নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সরকারের ভুল কুটনীতি, "নিরাপদ অন্চল" মানবে না বার্মা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮



পার্বত্য চট্টগ্রামে পাহাড়ীদের জন্য "নিরাপদ অন্চল" গঠনে যদি কেহ প্রস্তাব দেয়, বাংলাদেশের মানুষ তা মানবে? তা'হলে কোন বুদ্ধিতে বাংলাদেশ সরকার রাখাইনে রোহিংগাদের জন্য "নিরাপদ অন্চল" গঠনে প্রস্তাব দেয়ার কথা বলছে বার্মাকে? বাংগালীরা না ভেবে কথা বলে, এদের রাজনৈতিক, কুটনৈতিক বুদ্ধি নেই; আসলে, এদের অনেকের কমনসেন্সই কম। এ প্রস্তাব বার্মা সহজেই না করে দেবে।

রোহিংগাদের বড় শত্রু স্হানীয় বৌদ্ধ ভিক্ষুরা ও তাদের অনুসারী মগেরা, এমনকি ভারতীয় বংশধর লোকজনও এদেরকে রাখাইনে চাহে না; এরা বার্মার সৈন্য ও পুলিশ বাহিনী থেকেও ভয়ংকর; কারণ, এদের উপর কারো নিয়ন্ত্রণ নেই; এদের মাঝে "নিরাপদ অন্চল" গঠনের প্রস্তাব দেয়ার কোন মানে আছে? বার্মা বাংলাদেশ থেকে ৪.৭ গুণ বড়, প্রতি বর্গ কিলোমিটারে ৮১ জন মানুষ বাস করে, পুরোদেশ খালি; আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১১০০ জন। এখন রোহিংগাদের পরিত্যক্ত জমিতে মগেরা নিজেদের পরিচিত লোকদের নিয়ে আসছে; এসব জমির দখল চলে যাবে মগদের হাতে।

তা'হলে, বাংলাদেশ থেকে প্রস্তাব দেয়ার দরকার ছিলো, সরকারী খরচে রোহিংগাদের রাখাইন মগমুক্ত এলাকায় বসবাসের ব্যবস্হা করার জন্য, যেখানে রাখাইন মগেরা নেই। কোন নিরাপদ অন্চল মন্চলের কথা বললে, বার্মা সহজেই না করে দেবেই; নিরাপদ অন্চলের ডেফিনেশন অনুসারের যা বুঝায়, সেটাতে কোন জাতিই পা দিতে চাহে না।

এ সপ্তাহে, বিশ্বমত রোহিংগাদের পক্ষে গেছে, বাংলাদেশের দরকার তাদের সাথে কাজ করে বিষয়টাকে সচল রাখা; কারণ, জাতি সংঘ আরো হাজারো বিষয় নিয়ে ব্যস্ত থাকে; বাংলাদেশ নিজের প্রস্তাব দিয়ে বার্মার চক্ষুশুল হবে; সব প্রস্তাবই জাতি সংঘের মধ্যস্হতায় যাওয়া উচিত। সর্বোপরি, আরসা সম্পর্কে যখন কথা উঠবে নিরপত্তা পরিষদে, বার্মা বাংলাদেশের প্রতি আংগুল দেখাবেই। বার্মাকে এই ব্যাপারে আগের থেকেই নিশ্চয়তা দিতে হবে যে, বাংলাদেশ কোনভাবেই এই ধরণের কোন সংস্হাকে কোনভাবেই সাপোর্ট করবে না।

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার চিন্তাধারা মগজহীনদের দৃষ্টি আকর্ষণ করছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ উদাহরণ থেকে শিখে, বাংলাদেশ সরকারের লোকদের উদাহরণ থেকে শিখার মত মেধাও নেই

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সেয়ানা পাগল বলেছেন: গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১২টন ত্রাণ পাঠিয়েছিল।এর আগে বৃহস্পতিবার সকালে মরক্কো সরকারের পক্ষ থেকে পাঠানো ১৪ টন ত্রাণবাহী একটি উড়োজাহাজ বিমানবন্দরে এসে পৌঁছায়।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ান দুটি কার্গো বিমানে করে ত্রাণ নিয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ৭ হাজার টন ত্রাণ পাঠাল ভারত।ভারতীয় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবণ, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস ও মশারি। শরণার্থীদের জন্য ত্রাণ পাঠানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিমানবন্দরে উপস্থিত থেকে ওবায়দুল কাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার কাছ থেকে ত্রাণসামগ্রী গ্রহণ করেন। উল্লেখ্য, এইসব ত্রাণ সামগ্রী খুব দ্রুত কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



ভালো।
তবে, ত্রাণ নিয়ে ১৯৭২ সাল থেকেই আমাদের জাতীয় রেকর্ড আছে।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সেলিম আনোয়ার বলেছেন: মগের মুল্লুকে এসব অর্থহীন। উপায় কি? আরাকানে রোহিঙ্গাদের শান্তির পথ অনেক কঠিন । এটাই বাস্তবতা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


আরাকানে রোহিংগাদের থাকার পরিবেশ আর নেই; তবে, মগমুক্ত এলাকায় ওরা থাকতে পারবে; বিশ্ব জনমত ওদের পক্ষে যাচ্ছে ক্রমেই।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভা‌লো পর্য‌বেক্ষণ। ত‌বে বাংলা‌দে‌শের কথা তারা শুন‌বে না। তাই চায়না আর আ‌মে‌রিকা এবং জা‌তিসংঘ কেই কন‌ভিন্স করা উ‌চিত...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


চীনারা মানুষের মাঝে পড়ে না; আমাদের চোরেরা পদ্মাসেতু ওদের দ্বারা করাচ্ছে; এটা জাতির সম্পদ ডাকাতির আরেকটা উদাহরণ।
ইউরোপ, কানাডা রোহিংগাদের পক্ষে থাকবে মনে হয়।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


মগজহীন ভাবনা চিন্তার লোকেরা বিশ্ব থেকেও কিছু শিখতে পারছে না।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সনেট কবি বলেছেন:




চাঁদগাজীর ‘বাংলাদেশ সরকারের লোকদের
কুটনৈতিক বুদ্ধি নেই বললেই চলে!’ পোষ্টে মন্তব্য-

‘মগের মুল্লুক নয় মগমুক্ত স্থান’
দারুণ প্রস্তাব দিয়ে কেড়েছেন মন
রোহিঙ্গা জন্যেতে এটি সুবিধা জনক
প্রত্যাশা এটাই হোক কার্যকর দ্রুত।
চাঁদের এ আলো মনে প্রশান্তি দায়ক
কর্তাদের কানে এটি পৌঁছক তা’চাই
রোহিঙ্গা চাঁদের আলো জোছনা প্রাপ্তির
সুযোগ লাভেতে হোক ধন্য জীবনেতে।

অভাগা জাতির জন্য পখের ঠিকানা
খোঁজায় দরদি মনে জাগুক প্রেরণা
ওরা পাক কোন এক শান্তির নিবাস।
আর কত কষ্ট পারে মানুষ সইতে
সকল মানুষ মিলে এগিয়ে আসুক
রোহিঙ্গা কষ্টের হোক স্থায়ী সমাধান।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


গ্রহনযোগ্য সমাধান না হলে, বার্মা কিছুই শুনবে না; ১৯৬২ সাল থেকে তারা বিশ্বকে অগ্রাহ্য করে আসছে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা মোটেই মানসম্মত নয়। আর রোহিঙ্গা সমস্যায় আমাদের হর্তাকর্তারা যে লেজে গোবরে পাকিয়ে ফেলবে, তাতে কোন সন্দেহ নাই।

ধন্যবাদ ভাই চাঁদগাজী।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের কুটনীতিবিদরা পার্টির ক্যাডার থেকে উপরে উঠেছে, এদের দক্ষতা নেই; এরা বরং রোহিংগাদের ভোগান্তি বাড়াতে পারে।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সুন্দর লিখেছেন শুভেচ্ছা রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকজন লাগামছাড়া

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

আখেনাটেন বলেছেন: ভালো একটি জিনিস হাইলাইট করেছেন। রোহিঙ্গা নিয়ে বিশ্ব মোড়লেরা সাপলুডু খেলছে। এখানে সামান্যতম ভুল চাল বাংলাদেশের ভবিষ্যৎ বিপদের কারণ হয়ে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্য কূটনীতিবিদ্যায় আমরা বরাবরই দুর্বল।

যা কিছু করার জাতিসংঘের মাধ্যমে বিশ্বশক্তিকে সাথে নিয়েই এগুতে হবে। তা না হলে দাবার ভুল চালে বিপর্যয়ের শেষ থাকবে না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


এ সপ্তাহে বিশ্বমত রোহিংগাদের পক্ষে; বাংলাদেশে নিজের কোন ফর্মুলা না দিলে ভালো হবে; জাতি সংঘের সাথে থেকে বিষয়টিকে চলমান রাখলেই যথেস্টা; তারা কিছু করতে গেলে অদক্ষতার কারণে ক্ষতি হবার সম্ভাবনা।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১

প্রশ্নবোধক (?) বলেছেন: আহা কি আনন্দ কি আনন্দ এসে গেছে কোকাকোলা । গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা।

শান্তি (!) কত সুদুরে...........................................................................................................?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


যতদিন পরের উপর নির্ভরশীল থাকবেন, ততদিন কোকাকোলা বিশাল মনে হবে।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

অনল চৌধুরী বলেছেন: বিশ্বের ১ নম্বর সন্ত্রাসী এ্যামেরিকাকে দিয়ে করালে ভালো হতো,যাদের অক্সিন্টোল মাগুরছড়ার হাজার কোটি টাকার সম্পদ জ্বালিয়ে দিয়েছে?নাকি কানাডার নাইকো ভালো,যারা বিএনপি‘র জ্বালানী মন্ত্রী মোশারফকে ১ কোটি টাকার গাড়ি ঘুষ দিয়েছিল হাজার কোটি টাকার গ্যাস ফ্রি পেতে
আপনি জ্ঞানচর্চা করেন না,ইচ্ছাকৃত মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার জন্য লেখেন।বুড়িগঙ্গা থেকে পদ্মা সেতু,চীনের মতো আর কেউ বাংলাদেশের অবকাঠামো নির্মাণে এতোটা সাহায্য করেনি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু হচ্ছে জাতীর টাকায়, সেটা যখন শেষ হবে, কয়েক গুণ "ওভার ইনভয়েস হবে"; এটা আপনার মাথায় ঢুকে কিনা দেখেন।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

অনল চৌধুরী বলেছেন: পার্বত্য চট্টগ্রামে পাহাড়ীদের জন্য "নিরাপদ অন্চল না,তাদের জন্য সংরক্ষিত অঞ্চল বানানো হয়েছে,যেখানে বাঙ্গালীরা যেতে বা থাকতে পারেনা।সেতুলনায় নিরাপদ অঞ্চল অনেক ভালো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


জাতি সংঘের মতে নিরাপদ অন্চল হলো, যা জাতি সংঘ নিয়ন্ত্রণ করবে।

জিয়া বরিশালের ও নোয়াখালীর ভুমিহীন চোরদোরদের পাহাড়ে নিয়ে এসেছিল; ওখানে দরকার ছিল চিটাগং'এর মানুষ, যারা পাহাড়ের মর্ম বুঝেন।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এইদেশের কূটনীতিকরা লেখাপড়া করে কূটনীতিক হইছে কিনা সন্দেহ। চীনারা মানুষের মাঝে পড়ে না - বলতে কি বুঝিয়েছেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


চীনারা দানব, দুস্ট, আধা মানব, হোঅ-চীনিজ, রোবট, জড়, সমস্যা, মানব জাতির দু:খ

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

আবু তালেব শেখ বলেছেন: পররাষ্ট্রনীতি বর্তমানে তেল মারা অবস্হানে। মগেরা রোহিংগা নিধন করছে আর আমাদের তেলবাজরা বলছে যৌথভাবে রোহিংগা দমন করবে। কি তেলবাজি নতজানু নীতি। এখন তো বাংলাদেশ সিমানায় মাইন পুতছে মগেরা। তাও অস্বিকার করছে আমাদের তেলবাজরা। যদি মগেদের বিরুদ্ধে বললে চটে যায়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


তবে বার্মা ১৯৬২ সাল থেকে কাউকে পাত্তা দেয়নি; বার্মা সোজা জাতি নয়, এরা মিলিটারী শাসনে ৫৫ বছর।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭

আবু তালেব শেখ বলেছেন: আমরাও কম যায় না 71 সালের স্বাধীনতা যুদ্ধ বিজয়ী।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



আজকের পৃথিবীতে আমাদের মত শক্তি যুদ্ধ করে কিছু প্রতিস্ঠা করার মতো অবস্হানে নেই; আমাদেরকে সঠিক পথে এগুতে হবে।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

জাহিদ অনিক বলেছেন: আমি নিয়মিত টক শো দেখতাম।

এখন যেস সব কূটনৈতিকরা টক শোতে আসেন তাদের কথা শুনলে হাসি পায়।

তারা কেউ কেউ বড় বড় পদের সাবেক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের হাই কমিশনেরা ইউনিভার্সিটির একটা বাচ্ছার সমান দক্ষও নয়। ফরেন মিনিস্ট্রীতে যারা চাকুরী করে, সবাই বিদেশে থাকার জন্য পাগল।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমাদের কুটনীতিকরা অদক্ষ এটা নতুন করে বলার কিছু নেই, তবে এই পরিস্থিতিতে সমালোচনা না করে গঠনমূলক লেখালেখিই দেশ ডিজার্ভ করে এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশই একমাত্র দেশ যারা জাতীয় দুর্যোগএর সময়ও কাদা ছোঁড়াছুঁড়ি করে। শেখ হাসিনার পাশে পর্যাপ্ত পরিমানে কোয়ালিটি পরামর্শক নেই সেটা যেমন সত্যি, আমার আপনার কোয়ালিটি পরামর্শ শুধু তাঁরই কাজে লাগবে না, দিনশেষে দেশেরই কাজে লাগবে.............

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



যাক, আমরা সামুতে বসে অবস্হা বুঝার চেস্টা করছি, আলাপ করছি কোন পথে গেলে আমাদের জন্য সুবিধা হতে পারে, তা নিয়ে; সরকার ৪৬ বছর যা করেছে তাই করবে; রোহিংগারা আমাদের বদনাম করবে একদিন।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৪

অনল চৌধুরী বলেছেন: জিয়া বরিশালের ও নোয়াখালীর ভুমিহীন চোরদোরদের পাহাড়ে নিয়ে এসেছিল; ওখানে দরকার ছিল চিটাগং'এর মানুষ,-এরকম বর্ণবাদী মন্তব্য এ্যামেরিকায় করলে জেলে যেতে হতো। পার্বত্য এলাকায় গেলে দেখবেন,ওখানে চট্রগ্রামের রিকশাওয়ালা বেশী।উত্তরের লোকও অনেক আছে।আমি ৩ টাতেই গেছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৫

চাঁদগাজী বলেছেন:


চট্টগ্রামের রিকসাওালা পাহাড়ের মানুষের সাথে মিলেমিশে থাকতে পারতো; নোয়াখালীর ওদুদ ভুঁই্য়া (এমপি ছিল) হাজার পরিবার পাহাড়ীর জমি কেড়ে নিয়েছে।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালো বলেছেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব রোহিংগাদের ব্যাপারে এবার পদক্ষেপ নেয়ার সম্ভাবনা আছে।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টের উপসংহারটা বেশ সুন্দর হয়েছে!


আপনার সাথে সহমত পোষণ করছি!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১২

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব মতামত নিজের থেকেই রোহিংগাদের পক্ষে গেছে; বাংলাদেশ নিজের থেকে তাল মিলালেই হবে; অাকরণে "নিরাপদ অন্চল" দাবী করলে, বার্মা কথাও বলবে না।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলাদেশের কূটনীতিক সফলতাকে ঢেকে দিতে চাইছেন! বিশ্ব জনমত রোহিঙ্গা সমস্যা সমাধানে কিভাবে আসতেছে তা প্রায় বিশ্ববাসী উপলব্ধী করছে, আপনিই কেবল অনুভূতিহীন রয়ে গেলেন।

রাগ বা ক্ষোভ নয়, আপনার আলোচনা পড়ে আমার যা মনে হল তাই জানিয়ে গেলাম শ্রদ্ধেয়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১০

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: কোনদেশের কোন কুটনীতি সম্পর্কে আপনার কোন ধারণা আদৌ আছে কিনা সেটা বুঝার চেস্টা করেন।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

টারজান০০০০৭ বলেছেন: পাগলা কুত্তারে কথা দিয়া থামানো যায়না ! গুলি কইরা মারিতে হয় ! কূটনীতি দিয়া কাম হইব না ! দরকার সামরিক নীতি ! বার্মিজ পাগলা কুত্তাগুলোর হোগায় লাথি না পড়িলে থামিবে না !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ কারো সাথে যুদ্ধ করার মত অবস্হানে নেই।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

নিরাপদ দেশ চাই বলেছেন: বাংলাদেশ সরকারের কোন ভুমিকাইতো চোখে পরছে না রোহিঙ্গা ইস্যূতে। জাতিসংঘ যতটুকু আগ্রহ দেখিয়েছে তা ডঃ ইউনুসের প্রভাবে ১২ জন নোবেল প্রাইজ প্রাপ্তদের লেখা চিঠির কারনে। রোহিঙ্গাদের আশ্রয় দেবার পেছনে বাংলাদেশ সরকারের একটাই উদ্দেশ্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে আর্থিক। রোহিঙ্গাদের জন লাখ লাখ ডলার সাহায্য আসছে বিদেশ থেকে। অর্থ কড়ি কামানোর মোক্ষম সুযোগ এখন দোরগোরায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


রোহিংগা বিশাল ব্যবসা করেছিল বিএনপি-জামাত; এবার আও্য়ামী লীগ কিছুটা করবে; তবে, তারা আরবী ডলার পাবে না।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিপদ আপদ সবই আল্লাহর তরফ থেকে আসে। মানুষের কিছুই করার নেই।
সবই আল্লাহর ইচ্ছা। মানুষ কেবল দোয়া করতে পারে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের অবস্হা এত খারাপ হওয়ার কথা ছিলো না; সকারগুলো মানুষের জন্য কিছুই করেনি

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২

আবদুল মমিন বলেছেন: কূটনীতিক বিশয়ে পড়া লিখা করলেই তো কূটনীতিক জ্ঞান থাকবে । সেখানে আমাদের নেতাদের তো জন্ম হয় রাম দা এর চাইনিজ কুড়াল দিয়া , যাদের পক্ষে ঠিক মত পায়জামার গিট্টু দেয়া সম্ভব হয়না তাদের থেকে আবার কূটনীতিক সফলতা ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


এগুলোকে দা হাতে টেকনাফ পাঠায়ে দিলে কাজ হতো

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

রক বেনন বলেছেন: যারা ত্রান দিতে যাচ্ছে, তাদের অবস্থাই নাজেহাল হয়ে যাচ্ছে। ত্রান বন্ধ হয়ে গেলে কি হবে? আর মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে না চাইলে কি হতে পারে? পুরো বিশ্বকেই তো তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছে। আর বর্তমান পরিস্থিতে মায়ানমারে যুদ্ধাবস্থা সৃষ্টি বাংলাদেশের জন্য কোন ভাবেই কাম্য হতে পারে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


বার্মা ওদের নেবে না; বার্মার মিলিটারীরা কোনদিন কারো কথা শুনেনি; লোকগুলোর বড় অংশ বাংলাদেশে থেকে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.