নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সম্পদের উপর যখন নাগরিকের অধিকার থাকে না

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬



সোনালী, অগ্রনী, রূপলাী ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাবার সময় আপনার কি মনে হয়, এই ব্যাংকের লোকগুলো আপনার জন্য খাটছে; আপনার চাকুরী না থাকলে, একদিন এসে একটি চাকুরী চাইতেও পারবেন এখানে; কিংবা সৌদীতে একটা চাকুরীর জন্য ৩/৪ লাখ টাকা ঋণ নিতে পারবেন? আপনার স্ত্রীর চিকিৎসার জন্য লম্বা মেয়াদের ১ লাখ টাকা ঋণ চাইলে এরা দেবে? নাকি ভয় লাগে, ভিতরের লোকগুলো সুযোগ মতো ব্যাংকের মুলধনই নাই করে দেবে? নাকি কথাগুলো আপনার মনেও আসেনি কখনো, আমি ব্লগে লিখছি; কারণ, ব্লগে যেকোন কিছু নিজের ইচ্ছানুযায়ী লেখা যায়, কোন ট্যাক্স নেই!

আপনার কি মনে হয়েছে, ইলেকট্রিক ও গ্যাস বিল বাড়লে কি, টাকা তো ঘুরেফিরে আমাদের পকেটেই আসবে; কষ্ট করে বেশী জমা দিলে তো ভালোই হলো, বেশী জমবে; যেদিন ফেরত পাবো, সেদিন একত্রে অনেক পাবো! এ কথাগুলো মনে আসেনি? আসলে, এগুলো একেবারেই রূপকথা নয়, নগদ টাকা না দিলেও, আপনার বাচ্ছাটাকে যদি ঢাকা মেডিক্যালে ফ্রি পড়তে দিতো, তা'হলেও তো চলতো! ঠিক আছে, আপনার বাচ্চাকে না দিলো, রাস্তায় যেসব টোকাইগুলো থাকে তাদের কি ইলেকট্রিক, গ্যাস কোম্পানীর টাকা থেকে কিছু দেয়া যায় না? গ্যাস তো মাটির নীচে থাকে, আমাদের সবার! উহা আমাদের কাছে বিক্রয় করেও কি সরকার লাভ করে না?

রাজধানীতে হঠাৎ রাস্তা ব্লক করে দিয়ে যখন প্রসিডেন্ট সাহেব, বা প্রাইম মিনিষ্টার বিকেলে বাড়ীতে যান; আপনার বুকটা কি ফুলে উঠে; ইচ্ছে হয় সামনে গিয়ে একটা স্যালুট দিয়ে, বা হাত নাড়িয়ে বলতে, "ধন্যবাদ, সারাদিন আমার জন্য খেটেছেন, এখন বাসায় গিয়ে একটু রেষ্ট করেন! আপনার মনে হয়, এরা আপনার জন্য, আপনি উনাদের জন্য?

ট্রেনে চড়লে মনে হয়, আপনি নিজের ট্রেনে করে যাচ্ছেন? খেয়াল রাখেন সীট মীটে যেন কোকাকোলা ইত্যাদি না পড়ে, আপনার নিজের সম্পদ নষ্ট হবে, রিপেয়ার করে বছরের শেষে আপনার টাকা ক্ষতি হবে? সরকার ১ বিলিয়ন ডলার ঋণ নিয়ে রেলওয়ের শক্তি বাড়ায়েছে, নতুন ইন্জিন ও বগী যোগ করেছেন, যাত্রী বাড়বে, আয় বাড়বে; আপনি চাইলে, একটা চাকুরী হয়তো এখানে পেয়ে যাবেন, বৌ-বাচ্চাগুলোকে রেখে সৌদী যেতে হবে না, বালুর মাঝে উট চরাতে হবে না।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নীলপরি বলেছেন: আপনার এই লেখাটা ভাবায় । খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের সামনে দিয়ে হাঁটলে, আমার মনে হয় যে, এগুলো আমাদেরকে বিপদে ফেলার জন্য কাজ করছে।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আমাদের সংবিধানে বলা আছে, "৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷"
"মালিক" শব্দটা কেন সংবিধানে লেখতে হয়েছে?
সংবিধান প্রণেতাদের মনে "মালিক" শব্দটা কেন আসলো?
সংবিধান প্রণেতারা জানতেন এই দেশের মালিক হচ্ছেন সরকার এবং সরকারি কর্মচারীরা।
জনগণকে একটা মালিক মালিক ভাব দেয়ার জন্য শুধুমাত্র কথার কথা হিসাবে "মালিক" শব্দ ব্যবহার করা হয়েছে।
যেমন একজন প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের উদ্ভুদ্দ করার জন্য সাধারণত বলেন, "এই প্রতিষ্ঠান আপনাদের।আপনারাই এই প্রতিষ্ঠান চালান।"
এবার আমাদের সংবিধানের ইংরাজীতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ লক্ষ করুন,
7. (1) All powers in the Republic belong to the people, and their exercise on behalf of the people shall be effected only under, and by the authority of, this Constitution.

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সাহেবের মাথায় কলোনিয়েল গার্বেজ ছিলো, উনি সেটা বমি করেছেন।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল সাহেব হলেন কর্পোরেট আইনবিদ, উনি সরকার চালানোর মান্যুয়েল বানায়েছেন; উহাতে ১৯৭১ সালের স্বপ্ন নেই!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার বিদেশ থেকে টাকা পাঠানোর সময় মনে হয় হুন্ডিতে পাঠালে সরকার বঞ্চিত হবে। তাই দর কম হলেও ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাই। দেশে থাকলে যথা সম্ভব চেষ্টা করি দেশী কোম্পানীর পণ্য কিনতে। যখন টিভি'র লাইসেন্স সিস্টেম ছিল তখন নতুন টিভি(সাদা কালো) কিনে নিজে গিয়ে জনতা ব্যাংকে লাইসেন্স করেছি। ভেবেছি এটা দায়িত্ব।

দেশে থাকলে বড় চাকুরি করলে অবশ্যই ট্যাক্স দিতাম। তবে ভূয়া বিল বানিয়ে খরচ দেখিয়ে ট্যাক্স কমাতাম কিনা সেটা এখন বলতে পারছি না...

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ও আরও কয়েক কোটী মানুষ নাগরিকের দায়িত্ব পালন করে চলেছেন; এদের অবদানটুকুকে অল্প কয়েকজন দখল করে নিচ্ছে; সমস্যা সেখানে।

জাতীয় সম্পদ থেকে সামান্য মানুষ বে-আইনীভাবে লাভবান হচ্ছে, নাগরিকদের তেমন কোন অধিকার নেই।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: এইবার সোনালী ব্যাংকের গল্প শুনুন।
কিছুদিন আগে দেশে গিয়েছিলাম ২০/২২ দিনের জন্য।
যাওয়ার পর দিনই সোনালী ব্যাংকে গেলাম টাকা তুলতে।
তারা বলল টাকা দেয়া যাবে না। কারণ এটা পুরানো চেক বই। নতুন মেশিন রিডেবল চেক লাগবে।
বললাম, ঠিক আছে নতুন চেক বই দেন।
একটা ফর্ম দিয়ে বলল, এপ্লাই করতে।
করলাম এপ্লাই।
বলল, এক মাস পরে আসতে।
এক মাসের কথা শুনে আমি দিশেহারা হয়ে গেলাম। কারণ আমি দেশে থাকবই মাত্র ২০/২২ দিন। তার উপর এই টাকার উপর আমার সব প্ল্যান।
গেলাম ম্যানেজারের কাছে।
তিনি মুখ শক্ত করে, কঠোর, কঠিন ভাবে বললেন এক মাসই লাগবে।
উপায় না দেখে, এক আত্মীয়র মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের একজনকে ধরলাম।
তিনি দয়াপরবশ হয়ে এক সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ দিলেন।
১২ দিনের মাথায় চেক বই পেয়েছিলাম। ৮ম দিন থেকে ১২শ দিন পর্যন্ত প্রতিদিন ব্যাংকে যেতাম। এই পাঁচ দিন ব্যাংকে কি কি ঘটেছে বর্ণনা করলে একটা পোস্ট দিতে হবে।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্যাংকের এই লোকগুলো বেক্সিমকো, বসুন্ধরা, আলম ব্রাদার্সর অফিসে গিয়ে ঋণ দিয়ে আসে, এবং ঋণের টাকা ফেরত না দিয়ে থাকা যায় কিভাবে, সেটাও শিখিয়ে দিয়ে আসে!

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

জাহিদ অনিক বলেছেন:



আমার কিছু নেই, আমি কারও নই।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কবি মানুষ, এমনিতেই যাযাবর; আপনি নিজের ভুবনে বাস করেন, যেখানে কল্পিত ঝিলমিল আছে, তারভরা রাত আছে, রবিন্দ্র সরোবর আছে

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

রাসেল উদ্দীন বলেছেন: ভোটের আগে পোস্টারে লেখেন, "অমুক মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন"। অথচ সেবার নামে জনগণের রক্ত চুষে সম্পদের পাহাড় গড়ছেন তথাকথিত জাতির সেবকরা।

আসলে রাজনীতি করতে গেলে জনগণের কথা ভাবতে নেই (?)।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিই সব নিয়ন্ত্রণ করে; রাজনীতি করে গেছেন শেরে বাংলা ও মওলানা; উনাদের মতো ভাবুন, শান্তি পাবেন।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশ প্রেমিক নাগরিকও আছেন, কিন্তু লুট হয়ে যাওয়া ৪ হাজার কোটি টাকা উদ্ধারের উপায় না বলে অর্থ মশাই যখন বলেন ৪ হাজার কোটি টাকা কিছুইনা তখন এদের মনোবল ভেঙ্গে যায় ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



উনার মতো লোক, সাইফুর রহমানের মতো লোকজন হলো জমিদারীর নায়েব, এরা মানুষকে মানুষ ভাবনি কোনদিন।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: সরকারী পদগুলোতে বসে সবাই রাজা-বাদশাহ হয়ে যায়; কাউকে পরোয়া করার অবকাশ কোথায়?

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


সরকারী চাকুরেরা নিজদেরকে শাসক মনে করে, যেভাবে কলোনীতে মনে করতো।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন: ভাই আমি ভাবি এগুলো নিয়ে। তবে,,, ওইযে প্রথমে যা বললেন তারা সরকারি চাকুরীজীবী আমাদের কথা কিন্তু ভাবে না!!
আমাদের টাকা নিয়ে সরকার চলে আমি ভাবি এ নিয়ে। আমারও ইচ্ছে একটা স্যালুট দিয়ে জিজ্ঞেস করি ভালো আছেন তো? ধন্যবাদ সারাদিন খেটেছেন আমাদের জন্য। এবার বাসায় যেয়ে রেস্ট নিন, কিন্তু সে কি ভেবেছে আমরা কেমন আছি?

আমি ট্রেনের সিটে বসে ভাবি এটা নষ্ট করা যাবে না, কারণ এটা দেশের সম্পদ! কর্তৃপক্ষ কি ভাবে, দেশের টাকা দিয়ে তারা কি ভুয়া জিনিস কিনছে?!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


সরকার ও নাগরিকের মাঝে ৪৭ বছরে কোন সম্পর্ক গড়ে উঠেনি; সরকারের লোকেরা মানুষকে ঠকানোর জন্য সবই করে যাচ্ছে, মানুষের জন্য কাজ করার চেস্টা করছে না।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গিয়াসউদ্দিন আল মামুন, লুৎফুজ্জামান বাবর, ইটিভির সালাম সাহেব জেল খাটেন দুর্নীতির জন্য। কিন্তু তিতাস-এর কোটিপতি মিটার রিডারদের জেল হয় না, ওয়াসার ৪র্থ শ্রেণীর কর্মচারীর ঢাকায় কয়েকটা বাড়ি থাকলেও তাকে ধরা হয় না, রেলের তেল চুরি হওয়ার পরও কোন রেলকর্মীর সাজা হয় না...

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


যখন যাদের রাজত্ব; বাবরের ভয়ে পুলিশও ঘাস খেতো, গিয়াসুদ্দীন মামুনকে কত জেনারেল সালাম করেছে ইচ্ছার বাহিরে। ওয়াসার লোকজনের চাকুরী ছোট, কিন্তু ওদের চুরির ভাগ চাচ্ছে বড় যায়গায়, হয়তো বাবরের পুত্র হুমায়ুনের কাছে

১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: কখনই মনে হয় না,এ ধরনের প্রতিষ্ঠান, কল-কারখানা দেখলে ভয় লাগে....

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


জাতীয় সম্পদগুলো থেকে মানুষ লাভবান হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জোর যার মুল্লুক তার - কথাটা এমনেই এমনেই সৃষ্টি হয় নাই।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



সেটা জমিদারী ও রাজতন্ত্রের মুলমন্ত্র ছিল, আজও চলছে

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৩

এলে বেলে বলেছেন: গাজী সাহেব আপনার কথায় কঠিন যুক্তি আছে।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:


জাতির কিছু সম্পদ আছে, যার উপর ১৭ কোটীর অধিকার থাকার কথা, উহা চোখে পড়ে না, হিসেবে দেখা যায় না।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অবাক কান্ড , জাতীয় সম্পদ দেখলেন কোথায় ?
প্রধানমন্ত্রী বলেন আমি দিয়েছি আমি করেছি
মন্ত্রিরা বলেন আমার অফিস ,
সচিবরা বলেন আমার গাড়ি আমার টলিফোন ,
রাস্ট্রিয় সম্পদ দান করে শুধু বলেন আমি দিয়েছি,
আমার সরকার দিয়েছে বললেও না হয় কথা ছিল ।
ঢাকার রাজপথে বহু বছর আগেও
বিশ্ব বিদ্যালয়ের বাসের গায়ে
লেখা দেখতাম দেশনেত্রী
খালেদা জিয়ার দান,
এখনো এ ধারাটি
সকলেই মেনে
চলেছেন সমান তালে ।
বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ও বিজ্ঞ শিক্ষকেরাও
রাখেননি কোন প্রশ্ন জাতীয় সম্পদ দান করে
নীজের নামে চালনা কি কোন শুভনের পর্যায়ে পরে!!!!
এরকম কথা ও কান্ড শুনে বিদেশীরাও
লজ্জায় নাকি মিটি মিটি করে হাসে
আর তারা পুরা দেশবাসিকে
নিয়ে রঙ্গরসে উপহাস করে !!!

সকলেই সবখানেই শুধু বলেন আমার ও আমি
কেও তো বলেন না আমাদের কিংবা জাতির !!!

কোন খান হতে এখন করবে শুরু
বসে বসে জাতি তাই শুধু ভাবে ।
আমি থেকে আমরা না বলা
পর্যন্ত জাতির কোন মুক্তি নেই
কেও যদি জাতীয় সম্পদের
নামে নীজের নাম যুক্ত
করে, তবে তাকে মনে
করা হোক সে
রকমভাবেই ।

সরকারী অফিস আদালতে প্রজাতন্ত্রের মালিকের অংশ হিসাবে
সাধারন পাবলিক গেলে তাকে প্রজাতন্ত্রের কর্মচারীরা
( উচা হতে নীচা পর্যন্ত সকলেই ) যেন সর্বাজ্ঞে
কুর্ণিশ করে তার বিধান লাগাতে হবে
সরকারী কর্মচারীদের আচরণ নীতিমালার ভিতরে ।

এ বিষয়টি সকল কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয়
প্রতিবেদনে সঠিকভাবে মুল্যায়নের বিধানটিও রাখতে হবে ।

বিদেশে দেখেছি কোন সাধারণ দর্শনার্থী কোন কর্মকর্তার সাথে দর্শনে গেলে
সেই কর্মকর্তা তাকে অভ্যর্থনা দোয়ার হতে নীজে এসে নিয়ে যান তার ঘরে,
আলোচনা শেষে সাধারন দর্শনার্থীকে বিনয় সহকারে এগিয়ে দিয়ে আসেন
নির্গমন দোয়ার পর্যন্ত গিয়ে । এ বিষয়গুলি একবার দেশে শুরু করা গেলে
অবস্থার কিছুটা উন্নতি হতো বলে মনে করা যায় ।

ধন্যবাদ একটি ভাল বিষয় নিয়ে লেখার জন্য ।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:


মানুষের অধিকার প্রত্যক্ষভাবে কখনও প্রতিষ্ঠিত হয়নি জাতির সম্পদের উপর; মানুষ কিছুই নিজের বলে ভাবার সুযোগ পায়নি।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: সরকারী ব্যাংক গুলোর লোকজন হলো জমিদার। তাদের ব্যবহার ভালো নয়।
রাজনীতিবিদরা তো আমাদের জন্য রাজনীতি করেন না। করেন নিজেদের জন্য। সুখ আরাম আয়েশ আর পটোকল। দুনিয়াতেই জান্নাত।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:


শুধু জমিদার হলে চলতো, এরা ব্যাংকের ঋন গ্রহিতাদের সাথে মিলে ব্যাংকের মুলধন খেয়ে ফেলেছে অনেক বার।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কাজের কথা বলছেন ।

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


নাগরিকের সাথে রাষ্ট্রের একটি বন্ধন হলো জাতীয় সম্পদ নিয়ে, তার সুফল নিয়ে; কিছু নাগরিক এগুলোর সুফল ভোগ করছে, বাকীরা কিছু পাচ্ছে না।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৮

বানেসা পরী বলেছেন: আমার দাদা একটা জোক্স বলতেন।শবে বরাতের রাতে ভাগ্য পরিবর্তন সংক্রান্ত। শবে বরাতের রাতে নাকি ফেরেস্তারা তটস্হ থাকে আর আল্লাহ'র কাছে জানতে চায়, হে আল্লাহ, কার ভাগ্যে কি লিখব আমাদের আদেশ করেন। আল্লাহ্ প্রথমে পৃথিবীর সকল ধনীদের ভাগ্য নিয়ে নির্দেশনা দেন।এরপর রাজনৈতিক ব্যাক্তিদের ভাগ্য নির্দেশনা শুরু করেন। তাদের প্রতি বছর সময়কাল এতই বিচিত্রময় হয় যে এগুলো লিখতে লিখতেই ভোর হয়ে আসে। তখন ফেরেশতাগণ বলেন যে, হে আল্লাহ্, আর তো সময় নাই ভোর হয়ে এল।আপনার গরীব অসহায় বান্দাদের জন্য কি লিখব।তখন সৃষ্টিকর্তা নির্দেশ করেন, আমজনতা সবারটাই- আগে যা ছিল তাই।

আপনার লেখাটা পড়ে এই জোক্সটা মনে পড়ে গেল।

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


অনেক জোক্সের জন্ম হয় বাস্তবতা থেকে।

রাষ্ট্রের সাথে সাধারণ মানুষর তেমন কোন বন্ধ নেই এখন।

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: সরকারের ১ বিলিয়ন ডলারের ঋণ হবে, ওগুলোর বন্টন হবে!! সবই চলবে!!

কেবল কর্মসংস্থান সৃষ্টি হবে না!


এদেশে কর্মসংস্থান সৃষ্টির চিন্তা ব্যক্তির নিজের রাষ্ট্রের নয়!!!!!

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



বর্তমান সময়ে, সব দেশে কর্মসংস্হানই সরকারগুলোর ১ নং কাজ; কিন্তু আমাদের সরকারগুলো এই বিশাল দায়িত্বটুকুকে ১ নং কাজ হিসেবে নেয়ার কথা কখনো ভাবেনি; আসলে, ওখানে ভাবার লোকই নেই!

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

তারেক ফাহিম বলেছেন:
গত কয়েকদিন আগে নোয়াখালী জেলার তিনটি উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তাকে দুদক আটক করে সুধারাম থানায় সোপর্দ্দ করেছেন।

আসলে ব্যাংকার গুলো নিজেকে ব্যাংকার না ভেবে জমিদারই ভাবে।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


৪৭ বছর ডাকাতী চলেছে জাতীয় ব্যাংকগুলোতে

২০| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

টারজান০০০০৭ বলেছেন: সরকারিকা মাল, দরিয়া মে ঢাল ! ইহা প্রবাদ বাক্যই হইয়া গিয়াছে ! নিজের মাল কেহ দরিয়াতে ঢালিতে চাহিবে না ! ইহাতেই প্রমাণিত হয়, আমরা কেহ সরকার ও সরকারি মাল নিজের মনে করিনা ! অথচ ইহাতে সবার হক আছে ! একমাত্র সরকারি আমলারাই নিজেদের সরকারের অংশ মনে করে, রাজনীতিবিদরা ব্যবসা মনে করে ! ম্যাংগো পিপল সরকারকে উপদ্রব মনে করে ! বাংলাদেশের উন্নতি সরকার ও রাজনীতিবিদদের বাদ দিয়াই হইয়াছে !
একারণেই বলি, রাজা- বাদশাহদের আমল আবার ফিরাইয়া আনা দরকার বোধহয়! আমরা যেহেতু সরকারি মাল নিজেদের মনে করিতে পারিতেছি না, শাসকরাও ইহার হক আদায় করিতেছেন না, শাসকরা রাজা -বাদশা হইলে অন্তত দেশটাকে নিজের মনে করিবেন, আগামী নির্বাচনে জয়ের জন্য সম্পদ জমা করিবেন না, গুন্ডা-পান্ডা পালিবেন না, নির্বাচনে হারিলে নির্বাসনে যাইতে হইবে বিধায় বিদেশে সম্পদ জমা করিবেন না ! আমরা অন্তত দেশদরদী শাসক পাইব যিনি দেশটাকে নিজের মনে করিবেন, আমরা ম্যাংগো পিপলরা না মনে করিলেও ! দোষতো শুধু শাসকের , সিস্টেমের না , আমাদেরও ! জাতিগত বৈশিষ্ট্য অনুযায়ীই জাতি শাসক পাইয়া থাকে !

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


"একারণেই বলি, রাজা- বাদশাহদের আমল আবার ফিরাইয়া আনা দরকার বোধহয়! আমরা যেহেতু সরকারি মাল নিজেদের মনে করিতে পারিতেছি না, শাসকরাও ইহার হক আদায় করিতেছেন না, শাসকরা রাজা -বাদশা হইলে অন্তত দেশটাকে নিজের মনে করিবেন, "

-আপনি হয়তো খেয়াল করেননি, জেনারেল জিয়ার সময় থেকে বাংলাদেশে মৃদু রাজতন্ত্রই চলে আসছে।

২১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

টারজান০০০০৭ বলেছেন: উহু ! উহা রাজতন্ত্র নহে। জমিদারি বলিতে পারেন ! পরাশক্তিগুলোরে নজরানা দিয়া , দেশীয় লাঠিয়ালদের ম্যানেজ করিয়া কিছুদিনের জন্য দেশকে বন্দোবস্ত নেওয়া ! ইহাতে দেশ নিজের হয় না , বর্গা নেওয়া হয় !

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ কোনভাবেই রিপাবলিকের ডেফিনেশনের মাঝে নেই, এটা সঠিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.