নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র ভোট ব্যাংক, জামাতী ভোট ব্যাংক, আওয়ামী ভোট ব্যাংক

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২



পার্টি থাকলে পার্টির ভোট ব্যাংক থাকে; নিউইয়র্ক, কালিফোর্নিয়া ডেমোক্রেটদের; টেক্সাস, ইন্ডিয়ানা রিপাবলিকানদের; ভোটারেরা পার্টির রাজনৈতিক আদর্শের সাপোর্টার, পার্টির আদর্শের সাথে নিজের রাজনৈতিক ভাবনার মিল রেখে মানুষ পার্টিকে সাপোর্ট করে থাকেন, সেখান থেকে ভোট ব্যাংকের সৃস্টি হয়ে থাকে। দলের ভোট ব্যাংকের আকার দলের জনপ্রিয়তার সুচক।

বর্তমানে আমাদের বিএনপি'র দল আছে কিনা উহা নির্ণয় করতে কঠিন হচ্ছে, কিন্তু ভোট ব্যাংক নাকি অটুট আছে! বিএনপি'র বর্তমান আদর্শ কি উহাও গবেষণার বিষয়; আগের আদর্শ ছিলো জেনারেল জিয়া, অথবা উনার তথাকথিত ১৯ দফা! ১৯ দফার মাঝে কার কি মনে আছে, কে জানে; তবে, বেগম জিয়ার কমপক্ষে ১ দফা মনে আছে, জেনারেল জিয়া উনার স্বামী ছিলেন; ফখরুল সাহবের কয় দফা অবধি মনে আছে বলা কঠিন; এক দফা উনার মনে থাকার সম্ভাবনা, ৫ বছর লেগেছিল অস্হায়ী থেকে স্হায়ী হতে; রিজভী সাহেবের মনে আছে, প্রধান বিচারপতিকে নিয়ে একটি প্রেস রিলিজ পাঠাতে হবে মিডিয়ায়।

জামাতের ভোট ব্যাংক শক্ত ও ছোট, তাদের আদর্শ হলো, মুসলিম প্রধান দেশে সরকার চালনার ভার জামাতের হাতে, ব্রাদারহুডের হাতে থাকতে হবে; ইসলামী স্কলারদের ভাবনানুসারে দেশ চলবে; অটোম্যান ও সালাদিন আইয়ুবীদের যুগ আবারো ফিরে আসবে; সারা বিশ্বে আবার শরীয়া আইন চালু হবে।

আওয়ামীদের বর্তমান ভোট ব্যাংকের অবস্হা বুঝা কঠিন; তাদের নীতি সোজা, দেশ স্বাধীন হওয়ার সময় তারা নির্বাচিত দল ছিলো, দেশ স্বাধীন হওয়ার পেছনে তাদের নেতৃত্ব কাজ করেছে; অন্যেরা এই দেশ চালানোর কোন অধিকার রাখে না; অন্যেরা বলতে তারা বিএনপি'কে ও জামাতকেই বুঝায়; অবশ্য এর বাইরে বাংলাদেশে আর কোন শক্তিশালী রাজনৈতিক দল নেই। পুরানো দল হিসেবে, তৃণমুলে আও্য়ামী ভোট ব্যাংক আছে; আওয়ামী লীগ বিপদে পড়লে এরা বেরিয়ে আসে; আওয়ামী লীগের সুবিধা হলো, আওয়ামী লীগকে এদের খোঁজ খবর রাখতে হয় না, এরা নিজেদের দায়িত্বে নিজেরা চলে; এরা আদর্শ নিয়ে মাথা ঘামায় না, দেশ স্বাধীন হয়েছে, এটাই বড় আনন্দ।

আমরা আমেরিকার মতো বড় নই, আমাদের জন্য এই ধরণের ভোট ব্যাংক সঠিক নয়; আমরা আসলে বিভক্ত হয়ে আছি অকরণে; আমাদের এই তিন ভাগে বিভক্ত ভোট ব্যাংক, নিজেদের ভয়ংকর ক্ষতি করে চলছে গত ৪৪ বছর; আমাদের সাধারণ মানুষ রাজনীতি বুঝার অবস্হানে নেই, অন্য দলের বিরোধীতা করাই এদের একমাত্র রাজনৈতিক কার্যকলাপ।


মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

শামচুল হক বলেছেন: কথা মন্দ বলেন নাই

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



এই ৩টি ব্যাংক জাতির পায়ে কুড়াল মারছে, এটাই উনাদের রাজনীতির ফলাফল

২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিএনপি নামক রাজনৈতিক দল অবশ্যই আছে গাজী ভাই। এরা জামাতের সাথে গাঁট ছড়া বেঁধে নিজেদের ক্ষতি ডেকে আনছে ।
জামাত বিএনপির ভোটব্যাঙ্কে হানা দিচ্ছে। বিএনপির মাথামোটা নেতৃত্ব বুঝতেছেনা, সারা দেশে জামাতের একজন সমর্থক বাড়া মানে বিএনপির একজন সমর্থক কমা।
আওয়ামীলীগের কর্মিরা দল থেকে অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। সারা বছর কর্মিদের খোঁজ না নিলেও অন্তত ভোটের সময় তাদের খোঁজ পড়তো। এখন তাও পড়েনা। কারন আওয়ামীলীগ নিজেদের ভোট নিজেরাই নিয়ে নেয়, নেতা কর্মির প্রয়োজন হয়না।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


ধর্মে রাজনীতি নেই, বিশ্ব এমন যায়গায় এসেছে, জামাত ইত্যাদির রাজনীতি গ্রহের জন্য সমস্যা।

বিএনপি আছে, বসে বসে দিন গুণছে, কোনদিন আওয়ামীরা ক্লান্ত হবে। আওয়ামী লীগ বিশ্ব মানের রাজনীতি করার অবস্হানে নেই।

৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

ধ্রুবক আলো বলেছেন: আমরা ভোট ব্যাংকের জামানত। আওয়ামীলীগ যেটা ভাবতেছে সেটা তারা প্রতিষ্ঠা করে ফেলেছে।
এখন এরাই রাজত্ব করছে করবেও। বিএনপি আছে রিজভী সাহেবের ও মির্জা ফখরুল সাহেবের ভাষণে।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র জন্ম হয়েছে অপরাধের মাধ্যমে; তারা বিনা রাজনীতিতে অনেকদিন দেশ চালায়েছে, জাতি তার মুল্য দিচ্ছে; এখন হয় রাজনীতি শিখতে হবে, না হয় আউট। আওয়ামী লীগ একদিন নিজেরাই হতবাক হয়ে দেখবে যে, জাতি অনেক পেছনে পড়ে গেছে

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
'পরশ্রীকাতরতা' সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের নাকি খুব বেশি।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


উনি অনেক কিছুই বলেছেন, করেেন খুবই কম

৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বর্তমানে বাজার দরের (পণ্যের দাম বাড়ার) কারণে আওয়ামীগের ভোটের পাত ছিদ্র হয়ে গেছে। এখন পোষ্টার মার্কা সমর্থক (পাতি নেতা) ছাড়া বাকি সাধারণ ভোটারের অনেকে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। যদিও এদেশে পাব্লিকের ভোটে এম্পি নির্বাচিত হয়- একথাটা বিশ্বাস করা কঠিন।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


সরকার মানুষের উপর নির্ভরশীল কোন কালেই ছিলো না

৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১

আবু তালেব শেখ বলেছেন: নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে কাদের পাল্লা ভারি

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


হয়তো, বলা মুশকিল! অনুমান করার মতো অবস্হানে নেই জাতি

৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
চেষ্টা উনি ঠিকই করেছিলেন, পেরে উঠেননি হয়তো আপনার পোষ্টে বলা শেষ দুই লাইনের জন্য।
তবুও পারতেন তিনি, তাঁর প্রতি এ'বিশ্বাস ছিল। কিন্তু, তাঁকে সেই সুযোগ দেয়া হয়নি!

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবের ৬ দফার জন্য মানুষ প্রাণ দিয়েছেন, স্বাধীনতার জন্য মানুষ পরিমাণের চেয়ে অনেক বেশী প্রাণ দিয়েছেন; আর কি করতে পারতো মানুষ!

৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



আমেরিকার জনগনের বিশাল একটা অংশ ভোট দেয় নি। তারা কি রাষ্ট্রের চেয়ে কোম্পানির কাছে বেশি দায়বদ্ধ? তারা ককি মেইক আমেরিকা গ্রেট বানাতে চায় না?

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


এটা ষ্টেইট-ওয়াইড ভোট ব্যাংকের একটা প্রভাব; ষ্টেইটে মাত্র শতকরা ২০/২৫ ভাগ ভোটার ভোট দিলেই তাদের দল জয়ী হয়ে যায়।

৯| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

আমি চির-দুরন্ত বলেছেন: জনগন যেই দলকে সমর্থন করে, সেই দলকে মা বাপ মনে করে। এদের ধারনা পক্ষের সরকার ক্ষমতায় থাকলেই দেশ ভালো চলছে,সবাই ভালো থাকছি। কিন্তু এর থেকেও আমাদের ভাল থাকা সম্ভব ছিল,ক্ষমতা ও সম্পদ ছিল,কিন্তু পোংডা সরকার সেই ব্যবস্থা করছে না,এই ধারনাটুকু ভোট ব্যাংকদের মাথায় ঢুকানো সম্ভব হচ্ছে না।
বিএনপির ভক্তরা হাসিনাকে কোনো কাজেই সাহায্য করবে না,ভাল কাজেও না,তেমনি হাসিনার লোকরাও খালেদাকে সাহায্য করে নাই।ফলে দেশ একেক সময় এক অংশের স্বার্থ মত চলে,এর ফল সব অংশ পায়না বলে উল্টো পিছিয়ে যাচ্ছে।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থকে ২০১৫ সাল অবধি বিরোধীদলগুলোর কাজ ছিলো দেশকে অচল করে রাখা; এখন বিএনপি পারছে না, পারলে বসে থাকতো না।

তবে, মানুষ বিভক্ত হয়ে নিজের পায়ে কুড়াল মারছে, আমাদের মতো দেশে পার্টিগুলোর এমন কোন আদর্শ থাকতে পারে না, যার ভিত্তিতে ভোট ব্যাংকের জন্ম হতে পারে।

১০| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

আমি চির-দুরন্ত বলেছেন: হাসিনা খালেদার উত্তরাধিকারী কেউ নেই,যারা আছে তারা কোনো ভাবে দেশ চালাতে পারার যোগ্য না,তাই হাসিনা খালেদার পরেই হয়ত এই দুই পরিবারের পতন হবে রাজনীতি থেকে,কিন্তু যদি জোর করে তারা ঢুকে পরে তবে দেশ চরম বিশৃংখলায় পড়ে যাবে।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, জিয়াদের আর সুযোগ নেই, যদি আওয়ামী লীগ তাদের পালন করার দায়িত্ব না নেয়।

১১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

শিখণ্ডী বলেছেন: তাদের নীতি সোজা, দেশ স্বাধীন হওয়ার সময় তারা নির্বাচিত দল ছিলো, দেশ স্বাধীন হওয়ার পেছনে তাদের নেতৃত্ব কাজ করেছে; অন্যেরা এই দেশ চালানোর কোন অধিকার রাখে না; অন্যেরা বলতে তারা বিএনপি'কে ও জামাতকেই বুঝায়;

সেটাই হওয়া উচিত। আওয়ামী বাদে বামরা(চিনপন্থীরা তো বি্‌এনপির শেকড়, ওরা বাদে) পারে। কিন্তু তাদের তো হ্যাজাক লাগিয়েও খুঁজেও পাওয়া যায় না।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের বামেরা বামও নন, ডানও নন, এরা হাইব্রীড; এরা মার্ক্সকে বুঝতে পারেনি, এদের নিজস্ব মার্ক্সিজম আছে।

১২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

আমি চির-দুরন্ত বলেছেন: বিরোধী রা দেশ অচল করে রাখে বলেই সরকার সামনে আগাতে পারে না। যেটুকু আগানো সম্ভব সেটুকুও আগাতে পারে না পরের বার গদি ঠিক রাখার প্রস্তুতিতে।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


আসলে, আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে প্রচুর সময় পেয়েছিল; বিএনপি'র শক্তি ছিলো না।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: আমরা মরে যাবার কত কত বছর পরে এই লীগ বা দল এই ব্যাংক থেকে বের হয়ে বাংলাদেশ স্বস্তির নিশ্বাস ফেলব তা জানতে পারলে ভালো হইত

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:



একটা পরিবর্তনের সময় হয়েছে, জাতির পিঠ দেয়ালে ঠেকেছে বেশ আগেই।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: জাতির মতামতের বেইল নাই আপাতত। খুব বিরক্ত বর্তমানের ফালতু সিস্টেমে

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


মানুষ বিশ্ব দেখছেন, ইউরোপের মানুষের জীবনযাত্রা দেখছেন, পাশে ভারত আছে; ফলে, মানুষ বুঝতে পারছেন, আমাদের সমস্যা আছে; তবে, মানুষ এখনো কোন ব্যবস্হা এখনো নিচ্ছেন না; তবে, বাধ্য হবেন।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আওয়ামীলীগের ভোটব্যাাংক নিয়ে পারফেক্ট অব্জার্ভেশন। ক্যামন আছেন ?

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো, আপনি কেমন?

আওয়ামী লীগ নিজেও নিজের ভোট ব্যাংকের সঠিক আকার বের করতে পারবে না, মনে হয়।

১৬| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভোট ব্যাংক না বদলানোর কারণ হলো প্রথম ভালোবাসার মত! যাকে একবার মন দেয়া হয়ে গিয়েছে আর ফেরার পথ নেই। তবে প্রতি নির্বাচনে কিছু মানুষ মত পরিবর্তন করে যাদের বলা হয় সুইং ভোটার। আর বাকীরা শত খারাপ হলেও ঐ মার্কাকে ভোট দিবে। কারণ আমাদের ব্যবস্থাটাই এমন। আমার মনে হয় আসন ভিক্তিক নির্বাচন ব্যবস্থা তুলে দেয়া উচিত। তাহলে ভোট ব্যাংক, ঘাঁটি এসব টার্ম উঠে যাবে...

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


দেশের যে অবস্হা হয়েছে, দল-ভিত্তিক নির্বাচনের দরকার ছিলো; কিন্তু এবার আওয়ামী লীগ চাইবে না, শুধু এবারের জন্য বিএনপি চাইতে পারে; পরেরবার হয়তো বিএনপি চাইবে না।

দলভিত্তিক নির্বাচন হলো গণতান্ত্রিক জাতির জন্য।

১৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমরা কাগজ কলম আর মুখের জোর দিয়ে দেশ উদ্ধার করতে নামি।শেখ মুজিব,শেখ হাসিনা বাদে দেশে আর বড় নেতা কই পঁচাত্তর এর পর???

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের নেতাদের চেষ্টা থাকে, নতুন নেতা যাতে গড়ে উঠতে না পারে।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৯

শুভ_ঢাকা বলেছেন: অফ টপিকঃ ডোনাল্ড ট্রাম উওর কোরিয়ার ব্যাপারে ফাইনালি কি করবে বলে মনে করেন গাজীভাই।

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



উ: কোরিয়াকে আনবিক শক্তি হিসেবে মেনে নেবে।

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



লেখার শুরু করেন, অনেক পড়েছেন, এবার লেখার পালা

১৯| ২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৮

উম্মে সায়মা বলেছেন: এদের অবস্থা হচ্ছে বিচার মানি তালগাছ আমার। দুনিয়া উল্টে যাক ওরা ওদের চিন্তাভাবনা বদলাবেনা B:-)

২১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি শক্ত ব্যাপার; ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স পড়ায়ে বুড়ো হয়ে গেলেন ড: এমাজুদ্দিন সাহেব; উনার মতে গণতন্ত্র হলো সুস্ঠ নির্বাচন মাত্র; এবং উনার মতে তারেক নাকি বিশাল রাজনীতিবিদ! সাধারণ মানুষ কিভাবে কি করবেন?

২০| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: এই মন্তব্য এই পোষ্টের জন্য না।

আমার সর্ব শেষ লেখায় আপনি যে মন্তব্য করেছেন- সেই পোষ্টের উত্তর-

আমার বাসার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে।
অফিসে লুকিয়ে লুকিয়ে সামুতে আসি।

জ্বী এই ধরনের ব্যাপারই ঘটেছে। কিন্তু পরে অনুসন্ধান করা জানা গেছে- এই গন্ধ রফিক সাহেবের গা থেকে আসেনি। ঐ রুমে আরও তিনজন বসেন, তারা অফিসে এসে জুতা মোজা খুলে ফেলেন। তাদেরই মোজার গন্ধ।

রফিক সাহেব নির্দোষ।

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:




স্যরি, আপনার কম্প্যউটার নস্ট হয়ে গেছে! বেচারা রফিক সাহেব! দেশটা লিলিপুটিয়ানদের দেশ।
অফিস থেকে ব্লগিং করলে, কেহ এক সময় নালিশ করে দেবে; রিস্ক নেয়া ঠিক হবে না।

২১| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ব্লগিং না করে তো থাকতে পারব না।
এমনিতেই প্রতিদিন একটা লেখা পোষ্ট করতে না পারলে অস্থির লাগে।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



তবে, খেয়াল রাখবেন, অফিসের অনেক লোক অন্যের ক্ষতি করার জন্য প্রাণপণ চেষ্টা করেন।

২২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

জাহিদ অনিক বলেছেন:


ভোট ভূতে দিয়ে যায় !

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



আমাদেরটা ভৌতিক গণতন্ত্র, আইয়ুব খানের ছিল মৌলিক গণতন্ত্র। আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২

ধুতরার ফুল বলেছেন: জনগণের উত্থান ঘটবে এবং সেটা জরুরি।
হাসিনা খালেদার প্রেমে যারা মজেছেন তারা বিকল্প কিছু ভাবতেই চাচ্ছে না। হাসিনা খালেদা তাদেরকে সবসময় ঠকিয়ে গেলেও এরা প্রেম বিসর্জন দিবে না।

আপাতত সবাই মিলে একটা ভোট ব্যাঙ্ক হয়ে হাসিনা খালেদাদের বিপক্ষে গিয়ে এদের থেকে মোটামুটি উপযুক্ত কাউকে টেনে আনা দরকার।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


মানুষকে না পড়ায়ে ভেড়া বানায়েছে একটা প্ল্যান নিয়েই

২৪| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: উপসংহারে সুন্দর বলেছেন!!

আমরা আমেরিকার মতো বড় নই, আমাদের জন্য এই ধরণের ভোট ব্যাংক সঠিক নয়; আমরা আসলে বিভক্ত হয়ে আছি অকরণে

পোস্টে চাঁদগাজীয় রসিকতা স্পষ্ট!:)

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



আমাদের মানুষেরা নিজেরা অকারণে বিভক্ত হয়ে আছেন, তাঁরা নিজেদের ভয়ংকর ক্ষতি করে চলেছেন।

২৫| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

তপোবণ বলেছেন: এখন ভোট ব্যাংক থাকলেই কি আর না থাকলেই কি। নির্বাচনে তো এখন আর ভোট ব্যাংক কোন দরকারে আসেনা। আর নিজের ভোট ব্যাংকের অবস্থা কি এটা চেক করার সাহস আ.লীগের নেই। তাই আবোল তাবোল নির্বাচনই জিন্দাবাদ। কোন রিস্ক নেই!

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ ১৯৭১ সালকে বুঝতে পারেনি; ছাত্র রাজনীতিবিদরা মানুষকে বুঝার অবস্হানে নেই।

২৬| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: অন্য দলের বিরোধীতা করাই এদের একমাত্র রাজনৈতিক কার্যকলাপ। ভাল কথা বলেছেন । এমনটাই বেশী দেখা যায় ।
কোন দলের কার্যকলাপকেই আসলে নিখুত বলা যায়না । একটি রাজনৈতিক দলের একটি ভুলই তাদেরকে জনপ্রিয়তার তলানীতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট , এর প্রমান ভুরি ভুরি আছে ।

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছরের ইতিহাসে প্রশাসন চালানোর ইতিহাস আছে; কিন্তু রাজনৈতিক কার্যকলাপের ভালো কোন ইতিহাস নেই আমাদের দলগুলোর

২৭| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

শাহিন-৯৯ বলেছেন: আওয়াম লীগের সবচেয়ে বড় ভোট ব্যাংক এদেশের হিন্দু ভোটার, ৯৫% হিন্দু নেীকা প্রতিক দেখে ভোট দেয়, প্রতি আসনে হিন্দু ভোটার প্রায় ১০% যা নেীকায় নির্ধারিত,

আমাদের বর্তমান কথিত বিরুধীদল জাতীয় পার্টির ভোট ব্যাংক বললেন না।

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


এরশাদের পার্টিকে আমার কুজাতীয় পার্টি মনে হয়, উনা পরগাছা, শেখ হাসিনা কিংবা বেগম জিয়া উহাকে বাঁচায়ে রাখে।

হিন্দুরা এদেশের নাগরিক, বাংগালী, এবং কিছুটা শিক্ষিত ভোটার।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: জামাতের ভোট ব্যাংকের অনেকেই সালাদিন আইয়ুবী'র নাম শুনেনি। আর, জামাতের উদ্দেশ্য ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করা, খেলাফত নয়। তাই, ভোট ব্যাংক বিভক্ত।

বিএনপি'র কি আদর্শ তা খুঁজে পাওয়া মুশকিল। তবে, যারা আওয়ামী লীগ চায় না, ইসলামী দলকেও পছন্দ করে না মনে মনে, এরকম মাঝামাঝি আদর্শের লোকেরাই এই দলের সাপোর্টার। তাছাড়া, এলাকার মাস্তানরাও অটো চয়েস হিসেবে এই দলটাকে পছন্দ করে। তাই, এরাও এদের ভোটব্যাংক।

আওয়ামী লীগার হচ্ছে উপরের দু'টি দলের সাপোর্টার ছাড়া বাকি সবাই।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমরা আইয়ুবের তন্ত্রের বিরুদ্ধে যু্দ্ধ করে জামাত ও পাকিস্তানীদের হাতে প্রাণ দিয়ে, আইয়ুবের পুত্র জেনারেল জিয়ার ভোট ব্যাংকে পরিণত হলাম; এগুলো রাজনীতির অংশ হতে পারে?

২৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

গ্রীনলাভার বলেছেন: জামাত ফ্রন্ট লাইনে আসবে বলে আমার মনে হয় না। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনার মতো অবস্থা হবে।
বিএনপি এর মেরুদন্ডে জোড় নেই।
এরশাদ সহ আর সবাই ভারতীয় বিচার বিবেচনার উপরই ভরসা করছে।
তবু আমরা বাংগালীরা আবেগী জাতি। সহজ মনস্তত্ব সম্পন্ন আটকুরে জাতি। আমাদের শিক্ষাব্যবস্থা আমাদেরকে সচেতন হতে শিক্ষা দেয়না। এই দুর্বলতা গুলো ব্যবহার করে আরেকটি রাজনৈতিক শক্তি তৈরী হয়ে যেতে পারে। এবং তাই হলে জাতির জন্য সত্যিই দুঃখ জনক ব্যাপার হবে। আমাদের এমন একটি রাজনৈতিক শক্তি লাগবে যারা একটি জেনারেশনকে চিন্তা করতে শেখাবে। ঐ জেনারেশনই বাকীপথ কন্টিনিউ করাবে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


এখন যারা রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছেন, তারা বিশ্ব রাজনীতি বুঝার মতো শিক্ষিত নন; দরকার নতুন জেনারেশনের ভাবনার মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.