নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জলদস্যুর বাচ্চারা বিনা বিচারে, বিনা শাস্তিতে পার পেয়ে যাচ্ছে বারবার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩



বৃটিশ আসার আগ অবধি, জলদস্যুর বাচ্চারা বাংলার সমুদ্রোপকুলে মানুষ মেরে মোটামুটি বিনা শাস্তিতে পার পেয়ে গেছে; তখন পরতো ল্যাংটি, এখন পরে গেরুয়া, পার্থক্য এটি। গত চার দশক থেকে এরা আরাকানে হত্যাকান্ড চালিয়ে পার পেয়ে যাচ্ছে, আমাদের মনে ভয়ংকর ক্ষোভ ও হতাশা জমছে!

অনেক ব্লগার হতবাক হয়েছেন যে, গৌতমের শিষ্যরা কিভাবে এত বড় জল্লাদ! আসলে, নাফ নদীর পুর্ব থেকে শুরু করে জাপান অবধি এগুলো শুরু থেকেই ছিল অমানুষ, অর্ধমানুষ ও চরম নিষ্ঠুর; ২য় বিশ্বযুদ্ধে এটম বোমা খাওয়ার পর জাপানের লোকদের মগজ কাজ করার শুরু করেছে, মানুষে পরিণত হয়েছে; বাকীগুলো আগের মতো আছে।

জলদস্যুর বাচ্চারা মানুষ মারা ভুলেনি এখনো; আফসোস, বর্তমান বিশ্ব ব্যবস্হায় এরা বিনা বিচারে, বিনা শাস্তিতে পার পেয়ে যাবে; বিশ্বের সাপোর্টে রোহিংগারা যদি কোনদিন আরাকানে ফিরেও যায়, হত্যাকারীরা বিনা বিচারে, বিনা শাস্তিতে পার পেয়ে যাবে; বর্তমান বিশ্ব এখন ভয়ংকর অবস্হায় আছে, সরকার সমর্থিত হত্যাকারীদের বিচার চাওয়ার তেমন পথ নেই; বিশেষ করে রোহিংগারা এত অশিক্ষিত যে, এদের মাঝে ১০০ জনও হয়তো নেদারল্যান্ডের হেইগে অবস্হিত ইন্টারন্যশনাল কোর্ট অব জাস্টিসের নামও শুনেনি।

যদি রোহিংগাদের ফিরতে না দেয়, বাংলাদেশ সরকারের উচিত হবে, বিশ্বে ছড়িয়ে থাকা ১০/২০ জন শিক্ষিত রোহিংগাকে এক করে, একটা সংস্হা গঠন করে, এদের সাহায্যে হেইগে বিচার চাওয়া; রোহিগাদের যেই অবস্হা, এতে তারা হেইগে বিচার চাইতে পারে কিনা, তা এখন থেকেই বাংলাদেশ সরকারের খোঁজ খবর নেয়া উচিত।

কিছু শিক্ষিত রোহিংগা যদি একত্রিত হয়, বাংলাদেশ সরকার যদি তাদের সাহায্য করে, তারা ইউরোপিয়ান পার্লামেন্ট, আমেরিকান সিনেটর, জাপান ও কানাডার সরকারদের সাথে যোগাযোগ করে, তাদের সহানুভুতি পাবার চেস্টা করতে পারে, তারা হয়তো সফল হতে পারে। তারা যদি ইউরোপিয়ান পার্লামেন্টের সহানুভুতি পায়, তারা বার্মার সরকার, মিলিটারী ও জল্লাদ বৌদ্ধ ভিক্ষুদের বিচার চাইতে পারবে হয়তো; হয়তো নিহত, আহত ও সম্পদ বিনস্টের ক্ষতিপুরণও পেতে পারে।

মন্তব্য ৭৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এসব বিচার-টিচারের আশায় বসে থাকলে কপালে অশ্বডিম্ব ছাড়া আর কিছুই জুটবে না। সশস্ত্র প্রতিরোধ ছাড়া কোন গত্যন্তর নেই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


আরাকানে রোহিংগা বসতি, তাদের জনসংখ্যা, তাদের জীবনযাত্রার মান, এলাকার বিস্তৃতি, কোনটাই সশস্ত্র প্রতিরোধের পক্ষে নয়

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের ভবিষ্যৎ নিয়ে আমার একটা প্রস্তাব আছে। মধ্য আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি খুবই উজ্বল। রোহিঙ্গাদের মধ্য অাফ্রিকার দেশগুলোতে নির্বাসন দিলে খুবই ভাল হবে।
খুব সহজেই আট-নয় লাখ রোহিঙ্গা পৌছানো যাবে, চট্টগ্রাম থেকে জাহাজে করে কেনিয়া হয়ে উগান্ডা কিংবা রোয়ান্ডা অথবা সেন্ট্রাল আফ্রিকা। ওই দেশগুলো এখন উন্নয়নশীল। জায়গা অনেক বেশি, মানুষ কম। কৃষি কাজের জন্য প্রচুর মানুষ দরকার। ওই দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলে সহজেই এই কাজটা করা সম্ভব। ভাল থাকবে রোহিঙ্গারা । লাভবান হবে মধ্য আফ্রিকান দেশগুলো। এবং শরনার্থীর বোঝা থেকে বেচেঁ যাবে বাংলাদেশ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



সঠিক, ওখানে যায়গা আছে, কৃষিতে ব্যাপক ভবিষ্যত

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

মোঃ তানজিল আলম বলেছেন: এখন যারা বাংলাদেশের পক্ষে আছে তারাও আস্তে আস্তে সরে পরছে। ফলে আন্তর্জাতিক আদালতে সহজ হবে না। আর শিক্ষিত রোহিঙ্গা খুঁজে বের করে এরকম কাজ করানো সরকারের পক্ষে সম্ভব হবে না। হলেও সরকার এসব মাথায় আনবেই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:


আমি জানি, আমি ব্লগারদের সাথে সম্ভাবনার কথা নিয়ে আলোচনা করছি মাত্র

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

স্বল্প বাঁধন বলেছেন: ব্রিগেডিয়ার ফজলুর রহমান সাহেবের মত আমারো বলতে ইচ্ছা করছে আমরা সাহায্য করে তাদের এই সমস্যা থেকে উত্তরণের পথ দেখাতে পারি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


ওরা যখন স্বাভাবিকভাবে আমাদের কাঁধে ঝুলেছে, ওদের জন্য পথ বের করা আমাদের দায়িত্ব; সর্বোপরি, বিশ্ব আছে সাথে

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: রোহিংগারা কারা? দেখতে তো পুরাই বাংগালীর মত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


ওরা নাফ নদীর পুর্ব তীরের বাংগালী, বার্মার বাসিন্দা; এখন ক্রমেই মুলস্রোতে এসে যাচ্ছে

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এইদেশে আর কিছু না থাক। বিশাল এক জনসংখ্যা আছে যা কোন কাজের ই না। তার উপর রোহিংগারা থাকা শুরু করলে না জানি সিভিল ওয়ার শুরু হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের ঠিক মতো চালাতে না পারলে, একদিন সমস্যা হবে।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার যদি মায়ানমারের কোন বিচার না হয়, বাকী রোহিঙ্গারাও চলে আসবে আগামী কয়েক বছরে। আমাদের বরং অন্য দেশে পাঠানো এবং আমাদের দেশে পুনর্বাসনের(অবশ্যই জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার মাধ্যমে ক্যাম্প জীবন) দিকে নজর দেয়া উচিত...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ৯ লাখ, সৌদীতে ৫ লাখ, পাকিস্তানে ১ লাখ; ওখানে হয়তো সামান্যই বাকী আছে।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

প্রশ্নবোধক (?) বলেছেন: এরা মানুষ না। এরা রোহিঙ্গা, এরা মুসলিম। এদেরকে মেরে ফেললে বিশ্ববিবেকের কোন সমস্যা হবেনা। বড় সমস্যা হলো মুসলিমরা আবেগী জাতি। বাস্তবতা এদের কাছে খুব কমই ধরা দেয়। এদের কাছে পার্থিব বিষয়গুলোই এখন মূখ্য। অথচ অন্যান্য জাতির সাথে মুসলিমদের পার্থক্য হওয়া উচিত পার্থিব এবং অপার্থবতার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:



এবার বিশ্ব রোহিংগাদের পক্ষে কথা বলছে; তবে, রোহিংগাদের মাঝে শিক্ষিত মোটামুটি নেই, এটাই বড় সমস্যা

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

আবু মুছা আল আজাদ বলেছেন: "যদি রোহিংগাদের ফিরতে না দেয়, বাংলাদেশ সরকারের উচিত হবে, বিশ্বে ছড়িয়ে থাকা ১০/২০ জন শিক্ষিত রোহিংগাকে এক করে, একটা সংস্হা গঠন করে, এদের সাহায্যে হেইগে বিচার চাওয়া"

অনেক গুরুত্বপূর্ন একটি কথা বলেছেন। এটি আরো কিছূ মিডিয়াতে প্রচার হওয়া দরকার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


মিডিয়াতে এক সময় এগুলো নিয়ে আলাপ হবে হয়তো

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ওদের পক্ষে বলার মত কেউই নেই, না রাশিয়া, না চায়না, না ইউএসএ, না ইন্ডিয়া। একমাত্র ইইউ হয়তো বলবে, তবে মুসলিম রিফিউজি হবার কারনে তারাও জোর দিয়ে কিছু বলবে না এটা নিশ্চিত...........

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


ইউরোপ নির্যাতিত মানুষদের পক্ষে কিছুটা হলেও কথা বলবে।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: দুর্বল আর অসহায় মানুষ কখনও কারো ক্ষতি করে না। কাজেই আপাতত তারা আমাদের দেশেই থাকুক। সময়ই সব ঠিক করে দিবে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


ওদের জন্য আর কোথায়ও আপাতত কিছু নেই

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

কূকরা বলেছেন: পাঁদগাজী, পাঁদলামি করতে খুব মজা লাগে, তাই না?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


হাঁস, মুরগীও আজকাল কিছু মানুষের জন্য অনুসরেণের বিষয়, গৌরবের স্বাক্ষর হয়ে গেছে !

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

আল ইফরান বলেছেন: বার্মার এই হার্মাদরা অনেকদিন থেকেই আমাদের সাথে এই গেইমটা খেলার ছক একে এই জায়গায় আসছে।
সামরিকভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছে যাতে বাংলাদেশের সরকার কোনধরনের সামরিক ব্যবস্থা গ্রহন করতে সাহস না করে।
এইদিকে সাত হাজার কোটি টাকার আর্মস ডিলও রাশিয়াকে আমাদের পক্ষে কথা বলার ব্যবস্থা করতে পারে নাই।
মানবিক দিক বাদে কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক- সকল ক্ষেত্রে শুধু বাংলাদেশের দেউলিয়াত্ব।
এদের রিপ্যাট্রিশান এর ব্যবস্থা না করতে পারলে কিভাবে রিহ্যাবিলিট করা যায় সেই চিন্তার সময় মনে হয় চলে আসছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


জলদস্যুর বাচ্চারা অর্ধ-মানব; কস্টের ব্যাপার, বিশ্ব এমনভাবে বিন্যস্ত যে, এরা পার পেয়ে যাচ্ছে

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

আল ইফরান বলেছেন: লেখক বলেছেন, "কিছু শিক্ষিত রোহিংগা যদি একত্রিত হয় ....."
এদের মধ্যে সর্বোচ্চ শিক্ষার দৌড় বড়জোর ক্লাস টেন, যা করার আমাদের সরকারকেই করতে হবে।
তার আগে দেখতে হবে এই দস্যুরা আইসিসি স্ট্যাটুট (রোম কনভেনশন) ও জেনোসাইড কনভেনশনে আছে কি না, থাকলেও এই প্রসিডিং ইনিশিয়েট করতে সুপার পাওয়ারদের সাহায্য লাগবে। যেমনটা হয়েছিল রুয়ান্ডা ও ইয়োগোস্লাভিয়ার ক্ষেত্রে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকার চাইলে সবকিছুর খবর নিয়ে, বিদেশে অবস্হানরত কিছু শিক্ষিত রোহিংগাকে এই কাজে লাগাতে পারবে।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৬

নূর আলম হিরণ বলেছেন: মনে হচ্ছে আমেরিকা চীন এখানে একটা যুদ্ধ বাধিয়ে দিতে চাচ্ছে, যুদ্ধাস্ত্র বিক্রির বাজার সৃষ্টি করতে চাচ্ছে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


না, এখানে যুদ্ধ হবে না; বাংলাদেশ কোন অবস্হায় কারো সাথে যুদ্ধ করার মতো অবস্হানে নেই

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রোহিঙ্গাদের লজিস্টিক সার্পোট দরকার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


অবশ্য, এগুলো কঠিন ব্যাপার; প্যালেস্টাইনও এ ধরণের পদক্ষেপ নিতে পারেনি।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকগুলো পোস্টে একই ছবি ব্যবহার করছেন। রহস্য কী?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



আমার কাছে এ ছবিটি রোহিংগা জাতির প্রতীকের মতো

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

আখেনাটেন বলেছেন: অামার যা মনে হচ্ছে রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার অাজ হোক কাল হোক বাংলাদেশি বলেই তিতা ট্যাবলেট হজম করতে হবে।

চীন, রাশিয়া ও ভারত তাই চায়। পশ্চিমাগোষ্ঠী, মধ্যপ্রাচ্যের ভূমিকা প্রশ্নবোধক। কিছু সুশীল আর মিডিয়া বাদে এ নিয়ে পশ্চিমাদের মাথাব্যথাও দেখছি না। বাংলাদেশের জন্য এসব কিছুই অশনি সংকেত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের শিক্ষাদীক্ষা কিছুই নেই, ওরা কোথায়ও থাকার যায়গা পেলে থেকেই যাবে; বার্মার জেনারেলরা মানুষের মাঝে পড়ে না; ওরা বিশ্বের কারো উপর কোন কিছুর জন্য নির্ভরশীল নয়; এদেরকে কেহ মানুষ করতে পারবে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:


তবে বার্মার মানুষ নিজঘরে বসে চীনের দাসে পরিণত হবে, ওদের কাজকর্ম করে খাবে।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

সনেট কবি বলেছেন:





চাাঁদ গাজির‘জলদস্যুর বাচ্চারা বিনা বিচারে, বিনা শাস্তিতে
পার পেয়ে যাচ্ছে বারবার’ পোষ্টে মন্তব্য-

পুরোটাই সুকথন শতভাগ ঠিক
কথা বলে জানালেন দস্যু দানবের
দন্ড-শাস্তি না হওয়া আক্ষেপের কথা
ওরা চায় গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে।
আমারা ওদের শাস্তি পারছিনা দিতে
অন্যদের এ বিষয়ে মাথাব্যাথা নেই
এ ভাবেই দস্যুদল লাই পেয়ে গেছে
জানিনা ওদের ছ্যাঁকা কখন কে দিবে?

দুঃশ্চিন্তা বাড়ার আরো রয়েছে কারণ
না জানি দস্যুর দল সামনে এগিয়ে
আবার এদেশে কোন হামলা চালায়।
তাতেও ওদের শাস্তি না দিতে পারলে
জানোয়ার দল কত করবে এমন
সেকথা এখন বড় চিন্তার বিষয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের গায়ে হাত তোলার সাহস কারো নেই; ১৯৭১ সাল এখনো সবার মনে আছে; কিন্ত দু:খ জলদস্যুর বাচ্চারা অচোয়া থেকে যাচ্ছে।

পদ্যের জন্য অনেক ধন্যবাদ।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০১

শিখণ্ডী বলেছেন: রোহিঙ্গাদের আইএসের প্রচারকদের সাথে পরিচয় করিয়ে দেয়া যেতে পারে। তাহলে ওরা জিহাদি জোসে সপরিবারে মধ্যপ্রাচ্যের কোনও দেশে নাচতে নাচতে চলে যাবে। বাংলাদেশ ভারমুক্ত হবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


বেচারারা জীবনে সবকিছু হারায়েছে; বিশ্ব ওদেরকে সামান্য শান্তি হলেও দেয়া উচিত

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৮

অনল চৌধুরী বলেছেন:
অনেক ব্লগার হতবাক হয়েছেন যে, গৌতমের শিষ্যরা কিভাবে এত বড় জল্লাদ! আসলে, নাফ নদীর পুর্ব থেকে শুরু করে জাপান অবধি এগুলো শুরু থেকেই ছিল অমানুষ, অর্ধমানুষ ও চরম নিষ্ঠুর; ২য় বিশ্বযুদ্ধে এটম বোমা খাওয়ার পর জাপানের লোকদের মগজ কাজ করার শুরু করেছে, মানুষে পরিণত হয়েছে; বাকীগুলো আগের মতো আছে
-সম্পূর্ণ অজ্ঞতাপূর্ণ মিথ্যাচার।বেশীরভাগ মঙ্গলীরাই শান্তিপ্রিয় ও কঠোর পরিশ্রমী।কক্কসবাজারের বার্মিজ মার্কেটগুলিতে হাজার হাজার রাখাইন বা মগ ব্যবসা করে।তারা অত্যন্ত ভদ্র।মগদের একটা অংশ বরাবরই খুনে-ডাকাত,কিন্ত সবাই না।এই অঞ্চলে সিঙ্গাপুর,মালয়শিয়া,ইন্দেনেশিয়া,ভিয়েতনাম,লাওস,ক্যাম্বোডিয়ার মতো শান্তিপ্রিয় দেশ অনেক আছে।ইংরেজ-এ্যামেরিকান গণহত্যাকারী খুনীদের কাছে এরা এখনো শিশু।ওদের থেকেই শিখেছে,কিভাবে অন্যান্য দেশ আক্রমণ করে গণহত্যা,লুটপাট আর জাতি ধ্বংস করে আদিমাসীদের নির্মূল করে উত্তর ও দক্ষিণ এ্যামেরিকা,কানাডা,অষ্ট্রেলিয়া,নিউজিল্যান্ড ,দ: আফ্রিকা,জিম্বাবুই,ইরাক,লিবিয়া,সিরিয়ার মতো সম্পদশালী দেশ দখল করতে হয়।
একচক্ষু দৃষ্টিভঙ্গী করে পাল্টাবে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনাকে চীন ও আমেরিকা ভিসা দিলে, আপনি কোনদিকে যাবেন?

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৫

অনল চৌধুরী বলেছেন: আরাকানে রোহিংগা বসতি, তাদের জনসংখ্যা, তাদের জীবনযাত্রার মান, এলাকার বিস্তৃতি, কোনটাই সশস্ত্র প্রতিরোধের পক্ষে নয় -কখনো আরাকানে গেছেন?ওখানে সম্পূর্ণ পার্বত্য চট্রগ্রামের মতো পরিবেশ,যা গেরিলা যুদ্ধের জন্য সম্পূর্ণ উপযোগী।এ কারণেই সন্ত্রাসী সন্ত চাকমা মাত্র ৫০০০ সঙ্গী নিয়ে ২০ বছর সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বশাসন কায়েম করেছে।
রোহিঙ্গারা এতো মার খাওয়ার পরও হিংস্র হতে পারছে না।পারলে বর্মী জানোয়ারদের শেষ করে আরাকান স্বাধীন করতে পারতো,যা অনেকটাই পেরেছে সন্ত্রাসী সন্ত ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:


১৯৬২ সালে থেকে, বার্মা কোনদিন জা্তি সংঘ ও আমেরিকাকেও পাত্তা দেয়নি ।

গেরিলা যুদ্ধ সম্পর্কে একজন মুক্তিযোদ্ধা থেকে জেনে নিয়েন।
সন্তু লারমা প্রাইম মিনিস্টারের সাথে, প্রেসিডেন্টের সাথে কথা বলে; বার্মার বাহিনী গুলি করার পর দেখতেও চাহে না যে, কে মরলো; আপনি যুদ্ধের "য"ও বুঝার কথা নয়।

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৩

অনল চৌধুরী বলেছেন: বলেছেন: বার্মার এই হার্মাদরা অনেকদিন থেকেই আমাদের সাথে এই গেইমটা খেলার ছক একে এই জায়গায় আসছে।
সামরিকভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছে যাতে বাংলাদেশের সরকার কোনধরনের সামরিক ব্যবস্থা গ্রহন করতে সাহস না করে।
এইদিকে সাত হাজার কোটি টাকার আর্মস ডিলও রাশিয়াকে আমাদের পক্ষে কথা বলার ব্যবস্থা করতে পারে নাই।
মানবিক দিক বাদে কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক- সকল ক্ষেত্রে শুধু বাংলাদেশের দেউলিয়াত্ব।
এদের রিপ্যাট্রিশান এর ব্যবস্থা না করতে পারলে কিভাবে রিহ্যাবিলিট করা যায় সেই চিন্তার সময় মনে হয় চলে আসছে-৭ না.১২ হাজার কোটি টাকার অস্ত্র কেনার পরও ২০ বার আকাশসীমা লংঘণকারী বর্মীদের একটা হেলিকপ্টার বা ড্রোনও গুলি করার সাহস নাই।তাহলে কেন এই খাতে এতো অপচয়?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


আকাশ সীমা ক্রস করলে ভুপাতিত করার দরকার আছে নাকি?

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৮

অনল চৌধুরী বলেছেন: বাংগালীদের গায়ে হাত তোলার সাহস কারো নেই; ১৯৭১ সাল এখনো সবার মনে আছে-চরম হাস্যকর কথা!!!!!! ভারত অার বার্মা প্রায় প্রতিদিনই ফেলানীর মতো নীরিহ বাংলাদেশী মারছে।এদেশের বীর বাহিনী শত্রুর দিকে একটা গুলিও ছোড়েনা।পাকিস্তান সীমান্তে ভারত ১ টা গুলি করলে পাকিরা করে ১০০ টা।তাই কোন নীরিহ পাকি মারার সাহস করেনা বিএসএফ।২০০১ সালের মতো পালাটা গুলি করে ১৮/২০ জন বিএসএফ মারলে ওরা সোজা হয়ে যেত।কিন্ত এই সাহস নাই নেতাদের।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


পাকিরা বাংগালীদের মত পায়ে হেঁটে সীমান্ত ক্রস করে না।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৮

অনল চৌধুরী বলেছেন: উটের পিঠে চড়ে করলেও গুলি করা যায়,কিন্ত ভারতের সেই সাহস নাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


বিএসএফ বাংলাদেশের বেলায় আলাদা পলিসি নিয়েছে; কারণ, এই সীমান্ত দিয়ে বিএসএফ টাকা আয় করে।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৪

অনল চৌধুরী বলেছেন: আপনাকে চীন ও আমেরিকা ভিসা দিলে, আপনি কোনদিকে যাবেন-বসবাসের জন্য কোনটাতেই না।জ্ঞান অর্জনের জন্য দুইটাতেই।

গেরিলা যুদ্ধ সম্পর্কে একজন মুক্তিযোদ্ধা থেকে জেনে নিয়েন।
সন্তু লারমা প্রাইম মিনিস্টারের সাথে, প্রেসিডেন্টের সাথে কথা বলে; বার্মার বাহিনী গুলি করার পর দেখতেও চাহে না যে, কে মরলো; আপনি যুদ্ধের "য"ও বুঝার কথা নয়
-আপনি কি খেতাব পাওযা যোদ্ধা?কয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন?বাংলাদেশের স্বাধীনতাবিরোধী দেশে বসে বড় বড় বক্তৃতা দিচ্ছেন?
আমার বংশের প্রায় সবাই মুক্তিযোদ্ধা।আর আমিও যুদ্ধ করছি এই নষ্ট দেশ-জাতি-সমাজ পরিবর্তনের জন্য।
আমার লেখা একটা বই পড়লে তা বুঝবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


না, আমি খেতাব পাইনি, তবে ১নং সেক্টরে 'যেড ফোর্সের' হয়ে যুদ্ধ করেছি। আপনার আত্মীয় স্বজন যাঁরা যুদ্ধ করেছেন, তাঁদের জন্য সন্মান রলো। আশাকরি, সামনে কোন একদিন আপনার বই পড়ার সুযোগ আসবে।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট!!!


তবে কিছু যায়গায় কথার চাবুকটা একটু বেশি জোড়েই চলেছে!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


হয়তো সম্ভব হবে না; হেইগ এই ধরণের কোন কিছু হাতে নেবে না হয়তো; প্রস্তুতি নিলে রোহিংগারা হয়তো সাহস পাবে।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

রক বেনন বলেছেন: এ যেন আরেক একাত্তর। পার্থক্য খালি এদেশে পাকিরা বাঙ্গালীদের মেরেছিল আর সেদেশে বার্মিজরা নিজ দেশের লোকদের মারছে। আর রাশিয়ার বিবৃতিও কেমন যেন গোলমেলে।

আমার ধারণা এই সব রোহিঙ্গাদের দায়িত্ব বাংলাদেশেরই নিতে হবে। আর তা খুব একটা সুখকর হবে না। মানবিক মূল্যবোধ যা দেখানো হয়েছে তা অবশ্যই প্রশংসার ঊর্ধ্বে তবে তা যেন জাতির বোঝা হয়ে না দাঁড়ায় তার চেষ্টাও করতে হবে। হেইগে যে বিচার চাওয়ার কথা আপনি বলেছেন তা খুব ভাল একটি উদ্যোগ হতে পারে আর সেক্ষেত্রে মনে হয় তাদের পাশে তাদের হয়ে কথা বলার জন্য বাংলাদেশের সাথে সাথে ত্রান পাঠানো দেশগুলোর ও থাকা উচিত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



এবার বিশ্ব বার্মার ভয়ংকর রূপ দেখেছে, বাংলাদেশ রোহিংদের খাওয়ানো পরানোর পরও, ৮০% ত্রাণের টাকা লুকায়ে ফেলবে; স্বয়ং রোহিংগার ২/৩ মাসের মাঝে বাংলাদেশের বদনাম করবে।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

নীল আকাশ বলেছেন: যদি রোহিংগাদের ফিরতে না দেয়, বাংলাদেশ সরকারের উচিত হবে, বিশ্বে ছড়িয়ে থাকা ১০/২০ জন শিক্ষিত রোহিংগাকে এক করে, একটা সংস্হা গঠন করে, এদের সাহায্যে হেইগে বিচার চাওয়া; রোহিগাদের যেই অবস্হা, এতে তারা হেইগে বিচার চাইতে পারে কিনা, তা এখন থেকেই বাংলাদেশ সরকারের খোঁজ খবর নেয়া উচিত। - স হ ম ত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


এটা একটা প্রচেস্টা হিসেবে দেখা সম্ভব; তবে, প্যালেস্টাইনও এখনো বিচার চাহেনী

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

মহসিন ৩১ বলেছেন: জলদস্যুরা এখন কার জুগে বাতিল মাল। তাদের সময় কারু মাথায় মালও ছিল বলে এযুগের আলকে তা-ত মনে হচ্ছে না।তারা মানুষ মারত ঠিক , কোপাইয়া মারা ছাড়া অন্য উপায় আর কি ! ----মুসলমান মারলে কেউ সাড়া দিবেন না,এখন তারা জানে যে মুসলমানের অন্য নাম সন্ত্রাস।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


রোহিংগারা পুরোপুরি অস হায়, ওদের মাজে শিক্ষিত না থাকায়, তারা কোন পথ বের করতে পারেনি

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

তপোবণ বলেছেন: রোহিঙ্গাদের মাঝে ভালো শিক্ষিত না থাকলে কিছু করার নেই, বাংলাদেশকেই এগিয়ে যেতে হবে এর সমাধানে। বোঝা মাথায় নিয়ে বসে থাকলে হবেনা, দৌঁড়াতে হবে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তন আনতে হবে। এখন এতিমের মতো ভারত আর চীনের দিকে চেয়ে থাকলে হবেনা। ভারত-চীন আমাদের ছ্যাঁকা দিয়েছে ভাগতে হবে অন্যপথে। মন্তব্যে বলেছেন, "ইউরোপ নির্যাতিত মানুষদের পক্ষে কিছুটা হলেও কথা বলবে।" এটাই এখন ভরসা আমার বিশ্বাষ ওখানেই সম্ভব।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


ভেতরে, ভেতরে, বাংলাদেশে সরকার রোহিংগাদের রেখে দেয়ার পক্ষে চলে যাবে হয়তো; এবার যেভাবে হত্যাকান্ড চালায়েছে, রোহিংগারা না ফেরার সম্ভাবনা আছে।

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

বিলুনী বলেছেন: মিয়ানমারের শক্ত বিচার হওয়া উচিত । সারা দুনিয়া তাদের প্রতি নিন্দা ও থুতু ছিটিয়ে বিচার কার্য অলরেডি শুরু করে দিয়েছে । পুটিন আর চীন তাদেরে লেজ ধরে টেনে নিয়ে বঙ্গোপসাগরে ডুবাবে সেই জ্ঞান এখনো মগদের হয় নাই । তারা আফিম, পপি আর ইয়াবাতেই বেশী আসক্ত হয়ে মাফীয়া চক্রের হাতের পুতুল হয়ে নাচছে , সাথে তার দুসরনাও নাচছে দেশে বিদেশে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


আস্তে, আপনি আবার নিজেই কোনদিন বার্মা দখল করে ফেলেন, সেটা নিয়ে বার্মা বিপদে আছে; তবে, এটা সত্য যে, ১৯৬২ সাল থেকে ওরা আমেরিকা ও জাতি সংঘের কোন কথায় পাত্তা দেয়নি।

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

বিলুনী বলেছেন: তারা জাতি সংঘের কথায় পাত্তা দিবে কিভাবে ১৯৬১ সনে বার্মার উথান্টকে তারা সেক্রটারী জেনারেল বানিয়েছিল । তেমনটা না হলে কি তারা পাত্তা দিবে । নীচে উ থান্টের সাফল্য দেখেন :
U Thant was appointed as Secretary-General in 1961, when his predecessor, Dag Hammarskjöld, died in an air crash. In his first term, Thant facilitated negotiations between U.S. President John F. Kennedy and Soviet premier Nikita Khrushchev during the Cuban Missile Crisis (1962), helping to avert a global catastrophe. Later, in December 1962, Thant ordered Operation Grandslam, which ended a secessionist insurgency in Congo।
এখন জাতি সংঘ যদি সুচীকে সেক্রটারী জেনারেল করতে পারে তাহলে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে !!!!!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


সুচিকে বাংলাদেশের ফরেন মিনিস্টার বানালেও হয়তো সমস্যার সমাধান হবে; চেস্টা করেন।

৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

বিলুনী বলেছেন: জাতিসংঘের বগলের তল হতে কি সুচীকে বের করে কি আনা যাবে !!!!
বছরখানেক আগে হলে হয়ত হতো , তখন সুচীকে গলায় মালা দিয়ে ররণ করে
নেয়ার জন্য অনেকেই প্রস্তুত ছিল । তার গুণগানে দেখতাম মিডিয়া সয়লাব হয়ে যেত ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


বার্মা সরকারে সুচির ক্ষমতার পরিমাণ আমরা জানি না, সুচি জানেন

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৮

অনল চৌধুরী বলেছেন: আকাশ সীমা ক্রস করলে ভুপাতিত করার দরকার আছে নাকি-এটাই সারা পৃথিবীর রীতি।তুরস্কও এই কারণে রাশিয়ার বিমান ধ্বংস করেছিল।পারলে আপনার এ্যামেরিকা চীনের আকাশসীমা লংঘণ করে দেখুক,চীন কি করে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


চীনারা মানুষ নয়, ওরা নিজের মানুষ মারে মাছির মতো।

আমেরিকান সীমান্ত (আলাস্কায়) প্রায়ই ক্রস করে রাশানরা। মুলখন্ডে আছে কানাডা ও মেক্সিকো, ওরা কি করে, আমেরিকা খবর রাখে না।

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪১

অনল চৌধুরী বলেছেন: না, আমি খেতাব পাইনি, তবে ১নং সেক্টরে 'যেড ফোর্সের' হয়ে যুদ্ধ করেছি।-মাত্র ২ তারিখে বলে ছেন ,যুদ্ধ করেরননি।আর এখন বলছেন করেছেন!!!!! কোনটা সত্য?সীচে আপনা মন্তব্যটাই দিলাম।

১. ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

বিজন রয় বলেছেন: আপনি গোরিলা যোদ্ধা ছিলেন কিনা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন:


না, আমি ফ্রণ্টে ছিলাম; তবে, গেরিলাদের অস্ত্র সরবরাহ করার জন্য, ও কর্ডনে আটকা-পড়া গেরিলাদের রক্ষায় অংশ নিয়েছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


আপনার মগজে "সিনথেসিস ক্ষমতা" কম; আমি বলেছি যে, আমি গেরিলা যোদ্ধা ছিলাম না, ফ্রন্টে ছিলাম; তবে, গেরিলাদের সাহায্য করেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.