নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুরে ফ্লাশ ফ্লাড ও সোনাভানের ৪ ছেলেমেয়ের মৃ্ত্যু

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫



আপনারা সংবাদে দেখেছেন, দিনাজপুরের কোন এক এলাকায়, সোনাভান নামে এক মহিলা ফ্লাশ ফ্লাডের ( দুরবর্তী এলাকার এলাকার পানি হঠাৎ এলাকায় স্রোতাকারে প্রবেশ করে বন্যার সৃষ্টি) শুরুতে ৪ ছেলেমেয়েকে নিয়ে এক মাদ্রাসায় যান; সেখানে স্হান না পেয়ে, কিংবা স্বেচ্ছায় আবার ঘরে ফেরার সময় স্রোতের টানে ৪ বাচ্চাকে হারিয়ে ফেলেন; "আশেপাশের মানুষ সোনাভানকে রক্ষা করেন"।

দেখা যাচ্ছে যে, ৪ ছেলেেমেয়েকে নিয়ে সোনাভান যখন বাঁচার চেস্টা করছিলেন, সাথে কোন পুরুষ ছিলো না; একজন মহিলা একা যখন ৪ ছেলেমেয়ে নিয়ে বাঁচার চেস্টা করছিলেন, তাঁর এলাকার অন্য পুরুষেরা তাঁকে কোনভাবে সাহায্য করেনি; তিনি বলেছেন যে, মাদ্রাসার দারোয়ান তাঁকে ওখানে থাকতে দেননি; দারোয়ান নাকি সুপারিনটেনডেন্টকে ফোন করেছিলেন, সুপারিনটেনডেন্ট অনুমতি দেননি।

সোনাভানের এলাকার কোন পুরুষ সোনাভানকে ৪ ছেলেমেয়েসহ সাহায্য করেনি; সেই এলাকার তরুণ, যুবকরা মানসিকভাবে সেই লেভেলে নেই। কিন্ত সরকার কি সোনাভানের ছেলেমেয়েদের রক্ষা করতে পারতো?

পারতো; সরকার ৩ দিন আগে জেনেছে যে, ভারতীয় এলাকা থেকে ফ্লাশ ফ্লাডের পানি আসবে, কিংবা সম্ভানবনা আছে; সরকার টেলিভিশনে ঘোষনা দিতে পারতো যে, "যাদের পাকা বাড়ী আছে, উপরের তলায়, ও ছাদে আশপাশের পরিবারগুলোর বাচ্চা ও মহিলাদের, বা পরিবারকে আশ্রয় দিতে বাধ্য থাকবে, সরকার প্রতি পরিবারকে থাকতে দেয়ার জন্য সপ্তাহে ১০ হাজার টাকা করে দেবেন"। এবং "এলাকার তরুণ ও যুবকেরা নিজ পরিববারকে রক্ষা করার পর, অন্য পরিবারেকে সাহায্য কর‌তেই হবে, বন্যা চলাকালীন সাহায্যকারীদের দৈনিক ১০০০ টাকা করে বে্তন দেয়া হবে; স্হানীয় টিএনও, চেয়ারম্যান, মেম্বার ও স্কুলের শিক্ষকেরা এসব মানুষের সাহায্যের কাজ পরিদর্শন করবেন, লিস্ট করবেন; যারা সাহায্যে অংশ নেবেন, তারা কাজের পর, স্হানীয় মেম্বার, স্কুল শিক্ষক, টিএনও অফিসের লোকজনের কাছে রিপোর্ট করবেন।"

এই পদক্ষেপ নিলে, সরকারের আনুমানিক ১০ কোটী টাকা খরচ হতো দিনাজপুর এলাকায়; মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কমে আসতো; পশু, খাদ্য শস্য ও মুল্যবান মালামাল নিয়ে ১০০ কোটী টাকার বেশী সম্পদ রক্ষা পেতো!


*********** ব্লগের বিরহী কবি, নাইম জাহাংগীর নয়ন'কে দেখছি না কিছুদিন ব্লগে **************




মন্তব্য ৭৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

উদাস মাঝি বলেছেন: নিজের বিবেকবোধ থেকেই সাহায্য করা উচিত

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


উত্তর বংগের মানুষজন ভালো; তবে, তারা অন্যকে খুব একটা সাহায্য করেন না; দায়িত্ব কিন্তু সরকারের ছিলো।

২| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

তারেক ফাহিম বলেছেন: প্লাবন দেখছে বাঙালী এই রকম প্লাবন হবে বলে আশা করেনি তাই হয়তো আপনার লজিকটি সরকার লক্ষ্য করেননি

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


সরকারের উচ্ক্স পদে খুবই সৃজনশীল মানুষদের রাখতে হয়, ওদের হাতে ১৭ কোটীর জীবন-মরণ; ওখানে বোকাদের মেলা বসালে যা ঘটে, তা ঘটেছে

৩| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার প্রধান বিচারপতি নিয়ে ব্যস্ত...

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


জেনেটিক্যাল সমস্যা

৪| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

কাদা মাটি জল বলেছেন: বাল পুস্ট
মানুষের বিবেক নাই, সেতা এখন টাকা দিয়ে জাগাতে হবে, না?

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


শিক্ষা না থাকলে মানুষের ভাবনাশক্তি সীমিত হয়ে যায়; আমাদের সরকারগুলো চেস্টা করছিলো, মানুষ যাতে শিক্ষা না পায় সহজে।

কিছু কাজ টাকার বিনিময়ে করাতে হয়; সেইজন্যই টাকার জন্ম

৫| ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোঃ তানজিল আলম বলেছেন: সরকার চাইছে বন্যার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে।
মিডিয়াতেও বন্যা নিয়ে কোনো মাথা ব্যাথা দেখলাম না।
ইমরানকে হামলার সময়েও বলা হয়েছে দেশে কোনো বন্যা নেই সব ইমরানদের বানানো।

সরকার জনগণকে অন্যদিকে ব্যস্ত রাখতে চাইছে। কিন্ত্ সোশ্যাল মিডিয়ার কারনে সেটা সম্ভব হচ্ছে না।

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকারগুলো এসব ট্রিকস করে নিজেরা পরাজিত হয়েছে জীবনে; ১৯৭১ সাল থেকে যারা সরকার চালিয়েছে, মানুষকে কাউকে সন্মান করে না; সরকারের কোন লোকের প্রতি কারো সন্মান নেই আজো

৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরকারের স্বদিচ্ছার অভাব ছিল ।







গাজী ভাইকে চমৎকার একজন রাজনীতি বিশ্লেষক বলেই আমার মনে হয়। প্রধান বিচারপতির বর্তমান কর্মকান্ডের ব্যাখ্যা কি ? এ বিষয়ে আলাদা পোস্টে আপনার ভাবনা জানতে চাচ্ছি।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:



প্রধান বিচারপতি ঠিক আছেন; এটা ঠিক যে, উনাকে শেখ হাসিনা সেই যায়গায় বসায়েছেন পলিটিক্যাল এপয়েন্টি হিসেবে; কিন্তু উনি সঠিক কথা বলাতে আওয়ামী লীগের ধারণার বাহিরে গেছে; আওয়ামী লীগের কোন ক্ষতি হয়নি; কিন্তু আওয়ামী লীগ বিশ্বে কারো কথা শুনতে রাজী নয়, এটা তারা শেখ সাহেব ও শেখ হাসিনা থেকে জেনেটিক্যালী পেয়েছে, অথবা তাদের ছাত্ররাজনীতি করার ফলে প্রাপ্ত দক্ষতা।

৭| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

শ্রোডিঙ্গার বলেছেন: দেশের জন্য দুঃখ হয়। :(

২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষের কস্ট দেখে দু:খ লাগার কথা; কিন্তু সরকারের লোকদের আনন্দ হয়, মনে হয়!

৮| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

কালো আগন্তুক বলেছেন: কি বলব রে ভাই। স্বার্থপরতাও এখন এক প্রকার "ইষ্টাইল"। সাহায্যের হাত বাড়ালেই ঘাঁ হবে যে।

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০১

চাঁদগাজী বলেছেন:


সমাজে স্বার্থপরতা দেখা দিলে, সবাইকে এর শিকার হতে হবে জীবনে ! সবকিছুই ঘুরেফিরে আসে মানুষের উপর।

৯| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০০

হাসিব০৭ বলেছেন: চাদগাজী তোমার লেখা আমার কখনই ভাল লাগে না কিন্তু এই লেখাটা ভাল লেগে গেল :( দেশের জন্য কারও কোন মাথাব্যাথা নেই

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


অনেকের মাথা আছে মগজ নেই; আমাদের যতটুকু মগজ আছে, সেটাকে কিছু প্রবলেম/দায়িত্ব দেয়ার দরকার, দেখা যাক, প্রসেসিং করতে পারে কিনা!

১০| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০১

হাসিব০৭ বলেছেন: Best of luck bro

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি তো ঐতিহাসিক লোক; কিছু লিখেন!

১১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

কাইয়ুম বাঙালি বলেছেন: ফেসবুকে, ব্লগে বন্যা নিয়ে লেখা লেখি আর কত হবে। চলুন না নিজেরা নেমে পড়ি!

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


নেমে পড়ার দরকার ছিলো অনেক আগেই; আমি কাজ উপলক্ষ্যে এই মহুর্তে দেশের বাহিরে; আপনারা যারা পারেন, চেষ্টা করেন।

১২| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫

আহা রুবন বলেছেন: পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আগেই সতর্ক করেছিলেন, আগস্টের বন্যা সম্পর্কে। তার পরও সরকার থেকে কোনও আগাম সতর্কতা নেয়া হয়নি।

এখন তো বলবে দেশে কোনও বন্যা নেই সব বোগাস! ছাত্রলীগ সাইজ করতেও আসতে পারে। ইমরান সরকারের অবস্থা দেখেন...

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



আসলে কিছু অদক্ষ মানুষ দেশটাকে মোটামুটি দখল করে নিয়েছে; যারা মন্ত্রী পন্ত্রী হয়েছেন, এদের এত বড় জন সংখ্যাকে চালানোর মত চিন্তা-ক্ষমতা নেই।

১৩| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

কানিজ রিনা বলেছেন: সামনে নাকি আরও বড় ধরনের বন্যার
সম্ভাবনা শেষ রক্ষা হবে কতটুকু কেজানে।
শহর থেকে যতগুল টিম দৌড়াচ্ছে তারা হেল্পলেস
হয়ে পড়বে কিনা। কারন বন্যা সরেগেলেও
নানান রকম অসুখ বিসুখ শুরু হবে।
হাসপাতাল গুল কতটা সজাগ থাকবে।
এত বড় বন্যা মানুষের অসহায়ত্ব লাঘবে
প্রতি জেলার এমপি মন্ত্রী প্রশাসনিক কর্মতারা
সিস্টেমের মধ্যে বন্যা কবলিত মানুষের
সহায়তা করবেন। লক্ষ লক্ষ মানুষের পাশে
সেচ্ছা সেবিরা হেনস্তা নাহয়। মাননীয় প্রধান
মন্ত্রী নিশ্চয় এবিষে লক্ষ রাখার নির্দেশ
দিয়েছেন। ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


দিনাজপুর এলাকায় এত মানুষ মারা যাওয়ার পরও সরকারের পদক্ষেপ পর্যাপ্ত নয়; সরকারের উচিত মািলিটারী ও সাধারণ মানুষের সাহায্য নেয়া।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

মামুন ইসলাম বলেছেন: ১. ২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩ ০
উদাস মাঝি বলেছেন: নিজের বিবেকবোধ থেকেই সাহায্য করা উচিত

২২ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭ ০
লেখক বলেছেন:


উত্তর বংগের মানুষজন ভালো; তবে, তারা অন্যকে খুব একটা সাহায্য করেন না; দায়িত্ব কিন্তু সরকারের ছিলো।


আপনার সাহায্য ধরকার হলে একটা বাঙ্গা থাল নিয়ে আসুন আপনাকে সাহায্য করবো ।
!:#P

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


সোনাভান ৪টি সুন্দর শিশু হারালো, কোন পুরুষ তাঁকে সাহায্য করেনি; কোন সাহসে আমি আমি থালা নিয়ে উত্তরবংগের ভিক্ষুকদের কাছে যাবো? কত যুগ ওখানে "মংগা" ছিল? দেশের অপর অংশে কেন "মংগা" নামের কিছু ছিলো না?

১৫| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অন্যরা ভুল থেকে শিখে, আমরা শিখি না। আগে বর্ষা মাসে গাঙ ভরতো না এখন দেশ ভাসে।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ নতুন কিছু শিখতে পারে না, তাদের মগজের ক্ষমতা কম।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একটা দেশে কি কয়েকটা মানুষ নেই!?

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


মানুষ অনেক আছে, রাজনীতিবিদ ও দক্ষ সৎ মানুষ কম; যারা আছেন, তাদের কোন রাজনৈতিক দল নেই; বর্তমান রাজনৈতিক দলগুলো কোন রাজনীনৈতিক তত্ব অনুসরণ করে না, এবং এরা দেশের মানুষকে বন্চিত করে নিজেরা সুযোগ সুবিধা দখল করে নিয়েছে; মানুষকে দাস হিসেবে বিদেশে বিক্রয় করেছে।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্য। আমি নিজেই ছিলাম আধুনিক দাস!

২৩ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


যাদের আরব দেশ ও পুর্ব এশিয়ায় বিক্রয় করা হচ্ছে গত ৪০ বছর, তারা জানেন জীবন কেমন বেদনাময়

১৮| ২৩ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৪৮

রোকসানা লেইস বলেছেন: কিছু বলার নাই। কত বাচ্চ কত মানুষ মারা যাবে যাদের খবর কেউ জানবে না
সরকারি সাহায্য আসবে সবার শেষে তখন নেতা কর্মিরা ভাগভাগি করবে

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশটা এখনো সোমালিয়া, নাইজেরিয়া, সুদানের মত চলছে; ইহাকে দেশ বানানো সহজ হবে না, মনে হচ্ছে

১৯| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২১

ঠ্যঠা মফিজ বলেছেন: আমি কিছু বলতে পারমুনা কেননা বললে হয়ত আমাকে ঘুম করে ফেলবে ;) সত্য কথা বলছি প্রিয় চাঁদাজী ভাই আমার মনে হয়
ক্ষমতার ওই চেয়ারে বসার সাথে সাথে মানুষকে দেয়া সব ভুলে যায়। :|

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কি হচ্ছে বলা মুশকিল।

২০| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: পারতো; সরকার ৩ দিন আগে জেনেছে যে, ভারতীয় এলাকা থেকে ফ্লাশ ফ্লাডের পানি আসবে, কিংবা সম্ভানবনা আছে; সরকার টেলিভিশনে ঘোষনা দিতে পারতো যে, "যাদের পাকা বাড়ী আছে, উপরের তলায়, ও ছাদে আশপাশের পরিবারগুলোর বাচ্চা ও মহিলাদের, বা পরিবারকে আশ্রয় দিতে বাধ্য থাকবে

জন বান্ধব সরকার হলে এমনই হবার কথা ছিল...
কিন্তু তারা এমন আমরা যাবার পর বাকী সবাই ত্রান দিতে যাবে, আগে একজনও নয়!!! কত স্থুল আত্মপ্রচারের মানসিকতা!!!
হাওড়ে তাদের আগে বিএনপি যেতে চাইছিল বলে মির্জা ফখরুলের বহরে তো হামলাই চালাল!!!!!

অহংকার পতনের মূল। নিশ্চয়ই একদিন পতন হবে। আমজনতার হৃদয়ের কষ্টের বদদোয়ায়!

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:


বর্তমান গলাকাটা ক্যাপিটেলিজমের জন্ম দিয়েছেন জেনারেল জিয়া, বিএনপি'র জন্ম ছিলো মিলিটারী, ব্যুরোক্রেট ও সরকারী যন্ত্রকে ব্যবহার করে; শেখ হাসিনাকে হত্যার চেস্টার বিচার করেনি বেগম জিয়ার সরকার; একা কোকো দখল করে ফেলেছিলো অনেক ব্যবসা; এগুলো হিসেবে নিলে, বিএনপি'কে বিলুপ্ত করার দরকার ছিলো।

শেখ হাসিনা দেশ চালনার কাজের মাঝে, একটা কাজ হচ্ছে বিএনপি'কে নিস্ক্রিয় করা, সেইদিকে অনেক সম্পদ ও সময় চলে যাচ্ছে; ফলে, মানুষ কম পাচ্ছে।

বিএনপি রাজনীতি করে না, রাজনীতি করলে বেগম জিয়া ওখানে থাকার কথা নয়।

সরকারের টাকার অভাব নেই, সরকার সব সঠিকভাবে চালালে বিএনপি বা অন্য কারো ৈলিফের দরকার হতো না।



২১| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

নীল আকাশ ২০১৬ বলেছেন: সমর্থ মানুষেরা অসহায় মানুষকে সাহায্য করবে, তার জন্য সরকারকে ঘোষণা দিয়ে বাধ্য করতে হবে? এ কি রকম ইম্যাচিউরড চিন্তা ভাবনা? তাদেরকে আশ্রয় না দেওয়ায় ঐ মাদ্রাসার কোন দোষ আমি দেখিনা। মাদ্রাসা গুলো এমনিতেই নানা সমস্যায় জর্জরিত, তার উপর আছে জঙ্গি প্রজননের অভিযোগ। না জেনে শুনে অপরিচিত কাউকে ঢুকতেই বা দেয় কি করে?

মহিলার উচিত ছিল বন্য আশ্রয় কেন্দ্রে অথবা সরকারী কোন স্কুল বা জেলা/উপজেলা পরিষদ ভবনে আশ্রয় নেওয়া।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


মাদ্রাসাগুলো যারা চালায়, এদের সাথে বাংলাদেশের মানুষের মিল নেই তেমন।

২২| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

পুলক ঢালী বলেছেন: এলাকার তরুণ, যুবকরা মানসিকভাবে সেই লেভেলে নেই
চাঁদগাজীভাই অঃটঃ হলেও এই বিষয়ে একটু বলতে ইচ্ছে করছে।
একটা বিশ্ববিদ্যালয় এলাকার কাছেই দু তিনজন গাঢ় মেয়ে একটা ছেলের সাথে ঘুরছিলো। একটা তরুন মন্তব্য করলো এদের দেখে আমার খুন করে ফেলতে ইচ্ছে করে, আমি অবাক হয়ে তাকিয়ে বললাম কেন ? ছেলেটা বলল, মায়ানমারে এরা মুসলমান রোহিঙ্গাদের বাচ্চাদের জ্যান্ত পুড়িয়ে মারছে আর এখানে এরা কি সুন্দর ঘুরে বেড়িয়ে মজা করছে। আমি বললাম, ওরা মায়ানমারের মানুষ নয়। চেহারা দেখে বুঝে নেওয়া ঠিক না, কারন 'আপনি বা আমি কলকাতা বা শ্রীলঙ্কানও হতে পারি, কারন' ওদের সাথে আমাদের চেহারায় মিল আছে। ছেলেটা বলল ওরা তাহলে কোথাকার? আমি বললাম ময়মনসিংহের হালুয়াঘাটের, কারন' ঈদের বন্ধে কোন বাসে বাড়ী যাবে তা নিয়ে ওদের আলাপচারিতা আমি শুনেছি, ছেলেটা চুপ হয়ে গেল । এখন ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ের একটা ছেলের জ্ঞান বা মানসিক লেভেল বা ভাবনা চিন্তার মান কোন পর্যায়ে আর গ্রামে তাহলে কোন পর্যায়ে থাকবে। ভাবছি এমন ধারনার কারনে কবে না আবার খুন খারাবি শুরু হয়ে যায়।

এবার আসি বন্যার কথায়।
পানি উন্নয়নবোর্ড বাঁধ তৈরী করেছে, কিন্তু' স্থানীয় প্রভাবশালী লোকজন মাটি কেটে নিয়ে ঘরের ভিটি তৈরী করেছে। প্রভাবশালী বলে কথা! অথচ সাধারন মানুষ মাটি কাটলে প্রভাবশালীদেরই উচিৎ বাধা দেওয়া। ডিসিকে জানানো হল, তার হাতে আবার পুলিশ নেই, তিনি এসপিকে বললেন, পুলিশ একবার দুবার গেল, কিছুদিন পর আবার যে কে সেই অবস্থা, পানি উন্নয়নবোর্ড অসহায়। যখন বন্যা হল দেখলাম স্থানীয় সাংসদ পানি উন্নয়নবোর্ডকে ধুয়ে দিলেন। আগে অপরিচিত বয়স্ক মানুষ দেখলে সিগারেট লুকিয়ে ফেলতাম এখন পরিচিত মুরুব্বি মানুষ দেখলেও অন্যদিকে মুখ ঘুরিয়ে সিগারেট টানি (এটা উপমা মাত্র) আমাদের স্বাভাবিক ভাবনা চিন্তা বোধ হারিয়ে গেছে এটাকে জাগ্রত করার জন্য উপযুক্ত নেতৃত্ব দরকার যা এখন নেই। :)

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


দেশের সমাজিক ও অর্থনীতি মানুষের ঐক্য ভেংগে দিয়ে মানুষে মানুষে, পরিবারে পরিবারে প্রতিযোগীতার সৃস্টি করেছে। তরুণরা সরকার ও সমাজ থেকে যা শিখছে, এটা জাতীয় ঐক্যের পক্ষে নয়, সুসম সমাজের পক্ষে নয়।

৪৬ বছরের ইতিহাস, সুযোগ ব্যবহার করে সম্পদ ও ক্ষমতা দখল, তরুণরাও সেই পথে এগুচ্ছে। সবার জন্য সমান সুযোগের সৃস্টি করা হয়নি।

২৩| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

নূর আলম হিরণ বলেছেন: সোনাভানের সন্তানের হারিয়ে যাওয়া এই নিউজ দেশের কোনো লিডিং নিউজ পেপারে দেখিনাই এর এথেনটিক সোর্সটা একটু শেয়ার করেন।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



বিডিনিউজ-২৪ এ ছিলো।

২৪| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কষ্টের যেন শেষ নেই। তারপরেও আমি সুখে শান্তিতে আছি। এখন নাতনিদের সাথে চিল্লাচিল্লি করে সময় কাটে। সবার মঙ্গল হোক।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষের কমনসেন্স কম, তাই তাঁরা অশান্তিতে আছেন।

২৫| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৭১রে জন্ম হয়েছিল, শান্তির সাথে এখনও দেখা হয়নি।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


শান্তি আসে সবার প্রচেস্টায়, অর্ধেকের চেয়ে বেশী মানুষকে বন্চিত করে শান্তি আনা সম্ভব নয়।

২৬| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এর মানে জীবনেও শান্তি পাব না?! :(

(আমরা কখনও এক হয়ে কিছু করতে পারব না)

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আমরা এক হতে পারবো না সহজে, ১৯৭১ সালও আমাদেরকে পুরোপুরি এক করতে পারেনি; আজ রাজনৈতিক ভাগ, ধর্মীয় ভাগ, অর্থনৈতিক ভাগ, শিক্ষিত অশিক্ষিত ভাগ আমাদেরকে আলাদা করে রেখেছে।

২৭| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখন বিশেষ চাল চালতে হবে, যেমন কয়েক শো হাত দূরে বাঁশ লাগালে ঝাড় হয় তদ্রুপ। আপনি কী বলেন?

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


চাল আর ডাল খেয়ে বাংগালীদের অবস্হা টালমাটাল; শিক্ষিতদের রাজনীতিতে আসতে হবে, এটাই সমাধান।

২৮| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কদ্দিন আগে এই বিষয়ে একজনের সাথে কথা হয়েছিল। আমি বলেছিলাম শেখ হাসিনাকে এবারও ক্ষমতা দিতে হবে এতে সবার মঙ্গল হবে।

আমরা ডালভাত হয়েছি। (মানে ৪০-৫০ বয়সীরা) ছোটরা এখন বুঝতে শুরু করেছে। ৫ বছরে ওরা প্রস্তুত হবে।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ক্ষমতায় থাকার ফলে, বিএনপি জামাত শুন্যস্হান পুর্ণ করতে পারছে না, সেটা ভালো; কিন্তু শেখ হাসিনার সরকার বাংগালীদের স্বপ্ন বাস্তবায়ন করার মতো দক্ষ নন।

২৯| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন আমাদেরকে সময় কিনতে হবে। আপনার মত বাস্তবিক হতে এখনও আমাদরকে অনেক সময় লাগবে।

একটু খেয়াল করলে দেখায় যায়, দেশ এখন আর আগের মত নয়। কালঘুম ভাঙতে শুরু করেছে।

মঙ্গলমন্ত্র জপার উত্তম সময় এখন।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


সময় ও সভ্যতার অপব্যবহার হচ্ছে বাংলাদেশে।

৩০| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯

জাহিদ অনিক বলেছেন: মাথা নিচু করা ও মনে মনে ধিক্কার জানানো ছাড়া আর কিছু আপাতত মাথায় আসছে না

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


একটা রাজনৈতিক দল গঠন করার জন্য প্রাথমিক পদক্ষেপ নেয়ার দরকার।

৩১| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

কাছের-মানুষ বলেছেন: সরকার ৩ দিন আগে জেনেছে যে, ভারতীয় এলাকা থেকে ফ্লাশ ফ্লাডের পানি আসবে

এট আমারও মাথায় ঢুকছে না, কেন ৩ দিন আগে জেনেও কিছু করল না! চরম উদাসীনতায় হাজার হাজার মানুষ কষ্ট করছে , আগে জানালে ক্ষয়ক্ষতি কিছুটা কমত !

অফ টপিক -
*********** ব্লগের বিরহী কবি, নাইম জাহাংগীর নয়ন'কে দেখছি না কিছুদিন ব্লগে **************

ব্লগের বিরহী কবি, নাইম জাহাংগীর নয়ন'কে আমিও দেখছি না ! উনি প্ররিশ্রমি ব্লগার ওনাকে দেখা যাচ্ছে না!

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, নয়ন অফিস থেকে ছুটি নিয়ে বাড়ী গেছেন, কিংবা উনার ভাই অসুস্হ।

সরকারে চাকুরী পাওয়ার পর, সবাই রিটায়ারমেন্ট মুডে থাকে।

৩২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:


একটা রাজনৈতিক দল গঠন করার জন্য প্রাথমিক পদক্ষেপ নেয়ার দরকার।
তাহলে কি বর্তমান নির্বাচিত সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর আপনার আস্থা কিছুটা হলেও কমে গেছে?

তাই যদি হয়, তাহলে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য যে পথগুলো খোলা থাকার কথা বা নতুন নেতা আসার জন্য যে যে কর্মকান্ড গুলো পরিচালিত হবার কথা সেগুলো হচ্ছে না কেন?

ষোড়শ সংশোধনী অবৈধ - এ বিষয়ে পক্ষে অথবা বিপক্ষে কিংবা তুলনামূলক পর্যালোচনা আপনার কাছ থেকে আশা করছি জনাব চাঁদগাজী।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:



ষোড়শ সংশোধনী অবৈধ হলে আওয়ামী লীগ আপীল করার কথা; ওরা চীৎকার দিচ্ছে কেন? কারণ, ওদের কাজ নেই।

৩৩| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

সনেট কবি বলেছেন: জনগনের দূর্ভোগ লাঘবে সরকার আপনার মত কেন ভাবেনা সেটাই ভাবছি।

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে হাজার হাজার মানুষ আছেন, যাঁরা আমার থেকে হাজার গুণে উন্নত সমাধান দিতে পারবেন; আবার বাংলাদেশে যারা কিছুই শিখে না, তারাই সরকারের অংশ হয়ে যায়।

৩৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

সনেট কবি বলেছেন: সমস্যা এখানেই যে যাদের সরকারে দরকার তারা সরকারে নেই। আর তারাই সরকারে আছে যাদের সরকারে দরকার নেই। আমরা আর কতকাল বানের জলে ভাসব আর খরায় শুকিয়ে চৌচির হব? কবে আমাদের দুঃস্বপ্নের ইতি ঘটবে?

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


আমাদের জন্য ২টি পথ আছে, সরকারকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের চেস্টা নিজেরা করা; কিংবা আধুনিক বিশ্ব মানের একটি রাজনৈতিক দলের পত্তন করা।

৩৫| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯

আল ইফরান বলেছেন: বাসন্তি থেকে সোনাভান- আমাদের সীমাহীন লোভের বলী হয়ে কেউ ইজ্জত বিলিয়ে দেয় আর কারো সন্তান বানের জলে ভেসে যায়।
আমাদের সিভিল সোসাইটি আছে সংবিধান রক্ষার জিহাদে, আর সরকার সে তো কবেই পরের ঘরণী।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


আমাদের সিভিল সোসাইটি যদি সংবিধান বুঝতেন, দেখতেন যে, উহা ৩য় বিশ্বে দেশ চালানোর ম্যানুয়েল; ওখানে মানুষের মৌলিক অধিকার নিয়ে কিছু নেই; ড: কামাল হোসেন যা লিখেছিন ১ বছরে, এখনকার কোন বৃটিশ স্কুলের ছাত্র "কাট এন্ড পেস্ট" করে, ঐ ধরণের কিছু ২/৩ ঘন্টায় তৈরি করতে পারবে।

৩৬| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

আল ইফরান বলেছেন: ভালো বলেছেন, চাদ্গাজী চাচা।
আপনার কথার সূত্র ধরেই বলি যে এই জন্যই সংবিধানের মৌলিক অধিকার-সম্বলিত অনুচ্ছেদ্গুলো আদালতের মাধ্যমে বাস্তবে প্রয়োগযোগ্য হয় নি।

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেন কর্পোরেট আইনবিদ, ক্যাপিটেলিস্টদের স্বার্থ রক্ষাকারী

৩৭| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৬

আল ইফরান বলেছেন: উইথ ডিউ রেসপেক্ট টু ড. কামাল, তিনি কখনোই আম-জনতার প্রতিনিধিত্ব করেন নাই।
সূচনা থেকে আজকে পর্যন্ত ওনার লাইফের মাইলস্টোনগুলো একটা পার্টিকুলার ক্লাসে (অবভিয়াসলি ধনীক শ্রেণী) ফেলে সহজেই অনুধাবন করা যায়। তবে এই মানুষটাকে দিয়ে কিন্তু আন্তর্জাতিক পরিমন্ডলে (আইনি) বাংলাদেশকে চিনেছে, যেইটা মুনিম/ বদরুল হায়দার/ রফিকুল হক/ আজমালুল কিউসি সাহেবরা যোগ্যতা থাকা স্বত্ত্বেও পারেন নাই।
এশিয়া এনার্জি বা শেভরনদের মত লুটেরাদের প্রতিনিধিত্ব করার কারনেই ঊনার প্রতি আমরা শ্রদ্ধা হারিয়েছি।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল কর্পোরেশন গুলোর প্রতিনিধি; উনার কাছে ২৫০ কোটীর বেশী ক্যাশ আছে; দেশের কোথায়ও গণফোরামের ১টা অফিসও নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.