নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বড় শয়তানকে শক্ত করে ধরা হয়েছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০



দুই সপ্তাহের ব্যবধানে আমেরিকায় ২টি হ্যারিক্যান, হারবী ও আইরমা'র তান্ডব লীলায় ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হলো মানুষ ও সরকার ; টেক্সাসের মত উঁচু যায়গায় নুহের প্লাবন: হিউস্টন শহর ও তার আশেপাশের শহরগুলো পানির নীচে চলে গিয়েছিল হ্যারিক্যান হারবী'র ফলে; ৩০ জন মানুষ প্রাণ হারায়েছে, ঘরবাড়ী থেকে রিফাইনারী, সবকিছুর ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর গত সপ্তাহে ফ্লোরিডাকে ডুবিয়ে চুবিয়ে দিয়েছে হ্যারিক্যান আইরমা; ২ হ্যারিকেনে মিলে ১৫০ বিলিয়নের বেশী ক্ষতি হয়েছে মানুষের।

হিউস্টনে শিশু ও বয়স্কদের উদ্ধারের মুল কাজটি করেছে সাধারণ মানুষ; সাধারণ মানুষ গলা থেকে কোমর অবধি পানিতে নিজেদের নৌকা, স্পীডভোট নিয়ে প্রতিটি ঘরে ঘরে গেছে, মানুষ থেকে কুকুর বিড়াল সবাইকে নিরাপদ যায়গায় নিয়ে এসেছে; নতুন কাপড়, জুতা, খাবার সবই দিয়েছে।

কিন্তু দিনাজপুরে সাধারণ মানুষ একে অন্যকে সাহায্য করেনি; মানুষ নিজের পরিবারকে উঁচু যায়গায় নেয়ার পর, প্রতিবেশীকে সাহায্য করার জন্য বের হয়নি; বয়স্ক মহিলারা গলা পরিমাণ পানিতে নেমে রিলিফ সংগ্রহ করেছে, তরুণ বা যুবকদের দেখা যায়নি বয়স্কদের জন্য সাহায্যগুলো পৌঁচায়ে দিতে; জাতি ভয়ংকরভাবে দয়ামায়াহীন হয়ে গেছে। গলা পরিমাণ পানির মাঝে মহিলা ছোট শিশুকে নিয়ে হেঁটেছে, কেহ বাচ্ছাটাকে নিয়ে সাহায্য করেনি; দরিদ্র কৃষযকের গরু, ছাগল রক্ষায় তরুণ ও যুবকরা এগিয়ে যায়নি।

বিশ্বের অনেকের বদদোয়া আছে বড় শয়তানের জন্য, সেটা কাজ করেছে, মনে হয়; কিন্ত আমেরিকান মানুষ বিপদে আপদে একে অন্যকে সাহায্য করে, কেহ বলতে হয় না; তারা নিজের থেকেই লেগে যায়।

রোহিংগাদের ৭/৮ বছরের বাচ্ছা নিজের ছোট ভাইবোনকে কোলে, কাঁধে বহন করেছে, টেকনাফের লোকজন সাহায্য করেনি।

বাংগালীরা অপরের জন্য কিছুই করতে চাহে না; তারা বিভক্ত, অপরের প্রতি তাদের টান নেই, বিপদে আপদে বেশীর ভাগ মানুষ জানেও না কিভাবে সাহায্য করবে। নতুন জেনারেশনকে বিশ্ব থেকে শিখতে হবে, প্রাকৃতিক বা মানবসৃস্ট বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, শারীরিক সাহায্য হলো সবার আগে; নারী, শিশু ও বয়স্কদের সাহায্য করার মতো মনন গড়তে হবে।

মন্তব্য ৯১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

এম আর তালুকদার বলেছেন: চমৎকার পোষ্ট। খুব ভাল লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনার ভালো লেগেছে? দেখছেন, বড় শয়তানের কি অবস্হা!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপাতত দেশে চিড়া, মুড়ি আর চাল ভিত্তিক সাহায্য কর্মসূচি চালু আছে!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


সমাজের অসমতা ও দারিদ্রতা বাংগালীকে দয়ামায়াহীন করে ফেলেছে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

জাহিদ অনিক বলেছেন: বেশ ভাল বলেছেন, অনেকেই জানেই না কিভাবে সাহায্য করতে হয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


রিলিফ নিতে নিত, ও রিলিফ চুরি করত করতে, অন্যের জন্য কিছু করার অভ্যাস গড়ে উঠেনি, অন্যকে সামান্য শান্ত্বনাও দিতে পারে না।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: কিভাবে সাহায্য করতে হয় জানে। কিন্তু সাহায্য করার মন মানসিকতা নেই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


বড় শয়তানের লোকেরা কিন্তু বিপদে পাশে এসে দাঁড়ায়; আমাদের জাতিকে শিখাতে হবে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

রোকনুজ্জামান খান বলেছেন: Ovab
ontone
osohayer
grase
bangalir
maya
momota
bicchinno.
Sob
dos
boro
soytan
tar.

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:


অসম সমাজ ব্যবস্হা, দারিদ্রতা, শিক্ষাহীনতা মানুষকে দয়ামায়হীন করে ফেলেছে; এটার সমাধান করতে হবে নতুন জেনারেশনকে।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

এম আর তালুকদার বলেছেন: নতুন জেনারেশনের শিক্ষার ব৽াপারে যা বলেছেন সেগুলো ভাল লেগেছে তাই বলেছিলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের অতীত বেশ কস্টকর; নতুন জেনারেশন কিছু ভালো অবস্হায় তাদের জীবন শুরু করছে; এখন তাদেরকে নতুনভাবে সমাজকে সাজাতে হবে।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন জেনারেশনকে বিশ্ব থেকে শিখতে হবে, প্রাকৃতিক বা মানবসৃস্ট বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, শারীরিক সাহায্য হলো সবার আগে; নারী, শিশু ও বয়স্কদের সাহায্য করার মতো মনন গড়তে হবে।

++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:


নতুন জেনারেশন একটু সুবিধাজনক অবস্হানে আছে; তাদের পক্ষে মানবিক হওয়া সহজ হবে।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মাল্টিকালচার হয়েও আমেরিকার মানুষ ইউনাইটেড। আমরা পরশ্রীকাতরতায় ডুবে আছি। পরিবারে ছোটবেলা থেকেই নিজের স্বার্থ বজায় রাখার শিক্ষা দেয়া হয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



সীমিত সম্পদ ও সুযোগের কারণে পরিবার পরিবারে প্রতিক্যোগীতা চলছে; মাল মুহিতের পরিবার সব ভালো চাকুরী দখল করতে চায়, বসুন্ধরার মালিক সবার জমি কিনছে নাম মাত্র মুল্য দিয়ে; এরা আমাদের সমাজের জন্য খারাপ উদাহরণ

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গণহারে লুটপাটই বড় সমস্যা। এর পরিবর্তন হবে না মনে হয়। আর আমরাও এভাবে লিখেই যাব।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


চুরি করে মানুষ বড় লোক হচ্ছে, সমাজে এটাই উদাহরণ; আওয়ামী লীগের শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়ার অবস্হা খুবই খারাপ ছিলো; এখন বিশাল দামী গাড়ী চালায়, মেয়েরা সবাই বিদেশে ডাক্তারী পড়ে; এতে আওয়ামী লীগের সবাই উৎসাহিত, সমাঝ উৎসাহিত

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

মিঃ আতিক বলেছেন: বসে খেলে রাজার ধন ফুরিয়ে যায়, রোহিঙ্গাদের বসিয়ে খাওয়ানোর চেয়ে আমাদের যে কোন কাজে সরকারী হোক বেসরকারি হোক, সম্পৃক্ত করা উচিৎ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


মানুষকে কাজে লাগানো, সরকারী বাজেটের টাকা খরচ করতে সরকারের লোকের দরকার; সরকারের কাছে সেই সব লোক নেই; শেখ সাহেব, শেখ হাসিনা জাতীকে কাজ করতে বলেছেন কোনদিন? উনারা মানুষকে কাজে লাগানোর কথা ভাবেননি কোনদিন।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

কানিজ রিনা বলেছেন: দারুন অসাধারন লিখেছেন। তবে এখন থেকে
আমাদের বন্যা কবলিত এলাকায় সহযোগীতার
জন্য স্পীড বোট কিনতে হবে। রহিঙ্গাদের
উদ্ধার কাজে সেচ্ছা সেবী সংগঠন বা প্রশাসন
স্থানীয় লোকজন ছারা বাইরের কেউ খুব
একটা ঢুকতে পারছেনা। যারা ত্রান নিয়ে
যাচ্ছে সংগঠনগুলর কাছে জমা দিচ্ছে।
লক্ষ লক্ষ জন দূর্ভোগ অথচ সেচ্ছাসেবক
সংগঠন অপ্রতুল। আবার বাইরের হাজার
ঢুকতে দিলেও কাজের থেকে গ্যানজাম
হওয়ার সম্ভাবনা। এই লক্ষ লক্ষ রহিঙ্গা
দুর্ভোগ সিষ্টেমে সহায়তা করা সময় লেগে
যাবে অনেক দিন। অনেক অনেক ধন্যবাদ
সুন্দর পোষ্টের জন্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


এগুলো একদিনে হয় না; আওয়ামী লীগ, বিএনপি জাল ভোট দেয়ার জন্য ভলনটিয়ার বানায়েছে, মানুষকে সাহায্য করার জন্য ভলনটিয়ার গঠন করেনি।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

জুন বলেছেন: বাংগালীরা অপরের জন্য কিছুই করতে চাহে না; তারা বিভক্ত, অপরের প্রতি তাদের টান নেই, বিপদে আপদে বেশীর ভাগ মানুষ জানেও না কিভাবে সাহায্য করবে।
বাঙ্গালী জাতির বিরাট অংশ বড়ই পরশ্রীকাতর। তারা শুধু নিজেরটা দেখে চাঁদগাজী। আমি আর আমরাতে নিমজ্জমান।
+

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ, বিএনপি, জামাত মানুষকে পরিবারে পরিবারে বিভক্ত করেছে; মানুষ তাদের বাচ্ছাকে মেডিক্যালে, ভালো স্কুলে ভর্তি করানোর জন্য পরস্পরের সাথে প্রতিযোগীয়, সামান্য চাকুরীর জন্য মানুষ প্রতিযোগীতায়; এসব অসম প্রতিযোগীতা মানুষকে বিভক্ত করে ফেলেছে।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

জাহিদ অনিক বলেছেন: পরবর্তীতে সংযুক্ত ছবিটা পোষ্টের সাথে বেশ মানিয়ে যাচ্ছে। অনেকাংশেই পোষ্টের কথাই বলে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ; ১ম ছবিটা আমার ভালো লেগেছিল, কিন্ত স্পস্ট নয়; তাই বদলায়ে এটা দিলাম।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও আমরা বকাবকি করি। এর মানে আমাদের মনে বিষ আছে। একে অন্যকে সহ্য করতে পারি না। সত্য আমাদের হজম হয় না। সাহায্য করাতো দূরের কথা।
নোবেল পেতে হলে কী করতে হয়?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


বকাবকিতে আমেরিকানরা বড় ওস্তাদ; কিন্তু মানুষ বিপদে পড়লে, ওরা লেগে যায়।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরা বিশ্বাস করে, মারাত্মক শক্তিশালী কিছু আছে যা সব সৃষ্টি করেছে। আমরা শুধু মুখে বলি আল্লাহ আছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


শতকরা ৮০ ভাগ আমেরিকান বিভিন্নভাবে ধর্মের সাথে যুক্ত; একমাত্র শিক্ষিত মানুষের পক্ষে ধর্ম, কর্ম সবই পরিস্কার; বাংগালীকে অশিক্ষিত করে রেখে সরকারগুলো ভয়ানক অপরাধ করেছে

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, সত্য বলেছেন।

দোষ সকলের আছে। বাজারে বই কিনতে মিলে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


জাতিকে অশিক্ষিত করে রাখার দোষ সবার নয়, একা সরকারের।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি বিশ্বাস হচ্ছে না। যে জাতি স্বাধীন হতে পারে সে জাতিকে কেমনে অশিক্ষিত করবে?
আসলে দেশে সব সম্ভব!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


সরকার কোনদিকে টাকা খরচ করবে, সেটা রিসার্চ করে বের করতে হয়; তৃতীয় বিশ্বের ১ম খরচ শিক্ষার জন্য হওয়ার কথা; এখনো শতকরা ৬০ ভাগ পিতামাতা অশিক্ষিত, তারা জানে না যে, তাদের সন্তানদের কিভাবে তারা শিক্ষা দেবেন; সেজন্য শিক্ষা মন্ত্রী ও ১টা মিনিস্ট্রি আছে; তা'হলে ৪৬ বছর পর, কেন শতকরা ৪৫ জন নাম লিখতে পারে না, কেন মানুষ কমপক্ষে ফ্রি পড়ালেখার সুযোগ পাচ্ছে না?

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মারাত্মক প্রশ্ন।

যাক, আপনি কেমন আছেন?

আমাকে এত ট্রেনিং করি ৫ ঘণ্টা কাজ করাবে, এই ৫ ঘণ্টার জন্য আমাকে ৬ ঘণ্টা দৌড়াদৌড়ি করতে হবে। চাইলে দেশেও আসতে পারব না। না খেয়ে মরব!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


আপনি আপনার সমমনা মানুষদের নিয়ে সমবায় করে, সার্ভিস ধরণের কিছু করেন।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

স্বতু সাঁই বলেছেন: আপনিও দেখি হুজুরদের মতো বয়ান দিতে শুরু করলেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


হুজুরদের সাথে মিল আছে? আমি তো ভাবছি, নতুন জেনারেশন কাউকে সাহায্য করছে না, সেটা নিয়ে কথা বলছি।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

স্বতু সাঁই বলেছেন: বিশ্বের অনেকের বদদোয়া আছে বড় শয়তানের জন্য, সেটা কাজ করেছে, মনে হয়;

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ, পাকিস্তান,আফগানিস্তানের নতুন জেনারেশন আমেরিকাকে ভয়ংকরভাবে ঘৃণা করে; সেটাই বদদোয়া

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: যান্ত্রিক দেশ। সব যান্ত্রিক। মানুষ । বাংলাদেশের মানুষ মমানবিকতায় সবার সেরা ।বিপদে এগিয়ে আসা তাদের অনন্য বৈশিষ্ট।

আমার মনে হয় অভিশাপ লেগেছে। পৃথিবীতে সকল অশান্তি মূলে এখন তারা । নিরীহ মানুষদের সন্ত্রাসী বলে হত্যা তাদের সবচেয়ে বড় অপরাধ ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ অস্হিরতায় ভোগছে, কোন কিছুই স্হিতিশীল হচ্ছে না; অনিশ্চয়তা সবকিছুতে

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমেরিকা জলবায়ু পরিবর্তনের ক্ষতি বুঝেও না বুঝার ভান করছে। তারা জলবায়ু তহবিল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে ভুল করেছে। তাদের খোঁড়া গর্তে তারা নিজেরাই এখন পড়তে শুরু করেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


পুরো দেশবাসীর ইচ্ছার বিরুদ্ধে ট্রাম্প বেরিয়ে গেছে; তার কিছু কারনও আছে, চীনারা ও ভারত জলবায়ুতে থেকেও আমেরিকা থেকে বেশী ক্ষতি করছে পরিবেশের, সে সেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে; তবে, তার পদক্ষেপে ভুল আছে।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গাজীভাই, আপনি আমাকে বারবার বলছেন কিছু করার জন্য, আমি সত্যি চিন্তিত কিন্তু কী করব ভেবে পাচ্ছি না। আসলে আমার মাথার ভিতর সত্যি সমস্যা হচ্ছে। আমি কিচ্ছু চিন্তা করতে পারি না। এখানে অনেক কিছু করার আছে কিন্তু আমি করতে চাইলে কইন মেরে আমাকে দূরে সরিয়ে দেয়। আমি সত্যি বিপাকে আছি।


এইতো কয়েকদিন আগে সিলটি বাংলা এবং বাংলি নিয়ে কথা হয়েছিল, আরেকজন তা নিয়ে নিছে, কারণ সে পরিচিত।
যাক দোয়া করবেন যেন কিছু করতে পারি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:

আপনি সমমনাদের নিয়ে বসুন, পথ বের হবে; লন্ডনে অনেক সুযোগ আছে।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা অন্যের দ্বারা প্রভাবিত, নিজের বুদ্ধি-সুদ্ধিও অন্যের মাথায় চাপায়ে নিজেকে একটু আরামে রাখি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ, সমাজ ও সরকারের মাঝে সমন্ময় নেই; মানুষ একাকী বাঁচার সংগ্রাম করছে।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার অবজার্ভেশন হলো বিপদে আপদে বাংলাদেশে শিক্ষিত এবং সচ্ছল শ্রেণী হেল্পফুল নয় বরং অশিক্ষিত ও অসচ্ছল শ্রেণী প্রচন্ড হেল্পফুল। অথচ উল্টো হবার কথা ছিলো...................। আজ হতে কিছু বছর আগেও যখন বাংলাদেশের ওভারঅল মানুষজনের আর্থিক সচ্ছলতা অনেক কম ছিলো তখন ওভারঅল সমাজ অনেক হেল্পফুল ছিলো..................

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


অবশ্য যাদের হাতে কালো টাকা ইত্যাদি আসে, তারা সমাজ থেকে ক্রমেই আলাদা হয়ে যায়; অনেক মানুষ খারাপ পথে বেশী টাকার মালিক হচ্ছে।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরোপুরি ঠিক না। কারণ, রানা প্লাজার সময় অনেক সাধারণ মানুষ সাহায্য করেছিল। এমনকি একজন মারাও গিয়েছিল উদ্ধার করতে গিয়ে...
তবে সার্বিক ভাবে আমরা দয়ামায়াহীন হয়ে যাচ্ছি সামাজিক ভাবে এটাও অনেকাংশে সত্য। কারণ, দীর্ঘদিনের বঞ্চনা, ধনী গরীবের ব্যবধান, বেকার সমস্যা ইত্যাদি...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


তা'ঠিক, রাণ প্লাজায় মানুষ চেস্টা করেছিলেন। দিনাজপুরে মানুষ এগিয়ে আসেনি; সোনাভান নামে এক মহিলা ৪ বাচ্ছা হারায়েছে সামান্য স্রোতে।

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

বিষাদ সময় বলেছেন: সমাজের অসমতা ও দারিদ্রতা বাংগালীকে দয়ামায়াহীন করে ফেলেছে। --সত্য কথা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষকে গলাকাটা ক্যাপিেলিজম চেপে ধরেছে।

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নুহের প্লাবনের কথা মনে পড়ে। আল্লাহর গজব নেমে এসেছে বাংলাদেশে।
সবার উচিত দোয়া করা। বন্যা, ত্রাণ সবই আল্লাহর তরফ থেকে হয়। মানুষের কিছুই করার নেই। কেননা, মানুষ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে মানুষ এতটুকু এসেছে; মানুষকে একটু ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্থান কাল পাত্র ভেদে আপনার মতামতের তারতম্য ঘটবে প্রিয় চাঁদগাজী ভাই। আগের অনেক বন্যার চেয়ে এবারের বন্যায় সাধারণ মানুষ ও সরকার বা এনজিওগুলো বেশি সক্রিয় ছিল। বন্যা কবলিত এলাকায় কুকুর, ছাগলকে গামলায় করে পার করার ছবি আমরা দেখেছি। একজন বৃদ্ধকে পার করার ছবি আমরা হয়ত দেখি নি, কারণ, প্রচারসর্বস্বদের ঐ ছবিতে কোনো কৃতিত্ব নেই, এক প্লেট ভাত দিচ্ছে জনা বিশেক দামড়া মিলে কোনো এক টোকাইয়ের হাতে, আমরা সেই ছবি দেখি, কারণ, ঐ ছবিতে ত্রাণ (?) বিতরণের কার্যক্রম আছে যে! কক্সবাজারে বাঙালিরাই রোহিঙ্গাদের জায়গা করে দিচ্ছে বসবাসের জন্য। বাঙালিরা অমানবিক হলে একটা রোহিঙ্গাও বাংলাদেশে ঢুকতে পারতো না।

যার নিজের বাড়ি তলিয়ে যাচ্ছে/গেছে, সেই বাড়ির যুবককেও এবার ত্রাণ সংগ্রহ ও বিতরণের কাজে দেখা গেছে। মানবতা এখনো হারিয়ে যায় নি। মানুষ পরোপকার এখনো করে, তাই এবারের বন্যায় যত ক্ষতি হওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক কম হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:


ভালো কথা।

ভালো দিকে ভালো।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: বেশ গুরুত্বপুর্ণ তথ্য তুলে ধরেছেন লেখাটিতে ।
আল্লাহ তাঁর মখলুকাতের সকল কে সৃস্টি করেছেন অনেক মহব্বত করে , তার রহম ছাড়া কেও চলতে পারেনা বিশ্ব চরাচরে, তাই জগতের কোন মানুষকে শয়তান বলতে রাজি নই কোন প্রকারে, তবে শয়তান সুযোগ পেলে অনেক সময় ভর করে মানুষের উপরে । বড় বড় শয়তানেরা মনে হয় ভর করে বড় বড় মানুষদের উপরে । কিন্তু খুব বড় বড় ঘুর্ণীঝড় , সাইক্লোন হারিকেন ইত্যাদি পায়না নাগাল তাদেরে , যতসব সাধারণ মানুষই তাতে বিপদে পরে । বড় বড় মানুষের উপর ভর করা বড় বড় অনেক শয়তানেরা যায় তাদেরে উদ্ধারে , দুর্গতদেরে সাহায্য করছে বলে সে সমস্ত বড় বড় মানুষদের ছবি দেখি আমরা তাবত মিডিয়া জোরে । আমার সংগ্রহে এমন অনেক ছবি আছে তবে তা দিবনা এখানে , শয়তানের ভয় কম বড় নয় অনেক সময় তারা অসীম ক্ষমতা প্রয়োগ করে ।

যাহোক , হারিকেন ইরমার আঘাতে পর্যুদস্ত আমিরিকার বিপন্ন মানুষদের প্রতি আমাদের সহানুভুতি রইল ।
আমাদের সকল পাকৃতিক বিপদের সময় তারা সাহায্য সহযোগিতা ও ত্রানভান্ডার নিয়ে এগিয়ে আসে ।



১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলংকার মানুষের কষ্ট বুঝার সুযোগ পেয়েছে

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



লজ্জা আর লজ্জা....

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


বাংলার মানুষকে বিশ্ব থেকে শিখতে হবে।

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৩

অনল চৌধুরী বলেছেন: যখন কোন জাতি বেশী পাপ করে,তখন প্রকৃতি বা স্রষ্টা তাদের ধ্বংস করে দেয়।হুদ,আদ,নুহ এর কওম এর প্রমাণ।ইবলিশ শযতার এ্যামেরিকাও ২০১২০ সালের মধ্যেই ধ্বংস হবে।
আমেরিকান মানুষ বিপদে আপদে একে অন্যকে সাহায্য করে, কেহ বলতে হয় না; তারা নিজের থেকেই লেগে যায়[/sb-এ্যামেরিকার মানুষ এতাই দয়ালু যে নারী ধর্ষণে পৃথিবীতে চ্যাম্পিয়ন।প্রতি ১০৭ সেকেন্ড একজন নারী ধর্ষিত হয়।প্রতিবছর ১৪ হাজার মানুষ নিজেরাই গুলি করে মারে।লাদেন,সাদ্দাম সন্ত্রাসীও এতো এ্যামেরিকান মারতে পারেনি।
রোহিংগাদের ৭/৮ বছরের বাচ্ছা নিজের ছোট ভাইবোনকে কোলে, কাঁধে বহন করেছে, টেকনাফের লোকজন সাহায্য করেনি-টেনাফের মানুষ বিগত ১৯৭৯ সাল থেকে,বিশেষ করে ১৯৯১ থেকে ১২ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রেখেছে।এ্যামেরিকা কাইকে এভাবে আশ্রয় দেয় না।এর চেয়ে বেশী আর কি চান?
বাংলাদেশের মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে,তবে আগের চেয়ে এই প্রবণতা কমছে।
দিনাজপুরের ৭ জন প্রতিবাদী ১৯৯৫ সালে ইয়াসমিন ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছিল।না জেনে জেলা তুলে কথা বলা আপনার একটা বাজে অভ্যাস।চট্রগ্রামে সমকামী সবচেয়ে বেশী,তা কি জানেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


দিনাজপুর এসেছে উদাহরণ হয়ে।

আমেরিকান ক্যাপিটেলিজম অনেক সমস্যার সৃস্টি করছে, এর মাঝেও এদেশের সাধারণ মানুষের মানবতা বেশ উঁচুস্তরের।
নুহ (আ: ) ব্যবসায়ী ছিলেন, নিজের পশু পাখীকে রক্ষা করেছিলেন; সামনে মানব সভ্যতা গ্লোবেল ওয়ার্মিং এর শিকার হবে।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৫

অনল চৌধুরী বলেছেন: নুহ (আ: ) ব্যবসায়ী ছিলেন-এ্যামেরিকার ইহুদিরা কি এই মন্তব্য দেখেছে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:


না, ওরা দেখেনি; তবে, জানে

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলেছেন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা আমাদের অবস্হা বুঝুক

৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

মলাসইলমুইনা বলেছেন: এটা বলেতো জাতির ফেরেস্তাদেরও বদনাম করে দিলেন !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



জাতিকে অন্ধ করে রাখা হয়েছে; জাতি বিশ্বের অন্যদের তুলনায় পেছনে পড়েই আছে।

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

রক বেনন বলেছেন: জানি না, বাংলাদেশের মানুষ আমেরিকাকে এত গালাগালি করার পরও কিভাবে আমেরিকা প্রদত্ত ডি ভি ভিসার ৫০,০০০ কোটা পূর্ণ হয়ে যায়। হুমায়ূন আহমেদ আমেরিকাতে থাকার সুযোগ পেয়েও থাকেন নি। উনার মতন, বাকি সবাই চলে আসলে কেমন হয়?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ বাংগালী দেশের বাহিরে একবার সেটেল্ড হলে আর ফিরে আসতে পারবে না; বাংলাদেশের সামাজিক অবস্হায় তারা আর টিকবে না।

৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । মানসিকতার উন্নতি প্রয়োজন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


শিখার সময় হয়েছে অনেক আগেই

৩৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১২

অনল চৌধুরী বলেছেন: না, ওরা দেখেনি; তবে, জানে -ইহুদীরা আপনার উপরও হামলা করতে পারে তাদের নবীকে অবমাননার জন্য,যেমন জেলে গিয়েছিল লতিফ সিদ্দিকি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা মুসাকে( আ: ) নিয়ে মুভি করে, অন্যদের করা মুভি দেখে; মুসা ( আ: ) ওরা ওদের মাঝে একজন গুণী মানুষ হিসেবে গণ্য করে। ওরা নবীর থেকে আনস্টাইনকে বড় চোখে দেখে

৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

মিরোরডডল বলেছেন: so true!
but good and bad everywhere
amader moddhey j ekdomi nei ta kintu noi but ratio ta oneki kom
people for people
we should get more involved, more loving & caring
manush kemon jeno onuvuti shunno hoye jacche

৪০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

রাতু০১ বলেছেন: শিক্ষার মূল ব্যাপার গুলোই আমাদের শিখানো হয় না। কেউ কেউ পারিবারিক ভাবে শিখলে ও মূল স্রোতের টানে হারিয়ে যায়। জনসংখ্যার আধিক্য ও বড় কারন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


জনসংখ্যা বিরাট ফ্যাক্টর; দেশ চালাচ্ছে ছাত্র রাজনীতিবিদরা, ওরা পড়ালেখা নিজেরা করেনি, শিক্ষার মুল্যা বুঝে না।

৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: জাতি ভয়ংকরভাবে দয়ামায়াহীন হয়ে গেছে - সঠিক পর্যবেক্ষণ, এবং এটা ভয়ানক শঙ্কার কথাও বটে।
নতুন জেনারেশনকে বিশ্ব থেকে শিখতে হবে, প্রাকৃতিক বা মানবসৃস্ট বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, শারীরিক সাহায্য হলো সবার আগে; নারী, শিশু ও বয়স্কদের সাহায্য করার মতো মনন গড়তে হবে -- আপনার এ কথার সাথে দ্বিমত পোষণ করার কোন অবকাশনেই। আমাদের স্বপ্নময় ভবিষ্যৎ বাস্তবায়ন করতে গেলে নতুন জেনারেশনকে এটা শিখতেই হবে।
চমৎকার, সময়োপযোগী, প্রাসঙ্গিক পোস্ট। পোস্টে ভাল লাগা + +

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


দারিদ্রতা, আশাভংগ, বেকারত্ব, সমাজের অসমতা, সব মিলিয়ে আগের জেনারেশনটা হতাশ, দয়ামায়াহীন, নির্লিপ্ত; নতুনদের অবস্হা তুলনামুলকভাবে ভালো; তাদেরকে অনেক দায়িত্ব নিতে হবে, অনেক দয়ালু হতে হবে।

৪২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: রিলিফ নিতে নিত, ও রিলিফ চুরি করত করতে, অন্যের জন্য কিছু করার অভ্যাস গড়ে উঠেনি, অন্যকে সামান্য শান্ত্বনাও দিতে পারে না -- ঠিক বলেছেন, আমিও তাই মনে করি।
মাল্টিকালচার হয়েও আমেরিকার মানুষ ইউনাইটেড। আমরা পরশ্রীকাতরতায় ডুবে আছি। পরিবারে ছোটবেলা থেকেই নিজের স্বার্থ বজায় রাখার শিক্ষা দেয়া হয় -- ৮ নং মন্তব্যে মোহেবুল্লাহ অয়ন এর এ কথাটাও ঠিক এবং আপনার প্রতিমন্তব্যটাও ভাল লেগেছে।
এগুলো একদিনে হয় না; আওয়ামী লীগ, বিএনপি জাল ভোট দেয়ার জন্য ভলনটিয়ার বানায়েছে, মানুষকে সাহায্য করার জন্য ভলনটিয়ার গঠন করেনি (১১ নং প্রতিমন্তব্য) - সবগুলো রাজনৈতিক দলের কর্মীদের, এবং সম্ভব হলে দেশের যুবসমাজের প্রত্যেককেই দুর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দিতে হবে।
বাঙ্গালী জাতির বিরাট অংশ বড়ই পরশ্রীকাতর। তারা শুধু নিজেরটা দেখে চাঁদগাজী। আমি আর আমরাতে নিমজ্জমান - জুন এর এ মন্তব্যটাতেও লাইক + +।
বকাবকিতে আমেরিকানরা বড় ওস্তাদ; কিন্তু মানুষ বিপদে পড়লে, ওরা লেগে যায় -- খুশীর কথা।
বাংগালীকে অশিক্ষিত করে রেখে সরকারগুলো ভয়ানক অপরাধ করেছে (১৫ নং প্রতিমন্তব্য) - এ কথাটা আপনি এ ব্লগে বহুবার, বহুভাবে বলেছেন।
নিরীহ মানুষদের সন্ত্রাসী বলে হত্যা তাদের সবচেয়ে বড় অপরাধ - সেলিম আনোয়ার এর এ কথার সাথে একমত ।
তাদের খোঁড়া গর্তে তারা নিজেরাই এখন পড়তে শুরু করেছে (২২ নং মন্তব্য) -- :)
মেঘনা পাড়ের ছেলে এর ২৫ নং মন্তব্যটা ভাল লেগেছে। +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার পর্যবেক্ষণগুলো সঠিক।

৪৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মন্তব্যটা (২৯ নং) মনে অনেক আশার আলো ছড়িয়ে গেল।
আল্লাহ তাঁর মখলুকাতের সকল কে সৃস্টি করেছেন অনেক মহব্বত করে , তার রহম ছাড়া কেও চলতে পারেনা বিশ্ব চরাচরে, তাই জগতের কোন মানুষকে শয়তান বলতে রাজি নই কোন প্রকারে, তবে শয়তান সুযোগ পেলে অনেক সময় ভর করে মানুষের উপরে -- ড: এম এ আলী এর এ মন্তব্যটাও (৩০ নং) খুব ভাল লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা নিজেদের সন্চিত ভাবনাকে তুলে ধরেছেন।

৪৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৫০

অনল চৌধুরী বলেছেন:
বেশীর ভাগ বাংগালী দেশের বাহিরে একবার সেটেল্ড হলে আর ফিরে আসতে পারবে না; বাংলাদেশের সামাজিক অবস্হায় তারা আর টিকবে না-দুইদিনের বৈরাগী,ভাতকে বলে অন্ন!!!!
জাফর ইকবালও পারতেন এ্যামেরিকায় বসে আনন্দে দিন কাটাতে।চলে এসেছেন।এরকম অনেকে আছেন।

গাফফার চৌধুরীর মতো যাদের লোভ বেশী,তারাই ঝামেলামুক্ত থেকে অবাধে মদপান আর অন্যান্য অপকর্ম করতে চায় ইংল্যান্ড-এ্যামেরিকায় বসে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



১৫ লাখ বাংগালী বিদেশে সেটেল্ড, ১৫ জন ফিরেছেন

৪৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৫

ধূূূূলিকণার অনুনাদ বলেছেন: ভালো হয়েছে লেখা টি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



ওকে

৪৬| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯

ধ্রুবক আলো বলেছেন: কেউ কারো বিপদে এগিয়ে না যাওয়া এদেশের সবচেয়ে বড় সমস্যা। সবাই দূর থেকে দাঁড়িয়ে আফসোস করবে বা দেখে না দেখার ভান করবে কিন্তু বিপদে এগোবে না!
এ জাতি এ কারণেই উন্নতি করতে পারবে না।

গাজী ভাই কেমন আছেন?

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি, লেখা সামনের পাতায় যাচ্ছে না, তাই লিখছি না।

রাজনীতি ও সরকার মানুষে মানুষে প্রতিযোগীতা গড়ে দিয়েছে, ঐক্যের পথ নেই; ঐক্যের পথ বের করতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.