামী ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা নেই; বরং, বিএনপি ৩য় স্হাানে থাকার সম্ভাবনাই বেশী। যারা মনে করেন, দেশে নিরপেক্ষ ইলেকশান দিলে বিএনপি জয়ী হবে, তারা কি ভাবেন যে, বিএনপি'র বিজয় জাতির কক্ষপথ বদলাতে সাহায্য করবে? জাতি বর্তমানে "উন্নয়নের মহাসড়ক"কে আছে; গাড়ী থাকলে, আপনি মহা সড়কের রাজা, আর গাড়ী না থাকলে আপনি এই সড়কে উঠতে পারবেন না, এটা ফুটপাথ নয়, এটা "উন্নয়নের মহাসড়ক"; পায়ে হাঁটতে গেলে চাকার নীচে চলে যাবেন। জাতির সাধারণ মানুষের জন্য দরকার ভালো ফুটপাথ।

জাতির বড় বড় সমস্যার মাঝে সবচেয়ে বড় সমস্যা হলো, সবার জন্য শিক্ষা সুলভ হয়নি, বরং ব্যয়-বহুল হয়ে গেছে; শিক্ষার মান নীচে নেমে গেছে; এই সমস্যা বিএনপি সমাধান করতে পারবে? আমার মনে হয় না, তারেক ও কোকো সাত রাজার ধন পেয়েও সঠিকভাবে পড়ালেখা করেনি। এই পরিবার কখনো মানুষের পড়ালেখার ব্যাপারে কিছুই বলেনি কোনদিন।

শেখ হাসিনাকে হত্যার চেস্টা রুখতে পারবে বিএনপি? শেখ হাসিনার মিটিং'এ গ্রেনেড কি জর্জ মিয়া মেরেছিল? শেখ হাসিনা এবার পরাজিত হলে, তাকে হত্যার চেস্টা চালাবে কোন জর্জ মিয়া?

বিএনপি কি দেশে চাকুরীর সৃস্টি করতে পারবে? বিএনপি কি মানুষের জন্য চাকুরী সৃস্টির কথা একবারও বলেছিল, এখন বলছে? আসলে, আরব দেশে, নিজ খরচে বাংগালী ক্রীতদাস বিক্রয়ের পথ বের করেছিলেন জেনারেল জিয়া।

দেশের অতিরিক্ত রিজার্ভ কিভাবে কাজে লাগাবে বিএনপি? বেগম জিয়া কি অংকে ৩৩ বিলিয়ন ডলার লিখতে পারবেন?

বিএনপি কি ভারতের সাথে পানি চুক্তি করতে পারবে? ভারতের সাথে সুসম্পর্ক ধরে রাখতে পারবে, নাকি ভারতীয় বিচ্ছিন্নবাদীদের ঢাকা ও পার্বত চট্টগ্রামে নিয়ে আসবে?

দেশে জামাতের কি ভুমিকা হবে? যুদ্ধাপরাধীরা যারা জেলে আছে, তাদের কি হবে? ট্রাইবুনালের কি হবে? সাক্ষীদের কি হবে? মুক্তিযোদ্ধাদের ভাতার কি হবে?

ঢাকা শহরের যানজট, পানিতে তলিয়ে যাওয়া, মশা সমস্যা , ভুমি দস্যুদের ভুমি দখল ও গৃহহীনদের সমস্যা সমাধান করতে পারবে বিএনপি?

আওয়ামী লীগ স্বাধীনতার সময়ের রাজনৈতিকদল হয়েও জাতির জন্য সঠিকভাবে কোনকিছুই করতে পারেনি; বিএনপি'র অনেকেই ভাবতেন যে, পাকিস্তান থাকাই সমীচিন ছিল; বেগম জিয়ার বিশ্বাস ছিল পাকী বাহিনী জয়ী হবে; তারা এই জাতিকে কোনভাবে সাহায্য করতে পারবেন? যারা ভাবেন, বিএনপি জয়ী হলে জাতির জন্য ভালো হবে, তাদের ভাবনাগুলো তুলে ধরুন।


মন্তব্য ৮৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চোরাবালি- বলেছেন: গণতান্ত্রিক দেশে সুশাসন সম্ভব না; কারণ ভোট দরকার। আর ভোট এমন একটি জিনিস যেখানে রিক্সাওয়ালার মতামতও যে একজন ভার্সিটি শিক্ষকের মতামতও তাই। আর যে দেশে ৫০%এর নিচে শিক্ষিতের হার সে দেশে রং পারসন সিলেক্ট হওয়া স্বাভাবিক।
আর এই শিক্ষতের মধ্যে কত % সুশিক্ষায় শিক্ষিত আল্লাহ পাক ভালো জানেন।

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



ভোটের মুল্য না থাকলে রাজা বা রাণী বানাতে হবে! ৪৬ বছর পর, রিকসা একটা অপমানকর যানবাহন।

২| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: নির্বাচনের গ্রহনযোগ্যতা প্রতিষ্ঠা হওয়া গনতন্ত্রের অন্যতম শর্ত ছিল। যা তত্ত্বাবধায়ক সরকারের কবরের সাথে সাথে নিজেও কবর হয়ে গিয়েছে।

গনতন্ত্রের ধারাবাহিকতায় একসময় সুশাসন প্রতিষ্ঠিত হয়। আপনি ৫ ই জানুয়ারীর নির্বাচনের সমর্থক, তাই এটি বুঝতে অক্ষম।

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


৫ ই জানুয়ারী নির্বাচনটা ঠিক হয়েছে; যারা শেখ সাহেবকে মেরেছে, যারা শেখ হাসিনার উপর গ্রেনেড মেরেছে, তাদেরকে কেন নির্বাচনে আসতে দেয়া হবে? আরেকবার হত্যাকান্ড চালানোর জন্য?

৩| ১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ঠিক কইছেন ভাই, জাতি ঊর্ধ্ব মুখি থেকে নিম্ন মুখি হতে পারবে

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কিন্তু বাবার শেষ স্বপ্ন "বাকশাল"কে কার্যকরী করেননি, জেনারেল জিয়ার পথে আছেন উনি

৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৭

টারজান০০০০৭ বলেছেন: যেই বেটায় লংকায় যাইবো সেই রাবন হইবো ! থোড় বড়ি খাড়া , খাড়া বড়ি থোড়! তাছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা পরিবর্তন হইলে প্রতিশোধের যে ঝড় বইবে , আবাল বিএনপির তাহা থামানোর ইচ্ছা বা সামর্থ কোনোটাই নাই ! বাআলও একই ! শুধু হার্থক্য হইলো , বাআল ছাগু পোন্দায়া খোয়াড়ে তুলছে , বিএনপি পাঁঠা পোন্দায়া খোয়াড়ে তুলবো !

তার চাইতে তত্তাবধায়কই ভালো ! হেরাই আয়া থাইকা যাউক !

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



তত্বাবধায়ক ও মিলিটারী আপাতত আসতে পারার কথা নয়।

৫| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৮

কলাবাগান১ বলেছেন: বেগম জিয়া কি অংকে ৩৩ বিলিয়ন ডলার লিখতে পারবেন?

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ৩৩ বিলিয়ন ডলার অংকে অবশ্যই লিখতে পারবেন না; শুন্য কয়টা হবে, সেটা বুঝতে ৩ ঘন্টার দরকার হবে।

৬| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দেশ এগিয়ে যাক, এখন আর গ্যাস খনি নষ্ট হয় না ভাই !!!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ যখন ভুমধ্য-সাগরে নৌকায় বসে, নিশ্চয় নৌকায় বাংলাদেশের পতাকা লাগিয়ে রাখে; দেশ এগুতে এহুতে ইতালী বা গ্রীসে চলে যায়।

৭| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

বিএনপি'র অনেকেই ভাবতেন যে, পাকিস্তান থাকাই সমীচিন ছিল; বেগম জিয়ার বিশ্বাস ছিল পাকী বাহিনী জয়ী হবে; তারা এই জাতিকে কোনভাবে সাহায্য করতে পারবেন? যারা ভাবেন, বিএনপি জয়ী হলে জাতির জন্য ভালো হবে, তাদের ভাবনাগুলো তুলে ধরুন।"--- প্রশ্নটা দারুণ রেখেছেন। দেখি কোন উত্তর দেখতে পাই কিনা!!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:




দেখা যাক, কোন ব্লগার কিছু বলেন কিনা!

৮| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

প্রাইমারি স্কুল বলেছেন: আমি মনে করি নির্বাচনের দরকার নাই। টাকা খরচা। আওয়ামীলীগ যত দিন থাকতে চায় থাকতে দেয়া উচিৎ। যতক্ষন না মানুষ অতিষ্ঠ হয়।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


মানুষ আওয়ামী লীগের উপর অতিষ্ঠ হয়ে গেছে ১৯৭২ সালেই; কিছু করতে পারছেন না, এটাই সমস্যা

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


জাতির পয়সা খরচ করে, শামীম ওসমানকে ২০০ একরের পার্লামেন্ট ভবনে আনা হয়, উনি ওখানে খেয়ে দেয়ে, পায়খানা করে চলে যান, এইতো কাজ!

৯| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪

নতুন বিচারক বলেছেন: এখন দেশের সব মানুষ বিএনপি পক্ষে মনে হচ্ছে ।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



মনে হয় না; অনেক মানুষ আওয়ামী লীগের সরকার চালনার প্যাটার্ণ পছন্দ করছে না; তবে, তারা বিএনপি'কে ভোট দেবে না।

১০| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি নতুন কিছু দি‌তে পার‌বে না সত্য। তাই ব‌লে জোর ক‌রে আওয়ামী লীগও থাক‌তে পা‌রে না। বি এন পি আস‌লে অর্থনী‌তির ক্ষ‌তি কম হ‌বে। ইসলা‌মের ক্ষ‌তি কম হ‌বে। ত‌বে দুই দলই কম বেশী দুষ্টু‌দের লালন পালন ক‌রে...
৩৩ বি‌লিয়ন লিখ‌তে আমা‌কেও গুগ‌লের সাহায্য নি‌তে হ‌বে!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


ইসলাম যতটুকু আছে, বাংলাদেশের মানুষের কিছুটা ইমান আছে; ইসলামে এমন কিছু নেই যার ক্ষতি হতে পারে। বিএনপি অর্থনীতি বলতে কি বুঝে সেটা আমার জানা নেই।

শেখ হাসিনা বিএনপি-জামাতের ভয়েই ভোটে জয়ী হয়ে যাবে

১১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২১

কলাবাগান১ বলেছেন: যাদের বিলিয়ন লিখতে গুগুলের সাহায্য নিতে হয়, তারা কিভাবে দেশের পেমেন্ট অফ ব্যালেন্স বুঝবে??? তারা কিভাবে সঠিক ইকনমিক পলিসি তৈরী করবে? এই দলের মেজরিটি সাপোর্টারদের দেখি এই অবস্হা

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



সাপোরটারেরা দেশ চালায় না, বিএনপি'র সময় দেশ চালায় ব্যুরোক্রেটরা।

১২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৬

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: কে কি করবে, বা পারবে, সেটা আমার জানার দরকার নাই, তবে যে সরকারই থাকুক না কেন, আমি শান্তি চাই,মৌলিক চাহিদা গুলো যেন সকলে ভোগ করতে পারে সেটা চাই। কোন সরকার আসলো আর গেল তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনার মাথা আছে, মাথা ব্যথা নেই; সেটা একটা জাতীয় সমস্যা

১৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

ধ্রুবক আলো বলেছেন: যেসকল কাজের কথা গুলো উল্লেখ করলেন তা আওয়ামীলীগ নিজেই তো করতে পারছে না!!
বিএনপি এখন আর আসতে পারবে না, আসার দরকার মনে করি না। তবে আওয়ামীলীগের চেয়ে ভালো সুন্দর একটা দল দরকার যে দেশের জন্য চিন্তা করবে।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


আধুনিক একটা রাজনৈতিক দল দরকার; কিন্তু সেটা আপাতত নেই।

১৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: একদম সহজ সরল সত্য কথা লিখেছেন।
আমি মনে মনে ভেবেছিলাম আজ হুমায়ূন আহমেদকে নিয়ে কিছু লিখবেন।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনার ভক্ত কোটীরও বেশী, আমি উনার বই পড়ার সুযোগ পাইনি; ভক্তদের লেখা পড়ছি

১৫| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

আহা রুবন বলেছেন: আপনি কাদের কাছে কী প্রশ্ন করেন। এরা একেকবার একেক কথা বলবে।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ ভয়ে থাকে, পার্টিগুলোর কার্যকলাপ দীর্ঘদিন মনে রাখতে পারেন না; কোনটা ভালো, কোনটা খারাপ সেটার সঠিক এনালাইসিস করতে পারেন না; ফলে, সমস্যা

১৬| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০

ইফতেখারুল মবিন বলেছেন: একদম থেমে থাকার চেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাও ভালো অর্থাৎ নাই মামার চেয়ে কানা মামাই ভালো!আওয়ামীলীগ যেভাবে চালাচ্ছে,চলুক না!একসময় আমরা নিশ্চয়ই প্রতিষ্ঠিত জাতি হিসেবে বিশ্বের দরবার আলোকিত করবো!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনার বয়স যদি ২৫শের নীচে হয়, খারাপ হবে না; সমস্যা হলো, যাঁরা স্বাধীনতা এনেছিলেন, সেই জেনারেশন কিছু পেলেন না।

১৭| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন , আবার এসে দেখে যাব ব্লগারদের ভাবনাগুলিকে । একটি কথা অনেকেই ভুলে গিয়েছে দেখে একটু অবাক লাগে । বেগম জিয়া বলেছিলেন তত্বাবধায়ক পাগল কিংবা অবুজ শিশু সরকার , সেটা এখন এত ভাল হয়ে গেল কিভাবে । এটা যে আবারো অবুজ কিংবা পাগলের হবেনা তার নিশ্চয়তা কি , কিংবা তত্বাবধায়ক হলে ইয়াজুদ্দীনের মত একহাতে সব ক্ষমতা কুক্ষিগত করবেনা তার নিশ্চয়তা কি , যে উদাহরণ বিএনপি রেখে গেছে সে উদাহরণ অন্যে অনুসরন করলে বিএনপি তার বিপক্ষে কথ বলার কি কোন নৈতিক অধিকার রাখে!! তাই তত্বাবধায়ক বা দলনিরপেক্ষ বা দলীয় সরকার যার অধীনেই নির্বাচন হোক না কেন বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা তেমন দেখা যায়না । মাঠে নীজেরা ভাল না খেলতে পারলে কেবল কিছু সমর্থকদের হাত তালিতে খেলায় বিজয়ী হওয়া যায়না ।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইয়াজুদ্দীন সাহেবের মানসিক ভারসাম্য পুরোপুরি ঠিক ছিলো না।

তত্বাবধায়ক সরকার ভোট করে মাত্র, তারা তো দেশ চালায় না; যদি চালায়, বেগম জিয়া ও শেখ হাসিনা জেলে যাবেন।

১৮| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "শেখ হাসিনাকে হত্যার চেস্টা রুখতে পারবে বিএনপি? শেখ হাসিনার মিটিং'এ গ্রেনেড কি জর্জ মিয়া মেরেছিল? শেখ হাসিনা এবার পরাজিত হলে, তাকে হত্যার চেস্টা চালাবে কোন জর্জ মিয়া?"

এই কথাগুলিই আসল, এই কারনেই বিএনপি ফের পাওয়ারে আসতে পারবে না, এটা নিশ্চিত।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা জানে যে, উনার হাতে ক্ষমতা না থাকলে, বিএনপি এবার উনাকে আর জীবন্ত রাখবে না; তাই, তিনি জাতি মাতির কাঁথা পুড়ে, নিজে ক্ষমতায় থাকার চেস্টা চালিয়ে যাবেন।

১৯| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৮

আলআমিন১২৩ বলেছেন: একটি বাজে পোষ্ট।এটাকি ক্ষমতাশীনদের দৃৃষ্টি আকষনের জন্য।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:


ক্ষমতাসীনরা ব্লগ পড়ে না, পড়লে বুঝতো না।

আপনার পড়ালেখা কি ফাঁস-করা প্রশ্নপত্রের বদৌলতে চলছে?

২০| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

চানাচুর বলেছেন: আংকেল কেমন আছেন?

২০ শে জুলাই, ২০১৭ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:



ভালো, আপনার লেখা পড়া হচ্ছে না অনেকদিন, মিস করছি।

২১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ২:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই জাতির ভাল দিয়ে কাম কি! যে-ই আসুক সবাইতো কেজিতে ৮০০ গ্রামই পায়। জাতি কশায়ের শেষের ১টুকরা হারের ওজনে সন্তোষ্ট সোয়া কেজি মিলছে বলে বগল বাজাতে বাজাতে ঘরে যায় ঘরে গিয়ে দেখে হাড্ডি শহ ৯০০ গ্রাম!!!!
এই দেখা স্বাধীন জাতি আরেকবার পরাধীন না হওয়া পর্যন্ত দেখা লাগবে।

২০ শে জুলাই, ২০১৭ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:


জাতি স্বাধীন ছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, ১ দিন।

এখন বাংগালী কলোনিয়ালিজম ও জিয়া ক্যাপিটেলিজম চলছে; আমাদেরকে চেস্টা করতে হবে এসব দুস্টদের থেকে নিজের হাতে ক্ষমতা নেয়ার।

২২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪৫

মিঃ আতিক বলেছেন: যে কোন মানুষ বা গোসটির নৈতিক পরাজয় হলে তাকে আত্ম সমালোচনা করতে হয় সমস্যা থেকে উত্তরনের জন্য। বিএনপি নিজেদের আত্ম সমালোচনা করতে ব্যর্থ হয়েছে। পরাজয় এদের পিছু ছাড়বে না।

২০ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



পার্টির মৃত্যু হয়েছিল জেনারেল জিয়ার মৃত্যুর সাথেই; এতদিন মমি দেখায়ে সম্পদ দখল করেছে; এখন আওয়ামী লীগ সেই ব্যবসা করছে; বিএনপিকে যোগ করলে ভাগ ছোট হয়ে যায়।

২৩| ২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৫

মিঃ আতিক বলেছেন: বিএনপি কে যদি জনগন ভোট দেয় তবে তাদের যোগ্যতা দেখে দিবেনা, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ দেশের মানুষ বিকল্প কে কাজে লাগাতে চাইবে।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



মানুষ এই ধরণের জেদ দেখায়ে নিজের পায়ে কুড়াল মেরেছে; আওয়ামী লীগ এজন্য মানুষের উপর খুব একটা আস্হাশীল নয়; তাদের অভিযোগ, মানুষ বিএনপি'কে ভোট দেয় কেন? বিএনপি'কে ভোট দেয়া অনেকটা অপরাধ হিসেবে নেয় আওয়ামী লীগ। ওদিকে বিএনপি'র লোকেরা মনে করেছে যে, মানুষ ইডিয়ট, না হয় কেন তারা বিএনপি'কে ভোট দিচ্ছে? ইডিয়টদের ঠকানো সহজ।

বেগম জিয়া থেকে মইনুল রঅডের বাড়ী ফেরত নেয়ার পর, মিলিছিলে ছিলো বস্তিবাসী! আওয়ামী লীগ ক্ষেপেছে বস্তির লোকদের উপর; আবার বিএনপি দেখলো যে, এগুলো তো ভালোই ইডিয়ট, নিজের নেই যায়গা, বেগম জিয়ার জন্য বাড়ী চাচ্ছে!

২৪| ২০ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৪৩

জাহিদ অনিক বলেছেন: আড়াইশ বছর আগে সাহেবরা চায়নি এই উপমহাদেশের মানুষ শিক্ষিত হোক ।
সাহেবদের ধ্যান ধরনা এখনো রয়ে গেছে ।
সাহেবেরা তাদের দেশে অনেক নিয়ম বদলে ফেলেছে, আমরা এখনো পারি নি ।

২০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



সাহেবদের থেকে বানরেরা যা সর্বশেষ শিখেছিল, সেটাই মনে রেখেছে।

২৫| ২০ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৩

দেশী পোলা বলেছেন: বাংলাদেশের মেয়েদেরকে শিক্ষিত করেন, বিনা বেতনে মাস্টার্স পর্যন্ত পড়তে দিন, দেশ পাল্টে যাবে।
আরবেরা এসে তখন আমাদের দেশে খাদেমের কাজ করবে

২০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


বেকুব ১৭ কোটী বাংগালী মনে করে যে, সরকারের কাছে সব মেয়েকে ফ্রি পড়ানোর টাকা নেই; এসব পিগমীদের নিয়ে সরকারেরা আরামে আছে।

২৬| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



বিএনপির সর্বনাশ হয়েছে, হচ্ছে, আরো হবে। রাজনীতির চোরাবালিতে বিম্পি।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



সেই দল এখন আওয়ামী লীগের দোষকে কাজে লাগায়ে, বিনা রাজনীতিতে ভোটে জয়ী হওয়ার কথা ভাবছে; সেটা সম্ভব হবে না; আওয়ামী লীগ পরাজয়ের রিস্ক নেবে না

২৭| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

মাকার মাহিতা বলেছেন:

উন্নয়নের মহাসড়কের কিছু খন্ড চিত্রঃ-
১। বাড্ডা প্রগতি স্বরনী থেকে রামপুরা পযর্ন্ত এমন কি সারা ঢাকার সড়ক মহাসড়কে ব্যাপক উন্নয়ন চলছে। ছবিতে দ্রষ্টব্য।
২। গাজীপুরের চন্দ্র হতে এলেঙ্গা পর্যন্ত চার লেনের উন্নয়ন মহাসড়ক গত ছয় বছর ধরে চলছে, মহাসড়ক উন্নয়ন শেষ হতে আরও কত বছর লাগবে সেটা মহাসড়ক উন্নয়ন কমিটি বলতে পারবে। আমি কিছু বলব না।
৩। মিরপুর,ঢাকা, এখানের উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, মিরপুরে ড্রেনের গর্তে সময় এখন এগিয়ে যাবার।
৪। এই ঈদে উন্নয়নের সকল মহাসড়ক নষ্ট হয়ে গেছে, সরে জমিনে যায়ে দেখেন।

সতুরাং বি এন পি তোমার কোন প্রয়োজন নাই, এখানে আমরা উন্নয়নের মহাসড়কে হাবুডুবু খাচ্ছি।
তোমরা যেখানে আছ সেখানেই থাক।
বাংলার জনগন বাঁশ উন্নয়নে আছি।
ধন্যবাদ আওয়ামী মহাসড়ক উন্নয়ন কমিটি।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:



জাতির সব টাকা এরা নিয়ে যাচ্ছে; এগুলোর জন্য বিল অগ্রিম তুলে নিচ্ছে।

২৮| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৫

রক বেনন বলেছেন: উত্তর তো দূরের কথা, আগে প্রশ্ন বুঝতে পেরেছে কিনা কিংবা আদৌ পারবে কিনা সেটা দেখতে হবে আগে।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের কমপক্ষে জাতির অবস্হান বুঝতে হবে: জাতির সার্বিক অবস্হান ও দলগুলো মতিগতি বুঝা দরকার। দলগুলোকে কন্ট্রোল করার জন্য শিক্ষিতরা একটি অর্থনৈতিক প্লাটফরম গঠন করা দরকার, যা ক্রমেই রাজনীতিতে প্রবেশ করতে সাহায্য করবে।

২৯| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০০

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: বিএনপি ৩য় স্হাানে থাকার সম্ভাবনাই বেশী
২য় স্থানে থাকবে কে?
দুই দলের কোন দলই তো বলার মতো কিছু করতেছে না বা করবে না। তো আমরা কি করব? আরেকটা কথা আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে ১০০% সরকার গঠন করে না বাইরের কারো হাত আছে।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, ২য় স্হান: জাতীয় পার্টি + মহাজোটের অন্য শরিকেরা

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



জাতীর শিক্ষিত অংশ কমপক্ষে জাতির মৌলিক চাহিদা পুরণের জন্য একটা অর্থনৈতিক প্লাটফরম গঠন করতে পারে; সেটা পরে রাজনীতিতে যেতে পারে।

৩০| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যা বলেছেন অযৌক্তিক বলেননি। তবে বি এনপিকে ৩য় স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে আসার মতো দল দেখছিনা।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, ২য় স্হান: জাতীয় পার্টি + মহাজোটের অন্য শরিকেরা

৩১| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩

ঢাকাবাসী বলেছেন: ভোট হোক আর না হোক বিম্পী মনে হয় শ্যাষ, অন্তত বছর ত্রিশেক পর্যন্ত ক্ষমতায় আসতে পারবেনা। ২০০৫ এর ভুলটা আর শোধরাণোর চান্স নেই্ । হাসিনার অসাধারণ দক্ষতার কাছে দুরদৃস্টির কাছে বেজি নিষ্প্রভ।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে অবসরে পাঠায়ে, জামাতকে বাদ দিয়ে রাজনীতি করার শুরু করলে, আওয়ামী লীগের পায়ে মাটি লাগতো।

৩২| ২০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৭

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনি সুন্দর লজিক উপস্থাপন করেছেন, কিন্তু আপনার কথার লেজ ধরে কিছু আওয়ামী, নাস্তিক কলাগাছিরা পোস্টের ফায়দা লুটছে। দু:খের বিষয় আপনি এতে সায় দিয়ে যাচ্ছেন।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি, আপনি ও সব ব্লগারেরা মিলে কিছুই বদলাতে পারবো না এখন, নির্বাচন কিভাবে হবে, কেহ জানে না; আমরা অনুমান করছি মাত্র। যেই জিতুক, জাতি এখন সামান্য বাজার।

আমি যেটা বলছি, সেটা হলো, শেখ হাসিনাকে গ্রেনেড মারার পর, এখন শেখ হাসিনা যেই পজিশনে আছে, কোন অবস্হায় পরাজিত হতে পারবে না।

৩৩| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

রাতু০১ বলেছেন: চোরাবালি ভাইয়ের সাথে একমত। হুজুগে বাংগালী।

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, চোরাবালি গণতন্ত্র বলতে বাংলাদেশ, পাকিস্তান, সুদান ও নাইজেরিয়ার সরকারদের শাসন পদ্ধতিকে বুঝেন; গণতন্ত্র ইসরায়েল, ইন্ডিয়া, সুইডেনকে উন্নতিতে সাহায্য করছে ক্রমাগতভাবে।

৩৪| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আরেকটা কথা আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে ১০০% সরকার গঠন করে না বাইরের কারো হাত আছে?

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


বাইরের বলতে, ভারত ও পাকিস্তান বাংলাদেশের সরকার নিয়ে বেশ উৎসাহী; এই ২ দেশের সাথে দলগুলোর যোগাযোগ আছে।

৩৫| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হাসিনা হলো ম্যাজিশিয়ান। এই ম্যাজিক ধরার মতলোক বিএনপিতে খুব কম আছে। যাদের এই ম্যাজিক ধরার ক্ষমতা আছে তারা খালেদার কাছে সরাসরি চাপতে পারে না।

আর হাসিনা বন্ধুকের নল দিয়ে ক্ষমতা ধরে রাখার জন্য অস্বস্তিতে আছে। তাই মাঠে কারো উপস্হিতি তার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। হাসিনার উচিৎ ইনু, মিনু, মাল, নাহিদদের অবসরে পাঠানো।

২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা নিজের প্ল্যান কার্যকরী করে চলেছেন, উনার জন্য বেঁচে থাকাও একটা বিশাল কার্যক্রম; জাতি মাতি এগুলো সেকেন্ডারী; ইনু পিনু, মেনন লেননকে উনি শ্রমিক মৌমাছি হিসেবে পালন করছেন।

৩৬| ২১ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৫৮

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আমি যদি ও ভাল কবি নাহ, তারপরে ও ব্লগের প্রথম পোস্ট হবে আপমাকে নিয়ে সনেট লিখে। আশাকরি আমাকে ও উৎসাহিত করবেন।

২১ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমাকে নিয়ে না লিখে ব্লগারদের নিয়ে লিখেন; আমি সব সময় ব্লগারদের উপর বিশ্বাস রাখি

৩৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: "৫ ই জানুয়ারী নির্বাচনটা ঠিক হয়েছে; যারা শেখ সাহেবকে মেরেছে, যারা শেখ হাসিনার উপর গ্রেনেড মেরেছে, তাদেরকে কেন নির্বাচনে আসতে দেয়া হবে? আরেকবার হত্যাকান্ড চালানোর জন্য?"

এইটা ঠিকই বলেছেন। আওয়ামী লীগ কোনভাবেই বিএনপিকে নির্বাচনে আসতে দেবে না। তাতে গদি হারানোর ভয় যে রয়েছে তা শেখ হাসিনা ভাল ভাবেই জানেন।

সিইসি স্পষ্টভাবে বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরী করা তার পক্ষে সম্ভব নয়। এই অকপট স্বীকারোক্তির জন্য তিনি ধন্যবাদ পেতে পারেন।

আগামীতে যদি বিএনপি অংশ নেয়ও, তবে সেই নির্বাচন হবে '৭৩ মার্কা নির্বাচন।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি কিভাবে শেখ সাহেবের হত্যা ও গ্রেনেড নিয়ে লুকোচুরি থেকে মুক্ত হবে কে জানে?

৩৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৪

তিতাস মলম বলেছেন: ভাইয়ুমণিইইইইইইইইইইইই!!!!!!!!

মহাসকে এক্সিডেন্ট হয়!!!!!!!!!!!!

এক্সিডেন্ট ভুই পাই!!!!!!!!!!!!!!!!!!

:(

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


যাদের মা্সেডিজ আছে, মহা সড়ক ওদের জন্য

৩৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন: বিএনপি কি পারবে না পারবে সেটা এখন প্রশ্নাতীত নয় । কিন্তু আওয়ামীলীগ কিন্তু অনেক জায়গায় ব্যর্থ । সে ক্ষেত্রে দেখা যায় যে আওয়ামীলীগ উন্নয়ন করছে কিন্তু সেটা অপ্রতুল । তাছাড়া দলের লোকজন চাটুকারিতায় ব্যস্ত সামনে নির্বাচন । তবে আওয়ামীলীগ অনেক জায়গাতে সফল ।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ নিজের বেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানী থেকেও সফল।

৪০| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

অপু দ্যা গ্রেট বলেছেন: এটা ঠিক

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব, ১৯৭২ সালের পর, আওয়ামী লীগকে সুসংগঠিত করেননি, তিনি বেশী পদ দখলে রেখেছিলেন।

৪১| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: যেদিকে যাবে মানুষ, সেদিকেই দুর্গন্ধ। এখন মানুষ কম দুর্গন্ধ খোঁজে

২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:

শেখ সাহেবের কবরের উপর গঠন করা হয়েছে বিএনপি; ইহার বিলুপ্তির দরকার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.