নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আফগানিস্তান, ইরান, পাকিস্তান, বাংলাদেশ থেকে অন্য-ধর্মীদের চলে যাওয়া

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১



আপনিও হয়তো সমর্থন করেন যে, মুসলমান ব্যতিত অন্য ধর্মের লোকজনের মক্কা নগরে বসবাস করা ঠিক নয়; এতে নগর অপবিত্র হয়ে যাবে! এই মনন ও বিশ্বাস বর্তমান বিশ্বে বিশাল অসন্তোষের কারণ হচ্ছে, মুসলমানদের পুরো ধর্মীয় সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করছে। আফগানিস্তানের বামিয়ানে, তালেবানদের হাতে বৌদ্ধের মুর্তি বিনস্ট হওয়ায়, বৌদ্ধদের উপর এর কোন প্রতিক্রিয়া হয়েছে? ইরানে অন্য ধর্মের লোকেরা কোনদিন স্বাচ্ছন্দ বোধ করেনি, তারা ক্রমেই চলে গেছে; নিউিয়র্ক শহরে একটা এলাকা আছে, যেখানে ইরান থেকে চলে আসা সব ইহুদী বসবাস করে। পাকিস্তান থেকে প্রথম সুযোগেই অন্য ধর্মীরা পালিয়ে গেছে; বাংলাদেশ থেকে হিন্দুরা কমতে কমতে শতকরা ১০জনের কাছাকাছিতে চলে এসেছে, মনে হয়।

বিশ্ব এগুলো দেখেছে? মনে হয়, সেজন্যই রোহিংগারা কোন সময়েই বিশ্বের সঠিক সহানুভুতি পায়নি; এবারের রোহিংগা হত্যায় বিশ্ব কিছুটা সহানুভুতির কথা বলছে। ইউরোপে যদি আগামী কয়েক মাসে ২/৪টা বোমা ফাটে, রোহিংগাদের প্রতি যে সহানুভুতি আজকে আছে, কালকে তা থাকবে না।

ভারতে বর্তমানে মুসলমানেরা বেশ চাপে আছে; কিন্তু তারা গণহারে দেশ ত্যাগ করছে না; যারা সুবিধা পাচ্ছে, উন্নত দেশে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানে যাচ্ছে না। চীনেও মুসলামেরা বেশ বিপদে, তারাও মোটামুটি দেশ ত্যাগ করছে না; সেসনিয়ার কিছু মুসলমান রাশিয়ার অন্য এলাকায় চলে গেছে, কিছু গেছে তাতারিয়া ও কিছু গেছে ইউক্রেনে; কিন্তু ওরা তেমন এলাকা ছাড়েনি।

১৯৪৭ সাল ও ১৯৬৫ সালের কথা বাদ দিলেও, পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা চলে গেছে; ইরান থেকে ইহুদী ও খ্বষ্টানরা চলে গেছে, আফগানিস্তান থেকে বৌদ্ধরা চলে গেছে; মক্কায় অন্য ধর্মের লোকদের বসবাস করতে না দেয়ার রীতি মুসলমানদের জন্য ভালো কোন খবর নয়; এগুলো সমস্যার সৃস্টি করেছে ও সামনের দিন গুলোতেও সমস্যার সৃস্টি করবে; এগুলোর সমাধান বের করার দরকার আছে।

মন্তব্য ১৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মক্কা তো একটি শহর মাত্র। আরোও কতই তো শহর আছে সৌদিতে। ওখানে তো বিদেশিরা থাকতেই পারছে। একটি শহরের নিষেধাজ্ঞা নিয়ে পুরো ধর্মকে প্রশ্নবিদ্ধ করা যায় না। আর হ্যা, বিভিন্ন দেশ থেকে অন্য ধর্মের লোকদের দেশ ছাড়তে বাধ্য করা মোটেও ঠিক না। শব্দটা চেচনিয়া হবে না?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি সেটাই বলছিলাম, আপনিও হয়তো চান যে, অন্য ধর্মের লোকেরা মক্কায় বসবাস না করুক! আপনি একা নন, বার্মায় ভিক্ষুরাও আপনার মতো করে ভাবে, অনেক মিল

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: বার্মায় ভিক্ষুরাও আপনার মতো করে ভাবে, অনেক মিল
তাহলে আপনার মতে বার্মা বৌদ্ধ ধর্মের তীর্থস্থান যেখানে অন্য ধর্মের লোকদের বসবাসের ব্যাপারে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



আমি বৌদ্ধ ভিক্ষু নই; তবে, ভিক্ষুদের মতো একই মনোভাবের কোটি বাংগালী হয়তো বাংলাদেশে আছেন।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মক্কা থেকে অন্য ধর্মের লোক কি বিতাড়িত করা হচ্ছে এখন? ওখানে তো অন্য ধর্মের কেও নাই। যদি করা হত তাহলে আপনি বলতে পারতেন এটা ঠিক না। তাই আমার ভাবনা আর ভিক্ষুর ভাবনা মোটেও এক না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


মক্কায় অন্য ধর্মের লোকজন এখন নেই, কেহ থাকতে চাইলে দেয়া হবে না।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইসরায়েল যা করছে তা খুব ঠিক আছে বুঝি? আর মুসলিমদের কোন ধর্মীয় ব্যাপার ভাল না লাগলেই সেটা খারাপ হয়ে গেল তাই না? আপনি যদি আসলেই নিরপেক্ষভাবে থাকতে চান তাহলে এডিট করে ইসরায়েল এর কথাও উল্লেখ করেন। আর যদি বায়াসড হ্ন তাইলে তো আর পরামর্শ দিয়ে লাভ নাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনার কথায় মনে হচ্ছে, ইসরায়েল রাস্ট্র গঠনের ই্তিহাস আপনি জানেন না; তবে, ইসরায়েলে ১০ লাখ মুসলমান বসবাস করছে; ওদের বের করার কোন প্ল্যান ইসরায়েলের লোকদের নেই।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মক্কায় অন্য ধর্মের লোকজন এখন নেই, কেহ থাকতে চাইলে দেয়া হবে না।

সেটাই। যদি অন্য ধর্মের লোকদের তাড়ায় দিত তাহলে আপনার মক্কাকে নিয়া লেখাটা ভ্যালিড হত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনার বক্তব্য ঠিক আছে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মক্কাকে নিয়ে ক্যাচাল করবেন না। পৃথিবীতে বহু নিষিদ্ধ জায়গা আছে যেখানে অন্য ধর্মের লোকদের বসবাস তো দূরের কথা যাওয়া পর্যন্ত নিষেধ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


বুঝতে সহজ হচ্ছে, রোহিংগাদের বাচ্চা কেন পানিতে ভাসে।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন:


বুঝতে সহজ হচ্ছে, রোহিংগাদের বাচ্চা কেন পানিতে ভাসে।

আপনি ইনিয়েবিনিয়ে এটাই বলতে চাইছেন যে, মক্কায় অন্য ধর্মের লোকদের প্রবেশাধিকার দিলেই এই ম্যাসাকারটা হতো না। যেহেতু মক্কায় প্রবেশ নিষেধ তাই বৌদ্ধরাও নিজেদের পবিত্র দেশে নিজেদের ধর্মের সর্বাধিক সংরক্ষিত স্থানে রোহিঙ্গাদের নিষিদ্ধ করে দিয়ে গণহারে হত্যা করে, ধর্ষণের মহোৎসব করে, নিষ্পাপ শিশুদের ডুবিয়ে মেরে আপনাকে তার কারণটাও কানে কানে বলে দিচ্ছে। অর্থাৎ মক্কায় প্রবেশে বাধার কারণে আপনার দৃষ্টিতে মিয়ানমারের এই তান্ডবটা মোটেই অনুচিত হচ্ছে না। একদম সঠিক হচ্ছে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


আমি ইনিয়েবিনিয়ে বলতে চাচ্ছি যে, আপনার মতো মানুষদের মননের জন্য রোহিংগারা অন্যদের সমর্থন পাচ্ছে না

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

রানার ব্লগ বলেছেন: ব্যাপারটা কি ধর্মীয় দন্দ না জাতিগত দন্দ ? যদি ধর্মীয় দন্দ হয় তবে সমস্যা প্রকট , সামনে শুধুই অমাবস্যা দেখছি, আর যদি জাতিগত দন্দ হয় অবশ্যই এর সমাধান আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, জাতিগত ও সাংস্কৃতিক সমস্যা

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০

সনেট কবি বলেছেন:





চাঁদগাজীর‘আফগানিস্তান, ইরান, পাকিস্তান, বাংলাদেশ থেকে
অন্য-ধর্মীদের চলে যাওয়া’ পোষ্টে মন্তব্য-

মক্কার লোকেরা সব মুসলীম হয়ে
মক্কাকে করেছে এক মুসলীম শূণ্য
শহর যার তুলনা মিয়ানমারের
সাথে চলেনা কখনো ওরাতো রাক্ষস।
মুসলীম শূণ্য মক্কা হওয়ার পর
সেখানে অমুসলীম বসবাসে কারো
আপত্তি আর স্থানীয় নাগরিকদের
মেরে কেটে বিতাড়ীত করা এক নয়।

মক্কাতেই কেন যত অমুসলীমের
বসবাস প্রয়োজন? হাজীদের কাজে
ওদের প্রয়োজন কি আসলেই আছে?
দেশ ত্যাগে বাধ্য করা সকল ক্ষেত্রেই
অপরাধ সকলের বেলায় সে কথা
সমান প্রযোজ্য হবে নৈতিক কথনে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


মক্কাতে অমুসলিম থাকার পারমিশন না দেয়া, মুসলীম দেশগুলো থেকে অন্য ধর্মীদের চলে যাওয়া, ইত্যাদি মুসলিমদের প্রতি অন্য জাতিগুলো আস্হা ভালো হওয়ার কথা নয়; আমি বলছি না যে, এগুলোর কারণে রোহিংগাদের ঊপর খড়গ নেমে এসেছে; তবে, মুসলিমদের জন্য সাপোর্ট কমছে।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মক্কা এবং মদীনা‌তে অমুস‌লিম‌দের প্র‌বেশ নি‌ষেধ। সৌ‌দি আর‌বে কোন অমুস‌লিম নেই, নাগ‌রিকত্বও পায়না।
পা‌কিস্তা‌নে হিন্দু‌দের এবং আফগা‌নিস্তা‌নে বৌদ্ধদের বি‌শেষ মালা ব্যবহা‌রের কথা পে‌ড়ে‌ছিলাম পেপা‌রে।
ইরা‌নের ইহু‌দি, বাংলা‌দে‌শের হিন্দু‌দের তা‌ড়ি‌য়ে দেয়া হয়‌নি। তারা হয়‌তো ধর্ম পাল‌নে স্বাচ্ছন্দ্যতার জন্য দেশ ত্যাগ ক‌রে থাক‌তে পা‌রে।
চীন উইঘুর‌দের কিংবা ফি‌লি‌পিন ম‌রো মুস‌লিম‌দের বের ক‌রে দেয় না। কিন্তু মায়ানমার রো‌হিঙ্গা‌দের বের ক‌রে দি‌চ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



আমেরকা ও বৃটেনে যদি পাকিস্তানী ও বাংগালী মুসলমানেরা ধর্ম পালনে স্বাচ্ছন্দ বোধ করতে পারে; এই ২ দেশে হিন্দুদের ধর্ম পালনে অস্বাচ্ছন্দ কেন হচ্ছে?

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গাজী সাহেব, পুরো ব্যাপারটা তালগোল পাকিয়ে একেবারে লেজেগোবরে করে ফেলছেন। এইবার একটু থামুন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের প্রত সাপোর্ট কমিয়ে যাবার কারণগুলো ভাবার শুরু করেন।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

আবদুল মমিন বলেছেন: ইসরায়েলে ১০ লাখ মুসলমান বসবাস করছে; ওদের বের করার কোন প্ল্যান ইসরায়েলের লোকদের নেই।[/sb

কিন্তু তাদের কে এক এক করে হত্তা করার প্লান কিন্তু ইস্রাইল এর আছে , চশমার গ্লাস টা একটু মুছে নিন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমি গ্লাস বদলাবো শীঘ্রই, আপনাকে মাথা বদলাতে হবে, মনে হচ্ছে

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: আপনিও হয়তো সমর্থন করেন যে, মুসলমান ব্যতিত অন্য ধর্মের লোকজনের মক্কা নগরে বসবাস করা ঠিক নয়;

না ভাই, আমি তা সমর্থণ করিনা। আমি মনে করি পৃথিবীটা সবার জন্য সমান।

তবে নিজ নিজ সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে কিছু কিছু স্থান প্রত্যকেরই এড়িয়ে চলা উচিৎ বলে মনে করি।

মানুষকে প্রথমে আমি মানুষ হিসেবেই দেখি। ধর্মকর্ম তারপরে। আরে ভাই, আমি মুসলমান হয়ে অন্য ধর্মীদের যদি এড়িয়েই চলি, তাহলে আমার ধর্ম সম্বন্ধে মানুষকে জানাবো কি করে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


কোন মানুষকে কোনভাবে ডিসক্রিমিনেইট করলে, তার ফল ভোগ করতে হয়।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের অনেক কাজ তাদের বিপক্ষে যাচ্ছে।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পা‌কিস্তা‌নে শিয়া, সুন্নী, অনার কি‌লিং, তা‌লেবা‌নের কার‌ণে মুস‌লিমরাই ঝা‌মেলায় আ‌ছে।
বাংলা‌দে‌শে কেন হিন্দুরাই দেশ ত্যাগ ক‌রে? বৌদ্ধ, খিস্টানরা‌তো ক‌রে না! এমন‌কি কা‌দিয়া‌নিরাও ক‌স্টে নেই।
বাংলা‌দে‌শে সংখ্যালঘু‌দের উপর রাষ্ট্রীয়ভা‌বে চীন, থাইল্যান্ড, ভার‌ত, মায়ানমা‌রের মত আচরণ করা হয় না...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ থেকে ভারতের অর্থনীতিও ভালো, সেজন্য হিন্দুরা রিস্ক কমায়ে আনে; খৃস্টানরা পারলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও ইুরোপ যায়; ওসব দেশে যাওয়া সহজ নয়, তাই ওদের যাওয়া চোযখে পড়ে না।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

পুকু বলেছেন: বিচার মানি তবে তালগাছটা কিন্তু আমার! গাজীসাহেব আপনি বা আপনার মতো লোকেরা কিন্তু মাইনরিটিতে পর্যবসিত হচ্ছেন ধীরেধীরে।আসলে এই যে রহিংগা জন্য নাকী কান্না শুনছেন এটা কিন্তু সত্যিকারের মানবতার জন্য নয়।যেহেতু রহিংগারা মুসলমান সেইজন্য দরদ একেবারে উথলে পরছে।এখানে যদি অন্য ধর্মের কেউ হতো তখন কিন্তু ব্যাপারটা নিয়ে কেউ গা করতো না! আপনার চিন্তার সাথে একমত।আমার কেন জানি মনে হচ্ছে এটা সবে শুরু,পিকচার আভি বাকি হ্যায়!!!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের সামের সাথে ইরান, তুরস্কও মুসলিম শব্দ ব্যবহার করেছে; শুধু রোহিংগা খুব অল্প মানুষই বলে থাকে।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

পদ্মপুকুর বলেছেন: আপনি বিষয়টাকে একেবারে সমসাময়িক সময়ের আলোকে বিশ্লেষণ করেছেন এবং এর জন্য মুসলিমদেরকে দায়ি করছেন।

একটু পেছনে ফিরে যান, দেখবেন বস্তবতা অন্যরকম:
ইহুদি জাতির ইতিহাসে তাঁরা সবচেয়ে ভালো অবস্থায় ছিল যখন তাঁরা মুসলিম স্পেনের অধীনে ছিল। এ সময়টাকে ইহুদি ইতিহাসে স্বর্ণসময় বলা হয়। তাঁরা এ সময় এতটাই ভালো ছিল যে ক্রিশ্চানরা প্রতারণার মাধ্যমে স্পেন দখলের ধারাবাহিকতায় যখন মুসলিমদের দেশত্যাগে বাধ্য এবং ইহুদিদের জন্য স্পেনে থাকা বা নিরাপদে চলে যাওয়ার প্রস্তাব দিল, তখন তাঁরা ক্রিশ্চান শাসিত স্পেন ছেড়ে মুসলিম শাসিত রাজ্যগুলোতে মাইগ্রেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। এ ধরনের আরো উদাহরণ আছে।

বাংলাদেশ, পাকিস্তান, ইরান বা অন্যান্য দেশ থেকে অমুসলিমরা চলে যায় কিন্তু মুসলিমরা অমুসলিম দেশ ত্যাগ করে না। এর কারণও ঐতিহাসিক। ইসলামের ইতিহাস অধ্যয়ন করলে দেখবেন মুসলিমরা যে দেশেই গিয়েছে, সে দেশকেই নিজের দেশ হিসেবে মেনে নিয়েছে। একই কারণে দেশ ছেড়ে সাধারণত যায় না।

মুসলিমদের বর্তমান আচরণ এবং মুসলিমদের সম্পর্কে যে ধারণা বর্তমানে বিদ্যমান, সেটা তৈরী করতে অমুসলিমরা, বিশেষত ক্রুসেডাররা ক্রুসেড পরবর্তী সময় থেকেই চেষ্টা করে গেছে। ফলশ্রুতিতে অমুসলিমরাতো বটেই, অসংখ্য মুসলিম মনে করে যে এই অবস্থার জন্য মুসলিমরাই দায়ি।

সর্বশেষ একটা প্রশ্ন: ভ্যাটিকানে কি যে কেউ চাইলেই থাকতে পারে?

ভালো থাকবেন, শুভ ব্লগিং।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


ভ্যাটিকানে যে কোন মানুষ যেতে পারে, থাকতে পারে।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: দু’একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে বাংলাদেশেই মনে হয় সব ধর্মের লোকেরা সবচেয়ে শান্তিপুর্ণভাবে সহাবস্থান করছে।

বাংলাদেশীরা অন্তত বৌদ্ধদের বৌদ্ধ বলে অত্যাচার করে মায়ানমারে পাঠিয়ে দেয়না, হিন্দুদের গিয়ে বলেনা যে, “তোমরা পাঠা বলি দিতে পারবানা, তার মাংস ক্ষেতে পারবানা।”

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


অন্য ধর্মীদের ব্যাপারে, মুসলিম দেশগুলো মাঝে বাংলাদেশে সবচেয়ে ভালো অবস্হানে আছে; তবে, অন্য ধর্মীরা পুরোপুরি স্বাচ্ছনদে নেই।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অমুসলিমদের মক্কায় প্রবেশ নিষেধ নাকি ক্বাবা শরীফে?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


মক্কায় বসবাস নিষেধ

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মক্কায় অন্য ধর্মের মানুষ বসবাস করে। রাসূলের সময়েও করেছেন। শুধু হেরেম শরীফে প্রবেশ করতে পারেনা।

আপনার থিউরি ঠিক নয়। মক্কা বলতে আপনি কি বুঝিয়েছেন? শহর নাকি হেরেম শরীফ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


নীচের অংশ গুগল থেকে:

In the City of Mecca, only Muslims are allowed. Non-Muslims may not enter or travel through Mecca; attempting to enter Mecca as a non-Muslim can result in penalties such as a fine; being in Mecca as a non-Muslim can result in deportation.

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

দেশী পোলা বলেছেন: আপনে উলুবনে মুক্তা ছড়াইতেছেন, এখন এইসব ছাগল দিয়া হালচাষ কইরা কি কি ফল পাইলেন তা নিয়া একটা পোস্ট দেন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


রেজাল্ট তেমন নেই

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাকে সোর্স দিবেন কি, প্লিজ। জানতে চাচ্ছিলাম কবে থেকে এই নিয়ম চালু হয়েছে। ইসলাম ধর্মে এই বিধিনিষেধের কথা বলা হয়েছে কি?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



https://www.google.com/search?q=can+non+muslims+live+in+mecca&oq=can+non+muslims+live+in+mecca&aqs=chrome..69i57.17727j0j8&sourceid=chrome&ie=UTF-8


"In the City of Mecca, only Muslims are allowed. Non-Muslims may not enter or travel through Mecca; attempting to enter Mecca as a non-Muslim can result in penalties such as a fine; being in Mecca as a non-Muslim can result in deportation. "

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

মহসিন ৩১ বলেছেন: এ লেখাটা সুধু যে প্রাসঙ্গিকতায় রিদ্ধ তাই সুধু নয়; এটি মানুষের বসবাসের জন্য গুরুত্বপূর্ণএমন কিছু প্রয়োজনীয় কিছু বিষয়কেও তুলে ধরতে পারে। পোস্ট টি অবশ্য সাম্প্রতিক ঘটনার আড়ালে বিভিন্ন ধর্মের মানুষেরা কেন মুসলিম দেশ থেকে সটকে পড়ছে তার কারণ নিয়ে আলোচনা। আসলে সব মুসলিম দেশ দরিদ্র নয়, তবুও তো দেখা যাচ্ছে যে ধনী মুসলিম দেশগুলো থেকে তাদের দেশের অন্যান্য ধর্মাবলম্বীরা হয়তো উন্নয়নের কোন সুফল পাচ্ছে না বলে ধনী দেশে চলে যায়। এ নীতিই এখন দরিদ্র মুসলিমরাও অনুসরণ করে যাচ্ছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


অর্থনীতিও বড় কারণ।
তবে ইরানের বেলায়, ইহুদীরা সেখানে ধনী ছিলো; কিন্তু দেশে ইসলামী ব্যাপার স্যাপার কড়া হয়ে যাওয়ায় তারা চলে গেছে

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গুগল হলো তথ্যের ভাণ্ডার। এখানে বিভিন্ন তথ্য থাকতে পারে। আমি/আপনি অথবা ব্লগের পরিবেশ বিনষ্টকারীরা ব্লগ যে লেখা লিখি অনেক সময়'এটাও অন্যকে সোর্স হিসেবে দেখায়। প্রশ্ন হলো তথ্যের সঠিকতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে। এটা সরকার প্রদত্ত ঘোষণা কিনা বা ধর্মীয় বিধি নিষেধের আওতাভুক্ত কিনা?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:

এখানে ধর্মীয় কারণ:

http://lifeinsaudiarabia.net/blog/2014/10/01/punishment-for-non-muslims-for-entering/

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ২১ নং এ দেশীপোলার সাথে আমিও বলি, উলুবনে মুক্তো ছড়িয়ে কোন লাভ নেই............ রেজাল্ট কি তা জানাই আছে...........

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা শুনুক; ব্লগারেরা সবচেয়ে উদার জেনারেশন

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

সেয়ানা পাগল বলেছেন: ভারতে সাম্প্রতিক ইস্যু হচ্ছে " লাভ জিহাদ "

কী এই ‘লভ জিহাদ’?

অনেকে একে রোমিও জিহাদ বলে থাকে। এতে মুসলিম যুবকেরা অন্য ধর্মের তরুণীদের প্রেমে ফাঁসিয়ে তাঁদের ধর্ম বদলে মুসলিম করে তোলেন।
২০০৯ সালে এই বিষয়টি প্রথম কেন্দ্রের নজরে আসে। প্রেমে ফাঁসিয়ে কেরল এবং ম্যাঙ্গালোরে বহু তরুণীর ধর্ম বদলে দেওয়ার খবর সামনে আসে সে সময়। কিন্তু, মুসলিম সংগঠনগুলি বরাবরই লভ জিহাদকে অস্বীকার করে এসেছে।
‘লভ জিহাদ’ প্রসঙ্গে এই প্রথম বেনজির পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এত দিন ‘লভ জিহাদে’র অস্তিত্বই স্বীকার করেনি শীর্ষ আদালত। তবে, এই প্রথম এনআইএ-এর মতো জাতীয় তদন্তকারী সংস্থাকে এ নিয়ে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
কেরলের একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রন নেতৃত্বাধীন একটি কমিটির তত্ত্বাবধানে এ নিয়ে তদন্ত করবে এনআইএ। এ দিন আদালতে এনআইএ জানিয়েছে, দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক ‘লভ জিহাদ’। এবং বাস্তবিকই ‘লভ জিহাদ’ হয়। দেশের বহু প্রান্তে এমন বহু ঘটনা ঘটছে যেখানে দেখা যাচ্ছে, হিন্দু তরুণীদের তাঁদের ধর্মান্তরিত করা হচ্ছে। এর পর তাঁদের মুসলিম যুবকদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। এবং একে ‘লভ জিহাদে’র নাম দেওয়া হচ্ছে।
টনাটি গত ডিসেম্বরের। কেরলের মুসলিম যুবক শাফিন জাহান বিয়ে করেছিলেন এক হিন্দু মেয়েকে। শাফিনের দাবি, বিয়ের আগেই তাঁর স্ত্রী মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই বিয়ের বিরুদ্ধে আদালতে যান মেয়েটির বাবা। তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে এই ভাবে বিবাহযোগ্য মেয়েদের ‘ভুলিয়ে’ মৌলবাদে দীক্ষিত করার পরিকল্পিত চক্রান্ত চলছে। তাঁর মেয়েও এই ‘লভ জেহাদ’-এর শিকার।
বহু দিন ধরেই হিন্দুত্ববাদী সংগঠনগুলির নিশানায় রয়েছে ‘লভ জেহাদ।’ সংগঠনগুলির দাবি, কখনও বিয়ের মাধ্যমে, কখনও ভয় দেখিয়ে বা টাকা দিয়ে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করা হচ্ছে এবং তাদের নিজেদের দলে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এ দিন সুপ্রিম কোর্টে এনআইএ-ও জানিয়েছে, দেশের পক্ষে ‘লভ জেহাদ’ বিপজ্জনক।

পাকিস্তানে এই ধরনের ঘটনা নতুন নয়। জোর করে ধর্মান্তরিত করে বিয়ে আটকাতে সিন্ধ অ্যাসেম্বলিতে আইনও আনা হয়েছিল। কিন্তু, কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির চাপে সেই পদক্ষেপ প্রশ্নের মুখে পড়ে। আরতির ঘটনা ফের প্রমাণ করল, আইনকে ঢাল করেও জোর করে ধর্মান্তরিত করার ঘটনা সে দেশে আটকাতে সক্ষম হয়নি প্রশাসন।

হিন্দু এক শিক্ষিকাকে অপহরণ করে জোর করে বিয়ে করার অভিযোগ উঠল। গত শনিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের খাইরপুর জেলায়। জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম আরতি কুমারী। কাশিম মডেল স্কুলে শিক্ষকতা করেন আরতি।
সম্প্রতি নাইলা ইনায়ত নামে পাকিস্তানে কর্মরত এপি-র এক সাংবাদিক একটি টুইট করেন। সেই টুইটেই গোটা ঘটনাটির উল্লেখ করেছেন নাইলা। টুইটে ওই সাংবাদিক জানান, ১৯ বছরের আরতিকে অপহরণ কর হয়। এর পর, মাথায় বন্দুক ধরে স্থানীয় এক মুসলিম যুবকের সঙ্গে বিয়েও দেওয়া হয় তাঁর। জোর করে ধর্মান্তরিত করে আরতির নতুন নাম দেওয়া হয়েছে মাহইউশ। নাইলার দাবি, আমির ওয়াসান নামের এক ধর্মীয় নেতার তদারকিতেই গোটা ঘটনাটি ঘটেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০

চাঁদগাজী বলেছেন:


পাকীরা কি করে বুঝা মুশকিল, ঐগুলো অর্ধ-মানব।

২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

সেয়ানা পাগল বলেছেন:

এটা সৌদি হাইওয়েতে মক্কা প্রবেশের আগে সাইনবোর্ডে সতর্কবার্তা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



আমি ১ মিনিট আগে পড়ছিলাম; ভালো হলো আপনি দেয়াতে

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: শেষের কথাটা খুব ভালো বলেছেন। আসলেই একটা সমাধান দরকার।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


এগুলো যে সমস্যা, সেটা বুঝে পদক্ষেপ নিলে, অবস্হা কিছুটা বদলাতো

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: মক্কার কথা আলাদা, মক্কায় অনেক দিন আগে থেকেই মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের লোকদের প্রবেশ নিষেধ। অন্য ধর্মের লোকেরা মক্কার কিছু নিয়ম আছে তা জানে না, আর অন্তঃবর্তি কিছু বিধি নিষেধ আগে থেকেই সৌদি বাদশাহ চালু করে গেছেন। তাই মুলিম ছাড়া মক্কায় কোনো অন্য ধর্মের লোক ঢোকা নিষেধ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


বাদশাহ নিশ্চয় বড় ধরণের ভুল করেছিলেন; এখন খুলে দিলেও মুসলিমদের সুনাম হতো।

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২১

দোদূল্যমান বলেছেন: মায়ানমার কর্তৃক রোহিঙ্গা ম্যাসাকারের সাথে মক্কায় অমুসলিমদের প্রবেশধিকারের কোনই সম্পর্ক নেই। আরাকানে/রাখাইনে হাইটেক পার্ক বা সমুদ্রবন্দর বা তেল-গ্যাস খনিজ সম্পদ আহরন ইত্যাদি কোন একটি কৌশলগত অর্থনৈতিক কারণে চীন, রাশিয়া, ভারতের সাপোর্টে মায়ানমার উচ্ছেদ অভিযান চালাচ্ছে। (আমাদের দেশে বস্তিতে আগুন লাগানো হয় যে কারণে।)

রোহিঙ্গাদের পক্ষে বর্মিজ মগদের বিরুদ্ধে সুপারপাওয়ারদের গানশিপের বুলেট বা মিসাইল খরচ করে কী লাভ? রোহিঙ্গারা কত ডলারের ব্যবসা দেয়? মায়ানমারের শত শত কোটি ডলারের ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি হার্ডওয়্যার প্রজেক্ট চীন, ভারত আর রাশিয়ার পকেটে। অস্ত্রে কিনেছে ইসরাইলের কাছ থেকে। সুপারপাওয়ারদের তথাকথিত মানবাধিকারের পাল্লায় শুধু ডলার মাপা যায়। পানিতে ভাসা নবজাতকের হাজারো লাশ কিংবা গণধর্ষণের শিকার হাজারো তরুণীর লাশগুলিকে ওই পাল্লা নাক সিটকায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি নিশ্চয় কবিতা লিখেছেন?

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৩

আবদুল মমিন বলেছেন:



ইসলাম ধর্ম নিশ্চয় চাঁদগাজীর লজীক দিয়ে তৈরী নয় যে মক্কায় কে থাকবে কে থাকবে না কে কোথায় ঢুকা উচিত আর কে কোথায় ঢুকতে পারবেনা এটা চাদ্গাজী ঠিক করে দিবে । ইস্লামের সকল নিয়ম কানুন ই আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ বা নিশেদ করা , এখানে কোন হুজুর মাওলানা বা রাম রহিমের চাদ্গাজীর বা তাল পাতা কলা পাতার আবদার রক্ষা করবে । তবে হাঁ ধরমের নামে যে সকল মত বাদ গুলা চলমান তারা তাদের অস্তিত্ত রক্ষায় এ সকল পাদ্রি পুরোহিত গাজী পাজীর আবদার রক্ষা করে থাকে , বিদ্যালয়য় আর পতিতালয় এর মাঝে একটা সমন্নয় করার চেস্টা করে থাকে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনাদের মত কমবুদ্ধিমানদের অপরাধের মুল্য দিচ্ছে রোহিংগারা ও সিরিয়ানরা।

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৫

আবদুল মমিন বলেছেন:


আপনাদের মত কমবুদ্ধিমানদের অপরাধের মুল্য দিচ্ছে রোহিংগারা ও সিরিয়ানরা।[/sb

:P আমার যে বুদ্ধি কম এটা আমার মা বাবা থেকে শুরু করে গ্রামের অনেকেরই সত্তায়ন করা ,তাই আপনার বিশাল বুদ্ধি দিয়ে কি করলেন এই পর্যন্ত ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:


২০০০ এর বেশী বাংগালীকে কম্প্যুটিং শিখায়েছি; এরা মুলত বাংলাদেশ দেশ থেকে অনার্স ও সাধারণ ব্যাচেলর, মাস্টার্স; বিদেশে ট্যাক্সী চালাতেন, এদের বড় অংশ চাকুরী প্রফেসানেল পেয়েছেন; এবং এদের ফ্রি পড়ায়েছি। আরও অনেক বড় একটা ব্যাপার আছে, সেটা বলবো না।

আপনার ভাবনাচিন্তা জাতির জন্য ভালো নয়।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩২

কানিজ রিনা বলেছেন: মোক্কানগরী প্রটেক্শন দেওয়া প্রথম থেকেই
ইহুদী কেরাইশরা হজ্জ পালন মৌশুমে
আশে পাশের শহর থেকে জমায়েত হোত
মক্কার আশে পাশে প্রাচীরের আড়াঁলে
লুকিয়ে হজ্জপালনরত মুসলিমদের নোংড়া
জিনিস নিক্ষেপ করত। পুরান জুতা সেন্ডেল
পচাডিম আরও নোংড়া জিনিস। তখন
থেকে মক্কাশরীফ এলাকা প্রটেক্শন দেওয়া
তা আস্তে আস্তে পুরা মক্কানগরী এখন
প্রটেক্শন রাখা আছে।
আমাদের দেশে মসজিদ মন্দির গুলতে
যেমন অন্য ধর্মীয় লোক প্রবেশ করেনা
প্রতিটি ধর্মীয় স্থানেই তাই।
তবে সংখ্যা লঘু প্রতিটা দেশেই কিছু কিছু ক্ষেত্রে অসহায় বোধ করে সংখ্যা গুরুদের
দাপটে। ইন্ডিয়াতে মুসলিমরা সবকষ্ট মেনে
নিয়েও নিজের মাত্ভূমি ছেড়ে যায় না।
কিন্তু আমাদের দেশের হিন্দুরা যেকোনও
অছিলা ধরে ভারতে যাওয়াই তাদের উদ্দেশ্য
আমাদের দেশের হিন্দুরা মনে করে ভারতে
মৃত্যু হলেই স্বর্গে যেতে পারবে।
সংলঘু রহিঙ্গা মুসলিমরা যুগযুগ ধরে
নিপিরীত বঞ্চিত হয়েও মাটি কামড়ে
পড়েছিল নিজের মাতৃভূমিতে। শেষমেষ
নাগরিকত্ব নাই বলে। খুন ধর্ষন রাহাজানী
আগুনে পুড়িয়ে ওদের বেড় করা হচ্ছে।
এইহোল সংখ্যালঘুদের বর্ননা। যেখানেই
সংখ্যালঘু সেখানেই সমস্যা। প্রতিটা দেশেই
কমবেশী অবহেলিত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:



এখন হজ্বের সময় পঁচা ডিম মারার মতো লোক আর বিশ্বে নেই; সময়ের সাথে মুসলমানেরা পঁচা ডিম থেকে বের হতে পারেনি; এগুলো সমস্যা। এগুলো মুসলামনদের পেছনে পড়ে থাকাকে প্রমাণ করছে; এতে মুসলমানদের জন্য সাপোর্ট কমছে।

আগে যেসব হিন্দু মুসলীম লীগের ভয়ে দেশ ছেড়েছে তারা অনেক কস্ট পেয়েছে ভারতে; এখন ভারতের অর্থনীতি ভালো, চলে গেলে ওদের খারাপ হচ্ছে না; অনেকে ভাবছে যে, অকারণে ভয়ে থাকার দরকার কি!

সিলেটে, একটা হিন্দু পরিবারের চাচাকে এক লোক মেরেছিল, পরে সেই পরিবারের স্বামী মেরেছে; সর্বশেষ মেয়েটাকে মানুষের সামনে মেরে ফেলে; ব্লগে এসেছি; নামটা ভুলে গেছি; এগুলো কি করে সম্ভব?


৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৫৭

অনল চৌধুরী বলেছেন: আপনার মতো মানুষদের মননের জন্য রোহিংগারা অন্যদের সমর্থন পাচ্ছে না [/sbবার্মায় তেল থাকরে এতোদিনে ইরাক,লিবিয়া আর সিরিয়ার মতো বিশ্বসন্তআসী এ্যামেরিকার নেতৃত্বে ইংল্যান্ড,ফ্রান্স,অষ্ট্রেলিয়াসহ আরো কয়েকটা দেশ এতোদিনে বিমান হামলা চালিয়ে রেঙ্গুন ধ্বংস করে দিত।সার্বিয়ার নেতাদের মতো আন্তর্জাতিক আদালতে বিচার হতো বর্মী সেনা আর সুকির।
কিন্ত রোহিঙ্গা,কাশ্মিরী আর ফিলিস্তিনী-কারোই তেল নাই।তাই গণতন্ত্র আর মানবাধিকারের প্রবর্তকদের বিমান হামলাও নাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



সার্বিয়ানরা বসনিয়ার তুর্কীদের বিরুদ্ধেই অপরাধ করেছিল, বসনিয়ার তেল ছিল না।

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০০

অনল চৌধুরী বলেছেন: সৌদি আরবে অন্যান্য ধর্মের লোকও প্রচুর আছে।পবিত্র জায়গায় কে থাকবে না থাকবে,সে সিদ্ধান্ত নেবে সে দেশের সরকার।অন্য কেই এব্যাপারে কিছু বলতে পারেনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


সৌদীর সরকারই বলছে যে, মক্কায় মুসলিম ব্যতিত অন্যরা যেতে পারবে না; কিন্তু দোষটা যাচ্ছে সব মুসলিমের গায়ে; আপনার ভাবনার ভেতরে তাল গাছ জন্ম নিয়েছে।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৬

অনল চৌধুরী বলেছেন: সৌদীর সরকারই বলছে যে, মক্কায় মুসলিম ব্যতিত অন্যরা যেতে পারবে না[/sb হঠাৎ করে এই সিদ্ধান্ত হয়নি।ইসলামের ইতিহাস পড়ে দেখেন,কিভাবে ইহুদীরা দিন-রাত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো।ওদের উপর রোহিঙ্গাদের মতো গণহত্যা না চালানোই ভুল হয়েছে।তাহলে আর আজ পৃথিবীতে এতো অশান্তি করতে পারতো না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


ইহুদীদের বিদ্যার জোর আছে, জার্মানও ওদের সাথে বুদ্ধিতে পেরে উঠেনি; আরব মারব তো পান্তাভাত; কিতাবী ধর্মের ১ম বই ওদের।

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০৮

অনল চৌধুরী বলেছেন: সার্বিয়ানরা বসনিয়ার তুর্কীদের বিরুদ্ধেই অপরাধ করেছিল, বসনিয়ার তেল ছিল না। বসনিয়রা মুসলিম,কিন্ত তুর্কি না।
রাশিয়াকে জব্দ করার জন্য সার্বিয়াকে শায়েস্তা করা হয়েছিল।এখন সাহস থাকলে চীনকে শায়েস্তা করার জন্য বার্মা আক্রমণ করুক।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ও বার্মার মাঝে কোন বিষয়ে সমস্যা নেই।

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১১

অনল চৌধুরী বলেছেন: আরও অনেক বড় একটা ব্যাপার আছে, সেটা বলবো না-এই বড় জিনিসটা কি বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করে ?এ্রামেরিকাকে মহান করার অপচেষ্টা????

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


না, সেটা হলো, ১৯৭১ সালের জেনারেশনের মানুষ।

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি সবসময়ই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ভাবে অতিসূক্ষতার সাথে মুসলিম এবং ইসলামকে ছোট করার কাজে লিপ্ত; কেন? এতোকিছু থাকতে আপনি কেন মক্কা মদীনা নিয়ে কোমর বেধে মাঠে নেমে পড়লেন? গতকালই আনন্দবাজার পত্রিকায় দেখলাম একজন খ্রিষ্টান ভক্তিগীতিকারকে হিন্দুদের উপাসরালয়ে যেতে দেওয়া হয়নি কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওনার রচিত ভক্তিগীত সেই উপাসনালয়ে নিয়মিত গাওয়া হয়। এরকম বহু উদাহরণ আছে।

আর হ্যাঁ আপনি সবসময় বাংলাদেশীদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করেন এটাও আপনার একটা সভাব সেই সংগে আছে মহা পান্ডিত্যভাব আপনি সব জানেন অন্যরা কেউ কিছুই জানেনা।


ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা নিজের ভুল ধরতে পারে না বলে, লাখ লাখ মুসলমান প্রাণ হারাচ্ছে, দেশের পর দেশ বালিতে মিশছে, সেটা বুঝার মতো ক্ষমতা আপনার নেই; আপনার নিজের সমস্যার জন্য আমাকে দায়ী করছেন!

ইহুদী, খৃস্টান ও মুসলিম ধর্ম একই সুতোয় গাঁথা: সবাই জেরুযালেমে যেতে পারে, পশ্চিমের দেয়ালে হাত রাখতে পারে, ভ্যটিকানে যেতে পারে, চার্চে ঈদের নামাজ পড়তে পারে, সেখানে কেন একজন আমেরিকান, বা কানাডিয়ান মক্কা যেতে পারবে না? আপনার মগজ কাজ করেতো?



১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


রোহিংগাদের বিরুদ্ধে মনোভাব গঠনের পেছনে তালিবান থেকে শুরু করে, পাকিস্তানী ও আপনার মতো লোকের মনোভাবও আংশিকভাবে দায়ী।

৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্যদের সাথে যেমন ব্যবহারই করি না কেন, আমরা চাই অন্যেরা আমাদের সাথে ভালো ব্যবহার করুক; এই হলো অবস্থা! আমরা ভুলে যাই যে অন্যদেরও মত ভিন্নতা থাকতে পারে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা অশিক্ষিত হওয়ায়, তাদের কৃতকর্মের ফলাফল বুঝতে পারে না। তারা আসল কারণ বুঝে না, ভুল সমাধান বের করে।

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মুসলমানেরা সবসময়ই বলবে এ দেশের হিন্দুরা পাশের দেশগুলোর চেয়ে ভালো আছে, হিন্দুর সংখ্যা শূন্যতে নেমে এলেও।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


হিন্দুরা বৃটিশ আমলে, মুসলমানদের চেয়ে বেশী শিক্ষিত ছিলো; মাইনোরিটি হিসেবে, আজকের বাংলাদেশে মোটামুটি ভালো আছে; কিন্তু তাদের মাঝে অস্হিরতা আছে; তারা জামাতকে যেমন ভয় করে, আওয়ামী লীগকেও ভয় করে; ভয় তাদের সংগী, এটাই সমস্যা

৪২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

বারিধারা বলেছেন: "ইরানে অন্য ধর্মের লোকেরা কোনদিন স্বাচ্ছন্দ বোধ করেনি, তারা ক্রমেই চলে গেছ"

ডি ডব্লিউ চ্যানেল তো আপনার কথায় সমর্থন দেয়না

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


নিউইয়র্কে শহরের লং আইল্যান্ডে "গ্রেট নেক" নামে উপর শহর আছে, সেটার মুল বাসিন্দারা ইরানী ইহুদী ও ইরানী খৃস্টান; সম্ভব হলে, নিজে কিংবা জানাশোনা লোকদের দ্বারা জেনে নেবেন।

৪৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার সমস্যা কোথায় ? আপনি দেশের বাহিরে কেন? আপনাদের মত লোক দেশে বড় বেশি প্রয়োজন । B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি দেশের ভেতর ও বাহিরে আছি। দেশের মানুষকে বুঝানোর চেস্টা করছি।

৪৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

নতুন বিচারক বলেছেন: আপনাগো এই সকল লেখা ঘন্টার পর ঘন্টা লটকাইয়া ধইরা রাখে কৃতপক্ক তখন সমস্যা হয়না । আর আমগো
কোন একটা লেখা হিট হলে পরের লেখায় ব্যান করে ।
পুরাই অকৃতজ্ঞ কৃতপক্ষ এই সামু মামুর কলাকৌশিলি গুনিজনেরা। ধিক জানাই এমন বাজে ব্লগ কৃতপক্ষদের।
এই কথাগুলোর জন্য আমার নামে একটা রিপোট করেন যান। ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমি কারো নামে রিপোর্ট করি না; উহা আপনার কাজ। আপনার কয়টি নিক ব্যান হয়েছে? আমার হয়েছে ৬টি।
লেখা পছন্দ হয়নি?

৪৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

রাতু০১ বলেছেন: সহমত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা নিজেরা কি করছে, সেটার কি ফল ফলছে, সেটা বুঝার চেস্টা করে না

৪৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

বাবুরাম সাপুড়ে১ বলেছেন:
গত ৪০-৫০ বছরে পৃথিবীর প্রায় সমস্ত মুসলিম প্রধান দেশে অমুসলিমদের সংখ্যা কমেছে , উল্টোদিকে ,আলহামদুল্লিলা ,একই সময়ে পৃথিবীর প্রায় সমস্ত ( দু -চারটে ব্যতিক্রম থাকতে পারে ) অমুসলিম প্রধানদেশে মুসলিমদের সংখ্যা বেড়েছে।
এই বিশ্ব একদিন ইসলাম প্রধান এবং কাফির মুক্ত হবে ইনশাল্লাহ !
সবাই আমীন বলুন !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


মুসলিমরা নিজ মাতৃভুমি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, সেইদিকে খেয়াল নেই।

৪৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

স্বতু সাঁই বলেছেন: কথিত মুসলমানেরা নারাই তাকবির আল্লাহু আকবার কইয়া খালি কোপাইতে জানে। তাই স্ব-গোত্র ও অন্য গোত্রের কোপানী খাইতাছে এখন। কোপানী দেইখা কেউ চোখের জলও ফেলায় না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা নিজেদের বুঝার মতো অবস্হানে নেই; তাদের কৃত কর্ম কি ফল দিচ্ছে, সেটার খবর নেই

৪৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

ফিল্ড মার্শালঃ বলেছেন: পৃথিবীতে মুসলমানরা যে পরিমাণে নিপীড়িত অন্যকোনো ধর্মের মানুষেরা এতোটা নিপীড়িত নয়। কিন্তু তারপরও মুসলমানদের জন্য মানবতার বাণী স্তব্ধ হয়ে থাকে। আর বাংলাদেশেও এমন কোনো বিশাল সমস্যা তৈরি হয়নি যে হিন্দুদের চলে যেতে হবে। ওরা চলে যাচ্ছে ভারতে। নিজেদের ইচ্ছায়। কেউ তাদের জোর করে পাঠাচ্ছেনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনা চিন্তা গুহা মানবের লেভেলে আছে

৪৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

স্বতু সাঁই বলেছেন: ইসলামের বিকৃতি ঘটে বিবর্তন ঘটেছে ডারউইনের মতবাদের। ইসলাম বিবর্তিত হয়ে এখন একটা নতুন ধর্মের প্রবর্তন ঘটবে বলে মনে হচ্ছে। এখন সেটা কেমন প্রজাতির হবে তা অপেক্ষার বিষয়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সব কিছু বদলে যায়, ইসলাম বদলায়েছে; তবে, সময়ের অনুকুলে নয়

৫০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

স্বতু সাঁই বলেছেন: অনুকুল মলবী মওলানাদের। ইসলামের সুবাদে মুরগীর রানটা তাদের পাতে পড়ে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


সব ধর্মই ঐভাবে চলছে; ধর্মের পুরোহিতরা পেছনে পড়ে যাওয়া মানুষ, তাদের ভাবনা চিন্তা পেছনের হওয়াতে, তাদের বড় অংশ কোন সঠিক পথে আয় করতে পারে না।

৫১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেল, আপনি কি অনলাইনে ইনকাম করেন নাকি এখন অবসর গ্রহণ করেছেন। আপনাকে সবসময় দেখা যায় ,তাই জিজ্ঞেস করলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি কাজ করছি; তবে, ব্লগে একটু বেশী সময় দিচ্ছি; আমি যা দেখেছি জীবনে, সেটার আলোকে ব্লগারদের জানাতে চাচ্ছি

৫২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা ভালো জিনিস। অভিজ্ঞতা, জ্ঞান এগুলো পুরোনদের থেকে নতুনদের মাঝে ছড়ায় দিতে না পারলে সেটার ভ্যালু থাকে না। তবে সমস্যা হচ্ছে সবাই এখন নিজের মতবাদ নিয়ে খুব সন্তুষ্ট,গর্বিত,চমৎকৃত।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



মানুষ সব সময় নিজকে নিজে মাপতে পারে না; সেজন্য ফিডব্যাকের উপর নির্ভর করতে হয়; সেদিকে আমি খেয়াল রাখার চেস্টা করছি।

৫৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মজার ব্যাপার হচ্ছে, আপনি যেসব ফিডব্যাক পান অধিকাংশই আপনার বিরুদ্ধে। হেয় করার জন্য বলছি না, এ পর্যন্ত যা দেখলাম তাই বললাম। আর আগের কমেণ্টে মতবাদ নিয়ে লিখা লাইনটি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে বলি নাই(যদি ভেবে থাকেন আরকি)।
জেনারেল ভাবে বলেছি। আমিও এর মধ্যে পড়ি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


ফিডব্যাক সবার জন্য সত্য; আমার সাথে অনেকের গরমিল হচ্ছে; সেখান থেকে আমি অনেক ব্যাপারে ধারণা নিচ্ছি।

৫৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজকের আলোচনার মূল বিষয় সম্ভবত 'মানবতা', যার অভাব বিশ্বময়।
জাতিভেদ মানবতার চিরশত্রু

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


বিরহ থেকে বের হয়ে, আপনার এই এলাকায় আসা দরকার।

৫৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মানুষের কথা, মানবতার কথা সবার কাছ থেকেই মানুষ গ্রহণ করতে চায় না।

দোআ করবেন শ্রদ্ধেয়, লেখার সাধ আছে আমার।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



ভালো

৫৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

এই আমি রবীন বলেছেন: রামের বেটা লব-কুশের শহর লাহোর হিন্দু শুন্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



পাকীরা সবাইকে তাড়িয়ে এখন নিজেদের লোককে মারছে

৫৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



কানাডা আর আমেরিকায় বসন্ত বাতাস বইছে। দেশি বিদেশি সব পাখির মুখেই কুহুকণ্ঠ। মেইক দাই সেল্ফ গ্রেট আগেইন....

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



এখন শরৎ (অটাম)

৫৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৪

অনল চৌধুরী বলেছেন: না, সেটা হলো, ১৯৭১ সালের জেনারেশনের মানুষ-কথাটার মানে যাদের জন্ম ১৯৭১ এ।আপনার জন্ম ১৯৫০ এর দশকে।ভুল লিখেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেশন সম্পর্কে আপনার ধারণা নেই; জেনারেশন প্রতি বছর হিসেবে হিসেব করা হয় না, কোন উল্লেখযোগ্য ঘটনা ইত্যাদির সময়ের লোকজনকে একটা জেনারেশন হিসেবে ধরা হয়; এবং জেনারেশনে গড়ে যুবকদেরকে মুল হিসেবে নেয়া হয়।

৫৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৬

অনল চৌধুরী বলেছেন: ইহুদীদের বিদ্যার জোর আছে, জার্মানও ওদের সাথে বুদ্ধিতে পেরে উঠেনি-হিটলার-হিমলার-আইখম্যানরা সব ইহুদী শেষ করে দিলে ওরা আর ফিলিস্তিন দখল করে আরব মারতে পারতো না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইহুদীরা মোটামুটি কাউকে মারতে চাহেনী, আরবেরা ওদের মারতে গিয়ে মরেছে।

৬০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৯

অনল চৌধুরী বলেছেন: ত ৪০-৫০ বছরে পৃথিবীর প্রায় সমস্ত মুসলিম প্রধান দেশে অমুসলিমদের সংখ্যা কমেছে , উল্টোদিকে ,আলহামদুল্লিলা ,একই সময়ে পৃথিবীর প্রায় সমস্ত ( দু -চারটে ব্যতিক্রম থাকতে পারে ) অমুসলিম প্রধানদেশে মুসলিমদের সংখ্যা বেড়েছে।
এই বিশ্ব একদিন ইসলাম প্রধান এবং কাফির মুক্ত হবে ইনশাল্লাহ !
সবাই আমীন বলুন ! -নামে না কাজে? আরবরা বেশীরভাগই ধর্মরিরোধী কাজে করে।ধর্মান্তরিত হওয়ার পর বক্সার মোহাম্মদ আলী ২ টা অবৈধ সন্তান জন্ম দিয়েছিল।এধরণের কাজ করলে কেউ নিজেকে ধার্মিক দাবী করতে পারেনা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


ধর্ম মানুষকে এখনো কিছু দেয়নি, মরার পর দেবে।

৬১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩১

অনল চৌধুরী বলেছেন: অাপনি না জেনে কথা বেশী বলেন।প্রতি ১০ বছরে একটা প্রজন্ম ধরা হয়।উইকিপিডিয়া পড়ে দেখেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


প্রতি ১০ বছরে, বা ঐ ধরণের সাধারণ মাপের কথা বলা হয়ে থাকে, তবে সেগুলো আসল নয়; আমেরিকার "বেবী বুমারস"রা ১০ বছরের জেনারেশন নয়; বাংলাদেশের '৭১ এর জনারেশন মানে যারা ১৯৭১ সালে যারা জন্মেছে, তারা নয়; আপনাকে জানতে হবে মুল ডেফিনেশন ও তাদের পেছনের অর্থ।

৬২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

শাহেদ খান বলেছেন: আপনার পোস্ট এবং কমেন্টস-সহ পড়লাম। বিষয়গুলো আলোচনার দাবি রাখে। কিন্তু আপনি যেভাবে আপনার পাঠকদের দু-চার লাইনের মন্তব্য দেখেই তাদের চরিত্র/মানসিকতা নিয়ে বিচারকাজ সেরে ফেলছেন, তাতে আপনার বিচারপ্রক্রিয়ায় কতটা ভরসা রাখা যায় বুঝতে পারছি না। (যদিও আপনার সাথে ব্লগে পরিচিত হইনি এখনও তেমন)

যাই হোক, সবসময়ের শুভেচ্ছা!

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


এখানে যারা করেছেন, তাদের লেখা আমি পড়ি

৬৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

অনল চৌধুরী বলেছেন: যাদের ৭১ এ জন্ম,তারা ৭১ এর প্রজন্ম।আপনি যে সময়ে জন্মেছেন,সেই সময়ের প্রজন্ম।আপনার ধারণা সম্পূর্ণ ভুল।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আপনি বাতাসে বড় হচ্ছেন! আমেরিকার "বেবী বুমারস" ও "এক্স জেনারেশন" কোন সালের লোকেরা?

৬৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

অনল চৌধুরী বলেছেন: ইহুদীরা মোটামুটি কাউকে মারতে চাহেনী, আরবেরা ওদের মারতে গিয়ে মরেছে-আপনি হিটলারের ভয়ে ইউরোপ থেকে ফিলিস্তিনে গিয়ে আরবদের বাড়ি দখল করতে যাবেন আর আপনাকে মারবে না? সুরা কি বেশী গিলেছেন?
এখন প্রতিদিন নিরস্ত্র ফিলিস্তিনী মারছে না ইহুদীরা?

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


ফিলিস্তন তখন বৃটিশ কলোনী ছিল, ওরা বৃটিশের খাস জমিতে বেশীর ভাগ ছিলো; সাথে কিছু বৃটিশ খাস জমি আরবদের থেকে নামমাত্র মুল্যেও কিনে ছিল; তদুপরি, ইহুদী সন্ত্রাসীরা কিছু এলাকায় হত্যাকান্ড চালায়েছিল; যা আরবদের ঐক্য না থাকাতে ঠেকাতে পারেনি।

৬৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

গ্রীনলাভার বলেছেন: বিতর্কিত পোষ্ট।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


কিন্তু এসব ঘটনা দীর্ঘ মেয়াদী সমস্যার কারণ হচ্ছে

৬৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: আপনি অল্প কথায় ভালো বিশ্লেষণ করেন । এটাও সেরকম ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


মুসলিম দেশগুলো অন্যধর্মীদের তাড়িয়ে দেয়; তাদের তাড়ালে, তারা স হ্য করতে পারে না

৬৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: দুটো বিষয় এক নয়। তাই তুলনাটা সামঞ্জস্যহীন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


মুসলমানদের দেশ থেকে যখন লোকজন পালায়, সেটা সমস্যা হয় না; অন্য দেশ থেকে যখন মুসলমানদের তাড়ায়, সেটা সমস্যা হিসেবে ধরা পড়ে মুসলমানদের কাছে!


৬৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

দোদূল্যমান বলেছেন: চাঁদগাজী সাহেবঃ
৭১ এর প্রজন্মের মানুষ আপনি। বয়স তো অনেক হোল। এখনো বুঝে উঠতে পারেন নি বিশ্ব রাজনীতিতে পুঁজিবাদের প্রভাব। আর তাই কবিতা বলে উড়িয়ে দিলেন আমার কথাকে।

আপনাকে সাংবাদিক সাজ্জাদ আলম খানের “কর্পোরেট পুঁজির অক্টোপাসে মানবিক রাজনীতি” পড়ার আমন্ত্রণ রইল। লেখাটি দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছে ২৭ অক্টোবর।

কিয়দংশ এখানে পেস্ট করলাম আপনার জ্ঞাতার্থেঃ

“২০১১ সালে মিয়ানমার অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার শুরু করে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্র করা হয় উন্মুক্ত। ২০১২ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে দেয়া হয়। দেশটির সরকার ভূমি ব্যবস্থাপনা ও বণ্টন সম্পর্কিত বেশ কয়েকটি আইন প্রণয়ন করে। বড় কর্পোরেশনের জন্য বাড়তি মুনাফা লুটে নিতে দেয়া হয় বেশ ছাড়। পসকো, দায়ুউ’র মতো কর্পোরেট প্রতিষ্ঠান সরকারের সঙ্গে চুক্তি করে কৃষি ব্যবসায় চলে আসে। এর আগে ১৯৯০-এর দশক থেকে চীনের কোম্পানি শান প্রদেশে কাঠ, নদী ও খনিজসম্পদ ব্যবহার শুরু করে। প্রতিবেশী অন্য দেশগুলোর দৃষ্টি যেতে থাকে এসব সম্পদের দিকে। এর ফলে পূর্ব কাচিন এবং উত্তর শান রাজ্যে অস্থিরতাও তৈরি হয়। রাখাইন রাজ্যে চীনা ও ভারতীয় স্বার্থ এ দুই দেশেরই সম্পর্কের অংশ। অবকাঠামো ও পাইপলাইন নির্মাণ নিয়ে তৈরি হয় আধিপত্য বিস্তারের মনস্তাত্ত্বিক লড়াই। চীনের জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি নির্মিত ট্রান্সন্যাশনাল পাইপলাইন ২০১৩ সালের সেপ্টেম্বরে অপারেশন শুরু করে। রাখাইনের রাজধানী সিটুওয়ের মধ্য দিয়ে চীনের কুংমিং পর্যন্ত পৌঁছে যাচ্ছে এ সেবা। শাই গ্যাস ক্ষেত্র থেকে মিয়ানমার তেল ও গ্যাস গ্রহণের ব্যাপক চেষ্টা চালাচ্ছে। এ ধরনের জ্বালানি চীনের গুয়াংঝো পর্যন্ত বিস্তৃত করা হয়। একটি সমান্তরাল পাইপলাইন চীন থেকে কোয়াকফু (Kyaukphyu) বন্দর হয়ে মধ্যপ্রাচ্য যাবে। আর এই পাইপলাইন রাখাইন রাজ্যের স্থানীয় সম্প্রদায়কে ঝুঁকির মুখে ফেলেছে। স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পরিবর্তে জমিজমা অধিগ্রহণ, ক্ষয়ক্ষতির অপর্যাপ্ত ক্ষতিপূরণ, পরিবেশগত অবনতি এবং বিদেশি শ্রমিকদের আধিপত্য বাড়ছে। এদিকে সিটুওয়েতে গভীর সমুদ্রবন্দরে অর্থায়ন করছে ভারত। এটি কালান্দা মাল্টি-মোডল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যের সঙ্গে বঙ্গোপসাগরের সংযোগ স্থাপন করা হচ্ছে। রাখাইন রাজ্যের উপকূলীয় এলাকা স্পষ্টতই ভারত ও চীনের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ।“

পুরো প্রবন্ধঃ

https://www.jugantor.com/window/2017/09/27/158891/কর্পোরেট-পুঁজির-অক্টোপাসে-মানবিক-রাজনীতি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



এগুলো হচ্ছে, সবাই জানে, বার্মা এতদিন একলা হয়ে পড়েছিল ওরা অদক্ষ, চীন সেই সুযোগ নিচ্ছে; ভারতের পোর্টের দরকার আছে করছে। এতে রোহিংগা নিয়ে সমস্যা কি?

৬৯| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৬

দোদূল্যমান বলেছেন: আপনি বস্তির জমিতে ফাইভ স্টার হোটেল নির্মান করতে চান। কিন্তু বস্তির মানুষদের পূনর্বাসন করতে টাকা খরচ করতে চান না; তাহলে বস্তি উচ্ছেদ না করলে হোটেল কীভাবে নির্মান করবেন?

রোহিঙ্গাদের না তাড়ালে এইসব প্রজেক্ট হবে কী ভাবে?

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:



বার্মার যায়গার অভাব নেই; সরকার ও স্হানীয়রা রোহিংগাদের চাহে না

৭০| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০

নাঈমুর রহমান আকাশ বলেছেন: যদি সাধারণ মৃুসলমান আপনার তত্ত্বকথা বুঝতে পারতো তবে হুজুরদের পকেট ফাঁকা হয়ে যেত। ধর্মীয় সম্প্রীতির জন্য আগে মুক্তমন প্রয়োজন। সেটা বাজারী মোল্লাদের পাইকারী ওয়াজের কল্যাণে মানুষের মন থেকে বহু আগেই বিদায় নিয়েছে।

০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


মোল্লারা ধর্মকে উন্মাদনার পর্যায়ে নিয়ে গেছেন, এটাও একটা শক্তি বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.