নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভৌগলিক অবস্থান, পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫২



প্রথমত, অন্য গ্রহ থেকে এলিয়েনরা যখন পৃথিবীতে এসে নামবেন, উনারা প্রথমে বাংলাদেশে নামবেন; কারণ উনারা শুধুমাত্র ঢাকাইয়া কুট্টী ভাষায় কথা বলেন। চীনারা ঢাকা চিটাগং হাই-ওয়ে ৪ লাইন করছেন বর্তমানে, এবং খুবই কোয়ালিটি কাজ করছেন; কারণ, চীনারা ভারত আক্রমণ করার সময় এই রাস্তা ব্যবহার করবেন; উনারা উভচর যান নিয়ে চিটাগং পোর্ট দিয়ে নেমে, এই রাস্তা দিয়ে গিয়ে আগরতলায় পৌছে, কাঁঠালের বীচি দিয়ে তৈরী ভেজিটেরিয়ান বার্গার খাবেন সয়া সস মিশায়ে। একই কারণে, ভারতীয় বিমান বাহিনী আমাদের চট্টগ্রাম বন্দরকে পানিতে মিশিয়ে দেবেন, যাতে চীনারা বন্দরের ইক্যুইপমেন্ট ব্যবহার করে রাইস-নুডলস ও সয়া সস আনলোড করতে না পারেন। এছাড়া, এই ২ শক্তি লেগে গেলে, তাদের অবস্হা বুঝার জন্য ইয়াংকিদের সপ্তম নৌবহর প্রবেশ করবে খুলনা পোর্টে; উহারা চিটাগং'এর গেয়া-গুয়া বুঝে না; তা'ছাড়া ঐদিক দিয়ে কলকাতা কাছে, বারে টারে যেতে হলে, কলকাতা যেতে হবে মাঝে মাঝে।

বাংলাদেশ নিয়ে আলাপের সময় অনেকেই কিসব কারণে বলেন, "ভৌগলিক অবস্থানগত কারণে এবং পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের অবস্থান খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে"। তাদের হয়তো অনেক কারণ, অনেক পর্যবেক্ষন ও এনালাইসিস আছে এর পেছনে।

আসলে, বাংলাদেশ বর্তমান পৃথিবীর জন্য উ: কোরিয়া, জাপান, দ: কোরিয়া বা তেলের জাহাজের রুট, পারস্য উপসাগর নয়; ইহা সমস্যাপুর্ণ একটি দেশ মাত্র, ইহা কোনভাবেই গুরুত্বপুর্ণ নয়; এখানকার মানুষ তারকাটার মধ্য দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসে, ট্রলারে করে মালয়েশিয়া চলে যায়, ৪০ লাখ টাকা খরচ করে, মেক্সিকো হয়ে পায়ে হেঁটে আমেরিকা পৌঁছে যায়, নৌকায় ইতালী পোঁছে যায়, ১৪ লাখ টাকায় গরু কিনে নিজের পশুত্ব কমাতে উহাকে কেটেকুটে খেয়ে ফেলে, অর্ধেক নিজের নাম লিখতে পারে না। এর বাহিরে আপনারা যারা যারা ভৌগোলিক গুরুত্ব, জিও-পলিটিক্যাল গুরুত্ব দেখছেন, আপনারা নিশ্চয় বড় বড় মনীষি হয়ে থাকবেন।

মন্তব্য ৯৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০১

মানিজার বলেছেন: বাংলাদেশ ভৌগলিক অবস্থানে গুরুত্বপুর্ণ শুনয়া আসতাছি ছুটুবেলা থাইক্কাই ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ শব্দটাই সুন্দর ও গুরুত্বপুর্ণ; রবী ঠাকুর ও বাংগালীরা ইহাকে "সোনার বাংলা" বলাতে, ইহা গুরুত্বপুর্ণ হয়ে গেছে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪২

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকার যে বাড় বেড়েছে,তাতে মনে হয় উত্তর কোরিয়ার হতেই তাদের ধ্বংস হবে।চীন,রাশিয়া মুখে যাই বলুক,সবাই কোরিয়ার পক্ষে।
পৃথিবীর অভিশাপ এ্যামেরিকার ধ্বংস দেখে যেতে চাই মৃত্যুর আগে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


উ: কোরিয়া যা যা করছে, সবগুলো চীন ও রাশিয়ার হয়ে করছে।
আপনি জীবিত থাকাকালীন আমেরিকার পতন হলে ভালো হয়, চাইনীজ ফ্রিজে মানুসের মাংসও দেখার সুযোগ পাবেন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৩

জাহিদ অনিক বলেছেন: রাজনৈতিক লেখালেখির পাশাপাশি আপনার এবার কবিতা লেখারও সময় এসেছে। হতে পারে একটি রাজনৈতিক কবিতা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১০

চাঁদগাজী বলেছেন:


কবিরা সৌভাগ্যবান মানুষ, বীণাপানি উনাদের কাঁধে

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯

কূকরা বলেছেন: পাঁদগাজী ভাই, এখন থেইকে কবিতা লেখা আরম্ভ করবেন মনে হচ্চে, গদ্যের মধ্যে কেমন জানি পাঁদ পাঁদ .... থুক্কু :P ....পদ্য পদ্য ভাব B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


মুরগীর মগজ, ইংরেজীতে চিকেন ব্রেইন, ভয়ংকর বুদ্ধিমানের লেভেল!

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০৪

কূকরা বলেছেন: বুদ্ধি লেভেল বাড়ানোর জন্য মুরগির মগজ ভাজা খাবেন নাকি? এই লন:

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



ইয়াক

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৬

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: X((



আসলে সব হওয়ার দেশ বাংলাদেশ
এখানে অনেক কিছু হয় বা হচ্ছে
যা পৃথিবীর অন্য কোন দেশে অথবা অন্য কোন গ্রহে হচ্ছে না।
আমাদের দেশে হিরো আলম আছে
খ্যাতিমান গায়ক ডাঃ মাহফুজুর রহমান বা (উনার স্ত্রী নামটা মনে নেই।)
এখানে সস্তায় জীবন পাওয়া যায় মৃত করার জন্য।
এখানে নেতারা বিশাল বিশাল কথা বলে..........।
এখানে.................

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


ছাত্রনেতারা আজীবনই ছাত্রনেতা থেকে যায়; ওরা দেশটাকে ছাত্রদেশ বানায়ে ফেলেছে

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা দেশ অন্যান্য দেশের তুলনায় কতটা গুরুত্বপূর্ণ (ভৌগোলিক এবং উন্নয়নের মাপকাঠিতে) তা বোঝা যায় ওই দেশে বিদেশী বিনিয়োগের আকার ও বৈচিত্র এবং বিশ্ব গণমাধ্যমে ওই দেশটি সম্পর্কে প্রতিনিয়ত প্রচারের সংখ্যা থেকে | এই সকল মানদণ্ডের কোনোটাতেই বাংলাদেশ এখনো মধ্যম কাতারেও আসতে পারে নি | আর বাংলাদেশের রাস্তা ঘাটের ট্রাফিক জ্যামের ভয়াবহতা দেখে সহজেই বিদেশীরা এই দেশ সম্পর্কে খুব একটা ইতিবাচক বা আগ্রহী হবে বলে মনে হয় না |

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


অর্থনৈতিকভাবে দরিদ্র, জনসংখ্যার দিক থেকে ঘন, শিক্ষার দিক থেকে পেছনে, সায়েন্সের দিক থেকে নেই; এটাই আমাদের সবকিছু, সব গুরুত্ব।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯

কলাবাগান১ বলেছেন: নোয়াখালী কলেজের ভিপি নাকি সিআইএর এজেন্ট ছিলেন বলে শহরে কথা প্রচলিত ছিল!!!!!!!!

আমাদের দেশের লোকজন মনে করে যে ভারত সারা দিন রাত হয়রান বাংলাদেশ কে নিয়ে চিন্তা করতে..ভারত রাতে ঘুমাতে পারে না বাংলাদেশের চিন্তায়...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


ভেঁড়ার খামার হয়ে গেছে পুরা দেশ।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২০

ডঃ এম এ আলী বলেছেন:
বেশ ভাল বিষয় নিয়ে লিখেছেন । কথায় ভাল যুক্তি আছে । তিন দিকে ভারত বেষ্টিত আর একদিকে মায়ানমার, দক্ষিনে
অান্তর্জাতিক জাহাজ চলাচল পথ হতে ৫০০ মাইল দুরে বে অফ বেঙ্গলের শেষ প্রান্ত কর্নারে অবস্থান করে কি করে
ভৌগলিক অবস্থানে বাংলাদেশ গুরুত্বপুর্ণ হয় সে এক বিরাট প্রশ্নই বটে ।
বিষয়টি নিয়ে চিন্তাভাবনা কর্ার জন্য CIA World Fact Book অনুযায়ী বিশ্বের সাথে বাংলাদেশের তুলনামুলক অর্থনৈতিক অবস্থানটি একবার দেখে নেয়া যেতে পারে ।
বেশ কিছু ক্ষেত্রে তুলনামুলকভাবে ভাল অবস্থানেই আছে বাংলঅদেশ তবে মাথাপিছু আয়, আয় বন্টন , মুদ্রাস্ফিতি ও বৈদেশিক ঋনের ক্ষেত্রে একেবারে বলতে গেলে তলানীর দিকে আছে ।

GDP (purchasing power parity):
country comparison to the world: 34
GDP (official exchange rate):
$226.8 billion (2016 est.)
country comparison to the world: 10
GDP - per capita (PPP):
$3,900 (2016 est.)
country comparison to the world: 177
Gross national saving:
country comparison to the world: 31
Industrial production growth rate:
8.4% (2016 est.)
country comparison to the world: 9
Labor force:
83.59 million
country comparison to the world: 7
Unemployment rate:
4.9% (2016 est.)
country comparison to the world: 57
Distribution of family income - Gini index:
32.1 (2010)
country comparison to the world: 111
Budget:
revenues: $23.78 billion
expenditures: $35.32 billion (2016 est.)
Taxes and other revenues:
10.5% of GDP (2016 est.)
country comparison to the world: 214
Budget surplus (+) or deficit (-):
-5.1% of GDP (2016 est.)
country comparison to the world: 163
Public debt:
25.9% of GDP (2016 est.)
country comparison to the world: 159
Inflation rate (consumer prices):
5.6% (2016 est.)
country comparison to the world: 181
Commercial bank prime lending rate:
10.7% (31 December 2016 est.)
11.71% (31 December 2015 est.)
country comparison to the world: 76
Stock of domestic credit
$128.9 billion (31 December 2016 est.)
Current account balance:
$2.026 billion (2016 est.)
country comparison to the world: 36
Exports:
$33.32 billion (2016 est.)
country comparison to the world: 54
Imports:
$39.17 billion (2016 est.)
country comparison to the world: 53
Imports - commodities:
Imports - partners:
China 22.4%, India 14.1%, Singapore 5.2% (2015)
Reserves of foreign exchange and gold:
33. 12 billion (31 December 2016 est.)
country comparison to the world: 50
Debt - external:
$37.26 billion (31 December 2016 est.)
country comparison to the world: 72
Stock of direct foreign investment - at home:
$13.24 billion (31 December 2016 est.)
country comparison to the world: 91

অনেক শুভেচ্ছা রইল ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


এত ছোট যায়গায় এত বেশী অশিক্ষিত ও অদক্ষ মানুষ বিশ্বের জন্য কামলা ছাড়া আর কিছু নয়।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬

নিরাপদ দেশ চাই বলেছেন: উত্তর কোরিয়ার অবস্থান এই বিশ্বে একটা সমতা তৈরী করেছে। পরাশক্তি সব সময়ই দুটো থাকতে হয়, তা নাহলে বিশ্বে সমতা থাকে না। আমেরিকার আগ্রাসী ভুমিকা অনেকাংশে কমে যাবার মুল কারন হচ্ছে কোড়িয়া ও আমেরিকার শীতল যুদ্ধ। উপড়ে উপড়ে অনেক দেশই কোড়িয়ার বিরোধিতা দেখালেও তলে তলে প্রচুর দেশের সমর্থন আছে কোড়িয়ার প্রতি।

আমেরিকানদের অবস্য খুশী হবার কোন কারনই নাই। আমেরিকা আগ্রাসী ভুমিকা চালিয়ে অন্য দেশের খনিজ চুরি করে নিজ দেশের নাগরিকেদের আরাম আয়েসের ব্যবস্থা আর আগের মত করতে পারছে না, সুতরাং হতাশাবোধ করাটা খুব স্বাভাবিক।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা অনেক ভুল করেছে বারবার, তারপরও তারা রাশিয়া, চীন বা ভারত থেকে সব সময় বড় অবদান রাখছে বিশ্বের জন্য।

উ: কোরিয়া বলতে বুঝতে হবে, চীন ও রাশিয়ার দুস্ট বুদ্ধি।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভৌগলিক অবস্থান, পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ; ক্যামনে ভাইজান?






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


অশিক্ষিত, অদক্ষ, ঘন বসতিপুর্ণ পকেটগুলো বিশ্বের জন্য বোঝা

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: মাথার উপর দিয়ে গেলো!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:



ঔ বাক্যটি বেকুবদের কওমী সংগীতের ১ম লাইন

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

জাহিদ অনিক বলেছেন: রাতে মন্তব্যটা করেছি। সকালে ঘুম থেকে উঠে মনে হল মন্তব্যটা ঈষৎ নেতিবাচক হয়ে গেছে।
ওভাবে বলাটা মনে হয় ঠিক হয় নি।

আপনার রাজনৈতিক পোষ্ট ভালই লাগে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:


শিরোনামের বাক্যটা অনেকে বলেন, লিখেন; আসলে, উহা ভুল ছাড়া কিছুই নয়, বাংলাদেশে সব সুচকে এত পেছনে যে, ইহাকে সমস্যার দেশ বলা হয়।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

জাহিদ অনিক বলেছেন: ব্লগার রেজা ঘটক এর পোষ্টে আপনি বলেছিলেন,

চাঁদগাজী বলেছেন:


"ভৌগলিক অবস্থানগত কারণে এবং পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের অবস্থান খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে। "

-মংগল থেকে এলিয়েনরা পৃথিবীতে আসার সময় বাংলাদেশে নামবেন।
- তখন মনে হয়েছিল আপনি এই কথার সাথে একমত নয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে একটি সমস্যাপুর্ণ দেশ, ইহা কোনভাবেই কোন গুরুত্ব বহন করে না।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদের পরে ব্লগে ফিরলাম। ঈদ মোবারক।।।

দেশে চিন্তাশীল মানুষের সংখ্যা বাড়ছে! সেইজন্য অধিকাংশ মানুষ বেলা-অবেলা উপোষ থাকে।।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


সরকারটাই দেশ, বাকী অংশ বিদেশ।

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভৌগলিক অবস্থান, পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ - সেইজন্য পদ্মার চরে বিশ্বমানের কয়েকটি বিমানবন্দর নির্মাণ করা দরকার।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


মানুষকে শিক্ষা ও সব ধরণের মৌলিক অধিকার থেকে বন্চিত করেছে সরকারগুলো

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

জাহিদ অনিক বলেছেন: তাহলে দেশ নিয়ে আশা ভরসা ছেড়ে দেই আর দেশ ছেড়ে পালানোর প্লান করি।
এত পিছিয়ে থাকা জাতিকে টেনে উঠাবে কোন শালায়!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশ নিয়ে অপ্রয়োজনীয় ধারণার সৃস্টি করেছে কিছু লোক; আমরা বাংগালী, এইদেশই আমাদের সৃজন শক্তির ফলাফল।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

অনল চৌধুরী বলেছেন:
আমেরিকা অনেক ভুল করেছে বারবার, তারপরও তারা রাশিয়া, চীন বা ভারত থেকে সব সময় বড় অবদান রাখছে বিশ্বের জন্য- কোন যুক্তিতে এরকম একটা ভ্রান্ত কথা বললেন? ৫০ কোটি আদিবাসী হত্যা করে এ্যামেরিকা নামের সন্ত্রাসী রাষ্ট্র সৃষ্টি,দেশে দেশে গণহত্যা,লুটপাট,লুমুম্বা,সুকর্ণ,ডঃ মোসাদ্দেক,চে,আলেন্দে,মুজিব হত্যা,তালেবান,লাদেন,আইএস সৃষ্টি-সারা পৃথিবী অশান্ত করে রাখার নাম অবদান?
পরিকল্পিতভাবে সত্য বিকৃত করছেন কেন?
আর আপনার প্রচন্ড চীনা বিরোধীতার কারণ কি?
আর আমি সবসময় স্পষ্ট কথা বলি।কাজী আনোয়ার হোসেনের মতো আপনিও কি বাংলাদেশে সিআইএ এজেন্ট?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা যখন রেড ইন্ডিয়ান হত্যা করেছে, তখন তারা মনেপ্রানে দুস্ট ইউরোপিয়ানরা, আমেরিকা তখন উপনিবেশ।

আমেরিকা স্বাধীন হওয়ায় বিশ্বে উপনিবেশবাদের বিপক্ষ শক্তি তৈরি হয়েছে।
আমেরিকাকে ডেকেই নিয়ে গেছে বেশীর ভাগ সরকার।

আপনিও কারো এজেন্ট নন, আমি কারো এজেন্ট নই, আমরা ব্লগে লিখি

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

রাতু০১ বলেছেন: রবি ঠাকুরই ঠিক- সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করোনি । হয়তো এখন জনসংখ্যা সাতকোটি পেরিয়ে গেছে চব্বিশ কোটিতে। এর মধ্যে বিশ কোটি হবে ছাগল ভেড়া।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের যুদ্ধের পরও জাতিকে পড়ালেখা থেকে বন্চনা করেছে ততকালীন সরকার।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

অনল চৌধুরী বলেছেন: চীনা খাবার আমার প্রিয় যা পৃথিবী বিখ্যাত।চীনারা মানুষখেকো ছিল,তার প্রমাণ দেন।
যখন ১০০ কোটি মানুষ নিয়ে গরীব ছিল,তখনও খায়নি,আর এখন তো চীন একটা ধনী দেশ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:



চীন ধনী হয়েছে, অনেক খেটেছে, তবে তাদের কাছে অন্যদের কোন স্হান নেই; এরা অমানবিক জাতি; উ: কোরিয়া ওদের হাতে, তারা ভয়ংকর খেলায় মেতেছে

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক দি‌কে ভারত, আ‌রেক ‌দি‌কে চীন। দুইটারই সম্ভাবনা আ‌ছে ২৫/৩০ বছর পর সুপার পাওয়ার হওয়ার। পা‌কিস্তান অকার্যকর রাষ্ট্র। তাই হয়‌তো বাংলা‌দেশ গুরুত্বপূর্ণ। আর ছাত্র‌নেতা‌দের বাদ দি‌য়ে দেশ চালি‌য়ে সবাই‌কে শি‌ক্ষিত করে‌লে আপ‌নিই তো ব‌লেন বাংলা‌দেশ একটা ধনী দে‌শে প‌রিণত হ‌বে যেখা‌নে কেউ নৌকা ক‌রে ইউ‌রোপ, মাল‌য়ে‌শিয়া যা‌বে না...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বর্তমান পরিস্হিতিতে সবকিছুতে "যদি" ব্যবহার করতে হচ্ছে; অর্থাৎ এখন জাতি সমস্যায় আছে।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

বিদেশে কামলা খাটি বলেছেন: আমি নিজেও খুব গুরুত্বপূর্ণ অনুভব করছি।
মুই কি হনু রে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


ভুল ধারণা থেকে ভুল পদক্ষেপ নেয়া হয়।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

ধ্রুবক আলো বলেছেন: রম্য করে লিখলেও খুব গুরুত্বপূর্ণ কথাই লিখেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


দেশের অবস্হান সম্পর্কে সঠিক ধারনা সাহায্য করবে, ভুল ধরণা ক্ষতিকর।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শিরোনামে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


সরকার সাধারণ মানুষকে সাহায্য করেনি, আমরা গুরুত্ব হারুয়েছি।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন:





চাঁদগাজীর‘ভৌগলিক অবস্থান, পরিবর্তিত বিশ্ব রাজনীতির কৌশল
হিসেবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ’ পোষ্টে মন্তব্য-

এদেশ গুরত্বহীন বলছেন তবে
শুনছি নতুন কথা নতুন মোড়কে
তবে বেশ যুক্তিপূর্ণ বাস্তবতা যাতে
লুকানো, তা মেনে নেয়া কষ্টকর বেশ।
আমরা উন্নত জাতি এখনো হইনি,
সমস্যা বিরাজে প্রতি পদে পদে সদা
তথাপি এ আত্মতৃপ্তি, আমাদের আছে
অনেক গুরুত্ব এটা, বেশ ভাললাগে।

জাতির গৌরব চুর্ণ হলেও বাস্তব
কথাবলা আপনার স্বগত স্বভাব
আপনি পারেন সব সহজে বলতে।
মন্দ মনে হলেও যে সত্যজানা ভাল
সেটা বুঝার যোগ্যতা আমাদের থাকা
সর্বদা উচিত বলে, মনে করি আমি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


দেশের সঠিক অবস্হান বুঝলে, ব্যবস্হা নেয়া সম্ভব; ভুলের উপর কইছু করলে, সেটা ভুল ফল দিবে।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দে‌শের স‌ঠিক অবস্থান কী বুঝ‌বে? তেনারা তো এখ‌নো দে‌শে রাজাকার খুঁ‌জে বেড়ান। এক পদ্মা‌ সেতু বানা‌লেই না‌কি দে‌শের জি‌ডি‌পি বাড়‌বে, দেশ না‌কি সিঙ্গাপুর হ‌বে...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতিবিদরা নিশ্চয়ই জাতির জন্য বিপদ ছাড়া কিছুই নয়।

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২

নিরাপদ দেশ চাই বলেছেন: এই বিশ্বের সকল নষ্টের গোড়া হচ্ছে আমেরিকা। তারা কি করছে না করছে সবাই জানে। সারা দুনিয়ায় রক্তারক্তি বাধিয়ে রেখে তা থেকে ফায়দা হাসিল করাই তাদের এক্মাত্র উদ্দেশ্য। চায়না কর্মঠ জাতি।আম্রিকার মত চুরি দারি ডাকাতি করে তারা ধনী দেশ হয়নি। শুধু চায়নাই নয়, কড়িয়া , জাপান এই সব দেশ গুলো শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনী হয়েছে। আমি নিজেও চাইনিজ অধ্যূষিত একটি দেশে থাকি। তাদের নিয়ামানুবর্তিতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা দেখলে অবাক হয়ে যেতে হয়। এরা শিক্ষনীয় একটি জাতি। ভবিষ্যত দুনিয়া চাইনিজ জাতিই কন্ট্রোল করবে এটা অনেকেই প্রেডিক্ট করছেন। আমেরিকার জমিদারী অস্ত যাবে এদের হাতেই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা অনেক মানবিক অপরাধ করেছে, মানুষ বুঝতে পেরেছে, আপনি বুঝতে পেরেছেন; চাইনীজদের অপরাধটা আপনি বুঝতে পারবেন, এটাই পার্থক্য

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

মানিজার বলেছেন: চাইনীজরা কী করতে পারে যদি ওদের হাতে সুপ্রীম পাওয়ার যায় ? আপনার অভিমত বলেন ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে বিশৃংখলা দেখা দেবে, চাইনীজরা মন্গোলিয়া দখল করে নেবে, বিশ্বের এনার্জি কিনে নেবে; কেহ ওদের নেতৃত্ব মানবে না; জাপান, কোরিয়া ও ইউরোপিয়ানদের ব্যবসা বাণিজ্য বনদ্ধ হয়ে যাবে; বিভিন্ন দেশে অবস্হিত চীনারা সব ব্যবসার মালিকানা নিয়ে নেবে মুল চীনের সহায়তায়।

পুরো বিশ্ব থেকে সায়েন্স বিদায় নেবে, সব কিছু ২ নম্বরী হয়ে যাবে।

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

মানিজার বলেছেন: এইসকল আশংকার যৌক্তিক কারণ/রেফারেন্স না দিলে তু মানা যায় না ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনাকে কোন চাইনীজ সালাম করেছিল কোনদিন, বা আপনি কোন চাইনীজকে সালাম করার সুযোগ পেয়েছিলেন?

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

মানিজার বলেছেন: কতা ঘুরান ক্যানে ? উত্তর দিতে না চাইলে বলবেন না । লিখতে আলসি লাগুক বা অন্য কারণই হোউক ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


চীনাদের প্রকৃতিতে "নেতৃত্ব" গুণ নেই; এরা নিষ্টুর ও ডিক্টেটর; ১৯৫০ সালের পর, চীনে দুর্ভিক্ষে মানুষ মরেছে, ওরা নিজের লোক ব্যতিত অন্যদের খাদ্য দেয়নি।

ইউরোপ আমেরিকায় চীনারা নীচের দিকে তাকিয়ে হাঁটে।

৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

শিখণ্ডী বলেছেন: এই দেশে ধর্ষণকারীর চেয়ে ধর্ষিতার চরিত্র, পোষাক, বাইরে বেরোনোর সময় ইত্যাদির ব্যাপক বিশ্লষণ হইয়া থাকে। তাই পৃথবীর সকল কামুকদের নিকট ইহা একটি অতীব গুরুত্বপূর্ণ দেশ হইতে পারে। অতএব আপনার ধারণা ভুল /:)



শুরুতে হাসলাম, ভাল লিখেছেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


এখনকার মানুষকে ৪৬ বছর শিক্ষা থেকে বন্চিত করায়, লজিক্যাল ভাবনার লোকের অভাব

৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি জিওপলিটিক্স নিয়ে লেখেছেন।ভাল। মুক্তিযুদ্ধ, যুদ্ধক্ষেত্রের ইতিহাস জানতে চাচ্ছিলাম আপনার থেকে...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধের ব্যাপারে কি লিখবো ভাবছি।

৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৪

অনল চৌধুরী বলেছেন: বিশ্বে বিশৃংখলা দেখা দেবে, চাইনীজরা মন্গোলিয়া দখল করে নেবে, বিশ্বের এনার্জি কিনে নেবে; কেহ ওদের নেতৃত্ব মানবে না; জাপান, কোরিয়া ও ইউরোপিয়ানদের ব্যবসা বাণিজ্য বনদ্ধ হয়ে যাবে; বিভিন্ন দেশে অবস্হিত চীনারা সব ব্যবসার মালিকানা নিয়ে নেবে মুল চীনের সহায়তায়।

পুরো বিশ্ব থেকে সায়েন্স বিদায় নেবে, সব কিছু ২ নম্বরী হয়ে যাবে।-আপনার এসব কথার একটারও বাস্তব ভিত্তি বা প্রমাণ নাই।
আজকের এই মানবসভ্যতার গঠনে যে কয়েকটা জাতির অবদান বেশী তার মধ্যে অন্যতম হচ্ছে চীনারা।কাগজ,কম্পাস,কুংফু,আকুপাংচার,কাটাচামচ,কমোড,বারুদ-এসবকিছুই চীনাদের আবিষ্কার।অন্য কোন জাতি কি এতোকিছু করেছে?
চীন যদি ২ নম্বরী জিনিস বানায় তাহলে জাপান কি সাধু?গাড়ি,ক্যামেরা,কম্পিউটার,রোবট-যেসব জিনিস বানানোর জন্য জাপান বিখ্যাত,তার কোনটাই তাদের আবিস্কার না।ইউরোপ-এ্যামেরিকা থেকে প্রযুক্তি নিয়ে সস্তা আর উন্নত করে বানিয়েছে।
হংকং,ম্যাকাও,সিঙ্গাপুর,মালয়শিয়া-যেখানেই চীনারা আছে,প্রতিটা দেশ ও এলাকা পৃথিবীতে উন্নত হিসেবে পরিচিত।ইংরেজরা স্কটল্যান্ড,অায়ারল্যান্ড,ওয়েলস,ভারত,আফ্রিকা,অষ্ট্রেলিয়া,নিউজিল্যান্ড-যেখানেই গেছে,গণহত্যা চালিয়ে আদিবাসীদের নির্বংশ করেছে বা করার চেষ্টা করেছে।অার জলদসু ইংরেজ-ইউরোপীয়দের পেশাই ছিল লুটপাট যা তারা এখনো করছে তাদেরই বংশধর এ্যামেরিকার সাথে মিলে।চীনার পৃথিবীর কোন দেশ দখল করেে গণহত্যা চালিয়েছে,এমন কোন দৃষ্টান্ত অাছে?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে চীনাদের ভূমিকা ছিল নিকৃষ্ট।তিব্বতও দখলে রেখেছে ১৯৫০ সাল থেকে।কিন্ত মঙ্গোলিয়া দখল করবে-এই গায়েবী বাণী পেলেন কোথায়?
পৃথিবীর সব দেশই অন্যান্য দেশের উপর আধিপত্য করতে চায়।ভারত,ইসরায়েল,সৌদি,তুরস্ক-কে সাধু?চীনার এক্ষেত্রে সবচেয়ে ভদ্র।তারা নিজেদের অর্থনৈত্কি অার বানিজ্যিক ক্ষমতা ব্যবহার করছে।
এ্যামেরিকার মতো গণতন্ত্রের চাপাবাজি মেরে বোমাবাজি করে আফগানিস্তান,ইরাক,লিবিয়া,সিরিয়া দখল করেনি।পৃথিীবির কোন দেশের নেতাকে হত্যা বা সামরিক শাসকদের ক্ষমতায় বসায়নি।
যুক্তি আর তথ্যপ্রমাণ ছাড়া লেখা এখানে গ্রহণযোগ্য না।কারণ পৃথিবীর সর্বত্র বসবাসকারী সর্বোচ্চ মানের বাঙ্গালী পাঠক ও বুদ্ধিজীবিরা এখানে আছেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


পৃথিবী বদলাচ্ছে, এক সময় আরবেরা অংক, এস্ট্রোনোমি ও রসায়নে সামনে ছিল; এখন মানুষ মারায় সামনে; আপনার নিজের প্রেডিকশান দিন।

৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে কোন বিবেচনায়ই বাংলাদেশ পৃথিবীর একটি অগুরুত্বপূর্ণ দেশ। তবে আমার খুব প্রিয়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


তবে, ভৌগোলিক বা রাজনৈতিক কারনে গুরুত্বপুর্ণ নয়; ভৌগোলিকভাবে গুরুত্বপুর্ণ পারস্য উপসাগর; এখন রাজনৈতিকভাবে গুরুত্বপুর্ণ জার্মানী।

৩৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩২

নিরাপদ দেশ চাই বলেছেন: চাইনিজ বলতে শুধু চায়না বোঝায় না। চায়না, জাপান ও কোড়িয়া সবাই নিজেদের একই রেস বা কাছাকাছি রেসের মানুষ মনে করে। এই দেশগুলো নিজেদের মধ্যে অত্যন্ত ইউনাইটেড।২ নাম্বারি জিনিষ বানানো কিছু চাইনিজ মানুষদের দিয়ে সমগ্র এই জাতিকে এলনালিসিস করলে ভুল করবেন। ভাল মন্দ সব খানেই আছে। চাইনিজদের ভাল্ভাবে বুঝতে হলে আপনাকে চায়না বা চায়না অধ্যূষিত দেশে এসে থাকতে হবে। উপনিবেশ নয়, খনিজ সম্পদ নয়, অন্য দেশ দখল করেও নয়, কেবল শ্রম, উন্নত টেকনোলজি এবং বুদ্ধিমত্তার জোড়ে এরা নিজেদের দেশগুলোকে জিরো থেকে হিরো বানিয়েছে। চায়না, হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর দেশগুলো আজ থেকে ৪০ বছর আগেও একেকটা হতদরিদ্র দেশ ছিল আর এখন এরা ফার্স্ট ওয়ার্ল্ডের একেকটা দেশ। এই যে মালয়েসিয়াকে উন্নত একটি মুস্লিম দেশ বলে সবাই জানে। কার কল্যানে? মাথামোটা মালে মুসলিমদের কাছ থেকে দেখলে বুঝবেন যে এরা বাঙ্গালীদের চাইতেও অধম জাতি। মালয়েশিয়ার উন্নয়নের মুলে আছে সে দেশে বসবাসরত চাইনিজরা। বুদ্ধিমান মাহাথির চাইনিজ জাতির মেধা বুঝতে পেরেছিলেন বলে চাইনিজদের হাতে দেশের উন্নয়নের ভার ছেড়ে দিয়েছিলেন।মাহাথির নিজেও ছিলেন পারানাকান( আধা চাইনিজ আধা মালে)। তা নাহলে মালয়েসিয়ার অবস্থান বাংলাদেশেরও নীচে থাকত। জাতিগতভাবে এতটাই অলস ও অপদার্থ এই মালে মুস্লিম জাতি।

উত্তর কোড়িয়া নিয়েও আপনার ভাবনায় অনেক ভুল আছে। উত্তর কোড়িয়াকে দিয়ে এই বিশ্বে একটা ব্যলেন্স তৈরী করার চেষ্টা করছে চাইনিজরা।উত্তর কোড়িয়ার পেছনে সমর্থন আছে এশিয়ার প্রায় সবকটি দেশের। আপনি আমেরিকায় বসে ট্রাম্পের দৃষ্টী দিয়ে দুনিয়াকে দেখলে ভুল করবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা সম্পর্কে আমার ধারণা আছে; সিআইএ শেখ সাহেবকে হত্যা করেছিল।

চীনারা অন্যদের ভালো চাহে না, এটা বুঝতে কস্ট হওয়ার কথা নয়; চীনারা ২ কোরিয়াকে এক হতে দিচ্ছে না। চীনারা সুযোগ পেলে ইউরোপ ও জাপানকেও রাস্তায় নামাবে।

৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

অনল চৌধুরী বলেছেন: দুই কোরিয়াকে এক হতে দিচ্ছেনা এ্যামেরিকা,তাদের সেনা ঘাটি রাখা,দুই পক্ষের উত্তেজনার সুযোগ নিয়ে অস্ত্র বিক্রি অার চীনকে অবরুদ্ধ করার জন্য।উত্তর কোরিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েট সৈন্য ছিল,কিন্ত তার প্রত্যাহার করলেও সন্ত্রাসী এ্যামেরিকা করেনি।কেন ইচ্ছা
কৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সুস্হ বিতর্কের পরিবেশ নষ্ট করেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


কোরিয়া থেকে আমেরিকা আয় করে, নাকি সেখানে ব্যয় বেশী জানার দরকার আছে।

৩৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

অনল চৌধুরী বলেছেন: নিরাপদ দেশ চাই বলেছেন: চাইনিজ বলতে শুধু চায়না বোঝায় না। চায়না, জাপান ও কোড়িয়া সবাই নিজেদের একই রেস বা কাছাকাছি রেসের মানুষ মনে করে। এই দেশগুলো নিজেদের মধ্যে অত্যন্ত ইউনাইটেড-নৃতাত্তিক বিচারে পূর্ব এশিয়ার সব দেশের মানুষ মঙ্গোলীয় জাতি-গোষ্ঠীর অন্তর্ভূক্ত।চীন অার কোরিয়া হাজার বছরের বন্ধু।কিন্ত জাপানীদের সাথে অন্য দুই জাতির শত্রুতা শতাব্দী প্রাচীন।
বিশেষ করে ১৯০৫ থেকে জাপান কোরিয়া দখল করে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন ও কোরিয়ায় সীমাহীন অত্যাচার-নারী নির্যাতন চালানোর কারনে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



চীনারা নিজের জন্য বাঁচে, ওরা অন্যদের উপস্হিত টেরও পায় না।

৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

অনল চৌধুরী বলেছেন: এ্যামেরিকানদের মতো গণতণ্ত্র আর মানবাধিকার বলে গলা ফাটিয়ে গণহত্যা আর দেশদখল করে না।
এ্যামেরিকার প্রতি এতো দরদ কি ওখানে থাকেন জন্য,নাকি না দেখালে বের করে দেবে ট্রাম্প?
নুন খান যার,গুণ গাচ্ছেন তার?????

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



অন্য বড় জাতিদের দেখার সুযোগ হয়েছিল আমার।

৩৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১১

অনল চৌধুরী বলেছেন: কোরিয়া থেকে আমেরিকা আয় করে, নাকি সেখানে ব্যয় বেশী জানার দরকার আছে-ওটা ব্যয় না,বিনিয়োগ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


ওকে বিনিয়োগ; আমেরিকানরা ব্যবসায়ী।

৪০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৬

অনল চৌধুরী বলেছেন: ইংল্যান্ড আর অন্যান্য ইউরোপীয় দেশ ১৯ শতকে চীনের যে অবস্থা করেছিল,তাতে চীন ওদের পথে বসাবে না কি আদর করে চাইনিজ খাওয়াবে?
ভারতে আফিম বানিয়ে চীনাদের নেশাগ্রস্থ করে রাখত আর রেশমসহ সব সম্পদ লুট করে নিত।এর প্রতিবাদ করায় অঅফিম যুদ্ধ বাধিয়ে দখল করেছিল হংকং।
একই পদ্ধতি অনুসরণ করে ভারত আর বার্মা তাদের এদেশীয় সহযোগীদের মাধ্যমে বাংলাদেশের তরুণদের ফেন্সিডিল আর ইয়াবার নেশায় আসক্ত করে রেখেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


আফিম ব্যবসা ছিল, এখন সেটা হিরোইন ব্যবসায় পরিণত হয়েছে; তবে, এগুলো কিছু সংখ্যক লোকের ব্যবসা, জাতীয় ব্যবসা নয়।

৪১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

নিরাপদ দেশ চাই বলেছেন: অনল চৌধুরী , ইতিহাস নিয়ে বসে থাকি কেবল আমরা , অন্যরা নয়। জাপানের সাথে যে চির শত্ত্রুতার কথা বলছেন চায়না ও কোড়িয়ার তা কেবলই এখন ইতিহাসের পাতায় , বাস্তবে নয়। চায়না মানেই এখন শুধু রেড চায়না নয়, হংকং, সিঙ্গাপুর এবং তাইওয়ান চাইনিজ অধুষিত কান্ট্রি এবং সবাই ফার্স্ট ওয়ার্ল্ডের অন্তর্ভুক্ত। এই দেশগুলোতে আসলে দেখতে পাবেন যে জাপানিজ , চাইনিজরা মিলেমিশে কিভাবে নিজ নিজ দেশের উন্নতির জন্য একসাথে কাজ করে যাচ্ছে।দুই জাতিই একে অপরের ভাষা পর্যন্ত শিখে নিচ্ছে ব্যবসায়িক লেনদেন এবং ইউনিটির জন্য।

আর পৃথীবিব্যপী টেকনোলজিকালি স্কী্লড চাইনিজ জাতিকে ছড়িয়ে দেবার রুট হিসেবে কাজ করছে এখন হংকং, সিঙ্গাপুর তাইওয়ান। মাইগ্রেশন প্রসেসের আওতায় প্রতিদিন মেইন চায়না থেকে হাজার হাজার চাইনিজ ঢুকছে এই দেশগুলোতে এবং কয়েক বছর কাজের অভিজ্ঞতা নিয়ে ছড়িয়ে পড়ছে ইউরোপ, অস্ট্রেলিয়া , আমেরিকা , কানাডায়। এই জাতি কথা কম বলে এবং কাজ বেশি করে বলে বিশ্বব্যপী এদের আওয়াজ টের পাওয়া যায় না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


চীনারা কিছু সময়ের মাঝে কানাডা ও আমেরিকার সকল ছোট ব্যবসা দখল করে নেবে।

৪২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

অনল চৌধুরী বলেছেন: চীন-জাপান একে অন্যকে তীব্র ঘৃণা করে।জাপান এ্যামেরিকার সৈন্য রেখেছে কেন বা তাদের সাথে মহড়া করে কেন যা চীনের আপত্তির কারণ?
২০১১ সালে চীন-জাপানের মধ্যে যুদ্ধ বাধার উপক্রম হয়েছিল জাপানের পাঠ্যবইয়ে চীনা গণহত্যার বিয়য়কে এড়িয়ে যাওয়ার কারণে।চীনারা বেইজিং এ জাপানী দূতাবাসের সামনে বিক্ষোভ করেছিল।
ব্রুস লি‘র সময় থেকে এখন পর্যন্ত নির্মিত ডনি উইয়ানের ইপ ম্যান ছবি গুলি দেখলে বুঝবেন,চীনারা কতোপটা জাপান বিরোধী দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভুমিকার কারণে।
আমার ধারণা ছিল এই বিষয়গুলি আপনি জানেন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


বিষয়গুলো আমি জানি; জাপানীরা, চীনারা ও কোরিয়ানরা একে অন্যকে নীচু চোখে দেখে

৪৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

অনল চৌধুরী বলেছেন: পৃথিবীর কোন দেশই ১০০ বছরের মধ্যে অত্যাচারী দেশকে ক্ষমা করে না।ইতিহাসের ভিত্তিতেই যেকোন দুই দেশের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়।এজন্যই ইংল্যান্ড-চীন-জাপান-কোরিয়া-এ্যামেরিকা একে অন্যের শত্রু।কারণ তাদের মধ্যে যুদ্ধ বা অত্যাচারের ১০০ বছর অতিক্রান্ত হয়নি।
এ্যামেরকিাও ইংল্যান্ডের দখলে ছিল কিন্ত সেটা প্রায় ২৫০ বছর আগে।তাই এখন তারা দোস্ত আর লুটপাট-খুনাখুনির সহযোগী।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


সেই কারণেই আজ চীনারা জাপানীদের ও কোরিয়ানদের সাথে সাথে আমেরিকানদের ক্ষতি করার চেস্টা করছে।

৪৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অাপনার পর্যবেক্ষণ আংশিক সত্য। তবে আমাদের ভৌগলিক অবস্থানের গুরুত্ব নেই এটা বুঝে বলা কথা নয়। জনসংখ্যাধিক্যই বাংলাদেশকে বিশ্বমানচিত্রে টিকিয়ে রেখেছে ও রাখবে, এই দায় কেউ নিতে সাহসী হবে না। তবে বিশ্বরাজনীতির খেলোয়াড়রা প্রয়োজনে এই জনসংখ্যার বুকের উপর বুলডোজার চালাতে হলে চালিয়ে দিতে অতটা ভাববে না। তবে ভারত নিজের নিরাপত্তার স্বার্থেই এটা সহজে হতে দেবেনা, এটাই শান্তি। রোহিঙ্গাদের দায় যেমন আমাদের উপর এসে উঠেছে, তেমনি এখানে কিছু হলে বাঙ্গালীদের স্রোতে ভারতের নিরাপত্তা তাসের ঘরের মত উড়ে যাবে, এটা তারা ভালই বেঝে। তবে চাইনিজদের নিয়ে অামার ভয় সর্বদাই বেশী, যেহেতু ওরা প্লাস্টিক মেন্টালিটির জাতি। বার্মিজদের নিয়েও ইদানিং অস্বস্তি হচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমরা পাকিস্তান, নেপাল, আজারবাইজান, বসনিয়া, কম্পুচিয়ার মত ঝুলে আছি; থাকার জন্য থাকা।

চীনারা বিশ্বের জন্য হুমকি, প্রটিটি চীনা মানুষ নিজের জন্য বেঁচে থাকে।

৪৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অার একটা কথা, যদি আমরা কখনো বিপদে পড়ি সেটা হবে অন্যের প্রয়োজনে...........

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


জাতি এখন যেভাবে বিভক্ত, বিপদে পড়লে আমাদের অস্তিত্ব নিয়ে টান পড়বে।

৪৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৩

অনল চৌধুরী বলেছেন: অামার শেষ দুইটা মন্তব্য ছিল নিরাপদ দেশ চাই-এর রাজনৈতিক ধারণার অসম্পূর্ণতার প্রেক্ষিতে তাকে সঠিক পরিস্থিতি জানানোর জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



ওকে

৪৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৭

অনল চৌধুরী বলেছেন: চীনারা বিশ্বের জন্য হুমকি, প্রটিটি চীনা মানুষ নিজের জন্য বেঁচে থাকে-ভারত আর এ্যামেরিকাকেও চীন একইরকম হুমকি মনে করে।কে সঠিক আর কে ভুল,সে রায় কে দেবে? আপনি কিভাবে দিচ্ছেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



আমি রায় দিচ্ছি নিজের অবজারবেশন ও এনালাইসিস থেকে

৪৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

অনল চৌধুরী বলেছেন: সারা পৃথিবীর ৮০% মানুষ এ্যামেরিকাকে ঘৃণা করে।অধিকাংশই তাদের কারণে অত্যাচারিত।সংখ্যাগরিষ্ঠতার নীতিতেও আপনি পরাজিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.